Morium Tour agency

  • Home
  • Morium Tour agency

Morium Tour agency Enjoy your life!

02/01/2024

মালদ্বীপ ৩ রাত ৪ দিনের গ্রুপ ট্রুর ৫৪৯০০ টাকা।

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক...
13/07/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।

Courtesy: The Daily Star 🇧🇩

26/06/2023

Air Travel Tax increasing from 1st July 2023

The Government of Bangladesh has revised UT Foreign Air Travel Taxes (FATT) for domestic and international flights. Travellers will have to pay the Government's revised Air Travel Tax from 1st July 2023.

Please find the updated information:

👉Domestic departures: BDT 200
👉International departures to SAARC countries: BDT 2,000
👉International departures to North and South America, Europe, Africa, Australia, New Zealand, China, Japan, Hong Kong, North Korea, Vietnam, Laos, Cambodia and Taiwan: BDT 6,000
👉International departures to any other countries: BDT 4,000

What you need to know:
✅ Children aged 5 to 11 will be charged 50% of the air travel tax.
✅ Infants under the age of 5 will not be taxed

Source: The Daily Star
https://www.thedailystar.net/special-events/national-budget-2023-24/news/air-travel-tax-surges-67-3335026

আসসালামু আলাইকুম,আমাদের মরিয়ম ট্যুর এজেন্সি  থেকে এই প্রথম আমরা সল্পসময়ে এবং বাজারের সব থেকে সাশ্রয়ী মূল্যে নিউজিল্যান...
25/06/2023

আসসালামু আলাইকুম,

আমাদের মরিয়ম ট্যুর এজেন্সি থেকে এই প্রথম আমরা সল্পসময়ে এবং বাজারের সব থেকে সাশ্রয়ী মূল্যে নিউজিল্যান্ডের ২ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা [ই-ভিসা] প্রসেসিং এর সুযোগ করে দিচ্ছি!

আপনারা ভিসা হাতে পাবেন ৩০ দিনের মধ্যে মধ্যেই ইনশাআল্লাহ! ভিসার ধরণ হবে ই-ভিসা।

#প্রয়োজনীয়_ডকুমেন্টস :-

১. পাসপোর্ট
২. পাসপোর্ট সাইজ ছবি ২ কপি
৩. টিন সার্টিফিকেট এর কপি (ব্যাবসায়ী/চাকরিজীবী হলে)
৪. ট্রেড লাইসেন্স
৫. ব্যাংক স্টেটমেন্ট
৬. ব্যাংক সলভেন্সি
৭. ভিসিটিং কার্ড
৮. কোম্পানি প্যাড
৯. ভিসা চার্জ ১ লক্ষ ৫০ হাজার
১০. ৫০% অগ্রিম বাকি টাকা ভিসার পরে
১১. ৭-৮ টি দেশ ট্রাভেল করা থাকতে হবে........................................................................

#বিশেষ_দ্রষ্টাব্য :- ভিসার মেয়াদ থাকাকালীন যতবার ইচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে এন্ট্রি করতে পারবেন।

24/06/2023

২০০০/- রুপির নোট তুলে দিচ্ছে ভারত,২৩ শে মে থেকে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণের অর্থ সংগ্রহ করতে বলা হয়েছে -
আমাদের কারো কাছে ২০০০/- রুপির নোট থাকলে নির্ধারিত সময়ের মধ্যে তা ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইন্ডিয়া'র মেঘালয় রাজ্যে গ্রুপ ট্যুর। মাত্র ১২,৫০০ টাকা দিয়ে ঘোরে আসুন শিলং-চেরাপুঞ্জি। ৪ দিন ৩ ...
19/06/2023

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইন্ডিয়া'র মেঘালয় রাজ্যে গ্রুপ ট্যুর। মাত্র ১২,৫০০ টাকা দিয়ে ঘোরে আসুন শিলং-চেরাপুঞ্জি। ৪ দিন ৩ রাত্রের ভ্রমণ!

