Flycatcher Tourism

  • Home
  • Flycatcher Tourism

Flycatcher Tourism Re-thinking Tourism :
Tourism and Green Investment

Stall No. MS 20 Bangladesh Festival From the District Pavilion, Netrakona.
27/09/2023

Stall No. MS 20 Bangladesh Festival
From the District Pavilion, Netrakona.

See you at Bangladesh Festival!!
25/09/2023

See you at Bangladesh Festival!!

খরস্রোতা ধণু নদীর খালিয়াজুড়ি...। খালিয়াজুড়িতে কেবল ধণু নদীই নয়, এর চারপাশ জুড়ে আছে অনেকগুলো প্রাকৃতিক বেসিন হাওর।যাবার প...
19/10/2022

খরস্রোতা ধণু নদীর খালিয়াজুড়ি...।

খালিয়াজুড়িতে কেবল ধণু নদীই নয়, এর চারপাশ জুড়ে আছে অনেকগুলো প্রাকৃতিক বেসিন হাওর।যাবার পথে চোখে পড়বে কোথাও বক্, কোথাও পানকৌড়ি, কোথাও কোথাও নাম না জানা আরও কিছু পাখি। হরেক রকম ট্রলার, গয়না নৌকা, স্পিড বোট, বালুবাহী কার্গো জাহাজ.. এসবতো আছেই।

নেত্রকোণা থেকে দুটো পথে খালিয়াজুড়ি উপজেলায় যাওয়া যায়। একটি হলো মোহনগঞ্জের আদর্শ নগর হয়ে বোয়ালিয়ার ঘাট হয়, অথবা উচিৎপুরের পথ দিয়ে মদন হয়ে আবার বোয়ালিয়ার ঘাট হয়ে খালিয়াজুড়ি গামী ট্রলার।

পানি একদম শুকিয়ে না গেলে নদী বা হাওর পাড়ি না দিয়ে খালিয়াজুড়ি যাবার ভিন্ন কোন সড়ক পথ নাই। তাই এ অঞ্চলটি মূলত বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো। আর তাই এ্যাতো সুন্দর।

এম্নিকে প্যাসেঞ্জার বোটে খালিয়াজুড়ির ভাড়া বোয়ালিয়ার ঘাট থেকে ১০০ টাকা করে। বাইকে চেপে খালিয়াজুড়ি গেলে ট্রলার ঘাটের পাড়েই কিছু দোকানে গ্যারেজের মতো ভাড়া হিসেবে বাইক রেখে যাওয়া যায়। আবার একটু ভালো মানের ট্রলার হলে অতিরিক্ত ভাড়া দিয়ে বাইক সহ'ও যাওয়া সম্ভব।

ছবিঃ তুষার বাবু , ২০২২।

নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায় বলেই বৈচিত্র্যময় সীমান্তে পর্যটনের প্রতি মানুষের এতো আগ্রহ... ছবিতে ব্যাকগ্রাউন্ডের ...
17/10/2022

নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায় বলেই বৈচিত্র্যময় সীমান্তে পর্যটনের প্রতি মানুষের এতো আগ্রহ...
ছবিতে ব্যাকগ্রাউন্ডের পাহাড়গুলো মাঝের পথটা ভারতের মেঘালয় রাজ্যের অংশ।
এপাশের অংশে থাকা গারো (মান্দি)দের একটা গ্রাম থেকে তোলা ছবি। গ্রামের এই অংশে ৫টি যৌথ পরিবার বিজিবি'র নিয়মিত টহলের মধ্যই ছোট্ট একটি পাহাড়ের ওপরের বিভিন্ন অংশে বসবাস করে। এখানেই একটা ছোট্ট ঘরোয়া পরিচালনায় দোকান করে নিয়েছে। ট্যুরিস্টরা এলে তাদের সামান্য আপ্যায়ন হয়। যে গারো দম্পতি এই দোকানটা চালায়, তাদের মেয়ে স্থানীয় একটা মিশনারী কলেজে আবাসিক ছাত্রী হিসেবে পড়াশোনা করে। তাই তার সাথে পর্যটকদের দেখাশোনা হয়না।
তবে, তার প্রতিভার স্বাক্ষর সে রেখে গিয়েছে। বাড়ির আঙিনাটা সে সাজিয়ে রেখেছে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য।

