10/09/2022
আগামী ১ অক্টোবর ২০২২ থেকে কক্সবাজার - সেন্টমার্টিন সাগর পথে পুনরায় চালু হচ্ছে এম ভি কর্নফুলী এক্সপ্রেস । এরই সাথে প্রবাল দ্বীপ এ এবারের সীজন শুরু হচ্ছে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর চলাচল এর সময় সুচী:
কক্সবাজার নুনিয়াছড়া এয়ারপোর্ট এর পাশে, বি আই ডব্লিও টি এ ঘাট থেকে ছাড়বে সকাল: ৭.০০ মিনিটে।
সেন্টমারটিন থেকে ছাড়বে বিকাল: ৩.৩০ মিনিটে। উভয় দিক থেকে গন্তব্যে পৌছুতে সময় লাগবে ৫.০০ ঘন্টা (+,-) । মাঝে মধ্যে জোয়ার - ভাটা জনিত কারনে ছাড়ার সময় পরিবর্তন হলেও সেটা আমরা আগেই আপনাদের কে অবহিত করবো ফোন অথবা এস এম এস এর মাধ্যমে ।
এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ এর ভাড়ার তালিকা (শীতাতপ নিয়ন্ত্রিত ও রিটার্ন টিকেট সহ):
ইকোনমি ক্লাস (লেভেন্ডার / মেরিগোল্ড) চেয়ার: ৩২০০/-
বিজনেস ক্লাস (গ্ল্যাডিওলাস) চেয়ার : ৪০০০/-
ওপেন ডেকঃ ৪০০০/-
লিলাক লাউঞ্জঃ ৪০০০/-
ভি আই পি লাউঞ্জঃ ৪৫০০/-
সিঙ্গেল কেবিনঃ ৭৫০০/- (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন : ১২০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন (লাক্সারী) : ২০০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিনঃ ২৮০০০/- (২ জন এর জন্য প্রযোজ্য)
সিঙ্গেল ব্যাতীত, প্রতিটি টুইন বেড, ভি আই পি ও ভি ভি আই পি কেবিন ২ জন এর জন্য প্রযোজ্য, অতিরিক্ত কেউ কেবিনে থাকতে চাইলে জন প্রতি আলাদা ইকোনমি ক্লাস টিকেট কেটে নিতে হবে।
আপনার ফেরার (রিটার্ন) তারিখ টিকেট কাটার পূর্বেই উল্লেখ করতে হবে। প্রতিবার যাত্রায় এম ভি কর্নফুলী এক্সপ্রেস এর পক্ষ থেকে থাকছে সৌজন্য মূলক স্ন্যাকস/ নাস্তা। ৫ বছর অবধি বাচ্চাদের টিকেট লাগবে না । বাবা মা এর কোলে বসে যেতে পারবে। ৫+ বছরের বাচ্চাদের ফুল টিকেট লাগবে ।
কক্সবাজার শহরের এয়ারপোর্ট রোডে অবস্থিত , উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট হতে সকাল ৭ টায় ছেড়ে যাওয়ার পথে সম্মানিত পর্যটক রা দেখতে পাবেন,কক্সবাজার এর ঐতিহ্য মন্ডিত বাঁকখালি নদী এবং বাঁকখালি নদীর দু’পাশে গড়ে উঠা বেষ্টিত ম্যানগ্রোভ বন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের চলমান কার্যকলাপ সমূহ, বাঁকখালি নদী-মহেশখালি – বঙ্গপোসাগর এর ত্রিমোহনা ।
কক্সবাজার সমুদ্র সৈকত এর প্রথম ভাগের জিরো পয়েন্ট এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সাগরের মাঝে বর্ধিত রান ওয়ে এর শেষ অংশ,পাহাড়ী দ্বীপ মহেশখালি এবং ভার্জিন দ্বীপ সোনাদিয়ার উপকূলীয় অঞ্চল সমূহ । বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার এর ১২০ কিঃমিঃ সমুদ্র সৈকত এর ল্যান্ড ভিউ এবং ডে এন্ড নাইট ভিউ। আরও দেখতে পাবেন টেকনাফ, শাহ্ পরীর দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের শেষ ভাগ বা জিরো পয়েন্ট। এই পুরো জার্নি টা হবে সাগর পথে অসাধারণ এক অভিজ্ঞতা অর্জন।
টেকনাফ - সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হবে অক্টোবর এর মাঝামাঝি তে। তখন আমাদের কাছে পাবেন এম ভি বে ক্রুজার ১, এস টি শহীদ সুকান্ত বাবু, এম ভি ফারহান, এম ভি পারিজাত, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, কেয়ারী সিন্দবাদ ও এম ভি আটলান্টিক ক্রুজ এর টিকেট। এছাড়া কক্সবাজার - সেন্টমার্টিন নৌ রুটের সবার প্রিয় এম ভি কর্নফুলী জাহাজ এর টিকেট সহ চট্রগ্রাম - সেন্টমার্টিন নৌ রুটের জাপান থেকে আমদানি কৃত ক্রুজ জাহাজ এম ভি বে ওয়ান এর টিকেট রিজার্ভেশন। আমাদের কাছে পাচ্ছেন লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট এর রিসোর্ট ও হোটেল বুকিং।
যোগাযোগ করুনঃ 01846529818........................ 01408805757