Saudi Arabia Work Permit visa in BD

  • Home
  • Saudi Arabia Work Permit visa in BD

Saudi Arabia Work Permit visa in BD Riyad Qutaiba near airport

04/07/2022

জানা যায়, হজ কর‌তে গিয়ে ঢাকার ডেমরার আব্দুর রহমান প্রধান গত সোমবার মদীনা শরীফে এক‌টি বৈদে‌শিক মুদ্রার বা‌ন্ডিল .....

22/03/2022

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এখন থেকে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট, পিসিআর নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করা লাগবেনা। এমনকি কোন কোয়ারেন্টাইনে থাকা লাগবেনা।

কিছু আংশিক কাজ
01/10/2021

কিছু আংশিক কাজ

01/09/2021
30/06/2021
নতুন পুরাতন সবার জন্য
29/06/2021

নতুন পুরাতন সবার জন্য

 #সৌদী এম্বাসী থেকে প্রাপ্ত আজকের  #ভিসা ।  #আমেল আইদি ভিসা স্ট্যাম্পিং হয়েছে । আলহামদুলিল্লাহ । সকলের দোয়া ও ভালোবাসা ন...
22/06/2021

#সৌদী এম্বাসী থেকে প্রাপ্ত আজকের #ভিসা । #আমেল আইদি ভিসা স্ট্যাম্পিং হয়েছে । আলহামদুলিল্লাহ । সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে যেন আরো বহুদুর এগিয়ে যেতে পারি ।

শুধু আমেল মঞ্জিল, হাউজ ড্রাইভার, তাব্বাখ মঞ্জিল ছাড়া সব ভিসার কাজই চলমান ।
তাই যে কোন ভিসার কাজের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

কিছু কাজ করা ভিসা
21/06/2021

কিছু কাজ করা ভিসা

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ...
16/06/2021

সৌদি আরবে আগমনেচ্ছু যাত্রীদের দৃষ্টি আকর্ষণ!
সৌদি পাসপোর্টস (জাওয়াযাত) আজ এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে আগমনেচ্ছু সকল ননসৌদি ভ্রমণকারীদের সৌদিতে প্রবেশের পুর্বেইে মুকিম ই-পরিষেবার এই লিংকে যেয়ে https://muqeem.sa/ #/vaccine-registration/home রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করেছে। জাওয়াত জানিয়েছে এতে করে এয়ারপোর্টে ইমিগ্রেশনে অপেক্ষার সময় কমবে। এই নির্দেশনা সৌদি নাগরিক ব্যতীত সকল দেশের সকল ইমিউন- নন ইমিউন- ভেকসিনেটেড- নন ভেকসিনেটেড, নতুন- পুরাতন রেসিডেন্ট (প্রবাসী কর্মী), সব ধরণের ভিসাধারি, এবং সকল ভিজিটরের জন্য প্রজোয্য হবে।
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাপ্রাপ্তদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=VaccinatedResident
🔺 ইকামাধারী (প্রবাসী কর্মী) টিকাহীনদের রেজিষ্ট্রেশন লিংক -https://muqeem.sa/ #/vaccine-registration/register-resident?type=NotVaccinatedResident
🔺 টিকা প্রাপ্ত ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=VaccinatedVisitor
🔺 টিকা ছাড়া ভিজিটরদের রেজিষ্ট্রেশন লিংক- https://muqeem.sa/ #/vaccine-registration/register-visitor?type=NotVaccinatedVisitor

যাত্রার ৭২ ঘন্টা পূর্বেই রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
অপরদিকে গতকাল সৌদি সিভিল এভিয়েশন গত ১৩/০৬/২০২১ তারিখেই সকল এয়ারলাইন্সকে ১৬/৬/২০২১ তারিখ হতে সকল যাত্রীকে যাত্রার পূর্বে উক্ত রেজিষ্ট্রেশন ছাড়া বিমান আরোহনে অনুমতি না দেয়ার জন্য নির্দেশনা দিয়েছে। তাই যারা বাংলাদেশ হতে সৌদি আরবে আসবেন তাদেরকে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে মুকিম ই-পরিষেবার উপরোক্ত লিংকে অবশ্যই রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া যারা বাংলাদেশে টিকা গ্রহোন করেছেন এবং সার্টিফিকেট আছে তারা সেই টিকার তথ্য সৌদি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে প্রদত্ত টিকার অনুদিত সনদ সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration গিয়ে আপলোড করে আবেদন করতে হবে। উল্লেখ্য টিকা নিয়ে এখানে রেজিষ্ট্রেশন সম্পন্ন না করলে তা তাওয়াক্কালনায় দেখাবেনা, ফলে দৈনন্দিন নানা জটিলতার মুখোমুখি হতে হবে। (ইতোমধ্যে কয়েকজন সফল রেজিষ্ট্রেশনকারী বাংলাদেশী জানিয়েছেন তাদের টিকার সনদ ঢাকাস্থ সৌদি দূতাবাস হতে সত্যায়িত করে আনার পরেই তা কার্যকর হয়েছে)
তাওয়াক্কালনা সংক্রান্ত ভালো খবর হলো এপটি বাংলাদেশ থেকেও এখন থেকে ওপেন করা যাবে মর্মে এপ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেক্ষেত্রে সৌদি সীম কার্ডটি সচল রাখতে হবে মর্মে সূত্র জানিয়েছে।

