Cloud Nine Tours and Travels

  • Home
  • Cloud Nine Tours and Travels

Cloud Nine Tours and Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cloud Nine Tours and Travels, Tour Agency, .

এখন মাত্র- ৫,৪৯৯/- সাজেক ভ্রমণ (প্রিমিয়াম)চলেন ঘুরে আসিসাজেক ও খাগড়াছড়ি☎️01885-377895☎️01322-414372ঢাকা-খাগড়াছড়ি-সাজেক...
29/04/2023

এখন মাত্র- ৫,৪৯৯/- সাজেক ভ্রমণ (প্রিমিয়াম)
চলেন ঘুরে আসি
সাজেক ও খাগড়াছড়ি

☎️01885-377895
☎️01322-414372

ঢাকা-খাগড়াছড়ি-সাজেক ভ্রমণ বিস্তারিত:

যাওয়া: ১০/০৫/২০২৩ ইং রাত্রি, ৯:০০ ঘটিকা, ঢাকাস্থ কলাবাগান থেকে
প্রত্যাবর্তন: ১৩/০৫/২০২৩ ইং, সকাল ৬ টায়।

ভ্রমণ খরচঃ

ক। একক পর্যটক: ৫,৪৯৯/- টাকা জনপ্রতি, নন-এসি বাসে, প্রিমিয়াম ১রুমে ৪জন।

খ। কাপল পর্যটক: ১১,৯৯৯/- টাকা যুগলপ্রতি, নন-এসি বাসে, প্রিমিয়াম ১রুমে ২জন।

________________________________________________
❑ ভ্রমণের স্থান সমুহ-
*সাজেক ভ্যালি *কংলাক পাহাড় *স্টোন গার্ডেন * হেলিপ্যাড *ঝুলন্ত ব্রীজ *আলুটিলা গুহা *রিসাং ঝর্ণা।
____________________________
❑ ভ্রমণ পরিকল্পনা:
- প্রথমদিন সকালে খাগড়াছড়িতে নেমে হোটেলে এ ফ্রেশ হয়ে হোটেল মোহছেন আউলিয়ায় ব্রেকফাস্ট করে সকাল৮ ঘটিকার মধ্যে পিকআপ যোগে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করা। সকাল ১০.০০ ঘটিকার আর্মি স্কোটের সাথে চলে যাব সাজেক।
সাজেকে পৌছে রিসোর্ট এ চেক ইন করে ফ্রেশ হব। তারপর মোহছেন আউলিয়ায়(সাজেক) লাঞ্চের পর বিশ্রাম নিয়ে যাব কংলাক পাহাড়ে ও হ্যালিপেড এ আর পড়ন্ত বিকেলটা কাটাবো সেখানেই।
সন্ধ্যায় ফিরে আসবো রিসোর্টে। সন্ধ্যার পর ব্যক্তিগত ঘুরাঘুরির টাইম।
তারপর রাত ৯.০০ টায় বারবিকিউ পার্টি করে সুবিধাজনক সময়ে ঘুম।

-দ্বিতীয়দিন সকাল ভোরে সাজেকের সেই অপরুপ সূর্যদয় দেখে সকালের নাস্তা করে আমাদের পিকআপ করে রওনা দিব খাগড়াছড়ির উদ্দেশ্যে।
খাগড়াছড়িতে পৌঁছে হোটেল মোহছেন আউলিয়ায় দুপুরের খাবারের শেষ করে, চলে যাবো রিছাং ঝর্ণায়, আলুটিলা গুহা ও ঝুলন্ত ব্রীজ।
সেখান থেকে ফিরে ফ্রেশ হওয়ার জন্য হোটেলে সাময়িক বিরতি।
তারপর হোটেল মোহছেন আউলিয়ায় রাতের খাবার শেষ করে রাত ৯.৩০ টায় বাসে নিজ নিজ আসন গ্রহণ করবো এবং ঢাকা উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ।
পরদিন সকাল আনুমানিক ৬:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবো।
____________________________
❑ বুকিং কনফার্ম করার ডেডলাইন: আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে ২দিন আগ পর্যন্ত বুকিং কনফার্ম করা যাবে।
❑ কনফার্ম করার জন্য ডেড লাইনের মধ্যেই জনপ্রতি ৩০০০ টাকা জমা দিতে হবে। যা অফেরতযোগ্য।
❑ বাসের আসন ও রিসোর্টের রুম বণ্টনের ক্ষেত্রে আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।
❑ কোন হিডেন চার্জ নেই।
___________________________
❑ চাইল্ড পলিসিঃ
- অনূর্ধ্ব তিন বছর বয়সী শিশুদের জন্য ফ্রি এবং ৩+ থেকে ৫ বছরের শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে ছাড় প্রযোজ্য হবে।
____________________________
❑ যা যা থাকছে এর মধ্যেঃ
-> নন এসি বাস(ইকোনো/সৌদিয়া/হানিফ/শান্তি পরিবহন)
-> প্রতিদিন ৩ বেলা খাবার
-> মাহিন্দ্রা বোলেরো পিকআপ
-> রিসোর্ট (রিসোর্ট ক্লাউড নাইন, ড্যান্সিং ক্লাউড রিসোর্ট এবং সমমানের যেকোনো রিসোর্ট)
-> সাজেক+রিসাং ঝর্ণা+আলুটিলা গুহা+জেলা পরিষদ পার্ক এন্ট্রি টিকেট।
-> সাজেক ও খাগড়াছড়িতে অবস্থিত মোহছেন আউলিয়া হোটেলে খাবার গ্রহণ।

