23/12/2022
আব্দুর রহিম সভাপতি এবং সম্রাট আলী সাধারণ সম্পাদক; বিবিজিএফ'র কমিটি গঠন সম্পন্ন।
উদ্যোক্তা তৈরী,সামাজিক ও মানবিক কাজের স্বেচ্ছাসেবী সংগঠন বগুড়া বিজনেস গ্রুপ ফাউন্ডেশন (বিবিজিএফ) এর ২০২৩ সালের কমিটি গঠিত হয়েছে । অদ্য ২৩ ডিসেম্বর'২০২২ (শুক্রবার)বগুড়া শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান দি মাস্টারসেফ রেস্টুরেন্টে বিবিজিএফ এর ২য় বর্ষপূর্তি উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম সরকার কে সভাপতি এবং মোঃ সম্রাট আলী কে সাধারণ সম্পাদক করে ২০২৩ সেশনে বিবিজিএফ এর কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করেন বিবিজিএফ এর প্রধান উপদেষ্টা রাজেদুর রহমান রাজু।
উক্ত অনুষ্ঠানে আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং মোঃ সম্রাট আলীর সঞ্চালনায় সম্মেলনে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজেদুর রহমান রাজু, প্রধান উপদেষ্টা, বিবিজিএফ ও এমডি রূপকথা হোমস্,বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ডাক্তার নূর আলম নয়ন, উপদেষ্টা বিবিজিএফ ও এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) আইসিইউ স্পেশালিস্ট, এ্যানেস্থোসিওলজিস্ট, শজিমেক, বগুড়া,জনাব আখতারুজ্জামান মনির, উপদেষ্টা বিবিজিএফ ও সম্পাদক, দৈনিক ইছামতী নিউজ, বগুড়া, আনোয়ার সাদাত আলো, উপদেষ্টা বিবিজিএফ ও ম্যানেজার অগ্রণী ব্যাংক লিমিটেড, মাদলা শাখা বগুড়া, ইয়াসমিন হাসান, এমডি, ফিটফাট ফ্যাশন, বগুড়া, জুলফিকার আনাম তুষার, উপদেষ্টা বিবিজিএফ ও সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতি, বগুড়া,আশিকুল ইসলাম মামুন, উপদেষ্টা বিবিজিএফ ও এমডি, এমবি ফ্যাশন, বগুড়া,মোঃ সাইদুল ইসলাম নায়েক, জেলা বিশেষ শাখা, বগুড়া।
সম্মেলনে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিবিজিএফ পরিচালিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিবিজিএফ এর সকল উদ্যোগে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। আগামী ২০২৩ সেশনে যে সকল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে সকলকে একযোগে এবং একে অপরের সহযোগী হয়ে কাজ করার আহবান জানান।