Travelling Aid

Travelling Aid Travel Agent and Educational consultant

Travel information, passport, visa, visa application, immigration, customs, Bank statement, Bank solvency, Notary, Photo, Dollar endorsement, travel itinerary, invitation letter, embassy, high commission, Consulate, Debit & credit card, authorized agency, tourism place, tourist guide, hotel booking, air ticket, travel, visa processing & air ticket related training, health insurance, vaccination c

ertificate, police clearance, VAT, Tax, request letter, NOC, visiting Card, Business pad, GO, Apps, map, location, home stay, transport, educational consultancy, admission and students admission related all services etc.

29/04/2024

আলহামদুলিল্লাহ 💥💥💥💥
গত ২৪/০৪/২০২৪ইং থেকে শুরু হয়েছে ভিসা প্রসেসিং কোর্স এর ১ম ব্যাচের ক্লাস। আরেকটি শুরু হচ্ছে ০২/০৫/২০২৪ ইং থেকে অনলাইন ও অফলাইন উভয়ই ক্লাসই।
পরবর্তী ব্যাচগুলো গুলোতে ভর্তি চলছে.....
অনলাইন ও অফলাইন
১১/০৫/২০২৪ইং
১২/০৫/২০২৪ ইং
আমাদের ব্যাচের শিক্ষার্থী সংখ্যা সর্বোচ্চ ১২ জন।

কেউ ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন।
কোর্স ফি: ৩০০০/-, ৭০% ডিসকাউন্টে
০১৯১৭-২৮২০৯৫ অনলি হোয়াটসঅ্যাপ টেক্সট/ ভয়েস
ধন্যবাদ

26/04/2024

দুবাই ভ্রমণ ৭৫,০০০/- টাকায়।
যারা অল্প টাকায় দুবাই ঘুরতে যেতে চান, নিজের ট্রাভেল হিস্ট্রিকে একটু মজবুত করতে চান তাদের জন্য এই অফার।
এই টাকায় যা যা পাবেন
ঢাকা-দুবাই/আবুধাবি/শারজাহ - ঢাকা রিটার্ন এয়ার টিকেট।
হোটেল: ৩ রাত হোটেলে ভাড়া। ১ রুমে ৪/৫ জন। কাপল রুম হলে ৫০০০/- খরচ বাড়বে।
নাস্তা: সকালের নাস্তা
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস
সাইটসিং: ১ দিন সাইটসিং বাই মেট্রো।
ভিসা: ১ মাসের ভিজিট ভিসা

এই প্যাকেজে সর্বোচ্চ ১০ জন যেতে পারবেন।
কমপক্ষে ২/৩ টি দেশ ভিজিট করা থাকতে হবে।
ট্যুর শেষে দেশে একসাথে ব্যাক করতে হবে।
১-১.৫ মাসের মধ্যে ট্যুর হবে।

প্যাকেজটি: শর্তযুক্ত
শর্তসমূহ জানতে হলে সরাসরি দেখা করে বা কল করে জেনে নিতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলবে।
বুকিং মানি: ৩০,০০০/-
ফোন: ০১৯১৭-২৮২০৯৫
ধন্যবাদ

19/04/2024

পৃথিবীর ১০০ সেরা বিমানবন্দরের মধ্যে সেরা ১০ বিমানবন্দরের তালিকা:

১. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দোহা, কাতার

২. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

৩. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

৪. হানেদা বিমানবন্দর, টোকিও, জাপান

৫. নারিতা বিমানবন্দর, টোকিও, জাপান

৬. প্যারিস চার্ল দ্যু গল বিমানবন্দর, ফ্রান্স

৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর , সংযুক্ত আরব আমিরাত

৮. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

৯. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

১০. ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

সেরা ১০০ মধ্যে দক্ষিণ এশিয়ায় সেরা ৩৬ নং অবস্থান করছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর দিল্লি।

Source : The world best Airport for 2024 according to SkyTrax and CNN

16/04/2024

বরফ আর পাহাড়ের রাজ্য সিকিম ভ্রমণে যাচ্ছে ট্রাভেলিং এইড🎈🎈🎈❤️❤️
মাত্র ১০,৫০০ রুপিতে Dhaka- Sikkim- Gangtok- Dhaka.

😎ইভেন্টঃ ১৫ মে, ২০২৪ইং, ৫ রাত ৬ দিন।

✅নোটঃ অবশ্যই চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে ট্যুরিস্ট ভিসা থাকতে হবে।

যাদের চ্যাংড়াবান্ধা পোর্ট উল্লেখ নেই। তারা চাইলে ৩০০/- ফি দিয়ে আইভ্যাক থেকে এড করে নিতে পারেন। অথবা কলকাতা থেকে শিলিগুড়ি এসেও জয়েন করতে পারেন।


✅সিঙ্গেলঃ ১০,৫০০ রুপি। (৩/৪জন ১রুম)
কাপলঃ ১১,৫০০×২=২৩,০০০ রুপি।
(কাপল ২জন এক রুম)

🌐শিশু পলিসিঃ
৬+ বছর ফুল পেমেন্ট। ৬ বছর এর নিচে আলোচনা সাপেক্ষে।

🌐বুকিং কনফার্ম করতে
জনপ্রতি ৪,০০০ টাকা প্রদান করতে হবে। যা পুরোপুরি অফেরতযোগ্য। বিকাশ/ নগদে পেমেন্ট করলে ৪০৮০/- পাঠাতে হবে। অবশিষ্টাংশ পেমেন্ট ভারতে পৌছে করতে হবে।

💚১ম দিন
ঢাকা (কল্যাণপুর/গাবতলী) থেকে নন এসি বাসে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে রওয়ানা। পরের দিন সকালে গিয়ে বর্ডারে পৌছবো।

💥২য় দিনঃ
বর্ডারে ২ দেশের ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করে নির্দিষ্ট গাড়ি করে চলে যাব শিলিগুড়ি। সেখান থেকে গাড়ি করে চলে যাবো রংপো চেকপোস্ট হয়ে গ্যাংটক। রংপো থেকে পারমিশন নিয়ে নিবো গ্যাংটকের। যাত্রা পথে সুযোগ পেলে কিছু ভিউ পয়েন্ট দেখেতে-দেখতে পৌছাবো গ্যাংটক। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে এমজি মার্জের আশে-পাশে হেঁটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, তারপর হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া শেষে ঘুম।

✅গ্যাংটক হোটেলে রাত্রি যাপন (১ম রাত)
✅খাবারঃ ইন্ডিয়া সাইডে দুপুর এবং রাতের খাবার।

💥৩য় দিনঃ
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে রওনা হবো লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ সেভেন সিস্টার ফলস- নাগা ফলস, তিস্তা ড্যাম ইত্যাদি।

লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই নিজেদের মত সময় কাটাবো এবং রাতের খাবার খেয়ে ঘুম।
✅ লাচুং হোটেলে স্টে (২য় রাত)
✅খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

💥 ৪র্থ দিনঃ
ভোরে ঘুম থেকে উঠে ইয়াম্থাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুর পর্যন্ত ইয়াম্থাং ভ্যালি এবং অনুমতি মিললে বরফ রাজ্য, জিরো পয়েন্টেে যাব। সেখান থেকে গ্যাংটক ব্যাক করবো এবং রাতে গ্যাংটক থাকবো।

✅গ্যাংটক হোটেলে স্টে (৩য় রাত)

✅নোট: জিরো পয়েন্ট প্যাকেজে ইনক্লুড নয়,
(ইয়ামথাং ভ্যালী থেকে পার্মিশন পেলে নির্দিষ্ট চার্জ সাপেক্ষে যেতে হবে)।
✅খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।

💥৫ম দিনঃ
সকালে ঘুম থেকে উঠে নাস্তা ঢাকার উদ্দেশ্যে যাত্রা। শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা পৌছে যাবো শেষ বিকালে।

✅খাবারঃ সকাল এর নাস্তা এবং দুপুরের খাবার।
রাত্রের বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

💥৬ষ্ঠ দিন
খুব ভোরে সকালে এসে ঢাকায় পৌছাবো ইনশাআল্লাহ।
যার যার গন্তব্যে চলে যাবো এবং ট্যুরের সমাপ্তি ঘোষণা।

