ST Travel Holidays

ST Travel Holidays Travel Agency

09/01/2025

Italy Work permit 5ta file nibo jara jatay agrohi tara juga jug korun.... 01811-878126

Uk visit visa jara jatay can tara jugajug kortay paran tovay valo profile hotay hobay Age 30+ hotay hobay 4 ta dash trav...
08/01/2025

Uk visit visa jara jatay can tara jugajug kortay paran tovay valo profile hotay hobay Age 30+ hotay hobay 4 ta dash travel thaktay hobay....

08/01/2025

Uk restaurant parmit Apadoto ar nai.. Poray aslay jananu hobay

08/01/2025

Italy Work permit
5ta File nibo sudhu
01811-878126

চায়না যেতে চাচ্ছেন? কিছু তথ্য জেনে নিন@2025১. আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আ...
05/01/2025

চায়না যেতে চাচ্ছেন? কিছু তথ্য জেনে নিন@2025

১. আপনি হয়তোবা গুগল এবং ফেসবুকে আসক্ত হয়ে আছেন। ফেসবুকে সোস্যাল নেটওয়ার্কিং আর সব বিপদে আপদে গুগল। সার্চ দেওয়ার জন্য গুগল সার্চ, ব্রাউজিংয়ে ক্রোম, ম্যাপের গুগল ম্যাপ। আর সর্বোপরি এপ ডাউনলোডের জন্য প্লেস্টোর। আপনি হয়তবা ভাবছেন এয়ারপোর্টে ম্যাপে সার্চ দিয়ে হোটেলে যাবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি এয়ারপোর্টে নেমেই দেখবেন গুগল, ফেসবুক ব্লক। তখন আর কিছুই করতে পারবেন না। ভিপিএন ক্রয় করার আগে। কারণ, ভাবছেন ভিপিএন নামিয়ে নিলেইতো হয়। না পারবেন না। কারণ, প্রে স্টোরও ব্লক। এজন্য বাংলাদেশে থাকতেই কিছু এপ নামিয়ে রেডি করে নিতে পারেন আপনার ফোনো-

* গুগল থেকে ApkPure এপস নামিয়ে নিতে পারেন। যেটা প্লে স্টোরের মত যেকোন এপস নামানোর জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু প্লেস্টোর ব্লক। আরও কিছু এপস যেমন CTrip, booking.com, agoda হোটেল এর জন্য নামিয়ে নিতে পারেন।
তাছাড়া সার্চের জন্য Baidu এবং Maps এর জন্য BaiduMapsEn ও খারাপ না। নামাজের সময় এবং কিবলার ডিরেকশনের জন্য এপ Prayer Times. শুধু সিটি সিলেক্ট করলেই সব দেখাবে। কারণ, আজান শোনার সৌভাগ্য সেখানে হবে না।

#চায়নায় হোয়াটস এপ, ভাইবার সব ব্লক। শুধু WeChat। তাই বাসায় কথা বলার জন্য বাসার মোবাইলে উইচ্যাট ইনস্টল করে এড দিয়ে শিখিয়ে দিয়ে আসবেন।

#চাইনিজ সিম পাবেন এয়ারপোর্টে ১৮০/১৫০ আরএমবি নিবে। ঐটার সাথে ৪ জিবি নেট থাকে। ভুলেও ওই সিম দিয়ে বাংলাদেশে কল দিবেন না। পার মিনিট ১০০ টাকার মত কাটবেই সাথে টাকা শেষ হলে ৪ জিবি নেটও গায়েব হয়ে যাবে।

#চায়নাতে ভিপিএন কিনতে পারবেন ৪০ আরএম দিয়ে। না কিনে ফ্রিতেও চালিয়ে দিতে পারেন। Express VPN/Nord VPN সবচেয়ে ভালো। একটায় ৭ দিন ট্রায়াল পাবেন। প্রথমে এক্সপ্রেস ব্যবহার করবেন এরপর ৭ দিন পার হয়ে গেলে নর্ড। ভিপিএন চালু থাকলে আপনি ব্লক সাইটগুলো ব্যবহার করতে পারবেন।
#চায়নাতে অন্য দেশের মত উবার নেই। আছে DIDI। দিদি এপস প্লেস্টোরে পাবেন। ট্যাক্সি থেকে দিদিতে খরচ কম।

