Sebu International Services

Sebu International Services travel touism tour
(1)

06/12/2023
আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই সুহেব সহিসালামতে লন্ডন পৌঁছেছে।
06/12/2023

আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই সুহেব সহিসালামতে লন্ডন পৌঁছেছে।

আলহামদুলিল্লাহ, মুম্বাই থেকে আমাদের ক্লায়েন্ট হাফিজ মোঃ তখদ্দুস আলী ক্রোয়েশিয়ার(সেনজেনভুক্ত দেশ) ভিসা পেয়েছেন ।
20/10/2023

আলহামদুলিল্লাহ, মুম্বাই থেকে আমাদের ক্লায়েন্ট হাফিজ মোঃ তখদ্দুস আলী ক্রোয়েশিয়ার(সেনজেনভুক্ত দেশ) ভিসা পেয়েছেন ।

প্রিয় ভাতিজা পাবেল লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে, সবাই দোয়া করবেন।
04/10/2023

প্রিয় ভাতিজা পাবেল লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে, সবাই দোয়া করবেন।

🇮🇹ইতালির ২০২৪ সালের স্পন্সর ভিসার আবেদনের সম্ভাব্য তারিখ ও কাজের ক্ষেত্র :- 🇮🇹অ-মৌসুমী বা স্থায়ী স্পন্সরের আবেদন  জমা ৭ ...
25/09/2023

🇮🇹ইতালির ২০২৪ সালের স্পন্সর ভিসার আবেদনের সম্ভাব্য তারিখ ও কাজের ক্ষেত্র :-

🇮🇹অ-মৌসুমী বা স্থায়ী স্পন্সরের আবেদন জমা ৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে-
মোট ৫২,৭৭০ টি স্থায়ী স্পন্সর ভিসা-
কাজের ক্ষেত্র:
🇮🇹তৃতীয় পক্ষের জন্য পণ্য পরিবহন,
🇮🇹ভবন নির্মাণ,
🇮🇹পর্যটক-হোটেল,
🇮🇹মেকানিক্স,
🇮🇹টেলিযোগাযোগ,
🇮🇹খাদ্য,
🇮🇹জাহাজ নির্মাণ,
🇮🇹বাস যাত্রী পরিবহন,
🇮🇹মাছ ধরা,
🇮🇹চুলের স্টাইলিস্ট,
🇮🇹ইলেকট্রিশিয়ান,
🇮🇹প্লাম্বার।
------------
🇮🇹🤝🇧🇩কৃষি বা মৌসুমী স্পন্সরের আবেদন পত্র জমা ১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে।
মোট ৮২,৫৫০ টি কৃষি স্পন্সর ভিসা!
কৃষি বা মৌসুমী কাজের ক্ষেত্রগুলো হলো-
পর্যটন, হোটেল ও কৃষি।
🇮🇹 আগামী দিনে ইতালিতে আসার জন্য যারা কাগজ জমা দিবেন তাদের জন্য শুভকামনা ও অভিনন্দন!

যারা ভ্রমণ ভিসায়:১/ কানাডা আসার স্বপ্ন দেখছেন২/ যারা কানাডায় আসার প্রসেসিং-এ আছেন৩/ যারা কানাডার ভ্রমণ/ভিজিট ভিসা পেয়ে গ...
20/09/2023

যারা ভ্রমণ ভিসায়:
১/ কানাডা আসার স্বপ্ন দেখছেন
২/ যারা কানাডায় আসার প্রসেসিং-এ আছেন
৩/ যারা কানাডার ভ্রমণ/ভিজিট ভিসা পেয়ে গেছেন এবং এক্ষুনি কানাডায় ফ্লাই করবেন তারা এই লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন!