✅খাবার বিস্তারিতঃ সম্পূর্ণ হালাল খাবার

👎সকালঃ আলু পরোটা+সস+আচার+চা।
অথবা আলুপুরি+সবজি+চা।
অথবা ব্রেড+ অমলেট/জ্যাম+চা।

👎 দুপুর/রাতঃ সেট মেনু,
চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর+ডাল+আলু ভাজা+লংকা+পেয়াজ।

✅বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য
মোট ৫ সেটঃ
পাসপোর্ট কপি।
ভিসা কপি।
পাসপোর্ট সাইজ ছবি।

✅যা যা থাকছে এই প্যাকেজে:
ঢাকা-চ্যাংড়াবান্ধা-সিকিম-গ্যাংটক-লাচুং-
ইয়ামথাং-গ্যাংটক-চ্যাংড়াবান্ধা-ঢাকা।

✅ট্রান্সপোর্ট: সকল ট্রান্সপোর্ট(ননএসি বাস/নন-এসি জীপ/( জীপ/বাস শিলিগুড়ি -গ্যাংটক )।
১ জীপ ৮ + গাইড থাকে।

✅শেয়ার বেসিস হোটেলে থাকা। (স্ট্যান্ডার্ড মানের)
গ্যাংটক ২ রাত এবং লাচুং ১রাত।
জিরো পয়েন্ট ভ্রমণ (পার্মিশন সাপেক্ষে)।

প্যাকেজে উল্লেখিত খাবার।
সকল পারমিশন ফি।
লোকাল গাইড সুবিধা (লাচুং)।

✅যা যা অন্তর্ভুক্ত নয়:
👌কোন রাইড/এন্ট্রি ফি।
👌জিরো পয়েন্ট। জন প্রতি ৫০০-১০০ রুপি চার্জ।
👌ম্যানেজমেন্ট খরচ
👌প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।

✅নোট: ভারতের প্রায় বেশিরভাগ জায়গায় টয়লেটে বদনা ব্যবহার করে না, লো কমড বা হাই কমড হোক। বদনার পরিবর্তে তারা বোতল / কাটা বোতল / মগ / লোটা ইত্যাদি ব্যবহার করে। এক কথায় যেখানের যেই কালচার, সেভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।

✅সময়, যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনাজনিত , রাস্তায় জ্যাম বা রাস্তা খারাপ ইত্যাদি কারনে - গাড়ি দেরী হওয়া/চাকা পাঞ্চার/নষ্ট হওয়া বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য কেউ দায়ী থাকবে না। এ অবস্থা সবাইকে মেনে নিতে হবে এবং মিলে মিশে সমাধান করতে হবে।

✅যদি বর্ডারে প্রচুর চাপ থাকে আর যদি ভারতে প্রবেশ করতে বিকাল বা সন্ধ্যা হয়ে যায় আর যদি সে দিন গ্যাংটকে প্রবেশ করা না যায়, তখন যদি শিলিগুড়িতে রাত্রীযাপন করাই লাগে, তাহলে গ্রুপের সবাই মিলে আলোচনা করে শিলিগুড়িতে ১ম রাত হোটেলে থাকতে হবে এবং সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে খরচ বহন করতে হবে। কারণ এটাতে কারো কোন হাত নেই।

✅৬ বছরের উপরের বাচ্চাদের জন্য সম্পূর্ন ইভেন্ট ফি দিতে হবে। এবং ৬ বছরের নিচে বাচ্চা সম্পূর্ন ফ্রি। তারা মা বাবার কোলে বসে যাবে এবং খাবারসহ আনুষাঙ্গিক বিষয় বাবা মায়ের সাথে শেয়ার করবে।
✅ সাঙ্গু লেক এ যেতে চাইলে আরো ১ দিন গ্যাংটক হোটেলে স্টে করতে হবে। সেক্ষেত্রে ১ দিনের খরচ তথা সাঙ্গু লেকের পুরো খরচ এড হবে।

✅ নারী-পুরুষ, ধর্ম- বর্ণ নির্বিশেষে সবাই এই ট্যুরে যুক্ত হতে পারবেন। সিঙ্গেল নারী হলে আলাদা রুমে থাকতে হবে। সেক্ষেত্রে তার রুম ভাড়া বাবদ খরচ বাড়বে।

✅সবার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
✅ খানাখাদ্য নিয়ে কোন আপত্তি থাকলে প্যাকেজের খাবারের সাথে নিজ খরচে পছন্দনীয় খাবার এড করে নিতে পারবেন।

✅ যেহেতু এটি অলাভজনক ইভেন্ট তাই উক্ত বাজেটের চেয়ে বেশি খরচ হলে সবাই সমান ভাবে শেয়ার করতে হবে। আর যদি টাকা বেঁচে যায় তাহলে তা সবাইকে সমান ভাবে ভাগ করে দেয়া হবে।

#সিকিম, #গ্যাংটক, #লাচুং, #জিরোপয়েন্ট, #বরফ #শিলিগুড়ি, #চ্যাংড়াবান্ধা, #বর্ডার, #সিকিম, #ভারত
, , , , , , , .

ধন্যবাদ সবাইকে❤️

09/04/2024
08/04/2024

Schengen countries visa submission center
Embassy of Sweden:
01. Sweden
02. Finland
03. Iceland
04. Belgium
05. Slovenia
06. Poland
07. Latvia
08. Luxemburg
09. Netherlands
Embassy of Germany:
01. Germany
02. Estonia
Embassy of Denmark:
01. Denmark
02. Norway
Embassy of France:
01. Austria
02. Portugal
03. Czech Republic
Embassy of Spain:
01. Spain , Spain Visa Application Center, Saimon
Embassy of Switzerland:
01. Switzerland
02. Hungary
03. Liechtenstein
Embassy of Italy:
01. Italy
02. Slovakia
03. Malta
Greece: Global Visa Center World (GVCW), Banani
Lithuania & Croatia in New Delhi

02/04/2024

শৈল শহরের রাণী দার্জিলিং ভ্রমন❤️
✅দার্জিলিং ভূ-পৃষ্ট থেকে ৭,১০০ ফুট উচ্চতায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠাণ্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতিবছর।

EMI সুবিধা রয়েছে👍💯💯

✅শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। দার্জিলিং তার ভূ-প্রাকৃতিক সৌন্দর্য, চা ও দার্জিলিং হিমালয় রেলওয়ের জন্য বিখ্যাত। দার্জিলিং এর জনপ্রিয়তা ব্রিটিশ রাজের সময় থেকেই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে গড়ে উঠেছিল। পূর্বে দার্জিলিং ছিল প্রাচীন গোর্খা রাজধানী। পরে সিকিমের মহারাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার করেন। দার্জিলিং তার অনাবিল সৌন্দর্য এবং মনোরম জলবায়ুর কারণে ভারতের একটি জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে আসছে। পর্যটন ছাড়াও, দার্জিলিং তার বিভিন্ন ব্রিটিশ শৈলীযুক্ত বেসরকারি বিদ্যালয় গুলির জন্য জনপ্রিয়, যা ভারত জুড়ে এমনকি পার্শ্ববর্তী দেশগুলি থেকেও ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করে।

✅টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, হিমালয়া জিওলজিকাল পার্ক, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, মাউন্টিনিয়ারিং ইনস্টিটিউট, রোপওয়ে, তেনজিং হ্যাপী ভ্যালী টি গার্ডেন, তিব্বতীয় রিফিউজি সেনা ক্যাম্প, রঙ্গিত টি গার্ডেন ইত্যাদি।

✅ইন্দো- নেপাল বর্ডার, গোপালধারা টি গার্ডেন, মিরিক লেক, তিংলি ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট ইত্যাদি।

✅ঈদের পর দিন রাত্রে ঢাকার গাবতলি থেকে যাত্রা।
পরিবহন: নন এসি বাস

🔟১ম দিনঃ রাতে ঢাকা থেকে রওনা হওয়া
🔟২য় দিনঃ সকালে ইমিগ্রেশন শেষ করে শিলিগুড়ি হয়ে দার্জিলিং। হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে রাত ৮ টা অবধি শহরের আশপাশ ঘুরা। রাতে এসে হোটেলে স্টে করা।
🔟৩য় দিনঃ ভোর রাতেই টাইগার হিল এর উদ্দেশ্যে রিজার্ভ করা গাড়িতে করে চলে যাব। তারপর আশেপাশের প্লেস দেখবো। তারপর লান্সের পর আবার বাকী প্লেস গুলো দেখবো। তারপর রাতে হোটেলে চলে আসবো। ব্যাগের জিনিসপত্র সব গুছিয়ে নেব।
🔟৪র্থ দিনঃ খুব ভোরে রিজার্ভ করা গাড়ি করে মিরিক রোড হয়ে শিলিগুড়ি চলে আসবো। আসার পথে কয়েকটি প্লেস দেখা হবে।
শিলিগুড়িতে কেনাকাটা করার থাকলে কেনাকাটা করে রওনা দিবো আমাদের বর্ডারে। এখানে এসে উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে রাতের বাসে ঢাকা।
🔟৫ম দিনঃ সকালে আমরা ঢাকায় থাকবো এবং যে যার মতো যার যার গন্তব্যস্থলে চলে যাবেন। টুরের সমাপ্তি ঘোষণা করা হবে।

