09/07/2023
⛰️ ঘুরে আসুন ভারতের অন্যতম সুন্দর হাই এল্টিটিউড ট্রেক কাশ্মীর গ্রেট লেকস ট্রেক থেকে FriendZone Tour Group সাথে।
🚆 ট্যুর হবে বাই রোড এবং এয়ারে।
📌 প্রথম ট্যুর- আগস্ট ঢাকা থেকে যাত্রা
গ্রুপ লিংক👉 https://m.facebook.com/groups/1172354453133403/?ref=share&mibextid=NSMWBT
🏔️ আমরা জানি কাশ্মীরকে "Heaven on Earth" বা ভূস্বর্গ বলা হয়। কেন বলা হয় যখন নিজ চোখে দেখবেন তখন উপলব্ধি করতে পারবেন। স্রষ্টার নিজ হাতে গড়া জায়গাটার পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। আর ইন্ডিয়ার অন্যতম সুন্দর ট্রেক হচ্ছে "Kashmir Great Lakes Trek"। আর আগষ্ট থেকে আগস্ট মাস হচ্ছে এই ট্রেকটা করার জন্যে বেস্ট টাইম।
⭐এই ট্রেকটা কেন করবেন -
✅ কাশ্মীর বলতেই আপনারা যে ডাললেক, প্যাহেলগাম, গুলমার্গ ইত্যাদি বুঝেন সেটার ধারনাই পালটে দিবে কাশ্মীর গ্রেট লেকস ট্রেক।
✅ সোনমার্গ থেকে ট্রেক শুরু করতেই আপনি নতুন এক জগতে প্রবেশ করবেন। কাশ্মীর ভ্যালীর অবর্নণীয় সৌন্দর্য অবলোকন করতে পারবেন। ৫ টা সুন্দর ভ্যালী ক্রস করতে হবে এই ট্যুরে।
✅ এই ট্রেকটা খুবই সুন্দর একটা ট্রেক এবং এই ট্রেকে আপনি একসাথে ৭ টি হাই এল্টিটিউড লেক দেখতে পাবেন।
✅ এই ট্রেকটার স্মৃতি সারাজীবন মনে রাখার মত হবে নিশ্চিত থাকতে পারেন।
✅ এই ট্রেকে আপনি বেশ কিছু হাই এল্টিচিউড পাস (গাদসার পাস, জাজ পাস - প্রত্যেকটা ১৪ হাজার ফিটের কাছাকাছি উচ্চতার) পাবেন, যেখান থেকে বিভিন্ন লেকের মনোমুগ্ধকর ভিউ পাওয়া যায়।
✅আগস্ট মাসে এই ট্রেকে আমরা নানা রঙয়ের ফুলের সমারোহ দেখতে পাব।
✅ আমরা এই ট্রেকে ক্ষনে ক্ষনে প্রকৃতির নানা রুপ দেখতে পারব। এলপাইন মিডো, পাথুরে রাস্তা বা স্ট্রিমের পাশ দিয়ে হেটে যেতে যেতে বরফাবৃত পাহাড়ের চূড়া দেখে শুধু বিমুগ্ধ হবেন।
🏞চলুন তবে FriendZone Tour Group সাথে কাশ্মীর গ্রেট লেকস ট্রেকে !!!
💢কাশ্মীর গ্রেট লেকস ট্রেক হাইলাইট
========================
📌ট্যুর ডিউরেশন-
🚗বাই রোড-১৪ দিন
✴️ট্রেক ডিউরেশন- ৭ দিন
✴️ট্রেকিং ডিসটেন্স - ৬৫ কিলোমিটার
✴️ম্যাক্সিমাম অল্টিচিউড - ১৩৮০০ ফিট
✴️ট্রেক ডিফিকাল্টি - ইজি-মডারেট
✴️টেম্পারেচার - ( দিনে ১৫-১৭) রাতে- (১-৩)
✴️বেস্ট টাইম - জুলাই থেকে আগস্ট।
✍️ দিন ভিত্তিক পরিকল্পনাঃ
===============
🔸 ১০ আগষ্ট রাতে - ০০ - বাসে করে বেনাপোল/দর্শনা
🔸১১ আগষ্ট - দিন - ০১ - বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা। কলকাতা থেকে ট্রেনে জম্মু কাশ্মীরের জন্য যাত্রা।
🔸১২ আগষ্ট - দিন - ০২ - জম্মু কাশ্মীরের জন্য ট্রেনে ভ্রমণ।
🔸১৩ আগষ্ট - দিন - ০৩ - ট্রেন থেকে নেমে শ্রীনগরের জন্য বাস যাত্রা।
🔸১৪ আগষ্ট - দিন - ০৪ - রিজার্ভ গাড়িতে শ্রীনগর থেকে সোনমার্গ ক্যাম্প সাইট। (৯০ কিলো) (২৩৭৫ মিঃ)
🔸১৫ আগষ্ট - দিন - ০৫ - ট্রেকিং শুরু । সোনামার্গ - শেকদুর - নিচনাই (১১ কিলো) (৭/৮ ঘন্টা) (৩৫০০ মিঃ)
🔸১৬আগষ্ট - দিন - ০৬ - নিচনাই - নিচনাই পাস (৪০০০ মিটার) - ভিশানসার লেক + ক্যাম্পসাইট (১২ কিলো) (৭/৮ ঘন্টা)
