Boka kabir

Boka kabir খাই দাই কাজ করি, সময় পাইলে ঘুরাঘুরি

In the parallel universe!≠সমান্তরাল মহাবিশ্বে!
25/12/2023

In the parallel universe!

সমান্তরাল মহাবিশ্বে!

24/12/2023
তুমি ব্যায় কর, হে আদম সন্তান!
22/12/2023

তুমি ব্যায় কর, হে আদম সন্তান!

প্রিয় বোন! আপনার স্বামীকে কখনো অন্য পুরুষের সাথে তুলনা করবেন না।Courtesy : Abdul Malek
21/12/2023

প্রিয় বোন! আপনার স্বামীকে কখনো অন্য পুরুষের সাথে তুলনা করবেন না।
Courtesy : Abdul Malek

অবাধ্য নফস বাধ্য হবে দাফনে।
20/12/2023

অবাধ্য নফস বাধ্য হবে দাফনে।

ঠাঁই হবে ঘনঘোর আঁধারে,,,,🥺
19/12/2023

ঠাঁই হবে ঘনঘোর আঁধারে,,,,🥺

আমাদের বুঝতে দেওয়া হয়না ৷১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাক...
19/12/2023

আমাদের বুঝতে দেওয়া হয়না ৷

১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ১০৮০০০ টাকা (প্রায়)। অর্থাৎ আজকে আপনাকে ১০৮ টি ১০০০ টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত ?
২৬০০০ ÷ ২৬ = ১০০০ টাকা
২৬০০০ ÷ ১০৮ = ২৪০.৭৪ টাকা

অর্থাৎ আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ২৪০.৭৪ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আমি বা আপনিও সেটা ধরে নিই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আমাদের পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে। যা আমাদের বুঝতে দেওয়া হয়না এবং আমরাও বুঝি না।

স্বর্ণ ১ ভরি, ১ ভরিই আছে।
কিন্তু ২৬টা ১০০০ টাকার নোট থেকে বেড়ে ১০৮টা ১০০০ টাকার নোটে পরিণত হয়েছে।

Post: Khair Khaza

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু...
16/12/2023

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেয়াও নেককাজের অন্তর্ভুক্ত।

রেফারেন্সঃ
জামে আত-তিরমিযী, হাদীস ১৯৭০
পেজ - Ikh Las

খাবার
12/12/2023

খাবার

11/12/2023

আবদুর রহমান ইবনে আবু নুম রাহিমাহুল্লাহর মাথায় প্রচুর উকুন ছিলো। উকুনের কারণে তিনি অতিষ্ঠ ছিলেন। উকুন নিধনের জন্য অনেককিছু করলেন, কোনো লাভ হলো না।

একদিন তিনি আল্লাহর কাছে দু’আ করলেন- “হে আল্লাহ! আমার মাথায় অনেক উকুন। উকুন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই।”

আল্লাহ তার দু’আ কবুল করলেন। দু’আ শেষ করতে না করতেই তার মাথা থেকে বলের মতো উকুনগুলো ঝরে পড়লো।

আমরা ছোটোখাটো বিষয়ে কি আল্লাহর কাছে দু’আ করি? মাথায় খুশকি আছে, স্যাম্পু ব্যবহার করে কাজ হচ্ছে না। আল্লাহর কাছে কি দু’আ করি- “আল্লাহ! আমার মাথার খুশকি দূর করে দিন?”

ছোটোখাটো ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই না কেনো? আমাদের কি মনে হয় ছোটোখাটো ব্যাপারে আল্লাহ সাহায্য করেন না? কিংবা এসব ছোটোখাটো ব্যাপারে আল্লাহর কাছে চেয়ে কী হবে?

