29/12/2024
বিধ্বস্ত উড়োজাহাজটির দুজন বাদে সবাই নিহতের আশঙ্কা...😢😢😢
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে আসা উড়োজাহাজটি আজ রোববার স্থানীয় সময় সকাল ৯টার পরপর দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়।
দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির ১৮১ জন আরোহীর মধ্যে দুজন বাদে সবার নিহত হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ জানায়, এরই মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁরা বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা বাদে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়ার মুয়ান প্রদেশে অবস্থিত। এটা রাজধানী সিউল থেকে প্রায় ২৮৮ কিলোমিটার বা ১৭৯ মাইল দক্ষিণ-পশ্চিমে। অগ্নিনির্বাপক বাহিনীর ৩২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তথ্যসূত্র: ইয়নহাপ, সিউল।