Ns International Tours & Services

Ns International Tours & Services Tourism, Traveling & Visa Solutions | Experiance The Luxury Ride. Online Based Processing Support

14/10/2024
ভিসা সংক্রান্ত তথ্যের জন্য প্রশ্ন করতে পারেন❗
11/10/2024

ভিসা সংক্রান্ত তথ্যের জন্য প্রশ্ন করতে পারেন❗

আজ আমরা মেঘালয়ের কিছু সুন্দর জায়গা সম্পর্কে জানবো ::১। উমক্রেম ফলস্উমক্রেম ফলস, মেঘালয় তামাবিল-ডাউকি সীমান্তের একদমই কা...
01/09/2024

আজ আমরা মেঘালয়ের কিছু সুন্দর জায়গা সম্পর্কে জানবো ::

১। উমক্রেম ফলস্

উমক্রেম ফলস, মেঘালয় তামাবিল-ডাউকি সীমান্তের একদমই কাছাকাছি অবস্হিত এই উমক্রেম ফলস। ডাউকি থেকে ৪ কিলোমিটার দূরে, নির্সুলা সাব- ডিস্ট্রিক্ট এর উমক্রেম ভিলেজের কাছাকাছি উমক্রেম কে পথ থেকে দেখা যায়।

২। উমক্রেম রিভার

উমক্রেম নদী বাংলাদেশের সিলেট জেলা এবং মেঘালয়ের মধ্যে অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার। এই নদী পূর্ব খাসি পাহাড় জেলার লম ফ্ল্যাংশিয়র উদ্যান হতে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের ভেতরে মাত্র ৩ কিলোমিটার প্রবাহিত হয়ে বিছানাকান্দি থেকে দক্ষিণ পূর্বে পিয়াইন নদীতে পতিত হয়েছে।

৩। বড়হিল ফলস্

এটি জাফলং থেকে প্রায় ২০-২৫ কিমি দূরে। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের নিচে, একেবারে সীমান্ত ঘেঁষা এই গ্রামটির অবস্থান। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড়, ঝর্ণা, ঝর্ণা থেকে বয়ে আসা পানির স্রোতধারা, আর দিগন্ত বিস্তৃত চারণভূমি দেখা যায় এই গ্রামটি থেকে। স্থানীয়রা ঝরনাটিকে ফাটাছড়ির ঝরনা বা বড়হিল ঝরনাও বলেন।

৪। মাউলিনং ভিলেজ

ভারতের অবস্থিত এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রামটি হল মাওলিনং। এটি মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। মাওলিনং শিলং থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ভ্রমণ বিষয়ক একটি প্রত্রিকা 'ডিসকভারি ইন্ডিয়া' ২০০৩ সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম এবং ২০০৫ সালে ভারতের সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে ঘোষণা করে।

৫। লিভিং রোড ব্রিজ

এই সেতুটি রংথাইল্যাং ব্রিজ নামে পরিচিত। ডাবল লিভিং-রুট ব্রিজের বেশ কয়েকটি উদাহরণ রয়েছে, সবচেয়ে বিখ্যাত নংরিয়াটের "ডাবল ডেকার" রুট ব্রিজ যা ২০০ বছর পুরানো বলে অনুমান করা হয়। দুটি সমান্তরাল বা প্রায় সমান্তরাল স্প্যান সহ ডাবল-ডেকার সেতুর তিনটি পরিচিত উদাহরণ রয়েছে।

৬। সেভেন সিস্টার্স ফলস্

নোহসিংথিয়াং জলপ্রপাত যা সেভেন সিস্টার্স জলপ্রপাত বা মাওসমাই জলপ্রপাত নামেও পরিচিত। এটি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার মাওসমাই গ্রামের ১ কিলোমিটার (০.৬২ মাইল) দক্ষিণে অবস্থিত একটি সাত-খণ্ডিত জলপ্রপাত। জলপ্রপাতটির জল ৩১৫ মিটার (১,০৩৩ ফুট) উচ্চতা থেকে পড়ে এবং এর গড় প্রস্থ ৭০ মিটার (২৩০ ফুট)।

