Ratargul Tourist Service

Ratargul Tourist Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ratargul Tourist Service, Tour Agency, Sylhet.

সিলেট থেকে সিলেট ভ্রমন করুন 1 প্যাকেজ ট্যুর    সিলেট ভ্রমণ সহজ উপায় এর সাথে বাজেট গ্রুপ টুর, এক সাথে ৪-৭জন বুকিং কনফার্...
27/10/2023

সিলেট থেকে সিলেট ভ্রমন করুন 1 প্যাকেজ ট্যুর সিলেট ভ্রমণ সহজ উপায় এর সাথে
বাজেট গ্রুপ টুর, এক সাথে ৪-৭জন বুকিং কনফার্ম করলে থাকছে বিশেষ ডিসকাউন্ট।

➤৩ নভেম্বর
শাহ জালাল মাজার গেইট থেকে যাত্রা শুরু ➤

👉যা যা দেখব
✅সাদাপাথর
✅রাতারগুল >
✅মালিনীছড়া চা বাগান
✅শাহজালাল মাজার /
প্রতিজন মাত্র ৯৯০ টাকা করে।

➤৪ নভেম্বর সকাল ৮টা থেকে যাত্রা শুরু ➤
☑️জাফলং,
☑️তামাবিল বর্ডার,>
☑️লালাখাল,
☑️আগুন পাহাড়,
☑️শাহ পরান মাজার
📂প্রতিজন মাত্র ৯০০ টাকা করে

বুকিং কনফার্ম করতে কল করুন ✆01701374725

চলে আসুন সিলেট ভ্রমনে 🚴‍♂️
23/10/2023

চলে আসুন সিলেট ভ্রমনে 🚴‍♂️

24/08/2023
রাতারগুল নৌকা সার্ভিস মইনুল ইসলাম নিরাপদ নৌকা ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন   01701374725
23/08/2023

রাতারগুল নৌকা সার্ভিস মইনুল ইসলাম নিরাপদ নৌকা ভ্রমণের জন্য যোগাযোগ করতে পারেন 01701374725

আজকের  জাফলং
23/07/2022

আজকের জাফলং

25/01/2022

সিলেট রাতারগোল সোয়াম্প ফরেস্ট টের ভিতরে কিছু মুহূর্ত আমি বাশি বাজালাম

21/11/2021
 #প্যাকেজ_টুর_সিলেট_হোস্ট_ময়নুল ইসলামতাং৩০-১০-২১ রোজ শনিবার কর্পোরেট টুর #আসসালামু আলাইকুম সাফল্যের  #৭ম টুর সম্পন্ন  #স...
31/10/2021

#প্যাকেজ_টুর_সিলেট_হোস্ট_
ময়নুল ইসলাম
তাং৩০-১০-২১ রোজ শনিবার কর্পোরেট টুর

#আসসালামু আলাইকুম সাফল্যের #৭ম টুর সম্পন্ন
#সাদা_পাথর #রাতারগুল #মালিনী_ছড়া_চা_বাগান ও #শাহজালাল_মাজার
সপ্তম টুর সম্পন্ন করে এখন বাসায় চলে আসছি
আর আপনাদের কে কিছু মুহূর্ত গরিবের ক্যামেরা বন্দি পিক দেখে আসতে পারেন
নিজ নিজ দায়িত্বে গন্তব্যের রাস্তায় বা বাসায় পৌছে দেওয়ার প্লান দিয়ে /এখন আমরা #এডমিন, #মডারেট, #হোস্ট সবাই রেস্টে আছি
সবাই আমাদের জন্য দোয়া করবেন

সিলেট রাতারগোল  আসলে যোগাযোগ করতে পারেন  নৌকার বাড়ার জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01701374725
12/10/2021

সিলেট রাতারগোল আসলে যোগাযোগ করতে পারেন নৌকার বাড়ার জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01701374725

09/10/2021

আসসালামু আলাইকুম, প্রিয় টুরিস্ট বাসি
সিলেট এসে আমাদের সাথে ডে টুরে যুক্ত হতে পারেন,

