Zahid hasan

Zahid hasan this page is travel related

22/10/2023

বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক) পটুয়াখালী
খ) বরিশাল
গ) গোপালগঞ্জ
ঘ) ফরিদপুর

22/10/2023

' অ‍্যাডামস পিক ' কী?

ক. গুহা
খ. বিখ্যাত মসজিদ
গ. পবিত্র পর্বত
ঘ. এক ধরনের পাখি।

20/10/2023

Out Look এর অর্থ কি?

বাহিরে তাকানো
বহিরাবরণ
দৃষ্টিভঙ্গী
বাহ্যিক রূপ

20/10/2023

সিমলা চুক্তি কোন সনে স্বাক্ষরিত হয়-
ক.১৯৭২
খ.১৯৭৩
গ.১৯৭৪
ঘ.১৯৭৫

20/10/2023

বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্র কতটি?
ⓐ ২৭ টি
ⓑ ২৮ টি
ⓒ ২৯ টি
ⓓ ৩০ টি

20/10/2023

সুন্দরবনের অপর নাম কী?
ক. নারিকেল জিঞ্জিরা
খ. বাদাবন
গ. নাব্য
ঘ. নারিকেলবাড়িয়া

19/10/2023

সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক) ৪ টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৮ টি

18/10/2023

আগরতলা ষড়যন্ত্রের মোট আসামী কতো জন?

ক. ৩৪
খ. ৩৩
গ. ৩৬
ঘ. ৩৫

18/10/2023

বঙ্গভঙ্গ রদ হয়--
1945
1916
1911
1906

18/10/2023

বাগধারা” কোথায় আলোচিত হয়?
A. শব্দতত্ত্বে
B. বাক্যতত্ত্বে
C. ধ্বনিতত্ত্বে
D. অর্থতত্ত্বে

18/10/2023

DNA=?

18/10/2023

বাংলাদেশে বসবাসকারী একমাত্র মুসলিম উপজাতির নাম-
ক। খুমি
খ। হাজং
গ। গারো
ঘ। পাঙন

18/10/2023

‘আইনের দৃষ্টিতে সবাই সমান’ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
ক) ৭নং
খ) ২৭ নং
গ) ২৮ নং
ঘ) ৩৯ নং

18/10/2023

Black and Blue' অর্থ কি ?

কালোও নীল
চমৎকার
উত্তম মধ্যম
লিখিতভাবে
কালোও নীল
চমৎকার
উত্তম মধ্যম
লিখিতভাবে

18/10/2023

ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
[ ৩২ তম বিসিএস ]

আরেক ফাল্গুন
জীবন ঘষে আগুন
নন্দিত নরকে
পিঙ্গল আকাশ

18/10/2023

★ RAM-------------?
ক) Random Access Memory
খ) Read Only Memory
গ) Readable Memory
ঘ) Random Adaptive Memory

18/10/2023

বাংলাদেশের বর্তমান আয়তন কত?

(ক) ১,৪৭,৫৭০ব কিমি (খ) ১,৪৮,৪৬০ব কিমি
(গ) ১,৪৭,৮৭০ব কিমি (ঘ) ১,৪৮,৪৭০ব কিমি

14/10/2023

‘রাতের আমল!’
১. ওযু করা।
২. ঘুমের দোয়া পড়া ও ডান কাত হয়ে শোয়া।
৩. আয়াতুল কুরসি ও সূরা বাকারার শেষ দু’আয়াত পড়া।
৪. সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পড়া।
৫. সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাক ৩ বার করে পড়া।
৬. সুবহানআল্লাহ (৩৩) আলহামদুলিল্লাহ (৩৩) আল্লাহু আকবর (৩৪) বার করে পড়া।
৭. সূরা মুলক পড়া ও ইস্তেগফার করা।

13/10/2023

বাংলাদেশের জাতীয় সংগীতে মোট চরণ রয়েছে -

ক।২০ টি
খ।২৫ টি
গ।১৯ টি
ঘ।৩১ টি

13/10/2023

"কথাসাহিত্য" বলতে কোনটি বোঝায় ??

ক. কথা নিয়ে সাহিত্য
খ. সাহিত্যের কথা
গ. নাটক ও আবৃত্তি
ঘ. ছোটগল্প ও উপন্যাস

13/10/2023

বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী ??
ক. আমার কিছু কথা
খ. রক্তাক্ত বাংলা
গ. কারাগারের রোজনামচা
ঘ. অসমাপ্ত আত্মজীবনী

13/10/2023

"পথের পাঁচালী" উপন্যাসের রচয়িতা -

ক. প্যারীচাঁদ
খ. বনফুল
গ. সত্যজিৎ রায়
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

পৃষ্ঠা নং: ৩৭২
Join - অভিযাত্রী জব প্রস্তুতি"পথের পাঁচালী" উপন্যাসের রচয়িতা -

ক. প্যারীচাঁদ
খ. বনফুল
গ. সত্যজিৎ রায়
ঘ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

13/10/2023

মানুষের একদিনে কত লিটার অক্সিজেন লাগে?

ক.400 লি. খ.450লি.
গ.500লি। ঘ.550লি.

