Zarif Tours & Travels

  • Home
  • Zarif Tours & Travels

Zarif Tours & Travels Zarif Tours & Travels is a tour planner company. We regularly organize tours in inbound & outbound.

A wonderful journey জলপাইগুড়ি, দারজিলিং, শিলিগুড়ি  with " শুভেচ্ছা সঞ্চয়ী জোট" ময়মনসিংহ।
08/08/2023

A wonderful journey জলপাইগুড়ি, দারজিলিং, শিলিগুড়ি with " শুভেচ্ছা সঞ্চয়ী জোট" ময়মনসিংহ।

01/10/2022
Beautiful Mymensingh....
07/05/2022

Beautiful Mymensingh....

02/05/2022

Eid-Ul-Fitr has arrived with a lot of boons and blessings, may this Eid all your sins be washed up and you be a pure heart individual.

– Eid-Ul-Fitr Mubarak to Everyone !!

দেশে ও দেশের বাহিরে সকল বাঙ্গালীকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2022

দেশে ও দেশের বাহিরে সকল বাঙ্গালীকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

01/03/2022

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে "Zarif Tours & Travels" এর জন্ম। দেখতে দেখতে দুই বছর কেটে গেল। এই প্রতিষ্ঠানটির Founder হিসাবে আমি নিজে সবসময় অনেক গর্ভবোধ করি।
কেননা এটা সবসময় আমাকে ভালো চিন্তা ও ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। আমি বিশ্বাস করি এই ট্যুরিজম একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করে তুলবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য ট্যুরিজম স্পট রয়েছে যেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। "ময়মনসিংহ কে চিনি,, ময়মনসিংহকে জানি" এই স্লোগান নিয়ে জারিফ টুরস & ট্রাভেলস এর যাত্রা শুরু হলেও আমাদের স্বপ্ন বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা যেসব দর্শনার্থী স্থান আছে, সেগুলো কে বিশ্ব দরবারে তুলে ধরা।
আমাদের সৌভাগ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ট্যুরিজম শিল্পকে নিয়ে ব্যাপক কর্মসংস্থান হাতে নিয়েছে। এই নিদর্শন কক্সবাজার-টেকনাফ সুন্দরবন সিলেটের বিভিন্ন স্পট ঘুরে দেখলেই বুঝতে পারবো।আগামী পাঁচ বছরের মধ্যে ট্যুরিজম একটি বড় income of source এর ক্ষেত্র তৈরি করবে। আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। সসরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । যুব সমাজের কর্মসংস্থান এর অপার এক সুজোগ এই ট্যুরিজমে। আপনাদের দোয়া ও আশীর্বাদ থাকলে আমি আমার এই প্রতিস্থান কে MEDICAL TRANSFER এবং ওমরাহ হজ এর মত গুরুত্তপুর্ন সেবামুলক কাজগুলোকে আপনাদের সেবায় পৌছাতে চাই। আপনারা সকলই আমাদের জন্য দুয়া করবেন। সুস্থ থাকুন,,নিরাপদে থাকুন।

 #মালদ্বীপ_ও_ভুটান_টুরিস্ট_ভিসা !!ভিসা প্রসেসিং করতে গিয়ে ডকুমেন্টস জটিলতাই আমাদের বড় সমস্যা।নির্ভুল ডকুমেন্ট না থাকলে আ...
28/02/2022

#মালদ্বীপ_ও_ভুটান_টুরিস্ট_ভিসা !!

ভিসা প্রসেসিং করতে গিয়ে ডকুমেন্টস জটিলতাই আমাদের বড় সমস্যা।
নির্ভুল ডকুমেন্ট না থাকলে আপনার ভিসা পেতে সমস্যা এবং সেটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে ।

তাই, ভিসা প্রসেসিং এ জটিলতা সৃষ্টি না করে সঠিক পন্থায় ভিসা করুন ভিসা প্রসেসিং এ জটিলতা আপনাকে সর্বোচ্চ সহযোগীতা করবে জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস।

#মালদ্বীপ_টুরিস্ট_ভিসা জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1. Passport
2. hotel booking/accommodation
3. Sufficient funds
4. Confirmed onward/return tickets
5. Traveller Health Declaration
6. Vaccination Certificate

#ভুটান_টুরিস্ট_ভিসা জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
1. Application Form
2. Recent Photographs
3. Passport
4. Invitation Letter: If Business purpose travel
5. Forwarding-Letter
6. Proof of Occupation(Office ID card copy & Visiting cards)
7. Bank Statement
8. Airline & Hotel Reservation



যা করলে তাজমহল দেখতে লাগবে না ফিভারতের আগ্রার তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন বিশ্ববাসীরা। এটি বিশ্বের সপ্ত...
27/02/2022

যা করলে তাজমহল দেখতে লাগবে না ফি

ভারতের আগ্রার তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় করেন বিশ্ববাসীরা। এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি স্থাপনা। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম স্থাপনা এটি।

তাজমহলের নির্মাণশৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকেই এর থেকে আলাদা করেছে। সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মৃতিরক্ষার্থে ভালোবাসার প্রতীক হিসেবে এটি নির্মাণ করেছিলেন।

সম্রাট তার স্ত্রী মমতাজকে সমাধিস্থ করেন এই মহলেই। এমনকি মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশে সমাধিস্থ করা হয়। সাদা মার্বেল পাথরের তৈরি তাজমহল হলো একটি মৌসোলিয়াম বা দরগা।

এই তাজমহল দর্শনের জন্য বিশ্বের সব পর্যটকদেরই গুনতে হয় ফি। যদিও ভারতীয়দের চেয়ে আন্তর্জাতিক দর্শনার্থীদের প্রবেশমূল্য বেশি। তবে জানলে অবাক হবেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আগ্রার তাজমহল দেখতে লাগবে না ফি।

