Benapole Travel Point

  • Home
  • Benapole Travel Point

Benapole Travel Point "Benapole Travel Point" is a provider of "Benapole Land Emigration" services to our honorable travel It is a complete travel management company.
(1)

"Benapole Travel Point" established in 2021 and was the first listed Travel Company in Benapole.

প্রিয় সকল ভাই-বোনদেরকে জানাই আমার সালামআসসালামু আলাইকুম আপনারা যারা ভারতীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আর প্রায় সময় যারা ...
12/09/2023

প্রিয় সকল ভাই-বোনদেরকে জানাই আমার সালাম

আসসালামু আলাইকুম

আপনারা যারা ভারতীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আর প্রায় সময় যারা পণ্য কেনার জন্য অথবা পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে ভ্রমন, ব্যবসা, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা নিয়ে বেনাপোল হয়ে নিয়মিত ভারতে ভ্রমন করেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি,

"বেনাপোল ট্রাভেল পয়েন্ট" আপনাদের ভারত ভ্রমনকে আরও সহজ ও আনন্দময় করার জন্য বিশেষ কিছু সেবা নিয়ে এসেছে।

১) ঘরে বসেই কম খরচে ঢাকা-কোলকাতা বাস টিকিট বুকিং এর সুবিধা।

২) কোন প্রকার অতিরিক্ত খরচ, হয়রানি ও লাইন ছাড়া ইমিগ্রেশন পরিষেবা।

৩) বাড়তি কোন খরচ ছাড়াই ঘরে বসে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স পরিশোধের সুবিধা।

৪) মানি এক্সচেঞ্জ এ সহযোগিতা ও সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট এর নিশ্চয়তা ও ইত্যাদি।

তাই আর দেরী না করে আপনাদের পরবর্তী ভারত ভ্রমনের সহযোগী হিসেবে বা যেকোন প্রয়োজনে বেনাপোল ট্রাভেল পয়েন্ট আছে আপনাদের সাথে।

যোগাযোগ :
বেনাপোল ট্রাভেল পয়েন্ট
সাদীপুর রোড, সিটি আবাসিক হোটেলের নিচ তলা
চেকপোস্ট, বেনাপোল
যশোর।
01724820904 (হোয়াটসঅ্যাপ)

Benapole Travel Point provides immigration services for Indian medical students.So if you want to complete immigration h...
28/07/2023

Benapole Travel Point provides immigration services for Indian medical students.

So if you want to complete immigration hassle free then contact with Benapole Travel Point today.

+88 01724 820904 (WhatsApp)

বেনাপোল হয়ে ভারত ভ্রমনকারী সকলের ইমিগ্রেশন-সহ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ।বেনাপোল ট্রাভেল পয়েন্ট দিচ্ছে আপনাদের সক...
06/05/2023

বেনাপোল হয়ে ভারত ভ্রমনকারী সকলের ইমিগ্রেশন-সহ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার দিন শেষ।

বেনাপোল ট্রাভেল পয়েন্ট দিচ্ছে আপনাদের সকল সমাধান।

তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।

01724820904 (হোয়াটসঅ্যাপ)

(শর্ত প্রযোজ্য)

"বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল  ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো
21/04/2023

"বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো

24/03/2023

বাই রোডে আপনাদের সর্বশেষ ভারত ভ্রমনের অভিজ্ঞতা জানাতে পারেন।

সবাইকে "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।
23/03/2023

সবাইকে "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা।

বেনাপোল স্থল বন্দর  হয়ে ভারত ভ্রমনের জন্য সকলের একমাত্র বিশ্বস্ত সহযোগী প্রতিষ্ঠান "বেনাপোল ট্রাভেল পয়েন্ট"বেনাপোল ইমিগ্...
22/03/2023

বেনাপোল স্থল বন্দর হয়ে ভারত ভ্রমনের জন্য সকলের একমাত্র বিশ্বস্ত সহযোগী প্রতিষ্ঠান "বেনাপোল ট্রাভেল পয়েন্ট"

বেনাপোল ইমিগ্রেশন সংক্রান্ত যেকোন ধরনের আপডেট পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

আর আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন।

যোগাযোগ:
বেনাপোল ট্রাভেল পয়েন্ট
চৌধুরি সুপার মার্কেট, সাদীপুর রোড
চেকপোস্ট, বেনাপোল
01724820904
01811373885