🍜খাবারে যা যা থাকছেঃ
-> সকালে (খাগড়াছড়ি)- ডিম,পরটা,সবজি,চা
-> দুপুরে(সাজেক)- দেশি মুরগির কারী, সবজি, ভর্তা, ডাল, ভাত, পানি।
-> রাতে(সাজেক)- পরটা, সালাদ, বারবিকিউ (ব্রয়লার মুরগি), কোল্ডড্রিংকস, পানি অথবা ব্যম্বো চিকেন, সবজি, ডাল, ভাত, পানি।
-> সকালে (সাজেক)- খিচুড়ি ,ডিমকারী, পানি।
-> দুপুরে (খাগড়াছড়ি)- ভাত, ডাল, মাছ ভর্তা, গরু/হাঁস/মুরগি/মাছ(যেকোনো একটি)।
-> রাতে (খাগড়াছড়ি)- ভাত, মুরগি, সবজি, ডাল।
___________________________
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
*সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে ও হ্যান্ড সেনিটাইসার ব্যাবহার করতে হবে।
* এক রুমে ৪ জন করে থাকা। রুমে দুইটি করে বড় বেড থাকবে। অবশ্যই মেয়েদের থাকার রুম আলাদা হবে। সব রুমে এটার্চ ওয়াশরুম থাকবে।
(কাপলদের রুম আলাদা। এক রুমে এক কাপল থাকবে)
*নিরাপত্তা ও উষ্ণ আতিথেয়তার
কারণে ক্লাউড নাইন ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে ভ্রমণে পর্যটকগণ সাচ্ছন্দ্য বোধ করে থাকেন।
আমরা যে রিসোর্ট/কটেজে থাকবো: রিসোর্ট ক্লাউড নাইন, ড্যান্সিং ক্লাউড রিসোর্ট বা সমমানের যেকোনো রিসোর্ট ।
বিশেষ দ্রষ্টব্য:
১। কুমিল্লায় যাত্রাবিরতিতে হোটেলে খাবার পর্যটকগণ নিজ ব্যবস্থাপনায় সম্পন্ন করবেন।
২। অন্যান্য যেকোনো খরচ: প্যাকেজে উল্লেখ করা হয়নি এমন যেকোনো খরচ প্যাকেজের আওতা বহির্ভূত থাকবে এবং পর্যটকগণ প্রয়োজনে তা নিজ ব্যবস্থাপনায় সম্পন্ন করবেন।
____________________________
**বুকিং মানি জমা দেয়ার পদ্ধতিঃ
১. বিকাশ ও নগদ একাউন্টে প্রেরণ করা যাবে ।

-> বিকাশ একাউন্ট: ০১৮৪২-২৫৩৫৮১ (পার্সোনাল)
-> নগদ একাউন্ট: ০১৮৮৫-৩৭৭৮৯৪
২. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে।
একাউন্ট নাম্বার: সোনালী ব্যাংক, ঢাকা ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখা, একাউন্ট নাম্বার: ০১১১৫০১০২৮৮৪৩।
(বুকিং মানি অফেরতযোগ্য)
যাত্রার শুরুতে বাসে আসন করার পূর্বেই সকলকে তাঁদের প্যাকেজের নির্ধারিত অংকের অবশিষ্ট/ সমুদয় টাকা সম্পূর্ণ রূপে পরিশোধ করতে হবে।

