BD Tour. Gazipur Tongi Branch

BD Tour. Gazipur Tongi Branch পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা

Dear customers, Eid Mubarak💙Eid-ul-Azha Wishes and Blessings to you all🌹🤲
09/07/2022

Dear customers, Eid Mubarak💙
Eid-ul-Azha Wishes and Blessings to you all🌹🤲

03/04/2022
19/07/2020

Bangladesh has the world's longest sea beach Cox's Bazar and the world's biggest mangrove forest Sundorbon. Ratargul swamp forest, Saint martin island, Kaptai lake, Nilgiri hill are the most attractive tourist spots in Bangladesh.

Yes, it is a very nice place to visit. Bangladesh is a country full of natural beauty which is different from other countries. Bangladesh is a beautiful country in the world. ... Cox's Bazar is the world's largest beach, the world's largest mangrove forest, Sundarbans, mountainous the Chittagong Hill Tracts and many more.

https://paharbarta.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6...
27/02/2020

https://paharbarta.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d/

বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের জন্য চালু হচ্ছে ট্যুরিষ্ট বাস। হোটেল হিলভিউ এর নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই...

আজ অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমাল...
21/02/2020

আজ অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০

‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/ সেই থেকে শুরু…/ সেই থেকে শুরু দিনবদলের পালা।’ গীতিকবির ভাষায় জাতির দিনবদলের পালা শুরু হয়েছিল যেদিন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় সেই দিন একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের কোটি কণ্ঠে আজ উচ্চারিত হবে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:
24/01/2020

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:

দেখতে দেখতে চলে এলো ২০২০।আর যা কিছু নতুন,তাকে ঘিরে আমাদের মনে থাকে ভরপুর উত্তেজনা। ২০২০ নিয়েও কিন্তু কম চর্চা হয়নি। কেমন...
01/01/2020

দেখতে দেখতে চলে এলো ২০২০।আর যা কিছু নতুন,তাকে ঘিরে আমাদের মনে থাকে ভরপুর উত্তেজনা। ২০২০ নিয়েও কিন্তু কম চর্চা হয়নি। কেমন যাবে? কি কি নতুন ঘটনা ঘটতে পারে,নিজেকে কতটা পাল্টাতে পারেন,এই নিয়ে জল্পনার শেষ নেই। তাই ২০২০ পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:

31st উপলক্ষে  কক্সবাজার ট্যুরের জন্য রুম পাচ্ছেন না?যোগাযোগ করুন    অথবা    =Nawaf Hossain Nafi ⏩ 01404-847170
25/12/2019

31st উপলক্ষে কক্সবাজার ট্যুরের জন্য রুম পাচ্ছেন না?

যোগাযোগ করুন
অথবা =
Nawaf Hossain Nafi
⏩ 01404-847170

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ। #বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:
18/12/2019

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:

ট্যুর প্রগ্রাম বিভিন্ন জায়গায় আমাদের সার্ভিস যেখানে ইচ্ছে সেখানেই ছুটে যেতে পারেন সব সময় সকল সার্ভিস নিয়েই আপনাদের পাশে....
17/12/2019

ট্যুর প্রগ্রাম বিভিন্ন জায়গায়
আমাদের সার্ভিস যেখানে ইচ্ছে সেখানেই ছুটে যেতে পারেন সব সময় সকল সার্ভিস নিয়েই আপনাদের পাশে....
আয়োজনেঃ
#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড

টাকা ফিরে আসবে সময় ফিরে আসবেনা..পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ। #বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:
11/12/2019

টাকা ফিরে আসবে
সময় ফিরে আসবেনা..

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:
10/12/2019

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লি:

সিলেট  ট্যুর⭐⭐⭐ মানের এসি হোটেলহোটেল- আলি প্লাজায় সার্ভিস দেওয়া হবেইনশা-আল্লাহ
09/12/2019

সিলেট ট্যুর

⭐⭐⭐ মানের এসি হোটেল

হোটেল- আলি প্লাজায় সার্ভিস দেওয়া হবে

ইনশা-আল্লাহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানের অন্যতম একটি ট্যুরিজম প্রতিষ্ঠান। এটি বর্তমান নারায়ণগঞ্জ ...
09/12/2019

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানের অন্যতম একটি ট্যুরিজম প্রতিষ্ঠান। এটি বর্তমান নারায়ণগঞ্জ জেলার চিটাগংরোড এর হাজী আহসানউল্লাহ সুপার মার্কেটে নিজস্ব কর্পোরেট অফিস থেকে বিভিন্ন ট্যুর প্রোগ্রাম সম্পাদন করে আসছে। বাংলাদেশের পর্যটন খাতকে মানুষের মাঝে একটি শিল্পে রূপান্তরিত করাই হচ্ছে এর প্রধান কাজ। পাশাপাশি দেশী ও আন্তর্জাতিক মানের পর্যটকগণ যেন নিরাপদে তাদের কাঙ্ক্ষিত ভ্রমণ সম্পাদন করতে পারে, তা নিশ্চিত করে চলছে। শতভাগ আস্থা এবং তুলনামূলক কম খরচে সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে কোম্পানিটি ২০১৪ সাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ফলে এরই মধ্যে “বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” শত শত মানুষের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস, “বিডি ট্যুরের মাধ্যমে বাংলাদেশ একদিন পৃথিবীর মানচিত্রে ট্যুরিস্ট দেশ হিসেবে নতুন চিত্র অঙ্কন করবে।

