StudyTravelsbd

StudyTravelsbd Study Travels One of The Foreign Education Guideline Center Started Journey in January 2021. Why Choose Study Travels ?

If you are aspiring for a rewarding career in future and a world-class study program is quintessential for the fruition of your career plans, then trust Study Travels - the pioneers in overseas education counseling - to equip you with the best possible academic opportunities in prestigious universities abroad. A leading education consultancy in Bangladesh, Study Travels has successfully placed tho

usands of students in many illustrious universities all over the world – a feat that can be ascribed to our methodical mapping of geographical locations, institutions and courses as appropriate to the applicant’s profile.

30/06/2024

🇺🇿 Uzbekistan E - Visa 🇺🇿

Single Entry E - Visa

Double Entry E - Visa

Multiple Entry E - Visa

Delivery 3-5 Working days

✅ Documents
# Passport Scan Copy
# White Background Photo

💥Uzbekistan full package availabel💥
Call us 01939611898

ঈদের ছুটির পর আজ থেকে আমাদের অফিস খোলা থাকবে নিয়মিত। ডোমেস্টিক কিংবা আন্তর্জাতিক যেকোনো টিকেট সাশ্রয়ী দামে কিনতে আজই চলে...
23/06/2024

ঈদের ছুটির পর আজ থেকে আমাদের অফিস খোলা থাকবে নিয়মিত।
ডোমেস্টিক কিংবা আন্তর্জাতিক যেকোনো টিকেট সাশ্রয়ী দামে কিনতে আজই চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন আমাদের নাম্বারে।
এ ছাড়া পাসপোর্ট প্রসেসিং, ভিজিট ভিসা,ইন্ডিয়া ম্যাডিকেল ভিসা, মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের ভিজিট ভিসার জন্য বা যেকোন তথ্যের জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন।

এ ছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে https://studytravelsbd.com/

সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ❤️
16/06/2024

সকলকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ❤️

15/06/2024

বাংলাদেশীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ওমান।

ওমান ভিসা আপডেট।

ঈদ উপলক্ষে বিশেষ অফার!অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক সকল রুটের টিকেট সাশ্রয়ী দামে কিনতে আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্...
12/06/2024

ঈদ উপলক্ষে বিশেষ অফার!
অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক সকল রুটের টিকেট সাশ্রয়ী দামে কিনতে আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে 01939-611898
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে : https://studytravelsbd.com

10/06/2024

দক্ষিণ আফ্রিকা আটকে গেছে ১১৩ রানে।

কি মনে হয়? বাংলাদেশ কি পারবে জয় নিয়ে আসতে?
নাকি বাংলাদেশের জন্য এই স্কোর কঠিন হয়ে যাবে?

কানাডায় আসার সুযোগ বাড়ল!ট্রুডো সরকার কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার জন্য ঘোষণা করলেন।আমি অনেক দিন ধরে কানাডায় আসার...
04/06/2024

কানাডায় আসার সুযোগ বাড়ল!
ট্রুডো সরকার কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়ার জন্য ঘোষণা করলেন।

আমি অনেক দিন ধরে কানাডায় আসার এই প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। কিন্তু এই প্রোগ্রামটা সব সময় একটিভ থাকত না। তাই আর কিছু লেখা হয় নি।

যাক ব্যাপারটা হলো যে, গতকাল জুন ৩ সোমবারে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার Mark Miller কানাডার রাজধানী অটোয়ায় এক সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন যে,"কানাডার ফেডারেল সরকার দুইটা নিউ pathways এর ঘোষণা দিয়েছেন। যে সিস্টেমের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে caregiver দের কানাডায় পার্মানেন্ট রেসিডেন্স দেওয়া হবে।"

এই দুটো pathways হলো:
1. The home child care pilot
2. The home support worker pilot.