⬆️বাজেটঃ ১৫০০০/- জনপ্রতি
⬆️কাপলঃ ৩৪০০০/-
⬆️শিশুঃ আলোচনা সাপেক্ষে

➡️খানাঃ প্রতিদিন ২ বেলা। তবে ঢাকা থেকে বর্ডার এবং বর্ডার থেকে ঢাকা যাত্রাপথে কোন খাবার নাই।
অতিরিক্ত পানি ও নাস্তা নেই।

☑️যা যা অন্তর্ভুক্ত
🔰 ঢাকা- বর্ডার- ঢাকা বাস ভাড়া
🔰বর্ডার- শিলিগুড়ি -দার্জিলিং- বর্ডার পরিবহন ভাড়া।
🔰 হোটেল ভাড়া
🔰দৈনিক ২ বেলা খাবার।
🔰সাইট সিং এর রিজার্ভ সুমু টাটা, জীপ ভাড়া।
🔰গাইড খরচ
🔰ম্যানেজমেন্ট খরচ
🔰অন্যান্য

♈যা যা অন্তর্ভুক্ত নয়
Ⓜ️ ভিসা খরচ
Ⓜ️ ট্রাভেল ট্যাক্স
Ⓜ️ইমিগ্রেশন খরচ
Ⓜ️ এন্ট্রি ফি
Ⓜ️রাইড খরচ
Ⓜ️ অতিরিক্ত চা নাস্তা খরচ
Ⓜ️মেডিক্যাল খরচ
Ⓜ️ ব্যক্তিগত কেনাকাটা খরচ
Ⓜ️ শীতের পোশাক ও অন্যান্য ভাড়া করা খরচ
Ⓜ️উল্লেখিত নেই এমন খরচ

হোয়াটসঅ্যাপ: ০১৯১৭-২৮২০৯৫

ধন্যবাদ সবাইকে

স্বাগতম মাহে রমজান
11/03/2024

স্বাগতম মাহে রমজান

চলো যাই সেন্ট্রাল এশিয়ার ঐতিহাসিক নগরীতেউজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ৩ দেশ গ্রুপ টুর❤️❤️❤️✅প্যাকেজে যা থাকবে:✅ভ...
03/03/2024

চলো যাই সেন্ট্রাল এশিয়ার ঐতিহাসিক নগরীতে
উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ৩ দেশ গ্রুপ টুর❤️❤️❤️
✅প্যাকেজে যা থাকবে:
✅ভিসা: উজবেকিস্তান এর মাল্টিপল ভিসা
তাজিকিস্তান ও কিরগিস্তান এর ভিসা তাসখন্দ থেকে হবে।
✅এয়ার টিকেট: এয়ার টিকেট ও বাস ভাড়া( ঢাকা--তাসখন্দ-- ঢাকা (বাই এয়ার), উজবেকিস্তান-তাজিকিস্তান-কিরগিস্তান- উজবেকিস্তান বাই রোড)
✅খাবার: সকালের নাস্তা
✅হোটেল: স্ট্যান্ডার্ড মানের মানসম্মত হোটেল। এক রুমে ৩/৪ জন।
✅সাইটসিং: উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ১ দিন করে সিটি টুর (রিজার্ভ গাড়ি)। ঐতিহাসিক সিল্ক রোড ঘুরে দেখা। ৪-৫ ঘন্টার সিটি টুর।
✅পিক এন্ড ড্রপ সার্ভিস: এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস।
✅গাইড: একজন গাইড
⤵️বুকিং পলিসি: প্রথমে ৫০,০০০/- টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং চলবে আগামী ১০ই মার্চ ২০২৪ইং পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে। অবশিষ্ট টাকা সবকিছু বোঝে নেয়ার সময় দিতে হবে।
⤵️ভিসা প্রসেসিং: ভিসা প্রসেসিং আমরাই করবো।

🔽প্যাকেজ মূল্য: ১৫১,৯০০/- টাকা। তবে বুকিং এর তারিখ অনুযায়ী এর খরচ বাড়তে পারে।
🔽ব্যাপ্তিকাল: প্রতি দেশে ৩ রাত ৪ দিন করে। ৩ দেশে ০৯ রাত ১০ দিন।
Ⓜ️টুরের সম্ভাব্য তারিখ: ঈদের ছুটিতে। তবে নির্দিষ্ট তারিখ বুকিং ডেড লাইন শেষ হওয়ার পর জানানো হবে।
Ⓜ️যোগ্যতা: যে কেউ নারী/পুরুষ, সিঙ্গেল/ পরিবার এই টুরে অংশগ্রহণ করতে পারবে। তবে এক সাথে ৩টি দেশ ভ্রমন করার সক্ষমতা, মানসিক শক্তি, ধৈর্য্য ও বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার মতো সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ছাড় দেয়ার ও সবার সাথে মেলামেশার সুন্দর মন থাকতে হবে। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার সক্ষমতা থাকতে হবে।

⤵️প্যাকেজে যা নেই:
✍️তাজিকিস্তান ও কিরগিস্তান এর ভিসা খরচ
✍️দুপুর ও রাতের খাবার
✍️এন্ট্রি ফি
✍️যে কোন রাইড খরচ
✍️অতিরিক্ত খাবার, চা-নাস্তা, পানি ও কোল্ড ড্রিংকস।
✍️ ব্যক্তিগত খরচ
✍️চিকিৎসা খরচ
✍️ নির্ধারিত সাইটসিং ব্যতিত পরিবহন খরচ।
✍️বোখারা খরচ/ সামারখন্দ খরচ
✍️ এম্বাসি যাতায়াত খরচ

🔽আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলছে। গ্রুপে সর্বোচ্চ আসন মাত্র ১৫টি।

💥বুকিং করার পর টুর স্থগিত / বাতিল করা করা যাবে না। এ রকম করিলে খরচের পর অবশিষ্টাংশ টাকা টুর শেষে ব্যাক পাবেন।

💥 প্রত্যেকের হাতে একটি করে টুর ডিটেইলস কপি দেয়া হবে। এতে সবকিছুর সিডিউল থাকবে। এটি বুকিং শেষ হবার পর দেয়া হবে।

💥যাদের লং জার্নি, দীর্ঘদিন দেশের বাইরে থাকার মানসিকতা ও ধৈর্য্যশক্তি আছে তারাই এই টুরের জন্য প্রস্তুতি নিতে পারেন।

💥 এটি একটি বাজেট ট্রিপ। দুঃখ,কষ্ট, আনন্দ মিলেয়েই এই টুর।
💥 এই রুটের টুরের খরচ সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া নাই দয়া করে এই টুর এড়িয়ে চলুন।
💥যাদের হোটেল, খাবার ও পরিবহন নিয়ে এলার্জি আছে তারা এটি এড়িয়ে চলুন।
💥আমাদের খাবারের সাথে/ হোটেলের সাথে নিজে বাড়তি খরচ এড করে মনের মতো হোটেলে স্টে ও খাবার খেতে পারবেন।
💥সিঙ্গেল নারী হলে সিঙ্গেল রুমে থাকতে হবে। সেক্ষেত্রে হোটেলের খরচ বাড়বে।
💥 কেউ বাড়তি খরচ বহন করে কাপল রুম নিতে পারবে।
💥যারা বৈচিত্র্যময় ও ঐতিহাসিক কিছু দেখতে চান, যারা নিজের ট্রাভেল হিস্ট্রীকে শক্তিশালী করতে চান তাদেরকে তাদেরকে স্বাগত❤️