কোম্পানির লক্ষঃ
বাংলাদেশ একটি পর্যটন সমৃদ্ধ দেশ। ছোট বড় মিলিয়ে প্রায় চারশতাধিক পর্যটন স্থান রয়েছে এখানে। প্রধান প্রধান পর্যটন স্থানের সংখাও একদম কম নয়। “বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” এর প্রধান লক্ষ হলো, বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ঐতিহ্য, আনাচে-কানাচে লুকিয়ে থাকা ইতিহাস আর নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের মাঝে তুলে ধরে পর্যটনের অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচন করা। বর্তমানে বাংলাদেশ সরকার পর্যটন করপোরেশনের মাধ্যমে যে শিল্পকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই শিল্পকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়া।

কোম্পানির ভিসনঃ
বর্তমান বিশ্ব পর্যটন শিল্প নিয়ে যেভাবে এগিয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ এখনো অনেক পেছনের সারিতে অবস্থান করছে। কিছু কিছু দেশে পর্যটন স্থান অপ্রতুল থাকা সত্ত্বেও তাদের প্রধান আয়ের উৎস, এই পর্যটন শিল্পের উপরেই নির্ভরশীল। তাই গতানুগতিক ধারা থেকে একটু বের হয়ে এসে “বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” তার ট্যুর প্যাকেজগুলোকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে সম্পাদন করে আসছে যেন, অদূর ভবিষ্যতে ট্যুরিজম শিল্প হয় বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস।

কেন আমরা অন্যদের থেকে আলাদাঃ
নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষে “বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” এর আছে নিজস্ব কর্পোরেট অফিস এবং কাস্টোমারদের ঝামেলা মুক্ত ট্যুর সম্পাদনের লক্ষে রয়েছে কক্সবাজার সুগন্ধা বীচে(রয়্যাল বীচ রিসোর্ট) সম্পুর্ন থ্রী-স্টার মানের নিজস্ব রিসোর্ট ও সেন্টমার্টিনে নিজস্ব কটেজ । পাশাপাশি রেস্টুরেন্টের সুব্যবস্থা তো আছেই। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ও থানায় নির্ভিগ্নে আমাদের সেবা পৌছে দেবার জন্য কোম্পানির রয়েছে নিজস্ব এজেন্ট। এই এজেন্টগণ তার এলাকার কাস্টোমারদের ট্যুর বিষয়ক যেকোন ধরণের সমস্যা সমাধানে সদা প্রস্তূত। সকল শ্রেণী পেশার মানুষের কথা মাথায় রেখে সীজন ভিত্তিক কোম্পানির আছে চমৎকার কিছু ট্যুর প্যাকেজ। যেগুলো ভ্রমনপিপাসু মানুষদের আনন্দকে বাড়িয়ে তুলতে পারে আরও দ্বিগুণ আকারে।

আমাদের ভবিষ্যৎ প্রোজেক্ট সমুহঃ
ট্যুরিজম শিল্পকে দেশ ও দেশের বাইরে আরও জনপ্রিয় করে তুলতে “বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” এর রয়েছে বেশ কিছু বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। তার মধ্যে এয়ার টিকিট, বাস টিকিট ও লঞ্চ টিকিট প্রদান, কক্সবাজারে নিজস্ব থিম-পার্ক তৈরি, হজ্জ ও ওমরাহ্‌ প্যাকেজ এবং দেশের বাইরে ট্যুর প্যাকেজ অন্যতম।

বাংলাদেশের ট্যুরিজম শিল্পের বর্তমান যে অগ্রগতি, কিছুকাল আগেও এমন ছিল না। এদেশের পর্যটন স্থাপনাগুলো যেভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাতে করে শীঘ্রই এ দেশ পর্যটন শিল্পে আরও অনেক দ্রুত অগ্রগতি সাধন করবে। আসুন আমরা বেশী বেশী ট্যুর করি, নিজের দেশকে আরও একটু কাছ থেকে চিনি।
“বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড” এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনিন্দন।
#

#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড”

Helpline: Nawaf Hossain Nafi
📞+8801404-847170

বান্দরবান এডভেঞ্চার ট্যুর।★★★★★★★★★★★★হটলাইনঃ  01404- 847170 # যাত্রা শুরু:১৯/১২/২০১৯ ইং রাতে। # যাত্রা শেষ:২৪/১২/২০১৯ ই...
08/12/2019