ভ্রমণ করে দেখে আসতে পারেন গারোদের সেই গ্রাম 'গোপালপুর' থেকে। অনুসন্ধানের জন্য যোগাযোগ করুণ।

আপনাদের জন্য শুভকামনা।।

🌻🌻

সোমেশ্বর পাঠকের রাজ্যঃ সুসং রাজ্য১২৮০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাঘ মাসের শীতকালীন অবসরে ভারতের কান্যকুব্জ থেকে একদল স...
12/10/2022

সোমেশ্বর পাঠকের রাজ্যঃ সুসং রাজ্য

১২৮০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে মাঘ মাসের শীতকালীন অবসরে ভারতের কান্যকুব্জ থেকে একদল সাধু বেরিয়েছিলেন তীর্থ ভ্রমণে। বিভিন্ন তীর্থস্থান ঘুড়তে ঘুড়তে একসময় তারা উপস্থিত হয় গৌহাটির নিকটস্থ পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরের পূন্যপীঠে। কিছুদিন সেখানে অবস্থানের পর নদীর তীরে বিগ্রহলক্ষ্মী নারায়ণজীর আবাসে আশ্রয়গ্রহণ করেন এবং সেখানে মগ্ন হন ঈশ্বর আরাধনায়। এভাবেই কেটে যাচ্ছিলদিন। নিরব পাহাড়ি পরিবেশ তাদেরকে বেশ প্রশান্তি দিচ্ছিল।

হঠাৎ একদিন একদল দরিদ্র ধীবর সেখানে উপস্থিত হয়ে সাধুদের জানালেন যে ‘পাহাড় মুল্লুকে’ বৈশ্যগারো নামে এক দুর্ধর্ষ ও অত্যাচারী রাজা তাদের উপরে ক্রমাগত নির্যাতন করে চলেছে । এ হেনঅবস্থা থেকে তারা পরিত্রাণ চায়। ধীবরদের মুখে এ নির্যাতনের কাহিনী শুনে এক প্রবীণ সাধুরমনে দয়ার উদ্রেক হয়। তিনি তারকনিষ্ঠ সাধু সোমেশ্বর পাঠককে বলেন,সোমেশ্বর তুমি ‘এই অরণ্যভূমি অধিকারকরে এখানে একটি রাজ্য স্থাপন কর! তাতে তোমার অভীষ্ট সিদ্ধি ও ধীবরদের মঙ্গল হবে...'।
জ্যোষ্ঠ সাধুরনির্দেশকে শিরোধার্য ভেবে আরও কয়েকজন সন্ন্যাসীকে নিয়ে সোমেশ্বর পাঠকথেকে গেলেন নিবিরপাহাড়ি অরণ্য এ জনপদে। আর বাকি সাধুরা চলে গেলেন পূর্বের গন্তব্যে। তারপর সোমেশ্বর পাঠক অন্যান্য সহচর ও ধীবরদের নিয়ে একটি দল সংঘঠনকরেন এবং অত্যাচারী বৈশ্যগারো রাজাকে পরাজিতকরে তিনি নতুনভাবে প্রতিষ্ঠা করলেন নতুন এক রাজ্য। যার নাম দেন ‘সুসং রাজ্য। (সুসঙ্গ মানে ভালো সঙ্গ অর্থে)

রাজ্য প্রতিষ্ঠার পর রাজ্যের পাশ দিয়ে বয়ে চলা স্বচ্ছ জলধারায় প্রবাহিত পাহাড়ি নদীটির নাম দেন ‘সোমেশ্বরী’। ৩,৩৫৯ বর্গমাইলএলাকা ও প্রায় সাড়ে নয়শত গ্রাম নিয়ে প্রতিষ্ঠিত হয় সুসং রাজ্য। সুসং রাজ্যের কেন্দ্রবিন্দু এক বিরানভূমিকে করা হয় রাজধানী। রাজধানীর নাম রাখা হয় দুর্গাপুর। বর্তমানে সেই দূর্গাপুর জনপদটিই নেত্রকোনা জেলার সুসঙ্গ দূর্গাপুর উপজেলা নামে পরিচিত।

ছবিঃ দূর্গাপুর রাজবাড়ী, ২০২২।

07/10/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when Flycatcher Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flycatcher Tourism:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share