এমনটিই জানানো হয়েছে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) থেকে। এই ৩ দিনের জন্য স্মৃতিস্তম্ভে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এএসআই থেকে জানানো হয়েছে, পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের ৩৬৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ৩ দিন তাজমহলের প্রবেশ ফি ছাড় দেওয়া হয়েছে। এই তিন দিন ছাড়াও প্রতি বছর বিশ্ব পর্যটন দিবসেও পর্যটকরা তাজমহলে বিনামূল্যে প্রবেশ করতে পারেন।

ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের সুপারিনটেনডিং প্রত্নতাত্ত্বিক ডা. রাজকুমার প্যাটেল এ বিষয়ে জানিয়েছেন, ২৭ ও ২৮ ফেব্রুয়ারিতে দর্শনার্থীরা দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। আর ১ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

এএসআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাহজাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ৩ দিন তাজমহলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এমনকি বিনামূল্যে প্রবেশ করার সময় সব পর্যটকদের কোভিড ১৯ প্রোটোকল অনুসরণ করতে হবে।

শাকিল রফিক নামক এক পর্যটক গাইড জানান, এটিই বছরের একমাত্র সময় যখন দর্শনার্থীরা শাহজাহান ও তার স্ত্রী মমতাজের আসল কবর দেখতে বেসমেন্টে প্রবেশের অনুমতি পান।

এদিকে আরও জানা গেছে, পৃথিবী সপ্তাশ্চর্যের একটি ভারতের তাজমহল দেখার টিকিটের দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১ এপ্রিল থেকে তাজমহল দেখার জন্য ভারতীয় নাগরিকদের ৪০ রুপির পরিবর্তে ৫০ রুপি দিতে হবে। তাজমহলে প্রবেশের পর এই টিকিটের মেয়াদ থাকবে মাত্র ৩ ঘণ্টা। অর্থাৎ ৩ ঘণ্টার মধ্যেই পুরো তাজমহল দেখে নিতে হবে। না হলে আবারও টিকিট কাটতে হবে।

অন্যদিকে যারা তাজমহলের ভেতরে সম্রাট শাহজাহান ও সম্রাজ্ঞী মমতাজ মহলের সৌধ দেখবেন, তাদের অতিরিক্ত গুনতে হবে আরও ২০০ রুপি। আর বিদেশি পর্যটকদের গুনতে হবে মোট ১২৫০ রুপি।

A New Pulse Of Dream With "Zarif Tours & Travels" .... 𝐃𝐎𝐌𝐄𝐒𝐓𝐈𝐂 ✈ 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 যে কোনো রুটের 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 সুলভ মূল্যে পেত...
26/02/2022

A New Pulse Of Dream With "Zarif Tours & Travels" ....

𝐃𝐎𝐌𝐄𝐒𝐓𝐈𝐂 ✈ 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 যে কোনো রুটের 𝐀𝐈𝐑 𝐓𝐈𝐂𝐊𝐄𝐓 সুলভ মূল্যে পেতে আজই যোগাযোগ করুন "জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস" এর সাথে

→ Our Services :
★ Buy Any Domestic / International Air Ticket
★ Tourist Visa Processing.
★ Hotel Booking.
★ Group & Corporate Tour.
★ Medical Visa Processing.
★ Holliday Package.
★ Railway Ticket.

We are committed to provide Best Price & Services........
CALL BELOW:.... ☎️☎️☎️
+88 01914099669 24/7 Open
+88 01914099661

Office Address -
Mymensingh
Zarif Tours & Travels
38/1, Ram Babu Road,
Mymensingh Sadar -

Facebook: Zarif Tours & Travels.
Website: https://sites.google.com/view/zariftourstravels
Gmail : [email protected]

✈✈পুরো মার্চ মাস জুড়ে আকর্ষণীয় অফারে ভ্রমণ হবে জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে... ✈✈⛰আমাদের ভ্রমন প্যাকেজগুলোতে পরি...
25/02/2022

✈✈পুরো মার্চ মাস জুড়ে আকর্ষণীয় অফারে ভ্রমণ হবে জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে... ✈✈
⛰আমাদের ভ্রমন প্যাকেজগুলোতে পরিবার নিয়ে ভ্রমন করা যাবে এমন ভাবে পরিকল্পনা করা হয়, এবং ভ্রমনকালীণ সময়ে পারিবারিক সৌহার্দ্যতা বজায় রেখে ভ্রমনকার্য পরিচালনা করা হয়। তাই আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের নিয়ে এই আকর্ষনীয় ভ্রমন প্যাকেজ গুলোতে অংশগ্রহন করতে পারেন। ⛰

১) 🏖কক্সবাজার ভ্রমন প্যাকেজঃ মাত্র ৩৪৯৯ টাকা।
৩ রাত ২ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ৩, ৪ ও ৫ই মার্চ ২০২২।🏖
২) ⛰সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন প্যাকেজঃ মাত্র ৫৫০০ টাকা।
৩ রাত ২ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ১০, ১১ ও ১২ই মার্চ ২০২২।⛰
৩) 🏕বান্দরবান ও কক্সবাজার ভ্রমন প্যাকেজঃ মাত্র ৪৯৯৯ টাকা।
৪ রাত ৩ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ১৭, ১৮, ১৯ ও ২০ই মার্চ।⛰