মোঃ মামুনুর রশিদ
রিয়াদ, ১৬/০৬/২০২১

যে কোম্পানি গুলোর ভ্যাকসিন নিলে সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
27/05/2021

যে কোম্পানি গুলোর ভ্যাকসিন নিলে সৌদি আরবে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

✅ সকল প্রবাসীদেরকে নিজ কর্মস্থলে ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন করছি।প্রচারেঃ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী
23/05/2021

✅ সকল প্রবাসীদেরকে নিজ কর্মস্থলে ফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য আকুল আবেদন করছি।

প্রচারেঃ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী

নতুন জমা করার ১ম সাপ্তাহিক
19/05/2021

নতুন জমা করার ১ম সাপ্তাহিক

 #সুখবরসৌদি সিভিল অ্যাভিয়েশন জানিয়েছেন আগামীকাল ১৭ মে এর পর পর  সম্পুর্ন প্রস্তুতি নিয়েছে  অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সহ স...
16/05/2021

#সুখবর
সৌদি সিভিল অ্যাভিয়েশন জানিয়েছেন আগামীকাল ১৭ মে এর পর পর সম্পুর্ন প্রস্তুতি নিয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সহ সর্বমোট ৭১ টা ডিস্টনেশনের ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইনস।

আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ দ্রুত স্বাভাবিক হবে সৌদি আরব এর আন্তর্জাতিক ফ্লাইট।

নতুন আরো ১ হাজার আমলে আইদি ভিসা রেডি দরকার হলে যোগাযোগ 0096655374450 what's up + imo + local
09/05/2021

নতুন আরো ১ হাজার আমলে আইদি ভিসা রেডি দরকার হলে যোগাযোগ
0096655374450 what's up + imo + local

04/05/2021

সৌদি আরব এর সকল ভিসার কাজ শুরু হয়েছে তবে সবাইকে আপেক্ষা করতে হবে। আপনার ভিসা আপনার অধিকার

স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক ফ্লাইট  ও সৌদিএম্বাসি খুলে দেওয়া হোক।
12/04/2021

স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক ফ্লাইট ও সৌদিএম্বাসি খুলে দেওয়া হোক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন।করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সি...
12/04/2021

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর-ঢাকা ও ঢাকা-রিয়াদ ফ্লাইটের সময়সূচী পরিবর্তন।

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ কর্তৃক আগামী ১৪ই এপ্রিল হতে ২০শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ হতে সকল যাত্রীবাহী বিমান চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় আগামী ১৩ এপ্রিল ২০২১ তারিখের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল ২০২১ তারিখ রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের পূর্বে নিমোক্ত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে:-

ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬ /১৩ই এপ্রিল ২০২১ দুপুর ২ টায় ঢাকা হতে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)।
কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ / ১৩ই এপ্রিল ২০২১ রাত ৯ টায় কুয়ালালামপুর হতে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)।
ঢাকা- রিয়াদ বিজি ৪০৩৯A/১৩ এপ্রিল ২০২১ রাত ১১ টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।

উক্ত ফ্লাইটের সম্মানিত যাত্রীগণকে নতুন সময়সূচী অনুযায়ী অন্তত ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্যের জন‍্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগ করার জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সূত্রঃ বিমান সেলস অফিস

সৌদি আরব রিয়াদ এ বড় কোন পেট্রোল পাম্প ইজার দেয়া হবে এমন কারো জানা থাকলে বলইলেন ভালো বকশিস আছে। যোগাযোগ What's up +966538...
20/03/2021

সৌদি আরব রিয়াদ এ বড় কোন পেট্রোল পাম্প ইজার দেয়া হবে এমন কারো জানা থাকলে বলইলেন ভালো বকশিস আছে।
যোগাযোগ
What's up +966538190904
Call - 0557354450

খুরুজ নিহায়ী/ এক্সিট কি? খুরুজে গেলে আবার সৌদিতে আসা যাবে কি? = খুরুজ অর্থ হল বের হওয়া, খুরুজ নিহায়ী অর্থ একেবারে বের হয়...
18/03/2021

খুরুজ নিহায়ী/ এক্সিট কি? খুরুজে গেলে আবার সৌদিতে আসা যাবে কি?