মোট কথা আগে এই ভিসাটা ছিল কিন্তু তেমনভাবে সক্রিয় ছিল না বললেই চলে। তাছাড়া caregiver দের PR পেতেও একটু দেরি হতো।
সরকার এই সিস্টেমের ওপরে জোর দিয়েছেন। কাজেই carehiverরা আবেদন করে কানাডায় আসতে পারবে ও পরে তারা PR ( permanent resistance ) পাবে সহজে এই pathway এর মাধ্যমে।
এই সিস্টেমের ওপর আগে যেসব নিয়মকানুন ছিল সেগুলোও কিছুটা সহজ করার ঘোষণা দিয়েছেন সরকার। যেমন, আগে এই ভিসায় আসতে IELTS লাগত মিনিমাম 5। নতুন ঘোষণায় বলা হয়েছে এখন 4 হলেও চলবে। তাছাড়া এডুকেশনের requirementsও চেঞ্জ করে সহজ করা হবে। তবে সেটা হবে 2025 সালের মধ্যে।

এখন বলে নিই কেয়ারগিভার ভিসাটা কী?
The home support worker pilot এর অধীনে ফরেনাররা কানাডায় আসতে পারবে ওয়ার্ক পারমিট নিয়ে।
তাদের কাজ হবে বাচ্চাদের দেখাশোনা করা অথবা সিনিয়র বা অসুস্থ মানুষের দেখাশোনা করা।

দুই বছরের ওয়ার্ক পারমিটে তারা এসব কাজ করতে পারবে। তারপর সোজাসুজি PR এর জন্য আবেদন করলে PR পেয়ে যাবে। তখন আর কেয়ারগিভারের কাজ করা লাগবে না। PR পাওয়ার পর ঐ ক্যান্ডিডেট যা খুশি তাই করতে পারবে। পড়াশোনা করতে পারবে। ভালো চাকরি করতে পারবে। সবচেয়ে বড়ো কথা কেয়ারগিভার সঙ্গে করে তার পুরো পরিবার আনতে পারবে। মানে spouse, children.

যেসব যোগ্যতা লাগবে:
1. এডুকেশন : বলা হয়েছে কানাডার টুয়েলভ গ্রেড বা ব্যাকহোমের এর সমতুল্য এডুকেশন লাগবে। credential assessment করতে হবে।
2. ব্যাকহোমে কেয়ারগিভারের ওপর এক বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।
3. IELTS. আগে পয়েন্টস 5 দরকার হতো। সেটা কমে 4 করা হবে।

আবেদন করার মাধ্যমটা কী?
আপনাদের কেউ যদি পরিচিত কানাডায় থাকে যাদের বাচ্চাদের বা অসুস্থ কাউকে দেখাশোনা করার জন্য তারা জব অফার দিতে পারবে।
যে জব অফার দেবে তাকে আবার নিজের কেয়ারগিভার নিয়োগের শর্ত মিট করতে হবে। তবে সে আবেদন করতে পারবে।
তাছাড়া কানাডার বিভিন্ন জব সার্স ওয়েবসাইটে কেয়ারগিভার নেওয়ার বিজ্ঞাপন থাকে। সেখানেও আপনারা আবেদন করতে পারবেন। তবে পরিচিত কেউ থাকলে ভালো হয়।

কেয়ারগিভার চাকরি করার সময় employer মানে যে আপনাকে নিয়োগ দেবে সে আপনাকে বেতন দেবে। আপনার spouse ওপেন ওয়ার্ক পারমিট পাবে। মানে spouse কাজ করতে পারবে যে কোনো employer এর অধিনে। বাচ্চারা পাবলিক স্কুলে পড়তে পারবে ফ্রি।
দুই বছর কাজ করা পর PR এর আবেদন করলে পরিবারের সবাই স্থায়ী বাসিন্দা হতে পারবে।
এই সিস্টেমকে ট্রুডো সরকার গুরুত্বের সঙ্গে দেখছেন ও কেয়ারগিভারদের পার্মানেন্ট রেসিডেন্ট করার ঘোষণা দিয়েছেন।
আপনারা গুগলে সার্স করলে নতুন ঘোষণা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

দুবাই,কাতার,সৌদি আরব ভিজিট ভিসা প্রয়োজন? আমরা খুব কম সময়ে নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে থাকি। আমাদের দক্ষ ভিসা প্রসেসিং ...
01/06/2024

দুবাই,কাতার,সৌদি আরব ভিজিট ভিসা প্রয়োজন? আমরা খুব কম সময়ে নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করে থাকি। আমাদের দক্ষ ভিসা প্রসেসিং অফিসার দ্বারা নির্ভুলভাবে ভিসা প্রসেসিং করতে আজই চলে আসুন আমাদের অফিসে অথবা কল দিন আমাদের নাম্বারে।

এখন থেকে ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনের জন্য আসল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল...
30/05/2024