20/02/2023
কলকাতা-বেনাপোল-যশোর-ঢাকারুটের অগ্রীম টিকিট বুকিং এর জন্য যোগাযোগ করুন:01724 820904লিটন ট্রাভেলস্  নিয়মিত চলাচল করছেঃ-🚍বে...
10/02/2023

কলকাতা-বেনাপোল-যশোর-ঢাকা
রুটের অগ্রীম টিকিট বুকিং এর জন্য যোগাযোগ করুন:
01724 820904

লিটন ট্রাভেলস্ নিয়মিত চলাচল করছেঃ-
🚍বেনাপোল👉শার্শা👉নাভারন👉ঝিকরগাছা👉যশোর👉নড়াইল👉ভাটিয়াপাড়া👉ভাঙ্গা👉স্বপ্নের পদ্মা সেতু হয়ে

👉যাত্রাবাড়ী
👉সায়েদাবাদ
👉মালিবাগ
👉রামপুরা
👉বাড্ডা
👉কুড়িল বিশ্বরোড
👉এয়ারপোর্ট
👉উত্তরা
👉আব্দুল্লাহপুর

লিটন ট্রাভেলস্ যাত্রা পথে আপনাকে এনে দিবে আভিজাত্যের ছোঁয়া। যাত্রী সেবাই লিটন ট্রাভেলস্ এর মূল লক্ষ্য।

বেনাপোল অফিস
01791-999948
01906-803317

📢📢 সুখবর, সুখবর, সুখবর📢📢আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই স্থলবন্দর নগরী বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে "লিটন ট্রাভেলস" এক ঝাঁক এস...
23/01/2023

📢📢 সুখবর, সুখবর, সুখবর📢📢

আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই স্থলবন্দর নগরী বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে "লিটন ট্রাভেলস" এক ঝাঁক এসি/নন এসি বাস সার্ভিস নিয়ে শুভ উদ্ভোদন হতে যাচ্ছে।

ভারত ভ্রমনকারী প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জানাচ্ছি যে, বেনাপোল দিয়ে যাতায়াত কালে সকলে সতর্কতা অবলম্বন করুন।বেনাপোল বর্ডা...
15/01/2023

ভারত ভ্রমনকারী প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জানাচ্ছি যে, বেনাপোল দিয়ে যাতায়াত কালে সকলে সতর্কতা অবলম্বন করুন।

বেনাপোল বর্ডারে অনেক লোক আছে যারা ৫০/১০০ টাকা নিয়ে সব করে দিবে বলে গলির ভিতরে অফিসে নিয়ে যায়।

পরে দেখা যায় কাস্টমস ডিক্লারেশন ফরম পূুরনের নামে অনেকের টাকা গুনতে গুনতে হাজার হাজার টাকা সহ অনেক কিছুই উধাও হয়ে যায়।

তাই বেনাপোল বর্ডারের এধরনের লোকজনের থেকে সাবধান। তাদের মধ্যে দুজনের ছবি দেয়া হলো আপনাদের সুবিদার্থে। বাকিদের ছবিও পর্যায়ক্রমে আমাদের পেইজে পেয়ে যাবেন।

সেক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত সনামধন্য কোন ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন।

তাই সর্বদা বেনাপোল ট্রাভেল পয়েন্ট এর সাথেই থাকুন।

গতকাল ২৫/১১/২০২২ ইং তারিখে সবচেয়ে ভয়াবহ ভিড় দেখা যাই বাংলাদেশ-ভারত বেনাপোল-পেট্রোপোল  এর  নোম্যান্সল্যান্ডে। 😭😭একপর্যায়ে...
26/11/2022

গতকাল ২৫/১১/২০২২ ইং তারিখে সবচেয়ে ভয়াবহ ভিড় দেখা যাই বাংলাদেশ-ভারত বেনাপোল-পেট্রোপোল এর নোম্যান্সল্যান্ডে। 😭😭

একপর্যায়ে বিকেল ৩ টার পরে অনেকেই ৬/৭ ঘন্টা পরিবারের ছোট বাচ্চা, মহিলা, বৃদ্ধ সিনিয়র সিটিজেন দেরকে নিয়ে অপেক্ষা করতে করতে মেজাজ হারিয়ে ৩/৪ বার ভারতীয় প্রশাষনের সাথে তর্কে জড়িয়ে পড়ে।