💥সবকিছু ভালোভাবে পড়ে, বোঝে ও শোনে তারপর ডিসিশন নিন। আবেগের বশীভূত হয়ে/ কারো প্ররোচনায় টুরে এড হওয়া থেকে বিরত থাকুন।
এই পোস্টটি আপনার ভালো না লাগলে বাজে মন্তব্য না করে পোস্টটি এড়িয়ে চলুন।

💥 অন্যান্য দিন গুলো সবাই শেয়ার বেইজড ভিত্তিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পারবেন।
💥 ডলারের চাহিদা/ এয়ার টিকেট এর চাহিদার ওপর রেট পরিবর্তন হতে পারে।
💥 টুর স্থগিত/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সবসময় রাখেন।
🔽শিশু পলিসি: আলোচনা সাপেক্ষে।

🇧🇩বিস্তারিত জানতে অনলি হোয়াটসঅ্যাপ করুন:
০১৯১৭-২৮২০৯৫। এডমিন ও মডারেটর ব্যতিত অন্য কারো সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকুন। দেশের বাইরে (প্রবাসী) যে কোন প্লেস থেকে এই টুরে অংশগ্রহণ করতে পারবেন।
#উজবেক, #উজবেকিস্তান, #তাসখন্দ, #বোখারা, #সামারখন্দ, #সেন্ট্রালএশিয়া, #ভিজিটভিসা, #ভিসা #ভিজিট, #দুশানবে, #বিশকেক, #তাজিকিস্তান, #কিরগিস্তান, #সোম #তাজিক #ইভিসা
, , , , , , , , .

ধন্যবাদ সবাইকে

উজবেকিস্থানের  ই ভিসা,  ভিজিট ভিসাআমাদের নেক্সট টুরের প্রসেসিং চলছে
05/01/2024

উজবেকিস্থানের ই ভিসা, ভিজিট ভিসা
আমাদের নেক্সট টুরের প্রসেসিং চলছে

দুবাই, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ৪ দেশ গ্রুপ টুর❤️❤️❤️✅প্যাকেজে যা থাকবে:✅ভিসা: ২ দেশের ভিসা(দুবাই ও উজবেকিস...
02/01/2024

দুবাই, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ৪ দেশ গ্রুপ টুর❤️❤️❤️
✅প্যাকেজে যা থাকবে:
✅ভিসা: ২ দেশের ভিসা(দুবাই ও উজবেকিস্তান -
ই ভিসা), তাজিকিস্তান ও কিরগিস্তান এর ভিসা তাসখন্দ থেকে হবে (স্টিকার ভিসা)
✅এয়ার টিকেট: এয়ার টিকেট ও বাস ভাড়া( ঢাকা-দুবাই-তাসখন্দ- ঢাকা বাই এয়ার), উজবেকিস্তান-তাজিকিস্তান-কিরগিস্তান- উজবেকিস্তান বাই রোড)
✅খাবার: সকাল ও রাতের খাবার (শেয়ার বেইজড)
✅হোটেল: স্ট্যান্ডার্ড মানের মানসম্মত হোটেল। এক রুমে ৩/৪ জন।
✅সাইটসিং: দুবাই সিটি টুর বাই মেট্রো আর উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিস্তান ১ দিন করে সিটি টুর। রিজার্ভ গাড়ি থাকবে। ঐতিহাসিক সিল্ক রোড ঘুরে দেখা। ৪-৫ ঘন্টার সিটি টুর।
✅পিক এন্ড ড্রপ সার্ভিস: প্রত্যেক দেশে অর্থাৎ ৪ দেশে এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস।
✅গাইড: একজন গাইড
⤵️বুকিং পলিসি: প্রথমে ৬০,০০০/- টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং চলবে আগামী ২০ জানুয়ারি, ২০২৪ইং পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে। অবশিষ্ট টাকা সবকিছু বোঝে নেয়ার সময় দিতে হবে।
⤵️ভিসা প্রসেসিং: ভিসা প্রসেসিং আমরাই করবো।

🔽প্যাকেজ মূল্য: ১৮০,০০০/- টাকা। তবে বুকিং এর তারিখ অনুযায়ী এর খরচ বাড়তে পারে।
🔽ব্যাপ্তিকাল: প্রতি দেশে ৩ রাত ৪ দিন করে। ৪ দেশে ১২ রাত ১৩ দিন।
Ⓜ️টুরের সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারী এর মাঝামাঝি। তবে নির্দিষ্ট তারিখ বুকিং ডেড লাইন শেষ হওয়ার পর জানানো হবে।
Ⓜ️যোগ্যতা: যে কেউ নারী/পুরুষ, সিঙ্গেল/ পরিবার এই টুরে অংশগ্রহণ করতে পারবে। তবে এক সাথে ৪টি দেশ ভ্রমন করার সক্ষমতা, মানসিক শক্তি, ধৈর্য্য ও বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার মতো সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ছাড় দেয়ার ও সবার সাথে মেশার সুন্দর মন থাকতে হবে। যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার সক্ষমতা থাকতে হবে।

⤵️প্যাকেজে যা নেই:
✍️তাজিকিস্তান ও কিরগিস্তান এর ভিসা খরচ
✍️দুপুরের খাবার
✍️এন্ট্রি ফি
✍️যে কোন রাইড খরচ
✍️অতিরিক্ত খাবার, চা-নাস্তা, পানি ও কোল্ড ড্রিংকস।
✍️ ব্যক্তিগত খরচ
✍️চিকিৎসা খরচ
✍️ নির্ধারিত সাইটসিং ব্যতিত পরিবহন খরচ।
✍️বোখারা খরচ
✍️ এম্বাসি যাতায়াত খরচ

🔽আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং চলছে। গ্রুপে সর্বোচ্চ আসন মাত্র ১৫টি।

যেহেতু দুবাইয়ের ভিসা হতে এখন বেশ সময় লাগছে তাই খুব দ্রুতই ভিসার জন্য আবেদন শুরু হবে।

💥সকালের নাস্তা সময়: সকাল ০৭:০০ টা থেকে ০৮:০০টা, আর রাতের খাবার: রাত ০৯:০০ টা থেকে ১০:০০টা পর্যন্ত। এই সময়ের মধ্যে খাবার সম্পন্ন করতে না পারলে নিজ দায়িত্বে নিজ খরচে খেতে হবে।

💥বুকিং করার পর টুর স্থগিত / বাতিল করা করা যাবে না। এ রকম করিলে খরচের পর অবশিষ্টাংশ টাকা টুর শেষে ব্যাক পাবেন।

💥 প্রত্যেকের হাতে একটি করে টুর ডিটেইলস কপি দেয়া হবে। এতে সবকিছুর সিডিউল থাকবে। এটি বুকিং শেষ হবার পর দেয়া হবে।

💥যাদের লং জার্নি, দীর্ঘদিন দেশের বাইরে থাকার মানসিকতা ও ধৈর্য্যশক্তি আছে তারাই এই টুরের জন্য প্রস্তুতি নিতে পারেন।

💥 এটি একটি বাজেট ট্রিপ। দুঃখ,কষ্ট, আনন্দ মিলেয়েই এই টুর।
💥 এই রুটের টুরের খরচ সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া নাই দয়া করে এই টুর এড়িয়ে চলুন।
💥যাদের হোটেল, খাবার ও পরিবহন নিয়ে এলার্জি আছে তারা এটি এড়িয়ে চলুন।
💥আমাদের খাবারের সাথে/ হোটেলের সাথে নিজে বাড়তি খরচ এড করে মনের মতো হোটেলে স্টে ও খাবার খেতে পারবেন।
💥সিঙ্গেল নারী হলে সিঙ্গেল রুমে থাকতে হবে। সেক্ষেত্রে হোটেলের খরচ বাড়বে।
💥 কেউ বাড়তি খরচ বহন করে কাপল রুম নিতে পারবে।
💥যারা একটু আরাম আয়েশ বিসর্জন দিয়ে বাজেটের মধ্যে এই ৪টি দেশ ভ্রমণ করতে আগ্রহী তাদেরকে স্বাগতম।

💥সবকিছু ভালোভাবে পড়ে, বোঝে ও শোনে তারপর ডিসিশন নিন। আবেগের বশীভূত হয়ে/ কারো প্ররোচনায় টুরে এড হওয়া থেকে বিরত থাকুন।
এই পোস্টটি আপনার ভালো না লাগলে বাজে মন্তব্য না করে পোস্টটি এড়িয়ে চলুন।

