Visa Point

Visa Point We Provide
Uk
Hungary
Serbia
Albania
Kosovo

Kosovo 🇽🇰 visa Processing  কসবো ভিসা প্রসেসিং🔜আগ্রহীরা অতি দ্রুত যোগাযোগ করুন।বিস্তারিতঃ 01715952428📂প্রয়োজনীয় কাগজপত্র:...
20/12/2024

Kosovo 🇽🇰 visa Processing
কসবো ভিসা প্রসেসিং
🔜আগ্রহীরা অতি দ্রুত যোগাযোগ করুন।

বিস্তারিতঃ 01715952428

📂প্রয়োজনীয় কাগজপত্র:
🖇পাসপোর্ট (মেয়াদ এক বছরেরে উর্ধ্বে )
🖇ছবি
🖇পুলিশ ক্লিয়ারেন্স।
🔗বয়সঃ ১৮-৪২বছর।
🔗সময়:৫/৬ মাস।

🌐🌐🌐এছাড়া ও ইউরোপের বিভিন্ন দেশের ভিসার প্রসেসিং করা হয়।
Hungary 🇭🇺 croatia 🇭🇷
Portugal 🇵🇹 Bosnia 🇧🇦
Bulgaria 🇧🇬 Kosovo 🇽🇰

আরও বিস্তারিত জানার জন্য আমাদের অফিস ভিজিট করুন -

যোগাযোগ :
ভিসা পয়েন্ট
৫ম তলা (লিফট - ৪)
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টার, জিন্দাবাজার , সিলেট।
মোবাইল: ০১৭১৫ ৯৫২৪২৮
Email:[email protected]

19/12/2024
29/11/2024

আলহামদুলিল্লাহ 🥰
Next ইউরোপ এর যে দেশ গুলোর vfs বা কনসুলেট সেবা বাংলাদেশ এ চালু হতে যাচ্ছে!

১.পর্তুগাল 🇵🇹

২.পোল্যান্ড 🇵🇱

৩.ক্রোয়েশিয়া 🇭🇷

৪.বুলগেরিয়া

৫. চেক রিপাবলিক

দিল্লির দাদাগিরি শেষ ⛔
ইউরোপের স্বপ্ন সাকসেস আলহামদুলিল্লাহ 🇪🇺💥
সবাই সতর্কতা অবলম্বন করবেন যাতে করে কেউ প্রতারিত না হন সবার জন্য শুভকামনা রইল 🥰

29/11/2024

🇪🇺 ইউরোপের জন্য যা কখনো করবেন না ✅💯

১. লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে এডভান্স করবেন না।
২. ভিসা না হওয়া অব্দি কর্ম/চাকরি ছেড়ে দিবেন না ।
৩. এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে। ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না।
৪.ভিসা না হলে এডভান্স টাকা কি করনীয় তা না জেনে টাকা দিবেন না।
৫. দ্রুত ভিসা লাগবে বা ভিসা না হলে জীবন শেষ, এমন পরিস্থিতি থাকলে ইউরোপ এপ্লাই করবেন না।
৬. যে দেশ গুলোর ভিসা কঠিন সেই দেশে জন্য আবেদন করবেন না ।
৭. বেশি লোভ করবেন না।
৮. পরিবারের একান্ত আদর-যত্নের মানুষ থাকলে না ভেবে ফাইল জমা করবেন না। ভিসা পাওয়ার আগ পর্যন্ত ইউরোপ যাচ্ছেন বলে এলাকায় বলে বেড়াবেন না।
৯. যে কোন পরিস্থিতি মোকাবেলা করে কাজ-কর্ম করতে প্রস্তুত না থাকলে এপ্লাই করবেন না।
১০. পরিবার ছেড়ে দুরে থেকে এসে কষ্টের কাজ করার ইচ্ছা না থাকলে আসবেন না।
১১. পরিবারের দামি সব সম্পদ বিক্রি করে আসবেন না।
১২. এজেন্ট//এজেন্সি সম্পর্কে ভালো মত না জেনে ফাইল জমা দিবেন না। আর জমা দিলে যেভাবে বলবে মেনে নিবেন, তাদের মত কাজ করতে দিবেন।
১৩. ডিপ্রেশন/ টেনশন/হায়-হোতাশ করলে ইউরোপের জন্য জমা না দিয়ে মিডলইস্টে চলে যাবেন।
১৪. একসাথে একাধিক এজেন্সিতে ফাইল জমা দিবেন না।
১৫. ফাইল জমা দিয়ে ইউরোপ কনফার্ম আসতেছেন এমন কিছু সবাইকে বলবেন না। ভিসা না পেলে বেশি কষ্ট পাবেন।
১৬. আপনার এজেন্সিকে সময়-সুযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্রসেস সম্পন্ন করুন।