এনএস ইন্টারনেশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস ::

23/08/2024

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভারতের আগ্রাসী ভূমিকার কারণে এনএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সহ ইন্ডিয়ার যাবতীয় কাজ বন্ধ করলো |

নাজমুস সাকিব
সিইও / ম্যানিজিং ডিরেক্টর

অনেকেরই অজানা মেঘালয়ের শিলংয়ের এই ৫ টি সুন্দর জায়গা :: বর্তমানে মেঘালয় যাওয়ার উপযুক্ত এ সময় | বর্ষায় ঘোরাঘুরির স্থানগুলো...
18/08/2024

অনেকেরই অজানা মেঘালয়ের শিলংয়ের এই ৫ টি সুন্দর জায়গা ::

বর্তমানে মেঘালয় যাওয়ার উপযুক্ত এ সময় | বর্ষায় ঘোরাঘুরির স্থানগুলোর মধ্যে অন্যতম মেঘালয় | ভারতের পূর্ব রাজ্যে অবস্থিত একটি অত্যন্ত সুন্দর জায়গা | মেঘালয় পর্যটন স্থানটি তার সুন্দর পর্বতমালা, ভারী বৃষ্টিপাত, রোদেলা দিন, উচ্চ মালভূমি ও জলপ্রপাতের জন্য বেশ বিখ্যাত | এখানে ডাবল ডেকোর লিভিং রুট ব্রিজ, আরওয়াহ গুহা, লালং পার্কের মতো দারুণ সব জায়গা রয়েছে | এ ছাড়াও সুন্দর অনেক জায়গা আছে যেগুলো সম্পর্কে অনেকেই জানেন না |

📌মাওসাওডং জলপ্রপাত:
এটি দেনডো জলপ্রপাত নামেও পরিচিত | জায়গাটি খুব একটা পরিচিত না হলেও, বেশ সুন্দর | সোহরা জেলার মাওকামা গ্রামে অবস্থিত এই জলপ্রপাতটি | সবচেয়ে ভালো দিক হলো এই জায়গাটিতে পর্যটকদের ভিড় অনেকটাই কম | আপনি যদি নিরিবিলি কোনো জায়গায় যেতে চান, তবে এখানে ঘুরে আসতে পারেন |

📌মাওলংবনা গ্রাম:
মেঘালয়ে ঘুরে দেখার জন্য মাওলিংবনা গ্রাম হতে পারে অন্যতম সেরা অফ বিট জায়গা | এই গ্রামটি পূর্ব খাসি এলাকার পার্বত্য জেলায় অবস্থিত | এই জায়গাটি ২০০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মের জন্য বেশ পরিচিত | এ ছাড়া বেশ সুন্দর বনাঞ্চলও রয়েছে গ্রামটিতে |

📌কংথং গ্রাম:
এই কংথং গ্রাম মেঘালয়ের সবচেয়ে গোপন এবং রহস্যময় স্থানগুলির মধ্যে একটি | পূর্ব খাসি পার্বত্য জেলায় অবস্থিত এই গ্রামটি শিলং থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত | জায়গাটি নিঃসন্দেহে সুন্দর। প্রকৃতি উপভোগ করতে চাইলে, সেখানে আপনাকে যেতেই হবে |

📌সোহখমি:
অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি হতে পারে মেঘালয়ের অন্যতম একটি জায়গা | সোহরা মালভূমির ঢালে অবস্থিত এই সুন্দর গ্রামটি। আপনি যদি ট্রেকিং করতে চান, তাহলে এই গ্রামটিতে যেতেই পারেন | এই ট্রেলিং কুটামদান গ্রাম থেকে শুরু হলে সেটি আপনাকে নিয়ে যাবে প্রেসবিটারিয়ান চার্চ পর্যন্ত |

