হুটহাট ছুটে চলা

হুটহাট ছুটে চলা �Welcome to our family�

We are here to make your trip more easier, more interesting & budget fr

Shout out to my newest followers! Excited to have you onboard!Faiz Ahmed, Sarwar Hossain, Mintu Alikadam
07/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Faiz Ahmed, Sarwar Hossain, Mintu Alikadam

Shout out to my newest followers! Excited to have you onboard! Faiz Ahmed, Sarwar Hossain, Mintu Alikadam
05/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Faiz Ahmed, Sarwar Hossain, Mintu Alikadam

সেন্টমার্টিনে যাওয়ার ট্রাভেল পাস: আপডেট তথ্যসেন্টমার্টিনে ভ্রমণের জন্য এখন থেকে ট্রাভেল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এটি ব...
30/11/2024

সেন্টমার্টিনে যাওয়ার ট্রাভেল পাস: আপডেট তথ্য

সেন্টমার্টিনে ভ্রমণের জন্য এখন থেকে ট্রাভেল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এটি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি উদ্যোগ, যার উদ্দেশ্য পর্যটকদের সুষ্ঠু নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

কিভাবে পাবেন ট্রাভেল পাস?

1. রেজিস্ট্রেশন করুন:
অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিজের নাম, পরিচয়পত্রের তথ্য এবং ভ্রমণের তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
2. ফি সম্পর্কে তথ্য:
ট্রাভেল পাসের ফি সম্পর্কে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এটি জানতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
3. পাস সংগ্রহ করুন:
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে, ইমেইল বা এসএমএসের মাধ্যমে ডিজিটাল পাস পাঠানো হবে। ভ্রমণের সময় এই পাসটি সাথে রাখতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:

• ট্রাভেল পাস ছাড়া সেন্টমার্টিনে প্রবেশ সম্ভব নয়।
• প্রতিজনের জন্য আলাদা পাস প্রয়োজন।
• পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করতে এই নিয়মগুলো মেনে চলুন। নতুন আপডেট পাওয়ার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে থাকুন।
শুভ ভ্রমণ! 🌴🌊

#সেন্টমার্টিন
#ট্রাভেলপাস
#বাংলারপ্রকৃতি
#হুটহাটছুটেচলা
#পরিবেশরক্ষা

সেন্টমার্টিন যেতে ট্রাভেল পাস নিতে নিচের লিংকে যান। ডিসেম্বরের ১,২,৩,৪ ও ৫ তারিখে জন্য ট্রাভেল পাস ওপেন করেছে কর্তৃপক্ষ👇...
25/11/2024

সেন্টমার্টিন যেতে ট্রাভেল পাস নিতে নিচের লিংকে যান।
ডিসেম্বরের ১,২,৩,৪ ও ৫ তারিখে জন্য ট্রাভেল পাস ওপেন করেছে কর্তৃপক্ষ
👇👇👇
https://saintmartin.sbldevteam.com/login

20/11/2024

ট্রাভেল পাস ছাড়া সেন্টমার্টিন যাওয়া যাবে না!
অনলাইন(অ্যাপসে) আবেদনের মাধ্যমে ট্রাভেল পাস নিয়ে সেন্টমার্টিন যেতে হবে!

27/10/2024

কম সময়ে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে। যেখানে আপনি একদিনে ঘুরে আসতে পারবেন।

চলুন জেনে নেই জায়গাগুলো সম্পর্কে –

১/ গোলাপ গ্রাম
নদী পথ পার হয়ে ছোট্ট একটি গ্রাম। তবে গ্রাম হলেও পুরোটাই গোলাপের বাগান দিয়ে পরিপূর্ণ। এখানে গেলে আপনার মনে হবে যেন বিশাল একটি গোলাপের বাগানে ভেতর আপনি ঘুরছেন। সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন রাস্তার দুপাশ গোলাপের বাগান দিয়ে ঘেরা।

যাতায়াত ব্যবস্থা
মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে সাহদুল্লাহপুর ঘাটের উদ্দেশ্যে ৩০ মিনিট পরপর ইঞ্জিনচালিত বোট ছাড়ে। সাহদুল্লাহপুর যেতে যেতে ৪৫ মিনিট- ১ ঘণ্টা লাগবে। সেখানে একেক জনের জন্য ২০-৩০ টাকা করে নিবে। অথবা নিজেরা হাতে চালানো বোট নিতে পারেন, যেতে দেড় ঘন্টার মতো লাগবে।