✅✅উপরোক্ত প্যাকেজগুলোতে ভ্রমনকালীন সব বেলার খাবার, আসা যাওয়ার গাড়ীভাড়া, হোটেল, ভ্রমন যান বাহন খরচ ইত্যাদি সকল খরচ জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস বহন করব, শুধু বিভিন্ন পর্যটন স্পটে এন্ট্রি ফি, যাত্রাকালীন হাইওয়ে ব্রেকে খাবার ও ব্যাক্তিগত যার যার নিজের বহন করতে হবে।
✴ # কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে
আসন নিশ্চিত করা,মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
#কনফার্ম করার জন্য প্রতিজন ২০০০/- টাকা
করে কনফার্মেশন মানি জমা দিতে হবে। বাকি টাকা যাত্রা শুরুর ৪ দিন আগে জমা দিতে হবে।
#বুকিং_মানি_অফেরতযোগ্য।
📱📱 #বুকিং_
কনফার্ম করতে কল করুন – ০১৯১৪০৯৯৬৬৯, ০১৯১৪০৯৯৬৬১।
#বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ-
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
অফিস- ৩৮/১, রাম বাবু রোড, ময়মনসিংহ-২২০০
২. বিকাশ করা যাবে।বিকাশ নাম্বার-০১৯১৪০৯৯৬৬৯
🔹️🔹️ #নিয়মাবলী জেনে নেই
-সবার সাথে বন্ধুত আচরন করতে হবে।
-ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
-সহজেই নিজেকে মানিয়ে নিতে হবে।
-যান্ত্রিক সমস্যা বা রাস্তাঘাট এ যদি কোন সমস্যা হয় সেটা সবাইকে মেনে নিয়ে, নিজ নিজ ভাবে ক্ষতি পূরন দিতে হবে।
-যেকোনো সমস্যায় ইভেন্ট এর সিষ্টেম পরিবর্তন হলে মেনে নিতে হবে।
-পরিবেশ এর ক্ষতি হয় এমন কাজ করা যাবে না।
-ট্যুর-এ গিয়ে গাইড এর কখা শুনতে হবে।
🔺️জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী.|
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যটকদের সর্বোচ্চ বিনোদন ও নিরাপত্তা দেয়া.|স্ট্যাডি টুর,কর্পোরেট টুর ফ্যামিলি টুর হলে সপ্তাহের যে কোনো দিন আমরা টুর আয়োজন করে থাকি এবং মিনিমাম ১২-১৬ জনের গ্রুপ
হলে সপ্তাহের যে কোনো দিন আমরা আপনার পছন্দের স্থানে ট্যুর আয়োজন করে দিয়ে থাকি।

📞📞 #বাংলাদেশের যে কোনো পর্যটন কেন্দ্রে-
#কর্পোরেট_টুরের জন্য যোগাযোগ করুনঃ
01914099661--01914099669 নাম্বারে

☺☺মালদ্বীপের মাফুশি দ্বীপে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ☺☺🔽🔽মালদ্বীপের জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যা...
24/02/2022

☺☺মালদ্বীপের মাফুশি দ্বীপে ইউএস-বাংলার আকর্ষণীয় হলিডে প্যাকেজ☺☺
🔽🔽
মালদ্বীপের জনপ্রিয় মাফুশি দ্বীপে আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা। বাংলাদেশি পর্যটকদের ন্যূনতম খরচে মালদ্বীপ বেড়ানোর সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। মালদ্বীপের ভ্রমণকে উপভোগ্য করতে প্রতিজনের ন্যূনতম ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্যাকেজের আওতায় দুই রাত ও তিনদিন থাকা, ঢাকা-মালে-ঢাকা সব ধরনের ট্যাক্সসহ এয়ার টিকিট, এয়ারপোর্ট-মাফুশি দ্বীপ-এয়ারপোর্ট যাতায়াত, হোটেল একুজ ইন-এ থাকার ব্যবস্থা, স্নোরকেলিং, স্যান্ড ব্যাংক দ্বীপে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এছাড়া ভারত মহাসাগরের গভীর সমুদ্রে ডলফিন প্রদর্শন, সমুদ্রের তলদেশে ছবি ও ভিডিও করা, সকালের নাস্তাসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে এ প্যাকেজে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও শুক্রবার ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। নতুন যুক্ত হওয়া মাফুশি দ্বীপের হলিডে প্যাকেজ ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মালদ্বীপের সব প্যাকেজ চলছে।

ইউএস-বাংলা দেশীয় পর্যটন শিল্পের বিকাশ সাধনে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ‘দেশকে জানা আর বিদেশকে চেনা’ এ উপলব্ধি থেকেই দেশীয় পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে পর্যটকদের বিভিন্ন দেশে স্বল্প খরচে বেড়ানোর সুযোগ দিচ্ছে ইউএস-বাংলা। ইউএস-বাংলার হলিডে প্যাকেজগুলো পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা সুদে ছয় মাসের ইএমআই সুবিধাও দিচ্ছে।

প্যাকেজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এয়ারলাইন্সের যে কোনো সেলস অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ অথবা হটলাইন ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করে ভ্রমণ পিপাসুরা আজই ট্রাভেল প্যাকেজ গ্রহণ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

🏕সুন্দরবনের মনোমুগ্ধকর ‘মিনি কক্সবাজার’🏖🏖⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️দুবলায় আমাদের দ্বিতীয় ও শেষ দিন। সন্ধ্যায় মোংলা...
23/02/2022

🏕সুন্দরবনের মনোমুগ্ধকর ‘মিনি কক্সবাজার’🏖🏖
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
দুবলায় আমাদের দ্বিতীয় ও শেষ দিন। সন্ধ্যায় মোংলার উদ্দেশ্যে ট্রলারে উঠবো। তাই যাওয়ার আগে আমি, কামরুল, দেলু, নোমান ও রুহুল ভাই মিলে সমুদ্র ঘেঁষা বালু চরে যাবো বলে ঠিক করি।

১৯৮৮ সালের ভয়াবহ বন্যা ও ঝড়ে হাজারো মানুষ সাগরে ভেসে যায়। বালুচরেই মরদেহের স্তূপ পড়ে ছিল। সেই থেকে ওই চরের নামকরণ হয় মরণচর। দুবলার পাশেই এর অবস্থান।

বিকেল ৪টার দিকে দুপুরের খাবার শেষ করে আমি আর কামরুল ব্যাগ প্রস্তুত করে রাখলাম। এক ফাঁকে দুবলায় প্রস্তুত করা লইট্টা, চিংড়ি, রূপচাঁদা শুঁটকি কিন নিলাম। এসব শুঁটকি বস্তাবন্দি করে রওয়ানা দিলাম মরণচরের উদ্দেশ্যে।

