05/10/2023
সুন্দরবন ভ্রমন
বিলাসবহুল ক্রুজ শীপ।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, সর্ম্পূন ইন-ডোর শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স/ডাইনিং রুম যার ধারনক্ষমতা ৫০ জন। সুতারং কনফারেন্স বা খাওয়ার সময় বাইরের কোন প্রকার ঠান্ডা / গরম বাতাস বা শব্দ আসার সুযোগ নেই । ষ্টার ক্যাটাগরির ফুড, বার-বি-কিউ গালা ডিনার(নাইট), দক্ষ গাইডসহ আন্তরিক আতিথেয়তা আপনার জন্য।
খুলনা / মোঙ্গলা - সুন্দরবন - খুলনা
🔺 সুবিধাসমুহ :
🔹সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ক্রুজ শিপ।
🔹মোট ২৩টি রুম- ৫০ জন অতিথির জন্য।
🔹সর্ম্পূন ইন-ডোর শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স/ডাইনিং রুম ক্যাপাসিটি ৫০ জন। বাইরের ঠান্ড বাতাস বা কোন প্রকার শব্দ আসার সুযোগ নেই ।
🔹নামাজের জায়গা।
🔹বার-বি-কিউ কর্নার।
🔹টোটাল এ্যটাস্ট বাথরুম ১৬ টি: ৩৮ জনের জন্য।
🔹জেনারেল বাথরুম ৩টি ১২ জনের জন্য।
🔹ভি.আই.পি রুম ১৬টি + এ্যাটাস্ট বাথরুম।
🔹ডিলাক্স টুইন রুম ৫টি
🔹 ডিলাক্স সিঙ্গেল রুম ২ টি।
🔹ফ্রেশ পানির রির্জাভয়ার: ক্যাপাসিটি ৫০ হাজার লিটার।
🔹গরম এবং ঠান্ডা পানির জন্য রয়েছে সেন্ট্রাল গীজার।
🔹 ৫০ জন গেস্ট একসাথে বসে থিয়েটারে মুভি দেখার ব্যবস্থা।
🔹প্রতিবেলায় ডাবল মেনুসহ খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া।
🔷প্রতিদিন মেইনডিস এর সাথে ২ বেলা স্নাক্স ও সার্বক্ষনিক চা-কফি।
🔹লাইভ বার-বি-কিউ ডিনার।
🔹আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটার।
🔹বিভিন্ন রকমের ইন-ডোর খেলাধুলার ব্যবস্থা।
🔹ডাবল ব্রান্ড নিউ ইন্জীন, যা জাহাজকে সর্বোচ্চ নিরাপদ গতি নিশ্চিত করে।
🔹 ৩টি জেনারেটরের মাধ্যমে সবসময় বিদ্যুৎ সরবরাহ।
🔹আধুনিক জি.পি.এস, ইকো সাউন্ডার, লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং অগ্নিনির্বাপন ব্যবস্থাসহ আছে আরও প্রয়োজনীয় ইকুইপমেন্টস।
🔹শিপের অভ্যন্তরে পাবেন নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন।
🔹ব্রীজ কন্ট্রোল সাউন্ড সিস্টেম।
🔹অভিজ্ঞ ট্যুর গাইড ও সর্বোপরি আন্তরিক আতিথেয়তা।
🔺 ꜱᴇᴄᴜʀɪᴛʏ / নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
𝙏𝙊𝙐𝙍 𝙎𝙋𝙊𝙏𝙎 :
১। হাড়বাড়িয়া / আন্দারমানিক
২। কটকা।
৩। জামতলা সমুদ্র সৈকত।
৪। টাইগার টিলা।
৫। কচিখালি
৬। ডিমের চর
৭। করমজল
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছে হারবাড়িয়া / আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে। +880 1917173418
এই নাম্বারে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি এ্যডভান্স ৫০% প্রদান করতে হবে । অফিসে এসে নগদ, ব্যাংক একাউন্টে, ব্যাংক চেক বা বিকাশের প্রদান করতে পারেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্মেশন ‘পিএনআর’ নম্বর সংগ্রহ করে নিতে হবে।
এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন দুরত্ত/গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
#ব্যাংক একাউন্টঃ
Islami Bank Bangladesh Limited
Account name: Bismillah Food And Agro Farm
Account Number: 20504270100068500
Dumuria Khulna
#বিকাশ একাউন্টঃ 01917-173418 (পারছোনাল নাম্বার)
#যোগাযোগঃ Ura tours & Travel
#মেইলঃ [email protected]
#মোবাইল: ☎️01917-173418 ( Shariful Islam heron )
🚧 অফিসঃ বি আই ডব্লিউ টি এ / ৪ নং ঘাট খুলনা।