= খুরুজ অর্থ হল বের হওয়া, খুরুজ নিহায়ী অর্থ একেবারে বের হয়ে যাওয়া অর্থাৎ ফাইনাল এক্সিট।
খুরুজ নিহায়ী হল একেবারে দেশে চলে যাওয়া আর খুরুজ আওদা হল এক্সিট রি-এন্ট্রি ভিসা যা দিয়ে সৌদি থেকে বের হয়ে পূনরায় সাউদিতে প্রবেশ করা যায় অর্থাৎ ছুটিতে যাওয়ার জন্য যে ভিসা দেয়া হয়।

কোন কর্মী সৌদি আরব হতে ছুটিতে অথবা একেবারে চলে যেতে হতে হলে খুরুজ আওদা অথবা খুরুজ নিহায়ী ভিসা নিয়ে সৌদি আরব ত্যাগ করতে হয়। পূর্বের নিয়ম অনুযায়ী এই খুরুজ আওদা এবং খুরুজ/ এক্সিট ভিসা একমাত্র কফিলই দিতে পারতো। নতুন আইন অনুযায়ী কর্মী অনলাইন কন্ট্রাক্টে নিবন্ধিত হলে কন্ট্রাক্ট অনুযায়ী ছুটির সময় হলে কিংবা চুক্তি শেষ হলে নিজেই নিজের ভিসা ইস্যু করতে পারবে। কফিল খুরুজ দিলে / নিজে খুরুজ ভিসা ইস্যু করলে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ করতে হয়।

খুরুজ নিহায়ী ভিসা প্রাপ্তির পর নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি ত্যাগ না করা আইনত অপরাধ, এবং তিনি আইন অমান্যকারী ভায়োলেটর/ মুখালেফ হিসেবে বিবেচিত হবেন। এই অবৈধ হিসেবে সৌদি ত্যাগ করলে পরবর্তীতে আর কখনো সৌদিতে আসা যাবেনা।

ইদানীং অনেকেই প্রশ্ন করেন "ভাই, আমি তো খুরুজে দেশে এসেছিলাম। আমি কি আবার সৌদিতে আসতে পারবো?"

সাধারণত কেউ বৈধভাবে সৌদি ত্যাগ করলে পুনরায় সৌদিতে তার প্রবেশে কোন বাধা নেই । তবে নিচের কোন একটি যদি ঘটে থাকে তাহলে সৌদিতে বৈধভাবে প্রবেশ করা যাবেনা:
১। কফিল হুরুব দিয়ে থাকলে। হুরুব দেয়ার পর সফর জেল হয়ে যান অথবা দূতাবাসের সুপারিশ পত্র নিয়ে কিংবা জাওয়াযাতের লোক ধরে এক্সিট লাগিয়ে বাইরে দিয়েই যেভাবেই যান । একবার হুরুব দিলে এবং বৈধ উপায়ে মাকতাব আমলের মাধ্যমে হুরুব ক্যান্সেল না হয়ে থাকলে যে উপায়েই যান আর ফেরা যাবেনা।
২। যেকোন কারণে ডিপোর্ট ( সফর জেল হয়ে গেলে) হলে। যেমন সবজি মামলা, কফিল ছাড়া কাজ করা, পানি বিক্রি মামলা, ভিক্ষাবৃত্তি , অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া, ওমরা বা হজ্জে এসে থেকে যাওয়া ইত্যাদি নানা কারণে সফর জেল এর মাধ্যমে দেশে গিয়ে থাকলে।
৩। যেকোন মামলায় সাজা খেটে দেশে গিয়ে থাকলে। যেমন ফরজারি মানে কাগজপত্র জালিয়াতি, চুরি-ছিনতাই, মারামারি, মাদক, অসামাজিক কার্যকালাপসহ ষাট দিনের বেশি সাজা খেটে দেশে ফেরত গিয়ে থাকলে।
৪। আদালত কর্তৃক যেকোনো কারণেই ডিপোর্ট অর্ডার দেয়া হলে।

উপরোক্ত কারনে কাউকে দেশে ফেরত পাঠালে ভায়োলেটর/ মুখালেফ তথা আইন ভংগকারী হিসেবে দেশে পাঠায়, এবং তাদের প্রত্যেকের জন্য একটি ভায়োলেশন নম্বর বরাদ্ধ করে যা ৯০০ দিয়ে শুরু হয়।