১৫ মিনিট হাঁটতেই আমরা পৌঁছে গেলাম মরণচরে। একি এ তো চর নয় যেন ছোটখাটো কক্সবাজার। কয়েক কিলোমিটার জুড়ে সৈকতের মতো শোভা পাচ্ছে। সাগরে ঢেউ আঁচড়ে পড়ছে চরে।

বলের মতো টকটকে লাল একটি সূর্য সাগরে ডুবু ডুবু ভাব। চারদিকে বসেছে গাঙচিলের মেলা। তাদের আওয়াজ ভেসে আসছে কানে। গোধূলি বেলায় মাছ ধরার ট্রলারগুলোকেও বেশ সুন্দর লাগছে।

সৈকতের বালিয়াড়িতে ঘোরাফেরা করছেন পর্যটকরা। অনেকে শিশুদের নিয়ে খেলাধুলা করছেন। আছেন শুঁটকি পল্লীর অনেক জেলে ও শ্রমিকরাও। একপাশে বিক্রি হচ্ছে কয়েক ধরনের শুঁটকি।

আছে চা, চটপটি ও ফুচকার দোকানও। আছে মসজিদ মন্দির। দিনের বেলায় লঞ্চ, জাহাজ কিংবা ট্রলারে এখানে এসে নামেন সুন্দরবনের পর্যটকরা। ঘোরাফেরা শেষে আবারও লঞ্চ, জাহাজ কিংবা ট্রলারে উঠে যান তারা।

সূর্য ডোবার আগ মুহূর্তে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করি আমরা। সন্ধ্যে নামতেই আমরা দুবলায় ফিরছিলাম। তবে হাঁটতে ইচ্ছে হচ্ছিলো না। মানে দুবলা ছেড়ে যেতে চাইছি না। কামরুলেরও হয়তো একই অবস্থা, কারণ তার ধীরে ধীরে হাঁটা তাই প্রমাণ করে।

তবে অফিস থাকায় যেতে বাধ্য। অবশেষে আমি আর দেলু ভাই দেব চাচার ট্রলারের কাছে চলে গেলাম আর কামরুল বেলায়েত ভাইয়ের ঘরে গিয়ে আমাদের ব্যাগ প্রস্তুত রাখলো।

সোয়া ৭ টায় ট্রলার ছাড়বে। তাই ট্রলারে উঠে গেলাম। দেলু ভাই ও দেব চাচার কাছ থেকে বিদায় নিলাম। তবে হঠাৎই মনের ভেতরটা কেঁদে উঠলো। তাদের জন্য বুকের একপাশে মায়া জমে আছে।

একই সঙ্গে সুন্দরবনের গহীনের এমন সুন্দর জায়গার প্রেম যেন ছাড়তে ইচ্ছে করছে না। তবুও ফিরতেই হলো। কিছুক্ষণের মধ্যেই ট্রলার ছেড়ে দিলো। বেলায়েত ভাইয়ের ঘরের পাশ থেকে কামরুলকে তুলে নিলাম।

ট্রলারের ছাদেই বসে আছি দু’জন। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। জ্যোৎস্নার আলোয় সাগর বেশ ভালোই লাগছে। কয়েক ঘণ্টা ট্রলার চলার পর আমরা পশুর নদীতে উঠে যাই। আর দু’জনে মিলে সুন্দরবনের সৌন্দর্য আর জেলে-শ্রমিকদের আন্তরিকতা নিয়ে আলোচনায় মেতে উঠি।

একই সঙ্গে দেলু ভাইয়ের রান্নার কথা তুলতেও ভুলে করিনি। এক সময় ঘুম চলে আসলো দু’জনের। ট্রলারও চলতে থাকলো। এর সঙ্গে বলতে চাই বিদায় সুন্দরবন। আবার হয়তো আসবো কোনো একদিন। ততদিন যেন ভালো থাকে এ প্রকৃতি।

জেএমএস/এএসএম

🔺️১০০ টাকার টিকেটে হারিয়ে যান টিউলিপের রাজ্যে 🔺️🔽টিউলিপ ফুল দেখলেই মন জুড়িয়ে যায়। হরেক রঙা টিউলিপ মুগ্ধতা ছড়ায় চারপাশে। ...
22/02/2022

🔺️১০০ টাকার টিকেটে হারিয়ে যান টিউলিপের রাজ্যে 🔺️

🔽টিউলিপ ফুল দেখলেই মন জুড়িয়ে যায়। হরেক রঙা টিউলিপ মুগ্ধতা ছড়ায় চারপাশে। শীতপ্রধান দেশগুলোতে টিউলিপ উৎপাদন বেশি হয়। তবে এখন আর টিউলিপ দর্শনে বিদেশে যেতে হবে না কাউকে! চাইলে দেশেই ঘুরতে যেতে পারবেন টিউলিপ রাজ্যে। তাও আবার ঢাকার অদূরেই।
বাংলাদেশের বিভিন্ন স্থানেই এখন চাষ হয় টিউলিপের। বিদেশের এই ফুল এখন মুগ্ধতা ছড়াচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে। পঞ্চগড় থেকে শুরু করে যশোরের গদখালি এমনকি গাজিপুরেও এখন দেখতে পাবেন টিউলিপ রাজ্য।টিউলিপ ফুল ব্যাপকভাবে উৎপাদিত হয় নেদারল্যান্ডসে। টিউলিপকে নিয়েই সেখানে গড়ে উঠেছে শিল্প। তাই দেশটি প্রতিবছর পালন করে টিউলিপ উৎসব। আর তুরস্কের জাতীয় ফুলও এই টিউলিপ।

