The Seaview Tour & Travel

The Seaview Tour & Travel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Seaview Tour & Travel, Tour Agency, Damdamia Jahaj Ghat, Cox'sBazar, Teknaf.

আলহামদুলিল্লাহ, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি মিলেছে, ইনশাআল্লাহ আগামীকাল  চালু হতে যাচ্ছে টেকনাফ -সেন্ট...
12/01/2023

আলহামদুলিল্লাহ, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি মিলেছে, ইনশাআল্লাহ আগামীকাল চালু হতে যাচ্ছে টেকনাফ -সেন্টমার্টিন জাহাজ চলাচল
টিকিটের জন্য যোগাযোগ করুন 01408805757

সু খবর সু খবর আবারও পর্যটকে মুখরিত হয়ে উঠবে টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাট...খুব শীঘ্রই চালু হবে  ইনশাআল্লাহ
05/01/2023

সু খবর সু খবর

আবারও পর্যটকে মুখরিত হয়ে উঠবে টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাট...

খুব শীঘ্রই চালু হবে ইনশাআল্লাহ

আগামী ১ অক্টোবর ২০২২ থেকে কক্সবাজার - সেন্টমার্টিন সাগর পথে পুনরায় চালু হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস । এরই সাথে প্রবাল...
10/09/2022

আগামী ১ অক্টোবর ২০২২ থেকে কক্সবাজার - সেন্টমার্টিন সাগর পথে পুনরায় চালু হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস । এরই সাথে প্রবাল দ্বীপ এ এবারের সীজন শুরু হচ্ছে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর চলাচল এর সময় সুচী:
কক্সবাজার নুনিয়াছড়া এয়ারপোর্ট এর পাশে, বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে। উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৫.০০ ঘন্টা (+,-) । মাঝে মধ্যে জোয়ার - ভাটা জনিত কারনে ছাড়ার সময় পরিবর্তন হলেও সেটা আমরা আগেই আপনাদের কে অবহিত করবো ফোন অথবা এস এম এস এর মাধ্যমে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ভাড়ার তালিকা (শীতাতপ নিয়ন্ত্রিত ও রিটার্ন টিকেট সহ):
ইকোনমি ক্লাস (লেভেন্ডার / মেরিগোল্ড) চেয়ার: ৩২০০/-
বিজনেস ক্লাস (গ্ল্যাডিওলাস) চেয়ার : ৪০০০/-
ওপেন ডেকঃ ৪০০০/-
লিলাক লাউঞ্জঃ ৪০০০/-
ভি আই পি লাউঞ্জঃ ৪৫০০/-
সিঙ্গেল কেবিনঃ ৭৫০০/- (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন : ১২০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন (লাক্সারী) : ২০০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিনঃ ২৮০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
সিঙ্গেল ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত কেউ কেবিনে থাকতে চাইলে জন প্রতি আলাদা ইকোনমি ক্লাস টিকেট কেটে নিতে হবে।
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে সৌজন্য মূলক স্ন্যাকস/ নাস্তা। ৫ বছর অবধি বাচ্চাদের টিকেট লাগবে না । বাবা মা এর কোলে বসে যেতে পারবে। ৫+ বছরের বাচ্চাদের ফুল টিকেট লাগবে ।

কক্সবাজার শহরের এয়ারপোর্ট রোডে অবস্থিত , উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট হতে সকাল ৭ টায় ছেড়ে যাওয়ার পথে সম্মানিত পর্যটক রা দেখতে পাবেন,কক্সবাজার এর ঐতিহ্য মন্ডিত বাঁকখালি নদী এবং বাঁকখালি নদীর দু’পাশে গড়ে উঠা বেষ্টিত ম্যানগ্রোভ বন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের চলমান কার্যকলাপ সমূহ, বাঁকখালি নদী-মহেশখালি – বঙ্গপোসাগর এর ত্রিমোহনা ।
কক্সবাজার সমুদ্র সৈকত এর প্রথম ভাগের জিরো পয়েন্ট এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সাগরের মাঝে বর্ধিত রান ওয়ে এর শেষ অংশ,পাহাড়ী দ্বীপ মহেশখালি এবং ভার্জিন দ্বীপ সোনাদিয়ার উপকূলীয় অঞ্চল সমূহ । বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার এর ১২০ কিঃমিঃ সমুদ্র সৈকত এর ল্যান্ড ভিউ এবং ডে এন্ড নাইট ভিউ। আরও দেখতে পাবেন টেকনাফ, শাহ্ পরীর দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের শেষ ভাগ বা জিরো পয়েন্ট। এই পুরো জার্নি টা হবে সাগর পথে অসাধারণ এক অভিজ্ঞতা অর্জন।