এখন থেকে ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনের জন্য আসল (অরিজিনাল) পাসপোর্ট জমা দিতে হবে না। তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে।
ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।
ভিএফএস গ্লোবাল ২৮ মে ফেসবুকে পোস্টের মাধ্যমে জানায়, ‘আজ (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে।

তথ্যসূত্র : ভিএফএস গ্লোবাল

আপনি কি মালয়েশিয়া, থাইল্যান্ড,ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর,ইন্ডিয়া ঘুরতে যেতে চান পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে? ...
29/05/2024

আপনি কি মালয়েশিয়া, থাইল্যান্ড,ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর,ইন্ডিয়া ঘুরতে যেতে চান পরিবার কিংবা বন্ধু বান্ধবের সাথে? কিন্তু ভিসা প্রসেসিং এবং ভিসা প্রাপ্রি নিয়ে ঝামেলা ও দুঃশ্চিন্তায় আছেন ?

চিন্তা বাদ দিয়ে ঝামেলাহীন ভাবে মালয়েশিয়া, থাইল্যান্ড,ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর,ইন্ডিয়া ও বিশ্বের যেকোন দেশের ভিসা ও টিকিট প্রসেসিও, হোটেল অ্যান্ড ট্যুর বুক করুন আমাদের দক্ষ বুকিং অফিসার দিয়ে।
আমরা আপনার ডকুমেন্টস নির্ভুলভাবে প্রস্তুত করে Application Submit করতে পূর্ণ সহায়তা প্রদান করে থাকি যা আপনার ভিসা প্রাপ্তির সম্ভাবনা নিশ্চিত করবে ।
নির্ভুলভাবে ডকুমেন্টস সাবমিট করার মাধ্যমে ভিসা প্রাপ্তিতে এগিয়ে থাকবেন এবং সহজেই ভিসা পেতে পারেন ।

আজই যোগাযোগ করুন নিম্নোক্ত দেওয়া নাম্বারেঃ-
+8801939611898 (WhatsApp)
+8801902541651
+8801602206284

★ এছাড়াও রয়েছে আমাদের অন্যান্য সেবা★:-

- এয়ার টিকেট (আন্তর্জাতিক ও দেশীয়)
- ট্যুর প্যাকেজ (আন্তর্জাতিক)
- হোটেল রিজার্ভেশন (আন্তর্জাতিক ও দেশীয়)
- ভিসা প্রক্রিয়াকরণ
- মেডিকেল ভিসা
- স্টুডেন্ট ভিসা প্রসেসিং

অফিসের ঠিকানা:
ওরিয়েন্টাল শপিং সেন্টার ( ২য় তলা) বন্দর বাজার, সিলেট।































ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল সুখবর!ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল সুখবর২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও ...
25/05/2024

ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল সুখবর!

ইতালির ভিসা আবেদনকারীদের জন্য বিশাল সুখবর
২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে

ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালুর তারিখ জানিয়েছে ভিএফএস গ্লোবাল। আগামী ২৭ মে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৩ মে) ভিএফএস তাদের নিজস্ব ফেসবুক পেজে ‘বাংলাদেশে ইতালি ভিসা আবেদনকারীদের জন্য হালনাগাদ তথ্য’ শিরোনামে এ খবর জানিয়েছে।

ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে ভিএফএস গ্লোবাল জানায়, ইতালিতে ফ্যামিলি রিইউনিয়ন, ট্যুরিস্ট ও স্টাডি ভিসার জন্য ১ থেকে ৩০ জুন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট আগামী ২৭ মে সকাল ৯টা ৩০ মিনিটে খোলা হবে।

এতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ভিসা আবেদনকারীরা কোনো ধরনের তৃতীয় পক্ষের ওপর নির্ভর না করে সম্পূর্ণ বিনা মূল্যে ও সহজে ভিএফএস ওয়েবসাইট থেকে নিজেরাই আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এর আগে মঙ্গলবার (২১ মে) ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছিলেন, ইতালি আগামীতে ৭ লাখ কর্মী নিতে পারে এবং বৈধভাবে দেশটিতে দক্ষ জনবল প্রেরণ করা হবে। এ বিষয়ে দুই দেশ যৌথ উদ্যোগে কাজ করবে।

তথ্যসূত্র : দৈনিক জনকণ্ঠ

✈️ আপনার ভারতীয় ভিসা আবেদনের জন্য সহায়তা প্রয়োজন? চিন্তার কোন কারন নেই!আমাদের ভারতীয় ভিসা প্রসেসিং সার্ভিস ভিসা আবেদ...
23/05/2024

✈️ আপনার ভারতীয় ভিসা আবেদনের জন্য সহায়তা প্রয়োজন? চিন্তার কোন কারন নেই!