অবাক করা বিষয় হলো, বিদেশের এই জনপ্রিয় ফুল এখন সৌন্দর্য ছড়াচ্ছে দেশেও। গাজীপুরে গেলেই এখন দেখা যাবে টিউলিপের বাগান। সেখানকার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ডগ্রামের ফুলচাষি দেলোয়ার হোসেন গড়ে তুলেছেন টিউলিপ রাজ্য।

২০২০ সালে প্রথমবার সীমিত পরিসরে এই ফুলের বাগান করেন তিনি। এবার তৃতীয়বারের মতো তার বাগানে ফুটেছে প্রায় ১৩ রঙের টিউলিপ। জানুয়ারির মাঝামাঝিতে দেলোয়ারের বাগানে ফুটতে শুরু করে এই টিউলিপ ফুল।

টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ঢাকাসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন দেলোয়ার হোসেনের টিউলিপ রাজ্যে। আগত দর্শনার্থীরা বাহারি রঙের টিউলিপের মধ্যে দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা দেলোয়ারের বাগানে টিউলিপ দর্শন করতে পারবেন। বিগত দুবছর বিনামূল্যেই সবাই এই টিউলিপ বাগান পরিদর্শন করতে পেরেছেন।

তবে এবার বাগান বড় হওয়ায় ও দর্শনার্থীদের চাহিদা বাড়ায় প্রবেশ ফি নির্ধারণ করেছেন দেলোয়ার হোসেন। সঙ্গে আছে নানা ধরনের বিধিনিষেধ। ১০০ টাকা টিকিট কেটে দর্শনার্থীরা টিউলিপ রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

গত বছর দ্বিতীয়বারের মতো যখন দেলোয়ার হোসেনের বাগানে টিউলিপ ফুল ফোটে, তখন তা নজর কেড়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাগান পরিদর্শনে এসেছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি টিউলিপ বাগান পরিদর্শন করেন নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন পাউলা রুজ শিনডেলার। সে সময় তিনি বাংলাদেশের মাটিতে স্বদেশি ফুলের বাহার দেখে উৎফুল্ল হয়ে ওঠেন।

↘️↘️ভারত থেকে বাসেই যাওয়া যাবে লন্ডন↙️↙️বাসে চড়েই দিল্লি থেকে পাড়ি দিতে পারবেন লন্ডনে। পথে পড়বে ১৮টি দেশ আর সময় লাগবে ৭০...
21/02/2022

↘️↘️ভারত থেকে বাসেই যাওয়া যাবে লন্ডন↙️↙️

বাসে চড়েই দিল্লি থেকে পাড়ি দিতে পারবেন লন্ডনে। পথে পড়বে ১৮টি দেশ আর সময় লাগবে ৭০ দিন। যারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখেন তাদের জন্য এই ট্রিপ হতে পারে আদর্শ। কারণ এক বাসে চড়েই তারা ১৮টি দেশ ভ্রমণ করতে পারবেন।

এই ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে হরিয়ানার অ্যাডভেঞ্চারস ওভারল্যান্ড নামক একটি বেসরকারি সংস্থা। এই সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে চালু হতে পারে দিল্লি টু লন্ডন বাস পরিষেবা। জানা গেছে, ভারত-মিয়ানমার সীমান্ত শান্ত থাকলে দ্রুত চালু হবে এই বাস পরিষেবা।

এই ভ্রমণে পাড়ি দিতে হবে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ। সময় লাগবে ৭০ দিন। পথে পড়বে ১৮টি দেশ। দিল্লি থেকে কলকাতা হয়ে প্রথমে মিয়ানমার পৌঁছাবে বাস।

এরপর একে একে বাসটি অতিক্রম করবে থাইল্যান্ড, লাওস, চিন, কিরঘিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, লাতভিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। এরপরই পৌঁছে যাবে লন্ডন।

ইতিহাস থেকে জানা যায়, এই বাস যাত্রা এবারই প্রথম নয়। ভারত থেকে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা প্রথম চালু হয়েছিল ১৯৫৭ সালে। ব্রিটেনের একটি সংস্থা এই পরিষেবা চালু করেছিল।

তখন ১১টি রুট দিয়ে যাতায়ত করত বাসটি। এই দীর্ঘ পথ অতিক্রম করা বাসটির নাম ছিল ‘আলবার্ট’। এটি একটি বিলাসবহুল ডাবল ডেকার ছিল। যার নাম দেওয়া হয়েছিল অ্যালবার্ট।

কলকাতা থেকে লন্ডন পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া ছিল ৮৫ পাউন্ড। ভারতীয় মুদ্রায় সাত হাজার ৮৮৯ রুপির সমান ছিল। যা বাস যাত্রার ক্ষেত্রে খুবই ব্যয়বহুল ছিল।

কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন পৌঁছাত বাস। ‘হিপ্পি রুট’ নামে জনপ্রিয় ছিল ওই বাস রুট। বেশ কয়েক বছর চলেছিল এই পরিষেবা।
তবে তারপরই বাসটি দুর্ঘটনার সম্মুখীন হয় ও পরে বাসটির পরিষেবা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে এটি মেরামত করে একটি বিলাসবহুল বাসে রূপান্তর করা হয়।

"গাবড়াখালি গারো হীল পর্যটন কেন্দ্র মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের" ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া  উপজেলার ভারতের সীমা...
17/02/2022

"গাবড়াখালি গারো হীল পর্যটন কেন্দ্র মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের"

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবরাখালি গারো হীল পর্যটন কেন্দ্র।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেঁরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের আনাগোনা। দুর দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এই গারো হীল পর্যটন কেন্দ্র।
চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। সবুজের সমারোহ ও গজারী বাগানের মনোহারি দৃশ্য দেখে দর্শনার্থীদের চোখ ফেলা বড় দায়।

