PackndGo.com

PackndGo.com This page is Servicing to Tourists, you can find us our website,Stay with us

14/08/2021

পেফ #০৬৫জনস্বার্থে #স্বাস্হ্য_সেবা জেনে রাখা ভাল🌿** VITAL TO KNOW **ব্ল্যাক ফাঙ্গাস কি? ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে? এই র...
26/05/2021

পেফ #০৬৫
জনস্বার্থে
#স্বাস্হ্য_সেবা

জেনে রাখা ভাল🌿

** VITAL TO KNOW **

ব্ল্যাক ফাঙ্গাস কি? ব্ল্যাক ফাঙ্গাস কি ছোঁয়াচে? এই রোগের উপসর্গ কী কী?

**কী এই ব্ল্যাক ফাঙ্গাস?

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমায়কোসিস একটি বিরল ফাঙ্গাল সংক্রমণ। এটি শরীরে দেখা দিলে ৫৪শতাংশ রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে, কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গিয়েছে, কোভিট সংক্রামক রোগী সুস্থ হয়ে উঠলেও তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তখনই এই জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে। যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

**এই রোগের উপসর্গগুলি কী কী?

আপনার যদি এই ছত্রাকের সংক্রমণ হয় তবে গালে ব্যথা হতে পারে। এটি গালের একপাশে বা উভয় দিকেই হতে পারে, এটিই এই ছত্রাকের সংক্রমণের প্রাথমিক লক্ষণ। পরে, এই সংক্রমণের কারণে, মুখের ক্ষতও তৈরি হতে পারে। এগুলি ছাড়াও এই সংক্রমণ ত্বক সম্পর্কিত আরও অনেক সমস্যার জন্ম দিতে পারে।

চোখ প্রভাবিত করে এই ফাঙ্গাস
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে, ফাঙ্গাল সংক্রমণ চোখকেও প্রভাবিত করতে পারে। এ কারণে চোখে ফোলাভাব এবং দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। এ ছাড়া চোখের লালভাবও এই ছত্রাকের সংক্রমণের অন্যতম প্রধান লক্ষণ।

**কীভাবে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস?

এই রোগ ছোঁয়াচে নয় ফলে এটি সরাসরি একজনের দেহ থেকে অন্যের দেহে যেতে পারে না৷ একমাত্র এই ধরণের ছত্রাকের (Fungus) ছোঁয়ায় এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে৷ ক্ষতি করতে পারে ফুসফুস বা সাইনাস৷ ত্বকের সমস্যা থেকে শুরু করে চোখের সমস্যা, সবটাই ঘটতে পারে। রোগীর শরীরের অবস্থা, এবং কতটা জোরাল ফাঙ্গাস, তার উপর নির্ভর করে এর মৃত্যুর হার৷ বহু করোনা রোগীর অবস্থা অবনতি হওয়ার পিছনে রয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস।

**পরামর্শ : এই রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে ডাক্তারের চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। এছাড়া ভিটামিন সি, ডি, ও পুষ্টিকর খাবার খাওয়া, সব সময় পরিষ্কার মাস্ক পড়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।

সোর্স- Google

packndgo.com থেকে হোটেল বুকিং সার্ভিসটি বন্ধ রয়েছে , পরবর্তি প্রশাসনিক নির্দেশ না দেয়া প্রর্যন্ত বুকিং সিস্টেমটি বন্ধ ঘো...
03/04/2021

packndgo.com থেকে হোটেল বুকিং সার্ভিসটি বন্ধ রয়েছে , পরবর্তি প্রশাসনিক নির্দেশ না দেয়া প্রর্যন্ত বুকিং সিস্টেমটি বন্ধ ঘোষনা করা হলো,
সিইও
প্যাকন্ডগো ডট কম

26/03/2021
দেশের পুর্ব, পশ্চিম এবং উত্তর অঞ্চলের মানুষ দের কাছে সাগরকন্যা কুয়াকাটা ছিল অনেক ক্লান্তি করে পৌছানো একটি সাগরপাড়ের অঞ্চ...
09/02/2021

দেশের পুর্ব, পশ্চিম এবং উত্তর অঞ্চলের মানুষ দের কাছে সাগরকন্যা কুয়াকাটা ছিল অনেক ক্লান্তি করে পৌছানো একটি সাগরপাড়ের অঞ্চল,খুব বেশিদিন না ২০০৯ এ বিভাগীয় শহর বরিশাল থেকে কুয়াকাটা যেতে পার হতে হতো ৪ টি ফেরি, যেখানে ১১১ কিমি. পথ পাড়ি দিতে সময় লাগতো ৬-৭ ঘন্টা, এখন বাকি ৩ টি নদীতেই সেতু নির্মাণ হয়ে গেছে, এবার লেবুখালি সেতু হয়ে বরিশাল-কুয়াকাটা পাড়ি দিয়ে সাগর পাড়ে যেতে পারবেন ৪ ৩ ঘন্টা থেকে কিছু বেশি সময়ে।
#এগিয়ে_চলো_বাংলাদেশ
🖤🖤🖤

আরও একটি স্বপ্ন পূরন হচ্ছে দক্ষিনাঞ্চলবাসীর। চলতি বছরের মাঝামাঝিতেই পায়রা নদীর উপর লেবুখালী সেতু যান চলাচলের জ.....

