19/06/2022
সংকট কালীন সময়ে বাংলাদেশের সব জায়গায়ই কিছু মানুষ ইবলিশের চাইতেও বেশি শয়তান হয়ে যায় জানা কথা। আবার প্রথম সাহায্য নিয়ে এগিয়ে যায় অই এলাকার মানুষেরাই। সিলেটে পানি বাড়ার পর পরই সিলেটের অনেক সংগঠন তড়িৎ গতিতে কাজে নেমে গেছে।
আমার জানার মাঝেই সিলেট সাইক্লিং কমিউনিটি, রানারস কমিউনিটি, নেক্সট ট্র্যাভেলার সহ আরো ৬-৭ টা সংগঠন ত্রাণ কাজ সহ সাহায্য নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এরা সরকারের দিকে চেয়ে বসে থাকে নি। আরো অনেকেই নিজের টাকায় নৌকা বলেন বা রেশন বলেন, যার যেভাবে সামর্থ্য অনুযায়ী সাহায্য করছে। সামনের দিন গুলোতে এরাই কাজ করবে লিখে রাখেন!
এরা সব কিন্তু সিলেটেরই মানুষ! ❤️