১/ যারা ভিজিট ভিসায় কানাডায় আসার স্বপ্ন দেখছেন: আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে যে পেশায়ই নিয়োজিত আছেন অথবা যে যা করে জীবিকা নির্বাহ করছেন তার সব কাগজপত্র আগে থেকে সংরক্ষণ করা শুরু করুন।

আপনি চাকুরি করলে চাকুরি, ব্যবসা করলে ব্যবসা ও ব্যবসার বিভিন্ন সার্টিফিকেট ও লাইসেন্স ও ব্যবসায়িক আয় ব্যয়ের যাবতীয় নথি/ চাকুরি ও চাকুরির বেতন সংশ্লিষ্ট ডকুমেন্ট সংরক্ষণ করুন।

এছাড়া কেউ যদি চাকুরি অথবা ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন তাহলে সেগুলো সংশ্লিষ্ট কাগজপত্র ও বিভিন্ন ইমেজ সম্বলিত ফটো একটি ফাইলে সংরক্ষণ করুন।

এছাড়া এসব পেশা সংক্রান্ত একটি ব্যাংকিং হিসাব অপেন করে সেখানে আপনার পেশা সংক্রান্ত যাবতীয় আয় ব্যয়ের লেনদেন রেকর্ডেড রাখুন।

এগুলোর পাশাপাশি আপনি ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরষ্ক এবং মিশরের মত দেশ যারা অনায়াসে ভ্রমণ ভিসা ইস্যু করে এইসব দেশে সুযোগ পেলে একদুই সপ্তাহ ঘুরে আসুন।

কোন দেশে ভ্রমণে গেলে সে দেশগুলোর ঐতিহাসিক স্থানে গিয়ে সুন্দর কিছু ক্লিয়ার ইমেজের স্টিল ফটো তুলে রাখুন এবং সেগুলো প্রিন্ট করে একটি এলবামে সংরক্ষণ করুন।

কোন দেশে বেড়াতে গেলে সে দেশের এয়ার টিকিটগুলোও একটি ফাইলে সংরক্ষণ করুন।

এরপর সময় ও সুযোগের অপেক্ষায় থাকুন। মাঝেমাঝে ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার দেশগুলো বাংলাদেশীদের যখন গণহারে ভিজিট ভিসা ইস্যু করে তখন আপনি স্বউদ্যোগে এইসব ডকুমেন্ট সাবমিট করে ঐসব দেশগুলোর ভিজিট ভিসার জন্য এপ্লিকেশন জমা দিন। দেখবেন এক দেশের ভিসা না হলে আপনার অন্য দেশের ভিসা হয়ে গেছে।

২/ যারা কানাডার ভিজিট ভিসা পেয়ে গেছেন: তাদের জানার জন্য জরুরী বিষয় হলো, আপনারা যদি কোন এজেন্সির সাহায্য ছাড়া নিজে নিজে স্বউদ্যোগে কানাডিয়ান অ্যাম্বেসি থেকে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে কানাডায় ঢুকতে আপনাদের কোন সমস্যা নেই। আপনারা ১০০% নিরাপদে কানাডায় প্রবেশ করতে পারবেন। এখানে উদ্বিগ্ন হবার কোন কারন নেই।

তবে আপনি যদি হোটেল বুকিং দেখিয়ে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে হোটেল বুকিং এর ডকুমেন্টটি কানাডায় প্রবেশের সময় সাথে রাখুন। ইমিগ্রেশন অফিসার যদি জানতে চায় আপনি কোথায় উঠবেন? তখন হোটেলের নাম এবং ঠিকানা বলুন। যদি ডকুমেন্ট দেখতে চায় তাহলে হোটেল বুকিং এর কাগজপত্র দেখান। ব্যস, কোন সমস্যা হবে না।

যদি আপনি কারো ইনভাইটেশন লেটার সাবমিট করে ভিজিট ভিসা নিয়ে থাকেন তাহলে সেই ইনভাইটেশন দাতাকে আপনার কানাডায় এন্ট্রির তারিখ ও সময় জানিয়ে রাখুন। এরাইভ্যাল এয়ারপোর্টটি ইনভাইটেশন দাতার নিকটস্থ হলে খুব ভাল হয়। পারলে বলুন ইনভাইটেশন দাতাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে। এর ফলে আপনাদের কানাডায় প্রবেশে ১০০% কোন জামেলা নেই।

অনেক সময় ইমিগ্রেশন অফিসার জানতে চায় আপনি কোথায় যাবেন? কার কাছে উঠবেন? যার কাছে যাবেন সে আপনার কি হয়? এগুলো প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন অফিসারের জানার আবশ্যিক বিষয়।