১২৫ একর এলাকা জুড়ে ছোট-বড় ৬৭টি পাহাড় নিয়ে গঠিত পর্যটন কেন্দ্রটির পাহাড়গুলো প্রায় ৭০ফুট থেকে ২০০ফুট উচু । যার উপর থেকে দেখা মেলে ইন্ডিয়ান বর্ডার। পাহাড়গুলোর রয়েছে বাহারী নাম । যেমন- চিতাখলা টিলা, যশুর টিলা, মিতালী টিলা, বাতাসী টিলা ইত্যাদি।
গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি সৌন্দর্য পিপাসুদের মন কেড়ে নেয়।
ঐতিহ্যবাহী গারো পাহাড়ের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাহিরের এলাকা থেকেও পর্যটকরা আসেন এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য।

পর্যটকদের জন্য রয়েছে নানা সুবিধা। সার্বক্ষণিক নিরাপত্তা, গাড়ি পার্কিং সুবিধা, প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা, রয়েছে প্যাডেল ভোট, লেক ও ঝুলন্ত ব্রিজ।

এছাড়াও শিশুদের জন্য রয়েছে দোলনা, বেবি পিচ, সুপেয় খাবার পানি, দূরের যাত্রীদের জন্য রয়েছে রেস্ট হাউজ, স্বাস্থ্য বিধি মোতাবেক শৌচাগার।

ভারতের মেঘালয় প্রদেশের পাশ ঘেঁষে পিকনিক স্পটটি তৈরি হওয়ায় ঐ এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
স্থানীয় অনেকে জেলা প্রশাসক মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রতিবেদককে বলেন, উনার এই সুন্দর উদ্যোগে একদিকে খাস জমির উপর সরকারের রাজস্ব আদায় হচ্ছে। অন্যদিকে, এই এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। রাস্তাঘাটের উন্নয়নসহ আরো সরকারি পৃষ্টপোষকতা পেলে এলাকাটি হয়ে উঠবে একটি মনোরম পর্যটন কেন্দ্র ।

প্রাকৃতিক পরিবেশের নানা মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আপনার পরিবার পরিজন নিয়ে আজই চলে আসুন গাবরাখালী গারো হীল পর্যটন কেন্দ্রে।
পর্যটন কেন্দ্রটিতে যেতে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার উভয় দিক থেকে বাস, সিএনজি, মাইক্রোবাস দিয়ে প্রবেশ করতে পারবেন।

✈✈পুরো মার্চ মাস জুড়ে আকর্ষণীয় অফারে ভ্রমণ হবে জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে... ✈✈⛰আমাদের ভ্রমন প্যাকেজগুলোতে পরি...
16/02/2022

✈✈পুরো মার্চ মাস জুড়ে আকর্ষণীয় অফারে ভ্রমণ হবে জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে... ✈✈

⛰আমাদের ভ্রমন প্যাকেজগুলোতে পরিবার নিয়ে ভ্রমন করা যাবে এমন ভাবে পরিকল্পনা করা হয়, এবং ভ্রমনকালীণ সময়ে পারিবারিক সৌহার্দ্যতা বজায় রেখে ভ্রমনকার্য পরিচালনা করা হয়। তাই আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের নিয়ে এই আকর্ষনীয় ভ্রমন প্যাকেজ গুলোতে অংশগ্রহন করতে পারেন। ⛰

১) 🏖কক্সবাজার ভ্রমন প্যাকেজঃ মাত্র ৩৪৯৯ টাকা।
৩ রাত ২ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ৩, ৪ ও ৫ই মার্চ ২০২২।🏖

২) ⛰সাজেক ও খাগড়াছড়ি ভ্রমন প্যাকেজঃ মাত্র ৫৫০০ টাকা।
৩ রাত ২ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ১০, ১১ ও ১২ই মার্চ ২০২২।⛰

৩) 🏕বান্দরবান ও কক্সবাজার ভ্রমন প্যাকেজঃ মাত্র ৪৯৯৯ টাকা।
৪ রাত ৩ দিনের ভ্রমন প্যাকেজ
ভ্রমন তারিখঃ ১৭, ১৮, ১৯ ও ২০ই মার্চ।⛰

✅✅উপরোক্ত প্যাকেজগুলোতে ভ্রমনকালীন সব বেলার খাবার, আসা যাওয়ার গাড়ীভাড়া, হোটেল, ভ্রমন যান বাহন খরচ ইত্যাদি সকল খরচ জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস বহন করব, শুধু বিভিন্ন পর্যটন স্পটে এন্ট্রি ফি, যাত্রাকালীন হাইওয়ে ব্রেকে খাবার ও ব্যাক্তিগত যার যার নিজের বহন করতে হবে।

✴ # কনফার্ম মানেই বুকিং মানি ডিপোজিট করে
আসন নিশ্চিত করা,মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
#কনফার্ম করার জন্য প্রতিজন ২০০০/- টাকা
করে কনফার্মেশন মানি জমা দিতে হবে। বাকি টাকা যাত্রা শুরুর ৪ দিন আগে জমা দিতে হবে।
#বুকিং_মানি_অফেরতযোগ্য।

📱📱 #বুকিং_
কনফার্ম করতে কল করুন – ০১৯১৪০৯৯৬৬৯, ০১৯১৪০৯৯৬৬১।

#বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ-
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
অফিস- ৩৮/১, রাম বাবু রোড, ময়মনসিংহ-২২০০
২. বিকাশ করা যাবে।বিকাশ নাম্বার-০১৯১৪০৯৯৬৬৯

🔹️🔹️ #নিয়মাবলী জেনে নেই
-সবার সাথে বন্ধুত আচরন করতে হবে।
-ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
-সহজেই নিজেকে মানিয়ে নিতে হবে।
-যান্ত্রিক সমস্যা বা রাস্তাঘাট এ যদি কোন সমস্যা হয় সেটা সবাইকে মেনে নিয়ে, নিজ নিজ ভাবে ক্ষতি পূরন দিতে হবে।
-যেকোনো সমস্যায় ইভেন্ট এর সিষ্টেম পরিবর্তন হলে মেনে নিতে হবে।
-পরিবেশ এর ক্ষতি হয় এমন কাজ করা যাবে না।
-ট্যুর-এ গিয়ে গাইড এর কখা শুনতে হবে।

