Dipu The Traveller

Dipu The Traveller পৃথিবীর নতুন নতুন স্থানে যাওয়ার স্বপ্ন দেখি।
পথের ধারে নতুন গল্পের অপেক্ষা।

"ভ্রমণ" নিজের মধ্যে একটি বিনিয়োগ….....
16/12/2024

"ভ্রমণ" নিজের মধ্যে একটি বিনিয়োগ….....

বাচ্চাদের সাথে রাতের আড্ডা 💖💝
15/12/2024

বাচ্চাদের সাথে রাতের আড্ডা 💖💝

খেলার পরে ছোট-বড় সবার সাথে আনন্দঘন মুহূর্ত 🤍🖤ফটোগ্রাফার Nishat Tamanna ছোট 🥰
11/12/2024

খেলার পরে ছোট-বড় সবার সাথে আনন্দঘন মুহূর্ত 🤍🖤

ফটোগ্রাফার Nishat Tamanna ছোট 🥰

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
10/12/2024

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

দীর্ঘ অপেক্ষার পর হাতে পেলাম আপনাদের কাঙ্খিত উপহার 🤍🫰
10/12/2024

দীর্ঘ অপেক্ষার পর হাতে পেলাম আপনাদের কাঙ্খিত উপহার 🤍🫰

আলহামদুলিল্লাহ 💝প্রথমে স্পন্সরশিপ অফার, এরপর পেজের একমাস পূর্ণ হতেই স্টার ⭐ সেটআপ সাথে মনিটাইজেশন কমপ্লিট করলাম। আপনাদের...
10/12/2024

আলহামদুলিল্লাহ 💝
প্রথমে স্পন্সরশিপ অফার, এরপর পেজের একমাস পূর্ণ হতেই স্টার ⭐ সেটআপ সাথে মনিটাইজেশন কমপ্লিট করলাম। আপনাদের সকলের সাপোর্টে হয়তো খুব শীঘ্রই আর্নিং শুরু হবে ❤️❤️❤️
এই পেজের সকল ফলোয়ার, আমার শুভাকাঙ্ক্ষী, পরিচিত বন্ধুবান্ধব সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এত সমর্থন সাপোর্ট দেওয়ার জন্য।

10/12/2024

যখন কাউকে নিজে থেকে বারবার সাহায্য বা হেল্প করবেন, একটা সময় আপনার উপকার সেই ব্যক্তি নিজের প্রাপ্য বা হক ভাবা শুরু করবে। আপনার উপর ডিপেন্ডেড অথচ আপনার ব্যক্তিত্ব ভুলে যাবে, উপকার তুচ্ছ মনে করবে।
কাউকে নিজের উদ্যোগে এত বেশি সাহায্য করা উচিত নয়, যাতে আপনার ব্যক্তিত্ব, আত্ম সম্মানবোধ ক্ষুন্ন হয়। মাঝেমধ্যে নিজের ভ্যালু, গুরুত্ব বোঝানোর জন্য যোগাযোগ বন্ধ বা দূরত্ব সৃষ্টি করা উচিত।
যে ব্যক্তি আপনার উপর নির্ভরশীল, সে পুনরায় সমস্যায় পড়বে, আপনাকে খুজবে, হয়রান হবে। যেখানে আপনার সম্মান নেই, সেখানে পুনরায় ফিরে না তাকানোই উত্তম। নিজের পার্সোনালিটি বিসর্জন দিয়ে পরোপকার করে যাওয়া স্রেফ বোকামি।।

🏆Weekly giveaway🏆কনটেস্ট!!!আগামী সপ্তাহ থেকে এই পেজের তিনজন Top Fans কে দেওয়া হবে প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার।Top ...
09/12/2024

🏆Weekly giveaway🏆কনটেস্ট!!!
আগামী সপ্তাহ থেকে এই পেজের তিনজন Top Fans কে দেওয়া হবে প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার।

Top FANS না হলেও অংশগ্রহণ করতে পারবেন এই খেলাটি সবার জন্যই উন্মুক্ত শুধুমাত্র যাদের সব চেয়ে পয়েন্ট বেশি হবে তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে।😍
তাই সকলে অংশগ্রহণ করুন, বেশি বেশি পয়েন্ট জিতুন।💝💝💝

প্রত্যেক সপ্তাহে সোমবার সাপ্তাহিক সেরা ১ম তিনজনকে পুরস্কৃত করা হবে।

CHAMPIONS 🏆Congratulations to Bangladesh U19s for winning the
08/12/2024

CHAMPIONS 🏆

Congratulations to Bangladesh U19s for winning the

আপনাদের উপহার ফ্যাক্টরিতে কাজ চলছে 🥰😍
07/12/2024

আপনাদের উপহার ফ্যাক্টরিতে কাজ চলছে 🥰😍

ধন্যবাদ আপু। এত সুন্দরভাবে প্রমোট করার জন্য। 💝
04/12/2024

ধন্যবাদ আপু। এত সুন্দরভাবে প্রমোট করার জন্য। 💝

03/12/2024

একটি ভিডিওবার্তায় জানানো হয়েছিল যে সকল ব্যক্তি ঐ ভিডিওটি শেয়ার দিবে, তাদের মধ্যে লটারির মাধ্যমে তিনজনকে ৩০০ টাকা করে মোবাইল রিচার্জ দেওয়া হবে।
৩৫ জন শেয়ারকারীর ভেতর উক্ত তিনজন বিজয়ী হলো Jannatun Ferdousi , Mst Tammana Tisha , Anshu Roy
সবাইকে অসংখ্য ধন্যবাদ।