বান্দরবান এডভেঞ্চার ট্যুর।
★★★★★★★★★★★★
হটলাইনঃ 01404- 847170

# যাত্রা শুরু:১৯/১২/২০১৯ ইং রাতে।
# যাত্রা শেষ:২৪/১২/২০১৯ ইং ভোরে।

ঢাকা-বান্দরবান-থানচি-রেমাক্রি-নাফাখুম-আমিয়াখুম-সাত ভাইখুম-ভেলাখুম-নাইকখুম মুখ-পদ্ম ঝিরি-ঢাকা ট্যুর প্যাকেজ।

প্যাকেজ মূল্যঃ ৭০০০/- টাকা (জনপ্রতি)

# প্যাকেজ মেয়াদঃ ৫রাত ৪দিন।

থাকা: আদিবাসী পল্লী ৩ রাত।

# খাবারঃ১২বেলা।

#যাতায়াতঃ ননএসিবাস,চাঁদেরগাড়ী,ইঞ্জিন চালিত বোট ও ভেলা।

গাইড সার্ভিসঃ দুইজন
================

যাত্রা শুরুঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে বান্দরবানের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাল্লাহ্ ভোরে পৌঁছে যাব বান্দরবান সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় সব মালামাল চাঁদের গাড়িতে রেখে ফ্রেস হয়ে নাস্তা শেষে থানচির উদ্দেশ্যে রওনা দিব।

প্যাকেজের অন্তর্ভূক্তঃ
================
✅ঢাকা - বান্দরবান -ঢাকা (নন এ সি বাস)
✅বান্দরবান থেকে থানচি চাঁদের গাড়ীতে আসা-যাওয়া।
✅থানচি থেকে রেমাক্রি ও পদ্ম ঝিরি থেকে থানচি ইঞ্জিন চালিত বোট সার্ভিস।
✅৩ রাত আদিবাসী পল্লীতে রাত্রিযাপন।
✅খাবার ১২ বেলা।
✅অভিজ্ঞ গাইড দুইজন

১ম দিনঃ
======
★ সকালের নাস্তা বান্দরবান।(পরটা, ডিম, ডাল ভাজি, চা)।

★ নাস্তা শেষে চাঁদের গাড়ী করে থানচি উদ্দেশ্যে রওনা ।

★ দুপুরের খাবার (সাদা ভাত, সাঙ্গু নদীর মাছ/মুরগি, সবজি, ডাল, সালাদ)/পার্সেল নৌকায় খাওয়ার জন্য।

★ দুপুরের খাবার শেষে রেমাক্রি উদ্দেশ্যে রওনা । পথিমধ্যে আমরা দেখব তিন্দু ,রাজা পাথর, পদ্মমুখ ঝিরি। যাত্রাপথটি হতে পারে আমাদের জন্য অবিস্মরনীয়। রেমাক্রীতে পৌঁছে কিছু সময় থেকে নাফাখুম এর উদ্দেশ্যে রওনা, নাফাখুম পৌঁছে আদিবাসী পল্লীতে রুম চেক-ইন।

★ রাতের খাবার।(সাদা ভাত,পাহাড়ি মুরগি, আলু ভর্তা,ডাল) ঘুমানোর পূর্বে জোছনার আলোতে নাফাখুম এর সৌন্দর্য উপভোগ করব। তারপর ঘুমোতে যাবো।

২য় দিনঃ
=====
★ খুব ভোরে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে নাফাখুমে ঘন্টাখানেক অবস্থান করবো এবং গা ভিজিয়ে নিব।

★সকালের নাস্তা: ডিম খিচুড়ি।

★ নাফাখুম থেকে থুইসাপাড়ার উদ্দেশ্যে রওনা দিব পথিমধ্যে জিন্নাপাড়া পড়বে তার ৩০ মিনিট পর আমরা পৌঁছাব থুইসাপাড়া,সেখানে পৌঁছে আদিবাসী পল্লীতে রুমে চেক ইন করে ক্রাইক্ষ্যং ঝর্ণায় কিছু সময় ঘুরে আসবো।

★ দুপুরের খাবারঃ জুম চাউলের ভাত, পাহাড়ি মুরগি,আলু ভর্তা, ডাল।

★ রাতের খাবার: জুম চাউলের ভাত, পাহাড়ি মুরগি,আলু ভর্তা, ডাল। রাত্রে খুব শীঘ্রই ঘুমিয়ে পড়বো পরেরদিনের ট্রেকিং এর জন্য।

৩য় দিনঃ
======
★খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিব আমিয়াখুম এর উদ্দেশ্যে পথিমধ্যে দেবতা পাহাড় পাড়ি দিব।