২/ পানাম ও মেঘনার পাড়
পানাম সিটি ঢাকা শহর থেকে একদমই আলাদা এবং অন্য রকম। পুরনো বাড়িগুলো দেখে দেখেই দিন পার হয়ে যাবে। পৃথিবীর ১০০ টি ধ্বংস প্রায় ঐতিহাসিক শহরের একটি পানামনগর। World Monument Fund ২০০৬ সালে পানামনগরকে বিশ্বের ধ্বংস প্রায় ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। ঈসাখাঁ-র আমলের বাংলার রাজধানী পানামনগর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত।

ওখান থেকে কাছেই মেঘনা নদী। নদীর ওপারে গেলেই দেখবেন কাশফুলে ঘেরা বিস্তৃত মাঠ! চাইলে পানাম ঘুরা শেষে সেখানেও ঘুরে আসতে পারেন।

যাতায়ত ব্যবস্থা
ঢাকার অদূরে ২৭কি.মি দক্ষিণ-পূর্বে নারায়নগঞ্জ এর খুব কাছে সোনারগাঁতে অবস্থিত এই নগর।ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থাও সহজ।গুলিস্থান থেকে ‘মোগরাপারা ‘ এর যেকোনো বাসে (সোনারগাঁপরিবহন) করে চলে আসা যায় ‘মোগরাপারা’, সেখান থেকে অটোরিকশাযোগে দশ-পনের মিনিটে চলে আসা যায় পানামনগরীতে।

৩/ বালিয়াটি জমিদার বাড়ি
বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে বড় জমিদারবাড়িগুলোর একটি। ঢাকা জেলা সদর থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত।মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার বাড়ির পুরটাই মনোরম পরিবেশে ঘেরা!

যাতায়ত ব্যবস্থা
ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ বা সরাসরি সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যাবে। জন প্রতি ভাড়া পড়বে ৬০-৭০ টাকা। সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিকশা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে। জন প্রতি ভাড়া ১০ টাকা। বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে।

জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকেটের মূল্য জন প্রতি ১০টাকা।

৪/ মহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল
টাঙ্গাইলে ঘোরার মতন অনেক জায়গা আছে যা আপনি এক দিনে ঘুরে শেষ করতে পারবেন না। তবে তার মধ্যে মহেরা জমিদার বাড়ি সবচেয়ে সুন্দর। এটি তিনটি স্থাপনা নিয়ে তৈরি। বাড়ির ভেতরের দিকে বিশাল খাঁচায় বিভিন্ন রকম পাখি পালা হয়।

তিনটি স্থাপনার প্রতিটাতে অসাধারণ কারুকার্য করা। এসব কারুকার্য দেখলেই মন ভরে যাবে।

যাতায়ত ব্যবস্থা
টাঙ্গাইলের জমিদার বাড়ি দেখতে হলে খুব সকালে বাসা থেকে বের হতে হবে। কারণ যেতে প্রায় ৩-৪ ঘণ্টা লাগবে। মহাখালি থেকে “ঝটিকা সার্ভিস” নামে বাস ছাড়ে। এছাড়া টাঙ্গাইল জাওয়ার আরো বেশ কিছু ভাল বাস আছে। মহেরা জমিদার বাড়ির বর্তমান নাম মহেরা পুলিশ ট্রেইনিং সেন্টার। ওখানে যেতে হলে নামতে হবে”নাটিয়া পাড়া” বাস স্ট্যান্ড এ। সময় লাগবে ২-২.৩০ ঘন্টার মত। নেমে একটা অটো রিকশা নিয়ে যেতে হবে। রিক্সায় করে সরাসরি মহেরা জমিদার বাড়িতে যাওয়া যাবে। ভাড়া ২০-৩০ টাকা। জমিদার বাড়ি ঢুকতে টিকেট কিনতে হবে, জন প্রতি ২০টাকা।

৫/ পদ্মা রিসোর্ট
ঢাকা থেকে ৪০ কি.মি. দূরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং নামক স্থানে পদ্মা নদীতে চড়ের উপর এই রিসোর্টটি অবস্থিত। পদ্মা নদীর পাড়ে অবস্থিত বলেও জায়গাটি অতি মনোরম আর সুন্দর। বর্ষা ঋতুর সময় গেলে আপনার বেশি ভালো লাগবে।

যাতায়াত ব্যবস্থা
ঢাকার গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে এই রুটে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস প্রতি ১০/১৫ মিনিট পর পর চলাচল করে। গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের পূর্ব পাশ এবং যাত্রাবাড়ী গোলচত্বরের পূর্ব-দক্ষিণ দিক থেকে ঢাকা-মাওয়া ও ঢাকা-লোহজং এর বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সড়কপথে এই জেলার ভাড়া ৬০ টাকা। মাওয়া ফেরিঘাট থেকে রিসোর্টে যাওয়ার জন্য রিসোর্টের নিজস্ব স্পীডবোট রয়েছে।

