Tech Tours & Travels

Tech Tours & Travels The official page of Tech Tours & Travels and firm with a vision to bring incredible growth in busin
(1)

13/05/2021
06/01/2020

চলতি মাস থেকেই পাওয়া যাবে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। প্রাথমিকভাবে ২২ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁও, যাত...

বিজয় দিবসের শুভেচ্ছা। মাতৃভূমির বিজয় অর্জিত না হলে আজ আমরা জীবনের ছোট ছোট বিজয়ের স্বপ্ন গুলোও দেখতে পারতাম না। বিজয় দিবস...
16/12/2019

বিজয় দিবসের শুভেচ্ছা।

মাতৃভূমির বিজয় অর্জিত না হলে আজ আমরা জীবনের ছোট ছোট বিজয়ের স্বপ্ন গুলোও দেখতে পারতাম না। বিজয় দিবসে শ্রদ্ধা জানাই সমস্ত শহীদদের প্রতি যাদের আত্মদানের বিনিময়ে আমাদের স্বাধীনতার স্বপ্ন সত্যি হয়েছে।

18/09/2019

প্রতিটি মানুষের জন্মই হয়েছে সফলতার জন্য, পাওয়ার জন্য, বিজয়ের জন্য। আর এই প্রাপ্তি, বিজয় বা সফলতা হচ্ছে ব্যক্তির অধিকার। এই সফলতা একজন মানুষ কখন পেতে পারে তা নির্ভর করে তার চেষ্টা ও কাজের উপর। তবে সফলতা কখনই রাতারাতি আসে না। হাজারো চেষ্টা, সাধনার পরই আসে এই কাঙ্খিত সাফল্য। সকল সফল ব্যক্তির সফলতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাড়ি দিতে হয়েছে হাজারো বাঁধার পাহাড়। প্রতিনিয়ত তারা সংগ্রাম করেছেন নিজের সাথে।

নিচের ভিডিওটি তারই একটি প্রমান।

16/09/2019

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে প্রাযুক্তিক উন্নয়নের দিকে বিশেষ দৃষ্টি রেখেছে সরকার। এরই ধারাবাহিকতায় ...

08/09/2019

যারা একবারে নতুন পাসপোর্ট করবেন তারা একটু চোখ বুলিয়ে নিন ।

টাকা জমা দেওয়ার আগে নিচের ডকুমেন্টস গুলা কালেক্ট করে নিন:
১.রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি কালার ছবি।
২.জন্ম নিবন্ধন(অনলাইন) অথবা এনাআইডি(মুল কপি।অনলাইন কপি গ্রহণযোগ্য নহে)
( দুইটা ফটোকপি)
৩.চেয়ারম্যান সার্টিফিকেট
( দুইটা ফটোকপি)
৪.এস.এস.সি সার্টিফিকেট
(দুইটা ফটোকপি)
৫.বাবা/মায়ের এনাআইডি কপি
(দুইটা ফটোকপি-আপনার নিজের এনাইডি না থাকলে)
৬.বিদ্যুৎ বিল
(দুইটা ফটোকপি সত্যায়িত করা লাগবে না -যাদের স্থায়ী এবং বর্তমান ঠীকানা ভিন্য তাদের জন্য )
৭.বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র/পরিচয়পত্র (দুইটা ফটোকপি)
৮.ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদত্ত পরিচয়পত্র - আইডিকার্ড ( দুইটা ফটোকপি)

যারা নতুন আইডি কার্ড বানাতে যাবেন তারা মাস্ট এইগুলো নিয়ে যাবেন , আপনাকে আর কেউ হেনস্থা করতে পারবেনা । আর ফর্ম অনলাইনে ফিল -আপ করবেন । ভুল হবার সম্ভাবনা কম । হাতে লিখলে স্পেস থাকে আবার , capital letter , small letter নিয়ে ঝামেলা হয় । অনলাইনে করা খুব ইজি নিজে না পারলে কারও কাছ থেকে শুধু ফর্মটা ফিল আপ করে নিন ।

টাকা ব্যাংকে জমা দিতে বা অনলাইনেও দিতে পারেন বিকাশের মাধ্যমে । এর পর অনলাইন ফর্ম ফিল-আপ করার পর ডাউনলোড করে শুধু নিজের নাম বাংলায় লিখতে হবে । এর পর সকল পেপার্স সত্যায়িত করে নিবেন ।