#চায়নাতে সবচেয়ে সাশ্রই ট্রান্সপোর্ট হল মেট্রো সাবওয়ে। ২/৩ আরএমবি দিয়ে পুরো সিটি ঘুরে আসতে পারবেন। মেট্রোর ম্যাপ পাবেন প্লেস্টোরে। MetroMan টাও ভালো। মেট্রো ম্যাপ বুঝে গেলে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। নিজে নিজেই চলতে পাবেন। এটা অনেকটা সুডোকু খেলার মত। ওরা পুরো শহরটাকে কয়েকটা লাইনে ভাগ করছে। আর প্রতিটা লাইন প্রত্যেকের সাথে সাথে যুক্ত। মনে করেন আপনার সাপ্লায়ার বলছে লাইন লাইন ৫। এক্স জায়গা। ম্যাপে দেখবেন আপনি কোথায় আছেন। মনে করেন ২ এ আছেন। ২ তে উঠে হয়তো যেখানে ৩ মিলিত হয়েছে সেখানে নামবেন। এরপর ৫…..

#চায়নিজ লোকগুলোর কাছে আপনি ইংরেজিতে হেল্প পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, আপনি যে জায়গার নাম বলবেন সে চিনলেও আপনার উচ্চারন বুঝবে না। তাই গুগল ট্রান্সলেটর নামিয়ে ইংরেজি চায়না ওফলাইন নামিয়ে রাখবেন। যখনই কিছু দরকার হবে ইংরেজিতে লিখে চায়নায় ট্রান্সলেট করে দেখালে সে বুঝবে এবং হাতের ইশারায় বুঝাবে এদিক ওদিক।

#প্রকৃতিক প্রয়োজন টয়লেট লাগলে খবর আছে। টয়লেট বা ওয়াশরুম কোনটাই ওরা বুঝে না। সারাদিন কাঁদলেও লাভ নেই। ওদেরকে বলতে হবে ডব্লিউ সি (W C), তাহলে সুন্দর দেখায় দিবে। আর হ্যা ইন্ডিয়া, মালয়েশিয়া, কিংবা মিডলইস্ট, ইউরোপের মতো ওরাও টয়লেটের পর পানি ব্যবহার করে না। তাই টয়লেটে ডুকে শিওর হয়ে নিবেন টিস্যু আছে কিনা। কারণ, অনেক জায়গায় এরকম দেখেছি পানিও নাই, টিস্যুও শেষ। এজন্য পকেটে সবসময় টিস্যু রাখার প্লান থাকলে ভালো হয়।

#আপনি কি সাইক্লিংয়ে অভ্যস্ত। তবে আপনার জন্য বেস্ট জায়গা হল চায়না। পুরো চায়নাতে হাজার হাজার সাইকেল রাস্তার দুইপাশে পাবেন। শুধু এপস নামিয়ে স্ক্যান করলেই সাইকেলের তালা খুলে যাবে। এরপর চালাতে পারবেন যেখানে খুশি নিয়ে আবার লক করে রাখবেন। আধা ঘন্টা মাত্র ১ আরএমবি কাটবে। OFO এবং Mobike সবচেয়ে বেশি। তবে OFO আপনি ক্রেডিট কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন। তাই এইটাই বেস্ট।

2025 সালে যারা আসবেন তাদের জন্য শুভকামনা রইল ❤️❤️❤️

সিঙ্গাপুর, মালয়েশিয়া ৫ দিনের গ্রুপ ট্যুর চলছে। বিস্তারিত জানতে কল করুন : 01811-878126
31/12/2024

সিঙ্গাপুর, মালয়েশিয়া ৫ দিনের গ্রুপ ট্যুর চলছে।
বিস্তারিত জানতে কল করুন : 01811-878126