13/10/2023

বাগধারার অর্থ নির্ণয় করুন : "অক্কা পাওয়া"
ক. দুর্লভ বস্তু
খ. স্বার্থপর
গ. বেহায়া
ঘ. মারা যাওয়া

13/10/2023

🔰"Hand Out" এর বাংলা পরিভাষা হচ্ছে -

ক. হস্তপত্র
খ. জ্ঞাপনপত্র
গ. তথ্যপত্র
ঘ. প্রচারপত্র

13/10/2023

বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি-

কামিনী রায়
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
নীলিমা ইব্রাহিম

Darunnajat Siddiqui kamil madrasha
13/10/2023

Darunnajat Siddiqui kamil madrasha

13/10/2023

❤️Wealth is not for luxurious, but it's real value lies in spending for good of self and other ❤️

02/09/2023

** স্মরণে নজরুল **

এসো ফিরে হৃদি ভীড়ে
প্রিয় নজরুল
অনন্ত রচন তিখ্ন বচন
সতত নির্ভুল।

দুঃখ দশা খ্যাতি যশা
দেশ দেশান্তর
তৃণ তরু মরু বরু
ঊষার প্রান্তর।

প্রীতি রীতি ছন্দ গীতি
রচনে অবিচল
উন্নত শির বিদ্রোহী বীর
সিন্ধু অতল।

স্বদেশ মুক্তি ভূমি ভক্তি
সম্প্রীতির জয়গান
কতশত গানে সাম্য আনে
হিন্দু মুসলমান।

তুমি প্রতিবাদে স্বদেশ আস্বাদে
রহিম রাম
বেদ মূলে ভেদ ভুলে
শ্রমিকের ঘাম।

দ্বন্দ্ব যুক্তি শৃংখল মুক্তি
শাসনের বেড়াজাল
মানবের মনে জাগ্রত চেতনে
রবে চিরকাল।

ভ্রাতৃত্ব বোধে বৃটিশ প্রতিরোধে
কলমের শক্তি
দেশের কাজে জয়গীত বাজে
মাতৃ ভক্তি।

নহে'সে সন্ধি বিদ্রোহী বন্দি
শিকলছিন্ন গান
মধুচিত সঙ্গীতে আনন্দ রঙ্গিতে
সাহিত্যের প্রাণ।

চন্দ্র সূর্য বিদ্রোহী রণতূর্য
অমর্ত তব দান
নব তোরণে প্রবীণ বরণে
রহিবে অম্লান।

কত মান-অপমান তুমি মহান
স্মরিবে এ জাতি
দিনে রাতে নক্ষত্রের সাথে
যাও ভ্রাতি।

পথে পথে আঁধারের রথে
পথিক বেভুল
ফুলের জলসায় নীরব সাহারায়
চয়নে মসগুল।

প্রিয়সীর বিরহ বহি দুরহ
বেদন ভারে
বিরাট বিশ্বলয়ে চলিছে যে বয়ে
রচিছো তারে।

শীর্ণ শিখর রুদ্র প্রখর
অশান্ত হিমাদ্রী
সিন্ধু অতল কুসুম বনতল
মহান ধরিত্রী।

ফিরে এসো ফিরে এসো
প্রিয় কবি নজরুল
জীবন শেষে যাত্রী বেশে
রচিছো বুলবুল।

অশ্রু জলে ব্যথার শতদলে
কাঁদনের সবিতা
মর্মের ভাষা বিফল ভালোবাসা
বিধুর কবিতা।

বিফল স্মৃতি প্রেম প্রকৃতি
সকরুণ ধারা
গোপন স্বরে ঝরে নির্ঝরে
গগনের তাঁরা।

হলো সারা দিক হারা
বেভুল পাখি
ভাবি অশ্রুতুরে সকরুণ সুরে
ভাসে আঁখি।

মাতৃ ভূমে নিত্য চুমে
শীতল আঁচল পাতা
অবিনত স্মরে স্মরি চিরতরে
সৃষ্টি জয়গাথা।

ওহে নজরুল গীত ভিমরুল
মলিন মহান
ভুলিবনা কভু শতজনমে প্রভু
তোমার দান।

খ্যাতি খেতাব কত কিতাব
চির স্মরনীয়
অমর রহি স্মৃতি বহি
হে বরণীয়।।

05/08/2023

১.আমিমু'মিনদেরকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হিফাযত করে; ইহাই তাহাদের জন্য উত্তম। উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ্ সে বিষয়ে সম্যক অবহিত।

❤ আন নূর-৩০

আর মু'মিন নারীদেরকে বল, তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে ও তাহাদের লজ্জাস্থানের হিফাযত করে; তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আভরণ প্রদর্শন না করে, তাহাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে, তাহারা যেন তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাহাদের মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা-রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ব্যতীত কাহারও নিকট তাহাদের আভরণ প্রকাশ না করে, তাহারা যেন তাহাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে। হে মু'মিনগণ! তোমরা সকলে আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তন কর, যাহাতে তোমরা সফলকাম হইতে পার।

❤ আন নূর-৩১

Address

Thakurgaon

Telephone

+8801851057856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zahid hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category