🔸১৭আগষ্ট - দিন - ০৭ - ভিশানসার লেক - কিষানসার লেক - গাদসার পাস (৪২০০ মিঃ) - গাদসার লেক - গাদসার ক্যাম্পসাইট (১৪ কিলো) (১০/১১ ঘন্টা)
🔸 ১৮ আগষ্ট- দিন - ০৮ - গাদসার - মেনগেন টপ - সাতসার টুইন লেক - সাতসার ক্যাম্পসাইট (৯ কিলো) (৬/৭ ঘন্টা) (৩৬৫০ মিঃ)
🔸১৯ আগষ্ট - দিন - ০৯ - সাতসার - জ্যাজ পাস (৩৯৫০ মিঃ) - গঙ্গাবাল লেক -গঙ্গাবাল ক্যাম্পসাইট (১১ কিলো) (৬/৭ ঘন্টা) (৩৫০০ মিঃ)
🔸২০ আগষ্ট - দিন - ১০ - গঙ্গাবাল এরিয়া এক্সপ্লোর / বিশ্রাম (৩৫০০ মিঃ)
🔸২১ আগষ্ট - দিন - ১১ - গঙ্গাবাল - নারানাগ । ট্রেকিং শেষ (১৫ কিলো) (৭/৮ ঘন্টা) (২২৭০ মিঃ) - রিজার্ভ জীপে করে শ্রীনগর (৭০ কিলো)
🔸২২ আগষ্ট - দিন - ১২ - শ্রীনগর থেকে জম্মু এসে ট্রেনে করে কলকাতার জন্য রওনা।
🔸২৩ আগষ্ট - দিন - ১৩ - ট্রেনে জার্নি
🔸২৪ আগষ্ট - দিন - ১৪ - কলকাতা থেকে ঢাকার জন্য রওনা।
🔸২৫ আগষ্ট - সকালে ইনশাল্লাহ ঢাকা থাকব।
🔴বিঃদ্রঃ ✔ভিসা : যাদের ভারতীয় ভিসা আছে পোর্ট যেদিক দিয়েই হোক সবাই আমাদের সাথে যোগ দিতে পারবেন । যাদের ভিসা নেই তারা ভিসা করে নিতে পারেন 🙂 এ ব্যাপারে আমরা সর্বোচ্চ হেল্প করবো।
✅বুকিং সিরিয়াল অনুসারে বাস, লোকাল ট্রান্সপোর্ট ও হোটেল রুম সাজানো হবে। এই ক্ষেত্রে কোন ধরনের আপত্তি চলবেনা।
💰 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৩০০০০ রুপি ঢাকা টু ঢাকা।
২৭,০০০ রুপি (কোলকাতা টু কোলকাতা)
১৭,০০০ রুপি (শ্রীনগর টু শ্রীনগর)
🌟 কলকাতা টু শ্রীনগর বাই রোডে যাওয়া-আসা।
নোট- কেউ যদি ফ্লাইটে যেতে চান তাহলে ডেট ধরে আগেই টিকেট কেটে ফেলতে হবে।
♦ টাকা জমা দেবার নিয়মঃ
🔶 বুকিং মানিঃ ২০ হাজার টাকা
পুরোপুরি কনফার্ম থাকলে আমাদের সাথে যাবার জন্য bKash/Nagad এর মাধ্যমে আসন কনফার্ম করতে হবে।
*** চাইলে দেখা করেও দিতে পারেন।
*এডভান্স টাকা সম্পূর্নভাবে অফেরতযোগ্য।
💰বিকাশ_নাম্বারঃ (পারসোনাল)
01757078716
💰নগদঃ 01757078716 (পার্সোনাল)
🏨
*** বাকী টাকা যাত্রার দিন পরিশোধ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য :
১। বুকিং-এর টাকা অফেরত যোগ্য। কারণ আপনার বুকিং এর উপর নির্ভর করেই, বাস,ট্রেন,হোটেল বুকিং করা হবে।
২। ইভেন্টে কোন টাকা বাকী রাখা যাবেনা।
🟢🟢এই প্যাকেজে আপনারা যা পাবেনঃ🟢🟢
============================
🚌ট্রান্সপোর্ট - ঢাকা টু বেনাপোল/গেদে নন এসি চেয়ারকোচ বাস।
▶ বর্ডার টু কলকাতা (বনগাঁ লোকাল ট্রেন)
▶ কলকাতা টু শ্রীনগর আপডাউন এসি স্লিপার ট্রেন টিকেট
▶ শ্রীনগর টু সোনমার্গ রিজার্ভ জিপে আসা যাওয়া
🍜খাবার
প্রতিদিন তিন বেলা খাবার (ট্রেকের সময় শুধু ভেজ / ডিম আইটেম থাকবে,বাকি সময় ননভেজ)
*** চা, কফি, সুপ এবং স্ন্যাক্স থাকবে।
👳♂️ ট্রেকিং স্টাফ
▶ বাংলাদেশ থেকে অভিজ্ঞ টিম লিডার।
▶ ইন্ডিয়া থেকে একজন প্রশিক্ষিত ট্রেক লিডার।
▶ অভিজ্ঞ গাইড
▶ সাপোর্টিভ স্টাফ
🏕একোমোডেশন
▶ শ্রীনগর মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা
▶ ট্রেকের সময় তাবুতে থাকা।