★সকালের নাস্তা: ডিম খিচুড়ি ।

★আমিয়াখুম পৌঁছে কিছু সময় অবস্থান এবং গোসল সেরে নিব।

★দুপুরের খাবার: কাপ নুডুলস বাম্বুম গরম পানি দিয়ে।

★দুপুরের খাবার শেষে সাতভাইখুম ভেলাতে চড়বো ৩০ মিনিটের মত।

★সাতভাইখুম থেকে ঘুরে ভেলাখুম এবং নাইকখুম মুখ ঝর্ণা দেখব এবং ভেলাতে করে ভেলাখুম এর শেষ সীমানা দেখে থুইসাপাড়া উদ্দেশ্যে রওনা করব।

★থুইসাপাড়া পৌঁছে রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো পরেরদিনের ট্রাকিং এর জন্য।

★রাতের খাবার সাদা ভাত, ডিম তরকারি, আলুর ভর্তা, ডাউল।

৪র্থ দিনঃ
======
★খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিব পদ্ম ঝিরির উদ্দেশ্যে

★সকালের নাস্তা: সাদাভাত, আলুভর্তা,ডিম ভাজা, ডাউল।

★পদ্ম ঝিরি পৌঁছে টলারে করে রওনা দিব থানচির উদ্দেশ্যে।*থানচি পৌঁছে দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়ি করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব।

★দুপুরের খাবার: সাদা ভাত,সাঙ্গু নদীর মাছ/মুরগি ভুনা, ভর্তা,ডাউল।

★বান্দরবান আসার পথে সময় থাকলে নীলগিরি ,চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত পরিদর্শন করব ।

★ রাতের খাবার।(সাদা ভাত,মুরগি ভুনা ,আলু ভর্তা/ সবজি,ডাল)

★ বান্দরবান শহরে পৌঁছে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা ইনশাল্লাহ ভোরে পৌঁছে যাব ঢাকায়।

প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
==================
# যাত্রাবিরতিতে কোন প্রকার খাবার,
# কোন ব্যক্তিগত খরচ,
# কোন ঔষধ,
# কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা,
# প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।

কাপল পলিসিঃ
==========
★ কাপল পলিসিঃআলোচনা সাপেক্ষে।

প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবেঃ
============================
১। ন্যাশনাল আইডি কার্ড /পাসপোর্ট /জন্ম নিবন্ধন/ স্টুডেন্ট আইডি কার্ড / এইগুলার ৫ কপি ফটোকপি,

২। টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, লম্বা মৌজা, ট্রেকিং সু,শেম্পু, গামছা, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, ওরস্যালাইন, ব্যান্ডেজ,স্লিপার, ইত্যাদি।
★★★★★★★★★★★★★★★

বুকিং পলিসি: ১৩ এ ডিসেম্বরের মধ্যে ৫০% টাকা জমা দিতে হবে যা অফেরৎযোগ্য। বাকি টাকা ১৬ এ ডিসেম্বরে জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: এটি একটি ট্রেকিং ট্যুর প্রতিদিন গড়ে প্রায় ১০ কিলোমিটার হাঁটতে হবে তাই ব্যাগ যত ছোট হবে ট্রেকিং এর জন্য সহজ হবে অতিরিক্ত জামাকাপড় নেওয়ার কোনো প্রয়োজন নাই দুই থেকে তিনটা টি-শার্ট দুইটা থ্রি কোয়ার্টার অথবা ট্রাউজার প্যান্ট একটা তোয়ালে অথবা গামছা যথেষ্ট,
অবস্থার পরিপ্রেক্ষিতে টিম লিডার ও গাইড ট্যুর প্ল্যান পরিবর্তন করতে পারবেন আলোচনা সাপেক্ষে।

সিলেট ট্যুর প্যাকেজপ্যাকেজের মেয়াদ :৩ রাত ৩ দিন।প্যাকেজ মূল্য:৯,২০০ টাকা জনপ্রতি।প্যাকেজের সার্ভিস শুরু:০৪/০১/২০২০ ইং স...
08/12/2019

সিলেট ট্যুর প্যাকেজ

প্যাকেজের মেয়াদ :৩ রাত ৩ দিন।

প্যাকেজ মূল্য:৯,২০০ টাকা জনপ্রতি।

প্যাকেজের সার্ভিস শুরু:০৪/০১/২০২০ ইং সকাল ১১ টার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

যাত্রা সমাপ্তি:০৬/০১/২০২০ ইং সিলেট বাস কাউন্টার থেকে রাত ১০টায়।

প্যাকেজের অন্তর্ভুক্ত:
# ঢাকা থেকে সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট ,
# হোটেল ২ রাত থাকা (আলী প্লাজা)
# লেগুনা গাড়ি রিজার্ভ ৩ দিন,
# ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ (বিছানাকান্দি)
# ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভ (ভোলাগঞ্জ সাদা পাথর)
# নৌকার রিজার্ভ (রাতারগুল)
# খাদিমনগর জাতীয় উদ্যান প্রবেশ টিকিট
# মালিনীছড়া চা বাগান, রাবার বাগান, শুটিং স্পট প্রবেশ ফি ও গাইড।
# খাবার ৮ বেলা,(সিলেটের ঐতিহ্যবাহী পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্ট খাওয়ার সুযোগ থাকছে)
# সার্বক্ষনিক অভিজ্ঞ গাইড সার্ভিস
# সিলেট থেকে ঢাকা আশা এসি ইকোনমিক ক্লাস বাস টিকিট।