🔺️জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস আপনার বিশ্বস্ত ভ্রমণ সঙ্গী.|
আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যটকদের সর্বোচ্চ বিনোদন ও নিরাপত্তা দেয়া.|স্ট্যাডি টুর,কর্পোরেট টুর ফ্যামিলি টুর হলে সপ্তাহের যে কোনো দিন আমরা টুর আয়োজন করে থাকি এবং মিনিমাম ১২-১৬ জনের গ্রুপ
হলে সপ্তাহের যে কোনো দিন আমরা আপনার পছন্দের স্থানে ট্যুর আয়োজন করে দিয়ে থাকি।

📞📞 #বাংলাদেশের যে কোনো পর্যটন কেন্দ্রে-
#কর্পোরেট_টুরের জন্য যোগাযোগ করুনঃ
01914099661--01914099669 নাম্বারে

সেন্টমার্টিন যাবেন? রুম পাচ্ছেন নাহ?"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস" আছে আপনার সমস্যার সমাধান দেয়ার উদ্দেশ্যে।আমাদের কাছে সে...
15/02/2022

সেন্টমার্টিন যাবেন? রুম পাচ্ছেন নাহ?

"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস" আছে আপনার সমস্যার সমাধান দেয়ার উদ্দেশ্যে।
আমাদের কাছে সেন্টমার্টিন এর যে কোনো ধরনের যে কোন বাজেটের হোটেল, রিসোর্ট, রুম বুকিং করতে পারবেন আকর্ষনীয় ছাড়ে সিজন বা নন সিজন যে কোন সময়ই আকর্ষনীয় ডিস্কাউন্টে রুম বুকিং করুন আমাদের সাথে।
জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সাথে আপনার ভ্রমন হবে আরামদায়ক ও আনন্দময়।
তাই সেন্টমার্টিন এর যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করুন,
দেশের যে কোন স্থান থেকে সেন্টমার্টিন যেতে বুকিং দিতে পারবেন ।

আপনারা আমাদের কাছ থেকে যে সকল সুবিধাগুলো পাচ্ছেন ,
১/ সেন্টমার্টিন জাহাজ টিকেট বুকিং
২/ সেন্টমার্টিন হোটেল বুকিং
৩/ কক্সবাজার হোটেল বুকিং
৪/ ফ্যামিলি ট্যুর প্যাকেজ
৫/ গ্রুপ ট্যুর প্যাকেজ
৭/ গাইড সেবা

কীভাবে খুব সহজে এক নিমিষে আপনি আপনার পছন্দের হোটেল বুকিং দিবেন?
-ইনবক্সে নক দিবেন।
-বাজেট এবং ডেট বলবেন।
-পছন্দের হোটেল চয়েজ করবেন।
-তারপর হোটেল এ চেক করবেন।
-শেষ!

WhatsApp: 01914-099669 নাম্বারে আপনি সবসময়য় ই আমাদের একজনকে পাবেন কাস্টমার কেয়ার এর সাপোর্ট হিসেবে।
বুকিং এর জন্য যোগাযোগ করুন :
+8801914099669
+8801914099661

.

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সকল সম্মানীয় সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের তত্ত্বাবধায়নে ফেব্রুয়ারীর শেষ দ...
13/02/2022

জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস এর সকল সম্মানীয় সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আমাদের তত্ত্বাবধায়নে ফেব্রুয়ারীর শেষ দিকে সাজেক ও খাগড়াছড়ি এবং মার্চ মাসের শুরুর সপ্তাহে সুন্দরবন যাওয়ার উদ্যোগ চলছে, তাছাড়াও যারা খুব কম বাজেটে কক্সবাজারে যেতে ইচ্ছুক তাদের জন্য মার্চ মাসের শুরুতেই থাকছে আকর্ষনীয় ভ্রমন প্যাকেজ,......
উপরোক্ত ভ্রমন প্যাকেজগুলোতে যারা অংশগ্রহন করতে আগ্রহী তারা গ্রুপে জানাতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি নিজেই যোগাযোগ করতে পারেন ০১৯১৪০৯৯৬৬৯ নাম্বারে...
আপনারা যারা শীঘ্রই যোগাযোগ করবেন তাদের পছন্দ ও চাহিদাকে অগ্রাধিকার দেয়া হবে।

💥💥ময়মনসিংহবাসীদের জন্য সুখবরঃ 💥💥ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানগ্রোভ সুন্দরবন প্যাকেজ ট্যুর ।🐅🐅🐅🐅🐅 সুন্দরবন ...
27/01/2022

💥💥ময়মনসিংহবাসীদের জন্য সুখবরঃ 💥💥
ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ম্যানগ্রোভ সুন্দরবন প্যাকেজ ট্যুর ।🐅🐅🐅

🐅🐅 সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এখানে আপনি পাবেন এক সাথে চারটি সৌন্দর্য ।
১) নৌ বিহার🛳🛳
২) ওয়াইল্ড লাইফ। 🐅🐅
৩) প্রকৃতি। 🌳🌳
৪) সাগর🏖🏖

🛳🛳আমাদের এই ট্যুরে আপনি পুরো সময়টা থাকবেন লঞ্চে এবং ঘুরে বেরাবেন সুন্দরবনের গহীনে আকর্ষনীয় সব দর্শনীয় স্থানে এবং দেখতে পারবেন হরিণ,কুমির,বানর সহ অসংখ্য বন্যপ্রানী ও অতিথি পাখি। খুব বেশী ভাগ্যবান হলে বাঘ দেখাও সম্ভব।

আর হ্যাঁ সুন্দরবনে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে
🍖🍖বার- বি- কিউ নাইট।

