M/s Shamon Traders's Travels And Tours

M/s Shamon Traders's Travels And Tours We provide Domestic & International Air-ticket, Manpower, Hotel booking etc. Don't hesitate to visit Tickets Around of the World.

Visa Processing in every country. Hajj & Umrah packages with best prices.

19/07/2023
14/07/2022

১৪ জুলাই বৃহস্পতিবার থেকে আমাদের অফিস খোলা, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ০৭ টা পর্যন্ত ইনশাআল্লাহ।

............. ............. *** UAE ***........ ............  ......  ...........   * দুবাই ভিজিট ভিসা *.........  ........
25/10/2021

............. ............. *** UAE ***........ ............ ...... ........... * দুবাই ভিজিট ভিসা *......... ..........
*দুবাই টুরিস্ট ভিসা ১ মাস*
*দুবাই টুরিস্ট ভিসা ৩ মাস*
*DUBAI ICA AND GDRFAD APPROVAL*
*শুধুমাত্র যাদের ভ্যাক্সিন দেওয়া আছে*
*তাছাড়া ভ্যাক্সিন এর জন্য সহযোগিতা করা যাবে*
তাছাড়াও
*Airport Support*
*যে কোন দেশের আন্তর্জাতিক ট্রাভেল হেলথ ইন্সুরেন্স*
ইন্সুরেন্স QR CODE সহ পেতে আমাদের সাথে যোগাযোগ করূন ।

*TK,BG,BS,SV,UL,EK,GF,QR যে কোন বিমানের টিকিট খুবই কম খরচে করা হয় দ্রুতই যোগাযোগ করুন।

মেসার্স সেমন ট্রেডার্স ট্রাভেলস্ এন্ড ট্যুরসে
( সরকার অনুমােদিত ট্রাভেলস এজেন্সী )
১৬,১৭ মান্নান সুপার মার্কেট আম্বরখানা , সিলেট
মোবাইলঃ
০১৭ ১১ ৪৪ ৫২ ৭২, ০১৭ ৩১ ১১ ১৬ ৪৪
০১৮ ৮৬ ৪৪ ৫২ ৫২



ঃঃঃঃঃঃঃ জরুরী ঘোষণা ঃঃঃঃঃঃঃওমানে প্রবেশ এর জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো। বাংলাদেশ থেকে ওমান আসার জন্য যা যা প...
30/08/2021

ঃঃঃঃঃঃঃ জরুরী ঘোষণা ঃঃঃঃঃঃঃ

ওমানে প্রবেশ এর জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো। বাংলাদেশ থেকে ওমান আসার জন্য যা যা প্রযোজ্যঃ

একঃ
★ নতুন এবং পুরাতন সবাই আসতে পারবেন।
★ ভিসার মেয়াদ থাকতে হবে, (বৈধ ভিসা)
★ পাসপোর্ট এ ৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।

দুইঃ
★ ওমান সরকার অনুমোদিত ২ ডোজ ভ্যাকসিন নিতে হবে।
★ আপনার ২ ডোজ কমপ্লিট ভ্যাকসিনের (QR কোড সম্বিলিত) সার্টিফিকেট সাথে রাখতে হবে।
★ ২ ডোজ ভ্যাকসিন কমপ্লিট হওয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে ওমান প্রবেশ করতে পারবেন।

তিনঃ
যেসকল ভ্যাক্সিন অনুমোদন দেয়া হয়েছে তা নিম্নে দেয়া হলোঃ
★ ফাইজার- pfizer
★ এস্ট্রাজেনিকা- Astra Zenica
★ সিনোভ্যাক- Sino vac
★ সিনোফার্ম- Sinopharm
★ মডার্না- Moderna
★ জনসন- Johnson
★ স্পুটনিক- Sputnik
★ কবিশেল্ড coviecheld

চারঃ
★ যাদের ছুটি ৬ মাসের অধিক হয়ে গেছে, তাদেরকে ই-ভিসা (আরবীর অরিজিনাল পতাকা দিয়ে সানাদ অফিস
থেকে ই-ভিসা) সংগ্রহ করতে হবে।
★ আরবীর মাধ্যমে রয়েল ওমান পুলিশ থেকে NOC পেপার সংগ্রহ করতে হবে।

পাঁচঃ
★ বিমানের টিকেট কনর্ফাম করতে হবে।
★ বিমানের টিকেট করার সময়, ওমানের এয়ারপোর্টে করোনা টেষ্ট এর জন্য (অগ্রিম) বিল পরিশোধ করে
ডকুমেন্টটি সাথে নিয়ে আসতে হবে।