**অনন্ত সময়ের রথে সবাই আমরা পরিব্রাজক। একক কিংবা সংঘযাত্রায় আমাদের সকলের মনন, মেধা ও কর্ম পরার্থে নিবেদিত এবং সর্বকল্যাণে সমৃদ্ধ হোক**
**যোগাযোগ**

ক্লাউড নাইন ট্যুরস এন্ড ট্র্যাভেলস (Cloud Nine Tours and Travels)
📲01885-377895, WhatsApp: 01620-009872 &
01322-414372.

21/04/2023
29/12/2022

Dear Sir/Ma'am,

Room Rent in Dancing Cloud Resort, Sajek Valley is as following:

Couple Room on the Ground floor with one King size bed and common balcony accommodating two adults in general.
Rent: 3,000/- Taka.
However, total four adults may stay in one Couple Room in case of group/family tour paying additional rent of 5,00/- Taka for each additional person.

Double Bedroom on the 1st Floor with two King size beds and a private balcony accommodating four adults in general.
Rent: 4,000/-Taka.
However, total six adults may stay in one Double Bedroom in case of group/family tour paying additional rent of 5,00/- Taka for each additional person.

Warm wishes always.

26/12/2022

মেট্রোরেল সম্পর্কে কিছু দুঃসংবাদ
==≠=====================

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ তারিখে ঢাকায় মেট্রোরেল চালু হইয়া যাইবো ইনশাআল্লাহ। তাই নির্ঝঞ্ঝাট ট্রেন যাত্রার জন্য কিছু তথ্য জানা জরুরী। তেমনই কিছু তথ্য ফ্রীতে জাইনা লন সবাইঃ

১। এই ট্রেনের টিকেট পাতলা কাগজের হইবোনা, প্লাস্টিক কার্ড। একবার কিন্না খালি টাকা রিচার্জ করবেন, ব্যাস আর টিকেট কাটার ঝামেলা নাই। যাগো এই সিস্টেম পছন্দ না, তারা প্রতিবার স্টেশনে ঢুকার সময় মেশিন/কাউন্টার থিকা টিকেট কাইটা ট্রেনে উঠতারবো।

২। টিকেট ছাড়া ট্রেনে উঠার চিন্তা ভুলেও কইরেন না। ট্রেনে উঠনের বহুত আগে ইস্টিশনে ঢুকার মুখেই কার্ড চার্জ কইরা ভিত্রে ঢুকতে হইবো। কার্ড ছাড়া দরজা খুলবো না। তাই বিনা টিকেটে ঘুরার চিন্তা বাদ দেন। অল্প দূরের টিকেট কাইটা বেশি দূরে যাইয়াও শান্তি নাই, অতিরিক্ত ভাড়া পরিশোধ না করলে বাইর হওনের গেইট খুলবোনা। ব্যারাছ্যারা অবস্থা!!!

৩। ট্রেনের সীটগুলা শক্ত প্লাস্টিকের তৈরি, ফোম-রেক্সিনের তৈরি না। তাই ব্লেড দিয়া কাটা যাইবোনা। কাটাকুটির অভ্যাস যাগো আছে তারা আপাতত হতাশ হইবো। আর যারা কাটা রেক্সিনের ফাক দিয়া টাইনা টাইনা ফোম ছিড়তো, তারা অগত্যা মাথার কেশ ছিড়তারেন। এই খায়েশও পুরণ না কইরাই ইহকাল ত্যাগ করতে হইবো!

৪। কিছু আদম সন্তান আছে ট্রেন দেখলেই যাগো ঢিল মারনের লাইগা হাত নিশপিশ করে, তাগো লাইগা বিরাট দুঃসংবাদ। এত উপ্রে ঢিল মারা যাইবো? আর ট্রেনটা চলবো শহরের মধ্যে দিয়া। ঢিল মারার সময় পাবলিকের হাতে ধরা খাইলে কিন্তু মাইর একটাও মাটিত পরবো না।

৫। এই ট্রেনে টাট্টিঘর নাই। তাই বড় কাম কইরা পানি ব্যাবহার না কইরা ট্রেন নোংরা করনের খায়েশও অনেকের পূরণ হইবো না। আফসোস! ট্রেনে উঠনের আগেই বড়/ছোট সব কাম সাইরা উঠলে আর সমইস্যা হইবোনা।

৬। জার্নি বাই ট্রেন করনের সময় বাদাম খাইয়া খোসা ফালাইয়া ট্রেন নোংরা করা অনেকের হবি। এইখানেও হতাশার খবর। ট্রেনে বাদাম ওয়ালাই নাই, বাদাম খাইবেন কইত্তে? টিকেট কাইট্টা ট্রেনে উইঠা বাদাম বেইচা পোষান যাইবো?