🚗ময়মনসিংহ-সুন্দরবন-ময়মনসিংহ, ৪ রাত ৩ দিনের ভ্রমণ প্যাকেজ। 🚘

তারিখ: ১০,১১,১২,১৩ই ফেব্রুয়ারী ২০২২
প্যাকেজ মূল্য: ৯,৫০০/- টাকা জনপ্রতি (কমন ওয়াশরুম)
১০,০০০/- টাকা জনপ্রতি (এটাস্ট ওয়াশরুম)
১২,০০০/- টাকা জনপ্রতি (ভি আই পি এসি রুম)

চাইল্ড পলিসিঃ ৯ বছর পর্যন্ত বাচ্চাদের শুধু শীপে খাবারের জন্য ৪০%, বাসের সিট নিলে সিটের টাকা অতিরিক্ত ও শীপে এক্সট্রা বেড নিলে সম্পূর্ন পেমেন্ট করতে হবে।

💸💸 #বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ-
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
অফিস- ৩৮/১ রামবাবু রোড, ময়মনসিংহ।
২. বিকাশ করা যাবে। বিকাশ নাম্বার-01914099669

➡️ট্যুর স্পট: করমজল, হারবাড়িয়া, কটকা, জামতলা, টাইগার পয়েন্ট, দুবলার চর, আলোর কোল এবং হিরন পয়েন্ট।

🙌🙌প্রিয় অতিথি, বন্ধু ও শুভানুধ্যায়ীরা, জনপ্রিয়তম “ময়ূরী-১ ক্রজ” সবসময়ের মতই, তৈরি আমাদের সকল অতিথিকে সর্বশ্রেষ্ঠ মানের আতিথেয়তার নিশ্চয়তা নিয়ে। 🙌🙌

🛳🛳সুন্দরবনে বিলাস বহুল পর্যটকবাহী জাহাজে প্যাকেজ ট্যুর, গ্রুপ ট্যুর, স্ট্যাডি ট্যুর এবং সার্ভে ট্যুরের আজই যোগাযোগ করুন।
হটলাইন: ০১৯১৪০৯৯৬৬৯, ০১৯১৪০৯৯৬৬১

👨‍🏭👨‍🏭নিরাপত্তাঃ
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন সসস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে রেডিওর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।👨‍✈️👨‍✈️
✅ প্যাকেজে যে সকল সুবিধা পাবেনঃ✅
✅ময়মনসিংহ থেকে আসা যাওয়ার জন্য বাস।
✅যাত্রা বিরতিতে ভালো মানের হাইওয়ে রেস্টুরেন্টে
✅মানসম্মত খাবার।
✅ ক্রুজ শীপ
✅ বার-বি-কিউ কর্নার
✅ নামাজের জায়গা
✅ফায়ার এর্লাম সহ সংক্রিয় অগ্নিনির্বাপক ব্যাবস্থা।
✅ তিনবেলা ডবল মেনুর খাবার ও দুইবেলা স্নাক্স এবং সার্বক্ষণিক চা-কফির সুব্যবস্থা।
✅একদিন স্পেশাল BBQ নাইট
✅প্রতিদিন আপনাদের জন্য সুস্বাদু খাবার আয়োজনের জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ শেফ এবং খাবার সার্ভের জন্য দক্ষ ওয়েটার
✅ নিরাপত্তার জন্য আমাদের প্রতিটি ট্যুরে দুজন করে বন বিভাগ থেকে সরকারি সিকিউরিটি গার্ড উইথ আর্মস
✅অভিজ্ঞ গাইড।
✅প্রযুক্তি সম্পন্ন নেভিগেশন যন্ত্রপাতি
✅লাইফ জ্যাকেট, লাইফ বয়া
✓বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
✓জঙ্গলট্রেকিং
✓ফাস্ট এইড
🚫প্যাকেজে যা থাকবে নাঃ
🚫 ব্যক্তিগত কোন ঔষধ
🚫ক্যামেরা বা ভিডিও ক্যামেরার এন্ট্রি ফি
🚫 সুন্দরবনে একমাএ টেলিটক ছাড়া অন্য কোন অপারেটর কাজ করে না।

আলহামদুলিল্লাহ আরোও একটি ৫ রাত ৪ দিনের কক্সবাজার + সেন্টমার্টিন ট্যুর 🥰 সফলভাবে সম্পন্ন হলপরবর্তী ট্যুর:ময়মনসিংহ-সুন্দরব...
24/01/2022

আলহামদুলিল্লাহ আরোও একটি ৫ রাত ৪ দিনের কক্সবাজার + সেন্টমার্টিন ট্যুর 🥰 সফলভাবে সম্পন্ন হল

পরবর্তী ট্যুর:
ময়মনসিংহ-সুন্দরবন-ময়মনসিংহ,
৪ রাত ৩ দিনের ভ্রমণ প্যাকেজ। 🚘
তারিখ: ১০,১১,১২,১৩ই ফেব্রুয়ারী ২০২২

প্যাকেজ মূল্য:
৯,৫০০/- টাকা জনপ্রতি (কমন ওয়াশরুম)
১০,০০০/- টাকা জনপ্রতি (এটাস্ট ওয়াশরুম)
১২,০০০/- টাকা জনপ্রতি (ভি আই পি এসি রুম)

💸💸 #বুকিং মানি জমা দেওয়ার পদ্ধতিঃ-
১. সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেয়া যাবে।
অফিস- ৩৮/১ রামবাবু রোড, ময়মনসিংহ।
২. বিকাশ করা যাবে। বিকাশ নাম্বার-01914099669

মধুপুর তরুছায়া রিসোর্ট ও মুক্তাগাছা রাজবাড়ি দিন ব্যাপি প্রোগ্রাম"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস" &travels
01/01/2022

মধুপুর তরুছায়া রিসোর্ট ও মুক্তাগাছা রাজবাড়ি
দিন ব্যাপি প্রোগ্রাম
"জারিফ ট্যুরস এন্ড ট্রাভেলস"
&travels



Address


Alerts

Be the first to know and let us send you an email when Zarif Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zarif Tours & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share