★আমাদের এই পরিবার টুরিস্ট সংখ্যা বুঝে ট্রান্সপোর্ট ব্যবহত করবে।

সবাই সাথে থাকেন সপ্তাহে তাকছে সিলেট থেকে ডে টুর।
(যাত্রী সংখ্যা ২২থেকে ৩১ জন সর্বোচ্চ)

*যাওয়া হবে শাহীদ গাহ পয়েন্ট থেকে মিনিবাসে ভ্রমন, যাত্রা শুরু,
★২৪ জন হলে, নগর এক্সপ্রেস মিনিবাস নিয়ে।
★৩০ জন হলে সাদা পাথর মিনিবাস।
★১১ জন হলে লেগুনা গাড়ি
★৪ জন হলে সিএনজি
তবুও আমাদের ইভেন্ট চলবে।

★যে কেউ আমাদের সাথে যুক্ত হতে পারেন★

(যা যা দেখবো ডে টুর সিলেটের বিখ্যাত ৪ টি স্থান)
,
৳,ইভেন্ট ফি ৯৯৯ টাকা,

★ তারিখ, ০৮,১০,২১ ইংরেজি,রোজ শুক্রবার,
ভুর সকাল,৮-৩০ মিনিটে যাত্রা শুরু করবো আম্বরখানা পয়েন্ট থেকে ৫ মিনিট সামনে আমাদের প্যাকেজের বাস গাড়ি উপস্থিত থাকবে।

(((((((((কি কি দেখবো আমরা))))))))))))
★শাহ জালাল মাজার রাতের বেলা ঘুরে দেখা।
✰মালিনী ছড়া চা বাগান।
✰রাতারগুল সোয়াম্প ফরেস্ট।
✰ভোলাগন্জ সাদা পাথর।
ও পাখি বাড়ি
Minibus Event Tousit,MET.সিলেট
এর ২য় ইভেন্ট করতে যাচ্ছি সবার সহযোগিতা একান্ত কাম্য,

☞☞☞☞এই টুরে কি কি সার্ভীস থাকবে☜☜☜☜
✪যাত্রার জন্য রিজার্ভ মিনিবাস।
✪মালিনী ছড়া চা বাগান ঘুরে দেখার লোকাল গাইড।
✪রাতারগুল নৌকা ভ্রমন ও টিকেট ফি মাঝির খরচ।
✪সাদা পাথর নৌকা ভ্রমন ও মাঝির খরচ।
✪থাকছে লোকাল পরিবেশে বসে দুপুরের খাবার খাওয়া,
কোন রেস্টুরেন্টে বসে খাবো?
রেস্টুরেন্ট
⇨,রাতারগুল ইকো ভিলেজ রেস্টুরেন্ট।
✪সাদা পাথর ঘুরে, কোকা কোলা বা যেকোনো টান্ডার সাথে ১০ টাকার ব্রেড বা বিস্কিট।
✪টুর শেষে ১জনে ১ কাপ রং চায়ের আড্ডা হবে স্থানীয় সিলেটের চা খেয়ে, তা ও তাকছে প্যাকেজের মধ্যে।
☞☞☞☞টুরে যা যা থাকছে না☜☜☜☜
★পারসোনাল ও ব্যাক্তিগত কোনো খরচ।
★যেকোনো ধরনের ঔষধ ও ব্যক্তিগত খাবার।
★বিভিন্ন স্থানে লোকাল খাবার ও ব্যক্তিগত চয়েস খাবার।
★কোনো কেনাকাটা পন্য সামগ্রি, কাপর চোপর,
ব্যক্তিগত খরচ।
☞☞☞☞খাবার সমূহ ডে টুরে☜☜☜☜☜
সিলেট থেকে যারা যাবেন ৯৯৯ টাকা
♥সাদা পাথর ঘুরে,যেকোনো টান্ডা ও বিস্কিট বা ১০ মূল্যের কেক জাতিও খাবার।
♥দুপুরের খাবার, যা পাই স্থানীয় রেস্টুরেন্টে,মাছ বা মাংস,পাখির মাংস এসব।
♥রাতারগুল ঘুরে সিলেটের বিখ্যাত রং চা পার্টি।