💥 অন্যান্য দিন গুলো সবাই শেয়ার বেইজড ভিত্তিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পারবেন।
💥 ডলারের চাহিদা/ এয়ার টিকেট এর চাহিদার ওপর রেট পরিবর্তন হতে পারে।
💥 টুর স্থগিত/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সবসময় রাখেন।
🔽শিশু পলিসি: আলোচনা সাপেক্ষে।

🇧🇩বিস্তারিত জানতে অনলি হোয়াটসঅ্যাপ করুন:
০১৯১৭-২৮২০৯৫। এডমিন ও মডারেটর ব্যতিত অন্য কারো সাথে সকল প্রকার লেনদেন থেকে বিরত থাকুন। দেশের বাইরে (প্রবাসী) যে কোন প্লেস থেকে এই টুরে অংশগ্রহণ করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে

01/01/2024

সবাইকে নববর্ষের শুভেচ্ছা
স্বাগতম ২০২৪

20/12/2023

আগামী ১৩ জানুয়ারি,২৪ এ ৪ জন থাইল্যান্ড যাচ্ছে। কেউ চাইলে এড হতে পারেন।

02/12/2023

কানাডা ভিসা যে কারণে রিজেক্ট হতে পারে।
১. ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদন
২. অর্থনৈতিক সচ্ছলতা প্রমাণে ব্যর্থ হওয়া
৩. ভ্রমণের উদ্দেশ্য পরিষ্কার ভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়া।
৪. ডকুমেন্টস জালিয়াতি করা
৫. অসামঞ্জস্য টুর প্ল্যান
৬. টুর প্ল্যানের সাথে নিজের জমাকৃত টাকার বিরাট অসংগতি
৭. কানাডার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে হলে
৮. অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে
৯. গুরুতর অসুখে/রুগে ভোগলে
১০. অবৈধপথে কোন দেশে প্রবেশের চেষ্টা করা হলে
১১. কোন দেশে অবৈধভাবে থেকে থাকলে
১২. নিজের প্রফেশন ও পরিবারের টাই গুরুত্ব সহকারে তুলে ধরতে ব্যর্থ হলে।
১৩. সন্দেহ দূর করতে না পারলে
১৪. অতিরিক্ত ডকুমেন্টস প্রদান করিলে। অর্থাৎ ভিসা অফিসারদের অপ্রয়োজনে সময় নষ্ট করালে।

26/11/2023

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান সমুহ নিচে দেয়া হলো। 🇧🇩🇧🇩🇧🇩
০১. কক্সবাজার সমুদ্র সৈকত
০২. কলাতলী সী বিচ, কক্সবাজার
০৩. লাভনী পয়েন্ট সী বিচ, কক্সবাজার
০৪. সুগন্ধা বিচ, কক্সবাজার
০৪. ইনানী সী বিচ, কক্সবাজার
০৫. হিমছড়ি ঝর্ণা ও পাহাড়
০৬. সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ
০৭. সমুদ্র বিলাস, সেন্ট মার্টিন
০৮. সেন্ট মার্টিন উত্তর বিচ
০৯. ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন
১০. সোনাদিয়া দ্বীপ, মহেশখালী
১১. শাহ পরীর দ্বীপ, টেকনাফ
১২. রামু রাবার বাগান,
১৩. রামু বৌদ্ধ মন্দির
১৪. রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড, কক্সবাজার
১৫. নিভূতে নিসর্গ পার্ক, চকোরিয়া
১৬. ইনানী র‍য়েল রিসোর্ট
১৭. মাথিনের কূপ, টেকনাফ
১৮. র‍য়েল টিউলিপ সী পার্ল রিসোর্ট, ইনানী
১৯. মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার
২০. মারমেইড বিচ রিসোর্ট, কক্সবাজার
২১. শামলাপুর সমুদ্র সৈকত, টেকনাফ
২২. ডুলা হাজারা সাফারি পার্ক, চকোরিয়া
২৩. কুতুবদিয়া দ্বীপ, (বাতি ঘর)
২৪. দরিয়া নগর, কক্সবাজার
২৫. মাহাসিংদোগ্ৰী বৌদ্ধ মন্দির, কক্সবাজার
২৬. মৎস্য অবতরণ কেন্দ্র, কক্সবাজার
২৭. পাতাবাড়ী বৌদ্ধ বিহার, কক্সবাজার
২৮. বড়ঘোপ সমূদ্র সৈকত, কক্সবাজার
২৯. রাখাইন পাড়া, কক্সবাজার
৩০. মহেশখালী দ্বীপ / জেটি
৩১. বার্মিজ মার্কেট, কক্সবাজার
৩২. মাতামুহুরী নদী
৩৩. নাফ নদী সাইট
৩৪. এক গম্বুজ মসজিদ, কক্সবাজার
৩৫. কানা রাজার সুড়ঙ্গ, উখিয়া
৩৬. আদিনাথ মন্দির, মহেশখালী
৩৭. বরইতলী মৎস্য খামার, কক্সবাজার
৩৮. রাডার স্টেশন, কক্সবাজার
৩৯. বীর কামলা দীঘি, টেকনাফ
৪০. লামারপাড়া বৌদ্ধবিহার, কক্সবাজার
৪১. লবণ রপ্তানি বাজার, কক্সবাজার
৪২. লাল দীঘির পাড়, কক্সবাজার
#কক্সবাজার, #সীবীচ, #সমুদ্র
,

25/11/2023

থাইল্যান্ড ও ভিয়েতনাম গ্রুপ টুর ডিসেম্বরে

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ও ভিয়েতনাম   ভ্রমন❤️বাজেট ১৫৯,৯০০/- টাকা।১১ রাত ১২ দিন।✌️ভ্রমণ সম্ভাব্যঃ ডিসেম্বর ২০,২...
08/11/2023

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ও ভিয়েতনাম ভ্রমন❤️
বাজেট ১৫৯,৯০০/- টাকা।
১১ রাত ১২ দিন।
✌️ভ্রমণ সম্ভাব্যঃ ডিসেম্বর ২০,২০২৩ইং
বুকিং মানিঃ ৫০,০০০/- টাকা।

ডিটেইলসঃ✅
✅থাইল্যান্ড ৩ রাত ৪ দিন, মালয়েশিয়া ৩ রাত ৪ দিন, সিঙ্গাপুর ২ রাত ৩ দিন ও ভিয়েতনাম ৩ রাত ৪ দিন।
✅ ২ বেলা খাবার শেয়ার বেইজড।(সকাল ও রাত)
✅ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম ১ দিন করে সাইটসিং। (সিটি টুর)
✅হোটেলঃ ১ রুমে ২/৩ জন, কাপল রুমে খরচ বাড়বে।
✅গাইড খরচ।
🔽 সিঙ্গাপুর টু কুয়ালালামপুর বাই রোডে হবে।
🔽বুকিং মানিঃ ৫০,০০০/- অফেরতযোগ্য।
🔽 কেউ চাইলে তার পছন্দমতো যে কোন দেশ পছন্দ করে অংশগ্রহণ করতে পারবে। যেমন- শুধু থাইল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুর, শুধু সিঙ্গাপুর/ মালয়েশিয়া।
সিঙ্গাপুর ও মালয়েশিয়া অথবা ভিয়েতনাম।
🔽সিঙ্গেল নারী, পুরুষ ও পরিবার সবাই অংশগ্রহণ করতে পারবেন।
🔽বুকিং করতেঃ 0️⃣1️⃣9️⃣1️⃣7️⃣-2️⃣8️⃣2️⃣0️⃣9️⃣5️⃣

ডকুমেন্টসঃ ✅ থাইল্যান্ড
১. পাসপোর্ট
২. ২ কপি ছবি ল্যাব প্রিন্ট ৩৫*৪৫ এমএম সাইজ।
৩. ব্যাক স্টেটমেন্ট ৬ মাসের ও সলভেন্সি সার্টিফিকেট
৪. পেশাগত ডকুমেন্টস যেমনঃ চাকরীজীবী হলে, এনওসি, সেলারি স্টেটমেন্ট/ পে স্লিপ, আইডি কার্ড।
স্টুডেন্ট হলে আইডি কার্ড, সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অভিভাবক থেকে স্পন্সর লেটার।
ব্যবসায়ী হলে, ট্রেড লাইসেন্স নোটারী করা এবং ইংরেজি অনুবাদসহ। ২ কপি বিজনেস প্যাড।
৫. ভিজিটিং কার্ড
৬. পূর্বের ভিসা কপি।