৭। অনেক বান্দা আছেন যারা ট্রেনের ছাদে না উঠলে ভ্রমনের মজা পান না, তাগো লাইগাও দুঃসংবাদ। এই ট্রেন বিদ্যুতে চলে, তাই ছাদের উপ্রে বিদ্যুতের তার থাকবো। ছাদে উঠলে হাই ভোল্টেজ তারের লগে লাইগা আলুপোড়া হইয়া যাইবেন। অতএব, সাধু সাবধান!!!

আপাতত এইপর্যন্তই। ভালো থাইকেন।
©️collected

A person who is a traveller by heart can read the soul of mother nature better than anyone else.
08/11/2022

A person who is a traveller by heart can read the soul of mother nature better than anyone else.

বাংলাদেশের দার্জিলিং হিসেবে খ্যাত সাজেক ভ্যালিতে "Dancing Cloud Resort" পরিবেশবান্ধব করে তৈরি করা হয়েছে যেখানে আতিথ্য গ্রহণ করে সম্মানিত পর্যটক বৃন্দ প্রকৃতির অনন্য সৌন্দর্যের মাঝে নিজেকে খুঁজে পেতে পারেন খুব সহজেই।
Dancing Cloud Resort এ অবস্থান করত আপনি নিম্নবর্ণিত সুবিধাদি ভোগ করতে পারবেন:
# বিশাল খোলা বারান্দা যেখান থেকে পূর্ব দিকের লুসাই পাহাড়ের নির্মল ও নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য নিরবচ্ছিন্নভাবে উপভোগ করা যায়।
# আমাদের রিসোর্ট এর বারান্দা থেকে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য প্রাণভরে উপভোগ করা যায়।
# Dancing Cloud Resort এর পেছনেই রয়েছে সুবিশাল মাঠ।
# কাঠ দ্বারা নির্মিত পরিবেশবান্ধব ইকো রিসোর্ট।
# 24/7 বিদ্যুৎ এবং পানি সরবরাহ।
# হ্যামক ও দোলনায় একান্ত সময় কাটানোর সুবিধা।
# আধুনিক সুবিধাদি যুক্ত ওয়াশরুমের সাথে মিনি গিজারের মাধ্যমে গরম পানি সরবরাহের ব্যবস্থা।
# কাপল এবং ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01885-377895,
01842-253581

সাজেকে সারি সারি রিসোর্টের ভিড় এড়িয়ে একদম খোলামেলা পরিবেশে ছুটি কাটাতে পারবেন এখন Dancing Cloud Resort এ! সুবিশাল খোলা ব...
08/11/2022

সাজেকে সারি সারি রিসোর্টের ভিড় এড়িয়ে একদম খোলামেলা পরিবেশে ছুটি কাটাতে পারবেন এখন Dancing Cloud Resort এ! সুবিশাল খোলা বারান্দা থেকে নিরবচ্ছিন্নভাবে উপভোগ করুন পূর্ব দিকের লুসাই পাহাড়ের নির্মল ও নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া আমাদের রিসোর্ট এর বারান্দা থেকে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্যও প্রাণভরে উপভোগ করা যায়। বিস্তারিত তথ্য এবং বুকিং এর জন্য যোগাযোগ করুন @
01885-377895 এবং
01842-253581 নম্বরে।

বাংলাদেশের দার্জিলিং হিসেবে খ্যাত সাজেক ভ্যালিতে "Dancing Cloud Resort" পরিবেশবান্ধব করে তৈরি করা হয়েছে যেখানে আতিথ্য গ...
08/11/2022