টেকনাফ - সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হবে অক্টোবর এর মাঝামাঝি তে। তখন আমাদের কাছে পাবেন এম ভি বে ক্রুজার ১, এস টি শহীদ সুকান্ত বাবু, এম ভি ফারহান, এম ভি পারিজাত, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, কেয়ারী সিন্দবাদ ও এম ভি আটলান্টিক ক্রুজ এর টিকেট। এছাড়া কক্সবাজার - সেন্টমার্টিন নৌ রুটের সবার প্রিয় এম ভি কর্নফুলী জাহাজ এর টিকেট সহ চট্রগ্রাম - সেন্টমার্টিন নৌ রুটের জাপান থেকে আমদানি কৃত ক্রুজ জাহাজ এম ভি বে ওয়ান এর টিকেট রিজার্ভেশন। আমাদের কাছে পাচ্ছেন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট এর রিসোর্ট ও হোটেল বুকিং।

যোগাযোগ করুনঃ 01846529818........................ 01408805757

আলহামদুলিল্লাহ আগামীকাল ২০ ই ডিসেম্বর ২০২১ইং হতে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করবে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত...
20/12/2021

আলহামদুলিল্লাহ

আগামীকাল ২০ ই ডিসেম্বর ২০২১ইং হতে টেকনাফ টু সেন্টমার্টিন নৌ-রোড়ে নিয়মিত চলাচল করবে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও বিলাসবহুল জাহাজ এম ভি বে-ক্রুজার-০১

বর্তমান টিকেট মূল্যঃ
টেকনাফ-সেন্ট মার্টিন- টেকনাফ (যাওয়া-আসা)

১-রজনীগন্ধা - ১৪০০/-
২-হাসনাহেনা - ১৫০০/-
৩-কৃষ্ণচূড়া -- ১৭০০/-

* ৫ বছরের নিচে ছোট বাচ্চা ফ্রি। ৫ বছরের উপরে হলে শিপ টিকেট নিতে হবে।

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
০১. সম্পূর্ণ শীত-তাপ নিয়ন্ত্রিত
০২. দ্রুতগামী
০৩. শিপের বাইরে দাঁড়িয়ে সমুদ্র উপভোগের সুযোগ

যোগাযোগ

01846529818
01408805757
অফিস সুগন্ধা মোড় কলাতলি কক্সবাজার

সেন্টমার্টিন দ্বীপ 🏝️🛳️🏖️শিপঃ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন (টেকনাফ-সেন্টমার্টিন)সেন্টমার্টিন ২০২১-২০২২ সিজনের জন্য টেকনাফ - সে...
13/11/2021

সেন্টমার্টিন দ্বীপ 🏝️🛳️🏖️

শিপঃ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন (টেকনাফ-সেন্টমার্টিন)

সেন্টমার্টিন ২০২১-২০২২ সিজনের জন্য টেকনাফ - সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি পেয়েছে এই রুটের অন্যতম লাক্সারি শিপ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন"।

*১৬ নভেম্বর ২০২১ এ টেকনাফ থেকে এটি পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর থেকে নিয়মিত চলাচল করবে।
আপ-ডাউন টিকেট প্রাইজ-
১। এক্সক্লুসিভ লাউঞ্জ (আপ-৬০০, ডাউন-৫০০)= ১১০০৳
২। কোরাল লাউঞ্জ (আপ-৭০০, ডাউন-৬০০)= ১৩০০৳
৩। পার্ল লাউঞ্জ (আপ-৮৫০, ডাউন-৭৫০)= ১৬০০৳

সীট ক্যাপাসিটিঃ
*এক্সক্লুসিভ লাউঞ্জ - ৪৪ প্যাসেঞ্জার
*কোরাল লাউঞ্জ- ১৫৬ প্যাসেঞ্জার
*পার্ল লাউঞ্জ- ১১০ প্যাসেঞ্জার
✅টোটাল সীটঃ ৩১০ প্যাসেঞ্জার

