08/12/2019
বান্দরবান এডভেঞ্চার ট্যুর।
★★★★★★★★★★★★
হটলাইনঃ 01404- 847170
# যাত্রা শুরু:১৯/১২/২০১৯ ইং রাতে।
# যাত্রা শেষ:২৪/১২/২০১৯ ইং ভোরে।
ঢাকা-বান্দরবান-থানচি-রেমাক্রি-নাফাখুম-আমিয়াখুম-সাত ভাইখুম-ভেলাখুম-নাইকখুম মুখ-পদ্ম ঝিরি-ঢাকা ট্যুর প্যাকেজ।
প্যাকেজ মূল্যঃ ৭০০০/- টাকা (জনপ্রতি)
# প্যাকেজ মেয়াদঃ ৫রাত ৪দিন।
থাকা: আদিবাসী পল্লী ৩ রাত।
# খাবারঃ১২বেলা।
#যাতায়াতঃ ননএসিবাস,চাঁদেরগাড়ী,ইঞ্জিন চালিত বোট ও ভেলা।
গাইড সার্ভিসঃ দুইজন
================
যাত্রা শুরুঃ
ঢাকা আরামবাগ থেকে রাতে বান্দরবানের উদ্দেশ্যে গাড়ি ছাড়বে। ইনশাল্লাহ্ ভোরে পৌঁছে যাব বান্দরবান সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় সব মালামাল চাঁদের গাড়িতে রেখে ফ্রেস হয়ে নাস্তা শেষে থানচির উদ্দেশ্যে রওনা দিব।
প্যাকেজের অন্তর্ভূক্তঃ
================
✅ঢাকা - বান্দরবান -ঢাকা (নন এ সি বাস)
✅বান্দরবান থেকে থানচি চাঁদের গাড়ীতে আসা-যাওয়া।
✅থানচি থেকে রেমাক্রি ও পদ্ম ঝিরি থেকে থানচি ইঞ্জিন চালিত বোট সার্ভিস।
✅৩ রাত আদিবাসী পল্লীতে রাত্রিযাপন।
✅খাবার ১২ বেলা।
✅অভিজ্ঞ গাইড দুইজন
১ম দিনঃ
======
★ সকালের নাস্তা বান্দরবান।(পরটা, ডিম, ডাল ভাজি, চা)।
★ নাস্তা শেষে চাঁদের গাড়ী করে থানচি উদ্দেশ্যে রওনা ।
★ দুপুরের খাবার (সাদা ভাত, সাঙ্গু নদীর মাছ/মুরগি, সবজি, ডাল, সালাদ)/পার্সেল নৌকায় খাওয়ার জন্য।
★ দুপুরের খাবার শেষে রেমাক্রি উদ্দেশ্যে রওনা । পথিমধ্যে আমরা দেখব তিন্দু ,রাজা পাথর, পদ্মমুখ ঝিরি। যাত্রাপথটি হতে পারে আমাদের জন্য অবিস্মরনীয়। রেমাক্রীতে পৌঁছে কিছু সময় থেকে নাফাখুম এর উদ্দেশ্যে রওনা, নাফাখুম পৌঁছে আদিবাসী পল্লীতে রুম চেক-ইন।
★ রাতের খাবার।(সাদা ভাত,পাহাড়ি মুরগি, আলু ভর্তা,ডাল) ঘুমানোর পূর্বে জোছনার আলোতে নাফাখুম এর সৌন্দর্য উপভোগ করব। তারপর ঘুমোতে যাবো।
২য় দিনঃ
=====
★ খুব ভোরে ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে নাফাখুমে ঘন্টাখানেক অবস্থান করবো এবং গা ভিজিয়ে নিব।
★সকালের নাস্তা: ডিম খিচুড়ি।
★ নাফাখুম থেকে থুইসাপাড়ার উদ্দেশ্যে রওনা দিব পথিমধ্যে জিন্নাপাড়া পড়বে তার ৩০ মিনিট পর আমরা পৌঁছাব থুইসাপাড়া,সেখানে পৌঁছে আদিবাসী পল্লীতে রুমে চেক ইন করে ক্রাইক্ষ্যং ঝর্ণায় কিছু সময় ঘুরে আসবো।
★ দুপুরের খাবারঃ জুম চাউলের ভাত, পাহাড়ি মুরগি,আলু ভর্তা, ডাল।
★ রাতের খাবার: জুম চাউলের ভাত, পাহাড়ি মুরগি,আলু ভর্তা, ডাল। রাত্রে খুব শীঘ্রই ঘুমিয়ে পড়বো পরেরদিনের ট্রেকিং এর জন্য।
৩য় দিনঃ
======
★খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিব আমিয়াখুম এর উদ্দেশ্যে পথিমধ্যে দেবতা পাহাড় পাড়ি দিব।
★সকালের নাস্তা: ডিম খিচুড়ি ।
