ST Travel Holidays

ST Travel Holidays Travel Agency

ভোলাগঞ্জ সাদা পাথরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এক ঝাক তরুনের ST Travel Holidays  থেকে গ্রুপ ট্যুর।      #ভোলাগঞ্...
20/12/2024

ভোলাগঞ্জ সাদা পাথরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য এক ঝাক তরুনের ST Travel Holidays থেকে গ্রুপ ট্যুর।

#ভোলাগঞ্জ #সাদাপাথর #এসটিট্রাভেলহলিডে #সাদাপাথর #ভোলাগঞ্জ #ট্রাভেল

মালয়েশিয়া + সিঙ্গাপুর আমাদের গ্রুপ ট্যুর চলছে 2024।  আমাদের একটি টিম সিঙ্গাপুরে এই মুহূর্তে অবস্থান করছে ।            ...
19/12/2024

মালয়েশিয়া + সিঙ্গাপুর আমাদের গ্রুপ ট্যুর চলছে 2024। আমাদের একটি টিম সিঙ্গাপুরে এই মুহূর্তে অবস্থান করছে ।

আরো একটি চায়না ভিসা পেয়ে গেলাম আজকে।আপনি চাইলে জানুয়ারি মাসে আমারদের সাথে চায়না বিজনেস ট্রিপে যেতে পারেন। 🇧🇩 বাংলাদেশ...
19/12/2024

আরো একটি চায়না ভিসা পেয়ে গেলাম আজকে।

আপনি চাইলে জানুয়ারি মাসে আমারদের সাথে চায়না বিজনেস ট্রিপে যেতে পারেন।
🇧🇩 বাংলাদেশ থেকে China🇨🇳 ট্রাভেল করতে China Visa থেকে শুরু করে সকল প্রকার সহায়তা পাবেন।

আপনি চাইলে জানুয়ারি মাসে আমারদের সাথে চায়না বিজনেস ট্রিপে যেতে পারেন। 🇧🇩 বাংলাদেশ থেকে China🇨🇳 ট্রাভেল করতে China Visa ...
18/12/2024

আপনি চাইলে জানুয়ারি মাসে আমারদের সাথে চায়না বিজনেস ট্রিপে যেতে পারেন।
🇧🇩 বাংলাদেশ থেকে China🇨🇳 ট্রাভেল করতে China Visa থেকে শুরু করে সকল প্রকার সহায়তা পাবেন।

Thailand, Vietnam, China, ভিসা প্রসেসিং করতে চান? যোগাযোগ করুন ST Travel Holidays এর সাথে। এভাবেই প্রতিদিন আমাদের অফিসে ...
18/12/2024

Thailand, Vietnam, China, ভিসা প্রসেসিং করতে চান? যোগাযোগ করুন
ST Travel Holidays এর সাথে।
এভাবেই প্রতিদিন আমাদের অফিসে অনবরত বিভিন্ন দেশের ভিসার ফাইল আসছে এবং পেয়ে যাচ্ছে ক্লাইন্টের কাঙ্ক্ষিত দেশের ভিসা. এবং যারা বলে এখন থাই ভিসা হচ্ছে না - তদের সঙ্গ পরিত্যাগ করুন এবং আমাদের কাছে চলে আসুন।🥺 স্টিকার ভিসার জন্যে ফাইল জমা হবে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ।থাই ভিসা সহ, আমাদের যে যে ভিসার কাজ রেগুলার হয় 1) Thailand
2) Malaysia (e-visa)
3) Singapore (e-visa)
4) Sri Lanka (e-visa)
5) Vietnam (Approval)
6) China
ভিসা প্রসেসিং নিয়ে যেকোনো বিষয় জানতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে: wa.me/+8801811878126

এভাবেই প্রতিদিন আমাদের অফিসে অনবরত বিভিন্ন দেশের ভিসার ফাইল আসছে এবং পেয়ে যাচ্ছে ক্লাইন্টের কাঙ্ক্ষিত দেশের ভিসা. এবং য...
18/12/2024