Albania Visa
28/11/2024

Albania Visa

নতুন যারা ইউরোপে যাবেন  হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo S...
27/11/2024

নতুন যারা ইউরোপে যাবেন হয়তো তাদের জন্য লেখাটা কিছুটা হলেও উপকার হবে,,,

স্পেনে দুই বছরে বৈধ হওয়ার নতুন নিয়ম (Arraigo Social)

স্পেনে অভিবাসীদের জন্য বৈধকরণের প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে Arraigo Social নামে পরিচিত নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই নিয়মটি ২০২৫ সালের এপ্রিল থেকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিয়মের চূড়ান্ত কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা আবশ্যক।

নিচে প্রয়োজনীয় শর্তাবলী, প্রক্রিয়া, এবং কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
সাধারণ শর্তাবলী:

১. স্পেনে বসবাস:
আবেদনকারীকে টানা কমপক্ষে দুই বছর স্পেনে বসবাস করতে হবে।
গত দুই বছরে স্পেনের বাইরে সর্বোচ্চ ৯০ দিন থাকা যাবে।
২. চাকরির চুক্তি:
কাজের সময়সীমা: সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা।
চুক্তির মেয়াদ: মিনিমাম ৬ মাস।
বেতন: ন্যূনতম বেতন স্কেল (Salario Mínimo Interprofesional - SMI) মেনে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ফর্ম EX-10:
বিশেষ পরিস্থিতির জন্য অনুমোদনের আবেদনপত্র। সঠিকভাবে পূরণ এবং স্বাক্ষরিত হতে হবে।

২. পাসপোর্ট:
সক্রিয় পাসপোর্টের সম্পূর্ণ ফটোকপি (সব পৃষ্ঠা, এমনকি ফাঁকা পৃষ্ঠাও)।
৩. এমপ্যাড্রোনমেন্ট সার্টিফিকেট (Empadronamiento):
গত দুই বছর ধরে স্পেনে বসবাসের প্রমাণপত্র।
4. চাকরির চুক্তি:
উভয় পক্ষ (কর্মচারী ও নিয়োগকর্তা) দ্বারা স্বাক্ষরিত মূল ও কপি।
নিয়োগকর্তাকে বেতন প্রদানের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
৫. কোম্পানির নথিপত্র:
নিয়োগকর্তার আইডি (যদি ব্যক্তি হন, তাহলে DNI/NIE; কোম্পানির ক্ষেত্রে NIF)।
IRPF এবং সামাজিক নিরাপত্তার বকেয়া নেই, এই মর্মে প্রমাণপত্র।
৬. সামাজিক সংহতির রিপোর্ট (Informe de Arraigo):
পৌরসভা থেকে প্রদত্ত রিপোর্ট যা আপনার সামাজিক সংহতির পরিমাণ নির্ধারণ করবে।
এটি বাধ্যতামূলক নয়, তবে আবেদন প্রক্রিয়াকে সহজ করতে পারে।
৭. প্রশাসনিক ফি:
মডেল ৭৯০ কোড ০৬২ ফি পরিশোধ করতে হবে।
৮. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট:
নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
এটি স্প্যানিশ ভাষায় অনুবাদ এবং আইনগতীকরণ করতে হবে।
কোথায় এবং কিভাবে আবেদন করবেন?

১. সশরীরে:
আপনার প্রদেশের বিদেশী দপ্তরে (Oficina de Extranjería)।

২. অনলাইনে:

যদি আপনার ডিজিটাল সার্টিফিকেট থাকে, তাহলে স্পেনের মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তথ্য:

এই প্রক্রিয়াটি একটি চূড়ান্ত দিকনির্দেশনা নয়। স্পেনে আইন প্রয়োগ ও পরিবর্তনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে।

কাগজপত্রের সঠিকতা ও আবেদন প্রক্রিয়ার জন্য একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবেদন জমা দেওয়ার আগে আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করে নিন।
রেফারেন্স এবং তথ্যসূত্র:

স্পেনের অভিবাসন বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট (Ministerio de Inclusión, Seguridad Social y Migraciones): https://extranjeros.inclusion.gob.es

সাম্প্রতিক অভিবাসন নীতি এবং প্রাসঙ্গিক দিকনির্দেশনার জন্য স্থানীয় অভিবাসন অফিস বা আইনজীবীর পরামর্শ নিন।

এই নতুন নিয়মের মাধ্যমে অভিবাসীরা একটি বৈধ অবস্থান তৈরি করতে পারবেন এবং স্পেনে তাঁদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নত করতে পারবেন।

La Secretaría de Estado de Migraciones es el órgano encargado de desarrollar la política migratoria definida por el Gobierno en materia de inmigración, integración de los inmigrantes y ciudadanía española en el exterior.