ছয়ঃ
★ আপনার ফ্লাইটের ২৪ ঘন্টা আগে করোনা (কোভিড-১৯) টেষ্ট করে (QR সম্বলিত) রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে।

সাতঃ
★ আপনার মোবাইলে ট্যারাসুড এ্যাপস টি ইনস্টল করুন।
★ ট্যারাসুড এ্যাপস এ রেজিষ্ট্রেশন করে আপনার ভ্যাকসিন রিপোর্ট ও করোনা টেষ্ট রিপোর্ট আপলোড করে নিন।

আটঃ
★ ফ্লাইটের দিন হাতে সময় নিয়ে বের হউন, প্রয়োজনে বিমানবন্দর এসে অপেক্ষা করবেন, বিমানবন্দর আপনার
বিভিন্ন কাজে অনেক সময় লাগবে।
★ ফ্লাইটের আগে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস যাচাই করুন এরপর এয়ারপোর্ট যান।

নয়ঃ
★ ওমানে প্রবেশের পর আপনার করোনা টেষ্ট করা হবে।
★ রিপোর্ট পজিটিভ আসলে, তাহলে আপনাকে ১০ দিন হোটেল কোয়ারান্টাইন থাকতে হবে।
★ রিপোর্ট নেগেটিভ আসলে, হোটেল কোয়ারান্টাইন দরকার হবে না।

আপনাদের নিরাপদ ভ্রমন কামনা করি, সর্বপরি নিজেদেরকে সুরক্ষিত রাখুন, সুস্থ্য থাকুন।








::::::::::: জরুরী ঘোষণা:::::::::                                     ওমানের ফ্লাইট শুরু                                 ...
25/08/2021

::::::::::: জরুরী ঘোষণা:::::::::

ওমানের ফ্লাইট শুরু
১লা সেপ্টেম্বর থেকে
------------------

প্রয়োজনীয় নির্দেশনাঃ

ওমান প্রবেশের পর এয়ারপোর্টে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে, এতে রিপোর্ট পজিটিভ আসলে ১০ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।
নতুন এই নির্দেশনাটি আগামী পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।শুধুমাত্র যাদের করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া আছে, কেবলমাত্র তারাই ওমান প্রবেশের অনুমতি পাবেন এমন শর্ত দেওয়া হয়েছে।
এছাড়াও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণের ১৪ দিনের মধ্যে ওমান প্রবেশ করতে পারবেন না যাত্রীরা।
ফুল ডোজ সম্পন্ন হওয়ার ১৪ দিন পর ওমান প্রবেশ করতে হবে।

* ভ্যাকসিন
------------
ওমান সরকার অনুমোদিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে,
>ফাইজার-বায়োনটেক
> অ্যাস্ট্রাজেনেকা - অক্সফোর্ড
>স্পুটনিক ভি - রাশিয়ান
>সিনোভ্যাক - চায়নার ও
>পিওনটেক - জার্মান

>ওমান প্রবেশের ৯৬ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ থাকতে হবে।

মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে বাংলাদেশ সহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৮ টি দেশের সাথে ফ্লাইট চালুর ঘোষণা দিলো ওমান।
গত সোমবার (২৩-আগস্ট) ওমান সিভিল এভিয়েশনের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যম।

ওমান সরকারের এই ঘোষণার পর বাংলাদেশ থেকে ওমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ রইল না।
তবে ওমান সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের ফুল ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যতীত ওমান প্রবেশের অনুমতি মিলবে না বলে জানিয়েছে ওমান সিভিল এভিয়েশন।




.....----..... বিসমিল্লাহির রহমানির রাহীম.....----.....  ❤️ সাধ ও সাধ্যের মধ্যে সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে ❤️মেসার্স...
15/08/2021

.....----..... বিসমিল্লাহির রহমানির রাহীম.....----.....

