28/12/2022
মাত্র ২০৫০০ টাকায় সিকিম ভ্রমণ ৫ দিন ৬ রাত (যাওয়া আসা সহ ৭ রাত ৬ দিন)
যাত্রার তারিখঃ ১২ই জানুয়ারী ২০২৩
# আমাদের সাথে নিশ্চিন্তে ছেলে, মেয়ে ও কাপল সবাই অংশগ্রহণ করতে পারবে। রিলাক্স ট্যুর হলেও কষ্ট সহ্য করতে হবে।
ইভেন্ট ফি: ২০৫০০ টাকা জনপ্রতি (১ রুমে ২ জন)
# কনফার্ম করার শেষ সময়ঃ ৩১ ডিসেম্বর ২০২২
# বুকিং মানি অফেরতযোগ্য। বুকিং কনফার্ম করার জন্য অগ্রিম ৫,০০০+বিকাশ খরচ ১০০ টাকা মোট ৫১০০ টাকা অথবা ডাচ বাংলা ব্যাকের মাধ্যমে ৫,০০০ টাকা দিতে পারবেন।
প্রয়োজনে ফোন করবেন প্লিজ।
বিঃ দ্রঃ চ্যাংড়াবান্ধা ভিসা থাকতে হবে।
12 জানুয়ারী ➡️ দিন 0 - আরামবাগ/কল্যাণপুর, ঢাকা - চ্যাংরাবান্ধা: রাত্রে ঢাকা থেকে নন এসি বাসে আমাদের যাত্রা শুরু।
13 জানুয়ারী ➡️ দিন 1 - চ্যাংড়াবান্ধার বর্ডারে হয়ে শিলিগুড়ি পৌঁছে (SNT) থেকে পারমিশন ফর্ম পূরণ করে নির্দিষ্ট গাড়ি করে রংপো থেকে পারমিশন নিয়ে রওয়ানা হব গ্যাংটকের উদ্দেশ্যে। যাত্রা পথে কিছু ভিউ পয়েন্ট দেখেতে-দেখতে পৌছাবো গ্যাংটক। গ্যাংটক পৌছে হোটেল চেক-ইন করে এমজি মার্জের আশে-পাশে হেটে ঘুরে বা আড্ডায় সময় কাটাবো, আড্ডা শেষে হোটেলে চলে আসবো খাওয়া-দাওয়া তারপর ঘুম।
খাবারঃ দুপুর এবং রাতের খাবার।
14 জানুয়ারী ➡️ দিন 2 - সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের রিজার্ভ করা গাড়ী নিয়ে ১১টায় রওনা হবো লাচুং এর উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে-দেখতে লাচুং পৌছাবো প্রায় বিকাল/সন্ধায়, যাত্রা পথে লাঞ্চ করে নিব। যাত্রা পথে দেখবোঃ সেভেন সিস্টার ফলস, নাগা ফলস, ভিম নালা ফলস/ভেউমা ফলস ইত্যাদি যাত্রা পথে যা যা পড়বে দেখে লাচুং চলে যাবো। লাচুং পৌছে হোটেল চেক-ইন করে সবাই আড্ডায়/নিজেদের মত সময় কাটাবো এবং রাতের খাবার খেয়ে ঘুম।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
15 জানুয়ারী ➡️ দিন 3 - ভোর সকাল ৬টায়, ঘুম থেকে উঠে ইয়াম্থাং ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দুপুর পর্যন্ত ইয়াম্থাং ভ্যালি এবং পারমিট পেলে ০ পয়েন্টে সময় কাটিয়ে লাঞ্চ করে আবার গ্যাংটক ব্যাক করবো এবং রাতে গ্যাংটক থাকবো। জিরো পয়েন্ট প্যাকেজে সংযুক্ত থাকবে না, (ইয়াম্থাং ভ্যালী থেকে পার্মিশন পেলে, ড্রাইভারকে নির্দিষ্ট চার্জ সাপেক্ষে যেতে হবে, জিরো পয়েন্টের খরচ সকল ট্যুর মেম্বার সমান ভাগে দিবে)।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
16 জানুয়ারী ➡️ দিন 4 - গ্যাংটক - পেলিং: ব্রেকফাস্টের পরে পেলিং এর উদ্দেশ্য রওয়ানা, পৌঁছে হোটেলে চেক করুন এবং রুমে রাত্রি যাপন করুন।খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
17 জানুয়ারী ➡️ দিন 5 - পেলিং সাইট সিয়িং : ব্রেকফাস্টের পর দর্শনীয় স্থান ভ্রমণের জন্য শুরু করব
1. Rabdentse ধ্বংসাবশেষ প্রাসাদ
2. পেমায়াংতসে মঠ
3. হেলপেইড
4. ড্র্যাপ গ্রাম
5. কমলা বাগান
6. খেচুপেরি লেক
7. কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত
নিজেদের মত অবসর সন্ধ্যা উপভোগ করুন, রুমে রাত্রি যাপন।
খাবারঃ সকাল, দুপুর এবং রাতের ৩ বেলা খাবার।
18 জানুয়ারী ➡️ দিন 6 - পেলিং - এনজেপি : সকালে ঘুম থেকে উঠে ৭টায় নাস্তা করে শিলিগুড়ি হয়ে চ্যাংড়াবান্ধা হয়ে ঢাকায় এসে টুর শেষ। (ইনশাআল্লাহ)
খাবারঃ সকাল ১ বেলা খাবার।
খাবার পরিকল্পনা - শিলিগুড়ি টু শিলিগুড়ি
গ্যাংটক - রাইস ভ্যালি / অনুরূপ
লাচুং - ফ্লোরেট / অনুরূপ
পেলিং - হলিডে ইন / অনুরূপ
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/makeplanbd
***********************************
খাবার মেনুঃ
সকালঃ লুচি/পরটা+সস+আচার+চা।
দুপুর/রাতঃ চিকেন/ফিস/ডিম কারী +ভাত+সবজি+পাপর+ডাল+আলু ভাজা+লংকা+পেয়াজ।
বাংলাদেশীদের সিকিম পারমিট এর জন্য, মোট ৮সেটঃ
পাসপোর্ট কপি।
ভিসা কপি।
স্ট্যাম্প/পাসপোর্ট সাইজ ছবি।
বর্ডারের জন্য: করোনা টিকা সার্টিফিকেট ৮ কপি।
যা যা থাকছেঃ
ঢাকা -সিকিম-গ্যাংটক-লাচুং-
