04/10/2022
সীমিত খরচে, সীমিত সময়ে ইউরোপে দক্ষ বেশ কিছু প্রার্থীর কাজের সুযোগ !!!
🔵 #দেশঃ বসনিয়া (ইউরোপের নন-সেনজেন দেশ)
?? #কাজের_ধরনঃ-
১/ স্টিল ফিক্সার
২/ সাটারিং কারপেন্টার
৩/ মেশন
🔵 #দেশঃ মন্টিনিগ্রো (ইউরোপের নন-সেনজেন দেশ)
🔵 #কাজের_ধরনঃ-
১/ স্টিল ফিক্সার
২/ সাটারিং কারপেন্টার
৩/ মেশন
🔵 #বেতনঃ-
দুই দেশেই বেতন নির্ধারিত ৬০০ ইউরো বেসিক। এর সাথে ওভারটাইম থাকবে। যার ফলে আরো বাড়তি আয়ের সুযোগ রয়েছে।
🔵 #থাকার_ব্যবস্থাঃ-
দুই দেশেই প্রার্থীদের থাকার খরচ কোম্পানি বহন করবে। এর জন্য প্রার্থীকে কোনো আলাদা খরচ বহন করতে হবে না।
🔵 #খাওয়াঃ-
বসনিয়াঃ কোম্পানি ২ বেলার খাওয়া বহন করবে।
মন্টিনিগ্রোঃ কোম্পানি ১ বেলা খাওয়া বহন করবে।
🔵 #যাতায়াত_এবং_মেডিকেলঃ
দুই দেশের জন্য পুরোটাই কোম্পানি বহন করবে।
🔵 #খরচঃ
খরচ মোট ৬ লক্ষ টাকা। কোনো অগ্রিম টাকা দিতে হবে না, না, না! সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে পরিশোধ করা যাবে।
🔵 ে_আমরা_যা_দিবোঃ-
১/ সাবমিশন
২/ ওয়ার্ক পারমিট
৩/ এম্বাসি ফি (প্রার্থীকে ভারতে যেতে হবে না/ এম্বাসি তে দাড়াতে হবে না। রোমানিয়ার মত করে বাংলাদেশ থেকে ফাইল অথোরাইজ হয়ে ফাইল ইন্ডিয়া যাবে এবং সেখান থেকে পাসপোর্টে ভিসা স্ট্যাম্পটিং হয়ে পাসপোর্ট দেশে ফেরত আসবে। এবং প্রার্থী বাংলাদেশ থেকেই ফ্লাইট করতে পারবে।)
৪/ ভিসা
৫/ ম্যানপাওয়ার কার্ড
৬/ এয়ার টিকেট
এর বাইরে প্রার্থীকে কোনো ধরনের খরচ করতে হবে না/ তার অন্য আর কোনো ধরনের খরচ নেই।
🔵 #প্রসেসিং_সময়ঃ-
সর্বোচ্চ ৪ মাস সময়ের মধ্যে কাজের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
🔵 নির্দিষ্ট সময়ে নাগরিকত্বের জন্য যাবতীয় খরচ কোম্পানি বহন করবে।
🔵 #যোগাযোগঃ-
Phone: 01324169530
WhatsApp: 01324169530 (আমার নাম্বার)
এবং আগ্রহী ব্যাক্তিগণ আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।