Molin Visa Point

Molin Visa Point দায়িত্ব সহকারে জরুরী পাসপোর্ট ও ভিসা প্রসেসিং করা হয়।

ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত ইতিমধ্যে দেশের মধ্যে ব্যস্ততম ল্যান্ড বর্ডার। এই টার্মিনালটি হওয়ার ফলে দুই দেশের মধ্যে ...
02/11/2024

ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত ইতিমধ্যে দেশের মধ্যে ব্যস্ততম ল্যান্ড বর্ডার। এই টার্মিনালটি হওয়ার ফলে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটকদের আগমন আরো সুগম হয়ে উঠবে।

এখানে রয়েছে ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি চেক পয়েন্ট, ওয়েটিং এরিয়া, ডিউটি ফ্রি দোকান, ক্যাফে, কারেন্সি এক্সচেঞ্জ, ওষুধের দোকান, কনভেয়ার বেল্ট, অফিস স্পেস, কার পার্কিং সহ যেকোনো এয়ারপোর্টে যা যা ব্যবস্থা থাকা সম্ভব সবই রয়েছে।

এটি সদ্য উদ্বোধন হওয়া বনগার পেট্রাপোল সীমান্তের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ও কার্গো গেট।

এই তিন তলা ঝা চকচকে টার্মিনাল তৈরি করেছে শাপুর্জি পালোনজি সংস্থা। দৈনিক ২০,০০০ যাত্রী যাতায়াত করতে পারবে।

সু- স্বাগতম ভারত🌹

বাংলাদেশিদের জন্য খুব শিগগির ভারতের পর্যটক ভিসা চালু হচ্ছে না। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা  রোববার (২০ ...
21/10/2024

বাংলাদেশিদের জন্য খুব শিগগির ভারতের পর্যটক ভিসা চালু হচ্ছে না। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার (২০ অক্টোবর) এমনই ইঙ্গিত দিয়েছেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন তিনি।

ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (পর্যটক ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে, এখন যাদের জরুরি দরকার তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।

হাইকমিশনার বলেন, আমরা চাই না, এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে।

ভারতীয় ভিসা আপডেটঃ-বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর বিবেচনা করে সীমিত পরিসরে মেডিকেল ভিসা/ স্টুডেন্ট ভিসা ও ডাবল এন্ট্রি ...
20/10/2024

ভারতীয় ভিসা আপডেটঃ-

বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর বিবেচনা করে সীমিত পরিসরে মেডিকেল ভিসা/ স্টুডেন্ট ভিসা ও ডাবল এন্ট্রি ভিসার কার্যক্রম চলমান রয়েছে।

ভারতীয় সরকারি সূত্র নিশ্চিত করেছে, জরুরি ভিসার জন্য মাত্র কয়েকশ অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকভাবে অন্তর্...
30/09/2024

ভারতীয় সরকারি সূত্র নিশ্চিত করেছে, জরুরি ভিসার জন্য মাত্র কয়েকশ অনুরোধ বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত রয়েছে...

29/09/2024

Happiness On
12/09/2024

Happiness On

------------ভারতীয় ভিসা আপডেট------আইভিএসি (IVAC) এক বার্তায় জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি ...
03/09/2024

------------ভারতীয় ভিসা আপডেট------
আইভিএসি (IVAC) এক বার্তায় জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভিএসি বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে।

এছাড়া এ ৫টি আইভিএসি থেকে জরুরি ক্ষেত্রে যেমন- বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশে ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে। পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম শুরু না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি।

Molin Visa Point

শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ...
30/08/2024

শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তবে, এ কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি বলেন, ‘আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পুরিপূর্ণ কাজ শুরু করব।’

চলো পাশে দাড়াই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিজ নিজ সামর্থ্য দিয়ে.....
22/08/2024

চলো পাশে দাড়াই
ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলের নিজ নিজ সামর্থ্য দিয়ে.....

19/08/2024

ব্রেকিং নিউজ -
আগামীকাল সকাল ১১ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ হবে। ঠাকুরগাঁও ভিসা অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে আসবেন

পাসপোর্ট জমার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আনন্দিত ও হাসিখুশী থাকার জন্য ভ্রমণের বিকল্প নেই
11/08/2024

আনন্দিত ও হাসিখুশী থাকার জন্য ভ্রমণের বিকল্প নেই

03/08/2024

জরুরী বিজ্ঞপ্তি:
চলমান পরিস্থিতির কারণে আগামীকাল ০৪/০৮/২০২৪ইং তারিখ IVAC অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে...

