30/10/2022
#মাত্র_২৭৯৯_টাকায়_কক্সবাজার_ভ্রমণ
Adventure tour guide of BTEC এর এবারের আয়োজন মাত্রা ২৭৯৯ টাকার তিন রাত দুই দিন কক্সবাজারে রিলাক্স ট্যুর।
ভ্রমণের তারিখ ২১ নভেম্বর সন্ধ্যা সাতটা
২৪ তারিখ সকালে ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাসে পৌঁছে যাব।
🔈অগ্রিম ১০০০ টাকা দিয়ে সিট বুকিং করুন এখনই। যারা আগে সিট বুকিং করবেন তারা বাসের সামনের দিকের সিট পাবেন
⏺️প্যাকেজে যা যা থাকছে
কক্সবাজার যাওয়া আসার সম্পূর্ণ বাস খরচ
হোটেল খরচ
ইনানী বিচ
কলাতলী বিচ
সুগন্ধা বিচ
লাবণী বিচ
হিমছড়ি
মেরিন ড্রাইভ
টি শার্ট
পাটুয়ারটেক বিচ (সময় সাপেক্ষে)
🚫প্যাকেজে যা যা থাকছে না
কোন প্রকার খাবার খরচ
ব্যক্তিগত কোন খরচ
মেডিকেল খরচ
🔺যারা যেতে পারবেন
যেকোনো বয়সের ছেলে মেয়ে উভয়।
কাপল গ্ৰহনীয় তবে সেক্ষেত্রে হোটেল খরচ বাবদ ১০০০ টাকা অতিরিক্ত যোগ হবে।
🔺হোটেল পলিসি
প্রতি রুমে চারজন করে
যদি রুমে দুজন থাকতে চান সেক্ষেত্রে হোস্টদের আগে থেকে জানাতে হবে এবং বাকি টাকা যুক্ত করতে হবে।
🔶ভ্রমণের বিস্তারিত
২১ তারিখ সন্ধ্যায় আমরা কলেজ ক্যাম্পাস হতে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে উঠবো। পরদিন ২২ তারিখ সকালে আমরা কক্সবাজারে পৌঁছে যাব ইনশাল্লাহ। দশটা এগারোটার মধ্যে সবাইকে হোটেল রুম বুঝিয়ে দেওয়া হবে সবাই ফ্রেশ হয়ে বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। সমুদ্রের নীল জলরাশিতে সবাই একসাথে গোসল করব এবং গ্রুপ ছবি তুলব এরপর দুপুরের খাবার শেষে হোটেলে সাময়িক বিশ্রাম নিবো।
এরপর বিকালে সবাই বেরিয়ে পড়বো অন্য কোন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সেখানে সবাই ঘোরাঘুরি করব ছবি তুলব সন্ধ্যায় সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত উপভোগ করবো এবং গান-বাজনা হবে নিজেদের মধ্যে মজা হবে এরপরে রাতের খাবার খেয়ে দশটার মধ্যে হোটেলে চলে আসব ঘুমানোর উদ্দেশ্যে।
পরদিন ২৩ তারিখ খুব সকালে ঘুম থেকে উঠে বিচে চলে যাবো সূর্যোদয়ের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য। সকালের নাস্তা শেষে সবাই দ্রুত হোটেলে ফিরে আসবো এবং যার যার ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে হোটেল ত্যাগ করব। হোটেল থেকে বের হয়ে আমরা বেরিয়ে পড়বো হিমছড়ি এবং মেরিন ড্রাইভ এর উদ্দেশ্যে।
হিমছড়ি পাহাড় থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করে দ্রুত নেমে আসবো মেরিন ড্রাইভের উদ্দেশ্যে।
আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে পাটোয়ারটেক বিচে গিয়ে সবাই যে যার মত ঘোরাঘুরি করব সন্ধ্যায় আবার একত্রে সবাই বাসে উঠে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হব।
🔸২৪ তারিখ সকালে ক্যাম্পাসে পৌঁছে যাব ইনশাল্লাহ।
📞সিট বুকিং এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন
কাজিম - 0 1752-801739
জোভান -01303232507
🛑** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন। নিজেরা
বাকবিতন্ডতায় জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিজম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা আমরা বিবেচনায় রাখবো।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না । নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
৭- পরিস্থিতি বিবেচনায় আয়োজক কমিটি যেকোনো সময় যেকোনো সিন্ধান্ত নিতে পারে।