এভাবেই প্রতিদিন আমাদের অফিসে অনবরত বিভিন্ন দেশের ভিসার ফাইল আসছে এবং পেয়ে যাচ্ছে ক্লাইন্টের কাঙ্ক্ষিত দেশের ভিসা. এবং যারা বলে এখন থাই ভিসা হচ্ছে না - তদের সঙ্গ পরিত্যাগ করুন এবং আমাদের কাছে চলে আসুন।🥺 স্টিকার ভিসার জন্যে ফাইল জমা হবে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ।থাই ভিসা সহ, আমাদের যে যে ভিসার কাজ রেগুলার হয় 1) Thailand
2) Malaysia (e-visa)
3) Singapore (e-visa)
4) Sri Lanka (e-visa)
5) Vietnam (Approval)
6) China
ভিসা প্রসেসিং নিয়ে যেকোনো বিষয় জানতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে: wa.me/+8801811878126

Singapore visit visa success story...
15/12/2024

Singapore visit visa success story...

Malyshia visit visa success story......
15/12/2024

Malyshia visit visa success story......

ইন্দোনেশিয়ার ভিসা করুন  ST Travel Holidays এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া আপনাকে আহ্বান জানাচ্ছে! ব...
13/12/2024

ইন্দোনেশিয়ার ভিসা করুন ST Travel Holidays এর মাধ্যমে

বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া আপনাকে আহ্বান জানাচ্ছে! বালির সোনালী সমুদ্রতীর থেকে জাকার্তার আধুনিকতায়, প্রতিটি মুহূর্ত হবে স্বপ্নময়।

আপনার ট্যুরিস্ট ভিসা / বিজনেস ভিসা / ফেমিলি ভিসা, সকল পরিকল্পনার সব দায়িত্ব আমাদের, আপনাকে শুধু উপভোগ করতে হবে!

তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ST Travel Holidays, সাথে

যে কোন ধরনের ইনফরমেশন এবং বুকিং এর জন্য
কল করুন: 01811878126

ক্রোশিয়ার ভিসা পেতে যেতে হবে না দিল্লি বা নেপালে, বাংলাদেশ থেকেই হবে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার ভিসা! 🇭🇷🇪🇺👈এটি ইউ...
05/12/2024

ক্রোশিয়ার ভিসা পেতে যেতে হবে না দিল্লি বা নেপালে, বাংলাদেশ থেকেই হবে আপনার স্বপ্নের দেশ ক্রোয়েশিয়ার ভিসা! 🇭🇷🇪🇺👈

এটি ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ" এই দেশে বাংলাদেশী কর্মীরা মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে গড়ে ! সাথে কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে! গত কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে অনেক কর্মী যাচ্ছে এই দেশে! 🇭🇷🇧🇩

কিভাবে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এ নিয়ে সম্পূর্ণ ধারণা দেওয়া হল আজকের পোস্টে " 🇭🇷👈🤝

✅ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেসঃ

🟢আজকে ইউরোপের সেনজেন দেশ ক্রোয়েশিয়ার সম্পূর্ণ ভিসা প্রসেস নিয়ে আলোচনা করব। যারা নতুন এপ্লাই করবেন বা করেছেন, অথবা ধারনা নিতে চান তারা পড়ুন।

১. আবেদন করতে পাসপোর্ট, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স,ছবি লাগে। বাংলাদেশের বাইরে বসবাসরত থাকলে অই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এবং ইকামা/আইডি কপি লাগবে।

২. অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স নিকটস্থ বাংলাদেশ এম্বাসি+ ক্রোয়েশিয়া এম্বাসি থেকে এটাস্টেশন করতে হবে। বাংলাদেশ থেকে দিল্লিতে করতে হয়।

৩. পাসপোর্ট কপি, এটাস্টেশন করা পুলিশ ক্লিয়ারেন্স, ছবি, অন্য দেশে থাকলে ইকামা/ইকামা/আইডির কপি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে সব সহ কোম্পানিতে জমা করতে হয়।