📌ওয়েই সাওডং জলপ্রপাত:
মেঘালয়ে অনেক জলপ্রপাত রয়েছে | কিছুটা কম পরিচিত হলেও সুন্দর তিন স্তর যুক্ত জলপ্রপাত হল ওয়াই সাওয়াডং | এটি মেঘালয়ের রাজধানী শিলং থেকে প্রায় ৬০ কিলো মিটার দূরে অবস্থিত | আর ট্রেকারদের জন্যও একটি উপযুক্ত জায়গা |

এনএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস

14/08/2024

অনির্দিষ্ট কালের জন্য
🇺🇸 USA এম্বাসি 🇺🇸
বন্ধ ঘোষণা করা হলো |

বৃষ্টি ভালো লাগে? 🌧️☔️তাহলে চলুন এমন এক জায়গায় যেখানে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড চেরাপুঞ্জি | সেখানে থেকে করবো বৃষ্...
12/08/2024

বৃষ্টি ভালো লাগে? 🌧️☔️

তাহলে চলুন এমন এক জায়গায় যেখানে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড চেরাপুঞ্জি | সেখানে থেকে করবো বৃষ্টি-বিলাস 🌚🌧️

সেরা অফারে বৃষ্টি বিলাশ+বিদেশ ভ্রমন+রিল্যাক্স ট্রিপ |

মাত্র ১২,০০০ টাকায় 🫣😱

প্রতি মাসে আমাদের থাকছে মেঘালয় এর ট্রিপ তাও মাত্র ১২,০০০ টাকায় সিলেট টু সিলেট 😉

ভিসা নেই? সেই হেল্পও পাচ্ছেন আমাদের কাছেই 🌚
আর দেরী কিসের? ইভেন্ট বিস্তারিত কমেন্টে |
বাড়তি কিছু জানার থাকলে ইনবক্স করুন ❤️

এনএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস ::

06/08/2024

খুব শীঘ্রই শিলং ট্যুর প্যাকেজ শুরু করবো, বিজয়ের মাসে এনএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস এর পক্ষ থেকে ছাত্রদের জন্য স্পেশাল ডিসকাউন্টে আমাদের ট্যুর থাকবে এই আগষ্টে মাসে |

🇳🇵নেপাল ট্যুর 🇳🇵Nepal Tour🇳🇵নেপালের মনোমুগ্ধকর সৌন্দর্যে হারিয়ে যেতে নিজেকে ভাসিয়ে দিতে নির্মলতায়।"নেপাল, যেখানে প্রতি...
17/07/2024

🇳🇵নেপাল ট্যুর 🇳🇵Nepal Tour🇳🇵

নেপালের মনোমুগ্ধকর সৌন্দর্যে হারিয়ে যেতে নিজেকে ভাসিয়ে দিতে নির্মলতায়।"নেপাল, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি শ্বাসরুদ্ধকর দৃশ্যের মধ্য দিয়ে যাত্রা করেন যেন এনএস ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড সার্ভিসেস এর সাথে |

আমাদের প্যাকেজে যা যা থাকছে |

▫ভিসা |
▫ঢাকা টু কাঠমান্ডু রিটার্ন এয়ার টিকেট |
▫এয়ারপোর্ট টু হোটেল পিক এন্ড ড্রপ |
▫উন্নত মানের হোটেল |
▫৩ রাত ৪ দিন |
▫ব্রেকফাস্ট |
▫সিঙ্গেল/ডাবল/শেয়ারিং রুম |

উপভোগ করুন আমাদের একাধিক নেপাল গ্রুপ ট্যুর, আজই বুকিং দিয়ে ঘুরে আসুন হিমালয়ের অপরুপ দৃশ্য |

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Ns International Tours & Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ns International Tours & Services:

Videos

Share


Other Passport & Visa Services in Sylhet

Show All