মনের মাধুরী মিশায়ে ক্যাপশন দেন এই পিকের জন্য 🥴
28/12/2020

মনের মাধুরী মিশায়ে ক্যাপশন দেন এই পিকের জন্য 🥴

13/12/2020

সমুদ্রের কল্লোলে বিমোহিত হয় প্রাণের স্পন্দন 🖤

05/12/2020

শুভ জন্মদিন বাংলাদেশ🎂🎂🎂🎂🎂
স্বাধীনতার দু’বছর আগেই বাংলাদেশের নামকরণ করেছিলেন বঙ্গবন্ধু

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর আগেই দেশটির নামকরণ করেছিলেন স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর আওয়ামী লীগের একটি আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশের নাম ঘোষণা করেছিলেন। ‘কারাগারের রোজনামচা’ বইয়ে বঙ্গবন্ধুর এই ঘোষণার উদ্ধৃতি রয়েছে। তাছাড়া ইতিহাসবিদরাও বিষয়টির সত্যতার কথা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধুর কারাজীবনে লেখা ডায়েরি নিয়ে রচিত ‘‘কারাগারের রোজনামচা’’ বইয়ের একটি অংশে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন পরিচয় (১৯৫৫-৭৫)’ জুড়ে দেওয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধুর বছর ভিত্তিক উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে ১৯৬৯ সালে বাংলাদেশের নামকরণের কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ করেন ‘বাংলাদেশ’। শেখ মুজিবুর রহমান ওই আলোচনা সভায় বলেন, ‘‘এক সময় এদেশের বুক হইতে, মানচিত্রের পৃষ্ঠা হইতে ‘বাংলা’ কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে।...একমাত্র ‘বঙ্গোপসাগর’ ছাড়া আর কোনও কিছুর নামের সঙ্গে ‘বাংলা’ কথাটির অস্তিত্ব খুঁজিয়া পাওয়া যায় নাই।...জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম ‘পূর্ব পাকিস্তান’ এর পরিবর্তে শুধুমাত্র ‘বাংলাদেশ’।’’
বঙ্গবন্ধুর এই নামকরণের বিষয়ে জানতে চাইলে বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের নামটি ওইদিন প্রকাশ্যে ঘোষণা হয়। বঙ্গবন্ধু সোহরাওয়ার্দীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির ভাষণ দিতে গিয়েই সর্বপ্রথম ওই ঘোষণাটি দেন। তিনি বলেছিলেন, ‘আমাদের দেশের নাম হবে বাংলাদেশ’। পরদিন আমরা পত্রিকায় দেখি মাওলানা ভাসানী ও আতাউর রহমান খান বঙ্গবন্ধুর ওই নামকরণের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনও একই তথ্য জানান। তিনি জানান, তাঁর রচিত ‘বঙ্গবন্ধু কীভাবে স্বাধীনতা এনেছিলেন’ বইটিতে এ বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে। অধ্যাপক মামুন জানান, ওইদিন বঙ্গবন্ধু বলেছিলেন যে, যদি নতুন দেশ হয় তার নাম হবে বাংলাদেশ।

মাটি টা রিসোর্ট ❤️
27/11/2020

মাটি টা রিসোর্ট ❤️

করোটিয়া জমিদার বাড়ি 🖤 টাঙ্গাইল।
25/11/2020

করোটিয়া জমিদার বাড়ি 🖤
টাঙ্গাইল।

21/11/2020

শেষ বিকেলের সূর্যের মতাে, তােমার কাব্যের কোনাে এক পৃষ্ঠায় আমিও হারাবো। 🧡

Patuartek Beach, Cox's Bazar

Upcoming new Full Sleeve T-shirt Price 300tkSample Design If anyone book this Item Contact our e-mail packndgoo@gmail.co...
13/11/2020

Upcoming new Full Sleeve T-shirt
Price 300tk
Sample Design
If anyone book this Item Contact our
e-mail [email protected] or Call:01628472715 or Inbox
Thank You🖤

08/11/2020
A moment of sunset ❤️🖤❤️
03/11/2020

A moment of sunset ❤️🖤❤️

01/11/2020
30/10/2020
27/10/2020

প্রকৃতি'র একটা গন্ধ আছে,
আপনি যখন সকালে বের হবেন সকালে তার একটা হিমেল হাওয়া নাকে এসে ঠেকবে,যখন বিকেলে গ্রামের মেঠো পথে হেটে যাবেন তখন আলাদা ঘ্রাণ আসবে,
রাতে ঝিঝি পোকার শব্দ যখন কানে আসবে তখন একটা গন্ধ আসবে,
এই পরিস্থিতিতে আমরা এই প্রকৃতিকে উপভোগ করতে পারিনা।
সুস্থ হয়ে যাও পৃথিবী 🖤

Alhamdulillah ❤️🖤❤️Thanks Everybody. We're reached 100 peoples without bost.Stay with us.
26/10/2020

Alhamdulillah ❤️🖤❤️
Thanks Everybody.
We're reached 100 peoples without bost.
Stay with us.

16/10/2020

"সবাই বাসায় বসে ভাবি সহজে ঘুরতে যাওয়া'র পরিকল্পনা করা",
সেই সকল খেটে-খাওয়া :P ভ্রমণপিয়াসী মানুষদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস
Air-Bus-Lauch-Car- Hotel booking is easy to control this website: www.packndgo.com

Address


Alerts

Be the first to know and let us send you an email when PackndGo.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PackndGo.com:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share