✅মালয়েশিয়া ও সিঙ্গাপুর
১. পাসপোর্ট ও কপি
২. ২ কপি ছবি ল্যাব প্রিন্ট ৩৫*৪৫ এমএম সাইজ (সিঙ্গাপুর) । মালয়েশিয়া (৩৫*৫০)এমএম সাইজ
৩. ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের ও সলভেন্সি সার্টিফিকেট
৪. পেশাগত ডকুমেন্টস যেমনঃ চাকরীজীবী হলে, এনওসি, সেলারি স্টেটমেন্ট/ পে স্লিপ, আইডি কার্ড।
স্টুডেন্ট হলে আইডি কার্ড, সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অভিভাবক থেকে স্পন্সর লেটার।
ব্যবসায়ী হলে, ট্রেড লাইসেন্স নোটারী করা এবং ইংরেজি অনুবাদসহ। ৪ কপি বিজনেস প্যাড।
৫. ভিজিটিং কার্ড
৬. পূর্বের ভিসা কপি।
৭. এনআইডি
৮. ভ্যাকসিন সার্টিফিকেট
৯. টিন (যদি থাকে)

👌ভিয়েতনাম ভিসা: পাসপোর্টের স্ক্যান কপি ও পাসপোর্ট সাইজের ছবি।

💥বুকিং এর সময় সীমা: নভেম্বর ১৫,২০২৩ইং। এরপর বুকিং করলে প্যাকেজ মূল্য কমপক্ষে ১০ হাজার থেকে বেশিও বাড়তে পারে।
বুকিং মানি অফেরতযোগ্য।
যাদের কয়েকটি দেশ ভিজিট আছে কেবল তারাই এই প্যাকেজে এড হতে পারবেন। ফ্রেশ পাসপোর্ট হোল্ডারগণ এটি এড়িয়ে চলুন।
যাদের নিজের কোন ডকুমেন্টস নাই তারাও এটি এড়িয়ে চলুন।
গ্রুপ টুরে ছাড় দেয়ার মানসিকতা না থাকলে এটি আপনার জন্য নয়।

প্যাকেজ: ১ বাজেট ট্রিপ, মূল্য: ১৫৯,৯০০/-
প্যাকেজ ২ স্ট্যান্ডার্ড ট্রিপ, মূল্য: ১৭৯,৯০০/-
প্যাকেজ ৩: রিল্যাক্স প্রিমিয়াম, মূল্য: ১৯৯,৯০০/-

✅অন্তর্ভুক্ত:
স্ট্যান্ডার্ড মানের হোটেল। ব্যাংকক ১ রাত, পাতায়া ২ রাত। হ্যানয় ৩ রাত, সিঙ্গাপুর ২ রাত ও মালয়েশিয়া ৩ রাত হোটেল ভাড়া।
খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার শেয়ার বেইজড।
প্রতি দেশে ১ দিন করে সিটি টুর
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস
সিটি টুরের ট্রান্সপোর্ট
৪ দেশের ভিসা খরচ
সকল এয়ার টিকেট, রিটার্ন সহ।
গাইড সার্ভিস।

✅অন্তর্ভুক্ত নয়
দুপুরের খাবার, মেডিক্যাল খরচ, ব্যক্তিগত খরচ, অন্য কোন পরিবহন খরচ, অপ্রত্যাশিত বা দূর্ঘটনাজনিত খরচ, হোটেলে আরলি চেক ইন ও লেট চেক আউট।
যে কোন জরিমানা, নিজের কারণে কোন সার্ভিস নিতে ব্যর্থ হলে তার খরচ। অর্থাৎ উল্লেখিত নয় এমন যে কোন খরচ বা সার্ভিস।

💥💥 প্যাকেজ ২, ও ৩ এর বিস্তারিত ফোনে জেনে নিতে হবে। এই প্যাকেজ গুলো ১০০% প্রফেশনাল ও রিলাক্স। থাকা, খাওয়া, পরিবহন, সাইটসিং পুরোপুরি উন্নত মানের।

ভিয়েতনামের এপ্রুভাল + স্টীকার ভিসা নিতে চাইলে অতিরিক্ত ৫৫০০/- টাকা লাগবে।

ধন্যবাদ সবাইকে❤️

04/11/2023

গ্রুপের এক্টিভ ও জেনুইন টুরিস্টগণ আগামী ডিসেম্বর থেকে ট্রাভেলিং এইড এর যে কোন ইভেন্টে ইএমআই এর মাধ্যমে ভ্রমন প্যাকেজে যেতে পারবেন

আমাদের কাতার, দুবাই ও ওমরাহ গ্রুপের সদস্যগণআমাদের পরবর্তী গ্রুপে যোগ দিতে কল করুন01917-282095
02/11/2023

আমাদের কাতার, দুবাই ও ওমরাহ গ্রুপের সদস্যগণ
আমাদের পরবর্তী গ্রুপে যোগ দিতে কল করুন
01917-282095

30/10/2023

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ও ভিয়েতনাম ভ্রমন❤️
বাজেট ১৫৯,৯০০/- টাকা।
১১ রাত ১২ দিন।
✌️ভ্রমণ সম্ভাব্যঃ ডিসেম্বর ২০,২০২৩ইং
বুকিং মানিঃ ৫০,০০০/- টাকা।

ডিটেইলসঃ✅
✅থাইল্যান্ড ৩ রাত ৪ দিন, মালয়েশিয়া ৩ রাত ৪ দিন, সিঙ্গাপুর ২ রাত ৩ দিন ও ভিয়েতনাম ৩ রাত ৪ দিন।
✅ ২ বেলা খাবার শেয়ার বেইজড।(সকাল ও রাত)
✅ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ১ দিন করে সাইটসিং। (সিটি টুর)
✅হোটেলঃ ১ রুমে ২/৩ জন, কাপল রুমে খরচ বাড়বে।
✅গাইড খরচ।
🔽 সিঙ্গাপুর টু কুয়ালালামপুর বাই রোডে হবে।
🔽বুকিং মানিঃ ৫০,০০০/- অফেরতযোগ্য।
🔽 কেউ চাইলে তার পছন্দমতো যে কোন দেশ পছন্দ করে অংশগ্রহণ করতে পারবে। যেমন- শুধু থাইল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুর, শুধু সিঙ্গাপুর/ মালয়েশিয়া।
সিঙ্গাপুর ও মালয়েশিয়া অথবা ভিয়েতনাম।
🔽সিঙ্গেল নারী, পুরুষ ও পরিবার সবাই অংশগ্রহণ করতে পারবেন।
🔽বুকিং করতেঃ 0️⃣1️⃣9️⃣1️⃣7️⃣-2️⃣8️⃣2️⃣0️⃣9️⃣5️⃣

ডকুমেন্টসঃ ✅ থাইল্যান্ড
১. পাসপোর্ট
২. ২ কপি ছবি ল্যাব প্রিন্ট ৩৫*৪৫ এমএম সাইজ।
৩. ব্যাক স্টেটমেন্ট ৬ মাসের ও সলভেন্সি সার্টিফিকেট
৪. পেশাগত ডকুমেন্টস যেমনঃ চাকরীজীবী হলে, এনওসি, সেলারি স্টেটমেন্ট/ পে স্লিপ, আইডি কার্ড।
স্টুডেন্ট হলে আইডি কার্ড, সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অভিভাবক থেকে স্পন্সর লেটার।
ব্যবসায়ী হলে, ট্রেড লাইসেন্স নোটারী করা এবং ইংরেজি অনুবাদসহ। ২ কপি বিজনেস প্যাড।
৫. ভিজিটিং কার্ড
৬. পূর্বের ভিসা কপি।

✅মালয়েশিয়া ও সিঙ্গাপুর
১. পাসপোর্ট ও কপি
২. ২ কপি ছবি ল্যাব প্রিন্ট ৩৫*৪৫ এমএম সাইজ (সিঙ্গাপুর) । মালয়েশিয়া (৩৫*৫০)এমএম সাইজ
৩. ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের ও সলভেন্সি সার্টিফিকেট
৪. পেশাগত ডকুমেন্টস যেমনঃ চাকরীজীবী হলে, এনওসি, সেলারি স্টেটমেন্ট/ পে স্লিপ, আইডি কার্ড।
স্টুডেন্ট হলে আইডি কার্ড, সুপারিশ পত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অভিভাবক থেকে স্পন্সর লেটার।
ব্যবসায়ী হলে, ট্রেড লাইসেন্স নোটারী করা এবং ইংরেজি অনুবাদসহ। ৪ কপি বিজনেস প্যাড।
৫. ভিজিটিং কার্ড
৬. পূর্বের ভিসা কপি।
৭. এনআইডি
৮. ভ্যাকসিন সার্টিফিকেট
৯. টিন (যদি থাকে)