((☞সময় ও টাইম ঘুরে বেড়ানো নির্ধারিত☜))
আম্বরখানা খানা পয়েন্ট থেকে ৮-৩০ মিনিটে যাত্রা শুরু সকাল বেলা ঘুরে

সিলেট গতকাল দরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বেড়ে উঠলে প্রতেক ঝর্ণার সৌন্দর্য, এটি আমাদের বাড়ির পাশে এক জমির পানির টলটল করে পর...
04/10/2021

সিলেট গতকাল দরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বেড়ে উঠলে প্রতেক ঝর্ণার সৌন্দর্য,
এটি আমাদের বাড়ির পাশে এক জমির পানির টলটল করে পরতেছে আর অনেক ভালো লাগতেছে তাই কিছু পিক তুললাম,
বিশেষ দুঃখিত কোনো ঝর্ণার পাশে না থাকা লোক
আমি তাই আসল ঝর্ণার পিক তুলতে পারি নাই,
সিলেটে ঝর্ণা গুলো,
১ ম-/মায়াবী ঝর্ণা,
২য় -/জাফলং
৩য়-/বিছানাকান্দি
৪র্থ-/সাদা পাথর
৫ম-/উত্তমা ছড়া
৬ ষ্ঠ-/তুরং ছড়া
৮ম-/পান্তুমাই ঝর্ণা
৯ম -/লক্ষ্মণ ছড়া,
১০-/হামহাম ঝর্ণা
১১-/মাধবকুণ্ড
এসব ঝর্ণার সৌন্দর্য বেড়ে উঠলো,

16/09/2021

Monthly-Daily-Yearly Basis Mini Bus Rent. Wedding, Government, Bank, Office, Airport Pick & Drop, Lon

সিলেট রাতারগোল তেকে মাঈনুল ইসলাম আজ আমি আকাশ ভাই ও  রিফাত ভাইর সাথে একটা পিক নিলাম  আর সিলেট রাতারগোল আসলে যোগাযোগ করতে ...
10/09/2021

সিলেট রাতারগোল তেকে মাঈনুল ইসলাম আজ আমি আকাশ ভাই ও রিফাত ভাইর সাথে একটা পিক নিলাম আর সিলেট রাতারগোল আসলে যোগাযোগ করতে পারেন

অনেক দিন পর এসে কয়েকটি পিক দিলাম আমার  ককটা প্রবলেম তাকার কারণে কথা বলতে পারি নাই,আমার জন্য সবাই দোয়া করবেন।কিছু ক্ষণ বন...
26/08/2021

অনেক দিন পর এসে কয়েকটি পিক দিলাম আমার ককটা প্রবলেম তাকার কারণে কথা বলতে পারি নাই,আমার জন্য সবাই দোয়া করবেন।
কিছু ক্ষণ বন্ধুদের নিয়ে প্রকৃতির অনুভব করলাম।

★★ সাদাপাথর এবং রাতারগুল ডে টুর ইভেন্ট (Backpack Travel Of Sylhet.TOSএর আরও একটি ইভেন্ট):-★★ ভ্রমনের তারিখঃ ২৩অক্টোবর, ২...
11/10/2020