পেট্রাপোল ইমিগ্রেশন এর ১৫/১৬ টি ডেস্ক থাকলেও মাত্র ৪/৫ টি ডেস্কে অফিসার বসে কাজ করেন যা যাত্রী সাধারনের তুলনায় অনেক কম।

এসব বিষয়ে উর্দ্ধতন অনেকের কাছে এমনকি বাংলাদেশ হাইকমিশনে অভিযোগ করেও এর কোন প্রতিকার করতে পারেনি।

বেনাপোল-পেট্রোপোল বর্ডার ১০০ গজেরও কম দূরত্ব। কিন্তু এই পথটুকু পার হতেই সময় যদি লেগে যাই ৫/৬ ঘন্টা তাহলে এর চেয়ে দুঃখ আর কি আছে।

আর একটা কথা না বললেই নয় সেটা হলো আমাদের বেনাপোলের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর অব্যবস্থাপনা নিয়ে। যেখানে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ভারতগামী যাত্রী প্রতি ৫০ টাকা করে নেই যাত্রী সেবার নামে। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে নাইট কোচে আসা যাত্রীদের এই শীতের ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তারা পারেনা টার্মিনাল এর বাথরুম ব্যবহার করতে। যাত্রীদের অপেক্ষার জন্য টার্মিনাল এর কোন সুব্যবস্থা টুকুও নাই। অথচ যাত্রীদের থেকে যাত্রীসেবার নামে ৫০ টাকা করে নিয়ে কি সেবা দেওয়া হচ্ছে সেটাই প্রশ্ন জনসাধারনের মনে।

আমদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের কোন মূল্য দেয়না ভারত আর সাধারন যাত্রীরা কি করে নূন্যতম সেবা আশা করে।

আর বর্তমান ভারতীয় ভিসার অবস্থার কথা যদি বলি তাহলে তো বলতে হয় আমেরিকার ভিসা পাওয়া যতটা সহজ তার থেকেও কঠিন এখন ভারতের ভিসা পাওয়া।

এর কারন হচ্ছে আমরা বাংলাদেশীরা অতিমাত্রায় ভারতমুখী হয়ে পড়ছি, ভারতের উপর নির্ভরশীল হচ্ছি তাই।

সরকার বলে দেশের চিকিৎসা ব্যবস্থা নাকি আগের তুলনায় অনেক উন্নত। কিন্তু বাস্তবে দেখা যাই আমাদের দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যখন অসুস্থ হন তখন ঠিকই চাটার্ড ফ্লাইটে করে যান ভারতের ডাক্তারের পরামর্শ নিতে বা চিকিৎসা করাতে।

প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে পাড়ি জমান লক্ষাধিক মানুষ। তাতে করে দেশের একটা বড় অংশের টাকা ভারতে চলে যাচ্ছে।

যাই হোক আমরা যাত্রী সাধারন সমাধান চাই এসব কিছু থেকে।

22/11/2022

২২/১১/২০২২ ইং সকাল ৬ঃ৩০ এর সময় ইমিগ্রেশন ওপেন হওয়ায় সকল ভারত ভ্রমনকারীর আগে যাওয়ার প্রচেষ্টা 😥😥

Booked Your Trip With Us Quickly*Delhi - Agra - Jaipur Package (5N,6D)*Package Organised By "Benapole Travel Point"Per P...
16/11/2022

Booked Your Trip With Us Quickly

*Delhi - Agra - Jaipur Package (5N,6D)*

Package Organised By "Benapole Travel Point"

Per Person 18,000 BDT💰💰

Journey Date: 15 December, 2022

▪️Tour Itinerary▪️

✅1st Day :- Pick up from Delhi station then going to Hotel. Check in Hotel take a short rest. After Lunch then going to Lotus temple, Qutub Minar, At Evening then going to Akshardham. Night Stay Delhi.

✅2nd Day :- After breakfast then going to Delhi local sightseeing - India gate, Red Fort, Rastrapati Bhawan, Humayun Tomb, Jantar Mantar, Birla Temple & Raj Path and back to hotel. Night stay Delhi.

✅3rd Day :- Early morning check out from hotel then going to Agra (By train). After breakfast then going to Taj Mahal, Agra Fort. Night Stay Agra.

✅4th Day :- After breakfast checkout from hotel then Visit Fatepur Sikri. Then going to Jaipur - Hawa Mahal, Jantar Mantar, Govindji Temple, Jal Mahal. Night Stay Jaipur.