আবারো পেয়ে গালাম চায়নার ভিজিট ভিসা 🇨🇳🇨🇳🇨🇳  🌏 ST Travel Holidays এর সাথে আপনার স্বপ্নের গন্তব্যে যাত্রা করুন! 🌟আপনার পরবর...
31/12/2024

আবারো পেয়ে গালাম চায়নার ভিজিট ভিসা 🇨🇳🇨🇳🇨🇳

🌏 ST Travel Holidays এর সাথে আপনার স্বপ্নের গন্তব্যে যাত্রা করুন! 🌟

আপনার পরবর্তী ভ্রমণের জন্য প্রস্তুত? ✈️
আমাদের সাথে আপনার ভ্রমণ হবে সহজ, সাশ্রয়ী এবং স্মরণীয়!
🔹 ভিসা প্রসেসিং: ঝামেলামুক্ত ও দ্রুত প্রক্রিয়া
🔹 এয়ার টিকেটিং: সাশ্রয়ী মূল্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বুকিং
🔹 ট্যুর প্যাকেজ: আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজড ভ্রমণ প্যাকেজ

📍 আমাদের ঠিকানা:খাইরুন মেনশন নিচতলা ২ নাম্বার সপ দর্শনদাওরী আম্বরখানা সিলেট।

📞 কল করুন/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন: 01811-878126

📧 ইমেইল:[email protected]

আপনার ভ্রমণের স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে। আজই যোগাযোগ করুন! 🌟

30/12/2024

Uk restaurant cos r matro 1 ta asay

🇵🇹Portugal is back✈️✌️মনে আছে সেই ২০২২ এর কথা? যখন পর্তুগালের ভিসা রেশিও ছিলো ৯৯%! হ্যা মনে হচ্ছে আবার সেই সময় এসেছে আমা...
29/12/2024

🇵🇹Portugal is back✈️✌️
মনে আছে সেই ২০২২ এর কথা? যখন পর্তুগালের ভিসা রেশিও ছিলো ৯৯%! হ্যা মনে হচ্ছে আবার সেই সময় এসেছে আমাদের! আরো বড় টুইস্ট হচ্ছে, এখন আর আপনাকে পর্তুগালের ভিসার জন্য অন্য কোন দেশে যেতে হবেনা, এখন আপনার দেশ থেকেই হবে আপনার পর্তুগালের ভিসা!✌️
🪄🇵🇹পর্তুগাল ইউরোপের ২৯টি সেঞ্জেন কান্ট্রির মধ্যে অন্যতম একটি অভিবাসন প্রিয় কান্ট্রি, অন্যান্য সেঞ্জেন কান্ট্রির তুলনায় এদেশে যাওয়া ও কাজ পাওয়া, বৈধ হওয়া, সহজে পিআর পাওয়া, এবং কম সময়ে সিটিজেনশীপ পাওয়া অনেক সহজ।
⚡৯২,৩৫৫ বর্গ কিলোমিটারের দেশটির জনসংখ্যা ১০.৩ মিলিয়ন ও তাদের ভাষা হচ্ছে পর্তুগিজ, রাজধানী লিসবন একটি প্রাকৃতিক সৌন্দর্যের শহর। এদেশের মানুষের লাইফ স্টাইল অনেক উন্নত, এবং ইনকাম খুবই ভালো।✨
⚙️মোটামুটি কোন কাজের উপর অভিজ্ঞতা ও নূন্যতম শিক্ষা যোগ্যতা থাকলে পর্তুগাল হবে, আপনার জন্য একটা গুড অপশন, এদেশে ট্যুরিজম ও হসপিটালিটি সহ বেশ কিছু সেক্টরে প্রচুর কাজের ডিমান্ড রয়েছে।👍
✅কাজের ধরনঃ
🔸 হোটেল
🔸 রেস্টুরেন্ট
🔸 ওয়েল্ডিং
🔸 ড্রাইভিং
🔸 ফুড ডেলিভারি
🔸 কন্সট্রাকশন
🔸 এগ্রিকালচার ইত্যাদি।
✅-এছাড়াও কিছু হাই প্রফেশন জব রয়েছে, যেগুলোতে আপনি নাম মাত্র খরচে যেতে পারবেন। পর্তুগালে সিজনাল ও নন-সিজনাল ২ ধরনের ভিসা হয়ে থাকে, সেটা বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে হয়।
🧩আপনার যদি পাসপোর্ট রেডি থাকে আর কোন বিষয়ে কাজ জানা থাকে, তাহলে আর অপেক্ষা না করে এখনই ট্রাই করেন, ২০২৫ হোক আপনার স্বপ্ন জয়ের বছর।
Dulabhai