24/11/2024

অ্যালবেনিয়া
: ইউরোপের একটি ছোট্ট অথচ মনোমুগ্ধকর দেশ

অ্যালবেনিয়া (Albania) দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং আতিথেয়তা একে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।

প্রাকৃতিক সৌন্দর্য
অ্যালবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এখানে আল্পস পর্বতমালা, পরিষ্কার সমুদ্র সৈকত, এবং সুন্দর হ্রদ রয়েছে। অ্যালবেনিয়ার রিভিয়েরা বিশ্ববিখ্যাত, যেখানে আপনি সুন্দর বালুকাময় সৈকত এবং নীল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন। থেত জাতীয় উদ্যান (Theth National Park) এবং ভ্যালবোনা ভ্যালি (Valbona Valley) প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য।।

আলহামদুলিল্লাহ Another Albania visa
23/11/2024

আলহামদুলিল্লাহ
Another Albania visa

04/11/2024

ইনশা আল্লাহ! আগামী ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪, ইকোনমি প্যাকেজে উমরাহ করতে পারবেন। বেস্ট অফারে নিরাপদ সফরের জন্য আজই আপনার বুকিং কনফার্ম করুন।
স্ব-পরিবারে বা একাকী স্বাচ্ছন্দ্যে ও নির্ঝঞ্ঝাট পবিত্র হজ ও উমরাহ পালন করতে আপনার বিশ্বস্ত সহযোগী হতে পারে ভিসা পয়েন্ট। আমাদের কাফেলাগুলো অভিজ্ঞ মুয়াল্লিমের তত্ত্বাবধানে পরিচালিত, যার মাধ্যমে সম্মানিত বাইতুল্লাহর মেহমানগণ বিশুদ্ধভাবে তাদের উমরাহ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সবার আগে খরচ নয় ইবাদাত ও সেবার কথা ভাবুন
রেগুলার সার্ভিসগুলোর পাশাপাশি আমাদের এই প্যাকেজে তায়েফ ও ওয়াদি জ্বীন ভ্রমনও অন্তর্ভূক্ত থাকছে।

✈ ইকোনমি প্যাকেজ
তিনবেলা খাবার সহ ১,৩৯,০০০/- খাবার ছাড়া ১,২৯,০০০/-
🏢 মক্কা হোটেলঃ
Emaar Diwan Ajyad অথবা Emaar Afaq Al Sud
হারাম শরীফের সীমানা থেকে পায়ে হেঁটে ১০-১২ মিনিটের দূরত্বে
🏢 মদিনা হোটেলঃ
Ergwan Golden অথবা Al Mukhtara Tower
হারাম শরীফের সীমানা থেকে পায়ে হেঁটে ০৬-০৮ মিনিটের দূরত্বে

যাত্রার তারিখ-
২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর (১৪ দিন)
মক্কায় অবস্থান ৮ রাত, মদিনায় অবস্থান ৫ রাত

প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে-
* হেলথ ইনস্যুরেন্স সহ উমরাহ ভিসা
* রিটার্ন এয়ার টিকেট
* এয়ারপোর্ট ও হোটেলে যাতায়াতের ট্রান্সপোর্টেশন
* মক্কা ও মদীনায় সাইটসিয়িং (জিয়ারাত)
* ঐতিহাসিক তায়েফ শহর ভ্রমন
* ওয়াদি জ্বীন বা জ্বীন পাহাড় ভ্রমন
* রওজা শরীফের এন্ট্রি পারমিট
* তিন-বেলা উন্নতমানের রুচিসম্মত খাবার
* অভিজ্ঞ মু'আল্লিমের গাইডেন্স

প্যাকেজ এর অন্তর্ভুক্ত নয়-
 বাংলাদেশ এবং কেএসএ থেকে ফ্লাইটের আগে পিসিআর পরীক্ষা (যদি প্রয়োজন হয়)।
 যেকোনো ধরনের ব্যক্তিগত বা অন্যান্য খরচ যা উপরে উল্লেখ করা হয়নি ।
 প্রয়োজনীয় চাহিদাগুলি অতিরিক্ত চার্জ দিয়ে পাওয়া যায় । যেমন : ব্যক্তিগত রুম, স্যুট রুম ইত্যাদি।

প্রয়োজনীয়তা:
 একটি বাংলাদেশী পাসপোর্ট যার কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
 এক কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি

Albania E - Visa Success
03/11/2024

Albania E - Visa Success

UK Visa Success
03/11/2024

UK Visa Success

03/11/2024

আলহামদুলিল্লাহ! বাতিল করা হচ্ছে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম। ৭ দিনেই পাসপোর্ট হাতে পাবে সবাই।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

0821721624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visa Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Visa Point:

Share

Category