সালাফগণ ‘ছোটোখাটো’ ব্যাপারেও আল্লাহর কাছে সাহায্যপ্রার্থনা করতেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

“তোমাদের প্রত্যেকেই যেন তার প্রতিটি অভাব পূরণের উদ্দেশ্যে তার রবের নিকটে প্রার্থনা করে, এমনকি তার জুতার ফিতা ছিঁড়ে গেলে তাও যেন তাঁর নিকটে চায়।”
[জামে আত-তিরমিজি: ৩৬০৪]

©আরিফুল ইসলাম।
Abdul Hi Muhammad Saifullah

11/12/2023

❝ক'বর যত পুরাতন হবে,
প্রিয়জনরা জিয়ারত
ততো কমিয়ে দিবে !❞
তাই পরের দখলকৃত সম্পদ ফিরিয়ে দিন..

“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তু...
10/12/2023

“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”

— আবু দারদা (রাদ্বি.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়🤍"🌸 সুবহা...
07/12/2023

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়🤍"
🌸 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী🌸
তিরমিযি- ২৩৯৮

07/12/2023

যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে,
তার মত ন্যায় বিচারক আর নেই।

-হযরত আলী রা.

এই হিসাব কিভাবে দিবো আল্লাহ ৷🎬একবার এক ভুড়িওয়ালা লোককে দেখে উমার(রা) তার ভুড়ির দিকে ইংগিত করে জিজ্ঞেস করলেন-- এটা কি?লোক...
29/11/2023

এই হিসাব কিভাবে দিবো আল্লাহ ৷

🎬একবার এক ভুড়িওয়ালা লোককে দেখে উমার(রা) তার ভুড়ির দিকে ইংগিত করে জিজ্ঞেস করলেন-
- এটা কি?
লোকটা সন্তুষ্টচিত্তে উত্তর দিলো
- এটা আল্লাহর কৃপা
🎬উমর(রা) বললেন
- কখনোই না,বরং এটা আল্লাহর শাস্তি। একজন মুসলমানের পেট কখনো এমন হতে পারেনা।(অর্থাৎ এত বেশি খাইদাই করা যে ভুড়ি বড় হয়ে যায়,এইটা মুসলিমদের কাজ না)
>>উমার ইবনুল খাত্তাব by আলী সাল্লাবি;১/২১৯
🎬আব্দুল্লাহ ইবনে উমর(রা) বলেন- ইসলাম গ্রহণ করার পর থেকে কখনো তৃপ্তি ভরে আহার করিনি( হুলিয়্যাতুল আউলিয়াঃ১/২৯৯)
🎬সাহাবাদের সামনে ভাল খাবার আসলে তারা কোরানের একটি আয়াত স্বরন করে কেদে দিতেন। সেই আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ একদল জাহান্নামিকে উদ্দেশ্য করে সেদিন বলবেন-
🎬"তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সুখ-সম্ভার নিয়ে গেছ এবং সেগুলো উপভোগও করেছ। সুতরাং আজ তোমাদেরকে দেয়া হবে অবমাননাকর শাস্তি..(সুরা আহকাফ-২০)
আফসোস!! আজ আমরা ভাল খাবার না পেলে কাঁদি!

❝জ্ঞান অর্জনের পূর্বশর্ত হলো চোখের হিফাযত করা❞। 🌸Courtesy : Nusrat's Diary
28/11/2023

❝জ্ঞান অর্জনের পূর্বশর্ত হলো চোখের হিফাযত করা❞। 🌸

Courtesy : Nusrat's Diary

তাইতো কই গেলো?¿
27/11/2023

তাইতো কই গেলো?¿

আমাদের সবারই এইরকম একটা বন্ধু দরকারCittro - চিত্র
25/11/2023

আমাদের সবারই এইরকম
একটা বন্ধু দরকার
Cittro - চিত্র

আহ! কত না বোকাই আমরা...
24/11/2023

আহ! কত না বোকাই আমরা...

যারা স্ত্রীর প্রতি ইনসাফ করে ,সমাজ যাদেরকে বউ পাগল বলে,আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি।-সংগৃহীত
20/11/2023

যারা স্ত্রীর প্রতি ইনসাফ করে ,সমাজ যাদেরকে বউ পাগল বলে,
আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি।
-সংগৃহীত

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না...
19/11/2023

তোমরা সত্যকে মিথ্যার
সাথে মিশিয়ে দিও না...