বাংলাদেশের দার্জিলিং হিসেবে খ্যাত সাজেক ভ্যালিতে "Dancing Cloud Resort" পরিবেশবান্ধব করে তৈরি করা হয়েছে যেখানে আতিথ্য গ্রহণ করে সম্মানিত পর্যটক বৃন্দ প্রকৃতির অনন্য সৌন্দর্যের মাঝে নিজেকে খুঁজে পেতে পারেন খুব সহজেই।
Dancing Cloud Resort এ অবস্থান করত আপনি নিম্নবর্ণিত সুবিধাদি ভোগ করতে পারবেন:
# বিশাল খোলা বারান্দা যেখান থেকে পূর্ব দিকের লুসাই পাহাড়ের নির্মল ও নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য নিরবচ্ছিন্নভাবে উপভোগ করা যায়।
# আমাদের রিসোর্ট এর বারান্দা থেকে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য প্রাণভরে উপভোগ করা যায়।
# Dancing Cloud Resort এর পেছনেই রয়েছে সুবিশাল মাঠ।
# কাঠ দ্বারা নির্মিত পরিবেশবান্ধব ইকো রিসোর্ট।
# 24/7 বিদ্যুৎ এবং পানি সরবরাহ।
# হ্যামক ও দোলনায় একান্ত সময় কাটানোর সুবিধা।
# আধুনিক সুবিধাদি যুক্ত ওয়াশরুমের সাথে মিনি গিজারের মাধ্যমে গরম পানি সরবরাহের ব্যবস্থা।
# কাপল এবং ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01885-377895,
01842-253581

নির্মল প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের আধার সাজেক ভ্যালির হৃদপিন্ডে অবস্থিত "রিসোর্ট ক্লাউড নাইন" রিসোর্টটি হচ্ছে মেঘ বিলাস...
23/08/2022

নির্মল প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের আধার সাজেক ভ্যালির হৃদপিন্ডে অবস্থিত "রিসোর্ট ক্লাউড নাইন" রিসোর্টটি হচ্ছে মেঘ বিলাসী ও ভ্রমণ পিপাসু চিত্তের তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য একটি ইকো রিসোর্ট।

বুকিং এবং আনুষঙ্গিক তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করুন:+8801885377894, +8801885377895, +8801842253581 নম্বরে।
#কর্পরেট

🛑⛔পদ্মা সেতুতে যে সকল কাজ করা নিষিদ্ধ ⛔🛑✨✨আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো গতকাল। সেতুতে শুধু চলাচল করলেই হবে না,...
26/06/2022

🛑⛔পদ্মা সেতুতে যে সকল কাজ করা নিষিদ্ধ ⛔🛑

✨✨আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো গতকাল। সেতুতে শুধু চলাচল করলেই হবে না, সেতু ব্যবহারের ক্ষেত্রে থাকছে কিছু নিয়ম ও নীতি সেতুর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে যা গুরুত্বপূর্ণ।

🌐পদ্মা সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা গুলো নিম্নরূপ:

♦️১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

♦️২. পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

♦️৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।

♦️৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।

♦️৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

🚫বিঃদ্রঃ পদ্মা সেতুর দুই প্রান্তে সেতুর নিরাপত্তার দায়িত্ব আছে সেনাবাহিনীর দুইটি বিগ্রেড এবং পদ্মা ব্রীজ উত্তর এবং দক্ষিন থানা। তাই নিয়ম ভঙ্গ করে কেউ পার পেয়ে যাবে এমনটা ভাবার অবকাশ নেই। এছাড়াও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে চায়না ও কোরিয়ান কোম্পানি।

05/06/2022

আমরা গভীরভাবে শোকাহত!
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ব্যক্তিবর্গের রূহের মাগফেরাত এবং প্রায় সহস্ত্র আহত ব্যক্তিবর্গের সুস্থতা কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
—ক্লাউড নাইন ট্যুরস এন্ড ট্র্যাভেলস,
ঢাকা, বাংলাদেশ

Cloud Nine Tours and Travels wishes a very Happy Eid-Ul-Fitr to all the nature lovers, esteemed travellers, valued custo...
02/05/2022

Cloud Nine Tours and Travels wishes a very Happy Eid-Ul-Fitr to all the nature lovers, esteemed travellers, valued customers, all associates and well-wishers. Let this Eid brings happiness, peace and prosperity for all. Eid Mubarak!