আমাদের ভারতীয় ভিসা প্রসেসিং সার্ভিস ভিসা আবেদন প্রক্রিয়ার আপনার দুঃশ্চিন্তা কমিয়ে দেবে। আমাদের অভিজ্ঞ দল আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবে, একটি মসৃণ এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আবেদনপত্র পূরণ করা থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়া এবং আপনার আবেদনের সময়কাল ট্র্যাক করা, আমরা আপনার জন্য সব কিছু নিশ্চিত করে থাকি। আমরা যত্ন সহকারে ও সঠিক এবং নির্ভূলভাবে আবেদেন করে দেই।

তাই আপনার ভারতীয় ভিসা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন!

চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন আমাদের নাম্বারে!
অফিসঃ ওরিয়েন্টাল শপিং সেন্টার (৩য় তলা), বন্দর বাজার, ৩১০০-সিলেট।

মোবাইলঃ
+8801939611898
+8801902541615

🇮🇳📋🛂

ইন্ডিয়া ভিজিট ভিসা!মেডিকেল ভিসা!ডাবল এন্ট্রি ভিসা!আমরা যত্ন সহকারে ভিসা প্রসেসিং করে থাকি।দ্রত যোগাযোগ করুনঃStudyTravels...
22/05/2024

ইন্ডিয়া ভিজিট ভিসা!
মেডিকেল ভিসা!
ডাবল এন্ট্রি ভিসা!
আমরা যত্ন সহকারে ভিসা প্রসেসিং করে থাকি।
দ্রত যোগাযোগ করুনঃ
StudyTravelsbd
Mobile:01939611898
01902541615
৩য় তলা, ওরিয়েন্টাল শপিং সেন্টার বন্দরবাজার,সিলেট।

কানাডা সম্পর্কে দশটি মজার তথ্য:১। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, এর আয়তন প্রায় ৯.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার।২। ল্...
21/05/2024

কানাডা সম্পর্কে দশটি মজার তথ্য:

১। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, এর আয়তন প্রায় ৯.৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার।
২। ল্যান্ড অফ লেকস: কানাডাতে প্রায় মিলিয়নেরও বেশি হ্রদ রয়েছে, যা পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি।
৩। কানাডার জনগণের প্রায় ৮০ শতাংশই প্রায় ১০০ মাইল দূরত্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে বাস করে।
৪। কানাডার রাজধানী অটোয়াতে শীতকালে রিডো ক্যানেল নামে একটি প্রাকৃতিক আইস স্কেটিং রিঙ্ক তৈরি হয়, যা বিশ্বের সবচেয়ে বড়।
৫। কানাডা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত, যা গ্লোবাল পিস ইনডেক্সে নিয়মিতভাবে শীর্ষস্থানে থাকে।
৬। কানাডায় মোট ৯৯টি ন্যাশনাল পার্ক এবং ৪০টি ন্যাশনাল পার্ক রিজার্ভ রয়েছে।
৭। কানাডার টিম হর্টন্স একটি জনপ্রিয় কফি এবং ডোনাট শপ, যেখানে প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন কাপ কফি বিক্রি হয়।
৮। কানাডার নিউফাউন্ডল্যান্ডে বিশ্বের একমাত্র প্রাকৃতিকভাবে বরফের তৈরি করা ফ্লো-হাউস পাওয়া যায়।
৯। ম্যাপল সিরাপ: বিশ্বব্যাপী প্রায় ৭১% ম্যাপল সিরাপ কানাডা থেকে আসে।
১০। কানাডার মোট ৬০টি শহরে প্রতিবছর মোট ৭০০টিরও বেশি উৎসব অনুষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল এবং মন্ট্রিয়াল জ্যাজ ফেস্টিভাল।

©

বিদেশ ভ্রমণ প্লান করছেন? কিন্তু ভিসা জটিলতায় তা হচ্ছে না?সমাধান দিবে StudyTravelsbd ।💥✅ StudyTravelsbd দিচ্ছে সর্বনিম্ন ...
21/05/2024