Croatia work permit available....
28/12/2024

Croatia work permit available....

25/12/2024
24/12/2024

Uk Restaurant ar work permit 2 ta cos asay

24/12/2024

Uk care visa 3 Cos Available

যুক্তরাজ্যে (UK) Dependent Visa একটি জনপ্রিয় ভিসা ক্যাটাগরি যা আপনাকে যুক্তরাজ্যে বসবাসরত আপনার পরিবার বা স্পনসরিং ব্যক...
24/12/2024

যুক্তরাজ্যে (UK) Dependent Visa একটি জনপ্রিয় ভিসা ক্যাটাগরি যা আপনাকে যুক্তরাজ্যে বসবাসরত আপনার পরিবার বা স্পনসরিং ব্যক্তির সাথে থাকার সুযোগ দেয়। নিচে যুক্তরাজ্যের ডিপেন্ডেন্ট ভিসার সুযোগ-সুবিধা এবং এর শর্তাবলী বিস্তারিত আলোচনা করা হলো:

---

UK Dependent Visa-এর সুযোগ-সুবিধা

১. বসবাসের সুযোগ

নির্ভরশীল ব্যক্তি যুক্তরাজ্যে স্পনসর করা ব্যক্তির সঙ্গে বসবাস করতে পারবেন।

ভিসার মেয়াদ স্পনসরিং ব্যক্তির ভিসার মেয়াদের সঙ্গে সম্পর্কিত।

২. কাজ করার সুযোগ

ডিপেন্ডেন্ট ভিসাধারীরা UK-তে কাজ করতে পারে, এবং এর জন্য আলাদা কাজের অনুমতির প্রয়োজন হয় না।

ফুল-টাইম বা পার্ট-টাইম যেকোনো ধরনের চাকরি করার অনুমতি আছে।

কিছু বিশেষ পেশার ক্ষেত্রে (যেমন: ডক্টর বা ল'ইয়ার) আলাদা শর্ত থাকতে পারে।

৩. শিক্ষা গ্রহণের সুযোগ

ডিপেন্ডেন্ট ভিসাধারীরা যুক্তরাজ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারে।

অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মতো ফি দিতে হয়।

নির্ভরশীল সন্তানরা স্থানীয় স্কুল বা কলেজে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পায়।

৪. স্বাস্থ্যসেবা (NHS সুবিধা)

ভিসার আবেদন করার সময় Immigration Health Surcharge (IHS) ফি প্রদান করলে পুরো NHS সুবিধা পাওয়া যায়।

এটি বিনামূল্যে বা নামমাত্র খরচে চিকিৎসার সুবিধা প্রদান করে।

৫. ভ্রমণের স্বাধীনতা

ডিপেন্ডেন্ট ভিসা থাকলে যুক্তরাজ্যে মুক্তভাবে ভ্রমণ করা যায়।

একই সঙ্গে শেনজেন অঞ্চলের জন্য আলাদা ভিসা নিয়ে ইউরোপের দেশগুলোও ভ্রমণ করা সম্ভব।

৬. স্থায়ী বসবাস (Indefinite Leave to Remain - ILR)