Cloud Nine Tours and Travels wishes a very Happy Eid-Ul-Fitr to all the nature lovers, esteemed travellers, valued custo...
02/05/2022

Cloud Nine Tours and Travels wishes a very Happy Eid-Ul-Fitr to all the nature lovers, esteemed travellers, valued customers, associates and well-wishers. Let this Eid brings happiness, peace and prosperity to all. Eid Mubarak!

Inna lillahi wa inna ilaihi rajiun.
29/04/2022

Inna lillahi wa inna ilaihi rajiun.

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আবুল মাল আবদুল মুহিত গত রাত সাড়ে বারোটায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন.....

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

তিনি একাধারে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতা পূর্বকালে তিনি, পাকিস্তান সিভিল সার্ভিস সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

অর্থনৈতিক পরামর্শক হিসেবে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে তৎকালীন পাকিস্তান দূতাবাসে যোগদান করেছিলেন। চাকুরিরত অবস্থায় পাকিস্তান কর্মপরিকল্পনা কমিশনের প্রধান ও উপ-সচিব ছিলেন।

ওই সময় তিনি পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্য প্রতিবেদন আকারে তুলে ধরেন ও পাকিস্তান জাতীয় কংগ্রেসে পেশ করেন।

ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তানের দূতাবাসে প্রথম কূটনীতিবিদ হিসেবে ১৯৭১ সালে অনুষ্ঠিত বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের স্বপক্ষে নিজ অবস্থান তুলে ধরে চাকরি থেকে ইস্তফা প্রদান করেছিলেন।

একাত্তরে যুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াশিংটন দূতাবাসে ইকনোমিক কাউন্সেলরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পরম করুণাময় তাঁকে সম্মানের সাথে চিরশান্তির স্থানে আসীন করুন।

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সাজেক ভ্রমণ উপলক্ষে আগামী ৯ মে ২০২২ তারিখ হতে ১৪ মে ২০২২ তারিখ পর্যন্ত সাজেক ভ্যালির...
29/04/2022

মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এর সাজেক ভ্রমণ উপলক্ষে আগামী ৯ মে ২০২২ তারিখ হতে ১৪ মে ২০২২ তারিখ পর্যন্ত সাজেক ভ্যালির সব রিসোর্ট বন্ধ থাকবে।
সূত্র: Cottage Malik Samitee of Sajek

এতদ্বারা সকল রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের সাজেক সফর উপলক্ষে আগামি ০৯-০৫-২০২২ হইতে ১৪-০৫-২০২২ ইং তারিখ পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকিবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

21/04/2022

Cloud Nine Tours and Travels wishes a Happy Eid-ul-Fitr to you all. Let this Eid brings happiness and peace in your life.

18/04/2022
18/04/2022

Океан Ельзи • Обійми

আলহামদুলিল্লাহ! রমাদান মোবারক!
02/04/2022

আলহামদুলিল্লাহ! রমাদান মোবারক!

Congratulations. We are proud of our Tigers. Bangladesh have won the First ever ODI Series in Africa.
23/03/2022

Congratulations. We are proud of our Tigers. Bangladesh have won the First ever ODI Series in Africa.

14/03/2022

She goes - goes she there
Away from her parents - forever!
To build a new house of her own
Where she will dwell with love & care!
দুটি বিযুক্তিতে
সৃষ্টি হয় নতুন এক সংযুক্তির।
চিরচেনা আপন বসতি ছেড়ে
নারীর গন্তব্য হয় আরেক বসতিতে
অন্য কোনোখানে।
নারীরা সাহসিনী
পরকে আপন করে,
আপনকে করে পর
দুর্মর ভেঙ্গে চলে,
দেখায় নতুন স্বপ্ন
গড় তুলে নতুন ঘর।

Hello there! We're open now and ready to host you at Sajek Valley, Rangamati. We provide you an eco-friendly home away f...
02/03/2022

Hello there! We're open now and ready to host you at Sajek Valley, Rangamati. We provide you an eco-friendly home away from your home in the warm lap of mother nature. Please find us @ 01885-377895 & 01842-253581.

10/02/2022
10/02/2022

“We travel for romance, we travel for architecture, and we travel to be lost.”

22/01/2022

আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/jibonerkothatmt/ লাইক ও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। -Worldভিডিওট...