বিদেশ ভ্রমণ প্লান করছেন? কিন্তু ভিসা জটিলতায় তা হচ্ছে না?
সমাধান দিবে StudyTravelsbd ।💥
✅ StudyTravelsbd দিচ্ছে সর্বনিম্ন রেটে ভিসা সার্ভিস!
✅ মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া দুবাই, মালদ্বীপ, উজবেকিস্তান,তুর্কী ভিসা আবেদনের জন্য কমপক্ষে ২ টি দেশ পূর্বে ভ্রমণ থাকতে হবে।
🤝🏼 আমাদের সার্ভিস সমূহ:
➤ ভিসা প্রসেসিং
➤ এয়ার টিকেট
➤ হোটেল বুকিং
বিশ্বের যে কোন দেশের ভিসা পেতে যোগাযোগ করুন-
📞 Call or WhatsApp:
01939-611898, 01902-541615
🏢অফিস ঠিকানাঃ স্ট্রাডি ট্রাভেলস,
ওরিয়েন্টাল শপিং সেন্টার,বন্দর বাজার, সিলেট।
www.studytravelsbd.com

আমাদের ট্র্যাভেল এজেন্সি বা আমাদের প্রতি যদি ভালো লাগা থেকে থাকে। আর আমাদের সার্ভিসে যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমাদের শুভাক...
19/05/2024

আমাদের ট্র্যাভেল এজেন্সি বা আমাদের প্রতি যদি ভালো লাগা থেকে থাকে। আর আমাদের সার্ভিসে যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ব্যাপারে দুই এক লাইন পজিটিভ রিভিউ লিখে দিবেন। নিম্নে দেওয়া লিংকে গিয়ে পেয়ে যাবেন আমাদের এজেন্সি।

https://www.trustpilot.com/review/studytravelsbd.com

এ ছাড়া গুগল ম্যাপ এ গিয়েও সহজেই পেয়ে যাবেন আমাদের এজেন্সি সেখানেও যদি সম্ভব হয় আমাদের ব্যাপারে পজিটিভ রিভিউ দিবেন।
ধন্যবাদ।

https://www.google.com/maps/place/Study+Travel+BD/@24.8917959,91.8710174,18z/data=!4m6!3m5!1s0x375055f3a80013a3:0x800a5b3a1b0d6a4f!8m2!3d24.8917911!4d91.8723049!16s%2Fg%2F11js3bz76l?entry=ttu

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট...
16/05/2024

বাংলাদেশ বিমানে জাপান যাওয়ার ফ্লাইটে এক মহিলা তার পাঁচ বছরের বাচ্চাকে টয়লেটে বসিয়ে বললেন, তুমি টয়লেট করো, আমি পাঁচ মিনিট পর আসছি।

বাচ্চাটা ২ মিনিট পরই টয়লেট থেকে বের হয়ে ওর মায়ের কাছে না গিয়ে ভুল করে উল্টা দিকে চলে গেল🙆🏿‍♂️

এদিকে প্রথমবার প্লেনে চড়ে আমাদের রাজু মিয়া (৩২) জাপান যাইতেছিলো, হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে সে টয়লেটে ঢুকলো🙄

পাঁচ মিনিট পর বাচ্চার মা এসে দরজায় টক টক আওয়াজ করছেন আর বলছেন, হয়ে গেছে নাকি? তাহলে দরজা খোল, আমি ধুইয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দেব🤭

টয়লেটের ভিতর থেকে বিস্মিত রাজুমিয়া ভাবছে, উফ! একেই বলে সার্ভিস!🫠🫠
কে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্ভিস খারাপ?🌚

©Collected

🇨🇦কানা*ডা মাল্টি*পল ভি*জিট ভি*সা 🇨🇦✔️নিজে বা সপরিবারে - ২ বছর থেকে ১০ বছরের ভিজি*ট ভি*সা পাওয়ার সুবর্ণ সুযোগcall now 019...
16/05/2024

🇨🇦কানা*ডা মাল্টি*পল ভি*জিট ভি*সা 🇨🇦

✔️নিজে বা সপরিবারে - ২ বছর থেকে ১০ বছরের ভিজি*ট ভি*সা পাওয়ার সুবর্ণ সুযোগ
call now 01939611898
visit-www.studytravelsbd.com

12/05/2024

বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন
ঠিকানা : StudyTravelsbd. ওরিয়েন্টাল শপিং সেন্টার, বন্দর বাজার, সিলেট।
নাম্বার : 01939-611898, 01902-541615