নির্দিষ্ট সময় (সাধারণত ৫ বছর) যুক্তরাজ্যে বসবাসের পর Dependent Visa-ধারীরা ILR-এর জন্য আবেদন করতে পারেন।

ILR পাওয়ার পর তারা UK-এর নাগরিকত্বের জন্য যোগ্য হতে পারেন।

৭. সামাজিক সুবিধা

নির্ভরশীল ভিসাধারীরা নির্দিষ্ট কিছু সামাজিক সুবিধা পেতে পারেন, বিশেষ করে দীর্ঘমেয়াদি বসবাসের পর।

সন্তানদের জন্য চাইল্ড বেনিফিট এবং পারিবারিক সুবিধার মতো সুযোগ পাওয়া সম্ভব।

---

Dependent Visa-এর জন্য যোগ্য ব্যক্তিরা

স্বামী/স্ত্রী বা সিভিল পার্টনার।

১৮ বছরের নিচের সন্তান।

১৮ বছরের বেশি নির্ভরশীল সন্তান (বিশেষ পরিস্থিতিতে, যেমন শারীরিক বা মানসিক অক্ষমতা)।

---

Dependent Visa-এর জন্য প্রয়োজনীয় শর্তাবলী

1. স্পনসরিং ব্যক্তির যোগ্যতা:

আপনাকে স্পনসর করতে যিনি UK-তে আছেন, তার পর্যাপ্ত আয়ের প্রমাণ দিতে হবে।

তাদের একটি বৈধ ভিসা থাকতে হবে (যেমন: Skilled Worker, Student, বা অন্য ধরনের ওয়ার্ক ভিসা)।

2. আর্থিক প্রমাণ:

নির্ভরশীলদের খরচ চালানোর জন্য পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে।

প্রতি নির্ভরশীলের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় দেখাতে হয় (সাধারণত £২৮৫/নির্ভরশীল)।

3. সম্পর্কের প্রমাণ:

ডিপেন্ডেন্ট ভিসার জন্য আবেদন করার সময় বৈধ সম্পর্কের প্রমাণ (যেমন: বিবাহ সনদ, জন্ম সনদ) জমা দিতে হয়।

4. ইংরেজি দক্ষতার প্রমাণ:

কিছু ক্ষেত্রে নির্ভরশীলদের ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।

---

UK Dependent Visa-এর সীমাবদ্ধতা

সরকারি ভাতা বা পেনশন নেওয়ার অনুমতি নেই।

23/12/2024

আমাদের সিলেটের কয়েকটা ধান্দাবাজ ট্রাভেল গ্রুপ আছে তাদের পেইজে প্রতিনিয়ত মেয়েদের ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়। তাদের চিন্তাভাবনা গ্রুপে মেয়েরা না থাকলে কাস্টমার আসবে না আর কিছু লুচ্চা পোলাপাইন ওই মেয়ে গুলা দেইখা দেইখা গ্রুপে টর দিতে যায়। আমি বলব এসব ধান্দাবাজি বন্ধ করেন। সিলেটের ইমেজ গুলা নষ্ট কইরেন না। কেন ভাই মেয়েদেরকে দিয়ে কেন ছবি পোস্ট করতে হবে সবগুলা পোস্ট এ। কেন মেয়েদের ছবি দিতে হবে? ছেলেরা কি এখানে ট্রাভেল করে না ছেলেদের দিয়ে কোন পোস্ট করানো যায় না। এইসব বেহায়াপনা আর নষ্টামি করা বন্ধ করুন। সিলেটে অনেক নামিদামি গ্রুপ গুলা আছে তাদের পেইজে তো মেয়েদের দিয়ে পোস্ট করা হয় না। মেয়েদের দিয়ে কোন ধরনের পোস্ট আপলোড করা হয় না। তার মানে কি তারা বিজনেস করছে না।

সিঙ্গাপুর+মালয়েশিয়া কোন ঝামেলা ছাড়াই প্ল্যানিং করে যেকোন সময় ঘুরে আসতে চান? আর ভ্রমণ মানুষকে নতুন কিছু অন্বেষণে সাহায্য ...
23/12/2024

