ছুটি ট্রাভেলার্স

ছুটি ট্রাভেলার্স Tours & Travels

আসসালামু আলাইকুম
প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাদের ছুটি'র সাথে জয়েন করার জন্য।

যদি ভাবেন নানা কাজের চাপে আপনার লাইফ তেজপাত হয়ে যাচ্ছে।
একটু খানি রিফ্রেশমেন্ট দরকার,ঘুরতে বেরুতে চান বা আপনি যদি হোন একজন ভ্রমন পিপাসু মানুষ।
তাহলে একা কেনো?
আসোননা আমাদের সাথে,
নাহয় আপনার সাথে নিন আমাদের। সবাই মিলে একসাথে চিলিং করি।
আমাদের এই ছুটি গ্রুপটি হচ্ছে একটি হেল্পিং ট্যুরিস্ট গ্রুপ।
কোথাও ট্যুর দিবেন ভাবছেন?বা ক

োথায় যাওয়া যায় দু'টি দিন রিফ্রেশের জন্য?
তাহলে আমাদের বলুন।
নাহয় আমাদের সাথে চলুন।
অনেক মানুষ একসাথে দলবেধে ঘুরলেই না সেটা ট্যুর।

আমরা ছুটি টিম সিলেট থেকে আছি আপনাদের সাথে,
যেকোন ধরনের সাহায্যের জন্য।
আপনি সিলেট আসতে চাচ্ছেন?
সিলেটের বিছানাকান্দি,রাতারগুল,লালাখাল,সাদা পাথর,খাদিম উদ্যান,জাফলং,বাইশটিল্লা দেখতে চাচ্ছেন?
সুনামগঞ্জের টাংগুয়ার হাওর,নীলাদ্রি,টেকের ঘাট,শিমুল বাগান ঘুরতে বা রাত্রিযাপন করতে চাচ্ছেন?
শ্রীমঙ্গল বা মৌলভীবাজারের চা বাগান,পাহাড় দেখতে চাচ্ছেন?

তাহলে আপনাদের জন্য আমদের ছুটি টিম সব সময় থাকছে রেডি।

যেহেতু আমাদের ছুটি টিমের অধিকাংশ মেম্বার সিলেট,সুনামগঞ্জ আর শ্রীমঙ্গলের,
সেহেতু আমরা আপনাদের জন্য বেস্ট ওয়েতে ও কম খরচে আপনাদেরকে সিলেট ট্যুরটা সর্বোচ্চ উপভোগ করাতে সাহায্য করবো ইনশাআল্লাহ।
এবার আসেন সিলেটের বাহিরে
আমাদের কিশোরগঞ্জ,ময়মনসিংহ, নেত্রকোনা,বগুড়া,রংপুর,রাজশাহী,
বরিশাল,পাবনা ও চট্রগ্রামেও রয়েছে আমাদের ছুটি টিমের নিজস্ব মেম্বার।
কোথাও ঘুরতে যাওয়া বা থাকার জন্য প্রথমেই আমাদের যে ব্যাপারটা মাথায় আসে,
সেটা হলো,সেফটি আর সেখানে পরিচিত কেউ আছে কিনা।

আর সেখানে যদি আমাদের ছুটি টিমের নিজস্ব মেম্বার থাকে,
তাহলে আর ভাবনা কিসের?
আসুন বেরিয়ে পরি আল্লাহ'র নামে টিম ছুটির সাথে।
সবাই মিলে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ মজার কিছু মুহুর্ত কাটিয়ে আসি।
তাই সাথে থাকুন আমাদের ছুটির সাথে।
আর মেতে উঠুন আপনার অবসরে।

আমরা ছুটি টিম তৈরি আপনাদের জন্য।

প্রয়োজনে যোগাযোগ ঃ
তন্ময় 01950216334
01716395453
অসিন 01712239469
নাইম 01710623934

ধন্যবাদন্তে
ছুটি

23/05/2024

📍 কাপ্তাই , রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার একটি কৃত্রিম হ্রদ। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার ৫৪ হাজার একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়।