আসলে অস্ট্রেলিয়া কত বড়? হয়তো বা অনেকেরই ধারনা নেই।নিচের ম্যাপ টি লক্ষ্য করলেই বোঝা যায় আসলে কত বড় অস্ট্রেলিয়া।  যার আয়তন...
11/05/2024

আসলে অস্ট্রেলিয়া কত বড়? হয়তো বা অনেকেরই ধারনা নেই।
নিচের ম্যাপ টি লক্ষ্য করলেই বোঝা যায় আসলে কত বড় অস্ট্রেলিয়া। যার আয়তন বিশাল আকার। ইউরোপের অনেক দেশ গুলোই সহজেই অস্ট্রেলিয়ার ম্যাপে ফিট করা যায় তাও আয়তনের সমান হবে না। 😲🇦🇺

অস্ট্রেলিয়ার এই দ্বীপটি কিনে নিতে পারেন।মাত্র ৬ মিলিয়ন ডলার মানে দেশী  ৪৬ কোটি টাকায় অস্ট্রেলিয়ার তাজমানিয়া এই দ্বীপটি ক...
10/05/2024

অস্ট্রেলিয়ার এই দ্বীপটি কিনে নিতে পারেন।
মাত্র ৬ মিলিয়ন ডলার মানে দেশী ৪৬ কোটি টাকায় অস্ট্রেলিয়ার তাজমানিয়া এই দ্বীপটি কিনে নিতে পারেন!
অস্ট্রেলিয়া তথা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পরিবেশ হচ্ছে তাজমানিয়াতে সেটা সবাই এখন জানেন। এই তাজমানিয়াতে একটা ২৬ হেক্টরের দ্বীপে রয়েছে যার নাম ৱ্যাম আইল্যান্ড। তাজমানিয়ার হবার্ট এয়ারপোর্ট থেকে ৭৫ মিনিট দূরে। এই আইল্যান্ডে রয়েছে একটি অত্যাধুনিক তিন বেড রুমের বাড়ি। বিদ্যুৎ তৈরী হয় সোলার সেল থেকে।
দ্বীপটি থেকে তাজমানিয়ার ( নিজেও একটা বড় দ্বীপ ) সাথে যেতে একটা বড় বারজ অথবা পরিবহণ নৌকাও সংযুক্ত রয়েছে। এই ৱ্যাম আইল্যান্ড বিক্রি হবার জন্য মার্কেটে দর চাচ্ছে ৬ মিলিয়ন ডলার। বারজ সহ এই দ্বীপের সব কিছুই নতুন মালিক এই দামে কিনতে পারেন।
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, উঁচু মানের ছুটি কাটানোর জন্য এইটি ব্যবহার করা যায় এবং অবাক হবার কিছুই নাই, একই বাড়িতে বসেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এছাড়া বোটিং এবং ফিশিং ক্যাম্প করাও যাবে।
কে না চায় এমন একটি জায়গায় থাকতে!

মেনশন করে জানিয়ে দিন আপনার বড়লোক বন্ধুটিকে। 😀😀

ক্রেডিটঃ Abu Tariq

10/05/2024

অস্ট্রেলিয়া ভিজিট ভিসা প্রসেসিং🇦🇺🇦🇺
স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে যাওয়ার দারুণ সুযোগ !

10/05/2024
১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন -- সেনজেন ভিসার আলোকে মধ্যপ্রাচ্যের দেশ গুলো ভ্রমনের সুবিধার্থে চালু হচ্ছে GCC ভিসা।✓GCC...
10/05/2024

১ ভিসা দিয়ে ৬টি দেশ ভ্রমন করুন --
সেনজেন ভিসার আলোকে মধ্যপ্রাচ্যের দেশ গুলো ভ্রমনের সুবিধার্থে চালু হচ্ছে GCC ভিসা।

✓GCC ভিসা আসলে কী?
উত্তর: GCC ভিসা দিয়ে ৬ টা দেশ ভ্রমন করতে পারবেন এবং কোন দেশে ৩০ দিনের বেশী থাকা যাবে না।

✓GCC ৬ টি দেশ হলো:
সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত।

পুরো বিষয়টা এখনও পরিষ্কার নয়। আজকে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাকি নিউজ খুব শীঘ্রই পেয়ে যাবেন।

✓জিসিসি ভিসা কি একসঙ্গে হবে?
নাকি প্রত্যেক দেশের ভিসা আলাদা করে করা লাগবে?