✅5th Day :- After breakfast then going to Jaipur Local sightseeing - Nahargarh Fort, Amber Fort, Jaigarh Fort, City Palace. Night stay Jaipur.

✅6th Day :- After breakfast check out from then Drop to Jaipur Railway station.

*Including :-*
🔸2N Delhi, 1N Agra, 2N Jaipur
🔸Pick up and Drop Station/Airport
🔸Car
🔸Sightseeing
🔸Breakfast, Dinner (MAP Plan)
🔸Hotel

*Excluding*
⛔All Entry Fees
⛔All Train Ticket
⛔Camera Charges
⛔Early Check-in
⛔Visa Fee
⛔Travel Tax

*🔹Note :-🔹*

*MAP Meal Plan:-* Below 25 Number of Tourist Group.
*AP Meal Plan:-* Min 25 Number of Tourist Then Our Cooking Department Also Available.

Contact Address:
01724820904, 01811373885
Benapole Travel Point
Sadipur Road, Checkpost
Benapole, Jashore

Email: [email protected]

শত বছরের পুরনো বিভিন্ন মডেলের  গাড়ির র‍্যালি নিয়ে বাংলাদেশ ভ্রমন শেষে আজ (১১/১১/২০২২) ইং সকালে বেনাপোল বন্দর হয়ে ভারতে প...
11/11/2022

শত বছরের পুরনো বিভিন্ন মডেলের গাড়ির র‍্যালি নিয়ে বাংলাদেশ ভ্রমন শেষে আজ (১১/১১/২০২২) ইং সকালে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে পশ্চিমা বিভিন্ন দেশের একদল ভ্রমন পিপাসু পর্যটক দল।

"বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর সত্বাধীকার হিসেবে পশ্চিমা পর্যটক দলের কয়েকজনের সাথে কথা বলে তাদের বাংলাদেশ ভ্রমনের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তারা প্রথমেই আমাদের বাঙালীদের অতিথিপরায়ণতায় মুগ্ধ হয়েছেন বলে জানান।

এছাড়াও আমাদের গ্রামীন সবুজ প্রকৃতিও তাদের বেশ ভালো লেগেছে বলে জানাই।

সেই সাথে "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর সত্বাধীকার হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের তৈরী কিছু গাড়ির সাথে আপনাদের দেখা করিয়ে দিতে ফটোশেসন এ অংশগ্রহণ করলাম😊😊

বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন এ  ভিড় হয়ে থাকে তাই যারা নাইট কোচে করে বেনাপোল হয়ে কোলকাতা ভ্রমন করে থাকেন আমরা সে সকল সম্মান...
07/11/2022

বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন এ ভিড় হয়ে থাকে তাই যারা নাইট কোচে করে বেনাপোল হয়ে কোলকাতা ভ্রমন করে থাকেন আমরা সে সকল সম্মানীত যাত্রীদের সুবিধার্থে অনলাইনে ট্রাভেল ট্যাক্স করে থাকি, তাছাড়া যে সকল সম্মানীত যাত্রীবৃন্দ ভারত ভ্রমনকালে ১০,০০০ এর অতিরিক্ত টাকা সাথে বহন করতে চান তারা আমাদের বেনাপোল অফিসে টাকা রেখে পেট্রাপোল অফিস থেকে রুপি সংগ্রহ করতে পারবেন।

এতে করে একদিকে যেমন দেশের টাকা দেশে থাকছে তেমনি আপনি নিজেও ভারতীয় কাস্টমস এর বকশিশ নামক ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন।

**আপনি কেন আমাদের অফিসে টাকা রেখে ইন্ডিয়ান অফিস থেকে রুপি নিবেন ১-২ টাকা বেশি পাওয়ার লোভে। কারন যখন মনে পড়ে !!

- ৮থেকে১০হাজার টাকার পাসপোর্ট ১১-১৪হাজার টাকা দিয়ে করতে হয়েছিল❗

- পাসপোর্ট এর ভুল সংশোধন করতে ৫০হাজার টাকার বান্ডিল দিতে হয়েছিল❗

ভারতের ভিসা করতে যেয়ে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা ও কষ্ট করে লাইনে দাড়িয়ে থাকতে হয়েছিল❗

-মেডিক্যাল ভিসা করতে যেয়ে যেখানে কিছু ডকুমেন্টস না থাকায় অতিরিক্ত টাকা দিয়ে ভিসা করতে হয়েছিল❗