📸 Fahad Ahmed Rakin

19/05/2024

📍 লামা উপজেলা বান্দরবান

বান্দরবান জেলার লামা সবার কাছেই যেন একটা স্বর্গ রাজ্য। ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাসস্থল লামা যে কোন ভ্রমণ পিপাসু মানুষের মন কাঁড়বে। এখানে দেখে মুগ্ধ হবার মত আছে অনেক কিছুই। চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তা হলো এর শুরুর আকর্ষন। এই রাস্তায় প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাবেন স্বর্গে প্রবেশের মতো একটা আমেজ। এছাড়া আছে কোয়ান্টাম শিশু কানন যা শহর থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত হওয়ায় আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন যা কিনা এক কথায় অসাধারন। আছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স যা লামায় পোঁছানোর ৭ কিলোমিটার আগে অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় ২২শত ফুট উচ্চতায় আবস্থিত মিরিঞ্জা ভ্যালিটি। পাহাড় আর মেঘের মিলনের অপরুপ দৃশ্য দেখা যাবে এখানে। এই লামাতেই আছে সাবেক বিলছড়ি বৌদ্ধ মন্দির আর মিরিঞ্জা ভ্যালি। আহা এ যেনো একটুকুরো স্বর্গ। ভোর বেলা মিরিঞ্জা ভ্যালি থেকে সাজেকের ফিল পাওয়া যায়। মেঘে ঢাকা নিচের পাহাড়গুলো দেখতে তখন দারুন লাগে। চাইলে লামা টু মানিকপুর বোট ভ্রমণ করতে পারেন। লামা থেকে বোটে করে মানিকপুর যাওয়ার সময় চোখে পড়বে দুদিকে অনেক বড় বড় পাহাড় আর মাঝখানে বয়ে চলা ছোট মাতামুহুরি নদী।




16/05/2024

📍 কিশোরগঞ্জ ২০২৪

কিশোরগঞ্জ এর সৌন্দর্য দারুণ । বিসৃন্ত হাওর, খোলা মাঠ, মাঠ ভর্তি ফসল, মানুষের গল্প , বর্ষার সময়ে পানির কোলাহল সবমিলিয়ে অন্যরকম সুন্দর ।



08/05/2024

Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

03/05/2024

Tangua Haor days 🥹💚

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১২৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে পরিচয়, প্রথমটি সুন্দরবন।

📸 lsfar mostakim




01/05/2024

বাংলার সকাল ঠিক এমন🌾🐦


Happy Labour Day✊
01/05/2024

Happy Labour Day✊

29/04/2024

Sreemagal in the nature beauty 🌿

শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। এটি বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল-হাওরের পাশে ৪২৫.১৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থান করছে। শ্রীমঙ্গল উপজেলার ৪৩.৩৪% জায়গা জুড়ে রয়েছে চা বাগান।




28/04/2024

চেয়ারম্যান ঘাট🌸
📌 হাতিয়া, নোয়াখালী

©️Mahmudul Hasan শম্পদ



27/04/2024

A place of peace 🌿

📌 Niladri Sunamganj

নীলাদ্রি লেক : সুনামগঞ্জ নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্টের জন্য নিলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন।




26/04/2024

📍 মাধাবপুর lake 🌿

চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব। এটি মৌলভীবাজার শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার পূর্বে অবস্থিত। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তুলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগুতে থাকবেন ততই ভাল লাগবে। মাধবপুর লেকে গিয়ে পৌঁছতেই সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারদিকে সবুজ পাহাড়। পাশাপাশি উঁচু উঁচু টিলা। সমতল চা বাগানে গাছের সারি। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মত চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষন করে নিয়ে যাবে ভিন্ন জগতে।




Address

Sylhet

Telephone

+8801531732143

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছুটি ট্রাভেলার্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ছুটি ট্রাভেলার্স:

Videos

Share

Category


Other Tour Guides in Sylhet

Show All