এরাইভ্যাল এয়ারপোর্ট এ আপনি কোথায় উঠবেন এবং কার কাছে উঠবেন এরকম একটি ঠিকানা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আপনার অবশ্য উল্লেখ করতে হয়। তখন কথা প্রসংগে ইমিগ্রেশন অফিসার মাঝেমধ্যে ইনভাইটেশন দাতার নাম এবং ঠিকানা জানতে চায়। সুন্দর ভাবে কথা বললে কিছুই হয় না। নতুবা এখানে ইনভাইটেশন ফেইক হলে অথবা দালাল ধরে ভিসা পেলে অনেককে বিপদে পড়তে হয়।

৩/ যারা কানাডার ভিজিট ভিসা প্রসেসিং এ আছেন: আপনাদের জানার বিষয় হলো, আপনি যদি স্বউদ্যোগে ভিজিট ভিসা নেওয়ার প্রসেসিং করে থাকেন তাহলে ভাল কথা।

যদি আপনি কোন এজেন্সি অথবা দালাল ধরে কন্ট্রাকে ভিজিট ভিসা নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি ওদের কাছ থেকে নিম্নোল্লিখিত বিষয়গুলো অবশ্যই জেনে নিবেন নতুবা কানাডায় প্রবেশে আপনি এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে বিপদে পড়বেন।

আর যদি কোন জামেলা ছাড়া ইমিগ্রেশন অতিক্রম করে কানাডায় প্রবেশ করেও থাকেন তাহলে পরবর্তীতে সেটলমেন্ট জাতীয় কিছু করতে গেলে বিপদে পড়বেন। কারন বাংলাদেশ থেকে কি ইনফর্মেশন সাবমিট করে ভিসা নিয়েছেন অর্থাৎ ভিসা পাবার ব্যাকগ্রাউন্ডের বিষয়টি এখানে আপনার পরবর্তীতে অবশ্যই দরকার পড়বে।

আমি আবারও বলছি, আপনার ভিজিট ভিসা কি ব্যাকগ্রাউন্ড দেখিয়ে প্রসেসিং করা হয়েছে অথবা ভিসা নেওয়া হয়েছে সেগুলোর ১০০% কাগজপত্র এজেন্সি থেকে আপনি জেনে নিবেন। এজেন্সিকে বলবেন যদি কারো ইনভাইটেশন সাবমিট করে ভিসা নিয়ে থাকে তাহলে ইনভাইটেশন দাতার নাম, ঠিকানা আপনাকে দিতে এবং সেগুলো মুখস্থ করে আসবেন। পারলে ইনভাইটেশন দাতার একটি চিঠি সঙ্গে নিয়ে আসবেন।

যদি ব্যবসা দেখিয়ে ভিসা নেন তাহলে সেই ব্যবসা কোথায় দেখিয়েছে? কি ব্যবসা দেখিয়েছে? কতটাকা লেনদেন দেখিয়েছে? ব্যবসার ধরন ও স্থায়িত্বকাল এগুলো পুরোপুরি জেনে আসবেন। এগুলো কানাডা ইমিগ্রেশনে দরকার পড়তে পারে অথবা পরবর্তীতে আপনার দরকার লাগবে। আজ এতটুকু। সবাই ভাল থাকবেন।
Mohammed Shaikul Islam
CANADA

20/09/2023

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিট✅ ডকুমেন্ট যা যা লাগবে-☑️ অরিজিনাল পাসপোর্ট ☑️ ০৮ কপি ছবি ৩৫×৪৫সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল...
11/09/2023

🇱🇹লিথুনিয়া ওয়ার্ক পারমিট

✅ ডকুমেন্ট যা যা লাগবে-
☑️ অরিজিনাল পাসপোর্ট
☑️ ০৮ কপি ছবি ৩৫×৪৫
সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড, ল্যাব প্রিন্ট)
☑️ এন আইডি কার্ডের স্ক্যান কপি।
☑️এডুকেশন সার্টিফিকেট(যদি থাকে)
💥পুলিশ ক্লিয়ারেন্স(৬ মাস মেয়াদ)