22/01/2022

ভূস্বর্গ কাশ্মীর, সবচেয়ে সুন্দর ১০টি স্থান দেখুনভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস্ এবং সাবস্কাইব করুন।

*Important medical numbers in the life of every human being:1. Blood pressure: 120 / 802. Pulse: 70 - 1003. Temperature:...
12/01/2022

*Important medical numbers in the life of every human being:

1. Blood pressure: 120 / 80
2. Pulse: 70 - 100
3. Temperature: 36.8 - 37
4. Respiration: 12-16
5. Hemoglobin:
Males (13.50-18)
Females ( 11.50 - 16 )
6. Cholesterol: 130 - 200
7. Potassium: 3.50 - 5
8. Sodium: 135 - 145
9. Triglycerides: 220
10. The amount of blood in the body: 5-6 liters
11. Sugar: for children (70-130)
Adults: 70 - 115
12. Iron: 8-15 mg
13. White blood cells: 4000 - 11000
14. Platelets: 150,000 - 400,000
15. Red blood cells: 4.50 - 6 million.
16. Calcium: 8.6 - 10.3 mg/dL
17. Vitamin D3: 20 - 50 ng/ml (nanograms per milliliter)
18. Vitamin B12: 200 - 900 pg/ml

Tips for those who have reached Over :
the *40*
the *50*
the *60*
And above
*First tip:*
You have to do cupping every year, even if you do not feel sick or have any illness.
?
(What is cupping?
Cupping is an ancient healing therapy that some people use to ease pain. A provider places cups on your back, stomach, arms, legs or other parts of your body. Inside the cup, a vacuum or suction force pulls skin upward.
Cupping is a form of traditional Chinese and Middle Eastern medicine. People have practiced cupping therapy for thousands of years.)ہے

*Second tip:*
Always drink water even if you don't feel thirsty or need it... the biggest health problems and most of them are from the lack of water in the body.

*Third Tip:*
Play sports even when you are at the top of your preoccupation...the body must be moved, even if only by walking...or swimming...or any kind of sports.

‌ *Fourth tip*
Reduce food...

Leave excessive food cravings...because it never brings good. Don't deprive yourself, but reduce the quantities.

*Fifth tip*
As much as possible, do not use the car unless absolutely necessary...Try to reach on your feet for what you want ( grocery, visiting someone...) or any goal.

*Sixth tip*
let go of anger...
let go of anger...
let go of anger...
Let go of worry....try to overlook things...
Do not involve yourself in situations of disturbance... they all diminish health and take away the splendor of the soul. Choose a babysitter you feel comfortable with.

*Seventh tip*
As it is said..leave your money in the sun..and sit in the shade..don't limit yourself and those around you..money was made to live by it, not to live for it.

‌ *Eighth tip*
Don't make yourself feel sorry for anyone,
nor on something you could not achieve,
Nor anything that you could not own.
Ignore it, forget it;

*Ninth tip*
Humility..then humility..for money, prestige, power and influence..they are all things that are corrupted by arrogance and arrogance..
Humility is what brings people closer to you with love.

*Tenth tip*
If your hair turns gray, this does not mean the end of life. It is proof that a better life has begun. Be optimistic, live with remembrance, travel, enjoy yourself.

11/01/2022

CORONA সংক্রমণ প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ যা ১৩ই জানুয়ারী ২০২২ থেকে কার্যকর হবে:

১. দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে।

২. অফিস-আদালতসহ ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনার টিকা সনদ প্রদর্শন করতে হবে।

৪. ১২ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৫. স্থলবন্দর, সমুদ্রবন্দর ও বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সংখ্যা বাড়াতে হবে। পোর্টগুলোতে ক্রুদের জাহাজের বাইরে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করতে হবে। স্থলবন্দরগুলোতেও আগত ট্রাকের সঙ্গে শুধু ড্রাইভার থাকতে পারবে। কোনও সহকারী আসতে পারবে না। বিদেশগামীদের সঙ্গে আসা দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশ বন্ধ করতে হবে।

৬. ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্ব প্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।

৭. বিদেশ থেকে আসা যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ প্রদর্শন করতে হবে।

৮. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজের খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা এ বিষয়টি নিশ্চিত করবেন।

৯. সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ গ্রহণ করবে। এক্ষেত্রে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ করবে।

১০. উন্মুক্ত স্থানে সর্ব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

১১. কোনও এলাকার ক্ষেত্রে বিশেষ কোনও পরিস্থিতি সৃষ্টি হলে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে পারবে।

Address


Telephone

+8801620009872

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cloud Nine Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share