অনেকেই বিভিন্ন সময়ে বলেন আমার কফিল এক্সিট দিয়েছে, আমি সফর জেল হয়ে আসিনি। দেশ থেকে নতুন ভিসা নিয়ে আসার সময় এয়ারপোর্টে আটকে দিয়েছে এবং দেশে ফেরত পাঠিয়েছে। পরে যখন বিস্তারিত জানা যায় তখন দেখা যায় যে কফিল আগেই হুরুব দিয়ে রেখেছিল যা সে জানেই না। পরে কফিল কোন মাধ্যম ধরে জাওয়াযাত হতে এক্সিট ভিসা ইস্যু করে দিয়েছে। মূলত তার হুরুব ছিল কিন্তু সে জানতো না। অথবা সে জানতো, কিন্তু সে মনে করতো সফর জেল হয়ে দেশে না গেলেই পূনরায় আসতে কোন বাধা নেই। কারন দালাল তাকে এটাই শিখিয়েছে এবং বলেছে আমি সব ক্লিয়ার করে এক্সিট লাগিয়ে এনেছি, কোন সমস্য নেই।

মোটকথা ভায়োলেটর হিসেবে সৌদি ত্যাগ করলে আর কখনওই সৌদিতে কাজের জন্য বৈধভাবে ভিসা নিয়ে প্রবেশ করা যাবেনা। পূর্বে ক্ষেত্রবিশেষে যদিও তিন বছর বা পাচ বছর পর প্রবেশের আইন ছিল কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আর কখনওই প্রবেশ করতে পারবেনা।
এছাড়াও যেকোন দেশের ইমিগ্রেশনের অধিকার আছে বিদেশী কাউকে প্রবেশ করতে না দেয়া, সেটা যেকারণেই হোক (যা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে)।

আরেকটি কথা, সম্প্রতি স্পেশাল এক্সিট প্রোগ্রাম এর আওতায় (হুরুব প্রাপ্তরা ছাড়া) ইকামা এক্সপায়ার হয়ে যাওয়া যে সমস্ত কর্মীরা মাকতাব আমলের ক্লিয়ারেন্স নিয়ে ওয়াফেদীন হতে এক্সিট ভিসা নিয়ে দেশে গেছেন তাদের পূনরায় সৌদিতে আসতে কোন বাধা নেই।

এছাড়া কফিল কর্তৃক প্রদত্ত খুরুজ আওদা/ এক্সিট রি এন্ট্রি ভিসা নিয়ে দেশে গিয়ে নির্দিষ্ট সময়ে ছুটির মেয়াদ থাকতে থাকতে ফিরে না আসলে নতুন ভিসায় অন্য কফিলের কাছে তিন বছর পর্যন্ত আসা যাবেনা। তিন বছর পর আসা যাবে। তবে নতুন ভিসা নিয়ে পূর্বের কফিলের কাছে যেকোন সময় আসা যাবে।

সর্বোপরি আপনি যদি পূনরায় সৌদিতে আসতে চান তাহলে যাওয়ার পূর্বেই বৈধভাবে সৌদি ত্যাগ করছেন কিনা তা নিশ্চিত হয়ে যান। আর দেশ থেকে আসতে হলেও নিজের সন্দেহ হলে কাউকে দিয়ে যাওয়াজাত হতে চেক করিয়ে কনফার্ম হয়ে আসুন।

আশা করি ক্লিয়ার করতে পেরেছি।

মো: মামুনুর রশিদ
রিয়াদ, ১৮/৩/২০২১

#শ্রম_আইন #শ্রম_আইন_শিক্ষা ানি_নিরাপদ_থাকি
#সৌদি_শ্রম_আইন

আমেল আই দি ভিসা কারো লাগলে বলতে পারেন।
17/03/2021

আমেল আই দি ভিসা কারো লাগলে বলতে পারেন।

নতুন আকামা ডেলিভারি
16/02/2021

নতুন আকামা ডেলিভারি

১৫/০২/২০২১
15/02/2021

১৫/০২/২০২১

করোনার পরে নতুন জমা পাসপোর্ট
14/02/2021

করোনার পরে নতুন জমা পাসপোর্ট

সৌদি যে কোন ভিসা পেতে বা কোন সহায়তা পেতে আমাদের পেজ এর সাথে থাকুন
21/01/2021

সৌদি যে কোন ভিসা পেতে বা কোন সহায়তা পেতে আমাদের পেজ এর সাথে থাকুন

21/01/2021

Address


Telephone

+8801869771177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Arabia Work Permit visa in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share