Travel of Bangladesh

Travel of Bangladesh Descriptions of different places in Bangladesh can be found on this website. Travel, Historical place of Dhaka, Torist Place

28/10/2024

গুড নাইট, গুড মর্নিং, ফলো দিলে ফলো ব্যাক পাবেন। এগুলো করে কি ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব? মিলিয়ন ভিউ ছাড়া ভিডিও থেকে ইনকাম আসবে না। এরমধ্যে ১০০ ডলার জমা না হইলে ফেসবুক পেমেন্ট দিবে না।

শিক্ষামূলক ভিডিও বানান, ভিডিওর ভিউ এভাবেই বাড়বে সাথে ফলোয়ারও। আমার এক ভিডিওতে ৯.৬ মিলিয়ন ভিউ হয়েছিল,
সেই এক ভিডিওতে ইনকাম হয়েছে ১১৭ ডলার এবং ফলোয়ার বেড়েছে ১৮ হাজার।😮

17/10/2024
ধীরে ধীরে ইন্ডিয়ান কালচারে ‍ঢুকতেছি আমরা, এখন পিছ করা মাছ কিনবো, কয়েকদিন পিছ করা মুরগিও কিনতে হবে।
10/10/2024

ধীরে ধীরে ইন্ডিয়ান কালচারে ‍ঢুকতেছি আমরা, এখন পিছ করা মাছ কিনবো, কয়েকদিন পিছ করা মুরগিও কিনতে হবে।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে...
09/10/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ কোনগুলোবিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো? মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১...
09/10/2024

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ কোনগুলো

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনগুলো? মাথাপিছু জিডিপির (পিপিপি) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা দিয়েছে ফোর্বস ইন্ডিয়া।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলতি অক্টোবর মাসের হিসাবমতে, মাথাপিছু জিডিপিতে (পিপিপি) বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশ হলো—

১. লুক্সেমবার্গ

লুক্সেমবার্গ ইউরোপের দেশ। দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৪৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

২. ম্যাকাও

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

৩. আয়ারল্যান্ড

ইউরোপীয় দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

৪. সিঙ্গাপুর

এশিয়ার দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

৫. কাতার

কাতার এশিয়ার দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

৬. সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত এশিয়ার দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

৭. সুইজারল্যান্ড

ইউরোপের দেশ সুইজারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

৮. সান মারিনো

সান মারিনো ইউরোপের দেশ। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

৯. যুক্তরাষ্ট্র

উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

১০. নরওয়ে

ইউরোপের দেশ নরওয়ে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

শেরপুরের পাশে দাঁড়ালো আমাদের ফেনী।
07/10/2024

শেরপুরের পাশে দাঁড়ালো আমাদের ফেনী।

কোলকাতার হাওড়া স্টেশনের বিখ্যাত মলম বিক্রেতা!!
30/09/2024

কোলকাতার হাওড়া স্টেশনের বিখ্যাত মলম বিক্রেতা!!

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel of Bangladesh:

Videos

Share