এরপর ফর্ম জমা দিতে যাবেন । আশা করছি কোন প্রকার হেনস্থা হবেনা না । দু একটা সিলি পেপার্স মিস থাকলে রিজেক্ট করে দেয় আর দালালরা হুদায় টাকা চাইবে । তাদের দিকে ফিরেও তাকাবেন না । প্রয়োজনে পরের দিন যে পেপার লাগে তা নিয়ে যাবেন । আর অবশ্যই শাদা কাপড় পরে যাবেন না । রঙ্গিন পোশাক পরিধান করবেন।

ছবি ও ফিঙ্গারপ্রিন্ট এর কাজ শেষে স্লিপ নিয়ে বাসায় আসবেন । আশা করছি মাসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন ।

( একদম নিজস্ব অভিজ্ঞতা)

08/09/2019

কিভাবে অনলাইনে পাসর্পোট ফরম পূরন করবেন ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করুন।

21/08/2019

আজ ওমানের টিকেট বিক্রয় করলাম।

21/08/2019
21/08/2019
https://www.ittefaq.com.bd/national/77716/%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A...
19/08/2019

https://www.ittefaq.com.bd/national/77716/%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%82%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87

ই-পাসপোর্টের (ইলেকট্রনিক পাসপোর্ট) ফি সর্বনিম্ন ৩ হাজার ৫০০ (ভ্যাট ছাড়া) এবং সর্বোচ্চ ১২ হাজার টাকা নির্ধারণ চূড়ান...

ঈদের ছুটির নোটিশএতদ্বারা টেক বিজনেস ডেভলপমেন্ট এর নিমোক্ত অঙ্গ প্রতিষ্ঠানের সকল পরিচালক, কর্মকর্তা / কর্মচারী, এবং শিক্ষ...
05/08/2019

ঈদের ছুটির নোটিশ

এতদ্বারা টেক বিজনেস ডেভলপমেন্ট এর নিমোক্ত অঙ্গ প্রতিষ্ঠানের সকল পরিচালক, কর্মকর্তা / কর্মচারী, এবং শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ইং আগস্ট থেকে ১৭ ইং আগস্ট পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ ইং আগস্ট থেকে যথারিতি কার্যক্রম চলবে।

সবাইকে টেক বিজনেস ডেভলপমেন্ট এর পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা,
ঈদ মোবারক।

প্রতিষ্ঠান সমুহঃ
১. টেক আইটি বিডি
২. টেক শপ
৩. টেক নিউজ বিডি 24. কম
৪. টেক ট্যুরস এন্ড ট্রাভেলস

Please don't stay illegal in Malaysia need truly legal Bangladeshi. please respect Malaysia law. My FB friends illegal i...
03/08/2019

Please don't stay illegal in Malaysia need truly legal Bangladeshi. please respect Malaysia law. My FB friends illegal in Malaysia for your air ticket RM 400

17/07/2019

এইচ এস সি (HSC) রেজাল্ট অনলাইনে ওয়েবসাইট থেকে মার্কশিটসহ দেখার নিয়মঃ
এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখার সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় পদ্ধতি হল অনলাইন। ইন্টারনেট সংযোগের মাধ্যমে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এইচএসসি পরীক্ষার রোল এবং প্রয়োজনীয় কিছু তথ্য প্রবেশ করলেই দেখা যাবে ফলাফল। এজন্য প্রথমে ভিজিট করতে হবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট। এরপর নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
• Examination হিসেবে সিলেক্ট করুন HSC/Alim
• Year হিসেবে সিলেক্ট করুন 2019
• Board হিসেবে আপনি যে শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করুন
• Roll নম্বরের ঘরে লিখুন আপনার HSC পরীক্ষার রোল নম্বরটি
• Reg: No ঘরে লিখুন আপনার এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি
• Captcha ঘরটিতে উল্লেখিত ছোট্ট যোগ বা বিয়োগ ম্যাথটির উত্তর লিখুন
• সবশেষে Submit বাটন ক্লিক করুন

অথবা https://eboardresults.com/app/ ওয়েবসাইট থেকে নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
• Examination হিসেবে সিলেক্ট করুন HSC/Alim
• Year হিসেবে সিলেক্ট করুন 2019
• Board হিসেবে আপনি যে শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করুন
• Result Type এর স্থানে Individual Result সিলেক্ট করুন।
• Roll নম্বরের ঘরে লিখুন আপনার HSC পরীক্ষার রোল নম্বরটি
• Captcha ঘরটিতে উল্লেখিত সংখ্যাটি পূরন করুন
• সবশেষে Get Result বাটন ক্লিক করুন