প্যাকেজের অন্তর্ভুক্ত নয়:
# যাত্রা বিরতিতে কোন প্রকার খাবার,
# উল্লেখিত ভ্রমণ স্পটের বাহিরে কোন স্পট ভ্রমণ,
# ব্যক্তিগত খরচ + ঔষধ
# দুর্ঘটনাজনিত বীমা
# প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।

দর্শনীয় স্থানসমূহ:
* রাতারগুল
* বিছানাকান্দি
* জাফলং
* তামাবিল
* মায়াবী ঝর্ণা
* ভোলাগঞ্জ সাদা পাথর
* ভোলাগঞ্জ জিরো পয়েন্ট
* খাদিমনগর জাতীয় উদ্যান
* হযরত শাহপরান (রহ:) মাজার
* হযরত শাহজালাল (রহ:)মাজার
* মালিনীছড়া চা বাগান
* রাবার বাগান
* শুটিং স্পট।

খাবার মেনু:
০৪/০১/২০২০ ইং (শনিবার) প্রথম দিন।

দুপুরের খাবার: সাদা ভাত, মুরগি ভুনা/মাছ,ভর্তা,ডাউল,সালাদ ও মিনারেল ওয়াটার।

রাতের খাবার: সাদা ভাত, মাছ, ভর্তা,সবজি ,ডাউল ,সালাদ ও মিনারেল ওয়াটার.(পানসী রেস্টুরেন্ট)।

০৫/০১/২০২০ ইং (রবিবার) দ্বিতীয় দিন।

সকালের নাস্তা: ডিম খিচুড়ি/পরোটা, ডিম মামলেট ,সবজি ,সালাদ, মিনারেল ওয়াটার ও চা।

দুপুরের খাবার: সাদা ভাত, কোয়েল পাখির মাংস /মুরগি ভুনা ,ভর্তা, ডাউল,সালাদ ও মিনারেল ওয়াটার।

রাতের খাবার: সাদা ভাত, মাছ/ মুরগি ভুনা, ভর্তা, সবজি, ডাউল ,সালাদ ও মিনারেল ওয়াটার (পাঁচ ভাই রেস্টুরেন্ট)।

০৬/০১/২০২০ ইং (সোমবার) তৃতীয় দিন।

সকালের নাস্তা: ডিম খিচুড়ি/পরোটা, ডিম মামলেট ,সবজি ,সালাদ ,মিনারেল ওয়াটার ও চা।

দুপুরের খাবার: সাদা ভাত, হাঁসের মাংস /মুরগি ভুনা, সবজি, ভর্তা, ডাউল,সালাদ ও মিনারেল ওয়াটার।

রাতের খাবার: ফ্রাইড রাইস, মিক্স ভেজিটেবল, চিকেন ফ্রাই, কোলড্রিংস এন্ড মিনারেল ওয়াটার।

চাইল্ড পলিসি:
০ থেকে ২ বছরের বাচ্চা শুধু এয়ার টিকিট infan (ইনফান্ট )পলিসি পরিশোধ করতে হবে।
২ থেকে ১২ বছরের বাচ্চা এয়ার টিকিট চাইল্ড পলিসি পরিশোধ করতে হবে।
১২ বছরের উপরের বাচ্চা এয়ার টিকিট এডাল পলিসি পরিশোধ করতে হবে।
৩ থেকে ৫ বছরের বাচ্চা যদি পরিবহন আসন, বেড ও খাবার বাবা মার সাথে শেয়ার করেন তাহলে কোন প্রেমেন্ট দিতে হচ্ছে না।

কাপল পলিসি:
দুইজনের রুম অথবা কাপল রুমের জন্য প্রতিদিন ১০০০ টাকা অতিরিক্ত যোগ হবে।

বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত প্যাকেজ মূল্য ন্যূনতম ১৪,২৮ অথবা ৪২ জনের গ্রুপ এর জন্য প্রযোজ্য।

যোগাযোগ ঃ নাওয়াফ হোসেন নাফি
হটলাইন ঃ 01404- 847170

আলহামদুলিল্লাহ ঢাকা ডেন্টাল কলেজ থেকে ট্যুরটা সম্পন্ন হয়েছে আয়োজনেঃ #বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড
02/12/2019

আলহামদুলিল্লাহ ঢাকা ডেন্টাল কলেজ থেকে ট্যুরটা সম্পন্ন হয়েছে
আয়োজনেঃ
#বিডি ট্যুর ইন্টারন্যাশনাল লিমিটেড

Our new and next upcoming project
02/12/2019

Our new and next upcoming project


 Coming soon our next project. Coxbazar (patronize sea moon)........................!!
28/11/2019


Coming soon our next project. Coxbazar (patronize sea moon)........................!!