হারিয়ে যেতে চান মালদ্বীপের স্বচ্ছ নীল সাগরের মোহনায় বা প্রাণভরে উপভোগ করতে চান শ্রীলঙ্কার দিগন্তছোঁয়া সুদূরের মনোরম পর্ব...
19/06/2023

হারিয়ে যেতে চান মালদ্বীপের স্বচ্ছ নীল সাগরের মোহনায় বা প্রাণভরে উপভোগ করতে চান শ্রীলঙ্কার দিগন্তছোঁয়া সুদূরের মনোরম পর্বতমালা? মরিয়ম ট্যুরস এন্ড ট্রাভেলস আপনাকে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ। তাও আবার মাত্র ৬৫,৫০০/- টাকায়!
বিগত প্রায় দুই দশক ধরে মালদ্বীপ ও শ্রীলঙ্কা হয়ে উঠেছে বিশ্ব পর্যটনের প্রাণকেন্দ্র। অথৈ নীল সাগরের পানি, সমুদ্র জুড়ে ভেসে চলা প্রবাল প্রাচীর, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, চোখজুড়ানো দ্বীপমালা, আধুনিক ব্যবস্থাসম্পন্ন রিসোর্ট – বিনোদনের প্রায় সবরকম ব্যবস্থাই মালদ্বীপে বিরাজমান।
আর এজন্যেই নবদম্পতিদের মধুচন্দ্রিমার অন্যতম গন্তব্য এই মালদ্বীপ! শুধু কি তাই? বিশ্বের তাবৎ বড় বড় সেলিব্রেটিদের ছুটি কাটানোর প্রধান স্থানও এখন এই দ্বীপদেশটি।
অন্যদিকে চমকপ্রদ পর্বতশৃঙ্গ, ঝর্ণা, প্রাচীন স্থাপত্যশৈলীর বিভিন্ন গম্বুজ, ও সুপ্রাচীন নানা ধরণের ঐতিহ্যবাহী স্থাপনার কারণে শ্রীলঙ্কা ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় একটি স্থান।
তাহলে আর দেরী কেন? চাইলে এখন আপনিও খুব সহজেই উপভোগ করতে পারেন মালদ্বীপ ও শ্রীলঙ্কার অনিন্দ্য সৌন্দর্যের রূপমালা।
আপনার সুবিধার জন্য মরিয়ম ট্যুরস এন্ড ট্রাভেলস আপনাকে দিচ্ছে মাত্র ৬৫,৫০০/- টাকায়! ৪ রাত, ৫ দিন দেশ দুটিতে ভ্রমণের সুযোগ।

রোমানিয়া ওয়ার্ক পারমিট এর জন্য যোগাযোগ করুন।
19/03/2023

রোমানিয়া ওয়ার্ক পারমিট এর জন্য যোগাযোগ করুন।

19/03/2023

🕋 রমজান মাসের পর পরই উমরাহ কাফেলায় বুকিং চলছে ! আসন সংখ্যা সীমিত, নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী মরিয়ম ট্রুর এজেন্সি সিলেট ৷

🕋 ঈদ পরবর্তী ১৪ দিনের স্পেশাল উমরাহ প্যাকেজ ।

✈️ পরবর্তী সফরের তারিখঃ ২ মে ২০২৩ ।

💵 প্যাকেজ মুল্য: ( ১৩০,০০০/= টাকা - খাবার ছাড়া )
( ১৪০,০০০/= টাকা - খাবার সহ )

📒 প্যাকেজে কি কি থাকছে :-
🏩 ইকোনোমি প্যাকেজ , ২ * হোটেল - ( ১ রুমে ৪ / ৫/ ৬ জন )
👉 ৩ মাসের ওমরাহ ভিসা।
👉 এয়ার টিকেট কুয়েত এয়ারওয়েজ ফ্লাইট – ( ঢাকা থেকে জেদ্দা – মদিনা থেকে ঢাকা ফ্লাইট ) ফ্লাইট এ খাবার এবং লাগেজ ৩০ কেজি, ট্রানজিট 3 ঘন্টা ।
👉 অভিজ্ঞ মুয়াল্লিম গাইড ।
👉 মক্কায় ৭ দিন ও মদিনা ৭ দিন থাকার ব্যাবস্থা ( হাসবেন্ড এবং ওয়াইফ এক রুমে থাকতে চাইলে, অতিরিক্ত চার্জ যুক্ত হবে)
👉 সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা থেকে মক্কা , মক্কা থেকে মদিনা, এবং মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)
👉 মক্কা হোটেলের নামঃ- শাথা আল অসাম হোটেল-৫
👉 মদিনা হোটেলের নামঃ- আল মাসা প্যালেস হোটেল
👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মক্কা জিয়ারাহঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।
👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
👉 মদিনা জিয়ারাহ : মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।
👉 হোটেল থেকে হারামাইন শরীফে যেতে সময় লাগবে মাত্র (৫-৮)মিনিট।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।