ইয়ামথাং-গ্যাংটক-পেলিং-গ্যাংটক-
ঢাকা
-সকল ট্রান্সপোর্ট (ননএসি বাস/জীপ)।
শেয়ার বেসিস হোটেলে থাকা।
গ্যাংটক ৩রাত এবং লাচুং ১রাত।
ছাঙ্গুলেক/গ্যাংটক সিটি ট্যুর।
প্যাকেজে উল্লেখিত খাবার।
সকল পারমিশন।
লোকাল গাইড সুবিধা।
যা যা থাকছে নাঃ
কোন রাইড/এন্ট্রি ফি।
জিরো পয়েন্ট ভ্রমণ ।
প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
নোটঃ মনে রাখবেন ট্রাভেল ব্যাগ যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ হবে। যেহেতু এটা বাজেট ট্যুর, থাকা ও খাওয়া সবসময় বাজেটের মধ্যে ভাল কিছু ও উন্নত সার্ভিস দেবার চেষ্টা করবো। ইভেন্টটির বিস্তারিত সম্পূর্ণ অবশ্যই ভালভাবে পড়বেন।
ইন্ডিয়ার বেশিরভাগ রেষ্টুরেন্ট নিরামিশ রান্না করে, তাই আমিষ নিরামিষ যেখানে যেমন পাওয়া যাবে সেই ভাবেই খাবার পরিবেশন করা হবে।
------------------------------------------
বিঃদ্রঃ আবহাওয়া / প্রকৃতিগত/ এক্সিডেন্টাল সহ কোন কারণে প্লানের পরিবর্তন হলে নিজেদের নিরাপত্তার সার্থে তা মেনে নিতে হবে। যানবাহনের শিডিউলে কোথাও যদি সময়ক্ষেপন হয়, তার জন্য আলাদা থাকা খাওয়ার খরচ সবাইকে বহন করতে হবে। কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
------------------------------------------
চাইল্ড পলিসিঃ # ০-২ বছর পর্যন্ত কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)।
# ২ থেকে ৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (বাবা মায়ের সাথে থাকবে এবং খাবার ও লোকাল ট্রান্সপোর্ট পাবে)।
# ৪ বছরের উপরে হলে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে ধরা হবে।
------------------------------------------
বিঃদ্রঃ কর্তৃপক্ষ যেকোন সময়, যেকোন পরিস্থিতিতে, বাসের আসন, ট্যুর ডেট ও ট্যুর প্ল্যান পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
------------------------------------------
❐ Uttara Office Address : Baridhara DOHS, Mohammadpur, Uttara, Panthopath
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ
Call now
------------------------------------------
# ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভিসা খরচ আপনাকেই দিতে হবে।
# ভারতীয়_ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবে:
# পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ৬ মাস বাকি থাকতে হবে।
# বর্তমান বাসার বিদ্যুৎ/গ্যাস/পানি/টেলিফোন বিলের কপি।
# ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (২০০ ডলার)।
# চাকুরীজিবী হলে NOC, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ষ্টুডেন্ট হলে ষ্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO.
# জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।
# দুই কপি ২"/২" সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি।
# পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
# পূরণকৃত ভিসার আবেদন ফর্ম।
সিক্কিম ডিলাক্স ট্যুর মাত্র ১০৯০০ রুপিতে!!
এই শীতে আপনিও প্ল্যান করে ফেলুন।
আমাদের প্যাকেজ সমূহঃ
গ্যাংটক সিকিম লাচুং বাই রোড (৪ রাত / ৫দিন)
মাএ ১০৯০০ রুপি (যেকোনো দিন)
বুকিং যেকোনো সময়!!
(এই মূল্যেরঃ ট্রিপ সাইজঃ ৮/১৬/২৪জন)
বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন ।
======শিশু পলিসি======
# ০-২ বছর কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে বাসে আলাদা সিটের ভাড়া ব্যতীত)
# ৩ থেকে ০৫ বছর বয়সের শিশুদের জন্য ৮০% খরচ বহন করতে হবে (আলাদা বেড এবং বাস)
# ০৭ বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে গণ্য করা হবে।
*** যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য, কমেন্ট বা ইনবক্স করুন***
Booking Number :
01765444466
01686639505
01301060588
01733664667
Our Office Address.
Make Plan
Baridhara DOHS, Uttara, Panthopath, Mohammadpur
E-mail: [email protected]
Website: makeplanbd.com