❤️ সাধ ও সাধ্যের মধ্যে সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে ❤️

মেসার্স সেমন ট্রেডার্স ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এ স্বাগত

🇸🇦🇸🇦🇸🇦 সৌদি আরব 🇸🇦🇸🇦🇸🇦 গমনে ইচ্ছুক যাত্রীরা

👉 আমেল মঞ্জিল ভিসা,

👉 ড্রাইভিং ভিসা,

👉 মোয়াসসাসা ভিসা

👉 ফ্যামেলি ভিসিট ভিসা সহ সব ধরনের ভিসা প্রসেসিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ।

আসতে পারেন আমাদের অফিসে

🏠 ১৬ - ১৭ মান্নান সুপার মার্কেট, আম্বরখানা, সিলেট।

অথবা,

সরাসরি কল করুনঃ

☎️ ০১৭ ১১ - ৪৪ ৫২ ৭২
☎️ ০১৭ ৩১ - ১১ ১৬ ৪৪










-------------- জরুরী ঘোষণা -----------------------------সৌদিগামী যাত্রী --------------সিনোফার্ম কিংবা সিনোভ্যাক টিকা----...
14/08/2021

-------------- জরুরী ঘোষণা ---------------
--------------সৌদিগামী যাত্রী --------------

সিনোফার্ম কিংবা সিনোভ্যাক টিকা
----------
সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (গাকা) কোয়ারেন্টিন প্রসিডিউর সংক্রান্ত তাদের সর্বশেষ প্রকাশিত (১৫ তম এডিশন) নির্দেশনায় কিংডমে আগত সকল এয়ারলাইন্সকে সিনোফার্ম কিংবা সিনোভ্যাক টিকা গ্রহণকারীদের সার্টিফিকেট ও গ্রহণ করার জন্য বলেছে। তবে এই টিকাগুলো নিলে এস্ট্রেজেনেকা, ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসন এর একটি অতিরিক্ত ডোজ গ্রহণ করতে হবে মর্মে শর্তারোপ করেছে।
এমতাবস্থায়, নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ হতে সিনোফার্ম কিংবা সিনোভ্যাক টিকা গ্রহণকারীরা অতিরিক্ত আরেক ডোজ নিয়ে এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। তবে তৃতীয় ডোজ গ্রহন এবং সার্টিফিকেট পাওয়া হয়তো ঝামেলাপূর্ণ হবে। তাই এস্ট্রেজেনেকা, ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসন এর টিকা নেয়ার চেষ্টা করাই উত্তম হবে।
যারা টিকা নিয়েছেন তারা ঢাকাস্থ সৌদি দূতাবাস হতে সার্টিফিকেটটি সত্যায়ন করে নেয়ার জন্য চেষ্টা করবেন। তা না পারলে সৌদিতে আসার পর দূতাবাস হতে সত্যায়ন করে নিবেন। বাংলাদেশে গৃহীত টিকার তথ্য সৌদিতে আসার পর সৌদি সিস্টেমে আপডেট না করলে নানা ধরণের জটিলতার মুখোমুখি হওয়া লাগবে।
যারা বাংলাদেশে টিকা গ্রহণ করেছেন এবং সার্টিফিকেট আছে তারা সেই টিকার তথ্য সৌদি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে প্রদত্ত টিকার অনুদিত সনদ সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration গিয়ে আপলোড করে আবেদন করতে হবে।

ভিসা সহায়তার জন্য
যেকোনো তথ্য জানার জন্য
যোগাযোগ করতে পারেন
আমাদের সাথে :

☎️ Call : 017 11 - 44 52 72 , 017 31 - 11 14 44















::::::::::: জরুরী ঘোষণা:::::::::আসসালামু আলাইকুম,  সকল সম্মানিত সেবা গ্রহণকারী ও ব্যবসায়িক প্রতিনিধি কে অবগতির জন্য জান...
11/08/2021

::::::::::: জরুরী ঘোষণা:::::::::
আসসালামু আলাইকুম,
সকল সম্মানিত সেবা গ্রহণকারী ও ব্যবসায়িক প্রতিনিধি কে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরবগামী যে সকল যাত্রী হোটেল কোয়ারেন্টাইন ছাড়া করোনা ভ্যাকসিন নিয়ে যেতে ইচ্ছুক তারা ভ্যাকসিন এর ২য় ডোজ গ্রহণের পর পর ভ্যাকসিন সার্টিফিকেট বা টিকা সনদ ডাউনলোড করে সৌদি সরকারের “তাওয়াককালনা” মোবাইল এ্যাপে রেজিস্টেশন করে টিকা সনদ আপলোড করতে হবে। টিকা সনদ আপলোড করার ১৪ দিন পর “তাওয়াককালনা” অ্যাপে ইমিউন দেখাবে । মনে রাখবেন “তাওয়াককালনা” অ্যাপে ইমিউন না আসা পর‌্যন্ত যাত্রী হোটেল কোয়ারেন্টাইন ছাড়া সৌদি আরব গমন করতে পারবে না। অতএব “তাওয়াককালনা” অ্যাপসটিতে রেজিস্টেশন করে টিকা সনদ আপলোড করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ ।