সিঙ্গাপুর+মালয়েশিয়া
কোন ঝামেলা ছাড়াই প্ল্যানিং করে যেকোন সময় ঘুরে আসতে চান?
আর ভ্রমণ মানুষকে নতুন কিছু অন্বেষণে সাহায্য করে। ভিসা আবেদন এবং প্রোসেসিং-এর জন্য এদিকওদিক ছুটে ক্লান্ত হয়ে যাওয়ার অভিজ্ঞতাটি আপনার ভ্রমণ পরিকল্পনাকে করে ফেলতে পারে তিক্ত।
তবে এই ঝামেলাগুলো ছাড়াই সিঙ্গাপুর + মালয়েশিয়া সহজেই ভিসা পেয়ে ঘুরে আশতে চাইলে ST Travel Holidays নিয়ে এলো গ্রুপ ট্যুর প্যাকেজ।
01811-878126
Office : Khirun mention Dorshondawri Amborkhana Sylhet....

ওভারস্টে !! সাবধান 🚨আপনি কোন দেশে তাদের বেঁধে দেওয়া সময়ের অতিরিক্ত থাকা হলে সাধারণত আমরা ওভারস্টে বলে থাকি। ধরেন আপনি মা...
22/12/2024

ওভারস্টে !! সাবধান 🚨
আপনি কোন দেশে তাদের বেঁধে দেওয়া সময়ের অতিরিক্ত থাকা হলে সাধারণত আমরা ওভারস্টে বলে থাকি। ধরেন আপনি মালয়েশিয়া ৩০ দিন প্রতি ভিজিট থাকার অনুমতি পাবেন কিন্তু আপনি ২/৩ দিন অতিরিক্ত থেকে ফেলেছেন হয়ত আপনার ব্যবসা বা কোন কাজের কারণে এতে কি হবে ? এই রকম কোন এক দেশে আপনি ওভারস্টে করে ফেলেছেন তাহলে তার ইফেক্ট কি হবে ?
এর ইফেক্ট অনেক বড় হবে পরবর্তী কোন দেশে ভিসা জন্য ও ইমিগ্রেশনে। অনেক দেশে ওভারস্টে কে গুরুতর অপরাধ মনে করে। এমন কি আপনি ডিপোর্ট হতে পারেন। সম্প্রতি এক ভাইকে মালয়েশিয়া থেকে ডিপার্ট করে দিয়েছে যদিও তিনি সেখানে অনুমতি নিয়ে অতিরিক্ত কয়েক দিন ছিলেন।
অস্ট্রেলিয়া ইমিগ্রেশনে আমার পাসপোর্ট প্রতিটি পেজ খুব মনোযোগ দিয়ে চেক করতেছিলেন অফিসার। আমার পাসপোর্ট কোনো ওভারস্টে নোট আছে কিনা যদিও আমি পরবর্তীতে জানতে পেরেছি।
কোন ইমিগ্রেশন ডকুমেন্ট জন্য ডিপোর্ট হয়েছেন সেটা কোন অপরাধ নয় তবে ওভারস্টে করা অপরাধ হিসাবে কাউন্ট করে।
আমাদের স্বভাব আমরা ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ট্যুর প্ল্যান করতে পারি না। শেষে দেখা যায় ওভারস্টে করে বসে আছি। যেটা একবার দেখেছিলাম দিল্লি এয়ারপোর্টে স্ত্রী ভিসার মেয়াদ শেষ কিন্তু স্বামীর ভিসার মেয়াদ ছিল তারা হয়তো খেয়াল করেনি। বোর্ডিং সময় তাদের আটকে দিয়েছে। পরে তারা কি করেছে জানা নেই।
পরবর্তীতে ছোট কোন গুরুত্বপূর্ণ টপিকে লিখবো। শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।

মোঃ মোনারুল ইসলাম
কেরানীগঞ্জ, ঢাকা

Address

Dorshondawri Amborkhana
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when ST Travel Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share