Travel of Bangladesh

Travel of Bangladesh Descriptions of different places in Bangladesh can be found on this website. Travel, Historical place of Dhaka, Torist Place

16/05/2024

মানুষ ততক্ষণ তোমার থাকবে, তুমি তার কাজে লাগবে।

11/05/2024
08/05/2024

জিভের কোন হাঁড় নেই,
তবুও কারো অন্তরে
আঘাত করার জন্য যথেষ্ট!!!

07/05/2024

বউ আমাকে রিলস দেয়, আমিও বউকে রিলস দেই। ও পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর হকের ওয়াজ, আমিও খুঁজে খুঁজে পাঠাই স্ত্রীর প্রতি স্বামীর অধিকার। কেউ কারোটা দেখি না। এভাবেই চলছে সংসার।🥀

এটা শুধু আমাদের দেশেই সম্ভব
07/05/2024

এটা শুধু আমাদের দেশেই সম্ভব

এমন পরিবেশ আর হাতে এক কাপ চা,আহা।
06/05/2024

এমন পরিবেশ আর হাতে এক কাপ চা,আহা।

Blood Lily
06/05/2024

Blood Lily

05/05/2024

সম্পর্ক কখনো টাকা দিয়ে কেনা যায় না। আবার টাকা ছাড়া সম্পর্ক ধরেও রাখা যায় না।

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।১। -তানজানিয়া http://www.tanzania....
02/05/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।
১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

কথাঃ-
01/04/2024

কথাঃ-

30/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত নিষিদ্ধ কিন্তু হোলি খেলা বৈধ।

আমি মধ্যবিত্ত।বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে।ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে।এই সময়ে এসে একা হাতের ইনকা...
11/03/2024

আমি মধ্যবিত্ত।বিয়ে করলাম মাস্টার্স পাস মেয়েকে।ভেবেছিলাম স্ত্রী চাকরি পেলে সংসারে সচ্ছলতা আসবে।
এই সময়ে এসে একা হাতের ইনকাম দিয়ে সংসার চালানো খুব মুশকিল।কোম্পানি জবে যা বেতন পাই টেনেটুনে সংসার চলে।
স্ত্রীর চাকরি হলো।২৫ হাজার টাকা বেতন।সংসারে দেয় ৫ হাজার।বাকি টাকা তার কাছেই রাখে।প্রশ্ন করলে বলে
" তোমার টাকায় তো সংসার চলছেই,বাড়তি আমিও ৫ হাজার টাকা দিই।তাহলে বাকও টাকার হিসেব চাচ্ছো কেনো? "
স্ত্রীর এমন উত্তরে আমার আর কিছু বলার থাকে না।পরের বছর না ফিরতেই কোল জুরে ফুটফুটে ছেলে সন্তান।রোজ রাতে ছেলেকে ও দুধ খাওয়ায় আর আমরা টুকটাক গল্প করি।প্রায় সময়ই ও বলে
" ছেলেকে শহরের বড় স্কুলে পড়াবো।ভালো টিউশন রাখবো "
এদিকে আমি দীর্ঘশ্বাস ফেলি।সরকারি স্কুলের বাইরে পড়ানোর সামর্থ্য আমার নাই,ইচ্ছেও নাই।স্ত্রীর এক কথা,ছেলেকে দামী স্কুলে পড়াবে।একদিন রাগ করে বললাম
" দামী স্কুল, দামী টিউশন পড়াবে ভালো কথা।এতো টাকা কোথায়? "
" আমার চাকরির টাকাটা জমিয়ে রেখেছি।ও বড় হতে হতে ওই টাকার পরিমান আরো বাড়বে।আর শুনো,সামনের সপ্তাহে ব্যাংকে যাবো,টাকা তুলবো "
" কত টাকা? "
" এক লাখ "
" এতো টাকা জমে গেছে? "
" এক বছর ধরে জমাচ্ছি যে।ওই টাকা দিয়ে তুমি একটা সাইড ব্যবসা ধরো।ছেলে বড় হচ্ছে,ওর ভবিষ্যত আসতে আসতে অনেক টাকার প্রয়োজন "
স্ত্রীর কথায় রীতিমতো আমি হতভম্ব।কি বলবো বুঝতে পারলাম না।তার ক'দিন পরেই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।মাথার ভেতরে ছোট সাইজের ঘা হয়েছে।বিদেশ,মাদ্রাজে নিয়ে যেতে হবে।
স্ত্রী বললো " ওই টাকাটা দিয়ে মায়ের চিকিৎসা হবে না? "
" ওটা তো তুমি এতো কষ্ট করে জমিয়েছো,ছেলেকে দামী স্কুলে পড়াবে বলে।সেটা দিয়ে দিবে? "
" সাধারণ স্কুলে পড়েও অনেকে অনেক কিছু হচ্ছে।তুমি মাকে ওই টাকা দিয়ে চিকিৎসা করাতে নিয়ে যাও "
অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বললাম " যারা তোমার মতো মা পায় তাদের দামী স্কুলে পড়ার কি প্রয়োজন?পারিবারিক শিক্ষা যে সন্তান পায় সেই তো প্রকৃত শিক্ষিত। " (Collected)

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া) ১. পতেঙ্গা সমুদ্র সৈকত২. গোল্ডেন...
10/03/2024

যাদের প্রয়োজন তারা নোট রাখতে পারেন।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গা
৩. কাঠগড় সি-বীচ
৪. ১৫ নং নেভাল এভেন্যু
৫. চট্টগ্রাম বোট ক্লাব (শুধুমাত্র রেস্টুরেন্ট এর জন্য)
৬. বিমান বন্দর
৭. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন (রানী রাসমনি বীচ)
৮. চৌচালা-বীচ (সীভিউ পার্ক)
৯. শুকতারা রিসোর্ট
১০. পোর্টের টোল সড়ক
১১. রেলওয়ে জাদুঘর
১২. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
১৩. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১৪. জিলাপী পাহাড়
১৫. সিআরবি পাহাড়
১৬. ডি সি হিল
১৭. কর্ণফুলী নতুন ব্রীজ
১৮. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৯. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
২০. বিপ্লব উদ্যান (২নং গেইট)
২১. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক
২২. ক্যাফে ২৪ ভাটিয়ারী
২৩. ঠান্ডাছড়ি পার্ক ও পিকনিক স্পট
২৪. ওয়ার সিমেট্রি
২৫. অভয় মিত্রঁ ঘাট (প্রকাশ নেভাল ২)
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮. জাতিতাত্তিক জাদুঘর আগ্রাবাদ
৯. জিয়া সৃতি জাদুঘর, সার্কিট হাউস।
শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক
[সংগৃহীত]

হায়রে পাবলিক😄পিপিই একটা না হয় কিনছোস, তাই বলে এখনো পরতে হবে এটা।করোনা গেছে প্রায় ২-৩ বছর হয়ে গেছে, এখনো এই গেটাপে
26/08/2023

হায়রে পাবলিক😄
পিপিই একটা না হয় কিনছোস, তাই বলে এখনো পরতে হবে এটা।
করোনা গেছে প্রায় ২-৩ বছর হয়ে গেছে, এখনো এই গেটাপে

09/07/2023
বের হওয়ার অপেক্ষা
01/07/2023

বের হওয়ার অপেক্ষা

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel of Bangladesh:

Videos

Share


Other Tejgaon travel agencies

Show All