With Molin Roy – I just got recognised as one of their top fans! 🎉
18/07/2024

With Molin Roy – I just got recognised as one of their top fans! 🎉

নোটিশ বিজ্ঞপ্তিঃআগামীকাল ভারতীয় ভিসা অফিসের সকল অফিসিয়ালি কার্যক্রম বন্ধ থাকিবে।
17/07/2024

নোটিশ বিজ্ঞপ্তিঃ
আগামীকাল ভারতীয় ভিসা অফিসের সকল অফিসিয়ালি কার্যক্রম বন্ধ থাকিবে।

---ভিসা-আপডেট--২০২৪-বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন আসলে কোন ভিসাই সহজ না।১: ইন্ডিয়া যাবেন? ৬ মাসের ভিসা পেতে জী...
02/06/2024

---ভিসা-আপডেট--২০২৪-
বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য এখন আসলে কোন ভিসাই সহজ না।

১: ইন্ডিয়া যাবেন? ৬ মাসের ভিসা পেতে জীবন ক্ষয় হবে, পেলেও আপনার সময় লাগবে ৪ মাস।

২: মিডলইস্টের সব দেশের টুরিস্ট ভিসা প্রায় বন্ধ। মানে আপনি টুরিস্ট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান যেতে পারবেন না।

৩: আগে আমিরাতের রেসিডেন্সি কার্ড হোল্ডারা কিছু দেশের অন এরাইভাল ভিসা পেত। যেমন, কিরগিস্থান, জর্জিয়া, আজারবাইজান সহ আরো কিছু দেশ। কিন্তু, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে এখন ঢুকতে দিচ্ছে না।

৪: ২০২৩ সালে সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ আমাদের স্বাগতম জানায়। কিন্তু, আমরা এমন ভাবে আমন্ত্রন গ্রহণ করে তাতে ছেড়ে দেই যে, না কেঁদে বাঁচি অবস্থা এইসব দেশের। ফলাফল কাজাখস্তান, কিরগিস্থান ভিসা অফ। বাকি আছে উজবেকিস্তান। এর ই ভিসা পোর্টাল আজকে বেশ কিছু দিন যাবত ডাউন। কোন খারাপ খবর আসতে যাচ্ছে।

৫: ২০২৩ এর সালে ভিসার গণজোয়ার বসা কানাডা ভালভাবেই দরজা বন্ধ করেছে। ভিসা পাওয়ার মত ফাইল ও রিফিউস। ক্যান + এর আন্ডারে যাদের ৭ দিনে ভিসা হইত তাদেরকেও রিফিউস করে দিচ্ছে।

৬: ইউরোপের দেশ গুলো যাছাই বাছাই করে ১৫% ভিসা দেয়। এর মধ্য ৫% আর ব্যাক করে না।

৭: মালয়েশিয়া, কম্বোডিয়া, লাউস, ইন্দোনেশিয়া তে এখন ভিসা হয়। কিন্তু বাংলাদেশের ৮০% মানুষকে আলাদাভাবে ভিতরের কাউন্টারে নিয়ে যায়, অথবা আলাদাভাবে ইমিগ্রেশন করে।

৮: নেপাল গিয়েও কিছু মানুষ আকাম করে। ওই দেশের পাসপোর্ট বানিয়ে নাকি ইউরোপে আবেদন করে! (আমি ১০০% সিউর না)

৯: অস্ট্রেলিয়ায় চলছে গণ রিজেকশন। ৯৫% এপ্লিকেশন কমন রিজনে রিফিউস করতেছে।

১০: ইউকে ভিসা পাবার জন্য যে রকম ব্যাংক স্টেটমেন্ট দরকার আমাদের দেশের ৯০% মানুষ তেমনভাবে করতে পারে না।

১১: সার্বিয়া, বসনিয়ার জংগলে, জাতিসংঘের ক্যাম্পে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর আটকা পরে আছে।

১২: পানামার জংগলে অন লা-শ পঁচে মাটির সাথে মিশে গেছে।

১৩: ব্রাজিল, আর্জেন্টিনায় ও মেক্সিকোতে দেখবেন অনেক বাঙ্গালি বসবাস করে কিন্তু, তাদের মধ্য ৯৯% আমেরিকা যাবার ধান্দায় আটকা পরা বাংলাদেশি।

১৪: লিবিয়া থেকে ইতালির কথা আমরা সবাই জানি। এইটা না বললাম।

১৫: বাঙ্গালিদের জন্য সব খোলা আছে আফ্রিকার ভিসা। কিন্তু আমার মনে হয় ওখানে গিয়েও আমরা কিছু না কিছু অকাজ করবই। যেমন, মরক্কোর সাথে স্পেনের বর্ডার আছে। এইটা বাঙ্গালিরা জানলেই দেখবেন সবাই মরক্কো লাভার হয়ে যাবো আমরা।