ট্যুরিজম বিজনেস শুরু করবো বা কিভাবে করবো? এই প্রশ্নটা অনেকেই করে থাকেন.......................আমার উত্তর একটাই অর্থাৎ একট...
27/11/2019

ট্যুরিজম বিজনেস শুরু করবো বা কিভাবে করবো?
এই প্রশ্নটা অনেকেই করে থাকেন.......................

আমার উত্তর একটাই অর্থাৎ একটাই ফর্মুলা “প্রেম করা শুরু করেন”।

আইডিয়ার সাথে প্রেম, ব্যবসার সাথে প্রেম এবং কাজের সাথে প্রেম! এবং প্রকৃতির সাথে প্রেম।

আপনারা কোন মেয়ে কে ইম্প্রেস করার জন্য কি কি না করেন, কত রকমের ফর্মুলা বের করেন তাকে ইম্প্রেস করার জন্য।

বৃষ্টিতে ভিজেন, রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকেন......এরকমও বলে ফেলেন - পাহাড় থেকে লাফ দিবো, সাগর পাড়ি দিবো।

সবচেয়ে সুন্দর ড্রেস টা পরেন, দামী দামী গিফট দেন, প্রেম করার সময় কেউ ঘড়ি দেখা বা সময় দেখা পছন্দ করেন না, পারলে ২৪ ঘণ্টাই প্রিয় মানুষের সাথে থাকেন।
মেয়েরাও একই রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।

এই আবেগ, এই ভালোবাসা, এই প্রেম, এই লেগে থাকা, এই উচ্ছ্বাস, এই, খুশী এবং এই কষ্ট আপনি আপনার ভালোলাগার বিজনেস কনসেপ্টে দিয়ে দিন - আপনার সফলতা কে ঠেকায়।.....................!

contract : Nawaf Hossain Nafi
01404- 847170

  আমাদের স্বপ্নের কোম্পানি বিডি ট্যুরের নিজস্ব রিসোর্ট সমুদ্র কাননের সকল ডেকোরেশনের কাজ সম্পন্ন...? পুরো সেন্ট মার্টিন! ...
27/11/2019


আমাদের স্বপ্নের কোম্পানি বিডি ট্যুরের নিজস্ব রিসোর্ট সমুদ্র কাননের সকল ডেকোরেশনের কাজ সম্পন্ন...?
পুরো সেন্ট মার্টিন! চমক লাগানোর মতো স্পেস এখন আমাদের রিসোর্ট গুলো
#কটেজ
#রুম
#তাবু
#কাপল_বেড
#রেস্টুরেন্ট
#সামুদ্রিক_দোলনা
#ক্যান্ডেল_লাইট
#ছাতা_চেয়ার
আলহামদুলিল্লাহ আরো অনেক কিছু নিয়েই আমাদের সেবা

#যোগাযোগ ঃ নাওয়াফ হোসেন নাফি
০১৪০৪-৮৪৭১৭০

 ভিন্ন কিছু বিনোদনে বিডি ট্যুর.কেননা একটু আলাদা মাইন্ড নিয়েই আমাদের পথ চলা. কথায় আছেনা... দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে য...
22/11/2019


ভিন্ন কিছু বিনোদনে বিডি ট্যুর.
কেননা একটু আলাদা মাইন্ড নিয়েই আমাদের পথ চলা. কথায় আছেনা... দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

পৃথিবীর একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আজ থেকে তিনটি জাহাজ চলাচল শুরু করেছে।সবাইকে জানাচ্ছি সমুদ্র কানন রিসোর্ট ও দি...
08/11/2019

পৃথিবীর একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আজ থেকে তিনটি জাহাজ চলাচল শুরু করেছে।সবাইকে জানাচ্ছি সমুদ্র কানন রিসোর্ট ও দি লেগুন রিসোর্ট এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা। পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা প্রস্তুত।
আমাদের সেবাসমূহ
১. ২৪ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস।
২. ২৪ ঘন্টা প্রশিক্ষিত রুম সার্ভিস।
৩. বুফে খাবার পরিবেশন।
৪. টাটকা সামুদ্রিক মাছের বারবিকিউ ও মিউজিক পার্টি।
৫. এছাড়াও রয়েছে জুস বার।
৬. প্রশিক্ষিত গাইড সার্ভিস।
৭. নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা।😍😍🏖🏝

ভ্রমণঃভ্রমণ হচ্ছে লোকজনের তুলনামুলকভাবে দূরতম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন, এবং মানুষজন সাধারণত পায়ে হেঁটে, সাই...
08/11/2019