⏱️ছাড়ার সময়ঃ
🕘টেকনাফে রিপোর্টিং টাইম- সকাল ৯টায়।
🕤টেকনাফ থেকে ছাড়ে- সকাল ৯টা ৩০ মিনিটে।
🕝সেন্টমার্টিনে রিপোর্টিং টাইম- দুপুর ২টা ৩০ মিনিটে।
🕒সেন্টমার্টিন থেকে ছাড়ে- বিকাল ৩ টা

ব্রেকিং নিউজ...সেন্টমার্টিন দ্বীপের জেটির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে!এর মধ্যে জাহাজের অনুমতিও হয়ে গেছে।আসছে ১৬ই নভেম্বর সেন্...
12/11/2021

ব্রেকিং নিউজ...

সেন্টমার্টিন দ্বীপের জেটির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে!
এর মধ্যে জাহাজের অনুমতিও হয়ে গেছে।
আসছে ১৬ই নভেম্বর সেন্টমার্টিন জেটিতে
ল্যান্ড করবে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন।

১৮ই নভেম্বর থেকে সব জাহাজ চলবে।

সেন্টমার্টিন এর জেটিসহ পর্যটন সম্পর্কিত বিষয়াবলি পরিদর্শনে এসেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে প্রতিনিধি দ...
01/11/2021

সেন্টমার্টিন এর জেটিসহ পর্যটন সম্পর্কিত বিষয়াবলি পরিদর্শনে এসেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর নেতৃত্বে প্রতিনিধি দল!

সেই সুবাধে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন পর্যটকবাহী জাহাজ এখন সেন্টমার্টিন ঘাটে।

আশা করছি_
শীঘ্রই জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হতে পারে।

Copy নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে নভেম্বরে। দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার অবসান হচ্ছে চট্টগ...
08/10/2021

Copy
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-চট্টগ্রাম রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে নভেম্বরে। দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার অবসান হচ্ছে চট্টগ্রাম থেকে ভোলা-বরিশালে চলাচলকারী যাত্রীদের। ৭৫০ আসনের যাত্রীবাহী দুটি জাহাজ দিয়ে এই রুটে জাহাজ সার্ভিস চালু হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চট্টগ্রাম-বরিশাল রুটে এমভি বার আউলিয়া ও এমভি তাজউদ্দীন নামের দুটি জাহাজ চলাচলের উদ্যোগ নিয়েছে। ২০১২ সালে এ রুটে চলাচলকারী জাহাজগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৯ বছর পর আবারও রুটটি চালু হলে চট্টগ্রামে বসবাস করা ভোলা ও বরিশাল অঞ্চলের যাত্রীদের দুর্ভোগের সমাপ্তি ঘটবে।

চট্টগ্রাম থেকে ভোলা ও বরিশালে সরাসরি যাতায়াতব্যবস্থা নেই। যাতায়াত করতে হয় অনেক পথ ঘুরে। চট্টগ্রাম থেকে বরিশালের যাত্রীরা বাস ও ট্রেনে চাঁদপুর যান। সেখান থেকে বাকি পথ যেতে হয় লঞ্চে। ভোলার বেশির ভাগ যাত্রী চট্টগ্রাম থেকে বাসে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট দিয়ে পাড়ি দেন নিজ জেলায়। এভাবে এই রুটে চলাচল করতে গিয়ে সময় ও অর্থের অপচয় হয়। জাহাজ চালু হলে চট্টগ্রাম থেকে অল্প খরচে ১২ থেকে ১৫ ঘণ্টায় সরাসরি ভোলা ও বরিশাল যেতে পারবেন যাত্রীরা।

আনন্দ উপভোগ করতে চাইলে  হয় বন্ধু নিয়ে আসুন না হয় পরিবার নিয়ে  আসুন🌸
11/09/2021

আনন্দ উপভোগ করতে চাইলে
হয় বন্ধু নিয়ে আসুন না হয় পরিবার নিয়ে আসুন🌸

16/06/2021

Alhamdulillah

Address

Damdamia Jahaj Ghat, Cox'sBazar
Teknaf
4761

Telephone

+8801846529818

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Seaview Tour & Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Seaview Tour & Travel:

Share


Other Teknaf travel agencies

Show All

You may also like