14/07/2019
এখন ঘরে বসেই সাশ্রয়ী মূল্যে দেশ-বিদেশের অভ্যন্তরীণ যে কোন এয়ার লাইন্সের টিকিট কিনুন  ট্র্যাভেল স্পেস থেকে। পেমেন্ট করুন ...
09/06/2019

এখন ঘরে বসেই সাশ্রয়ী মূল্যে দেশ-বিদেশের অভ্যন্তরীণ যে কোন এয়ার লাইন্সের টিকিট কিনুন ট্র্যাভেল স্পেস থেকে। পেমেন্ট করুন বিকাশ অথবা রকেটে।
-----------------------------------------------------------------------------
যোগাযোগ করুনঃ 01730-578911
-----------------------------------------------------------------------------
ঢাকা - কক্সবাজার- চট্টগ্রাম - যশোর - রাজশাহী - সিলেট -সৈয়দপুর - বরিশাল । ইন্ডিয়া /ব্যাংকক / কুয়ালালামপুর / সিঙ্গাপুর / বালি/ মালদ্বীপ /শ্রীলঙ্কা/ চায়না / অ্যামেরিকা /লন্ডন/ ক্যানাডা সহ পৃথিবীর সকল দেশের টিকিট কিনুন সাশ্রয়ী মূল্যে ।

কিভাবে টিকেট পাবেন?
-----------------------------------------------------------------------------
আপনি সাধারণত দুই ভাবে আমাদের কাছ থেকে টিকেট নিতে পারবেন"
❐ সরাসরি (অফিসে এসে Printed Copy)
❐. ইমেইলের মাধ্যমে (By Email)

টিকেটের জন্য কি কি Documents লাগবে?
-----------------------------------------------------------------------------
❐ Domestic /অভ্যন্তরীণ-NID কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
❐ International /আন্তর্জাতিক- Passport কপি, ক্ষেত্র বিশেষে VISA কপি এবং যোগাযোগের মোবাইল নম্বর।
*************************************************************************
সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকারে।
*******************************************************************
Tech Trous & Travels
T&T Bazar, Tongi,
Gazipur-1712, Bangladesh
Phone: +88029810386

04/06/2019

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জানাচ্ছি "ঈদ মোবারক"🌙

কিভাবে বিশ্বখ্যাত হার্টের চিকিৎসক ডাঃ দেভি শেঠির সিরিয়াল নিবেন?     কারণ ব্যাংগালোরের নারায়না হাসপাতালে ৮০% ই বাংলাদেশী ...
14/04/2019

কিভাবে বিশ্বখ্যাত হার্টের চিকিৎসক ডাঃ দেভি শেঠির সিরিয়াল নিবেন?

কারণ ব্যাংগালোরের নারায়না হাসপাতালে ৮০% ই বাংলাদেশী হার্টের রোগী। না জেনে যাওয়ার কারনে দিনের পর দিন সময় ও টাকা নষ্ট করছেন। অনেকে বলছেন, আমরা সিরিয়াল নিয়ে এসেছি কিন্তু ডাক্তারকে দেখানো যাচ্ছেনা। কিভাবে নিলেন? ই মেইল করেছি বা অমুকের রেফারেন্সে এসেছি ইত্যাদি ইত্যাদি ।
মনে রাখা দরকার যে, ডাঃ দেভি শেঠি সরাসরি কোন রোগী দেখেন না। নারায়না হাসপাতালের বেসমেন্টে উনার সিরিয়াল নেয়ার জন্য আলাদা কাউন্টার আছে। সকাল ৮ টার মধ্যে গেলে কাউন্টারে একটা ফর্ম পুরন করতে হয়, যা আন্তর্জাতিক /নতুন রোগীর জন্য। 500 রুপি জমা দিয়ে ফাইল করতে হয়। এই ফাইলটি নিয়ে পাশে আরেকটি কাউন্টারে গেলে , তারা ফাইলটি চেক করে কিছু টেস্ট করতে বলবে (যদি লাগে) এবং একজন কার্ডিওলোজিস্ট এর কাছে রেফার করবে। ঐ কার্ডিওলোজিস্ট যদি মনে করেন ডাঃ দেভি শেঠির কাছে পাঠানো প্রয়োজন আছে তবে তিনি রেফার করে দিবেন। আর সাধারণ সমস্যা হলে সেখান থেকেই সাজেশন দিয়ে দিবেন আর ডাঃ দেভি শেঠির কাছে পাঠাবেন না। মূলত ডাঃ দেভি শেঠি জটিল ও শিশুদের হার্টের রোগিদের দেখেন। সব ঠিক থাকলেও উনাকে পেতে ১-৭ দিন লাগতে পারে। অনেক সময় জটিল অপারেশনে উনি বাইরের (OPD) রোগী দেখেন না। সময় নিয়ে যেতে হবে, আপনার রোগী যতই জটিল অবস্থায় থাক না কেন। উনার কয়েকজন সেক্রেটারীর মধ্যে মিঃ দিপক হেল্পফুল কিন্তু উনি বাংলা জানেন না। মিসেস তানিয়া বাংলা জানেন কিন্তু খুব একটা হেল্প করেন না। ডাঃ দেভি শেঠি অনেক সময় দেশের বাইরে থাকেন, সেক্ষেতরে খবর নিয়ে যাওয়া ভালো।
সবচেয়ে ভালো হয় সরাসরি ডাঃ দেভি শেঠিকে What's app করলে। উনি নিজেই তার রিপ্লাই দেন। তার What's app নাম্বার +919980199801. শুধু text, কোনো কল করা যাবেনা।
ইমেইল করতে পারেনঃ [email protected]
এছাড়া বাংলাদেশে মিঃ মিলু ( Dhaka : 01943222222) ও মিঃ ম্রিনাল (Chittagong : 01731409352) হেল্প করতে পারবে।