ভ্রমণঃ
ভ্রমণ হচ্ছে লোকজনের তুলনামুলকভাবে দূরতম ভৌগোলিক স্থানের মধ্যে গতিবিধি বা চলন, এবং মানুষজন সাধারণত পায়ে হেঁটে, সাইকেলে, গাড়িতে, ট্রেনে, নৌকায় কিংবা প্লেনে ভ্রমণে যায়। ভ্রমণকালে সাথে ব্যাগ বা লাগেজ থাকতেও পারে বা নাও থাকতে পারে এবং ভ্রমণটা একমুখী কিংবা রাউন্ড ট্রীপও হতে পারে। ধারাবাহিক গতিবিধির মাঝে একটুখানি অবকাশ যাপনও ভ্রমণের অংশ হয়ে থাকে।ভ্রমন ভৌগোলিক, ঐতিহাসিক, ধর্মিয় ইত্যাদি স্থানে হয়ে থাকে। ছাত্রছাত্রিদের জন্যে প্রথম দুটি লিখিত জায়গা উচ্চ শিক্ষায় নিশ্চয় দরকার। মনের শান্তি, সূদ্ধতা, প্রেরণা প্রভৃতির জন্যে ধর্মিয় স্থান।

ব্যুতপত্তি/ব্যাকরণিক অর্থঃ
"ভ্রমণ" শব্দটার উৎস ইতিহাসের কালে প্রায় হারিয়েই গেছে। ভ্রমণ বা ট্রাভেল শব্দটার উৎপত্তি হয়েছে আদি ফরাসি শব্দ travail থেকে। মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি অনুসারে যতদূর জানা যায় ভ্রমণ শব্দটার ব্যবহার শুরু হয় চতুর্দশ শতাব্দীর দিকে। সেখানে এটাও বলা আছে যে ভ্রমণ শব্দটা প্রথমে আদি ফরাসি শব্দ travailler (যার মানে পরিশ্রমের সাথে কাজ করা) হয়ে পরবর্তীতে ইংরেজি শব্দ travailen, travelen (যার মানে যন্তণা, শ্রম, সংগ্রাম, ভ্রমণ) এর মধ্য দিয়ে উৎপত্তি লাভ করেছে। ইংরেজিতে এখনও মাঝেমাঝে travail এবং travails শব্দদুটো ব্যবহার করা হয়, যার মানে সংগ্রাম। Simon Wi******er তার বই The Best Travelers' Tales (2004) এ উল্লেখ করেছেন, travail এবং travel দুটো শব্দই আমাদের সামনে আরও প্রাচীন একটা ব্যাপার তুলে ধরে যেটা হলো tripalium( ল্যটিন ভাষায় যার মানে "৩ টি পুরস্কার") নামক প্রাচীন রোমানদের ব্যবহৃত টর্চার করার যন্ত্র। এটাতে আসলে প্রতিফলিত হয় প্রাচীনকালে ভ্রমণে অনেক কষ্ট এবং প্রতিকূলতা ছিলো, সাথে travailler শব্দটার কষ্টকর জ্ঞাত্যার্থও প্রকাশ করে। বর্তমানকালে ভ্রমণ করাটা খুব সহজ হতে পারে আবার নাও হতে পারে, সেটা নির্ভর করতেছে তোমার গন্তব্যস্থলের উপর (যেমন, মাউণ্ট এভারেস্ট, আমাজন রেইনফরেস্ট) এবং কিভাবে তুমি পরিকল্পনা করছো সেখানে যাওয়ার (বাস,ট্রেন,জাহাজ ইত্যাদি) সেটার উপর। ভ্রমণলেখক Michael Kasum লিখেছেন, "স্বাভাবিক ট্যুরিস্ট বা ভ্রমণকারী আর সত্যিকারের পুরো পৃথিবী চষে বেড়ানো ট্রাভেলার বা ভ্রমণকারীর মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে।" তথাপি ভ্রমণের সামাজিক এবং সংস্কৃতিগত পার্থক্য এবং বৈশিষ্ট্য যুক্তিপূর্ণভাবে একাডেমিক কাজ হিসেবে নোট করা হলো।.

অভিপ্রায় এবং প্রেরণাঃ
রেল ভ্রমণ,নীলগিরি মাউণ্টেন রেলওয়ের একটি ব্রীজের উপর রেলভ্রমণরত যাত্রীরা, মেট্টাপালায়াম এবং ওটাকামুণ্ডের মধ্যে চলাচলরত, তামিলনাড়ু, ভারত।
ভ্রমণের বিভিন্ন কারণের মধ্যে অন্তর্ভুক্ত আছে চিত্তবিনোদন,পর্যটনএবং অবকাশ যাপন, তথ্য জড়ো করার জন্য ভ্রমণ গবেষণা,ছুটি কাটানোর জন্য মানুষজনের ভ্রমণ, দাতব্যের জন্য স্বেচ্ছাসেবক ভ্রমণ, অভিবাসনের দ্বারা অন্য কোথাও বসবাস শুরু করা, ধর্মীয় তীর্থযাত্রা and কোনো মিশনে যাত্রা, ব্যাবসায়িক ভ্রমণ, বাণিজ্য, বিনিময়, এবং অন্যান্য কারণে, যেমন চিকিৎসা অথবা যুদ্ধগ্রস্থ জায়গা থেকে আভিবাসী হওয়া অথবা ভ্রমণ উপভোগ করার জন্যে। ভ্রমণ হতে পারে হাঁটা কিংবা সাইক্লিং এর মাধ্যমে, অথবা গাড়িতে, যেমন পাবলিক পরিবহন, প্রাইভেট গাড়ি, রেল এবং বিমান।

