Abdul Ahad-উহাদ

Abdul Ahad-উহাদ -We are different from general tourists.

-We don’t like planning a trip in advance.

-We like to

13/11/2023

I gained 524 followers, created 53 posts and received 3,617 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লোহি ওয়াবারাকাতুহ।সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা ভালো আছেন। বিগত ১/২ মাস ...
09/04/2023

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লোহি ওয়াবারাকাতুহ।সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা ভালো আছেন। বিগত ১/২ মাস যাবৎ ফেসবুকে তেমন কোনো ভিডিও আপলোড করা হয়নি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগামী ৩/৪ মাসও নতুন করে কোনো ভিডিও আসবে না পেইজে। একটু ব্যস্ততার মাঝেই দিন কাটাচ্ছি। ইনশাআল্লাহ আগস্টের ১ তারিখ থেকে পুরো দমে আবার নতুন করে ভিডিও আপলোড করবো। সেই সাথে থাকবে নিত্য নতুন ভ্রমন সম্পর্কিত তথ্য। আপনারা সবাই পেইজের সাথেই থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাথে অগ্রিম ঈদ মোবারক। 🥰🥰🥰🥰

14/03/2023

মিল্লি বা ম্যান্দা ভাতঃ-
মিল্লি জামালপুরকে বিশিষ্ট করেছে। নাম শুনে যারা বুঝতে পারছেন না মিল্লি কী, তাদের বলি, এটা হলো জামালপুর জেলার শত বছরের ঐতিহ্যবাহী খাবার। এই এলাকার সবচেয়ে সুস্বাদু আর জনপ্রিয় খাবারের নামই মিল্লি। মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু, খাসি অথবা মহিষের মাংস, চালের গুঁড়া, আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরাসহ নানা প্রকার মসলা।
মিল্লি তৈরির ক্ষেত্রে মাংস নির্বাচন গুরুত্বপূর্ণ। মিল্লি’র জন্য মাংস বড় করে কাটতে হবে। মাংসের সঙ্গে চর্বি ও হাড় অবশ্যই থাকতে হবে। সাথে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া খাবারটাকে ঘন করে। এতে ভিন্ন স্বাদ পাওয়া যায়। মিল্লি প্রায় তৈরি হয়ে গেলে রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে যে বাগাড় দেওয়া হয়, তাতেই পূর্ণতা পায় মিল্লি’র স্বাদ।
মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয়। কারও মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এ খাবার পরিবেশন করা হয়। অনেকে আবার এটাকে ম্যান্দা বা মিলানি নামেও ডাকেন। কেউ ডাকেন পিঠালি নামে। যে নামেই ডাকা হোক, এ খাবার জামালপুরবাসীর প্রিয়। খেলেই শুধু বোঝা যায়, কেন এই মিল্লির নাম শুনলে জিবে পানি চলে আসে। মিল্লি দেখতে অনেকটা হালিমের মতো। তবে খেতে অন্য রকম। অনেক সুস্বাদু।একবার যে মিল্লি খেয়েছেন, তাদের পক্ষে এর স্বাদ ভোলা কষ্টকর।

দামঃ-এর মূল্য হলো ১০০ টাকা করে প্লেট। এর মধ্যে থাকবে এক প্লেট ভাত, এক বাটি মিল্লি বা ম্যান্দা। সাথে সালাদ।

ঐতিহ্যবাহী জমিদার বাড়ি  ধনবাড়ীঃ--ধনবাড়ী জমিদার বাড়িটি টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত বলে এর নাম ধনবাড়ী জমিদার বাড়ি। খান বাহ...
06/03/2023

ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ধনবাড়ীঃ--
ধনবাড়ী জমিদার বাড়িটি টাঙ্গাইলের ধনবাড়ীতে অবস্থিত বলে এর নাম ধনবাড়ী জমিদার বাড়ি। খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর (১৮৬৩-১৯২৯) যিনি ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী। তাঁরই অমর কৃর্তি ধনবাড়ী জমিদার বাড়ি বা নওয়াব প্যালেস~~~♥♥

(ব্যাক্তিগত মতামত)~~~
বলতে গেলে এক কথায় অসাধারণ একটা জমিদার বাড়ি। তবে একটা বিষয় ভালো লাগেনি প্রবেশ ফ্রি ১০০ টাকা করে। যেটা মোটেও কাম্য নয়। সর্বোচ্চ ২০ বা ৫০ টাকা হলে ঠিক ছিলো।

লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কঃ-জামালপুর জেলা সদরের বেলটিয়ায় নিরিবিলি পরিবেশে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village...
05/03/2023

লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কঃ-
জামালপুর জেলা সদরের বেলটিয়ায় নিরিবিলি পরিবেশে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort and Park) গড়ে তোলা হয়েছে। ২০১৬ সালে প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত এই পার্কটি ইতিমধ্যেই ময়মনসিংহ বিভাগের মধ্যে সর্বাধুনিক বিনোদন কেন্দ্র হিসাবে সারাদেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে ওয়ান্ডার হুইল, বাম্পার কার, সুইং চেয়ার, মেরী গো রাউন্ড, মিনি ট্রেন, কফি কাপ এবং বোট রাইডিংসহ সর্বমোট ১৪ টি দেশি বিদেশি রাইড রয়েছে।

সময়সূচী ও প্রবেশ টিকেটের মূল্যঃ-
লুইস ভিলেজ রিসোর্ট এ্যান্ড পার্কে প্রবেশ করতে ১০০ টাকা দিয়ে প্রবেশ টিকেট সংগ্রহ করতে হয়। পার্কটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে~~~~♥♥

বিঃদ্রঃ ব্যাক্তিগত অবিজ্ঞতা বলতে গেলে খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না,মোটামুটি। তবে কারোর যদি রাইডে উঠার ইচ্ছে থাকে তাহলে টিকিট কাটার সময় একটা প্যাকেজ পাওয়া যায়।যার মধ্যে ৫ টি রাইড সহ এন্টি ফ্রি সব মিলিয়ে ৫০০ টাকা। তাতে এন্টি ফ্রি টা বোনাস হিসেবে হয়ে যায়। কারণ ভিতরের প্রত্যেকটা রাইডের মূল্য ১০০ টাকা করে। ধন্যবাদ সবাইকে.... 🥰🥰🥰🥰

খুব শীঘ্রই পার্কের ভিডিওগুলো ছোট ছোট রিল আকারে পেইজে দিয়ে দিবো.....ধন্যবাদ সবাইকে পেইজে ফলো দিয়ে সাথে থাকার জন্য। 🥰🥰🥰

জামালপুর মডেল মসজিদ। পূর্বে নাম ছিলো কাচারী শাহী জামে মসজিদ।
04/03/2023

জামালপুর মডেল মসজিদ। পূর্বে নাম ছিলো কাচারী শাহী জামে মসজিদ।

এবারের গন্তব্য ছিলো আনারসের রাজ্য টাংগাইল জেলার মধুপুর থানা..... 🥰🥰🥰
03/03/2023

এবারের গন্তব্য ছিলো আনারসের রাজ্য টাংগাইল জেলার মধুপুর থানা..... 🥰🥰🥰

আমিও গিয়েছিলাম বই মেলায়....🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
12/02/2023

আমিও গিয়েছিলাম বই মেলায়....🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো...
11/02/2023

১২০ বছর আগে, খাজা সলিমুল্লাহ ১ লক্ষ ১২ হাজার টাকা দান করেছিলেন বুয়েটের (BUET) জন‍্য। তখন সেটার নাম বুয়েট ছিলো না। ছিলো ঢাকা সার্ভে স্কুল। সেটাকে তিনি রূপ দিলেন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে। (খাজা সলিমুল্লাহার বাবার নাম ছিলো আহসানউল্লাহ)