█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█* দেড় বছর পর বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব, শুধুমাত্র টিকাগ্রহণকারীরাই আবেদ...
08/08/2021

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
* দেড় বছর পর বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব, শুধুমাত্র টিকাগ্রহণকারীরাই আবেদন করতে পারবেন ৯ আগস্ট থেকে ।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেনঃ

মেসার্স সেমন ট্রেডার্স ট্রাভেল এন্ড ট্যুরসে
☎ কলঃ ০১৭১১-৪৪ ৫২ ৭২
☎ কলঃ ০১৮৮৬-৪৪ ৫২ ৫২










🕌 🕋 🕍 সবাই কে ঈদ মোবারক 🌹🌷🌹মেসার্স সেমন ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।
20/07/2021

🕌 🕋 🕍 সবাই কে ঈদ মোবারক 🌹🌷🌹
মেসার্স সেমন ট্রাভেলস এন্ড ট্যুরস এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।







" আসসালামু আলাইকুম "সৌদি ও কুয়েত প্রবাসী ভাইদের জন্যজরুরি ঘোষণা আপনি প্রথম টিকা যখন নিবেন তখন ২য় টিকার নেবারসময় একই টিকা...
13/07/2021

" আসসালামু আলাইকুম "
সৌদি ও কুয়েত প্রবাসী ভাইদের জন্য
জরুরি ঘোষণা
আপনি প্রথম টিকা যখন নিবেন তখন ২য় টিকার নেবার
সময় একই টিকা নিবেন
নয়ত ঝুকিতে পরবেন।













💙🌹💜

বিদেশ যাত্রীদের জন্য টিকা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়ােজনঃ  ১. পাসপাের্টের ফটোকপি ( ঠিকানা ও ভিসা ভ্যালি...
02/07/2021

বিদেশ যাত্রীদের জন্য

টিকা প্রদানের জন্য

রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়ােজনঃ

১. পাসপাের্টের ফটোকপি ( ঠিকানা ও ভিসা ভ্যালিডিটির কপিসহ )

২.এরাইভাল সিল এর কপি ।

৩.টিকেট এর ফটোকপি ।

৪. স্মার্টকার্ডের ফটোকপি (যদি থাকে )

৫.রি - এন্ট্রি ভিসার ফটোকপি (সৌদি আরব এর ক্ষেত্রে )।

৬.কর্মীর মােবাইল নাম্বার ।

৭.এম.আর.পি পাসপাের্টের ক্ষেত্রে বিকাশ ,নগদ, রকেট এ্যাপস এর মাধ্যমে পেমেন্ট জমা দিতে হবে (২০০ টাকা) ।

৮.ই - পাসপাের্টের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক , চৌহাট্টা শাখা ,সিলেট হতে ২০০/- টাকার পে-অর্ডার জমা দিতে হবে।

সিলেট বিদেশ যাত্রীদের জন্য

জরুরী নোটিশঃ

যারা টিকা নিতে চান, তাদেরকে সিলেট ফিংগার অফিসে (উপশহর সি ব্লক) আজ থেকে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।








সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা ফাইজার - বায়েএনটেকের টিকা পাবেন ৭ টি হাসপাতালে ।১ লা জুলাই থেকে টিকাদান শুরু হচ্ছে :       ...
30/06/2021

সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা ফাইজার - বায়েএনটেকের
টিকা পাবেন ৭ টি হাসপাতালে ।

১ লা জুলাই থেকে টিকাদান শুরু হচ্ছে :




আসসালামুয়ালাইকুম... বিমানের টিকেট জন্য আমাদের সাথে যোগাযোগ করুন...✈️✈️✈️
16/06/2021

আসসালামুয়ালাইকুম... বিমানের টিকেট জন্য আমাদের সাথে যোগাযোগ করুন...✈️✈️✈️

Address

04-05 No Joint Market, Sunamganj Road, Amborkhana
Sylhet
3100

Opening Hours

Monday 10:15 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:15 - 18:00
Thursday 10:15 - 18:00
Saturday 10:15 - 18:00
Sunday 10:15 - 06:00

Telephone

+8801711445272

Website

Alerts

Be the first to know and let us send you an email when M/s Shamon Traders's Travels And Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M/s Shamon Traders's Travels And Tours:

Share

Category


Other Travel Agencies in Sylhet

Show All