পদ্মা নদীর টাটকা ইলিশের তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে চাইলে যেতে পারেন পদ্মা রিসোর্টে। এছাড়া আরও রয়েছে টাটকা শাকসবজি, গরু, মুরগি ও হাসের মাংস। এছাড়া মৌসুমি ফলমূল তো রয়েছেই। সকালের নাস্তার জন্য জনপ্রতি খরচ পড়ে ১০০ টাকা এবং দুপুর ও রাতের খাবারের জন্য জনপ্রতি খরচ পড়ে ৩০০ টাকার মতো।

পর্যটকগণ ইচ্ছা করলে অর্ধেক বেলা অথবা পুরো ২৪ ঘন্টার জন্য কটেজ ভাড়া নিতে পারেন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভাড়া ২,০০০ টাকা। সকাল ১০ টা থেকে পরের দিন সকাল ১০ টা পর্যন্ত ভাড়া ৩,০০০ টাকা।

শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন, যখন যাবেন তখন কাজে লাগতে পারে । Highlights

24/10/2024

মাত্র-৯৯৯/- টাকায় কক্সবাজার-ডে-ট্যুর-

তাং- ১ নভেম্বর শুক্রবার

ফির অন্তর্ভুক্ত
* ঢাকা-কক্সবাজার আপ-ডাউন রিজার্ভ বাস
* ২ বেলা খাবার

ফির অন্তর্ভুক্ত না
* গ্রুপ ভিত্তিক রুম খরচ
* ইনানী হিমছড়ি ঘুড়ার খরচ

বিস্তারিত -
৩১ অক্টোবর বৃহস্পতিবার আজিমপুর পলাশী চৌরাস্তা থেকে বাস শুরু হবে -

১ নভেম্বর শুক্রবার কক্সবাজার পৌছে হোটেলে চেক-ইন, ফ্রেস হয়ে নাস্তা শেষে বিচে গোছল ফটোসেশান, দুপুরে ফিরে নামাজ আদায়, লাঞ্চ।

রেস্ট নিয়ে বিকেলে নিজেদের মত ঘুড়াফেরা কেনাকাটা,
সন্ধায় আড্ডা বিচে।

রাতে ডিনার শেষে ঢাকা ব্যাক করবো

বিস্তারিত জানতে ও বুকিং করতে

সালেহ- ০১৭৫৭০৭৮৭১৬(বিকাশ)

মানে আপনি প্রেম করবেন, কিন্তু বিয়ে করবেন না ফ্যাক্ট সেইন্টমার্টিন 🙄
23/10/2024

মানে আপনি প্রেম করবেন, কিন্তু বিয়ে করবেন না
ফ্যাক্ট সেইন্টমার্টিন 🙄

03/10/2024

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা। 🥺😓

যাদের টাকা-পয়সা নেই! তাদের জন্য "ফ্রী" ট্যুর দেওয়ার ৫ টি কৌশল.....see more
03/10/2024

যাদের টাকা-পয়সা নেই! তাদের জন্য "ফ্রী" ট্যুর দেওয়ার ৫ টি কৌশল.....see more

29/09/2024

I gained 27 followers, created 21 posts and received 39 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🤗🎉

আপনি কি ট্রাভেল করতে ভালবাসেন ? তাহলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন । আমাদের এখানে ট্রাভেল এবং বিভিন্ন টুরিষ্ট জায়গা স...
28/09/2024

আপনি কি ট্রাভেল করতে ভালবাসেন ? তাহলে আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন । আমাদের এখানে ট্রাভেল এবং বিভিন্ন টুরিষ্ট জায়গা সম্পর্কে আপডেট পেতে পারবেন এবং আপনার এলাকায় যদি কোন টুরিষ্ট স্পট থাকে তাহলে এই গ্রুপের মাধ্যমে জানাতে পারেন। আমাদের উদ্দেশ্য বাংলাদেশের ভিলেজ ট্যুরিজম নিয়ে কাজ করা।
আমাদের গ্রুপঃ হুটহাট ছুটে চলা

পাহাড়ের বুকে আবারো এমন একটি মেঘে ঢাকা সকাল আসুক
25/09/2024

পাহাড়ের বুকে আবারো এমন একটি মেঘে ঢাকা সকাল আসুক

আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে ?জীবনানন্দ দাশ
22/09/2024

আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে ?

জীবনানন্দ দাশ

Address

Konapara, Molla Bridge
Dhaka
DMRC

Telephone

+8801757078716

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুটহাট ছুটে চলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হুটহাট ছুটে চলা:

Videos

Share

Category