৪. কোম্পানি কাজের ভেকেন্সি অনুযায়ী কনট্রাক্ট লেটার রেডি করবে এবং ওয়ার্ক পারমিটের জন্য HZZ ( Harvatski Zavod za Zaposlzavanje ) পোর্টালে অনলাইন করবে।

৫. ওয়ার্ক পারমিট ইস্যু হতে ২-৬ মাস সময় লাগবে। শহর ভেদে কমবেশি হয়। অনেক সময় পারমিট রিজেক্ট হতে পারে।

৬. পারমিট, কন্ট্রাক্ট লেটার, একোমোডেশন ডকুমেন্টস, গ্যারান্টি লেটার এসব আনুষাঙ্গিক ডকুমেন্টস দিবে। যা আপনার এজেন্ট//এজেন্সি ভিএফএস বা এম্বাসির সাবমিশনের সময় আপনাকে দিবে।

৭. ওয়ার্ক পারমিটের ইস্যু তারিখ থেকে ৬০ দিনের মধ্যে এম্বাসিতে জমা দিতে হবে। সেই জন্য এম্বাসির এপয়েন্টমেন্ট নিতে হবে।

৮. এপয়েন্টমেন্ট নরমাল ও আর্জেন্ট সিস্টেম আছে। যে দেশের যে সিস্টেম আর কি। নরমাল এপয়েন্টমেন্ট ইন্ডিয়া বা নেপালের জন্য ১৫/২০ হাজার লাগতে পারে। ইমেইল/আর্জেন্ট এপয়েন্টমেন্ট নিতে মোটা দাগে টাকা লাগে। সুতরাং একান্ত সমস্যা না থাকলে নরমাল এপয়েন্টমেন্ট করুন। ( বর্তমানে বাংলাদেশে এপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশেই সাবমিট করা যায়, নেপাল ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়ে না)

৯. ভিএফএস/ এম্বাসিতে জমার পর কোম্পানিতে ইনকোয়ারি করবে এম্বাসি থেকে। সব কিছু ঠিক থাকলে এবং এম্বাসি যদি চায় তাহলে ভিসা ইস্যু করবে। মনে রাখবেন, সব ঠিক থাকার পরেও এম্বাসি রিজেক্ট করার ক্ষমতা রাখে। এটা সম্পুর্ন এম্বাসির হাতে।

১০. একেক দেশে ডেলিভারি একেক সময় লাগে। ইন্ডিয়া//নেপাল বর্তমানে ২ মাস লাগতেছে।( বাংলাদেশ কাজ শুরু হয়েছে দেখি কত মাস লাগে ডেলিভারি দিতে)

১১. ভিসা নিয়ে বাংলাদেশ এসে BMET (Bureau of Manpower, Employment and Training) থেকে ক্লিয়ারেন্স কার্ড করতে হবে। যাকে আমরা ম্যানপাওয়ার বলি।

১২. ক্রোয়েশিয়ার সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা জামানত হিসেবে নিজের একাউন্টে দেখাতে হবে। যা ১ বছর পর তুলতে পারবেন।

১৩. যারা বাংলাদেশের বাইরে থেকে আসবেন তাদের নিয়ম ১০, ১১ লাগবেনা।

১৪. কোম্পানির সাথে আলোচনা করে এজেন্সি তারিখ অনুযায়ী টিকেট ইস্যু করে দিবে। আপনার মত ফ্লাই করবেন।

১৫. এয়ারপোর্টে রিসিভ করুক বা না করুক ইমিগ্রেশন কোন সমস্যা করবেনা।

১৬. কোম্পানির কাছে আসার পর ইমিগ্রেশনে/পুলিশ স্টেশনে আপনার ফিংগারের এপয়েন্টমেন্ট নিবে। সেই অনুযায়ী উপস্থিত থেকে ফিংগার দিবেন।

১৭. নরমালি ১৫-২০ দিন এবং আর্জেন্ট হলে ৩ দিনের মধ্যে ক্রোয়েশিয়ার TRC কার্ড হাতে পাবেন।