03/12/2024

ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৪.......
সর্বশেষ তথ্যমতে আমাদের প্রতিযোগিতায় ৩৬৭ রিয়েক্ট পেয়ে প্রথম বিজয়ী হয়েছে Md Sabbir Hassan , ৩৬২ রিয়েক্ট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছে Md Mostafizur Rahaman Masum এবং ৩৫০ রিয়েক্ট পেয়ে তৃতীয় বিজয়ী হয়েছে Md Raowshan Alam ।
খুব দ্রুত বিজয়ীদের হাতে কাঙ্খিত পুরস্কার তুলে দেয়া হবে এবং পরবর্তী আপডেট খুব শীঘ্র জানানো হবে।
আপনারা যারা এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং সহযোগিতা করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ।। চেষ্টা করব আগামীতে আরও বড়ো পরিসরে প্রতিযোগিতায় আয়োজন করার। আপনারা যারা এখনও আমার পেজটিকে লাইক কিংবা ফলো করেননি, নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার এই পেজটিকে সাপোর্ট করবেন।
সকলে ভালো এবং সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।।

প্রথম প্রতিযোগিতায় তৃতীয় বিজয়ী।Shuvo Sharma 🤍দ্বিতীয় প্রতিযোগিতা চলছে সবাইকে অংশগ্রহণ করার জন্য জানানো হলো।
02/12/2024

প্রথম প্রতিযোগিতায় তৃতীয় বিজয়ী।

Shuvo Sharma 🤍

দ্বিতীয় প্রতিযোগিতা চলছে সবাইকে অংশগ্রহণ করার জন্য জানানো হলো।

ফটোগ্রাফি প্রতিযোগিতা...........আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই এই পোস্টের নিচে আপনাদের...
01/12/2024

ফটোগ্রাফি প্রতিযোগিতা...........
আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা অবশ্যই এই পোস্টের নিচে আপনাদের কাঙ্খিত ছবিটি কমেন্ট করবেন। আজ ০১-১২-২০২৪ সন্ধ্যা সাতটা থেকে আগামী ০৩-১২-২০২৪ সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্বোচ্চ রিয়েক্ট/লাইক প্রাপ্ত তিনটি ছবি বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।।।

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হলে যে নিয়ম গুলো মানা আবশ্যক

১) আপনাকে অবশ্যই এই পেজে লাইক এবং ফলো দেওয়া লাগবে।
২) সর্বোচ্চ তিনটি ছবি কমেন্ট করতে পারবেন।
৩) ছবিটি আপনার নিজের যেকোন ডিভাইসে তোলা যেকোন বস্তু, প্রাণী কিংবা প্রকৃতির হতে পারে। তবে কপি করা বা অন্যের পিক গ্রহণযোগ্য নয়।
৪) ছবিটি কমেন্ট করার পরে অবশ্যই আপনার নাম ঠিকানা উল্লেখ করে দিবেন। যাতে পরবর্তীতে আমরা সহজে আপনাকে পুরস্কৃত করতে পারি।
৫) আপনি চাইলে বিজয়ী হওয়ার জন্য আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুবান্ধব কিংবা ইনভাইট এর মাধ্যমে আপনার ছবিটিতে লাইক কিংবা রিয়েক্ট নিতে পারেন।
৬) এই পোষ্টের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ রিয়েক্ট/ লাইক পাওয়া তিনটি ছবি পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতায় যে ২ জন সব চেয়ে বেশি মেনশন করবে তাদের জন্য থাকবে মোবাইল রিচার্জ।
প্রত্যাশা করব সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, এবং আপনার পরিচিত সকল বন্ধুবান্ধবদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করবেন।

তিনজন বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

সবার জন্য শুভকামনা রইল।।

I've received 3,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
01/12/2024

I've received 3,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

29/11/2024

💣💥 আকর্ষণীয় পুরস্কার 💥💣

বন্ধুরা আসেন একটু উরে বেড়াই 😁😆কিভাবে আমি এত উপরে উঠলাম কমেন্ট করে জানান 🤗
27/11/2024

বন্ধুরা আসেন একটু উরে বেড়াই 😁😆
কিভাবে আমি এত উপরে উঠলাম কমেন্ট করে জানান 🤗

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dipu The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share