★★ সাদাপাথর এবং রাতারগুল ডে টুর ইভেন্ট (Backpack Travel Of Sylhet.TOSএর আরও একটি ইভেন্ট):-
★★ ভ্রমনের তারিখঃ ২৩অক্টোবর, ২০২০ (সকাল ৭ টায় কদমতলি বাস টার্মিনাল এর সামনে হতে)
** ফিরে আসার সময়ঃ ইনশাআল্লাহ সন্ধ্যা ৭টা
** পরিবহণঃলেগুনা গাড়ি
** ভ্রমণে জনপ্রতি খরচ হবে: ৭৫০/- টাকা
** আসন সংখ্যাঃ ১০-১২জন
★★বুকিং নিঃশ্চিত করার জন্য আজই যোগাযোগ করুন।
ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় এর পাদদেশ ও ধলাই নদীর তীরে অবস্থিত পাথর রাজ্য সাদাপাথর এবং মেঘালয় থেকে নেমে আসা স্রোতস্বিনী গোয়াইন নদীর ও হাওড় বেষ্টিত সোয়াম্প ফরেস্ট রাতারগুল যাবার সবচেয়ে উপযুক্ত সময় বর্ষাকাল।
আর বর্ষা শেষে এই শরৎ এ প্রকৃতির অপার সৌন্দর্যময় দুটি স্থান দর্শনের জন্য Backpack Travel Of Sylhet.TOS এর "আমার সিলেট" নিয়ে আসছে পরবর্তী ইভেন্ট- সাদাপাথর এবং রাতারগুল রিলাক্স ডে ট্যুর ইভেন্ট।
★★ প্যাকেজে যা থাকছেঃ
★যাতায়াত (লেগুনা গাড়ি )
★রাতারগুল এবং সাদাপাথরের নৌকা ভাড়া
★সকালের নাস্তা (ভুনাখিচুড়ি)পাঁচ ভাই য়ে
★দুপুরের খাবার ( সাদাপাথরের হোটেলে বসে - সাদা ভাত, ২ রকমের ভর্তা, মুরগী, ডাল)
★বিকালের হালকা নাস্তা (কেক/চিপস/চানাচুর)
★অভিজ্ঞ গাইড
★TOSএর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট ।
★★প্যাকেজে যা থাকছে নাঃ
★প্যাকেজ বহিঃভূর্ত কোন খাবার
★ সকল প্রকার ব্যক্তিগত খরচ
★যা যা সাথে নিতে হবে -
১) ফেস মাক্স
২) গামছা
৩) ছাতা
৫) অতিরিক্ত ১ সেট কাপড়
৬) পানির বোতল
৭) ক্যামেরা+ব্যাটারী+চার্জার
১০) সানক্যাপ
১২) সানগ্লাস
১৩) টিস্যু এবং ব্যক্তিগত ঔষধ ইত্যাদি
★★ ভ্রমন শিডিউলঃ
২৩ তারিখ শুক্রবার সকাল ৭.০০ টায় রওনা হয়ে আমরা প্রথমে যাবো রাতারগুল ।
রাতারগুল ঘুরে যাবো পাথরের রাজ্য সাদা পাথরে,তারপর ঘুরে " দুপুরের খাবার খাবো সাদা পাথর হোটেলে খাবার শেষে সিলেট শহরের উদেশ্য রওয়ানা হওয়ার পথে দেখবো আমরা ২ টা চা বাগান ও শাহজালাল মাজার।
ইনশাআল্লাহ সন্ধ্যা ৭টার দিকে সিলেট পৌছানোর মধ্যদিয়ে প্যাকেজের সমাপ্তি।
★★ পেমেন্ট পলিসি :- বিকাশের মাধ্যমে পাঠিয়ে
উক্ত নাম্বারে কলে করে কনফার্ম করে রাখুন।
কল করুন MD Moynul Islam০১৭০১৩৭৪৭২৫
★★বিদ্রঃ মৌখিক ভাষায় কনফার্ম করার সুযোগ নেই।।
ধন্যবাদ..