আমাদের দেশে অনেকেই মোজাম্বিক নামক দেশের নাম জানে না। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, আফ্রিকার এই দেশে প্রায় ৩০,০০০ বাংলাদেশি আছে।

সর্বশেষে একটা সুখের খবর শুনাই, যেই শ্রীলংকাকে বাংগালিরা দেউলিয়া হয়ে গেছে বলে উপহাস করতো, সেই শ্রীলংকাও বাংলাদেশীদের জন্যে অন এরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।🥱

লে হালুয়া-যে দেশেই বাঙালি যাবে সেই দেশেই কিছু না কিছু কু #কাম করবেই। তারই ধারাবাহিকতায় সকল দেশেই ভিসা অনেক কঠিন হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য।

আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন Molin Visa Point - 01721-327368

জীবনে বেঁচে থাকাটা অনেক জরুরী। হাসপাতালের বেডে থাকা রোগী টা বুঝতে পারে জীবনে বেঁচে থাকার মুল্য কত? একদিন বাঁচার কত স্বপ্...
30/05/2024

জীবনে বেঁচে থাকাটা অনেক জরুরী।

হাসপাতালের বেডে থাকা রোগী টা বুঝতে পারে জীবনে বেঁচে থাকার মুল্য কত? একদিন বাঁচার কত স্বপ্ন। একদিন বাঁচিয়ে রাখার জন্য ডাক্তারদের প্রচেষ্টা আমাদের কে বুঝতে শেখায় জীবনে বেঁচে থাকার মানে। এতকিছুর পরও জীবনে কিছু না পেলেই আপনি ভাবেন জীবন অর্থহীন বেঁচে থাকার কোন মানে নেই। আসলে বেঁচে থাকার চেয়ে বড় কিছু নেই। বেঁচে আছি এটাই ঈশ্বরকে সহস্র প্রণাম। সুতরাং কখনো কখনো খারাপ সময় জীবনে আসবে এটাই নিয়ম। তাই বলে জীবন কে অর্থহীন মনে করবেন না। খারাপ সময় টা চিরস্থায়ী নয়, তাই ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন সবকিছুই ঠিক হয়ে যাবে। আবারও জীবনে ভালো সময় আসবে এবং সবকিছুই আপনার অনুকূলে চলে আসবে।

চিকিৎসা কিংবা বা ভ্রমণে আপনার সাথে আছে
Molin Visa Point
01721-327368

25/05/2024

বিদেশে চিকিৎসা হোক কিংবা ভ্রমণ, পড়শোনা কিংবা ব্যবসা, সকল প্রকার তথ্য জানুন Molin Visa Point থেকে।

আমাদের সার্ভিস সমূহ-
★ পাসপোর্ট প্রসেসিং
★ ভিসা প্রসেসিং
★ ট্যুরিষ্ট গাইডলাইন
★ উন্নত চিকিৎসা সেবা পরামর্শ
★ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট সেবা
★ ট্রেন টিকিট সহ অন্যান্যে সুবিধা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
মলিন ভিসা পয়েন্ট
ঠাকুরগাঁও অফিস
01721-327368

মলিন ভিসা পয়েন্ট
কালীগঞ্জ অফিস
01869689307

09/05/2024

ইন্ডিয়ান ভিসা আ্যপ্লিকেশন সেন্টার- ঠাকুরগাঁও
-ভিসা প্রসেসিং আপডেট
👉ট্যুরিস্ট ভিসা- সর্বসাকুল্যে বর্তমান ১২০ দিন
👉মেডিকেল ভিসা-৬০ দিন থেকে ৭৫ দিন

হাইকমিশন নিয়ন্ত্রনাধীন অফিসিয়ালি নিয়ম কানুনের উপর সময় কম বেশ হতে পারে।

সাশ্রয়ী দামে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ার টিকিট বুকিং করুন আমাদের থেকে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
Molin Visa Point

প্রধান অফিস- লক্ষ্মী মার্কেট, ভিসা অফিসের দক্ষিণে, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
01721-327368

শাখা অফিস- কালীগঞ্জ বাজার, দেবীগঞ্জ, পঞ্চগড়।
01869689307

Address

Puratan Bus Stant, Thakurgaon Sadar, Thakurgaon.
Thakurgaon

Telephone

+8801721327368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molin Visa Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molin Visa Point:

Videos

Share


Other Passport & Visa Services in Thakurgaon

Show All