আজ থেকে ১২০ বছর আগে, ১ টাকার মূল‍্য কতো ছিলো ভাবতে পারেন? —আজকের দিনের আনুমানিক কয়েকশ টাকা।১৯০৮ সালে পূর্ব বাংলার প্রাদেশিক সভায় বিনা বেতনে বাধ‍্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি তুলেন তিনি। —চিন্তা করা যায়!পূর্ব বাংলায় কোন ইউনিভার্সিটি নেই। সলিমুল্লাহ সেটা মানতে পারলেন না। কি করা যায়, সে নিয়ে ভাবতে থাকলেন। ১৯১২ সালের ২৯ জানুয়ারি, তখনকার ভাইস রয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আসেন। হার্ডিঞ্জের সামনে দাবি নিয়ে দাঁড়ানোর মতো সাহস পূর্ব বাংলায় যদি কারো থাকে, সেটা একমাত্র সলিমুল্লাহর। তার বয়স তখন চল্লিশ বছর। সে সময়ের ১৯ জন প্রখ‍্যাত মুসলিম লিডার নিয়ে তিনি হার্ডিঞ্জের সাথে দেখা করেন। বিশ্ববিদ‍্যালয়ের দাবি তুলেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠার অন‍্যতম অগ্রদূত তিনি।সলিমুল্লাহ ছিলেন আদ‍্যোপান্ত শিক্ষানুরাগী। পূর্ব বাংলায় শিক্ষার বিস্তারের জন‍্য, পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠিকে শিক্ষিত করার লক্ষ‍্যে তিনি বহু বৃত্তি, বহু প্রকল্প চালু করেন। ঢাকা বিশ্ববিদ‍্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা এবং ঢাকা সার্ভে স্কুলকে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুলে রূপ দেয়া ছিলো তার সবচেয়ে উল্লেখযোগ‍্য অবদান।শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, তাহলে পূর্ব বাংলার সেই মেরুদণ্ড তৈরিতে সলিমুল্লাহর চেয়ে বড়ো ভূমিকা সম্ভবত বিংশ শতকে খুব বেশি কেউ রাখেনি। মাত্র ৪৪ বছর বয়সে তিনি মারা যান। আরো কিছুদিন বেঁচে থাকলে হয়তো পূর্ব বাংলার শিক্ষার জন‍্য আরো বহুকিছু করে যেতেন।

(কপি)

শুক্রবার বলে কথা, পান্জাবি পরে ছবি না তুললে কি হয়...😁😁😁জুম্মা মোবারক... 🥰🥰লোকেশনঃ নিজ শহর টাংগাইল..♦♦
13/01/2023

শুক্রবার বলে কথা, পান্জাবি পরে ছবি না তুললে কি
হয়...😁😁😁
জুম্মা মোবারক... 🥰🥰
লোকেশনঃ নিজ শহর টাংগাইল..♦♦

আমিও চলে আসলাম সরিষা ফুল দেখতে... 😁😁😁
24/12/2022

আমিও চলে আসলাম সরিষা ফুল দেখতে... 😁😁😁

19/12/2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বেলার কিছু ছবি.... 🥰🥰🥰
Bangabandhu Military Museum

18/12/2022

তৎকালীন মিলিটারিদের ব্যবহৃত টেলিফোন ও মিউজিয়ামের ভিতরের কিছু অংশ....🙂🙂🙂
Bangabandhu Military Museum

TSC, University of Dhaka..🫠🫠প্রত্যেকটা ছবির সাথে ক্যাপশন ভিতরে....🙃🙃
17/12/2022

TSC, University of Dhaka..🫠🫠
প্রত্যেকটা ছবির সাথে ক্যাপশন ভিতরে....🙃🙃

Various archaeological artifacts inside the Bangabandhu Military Museum....😮😮😮
16/12/2022

Various archaeological artifacts inside the Bangabandhu Military Museum....😮😮😮

পুরাতাত্ত্বিক নিদর্শনের দর্শনে একদিন....🥰🥰🥰
15/12/2022

পুরাতাত্ত্বিক নিদর্শনের দর্শনে একদিন....🥰🥰🥰

পানি পুরি,, টাংগাইলে সাধারণত বিক্রি করে না। তো ছায়াআনী পুকুড় পাড়ে এক লোকের ফুসকার দোকানে দেখি বড় করে লেখা এখানে পানি পুর...
02/12/2022

পানি পুরি,, টাংগাইলে সাধারণত বিক্রি করে না। তো ছায়াআনী পুকুড় পাড়ে এক লোকের ফুসকার দোকানে দেখি বড় করে লেখা এখানে পানি পুরি বিক্রি করা হয়,, তো আগ্রহ হয়ে এগিয়ে গিয়ে মামাকে জিজ্ঞাসা করলাম, মামা কতো করে, পরে বলে ২০ টাকা প্লেট । বললাম দেন তাহলে এক প্লেট। বিশ্বাস করেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন পানি পুরি খাওয়ার জন্য, ফুসকার মধ্যে জাস্ট টক পাতলা করে পরিমাণে একটু বেশি দিলো,,হয়ে গেলো পানি পুরি,, নেন খান পানি পুরি। আমিও চুপচাপ হাসতে হাসতে খেয়ে টাকা দিয়ে চলে আসলাম.... 🙂🙂🙂🙂🙂🙂