ভ্রমণের লক্ষের মধ্রযে আছে আনন্দ চিত্তবিনোদন, উদঘাটন এবং অনুসন্ধান[৩] অন্য রীতিনীতি[৩] সম্পর্কে জানা এবং কিছু সময় নিজের মতো ব্যয় করা আত্মিক সম্পর্ক গড়ে তোলার জন্য। ভ্রমণ হতে পারে স্থানীয়, প্রাদেশিক, স্বদেশের ভেতর অথবা আন্তর্জাতিক। কোনো কোনো দেশে এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্যও দরকার পরে একটা অভ্যন্তরীণ পাসপোর্ট, যেখানে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সাধারণত পাসপোর্ট এবং ভিসা দরকার হয়। ভ্রমণ হতে পারে রাউন্ড ট্রীপের অংশ যেটা একটা বিশেষ ধরনের ভ্রমণ যেখানে একটা লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং ফিরে আসে।.

ভ্রমণকালীন নিরাপত্তাঃ

ব্রিটিশ এয়ারওয়েজ ৭৪৭ এরোপ্লেন এর ভিতরে ভ্রমণকারীরা। বিমান ভ্রমণ একটা প্রচলিত যোগাযোগ মাধ্যম।

এম এস স্ক্যানিয়া ফেরি Szczecin পোর্টে।
কর্তৃপক্ষ ভ্রমণকালীন নিরাপত্তার জন্য পূর্ব সতর্কতা নেওয়ার উপর জোর দেয়।বিদেশে ভ্রমণকালীন সময়ে সকল প্রকার খারাপ দিক পরিহার এবং বাজে ঘটনাপূর্ণ ভ্রমণ পরিত্যাগের জন্যই নিরাপত্তার ব্যাপারটা আসে। তাছাড়া দেশের বাইরে ভ্রমণরত অবস্থায় বিভিন্ন ধরনের অসুবিধা, সহিংসতার শিকার হতে পারে। নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে আছে আশেপাশের অবস্থা বিবেচনা করা,কোনো একটা ক্রাইম বা অপকর্মের টার্গেট থেকে কৌশলে বেরিয়ে পড়া,বিশ্বস্ত কোনো মানুষের কাছে পাসপোর্ট এবং ভ্রমণপথ বা ভ্রমণবৃত্তান্তের একটা কপি রেখে যাওয়া,যে দেশে ভ্রমণ করা হচ্ছে সে দেশে বৈধ এমন কোনো মেডিকেল ইন্স্যুরেন্স বা চিকিৎসা বীমা বহন করা। এবং যখন বাইরের দেশে ভ্রমণ করা হয় তখন সেখানে নিজদেশের দূতাবাসে নিজের নাম লিপিবদ্ধ করা।অনেক দেশই অন্য দেশ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করে না; কিন্তু বেশিরভাগ দেশই আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটস অনুমোদন করে থাকে। কোনো দেশের ইস্যু করা গাড়িবীমা অন্যদেশে অবৈধ হয়ে যায়, বাট সেটা প্রায়ই দরকার হয় অস্থায়ী ভাবে সেদেশের ভেতরে বৈধ বীমা পেতে হলে। অবশ্যই যে দেশ ভ্রমণ করা হবে সেদেশের ড্রাইভিং রুলস বা নিয়মগুলো ভালোভাবে জানা প্রয়োজন। নিরাপত্তার জন্য সীটবেল্ট বাঁধাটা অবশ্যই দরকার; অনেক দেশেই সীটবেল্ট না বাঁধলে শাস্তি আর জরিমানার বিধান রয়েছে।
এখানে বিভিন্ন ধরনের ভ্রমণের নিরাপত্তার ব্যাপারগুলো তুলনা করা যায় এরূপ প্রধান ৩ টি পরিসংখ্যান দেখানো হলো (DETR এর অক্টোবর ২০০০ সালের সার্ভের ভিত্তিতে)

https://web.archive.org/web/20010907173322/http://www.numberwatch.co.uk/risks_of_travel.htm

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।
30/10/2019

পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা সব সময় অঙ্গিকারবদ্ধ।

Address

Gazipur
Tongi

Alerts

Be the first to know and let us send you an email when BD Tour. Gazipur Tongi Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tour. Gazipur Tongi Branch:

Share

Category

Nearby travel agencies


Other Travel Companies in Tongi

Show All