👌ভিয়েতনাম ভিসা: পাসপোর্টের স্ক্যান কপি ও পাসপোর্ট সাইজের ছবি।

💥বুকিং এর সময় সীমা: নভেম্বর ১৫,২০২৩ইং। এরপর বুকিং করলে প্যাকেজ মূল্য কমপক্ষে ১০ হাজার থেকে বেশিও বাড়তে পারে।
বুকিং মানি অফেরতযোগ্য।
যাদের কয়েকটি দেশ ভিজিট আছে কেবল তারাই এই প্যাকেজে এড হতে পারবেন। ফ্রেশ পাসপোর্ট হোল্ডারগণ এটি এড়িয়ে চলুন।
যাদের নিজের কোন ডকুমেন্টস নাই তারাও এটি এড়িয়ে চলুন।
গ্রুপ টুরে ছাড় দেয়ার মানসিকতা না থাকলে এটি আপনার জন্য নয়।

প্যাকেজ: ১ বাজেট ট্রিপ, মূল্য: ১৫৯,৯০০/-
প্যাকেজ ২ স্ট্যান্ডার্ড ট্রিপ, মূল্য: ১৭৯,৯০০/-
প্যাকেজ ৩: রিল্যাক্স প্রিমিয়াম, মূল্য: ১৯৯,৯০০/-

✅অন্তর্ভুক্ত:
স্ট্যান্ডার্ড মানের হোটেল। ব্যাংকক ১ রাত, পাতায়া ২ রাত। হ্যানয় ৩ রাত, সিঙ্গাপুর ২ রাত ও মালয়েশিয়া ৩ রাত হোটেল ভাড়া।
খাবার: সকালের নাস্তা ও রাতের খাবার শেয়ার বেইজড।
প্রতি দেশে ১ দিন করে সিটি টুর
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস
সিটি টুরের ট্রান্সপোর্ট
৪ দেশের ভিসা খরচ
সকল এয়ার টিকেট, রিটার্ন সহ।
গাইড সার্ভিস।

✅অন্তর্ভুক্ত নয়
দুপুরের খাবার, মেডিক্যাল খরচ, ব্যক্তিগত খরচ, অন্য কোন পরিবহন খরচ, অপ্রত্যাশিত বা দূর্ঘটনাজনিত খরচ, হোটেলে আরলি চেক ইন ও লেট চেক আউট।
যে কোন জরিমানা, নিজের কারণে কোন সার্ভিস নিতে ব্যর্থ হলে তার খরচ। অর্থাৎ উল্লেখিত নয় এমন যে কোন খরচ বা সার্ভিস।

💥💥 প্যাকেজ ২, ও ৩ এর বিস্তারিত ফোনে জেনে নিতে হবে। এই প্যাকেজ গুলো ১০০% প্রফেশনাল ও রিলাক্স। থাকা, খাওয়া, পরিবহন, সাইটসিং পুরোপুরি উন্নত মানের।

ভিয়েতনামের এপ্রুভাল + স্টীকার ভিসা নিতে চাইলে অতিরিক্ত ৫৫০০/- টাকা লাগবে।

ধন্যবাদ সবাইকে❤️

ব্রিটেনের নাগরিকত্ব পেতে যা প্রয়োজন🇬🇧✅ব্রিটেনের নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে দুটি পরীক্ষায় পাস করতে হয় আবেদনকারীকে। ✅পরীক্...
29/09/2023

ব্রিটেনের নাগরিকত্ব পেতে যা প্রয়োজন🇬🇧
✅ব্রিটেনের নাগরিকত্ব ও পাসপোর্ট পেতে দুটি পরীক্ষায় পাস করতে হয় আবেদনকারীকে।
✅পরীক্ষা দুটি হলো ‘লাইফ ইন দ্য ইউকে টেস্ট’ ও ‘ইংলিশ স্পিকিং অ্যান্ড লিসেনিং টেস্টে’র ন্যূনতম বি-ওয়ান লেভেল। ব্রিটেনে পাঁচ বছর বসবাস ও ঘরে-বাইরে মানুষের সঙ্গে যোগাযোগ ও কথা বলার ধারাবাহিকতায় ইংরেজির বি-ওয়ান লেভেল পাসের ক্ষেত্রে বেশির ভাগ আবেদনকারীকেই তেমন ঝক্কি পোহাতে না হলেও, লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাসের ক্ষেত্রে অনেক আবেদনকারীকেই একাধিকবার পরীক্ষায় বসতে হয়।

✅লাইফ ইন দ্য ইউকে
এ পরীক্ষায় ব্রিটেনের ইতিহাস, সংস্কৃতি ও সমাজসহ আপনার জ্ঞানের মূল্যায়ন করবে। ২৪টি মাল্টিপল চয়েস বা অনেকগুলো উত্তরের মধ্যে সঠিক উত্তর দেওয়ার জন্য কাছে ৪৫ মিনিট থাকবে এবং কমপক্ষে ১৮টি প্রশ্নের সঠিক উত্তর দিলেই পাস করা যাবে।

লাইফ ইন ইউকে পরীক্ষার প্রতিবারের জন্য ৫০ পাউন্ড খরচ হয়, তাই এটি প্রথমবারেই পাস করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। অফিসিয়াল সরকারী হ্যান্ডবুক, ‘লাইফ ইন দ্য ইউকে: নতুন বাসিন্দাদের জন্য নির্দেশনা‘ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। এটিতে যুক্তরাজ্য সম্পর্কে ঐতিহাসিক তথ্য থেকে শুরু করে আরও আধুনিক ব্রিটিশ রীতিনীতি পর্যন্ত সবকিছুই সন্নিবেশিত।

বইটি ছাড়াও প্রস্তুতির জন্য ফ্রি বিভিন্ন অ্যাপসের পাশাপাশি কিছু অ্যাপ অর্থের বিনিময়ে বিক্রি হয়, যেসব অ্যাপ প্রস্তুতির জন্য উপকারী। অনেক অনলাইন প্ল্যাটফর্ম বিনামূল্যে অনুশীলন পরীক্ষা অফার করে, যা অতীতের পরীক্ষার প্রশ্নগুলো ব্যবহার করে বাস্তব পরীক্ষার অনুকরণ করে, আপনাকে প্রশ্নের কাঠামো, আপনার অধ্যয়নের জন্য প্রয়োজনীয় বিষয়বস্তুর ধরন ও লেআউট সম্পর্কে ধারণা দেয়, যাতে আপনি পরীক্ষার দিনে অবাক না হন।

জ্ঞান মূল্যায়ন করতে, পরীক্ষার কাঠামোর সঙ্গে নিজেকে পরিচিত করতে এবং আরও পর্যালোচনার প্রয়োজন এমন ক্ষেত্রগুলো শনাক্ত করতে সেগুলো ব্যবহার করতে পারেন। এ পরীক্ষার জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে থাকা স্টাডি গ্রুপ বা অনলাইন ফোরামে যোগ দিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করা পারেন এবং নতুন যুক্তরাজ্যের নাগরিক যারা পরীক্ষা দিয়েছেন, তাদের সঙ্গে ধারণা শেয়ার করার সুযোগ রয়েছে।

প্রস্তুতির জন্য যুক্তরাজ্যের সমসাময়িক বিষয়াবলির খোঁজ রাখা, অনলাইনে খবর দেখুন, সংবাদপত্র পড়া এবং ব্রিটিশ সংস্কৃতি ও রাজনীতি অনুসরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করবে এবং আপনাকে আপনার নতুন বাড়ির সঙ্গে আরও সংযুক্ত বোধ করবে।

✅লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা দেওয়ার জন্য ইউকেজুড়ে ৩০টিরও বেশি পরীক্ষা কেন্দ্র রয়েছে। টেস্ট বুক করার জন্য একটি নিবন্ধন লিংকসহ সরকারি গভ.ইউকে (Gov.UK) ওয়েবসাইটে অবস্থানগুলো খুঁজে পেতে পারেন। পরীক্ষার দিনে পরীক্ষার্থীকে তার নাম-ঠিকানা উল্লেখিত ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিল বা কাউন্সিল ট্যাক্স লেটারের মতো নথির ঠিকানার এবং পরিচয়ের প্রমাণ সঙ্গে আনতে হবে।