08/11/2022

টাংগাইল বিমান বন্দরের বর্তমান অবস্থা ও এর উথন পতন।

আগামীকাল সন্ধ্যা ৭ টায় টাংগাইল এয়ারপোর্ট নিয়ে এই পেইজে নতুন এক ভিডিও আসতেছে। দেখতে চোখ রাখুন.. 😊😊😊
07/11/2022

আগামীকাল সন্ধ্যা ৭ টায় টাংগাইল এয়ারপোর্ট নিয়ে এই পেইজে নতুন এক ভিডিও আসতেছে। দেখতে চোখ রাখুন.. 😊😊😊

28/10/2022

বসুন্ধরা থেকে চলে এলাম সংসদ ভবন
এপিসোড : ২
From Bashundhara we went to Sangsad Bhavan. A travelogue.
Episode: 2

ইনশাআল্লাহ,,আগামীকাল সন্ধ্যা ৭ টায় আমাদের এই পেইজে সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের ২য় পর্বের ভিডিও আসছে । দেখতে চোখ রাখুন ...
27/10/2022

ইনশাআল্লাহ,,আগামীকাল সন্ধ্যা ৭ টায় আমাদের এই পেইজে সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের ২য় পর্বের ভিডিও আসছে । দেখতে চোখ রাখুন আমাদের এই পেইজে....
🥰🥰

চমচমের জেলা টাংগাইলের আরেকটি দর্শনীয় স্থান টাংগাইল এয়ারপোর্ট। খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে, দেখতে চোখ রাখুন আমাদের এই পেইজ...
23/10/2022

চমচমের জেলা টাংগাইলের আরেকটি দর্শনীয় স্থান টাংগাইল এয়ারপোর্ট। খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে, দেখতে চোখ রাখুন আমাদের এই পেইজে,, 🥰🥰

18/10/2022

চলে এলাম বসুন্ধরায় ব্লগের জন্য নতুন ফোন কিনতে।
এপিসোড - ১

What did I do when I went to Bashundhara City Shopping Complex ??

14/10/2022

টাংগাইলের পোড়াবাড়ির চমচম বানানোর চিত্র।ইনশাআল্লাহ,, খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে ঐতিহ্যবাহী টাংগাইলের পোড়াবাড়ির চমচম নিয়ে।দেখতে চোখ রাখুন আমাদের এই পেইজে।

11/10/2022

এই প্রথম ক্যামেরার সামনে, তো চলেন বাকিটা ভিডিওতে দেখে নেওয়া যাক ~~
This is the first time in front of the camera, so let's see the rest in the video~~

20/09/2022

পদ্মার বুকে বিলীন হওয়া ইতিহাস।
কন্ঠে : সোয়াদ বোরকান আল গালা।
History that disappears in Padma's bosom.
Vocals: Sowad Borkan Al Gala.

09/09/2022

এবার যাচ্ছি বান্দরবন হয়ে নীলগিরি,,,সাথে থাকছে আদিবাসীদের বাজার ব্যবস্থা ও পাহাড়ি ফলমূল।

03/09/2022

এবারের গন্তব্য চায়ের আড্ডায়,
স্পেশাল মালাই চা।
লোকেশন : চাঙ্গা তান্দুরী চা, টাংগাইল পৌর উদ্যান।
Special Malai Tea.
Location : Changa Tandoori Cha, Tangail Municipal Park.

30/08/2022

এবার বিমানে করে কক্সবাজার থেকে ঢাকা। Cox's Bazar To Dhaka By Air

26/08/2022

কক্সবাজারে সামুদ্রিক জেলে পল্লীর জীবন যাত্রা,, হরেক রকমের শুটকি মাছ সাথে আরো থাকছে রাতের কক্সবাজার। Rural life journey of sea fishermen in Cox's Bazar.

21/08/2022

ওদের সাথে কাটনো সময়টা সত্যিই খুব মজার ছিলো.. 🥰🥰
নীলগিরি, বান্দরবন।

19/08/2022
19/08/2022

Address

Dhaka Tangali
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Ahad-উহাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Ahad-উহাদ:

Videos

Share