🔴🔴ওমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 🔴🔴
ফোনঃ +8801712357099
🏢 মরিয়ম ট্রুর এজেন্সি,
ঠিকানাঃ ৭০/২ আল খাজা মার্কেট ২য় তলা, মহাজন পট্টি রোড কাষ্টঘর সিলেট।

01/02/2023

ইটালি সিজনাল ভিসার জন্য যারা আগ্রহী যোগাযোগ করুন।

10/01/2023

রোমানিয়া ওয়ার্ক পারমিট
ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট এর জন্য যোগাযোগ করুন।

মাত্র ৫২,৯০০/ টাকায় মালদ্বীপ যাবেন না তো কই যাবেন । এই বিশাল সুযোগ খুব কমই আসে।গ্রুপ ট্যুরে মাত্র ৫২,৯০০/- টাকায় ৩ রাত ৪...
31/10/2022

মাত্র ৫২,৯০০/ টাকায় মালদ্বীপ যাবেন না তো কই যাবেন । এই বিশাল সুযোগ খুব কমই আসে।
গ্রুপ ট্যুরে মাত্র ৫২,৯০০/- টাকায় ৩ রাত ৪ দিনের সর্বনিম্ন ফিক্সড ডেটে গ্রুপ প্যাকেজ। তাও সবকিছু সহ। কোন ভিসা লাগবে না ।
নিকটবর্তী ডেট যাওয়া ১৫ নভেম্বর এবং আসা ১৮ নভেম্বর।
এছাড়াও ৪ রাত ৫ দিনের প্যাকেজ ৫৫,৯০০/- টাকায়। ট্রাভেল ডেট ২৫ নভেম্বর - ২৯ নভেম্বর।
বুকিং ৫ নভেম্বর এর মধ্যে করতে হবে । সিট থাকা সাপেক্ষে।
এছাড়াও যে কোন তারিখের সর্বনিম্ন ২ জনের মালদ্বীপের প্যাকেজ শুরু ৫৫,৯০০/- টাকা থেকে।
এছাড়াও মালদ্বীপের যে কোন রিসোর্ট প্যাকেজের জন্য আজই যোগাযোগ করুন।

প্যাকেজে পাচ্ছেন
* রিটার্ন এয়ার টিকিট
* ৩ তারকা সমুদ্র পাড়ের হোটেল
* ব্রেকফাস্ট
* এয়ারপোর্টে পিক & ড্রপ
* গাইড
বুকিং এর শেষ তারিখ : ৫ নভেম্বর ২০২২ (সিট থাকা সাপেক্ষে)

বিস্তারিত জানতে কল করুন।
01712357099

পর্তুগাল ওয়ার্ক পারমিট ক্রোরেশিয়া ওয়ার্ক পারমিট রোমানিয়া ওয়ার্ক পারমিট আছে যেতে চাইলে যোগাযোগ করুন।
20/09/2022

পর্তুগাল ওয়ার্ক পারমিট
ক্রোরেশিয়া ওয়ার্ক পারমিট
রোমানিয়া ওয়ার্ক পারমিট আছে যেতে চাইলে যোগাযোগ করুন।

14/06/2022
05/04/2022

নেপাল আকাশপথে ভ্রমণ।
জনপ্রতি ৩৬,০০০/= টাকা।
থ্রি স্টার হোটেলে ৩ রাত।
এয়ারপোর্ট থেকে রিসিভ এবং ট্রান্সফার।
সকালের নাস্তা।
বিভিন্ন সাইটসিন।

24/03/2022

১লা এপ্রিল থেকে চালু হবে সিঙ্গাপুরের ভিজিট ভিসা।

23/03/2022

যেকোন দুই ডোজ ভ্যাকসিন দেয়া থাকলে থাইল্যান্ড, নেপাল, ফ্রান্স, দুবাই,মালদ্বীপ,শ্রীলংকা, ভারত ও ইংল্যান্ড যেতে করোনা টেস্ট লাগবে না।

Address


3100

Telephone

+8801712357099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Morium Tour agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share