১৮. মনে রাখবেন, কার্ড পাওয়ার আগে কাজ করার অনুমতি নাই। তবে কোম্পানি যদি দায়িত্ব নেয় তাহলে সমস্যা নেই।

১৯. কোম্পানিতে কাজ না পেলে অন্য কোম্পানির কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে নতুন কোম্পানি ট্যাক্স, কনট্রাক্ট দিবে।

২০. প্রতিবছর কোম্পানি TRC রিনিউ করে দিবে।

টোটাল প্রসেস মিনিমাম ১ বছর সময় ধরে ফাইল জমা দিবেন। ২০২৫ এর কিছু পরিবর্তন নিয়ে আরও কিছু বিষয় সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যাতে প্রতিটি বিষয়ে জেনেবুঝে কাজ করতে আপনাদের সুবিধা হয়।

এদেশ নিয়ে আরো কোন প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো 😊✅

ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেজ : ST Travel Holidays

ধামাকা অফার, ইন্টারভিউ ছাড়াই চায়না ভিসা কারুন নিশ্চিন্তে !ভ্রমণ হল জীবনের একটি অনন্য অভিজ্ঞতা, যা আমাদেরকে নতুন সংস্কৃতি...
04/12/2024

ধামাকা অফার, ইন্টারভিউ ছাড়াই চায়না ভিসা কারুন নিশ্চিন্তে !

ভ্রমণ হল জীবনের একটি অনন্য অভিজ্ঞতা, যা আমাদেরকে নতুন সংস্কৃতি, নতুন মানুষ, এবং নতুন দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করায়। ST Travel Holidays এর সাথে আপনার প্রতিটি ভ্রমণ হবে রোমাঞ্চকর এবং স্মরণীয়। বিশ্বজুড়ে বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে আবিষ্কার করুন নতুন স্বপ্নের দুনিয়া। বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক স্থাপত্যের বিস্ময়, আর ইতিহাসের মোহ – সবকিছুই আপনার অপেক্ষায়।

আপনার এই ভ্রমনকে স্মৃতিময় করে রাখার জন্য
ST Travel Holidays নিয়ে এলো চায়না ভিসা কোন প্রোকার ইন্টারভিউ ছাড়াই।

ভিসা সংক্রান্ত যে কোন ধরনের ইনফরমেশন এর জন্য
কল করুন।
01811878126

আপনি ঘুরতে যাচ্ছেন না কেন?
23/11/2024

আপনি ঘুরতে যাচ্ছেন না কেন?

ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।রবিবার (২ নভেম্বর) থেকে জাপান ভিসা অ্যাপ্লিকেশন ...
16/11/2024

ঢাকায় জাপানের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে বলে জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
রবিবার (২ নভেম্বর) থেকে জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভ্যাক) তাদের কার্যক্রম শুরু করেছে।
ভিএফএস গ্লোবাল এক বিবৃতিতে জানায়, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের জাপান ভিসা সেবা এখন বাংলাদেশেও পাওয়া যাবে। আবেদনকারীরা ঢাকায় অবস্থিত আমাদের অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা নির্বিঘ্নে শুরু করতে পারবেন।
জাপান ভিসা আবেদনের নতুন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার

** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার

থাইল্যান্ড, সিংগাপুর, মালেশিয়া, ভিয়াতনা ই ভিসা এবং স্টিকার ভিসা, চায়না,হংকং,ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ সকল দেশের ভিসা প্রসেসিং এর জন্য যোগাযোগ আমাদের করুন।

16/11/2024

🇱🇰🇲🇻 আসার সময় বাংলাদেশ ইমিগ্রেশন

Fresh passport/ India,Nepal ট্রাভেল করা থাকলে ইমিগ্রেশন লাইনে দাড়ালে অফিসারের রুমে নিয়ে যাবে🫢
মোটামুটি অনেক্ষন অপেক্ষা করার পরে অফিসার আপনার কাছে এসে কিছু প্রশ্ন করবে, কাছ থেকে দেখা।আমার ফ্রেন্ড এর ফ্রেশ পাসপোর্ট ছিলো 😎

♥কোথায় যাবেন
♥কেন যাবেন
♥কি করেন
♥পড়াশোনা কতোটুকু করেছেন
♥ট্রেড লাইসেন্স আছে কিনা
♥টেক্স পে করেন কিনা
♥NOC আছে কিনা
♥Bank statement/ Mobile এ Bank এর SMS show korte hoy

এই প্রসেস টুকু শেষ করতে ৯০-১২০ মিনিট সময় লাগতে পারে আপনার....