কেউই নিজ আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমত ও দয়া ব্যতীত।বুখারী শরীফ:৫৬৭৩
18/11/2023

কেউই নিজ আমল দ্বারা জান্নাতে প্রবেশ
করতে পারবে না, আল্লাহর রহমত ও দয়া ব্যতীত।

বুখারী শরীফ:৫৬৭৩

DeepMay Allah help us to leave bad thing.গভীরআল্লাহ আমাদের খারাপ কাজ ত্যাগ করার তৌফিক দান করুন।
17/11/2023

Deep
May Allah help us to leave bad thing.

গভীর
আল্লাহ আমাদের খারাপ কাজ ত্যাগ করার তৌফিক দান করুন।

গীবত করা যেমন কবিরা গুনাহ্, তেমনি খুশি মনে পরনিন্দা শোনাও গুনাহ্। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তিই উপস্থিত ...
16/11/2023

গীবত করা যেমন কবিরা গুনাহ্, তেমনি খুশি মনে পরনিন্দা শোনাও গুনাহ্। যে মজলিসে কারো গীবত করা হয় সেখানে যে ব্যক্তিই উপস্থিত থাকুক তাকে তা নিষেধ করা ওয়াজিব। যে ভাইয়ের গীবত করা হয় তার পক্ষ নিয়ে সাধ্যমত তাকে সহযোগিতা করাও আবশ্যক। সম্ভব হলে ঐ মজলিসেই গীবতের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ।🤲🏻

Student of Learn Halal Design

ইয়া রব! আপনি আমাদের সঠিক প্রদর্শন করুন।Ilm BD
14/11/2023

ইয়া রব! আপনি আমাদের সঠিক প্রদর্শন করুন।
Ilm BD

পুরুষ কখনো সফল হতে চায় তার মা-বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের...
14/11/2023

পুরুষ কখনো সফল হতে চায় তার মা-বাবার জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন সে নিজের জন্য বাঁচতে চায়, তখন হয়ত আর সময়ই থাকে না। পুরুষ বাঁচেই অন্যের জন্য ! অন্যের হাসিতে নিজের আনন্দ খোঁজতে। প্রিয়জনদের আগলে রাখতে!!

জীবন হোক সুন্নাহময়।
14/11/2023

জীবন হোক সুন্নাহময়।

সত্যি তাই ....
13/11/2023

সত্যি তাই ....

যৌবন,        যৌবন এমন একটি সময়,   ইনকাম না করলে পৃথিবী হারাবেন,         আর, ইবাদত না করলে,                জান্নাত হারাব...
12/11/2023

যৌবন,
যৌবন এমন একটি সময়,
ইনকাম না করলে পৃথিবী হারাবেন,

আর, ইবাদত না করলে,
জান্নাত হারাবেন

সারাদিন আল্লাহর নাফরমানিতে সেই চোখ আজ মরুভূমি!
11/11/2023

সারাদিন আল্লাহর নাফরমানিতে সেই চোখ আজ মরুভূমি!

Follow The Right Way.
09/11/2023

Follow The Right Way.

ধর্মের নামে ব্যাবসা। উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমরা ছিলাম অপমানিত জাতি। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত ক...
08/11/2023

ধর্মের নামে ব্যাবসা।

উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, “আমরা ছিলাম অপমানিত জাতি। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। সুতরাং আমরা যা দিয়ে সম্মানিত হয়েছি তা ব্যতীত অন্যত্র যখনই সম্মান খুঁজতে যাব তখনই আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন।”
(হাকিম, ১/১৩০)

সে কি পেয়েছে যে আল্লাহকে হারিয়েছে, আর সে কি হারিয়েছে, যে আল্লাহ'কে পেয়েছে।নিঃসন্দেহে সেই সফল যে আল্লাহ'কে পেয়েছে..❤️
08/11/2023

সে কি পেয়েছে যে আল্লাহকে হারিয়েছে, আর সে কি হারিয়েছে, যে আল্লাহ'কে পেয়েছে।

নিঃসন্দেহে সেই সফল যে আল্লাহ'কে পেয়েছে..❤️

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boka kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boka kabir:

Videos

Share

Category


Other Travel Services in Tangail

Show All