পরীক্ষার দিন সঙ্গে সঠিক আইডি ডকুমেন্ট আনা ঠিকানা প্রমাণের মূল কাগজটি আনা, Gov.UK ওয়েবসাইটে অনলাইন বুকিংয়ে বানান ভুল না করা, পরীক্ষার হলে অন্তত ১৫ মিনিট আগে পৌঁছানোর ব্যাপারে সতর্ক থাকুন।

✅ব্রিটেনের নাগরিকত্বের নাগরিকত্বের আগে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের ক্ষেত্রে বর্তমানে টানা পাঁচ বছর নির্দিষ্ট ভিসায় ব্রিটেনে বসবাসের নিয়ম প্রযোজ্য আছে। এ সময়সীমা পাঁচ থেকে বাড়িয়ে আট বছর করার পরিকল্পনা করছে দেশটির হোম অফিস। এ ছাড়া প্রস্তাবিত বড় পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে আবেদনকারীকে ন্যূনতম দুই বছরের কাজের প্রমাণ অথবা ব্রিটেনে দুই বছরের লেখাপড়ার শর্ত যুক্ত হয়েছে। একই সঙ্গে আবেদনকারী আবেদনের আগের ১০ বছর কোনও মামলায় সাজাপ্রাপ্ত হলে তিনি স্থায়ী বসবাসের জন্য আবেদনের যোগ্যতা হারাবেন।

এ ছাড়া বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের ইনডেফিনিট লিভ টু রিমেইনের আবেদনে ব্রিটেনের জীবনধারার ওপর পরীক্ষা না লাগলেও নতুন প্রস্তাবনায় তাদের জন্যও লাইফ ইন দ্য ইউকে টেস্টের বিধান রাখা হয়েছে।
#বৃটেন, #বৃটিশ, #যুক্তরাজ্য, #লন্ডন, #ইউকে,
#ইউকেনাগরিকত্ব, #ইংল্যান্ড
, , , , , ,
,

ওমরাহ, কাতার ও দুবাই ভ্রমন❤️❤️দেশের সবচেয়ে কম খরচে, সবচেয়ে ভালো ও মানসম্পন্ন সার্ভিস নিয়ে এবং নিজস্ব গাইড এর তত্বাবধানে ...
28/09/2023

ওমরাহ, কাতার ও দুবাই ভ্রমন❤️❤️
দেশের সবচেয়ে কম খরচে, সবচেয়ে ভালো ও মানসম্পন্ন সার্ভিস নিয়ে এবং নিজস্ব গাইড এর তত্বাবধানে এই প্যাকেজটি সাজানো হয়েছে।
আগ্রহী যে কেউ সিঙ্গেল/পরিবারসহ এই প্যাকেজে অংশগ্রহণ করতে পারবেন। কেউ চাইলে শুধু ওমরাহ/ কাতার ও দুবাই/ দুবাই/ ওমরাহ ও কাতার/ ওমরাহ দুবাই এভাবেও করতে পারবেন।
এটি এমন ভাবে কাস্টমাইজ করে সাজানো হয়েছে যাতে যে কেউ তার সাধ্যের মধ্যে থেকে অংশগ্রহণ করতে পারে।

Ⓜ️প্যাকেজ ০১: ওমরাহ, কাতার ও দুবাই
ব্যাপ্তি: ১৫ রাত ১৬ দিন।
ওমরাহ: ০৯ রাত ১০ দিন, মক্কায় ৫ রাত এবং মদিনায় ৪ রাত। কাতার: ০৩ রাত ০৪ দিন, দুবাই: ০৩ রাত ০৪ দিন।

✅প্যাকেজে অন্তর্ভুক্ত:
ভিসা: ওমরাহ, দুবাই ও কাতার
ইন্সুইরেন্স: সৌদি ও দুবাই
এয়ার টিকেট: ঢাকা- সৌদি- কাতার - দুবাই রিটার্ন এয়ার টিকেট
খাবার: দৈনিক ৩ বেলা মানসম্মত খাবার (ওমরাহ),
কাতার ও দুবাই সকাল ও রাতের খাবার।
হোটেল: স্ট্যান্ডার্ড লেবেলের হোটেল, এক রুমে ৪/৫/৬ জন। (ওমরাহ), হোটেল ৫০০-৯০০ মিটারের মধ্যে।
কাতার ও দুবাই এক রুমে ২/৩ জন।
মক্কা ও মদিনায় জিয়ারা
কাতার ও দুবাই ১ দিন করে সিটি টুর।
দুবাই ডেজার্ট সাফারি
এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ (০৩ দেশ)
মোয়াল্লেম ও গাইড

✍️প্যাকেজ মূল্য: ২২০,০০০/- টাকা তবে সৌদি থেকে কাতার বাই রোডে হলে ২১৫,০০০/- টাকা জনপ্রতি মাত্র।

👊প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
কাতার ও দুবাই দুপুরের খাবার
কাতার ইন্সুইরেন্স (যদি লাগে)
প্যাকেজের বাইরে ট্রান্সপোর্ট
হোটেল নির্দিষ্ট সময়ের আগে চেক ইন এবং নির্ধারিত সময়ের পরে চেক আউট খরচ
ব্যক্তিগত/ মেডিক্যাল / দূর্ঘটনাটা জনিত খরচ
অপ্রত্যাশিত খরচ
অতিরিক্ত দিন স্টে খরচ
অতিরিক্ত খাবার/ নাস্তা/ পানীয় জলের খরচ
মোবাইল বিল ও ইন্টারনেট বিল
নিজ অর্ডারের যে কোন বিল

0️⃣বুকিং পলিসি: পুরোপুরি অফেরতযোগ্য
বুকিং মানি: ১০০,০০০/- এক লক্ষ টাকা। অবশিষ্ট টাকা যাত্রার তারিখের ১০ দিন পূর্বে অবশ্যই পরিশোধ করতে হবে।
বুকিং করার পর বাতিল করা/ স্থগিত করা যাবে না।

Ⓜ️প্যাকেজ ০২: শুধু ওমরাহ, ১৪ রাত ১৫ দিন।
মক্কায় ৭ রাত ৮ দিন ও মদিনায় ৭ রাত ৮ দিন।
প্যাকেজ মূল্য: ১৩৫,০০০/- টাকা খাবারসহ।

Ⓜ️প্যাকেজ ০৩: কাতার ও দুবাই: ০৬ রাত ০৭ দিন।
কাতার ০৩ রাত ০৪ দিন ও দুবাই ৩ রাত ৪ দিন।
প্যাকেজ মূল্য: ১৪৫,০০০/- টাকা, ভিসা খরচসহ।
✅প্যাকেজ ০৪: ওমরাহ ও দুবাই: ১৮০,০০০/-
✅প্যাকেজ ০৫: কাতার ও ওমরাহ ১৭০,০০০/-
✍️সার্ভিস চার্জ: ৬০০০/- জন প্রতি। টুর শেষে যে টাকা অবশিষ্ট থাকবে তা ফেরত দেয়া হবে। অর্থাৎ এটি অলাভজনক ইভেন্ট।

✌️ কেউ চাইলে ওমান ও জর্ডান এই টুরে এড করতে পারবেন। সেক্ষেত্রে খরচ আলোচনা সাপেক্ষে।

✅শিশু পলিসি: এয়ার টিকেট খরচ, এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী। ০-৬ বছর পর্যন্ত বাচ্চার জন্য এয়ার টিকেট ও ভিসা খরচ লাগবে। অন্যান্য সকল কিছু অভিভাবকদের সাথে শেয়ার করবে। ৬ বছরের উর্ধ্বে সকল বাচ্চার খরচ প্যাকেজ অনুযায়ী। তবে আলোচনা সাপেক্ষে ডিসিশন নেয়া যাবে।

☑️সম্ভাব্য তারিখ: অক্টোবর, ২০২৩ইং
☑️বুকিং ডেডলাইন : অক্টোবর ১৫, ২০২৩ইং
⤵️যোগাযোগ: এডমিন/মডারেটর, ট্রাভেলিং এইড
০১৯১৭-২৮২০৯৫

Address

Farmgate
Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Travelling Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelling Aid:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Tejgaon

Show All

You may also like