▶ হাই অল্টিচিউড টেন্ট
▶স্লিপিং ব্যাগ,ম্যাট্রেস, কিচেন টেন্ট, টয়লেট টেন্ট।
▶ স্লিপিং ব্যাগ লাইনার
▶ ফাস্ট এইড মেডিলেক কিট
🔅🔅ইভেন্ট ফি এর বহির্ভুক্তঃ
======================
❌ ভিসা খরচ/ট্রাভেল ট্যাক্স ।
❌ বর্ডারে কোন স্পিড মানি
❌ যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ।
❌ ট্রেকে থাকা কালীন সময়কার শুকনা খাবার।
⚔️ট্রেনের যাত্রাকালীন খাবার
❌ব্যক্তিগত ঔষুধ।
❌মেনুর বাইরে যেকোন খাবার
❌ মিনারেল ওয়াটার
❌ পার্ক, বিনোদন, রাইডের টিকেট।
❌ উপরে উল্লেখিত নয় এমন কিছু।
⚠⚠⚠বিঃদ্রঃ কোন কারণে ইভেন্টের বাইরে কোন খরচ হলে আমরা সবাই মিলে সেই খরচ বহন করব।
🏃♂️ ট্রেকিংয়ে যা যা সাথে নিতে হবে
------------------------------------------
ব্যাকপ্যাকিং লিস্ট টা মেসেঞ্জার গ্রুপে সবাইকে দেওয়া হবে।
✴✴এই ট্যুরটি নিয়ে কিছু কথা যা আপনার জানা জরুরী :
================================
✅ এটি পুরোপুরি ট্রেকিং ট্যুর, প্রতিদিন সূর্যের নিচে ব্যাকপ্যাক কাঁধে ৮/৯ ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে। এজন্যে আপনাকে শারীরিকভাবে ফিট হতে হবে। তাই ট্রেকের আগে এক মাস ফিজিক্যাল এক্সারসাইজ করবেন।
✅এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
✅ রাতে থাকব পাহাড়ের কোলে তাবু ফেলে। তাবু, স্লিপিং ব্যাগ, স্লিপিং ম্যাট আমাদের এজেন্সী সরবরাহ করবে এবং এরাই তাবু ফেলা - তাবু উঠানো সকল কাজ করবে। তাবু ক্যারি করা সবটাই এজেন্টদের কাজ ।
✅ আপনি চাইলে আপনার ব্যাগও ওরা ক্যারি করবে তবে সেটার জন্য পার ডে হিসেবে আলাদা চার্জ করা হবে ।। পুরা ট্রেকের জন্যে ব্যাগ অফলোড করতে চাইলে ৫ হাজার রুপি খরচ পড়বে।
✅ প্রতিদিন তিনবেলা খাবার পাবেন যা শ্রীনগরের লোকাল এজেন্টের লোকই রান্না বান্না করবে এবং খাবার পরিবেশন করবে। ওদের খাবারের সাথে আপনি অভ্যস্ত নাও হতে পারেন, তাই সাজেশান থাকবে ব্যাকপ্যাকে আলাদা কিছু ড্রাই ফুড রাখবেন নিজের জন্য।
✅ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য টয়লেট টেন্ট থাকবে।
✅মানে আপনার কাজ হচ্ছে শুধু ট্রেকিং করা বাকীটা ছেড়ে দিন আমাদের উপরে।
একদমই এর আগে হাটেননি বা পারবেন কিনা সন্দেহ থাকলে আমাদের সাথে কথা বলে নিতে পারেন, আমরা আপনাকে সর্বোচ্চ বেস্ট সাজেশনটিই দিব।
✅ ক্যাম্পিং সংক্রান্ত সকল কাজে সাহায্য করতে হবে
✅ যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
✴ দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা
* ট্রেকের সময় সামনে আর পিছনের সদস্যদের দৃষ্টির সীমানায় থাকা
⚠☢⚠ইমার্জেন্সি ও এক্সিডেন্টাল টার্ম
***************************
আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
ট্রেক চলাকালীন সময়ে কেউ অসুস্থ হয়ে পরলে রেস্কিউ করার প্রয়োজন হলে যাবতীয় ব্যবস্থা গ্রুপ থেকে করা হবে। তবে অবশ্যই সব খরচ উক্ত সদস্য কে বহন করতে হবে।।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন।
☎️01757078716(Host)