রাতারগুল  সিলেট  শহর থেকে ১৭ কিলু মিটার দুরুতো হল সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট নৌকা  ভ্রমনের জন্য যোগাযোগ করতে পারেন
10/10/2020

রাতারগুল সিলেট শহর থেকে ১৭ কিলু মিটার দুরুতো হল সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট নৌকা ভ্রমনের জন্য যোগাযোগ করতে পারেন

সিলেট  কিংন বিরিজ
10/10/2020

সিলেট কিংন বিরিজ

সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের  ঘরবো আমার ভাড়ী হলো সিলেট রাতারগুল  ঘুরতে পারবেন রাতারগুল বিছানাকান্দি সাদাপাতর ...
06/10/2020

সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট সিলেটের ঘরবো আমার ভাড়ী হলো সিলেট রাতারগুল ঘুরতে পারবেন রাতারগুল বিছানাকান্দি সাদাপাতর জফলং লালাখাল নৌকা ও গাড়ি কম টাকা মৌদে পাবেন এখানে যোগাযোগ করতে পারেন

04/10/2020

সিলেট রাতারগুল ঘুরতে যোগাযোগ করতে পারেন আমাকে নক দিয়েন ঘুরতে যেকোনো হেল্প লাগলে বলতে পারেন নাম মোহাম্মদ ময়নুল মোবাইল নম্বর ০১৯৭১৫৩৬৪৬৭

সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট নৌকা  ভ্রমনের জন্য যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ ময়নুল মোবাইল নম্বর  ০১৯৭১৫৩৬৪৬৭
02/10/2020

সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট নৌকা ভ্রমনের জন্য যোগাযোগ করতে পারেন নাম মোহাম্মদ ময়নুল মোবাইল নম্বর ০১৯৭১৫৩৬৪৬৭

রাতারগুল জলাবনআগষ্ট মাসে জলমগ্নরাতারগুল জলাবন.[১]রাতারগুল জলাবনবা রাতারগুল সোয়াম্পফরেস্ট (ইংরেজি:Ratargul Swamp Forest)...
06/09/2020