✨প্রসেস টাইম ৪ মাস
💥৪৮ দিনে ওয়ার্ক পারমিট
💥এম্বাসি ফেইস ইন্ডিয়া

* ভিসা সংক্রান্ত কোন তথ্য জানতে হলে কারো রেফারেন্স নিয়ে সরাসরি অফিসে আসবেন। ফোনে কোন তথ্য দেওয়া হয় না।*

তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট (২য় তলা)
সোবহানীঘাট, সিলেট

10/09/2023

Visit visa
UK 🇬🇧
Canada 🇨🇦
Australia 🇦🇺

*ভিজিট ভিসা সংক্রান্ত কোন তথ্য জানতে হলে কারো রেফারেন্স নিয়ে সরাসরি অফিসে আসবেন। ফোনে কোন তথ্য দেওয়া হয় না।*

তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট (২য় তলা)
সোবহানীঘাট, সিলেট
অফিস টাইম:(সকাল ১১টা থেকে বিকাল ৪টা)

ক্রোয়েশিয়া ওয়ার্ক পার্মিটঃ # ওয়ার্ক পার্মিট এর জন্য সময় (৫) মাস।  # ইন্ডিয়া যেতে হবে নিজ খরচে এবং ইন্ডিয়ার ভিসা নিজ খরচে...
31/08/2023

ক্রোয়েশিয়া ওয়ার্ক পার্মিটঃ
# ওয়ার্ক পার্মিট এর জন্য সময় (৫) মাস।
# ইন্ডিয়া যেতে হবে নিজ খরচে এবং ইন্ডিয়ার ভিসা নিজ খরচে লাগাতে হবে।
:- আমরা আপনাকে যা দিবো:-
ওয়ার্ক পারমিট
এয়ার টিকেট

🎻ডকুমেন্টস যা প্রয়োজনঃ-
# পাসপোর্ট অরিজিনাল
# পুলিশ ক্লিয়ারেন্স
# ফটো

যোগাযোগ : তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট(২য় তলা),সোবহানীঘাট,সিলেট
বিঃ দ্রঃ ফোন এ কোন তথ্যে দেওয়া সম্ভব না, দয়া করে সরাসরি অফিসে আসুন, ।

Dubai ✈️
27/08/2023

Dubai ✈️

London ✈️
27/08/2023

London ✈️

20/08/2023

Portugal 🇵🇹
Croatia 🇭🇷
Serbia 🇷🇸
Construction/Agriculture

Limited file

*ইউরোপের ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোন তথ্য জানতে হলে কারো রেফারেন্স নিয়ে সরাসরি অফিসে আসবেন। ফোনে কোন তথ্য দেওয়া হয় না।*

তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট (২য় তলা)
সোবহানীঘাট, সিলেট

15/08/2023

ইউরোপের ভিসা প্রত্যাশীদের বলছি, সফলতা যাদের দেখেছেন তাদের পিছনে লেগে থাকেন। কষ্ট করে একবার ভিসা টা হয়ে গেলে, জীবনে অনেক পরিবর্তন আসবে। যারা ইতিপূর্বে গেছে তাদের অবস্থা দেখুন। সুতরাং ইউরোপের ভিসা হাট-বাজারের পন্য কিনার মত সহজ কিছু না। এটার মূল্য বুঝতে হবে।

আর যাদের যথেষ্ট ধৈর্য আছে শুধুমাত্র তারাই ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসার জন্য চেষ্টা করবেন। অধৈর্য হলে প্রতারিত হবেন কিন্তু ইউরোপ যেতে পারবেন না। কারন ইউরোপের নিয়ম-কানুন ও প্রসেসিং এর ১০০% নির্দিষ্ট কোন সময় কেউ বলতে পারবেনা। একেক স্টেটে একেক সময়ে কাজ হয়। তখন কাউকে কিছু বলে লাভ নেই, কারন কাজ কাজের গতিতেই হবে, আপনার গতিতে না।