উত্তর: GCC Visa দিয়ে আপনি এক ভিসায় ৬টি দেশই ট্রাভেল করতে পারবেন। তাতে কোন বাধা নেই।

✓ আমি GCC ভিসা করলাম তারপর সৌদি দুবাই কাতার গেলাম বাকি ৩ টা গেলাম না। তাহলে কী ট্রাভেল করতে পারবো?

উত্তর:জি আপনি যে কোন একটা /দুইটা বা অধিক দেশেও ভ্রমণ করেতে পারবেন, তবে কোনভাবেই মোট ভ্রমণ সময় ৩০দিনের উপরে হবে না।

সকল কিছুই সংবাদের ভিত্তিতে বলা। যখন এই ভিসা চালু হবে, তবে আরো বিস্তারিত হয় তো আমরা জানতে পারবো।

যেকোনো দেশের ভিসা সাপোর্ট, বিমান টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ হজ্জ উমরাহ সেবা নিতে পারেন।

যোগাযোগ:

+8801939611898

The Italian passport ranks 2nd in the world as of May 2024 according to VisaGuide Passport Index🇮🇹 Credit: Schengen Visa...
07/05/2024

The Italian passport ranks 2nd in the world as of May 2024 according to VisaGuide Passport Index🇮🇹

Credit: Schengen Visa Info

Incredible shot of The Pyramids of Giza 😮😮© Pic Collected
28/04/2024

Incredible shot of The Pyramids of Giza 😮😮

© Pic Collected

🇦🇪🇦🇪🇦🇪🇦🇪100% ভিসা🇦🇪🇦🇪🇦🇪🇦🇪দুবাই ভিজিট ভিসা  A-Z   সার্ভিসবিদেশ ফেরতদের জন্য দুবাই ভিজিট ভিসার রয়েছে বিশেষ অফার।এখন যে কেউ...
13/01/2021

🇦🇪🇦🇪🇦🇪🇦🇪100% ভিসা🇦🇪🇦🇪🇦🇪🇦🇪
দুবাই ভিজিট ভিসা A-Z সার্ভিস
বিদেশ ফেরতদের জন্য দুবাই ভিজিট ভিসার রয়েছে বিশেষ অফার।

এখন যে কেউ চাইলে দুবাই ভিজিট ভিসায় আসতে পারবেন
এবং এখানে ব্যবসা অথবা কাজের ভিসা লাগিয়ে
বৈধ রেসিডেন্সি ভিসা নিতে পারবেন।

📢 আপনাদের জন্য আমরা যে সেবাগুলো দিতে পারবো
✅ দুবাইয়ের ৩০ এবং ৯০ দিনের ভিজিট ভিসা
✅ এয়ার টিকিট
✅ হোটেল বুকিং
✅ ফ্যামিলি ভ্রমন প্যাকজ
✅ ইন্সুরেন্স সহ দুবাই আসার জন্য যাবতীয় ডকুমেন্ট
🤷‍♂️এখানে আসার পর ব্যবসা করতে চাইলে
আমরা লাইসেন্স সহ সার্বিক সহযোগিতা করতে পারবো
🔴 আসার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন
🇧🇩 পাসপোর্ট কপি
🤵 পাসপোর্ট সাইজের ছবি

আরও বিস্তারিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

🇧🇩 ঢাকা অফিস
📲 01624216051(imo+WhatsApp)
🏢 32/35 বানিজ্য বিতান সুপার মার্কেট
নীলক্ষেত, ঢাকা।
🇧🇩ব্রাহ্মণবাড়িয়া, সরাইল অফিস
🏢সরাইল অন্নদা স্কুল মোড়,তালুকদার টাওয়ার (২য় তলা)সরাইল ব্রাহ্মণবাড়িয়া।
📲+8801766629770(imo+WhatsApp)

📲+880 1711-077800 (imo+WhatsApp)
🇦🇪 দুবাই অফিস
☎ +9710545145767 (WhatsApp)
🏢p.o.box.1122,2/1/763548
Dubai
🇧🇩সিলেট অফিস
🏢ওরিয়েন্টাল শপিং সেন্টার
বন্দর বাজার
সিলেট
☎️ 01647062355 (WhatsApp)

Address

New Oriental Shopping Center(2rd Floor)
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when StudyTravelsbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to StudyTravelsbd:

Videos

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All

You may also like