কিছু Test বাংলাদেশের ভালো হস্পিটাল বা ডায়াগনস্টিক থেকে করিয়ে নিলে আর ওখানে করতে হয়না।
যেমনঃ
1. Complete Blood test (CBC)
3. ECG
4. Lipid Profile
5. Glucose test both fasting & after 2 hrs
6. X- Ray chest
7. Echo Color Droppler
8. Angiogram (if needed)

কিছু প্রেপারেশনঃ
১। রোগীকে যদি এঞ্জিওগ্রাম, রিং বা অপারেশন করতে হয় তাহলে অবশ্যই মেডিক্যাল ভিসা লাগবে। তা না হলে বিপদে পড়ে যাবেন । পাসপোর্ট ও ভিসার বেশ কয়েক কপি ফটোকপি সাথে রাখতে হবে, কথায় কথায় এগুলো দরকার হয়।
২। উপরের ক্ষেত্রে অবশ্যই USD (dollar) তে পেমেন্ট করতে হবে। তাই দেশ থেকে dollar নিয়ে যাওয়া ভালো। ওখানে রেট ভালো না। এঞ্জিওগ্রামে 300 dollar, রিং বা অপারেশন 4000 dollar জমা রাখে। পরে যা লাগবে তা রেখে বাকি টাকা ফেরত দেয়।
৩। টাকা জমা দিতে হলে International Desk এর verification লাগে। তাই পাসপোর্ট ও ভিসার ফটোকপির সাথে যে হোটেলে উঠেছেন তার বিল কপি লাগবে। International Desk এ মিস রূপসী নামে একজন কলকাতার বাংগালী আছেন উনি গাইড করেন।
৪। নরমাল টেস্ট এর জন্য টুরিস্ট ভিসা ওকে।

লম্বা পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। প্রসঙ্গত ডাঃ দেভি শেঠি পুরো নাম 'দেভি প্রসাদ শেঠি'। ------

মায়ের স্নেহের মতোই মাতৃভাষা আগলে রাখে প্রতিটি জাতি-বর্ণের ইতিহাস ও সংস্কৃতি। সেই মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় প্রাণ ...
21/02/2019

মায়ের স্নেহের মতোই মাতৃভাষা আগলে রাখে প্রতিটি জাতি-বর্ণের ইতিহাস ও সংস্কৃতি। সেই মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

আজি বসন্ত জাগ্রত দ্বারে।
13/02/2019

আজি বসন্ত জাগ্রত দ্বারে।

যাঁদের জীবন উৎসর্গের কারণে আজকের বাংলাদেশ, শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
14/12/2018

যাঁদের জীবন উৎসর্গের কারণে আজকের বাংলাদেশ, শহীদ বুদ্ধিজীবী দিবসে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

৯,৯৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকে...
10/12/2018

৯,৯৯০ টাকায় কক্সবাজারে আন্তর্জাতিক মানের হোটেলে দুই রাত তিন দিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে ট্যূর প্যাকেজে।
for details : 01730578912

Address

Tongi
1712

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801315942776

Alerts

Be the first to know and let us send you an email when Tech Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Tours & Travels:

Videos

Share

Category

বিমান টিকেট

বিশ্বের যে কোন দেশের বিমানের টিকেটের জন্য যোগাযোগ করুন 01730-578912

Nearby travel agencies


Other Tour Guides in Tongi

Show All