27/08/2022
#নবাগত_ও_তরুন_প্রজন্মের_দাবি_শেরপুর_জেলার_ঝিনাইগাতী_উপজেলা_সদরে_একটি_পাবলিক_লাইব্রেরি_প্রয়োজনঃ
লাইব্রেরী: লাইব্রেরি এমন একটা জায়গা যেখানে সব সময় বিভিন্ন মতামতের সমাগম থাকে।
গ্রন্থাগার সমাজ উন্নয়নের বাহন। একটি জাতির মেধা, মনন, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালন-পালনকারী হিসেবে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গ্রন্থাগারের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। তাই গ্রন্থাগারকে বলা হয় 'জনগণের বিশ্ববিদ্যালয়'।
ইসলামী সভ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত লাইব্রেরি ব্যবস্থা। এটা কেবল সভ্যতারই অংশ নয়, শিল্পও বটে। এর মাধ্যমে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষিত হয়। জানা যায় বিভিন্ন জাতির দান-অবদান। এজন্য ইসলামের সূচনা-কাল থেকেই মুসলমানরা লাইব্রেরি ব্যবস্থার প্রতি ছিল বড় যত্নবান।
শিক্ষা একটা পরিবারকে, সমাজকে, দেশকে, জাতীকে এমনকি পুরো পৃথিবীকেই বদলে দেয়। বদলে দেয় মানুষের চিন্তার ধরণ। একটি জাতীর মাথা উঁচু করে দাঁড়াবার প্রথম হাতিয়ার হল- সুশিক্ষা। মনুষ্যত্বকে জাগ্রত করতে, বিবেককে প্রস্ফুটিত করতে, মনোবৃত্তিকে উদ্বেলিত করতে বহুমুখী শিক্ষার বিকল্প নাই।
বহুমুখী শিক্ষার একমাত্র উন্মুক্ত মাধ্যম হচ্ছে লাইব্রেরী বা পাঠাগার।
হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি-সম্ভার, গুণীদের বাণী হাতের নাগালে পেতে একটি লাইব্রেরী/পাঠাগার দরকার। পাঠাগারে সমৃদ্ধ হোক আমাদের সাহিত্য-সংস্কৃতি।
আজকাল তথ্য প্রযুক্তির যুগে, ইন্টারনেটের বাহুল্যতায় আমাদের তরুণ প্রজন্ম সঠিক জ্ঞানচর্চা থেকে দিন দিন বিমুখ হচ্ছে।
#ফেইসবুক_ইন্টারনেটের_মতো_সোস্যাল_মিডিয়ায়_হারিয়ে_যাচ্ছে_আমাদের_প্রজন্ম।
দিন দিন প্রজন্মে ঘূণে ধরছে, লোপ পাচ্ছে মনুষ্যত্ব।আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি, মনের খোরাক মেটানোর জন্য বই পড়ি। এজন্য চাই হরেক রকম বইয়ের সমাহার। চাই পছন্দের বই। কিন্তু চাহিদা থাকলেও অনেক সময় সাধ্যের মধ্যে থাকে না পছন্দের বই ক্রয় করার সামর্থ।
সমাজকে তার স্ট্যাটাস অনুযায়ী গঠন, পরিচালনা ও নতুন প্রজন্ম গড়ে তুলতে একটি পাবলিক লাইব্রেরি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে।
শেরপুর ঝিনাইগাতী উপজেলায় পাবলিক লাইব্রেরি বা পাঠাগার নাই।
জরুরি ভিত্তিতে একটি পাঠাগার প্রয়োজন।
সেলক্ষ্যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল স্তরের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
#প্রয়োজনীয়_ব্যবস্থা_গ্রহনে_জন্য_ঝিনাইগাতী_উপজেলা_প্রশাসনের_হস্তক্ষেপ_কামনা_করছি।