প্রসেস দেখতে দেখতে Lounge এর খাবারটাও মিস করেছি🤦‍♂️

Recently কারো প্লান থাকলে হাতে সময় নিয়ে & এই ডকোমেন্টস সাথে নিয়ে আসবেন♥️
post copy by: Md Jewel khan

ক্রোয়েশিয়ার জন্য যারা নেপাল যাবেন তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ তথ্য  🎖️যে সকল সদস্য ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য নে...
09/11/2024

ক্রোয়েশিয়ার জন্য যারা নেপাল যাবেন তাদের জন্য মহাগুরুত্বপূর্ণ তথ্য

🎖️যে সকল সদস্য ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য নেপালে আসবেন তাদের কিছু করণীয় আমি বলে দিচ্ছি 👇

👉 ১! বাংলাদেশ ইমিগ্রেশন ->
এ্যাপয়োনমেন্ট +পারমিট+পাসপোর্ট কপি

👉 ২! নেপালে ইমিগ্রেশন ->
বিমান থেকে নেমে সোজা চলে যাবেন দেখবেন চার-পাঁচটা বুথ আছে। ৪/৫ কোট পরে মেয়ে দাঁড়ায় থাকবে আপনাকে সাহায্য করার জন্য।তাদের দিয়ে ৯০ দিনের ভিসা ফরম পূরণ করবেন ও তার ছবি তুলে নিবেন । তার পাশে ১২৫ ডলার জমা দিয়ে রিসিট নিয়ে নিবেন। তারপর সোজা ইমিগ্রেশন জমা দিবেন আপনাকে ৯০ দিনের ভিসা দিয়ে দিবে।
নেপাল এয়ারপোর্টে কোন প্রকার সিম ও রুপি কনভার্ট করবেন না। কাটমুন্ডু অথবা থামেল চলে আসবেন। লোকাল মানি এক্সচেঞ্জ থেকে টাকা কনভার্ট করাবেন বেশি টাকা পাবেন।
👉 ৩! বিএফএসে করণীয় ->
সম্পূর্ণ ডকুমেন্ট প্রিন করে নিয়ে আসবেন অথবা এখান থেকে কালার প্রিন্ট করাবেন। ছবি অবশ্যই বিএফএস এর সামনে থেকে তুলবেন ২০০ টাকা দিয়ে ৪ কপি। প্রত্যেকটা ডকুমেন্ট পাসপোর্ট এর সাথে মিলাবেন কোন প্রকার নামের ভুল আছে কিনা। তারপরে তারিখ অনুযায়ী জমা দিয়ে দিবেন। কাঠকুণ্ডাতে আসার পরে থেকে ১১/১২ হাজার টাকার ভিতর থাকা খাওয়া দুটোই পাবেন। যদি রান্না করে খান তাহলে আরো কমে থাকতে পারবেন।

👉 ৪! প্রয়োজনীয় ডকুমেন্ট ->
Visa form
appointment date
PermitGuaranty latterContract latter ticket
Insurance
nepal embassy visa
Police clarence Attested copy.Passport copy photo European size.
এম্বাসিতে টোটাল 26 হাজার রুপি লাগবে। যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট এর ৫ হাজার + জমা দিয়া দেন তাহলে ২০ হাজার রুপি লাগবে
ফাইল জমা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। অবশ্যই রিসিটের ছবি তুলে রাখবেন।
🇪🇺🇭🇷

Address

Dorshondawri Amborkhana
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when ST Travel Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share