★আমিয়াখুম পৌঁছে কিছু সময় অবস্থান এবং গোসল সেরে নিব।
★দুপুরের খাবার: কাপ নুডুলস বাম্বুম গরম পানি দিয়ে।
★দুপুরের খাবার শেষে সাতভাইখুম ভেলাতে চড়বো ৩০ মিনিটের মত।
★সাতভাইখুম থেকে ঘুরে ভেলাখুম এবং নাইকখুম মুখ ঝর্ণা দেখব এবং ভেলাতে করে ভেলাখুম এর শেষ সীমানা দেখে থুইসাপাড়া উদ্দেশ্যে রওনা করব।
★থুইসাপাড়া পৌঁছে রাতের খাবার খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো পরেরদিনের ট্রাকিং এর জন্য।
★রাতের খাবার সাদা ভাত, ডিম তরকারি, আলুর ভর্তা, ডাউল।
৪র্থ দিনঃ
======
★খুব ভোরে ঘুম থেকে উঠে নাস্তা করে রওনা দিব পদ্ম ঝিরির উদ্দেশ্যে
★সকালের নাস্তা: সাদাভাত, আলুভর্তা,ডিম ভাজা, ডাউল।
★পদ্ম ঝিরি পৌঁছে টলারে করে রওনা দিব থানচির উদ্দেশ্যে।*থানচি পৌঁছে দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়ি করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব।
★দুপুরের খাবার: সাদা ভাত,সাঙ্গু নদীর মাছ/মুরগি ভুনা, ভর্তা,ডাউল।
★বান্দরবান আসার পথে সময় থাকলে নীলগিরি ,চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত পরিদর্শন করব ।
★ রাতের খাবার।(সাদা ভাত,মুরগি ভুনা ,আলু ভর্তা/ সবজি,ডাল)
★ বান্দরবান শহরে পৌঁছে রাতের গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা ইনশাল্লাহ ভোরে পৌঁছে যাব ঢাকায়।
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়ঃ
==================
# যাত্রাবিরতিতে কোন প্রকার খাবার,
# কোন ব্যক্তিগত খরচ,
# কোন ঔষধ,
# কোন প্রকার দুর্ঘটনা জনিত বীমা,
# প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন কোন খরচ।
কাপল পলিসিঃ
==========
★ কাপল পলিসিঃআলোচনা সাপেক্ষে।
প্রয়োজনীয় জিনিসপত্র যা যা নিতে হবেঃ
============================
১। ন্যাশনাল আইডি কার্ড /পাসপোর্ট /জন্ম নিবন্ধন/ স্টুডেন্ট আইডি কার্ড / এইগুলার ৫ কপি ফটোকপি,
২। টর্সলাইট, সানগ্ল্যাস, ক্যাপ, সাবান, লম্বা মৌজা, ট্রেকিং সু,শেম্পু, গামছা, লোশন বা তেল, প্রয়োজনীয় ঔষধ, ওরস্যালাইন, ব্যান্ডেজ,স্লিপার, ইত্যাদি।
★★★★★★★★★★★★★★★
বুকিং পলিসি: ১৩ এ ডিসেম্বরের মধ্যে ৫০% টাকা জমা দিতে হবে যা অফেরৎযোগ্য। বাকি টাকা ১৬ এ ডিসেম্বরে জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: এটি একটি ট্রেকিং ট্যুর প্রতিদিন গড়ে প্রায় ১০ কিলোমিটার হাঁটতে হবে তাই ব্যাগ যত ছোট হবে ট্রেকিং এর জন্য সহজ হবে অতিরিক্ত জামাকাপড় নেওয়ার কোনো প্রয়োজন নাই দুই থেকে তিনটা টি-শার্ট দুইটা থ্রি কোয়ার্টার অথবা ট্রাউজার প্যান্ট একটা তোয়ালে অথবা গামছা যথেষ্ট,
অবস্থার পরিপ্রেক্ষিতে টিম লিডার ও গাইড ট্যুর প্ল্যান পরিবর্তন করতে পারবেন আলোচনা সাপেক্ষে।