অনেকেই ইউরোপের জন্য ফাইল জমা দিয়েই কাজ-কর্ম সব বন্ধ করে লাগেজ কিনার জন্য রেডি হয়ে যান। কেন রে ভাই? ভিসা কি হাতে পেয়েছেন?
যতদিন দেশে থাকবেন ততদিন ইনকামের কোন পথ বন্ধ রাখবেন না। তবে বুঝে-শুনে প্রস্তুতি নিয়ে রাখলে ভালো।

কোন এজেন্ট / এজেন্সি চাইলেই আপনাকে ইউরোপ পাঠিয়ে দিতে পারবে না এটা মাথায় রাখবেন। সবাইকে একটা প্রসেসিং এর ভিতরে থেকেই কাজ করতে হয়। নিজে বুঝার চেষ্টা করবেন কিভাবে প্রসেস হয়, তাহলে চিন্তা মুক্ত থাকতে পারবেন।

যারা আপনাদের ভুল-বাল বুঝিয়ে দুই থেকে তিন মাসের ভিতরে ইউরোপের ভিসা করিয়ে দেবে বলে , তাদের মিষ্টি কথা থেকে নিজেকে দূরে রাখুন। যদি এত সহজ হত ইউরোপের ভিসা তাহলে মানুষ বছরের পর বছর ইউরোপের একটা ভিসার জন্য ঘুরতে ঘুরতে নিজের পায়ের জুতা ক্ষয় করতেন না। ক্ষতি হলে নিজেরই হবে ভাই। তাই বুঝে শুনে নিজের ফাইল দিবেন। আমি আপনাদের সারাদিন বুঝাতে পারবো দুই-তিন মাসে ইউরোপের ভিসা হয় না। তারপরও আপনারা যারা লোভে পড়ে নিজের ও নিজের পরিবারের ক্ষতি করবেন এটা আপনাদের ইচ্ছা।

আর রিক্রুটিং এজেন্সি মানেই ভিসার নিশ্চয়তা নয়- যোগ্য এবং সঠিক লোক খুঁজে বের করুন।
সফলদের লাইনে চেষ্টা করে দেখুন- সফলতা আসবেই।
Collected

15/08/2023

আলহামদুলিল্লাহ,
আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
যারা 🇵🇱 POLAND এর জন্য জমা দিয়েছিলেন, পার্মিট এসে পৌছেছে ।
Rejaul Karim Sarkar
Muhammed Anwar hussain
Ruman Ahmed
MD ABDUL KADIR
ABUL KALAM
AKTHER HOSSAIN
SUJON UDDIN KHAN
MAHFUZ AHMED NOBEL
ANOY ROY
NIAMUL KARIM
SAFAN MIA
DULAL MIAH
MD. YASINUR RAHMAN
MARAJUL ISLAM
MD MISBAH UDDIN
MOHAMMED JEWEL AHMED
MD MASUM MIAH

*যে কোন দেশের ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোন তথ্য জানতে হলে সরাসরি অফিসে আসবেন। ফোনে কোন তথ্য দেওয়া হয় না।*

তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট (২য় তলা)
সোবহানীঘাট, সিলেট

15/08/2023

আলহামদুলিল্লাহ,
আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
🇵🇹 পর্তুগাল ওয়ার্ক পার্মিট (D1) যাদের এসেছে।
HABIBUR RAHMAN
MD SUMON AHMAD
SHAHJAD MIAH
SUKANTA DEBNATH
JAKER AHMED
ABIDUR RAHMAN
MD ANIS AHMED
KAMAL AHMED

*যে কোন দেশের ওয়ার্ক পারমিট সংক্রান্ত কোন তথ্য জানতে হলে সরাসরি অফিসে আসবেন। ফোনে কোন তথ্য দেওয়া হয় না।*

তামামাহ্ ওভারসীজ
হাজী নওয়াব আলী মার্কেট (২য় তলা)
সোবহানীঘাট, সিলেট

Send a message to learn more

Address

Hazi Nowab Ali Market, Subhanighat
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

01717023491

Alerts

Be the first to know and let us send you an email when Sebu International Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sebu International Services:

Videos

Share

Nearby travel agencies


Other Sylhet travel agencies

Show All