রাতারগুল জলাবন
আগষ্ট মাসে জলমগ্ন
রাতারগুল জলাবন.
[১]রাতারগুল জলাবন
বা রাতারগুল সোয়াম্প
ফরেস্ট (ইংরেজি:
Ratargul Swamp Forest)
বাংলাদেশের
একমাত্র জলাবন
বা সোয়াম্প ফরেস্ট
এবং বন্যপ্রাণী অভয়া
রণ্য। বনের আয়তন
৩,৩২৫.৬১ একর, আর
এর মধ্যে ৫০৪ একর
বনকে ১৯৭৩
সালে বন্যপ্রাণী
অভয়ারণ্য
হিসেবে ঘোষণা করা হয়
[২]।
বর্ষাকালে এই
বনে অথৈ জল
থাকে চার মাস।
তারপর ছোট ছোট
খালগুলো হয়ে যায়
পয়ে-চলা পথ। আর
তখন পানির আশ্রয়
হয় বন বিভাগের
খোঁড়া বিলগুলোতে।
সেখানেই আশ্রয় নেয়
[২]জলজ প্রাণীকুল।
অবস্থান
সিলেট জেলার
গোয়াইনঘাটের
ফতেহপুর ইউনিয়নে,
গুয়াইন নদীর
দক্ষিণে এই বনের
অবস্থান। বনের
দক্ষিণ দিকে আবার
রয়েছে দুটি হাওর:
শিমুল বিল হাওর ও
[২]নেওয়া বিল হাওর।
সিলেট শহর
থেকে এর দূরত ২৬
কিলোমিটার।
জলবায়ু
সিলেটের উত্তর-
পূর্ব দিকে অবস্থিত
ক্রান্তীয়
জলবায়ুর
এই
বনটিতে প্রতিবছর
ভারী
বৃষ্টিপাত
হয়ে থাকে । বনের
সবচাইতে কাছে অবস্
থিত সিলেট
আবহাওয়া কেন্দ্রের
তথ্যমতে এখানে বার্ষ
িক গড় বৃষ্টিপাতের
পরিমাণ ৪১৬২
মিলিমিটার । জুলাই
মাসটি সবচাইতে আর্
দ্র যখন বৃষ্টিপাতের
পরিমাণ প্রায় ১২৫০
মিলিমিটার,
অন্যদিকে বৃষ্টিহীন
সবচাইতে শুষ্ক
মাসটি হল ডিসেম্বর
। মে এবং অক্টোবরে
গড় তাপমাত্রা
গিয়ে দাঁড়ায় ৩২°
সেলসিয়াসে, আবার
জানুয়ারিতে এই
তাপমাত্রা নেমে আসে
১২° সেলসিয়াসে ।
ডিসেম্বর
মাসে এখানকার
আপেক্ষিক
আর্দ্রতার
পরিমাণ প্রায় ৭৪
শতাংশ, যা জুলাই-
আগষ্টে ৯০
[৩]শতাংশেরও বেশি ।
উদ্ভিদবৈচিত্র্য
বৈশিষ্ট্যমন্ডিত এই
মিঠাপানির
জলাবনটিতে
উদ্ভিদের দু'টো স্তর
পরিলক্ষিত হয়।
উপরের স্তরটি মূলত
বৃক্ষজাতীয় উদ্ভিদ
নিয়ে গঠিত
যেখানে নিচের
স্তরটিতে ঘন
পাটিপাতার (মুর্তা)
আধিক্য বিদ্যমান ।
বনের উদ্ভিদের
চাঁদোয়া সর্বোচ্চ ১৫
মিটার
উচ্চতা পর্যন্ত
বিস্তৃত । এছাড়াও
অরণ্যের ৮০ শতাংশ
এলাকাই উদ্ভিদের
আচ্ছাদনে আবৃত ।
বনের স্বাস্থ্য
সন্তোষজনক । এখন
পর্যন্ত
এখানে সর্বমোট ৭৩
প্রজাতির উদ্ভিদের
সন্ধান পাওয়া গেছে ।
[৩]
এই বন মূলত
প্রাকৃতিক বন হলেও
পরবর্তিতে বাংলাদেশ
বন বিভাগ,
বেত,
কদম, হিজল, মুর্তা
সহ নানা জাতের
জলসহিষ্ণু গাছ
[২]লাগিয়েছে।
এছাড়া জলমগ্ন এই
বনে রয়েছে
হিজল,
করচ আর বরুন গাছ
[১]; আছে পিঠালি,
অর্জুন, ছাতিয়ান,
গুটিজাম, বটগাছও।
[২]আছে বট গাছ।
প্রাণীবৈচিত্র্য
জলমগ্ন বলে এই বনে
সাঁপের আবাস বেশি,
আছে জোঁকও;
শুকনো মৌসুমে বেজিও
দেখা যায়।
এছাড়া রয়েছে
বানর,
গুইসাপ; পাখির
মধ্যে আছে সাদা বক,
কানা বক, মাছরাঙ্গা,
টিয়া, বুলবুলি,
পানকৌড়ি, ঢুপি, ঘুঘু,
চিল এবং বাজপাখি।
শীতকালে রাতারগুলে
আসে
বালিহাঁসসহ
প্রচুর পরিযায়ী পাখি,
আসে বিশালাকায়
শকুনও। মাছের
মধ্যে আছে টেংরা,
খলিশা, রিঠা, পাবদা,
মায়া, আইড়,
কালবাউশ, রুইসহ
[২]বিভিন্ন জাত।
পর্যটন আকর্ষণ
জলে নিম্নাংঙ্গ
ডুবিয়ে দাঁড়িয়ে থাকা ব
নের
গাছগুলো দেখতে বিভিন্
ন সময়, বিশেষ
করে বর্ষা মৌসুমে এখা
নে ভিড় করেন
পর্যটকগণ। বনের
ভিতর ভ্রমণ
করতে দরকার হয়
নৌকার,
তবে সেগুলো হতে হয়
[২]ডিঙি নৌকা —
ডিঙিতে চড়ে বনের
ভিতর
ঘুরতে ঘুরতে দেখা যায়
প্রকৃতির রূপসুধা।
তবে বনে ভ্রমণ
করতে অনুমতি নিতে
হয় রাতারগুল বন বিট
অফিস থেকে।
তথ্যস
Copy post

Address

Sylhet

Telephone

+8801701374725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratargul Tourist Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category