ভারতীয় ইমিগ্রেশন থেকে বের হয়ে যেখানে ল্যাগেজগুলো কষ্ট করে এনেও কাস্টমস ও বিজিবির চতুর্মুখী চেকিং এর আওতায় পড়তে হয়ে যখন নিজেকে চোর মনে হতো❗

অনেক সময় পরিবারের জন্য শখের বসে শপিং করে আনা মূল্যবান জিনিসগুলো যখন কাস্টমস ও বিজিবি ডিএম বা ট্যাক্স করে দিত❗

ভারতে যাবার পরে কোন সমস্যার সম্মুখীন হলে
দেশিয় এম্বাসি থেকে যখন কোন প্রকার হেল্প না পান❗

- এতো হাজারো সমস্যা, হয়রানি মোকাবিলা করার পরেও কি দেশের কথা ভাবতে ইচ্ছে করে, করবেইবা কেন?

কাস্টমস বিজিবি যদি সুন্দর করে যদি নিজের দায়িত্বপালন করতেন তাহলে কোন বাংলাদেশী
এভাবে টাকা নেওয়ার কথা চিন্তা করতো না।

এর পাশাপাশি বেনাপোল ইমিগ্রেশন সংক্রান্ত যেকোন তথ্য ও সহযোগীতা পেয়ে যাবেন।
01724820904

প্রিয় ভারত ভ্রমনকারী ভাই ও বোনেরা  আপনার কষ্টের টাকা💰💰 ইন্ডিয়ায় এনে লস হচ্ছে না তো।আপনারা যারা ডুয়েল কারেন্সি কার্ডে ট...
04/11/2022

প্রিয় ভারত ভ্রমনকারী ভাই ও বোনেরা আপনার কষ্টের টাকা💰💰 ইন্ডিয়ায় এনে লস হচ্ছে না তো।

আপনারা যারা ডুয়েল কারেন্সি কার্ডে টাকা ভারতে নিয়ে যেতে চাইছেন তাদের জন্যই বলছি📢📢

বর্তমানে ১০ হাজার রুপি উত্তোলন করতে মোট বাংলাদেশ টাকা💵💵 খরচ হয়েছে ১৩৫২৪ টাকা

এর থেকে বডার থেকে মানি এক্সচেঞ্জ করাই বেটার..

বর্তমানে বর্ডার থেকে এক্সচেঞ্জ করলে যেখানে ১০,০০০ রুপির জন্য খরচ হয় ১২৭০০ থেকে ১২,৮২০ টাকা

সেখানে কার্ডে খরচ হচ্ছে ১৩,৫২৪ টাকা

মানে ১০,০০০ রুপির জন্য লস হচ্ছে ৭০৩ টাকা থেকে ৮২৪ টাকা😢

আর যদি কেউ ১০০,০০০ টাকা কার্ডে এক্সচেঞ্জ করে তাহলে তো ৭০০০+ 💸💸 খরচ😭😭

তাই আগামীতে যদি বেনাপোল বর্ডার হয়ে কেউ ট্রাভেল করতে চান তাহলে ভারত ভ্রমন সংক্রান্ত যেকোন ধরনের তথ্য ও সহযোগীতার জন্য যোগাযোগ করুনঃ 01724820904 (হোয়াটসঅ্যাপ)

সম্মানিত যাত্রীবৃন্দ ও ভ্রমন পিপাসু ভাই-বোনদের "বেনাপোল ট্রাভেল পয়েন্ট"  এর পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম। আপনা...
11/10/2022

সম্মানিত যাত্রীবৃন্দ ও ভ্রমন পিপাসু ভাই-বোনদের "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম।

আপনারা যারা বাই রোডে বেনাপোল হয়ে ভারতের কোলকাতা যাতায়াত করেন তাদের জন্য বাংলাদেশ ও ইন্ডিয়ান কাস্টমস ইমিগ্রেশনের সুবিধা অসুবিধা নিয়ে কিছু সতর্কবানী ও উপদেশ।

এছাড়া যারা মেডিকেল, টুরিস্ট ও বিজনেস ভিসা নিয়ে ভারতে ভ্রমনের কথা ভাবছেন তাদের জন্য আমরা দিচ্ছি ঝামেলাবিহীন ইমিগ্রেশন ও কনসালটেন্সি পরিষেবা। ভারতে ভ্রমন সংক্রান্ত যেকোন সহযোগীতা পেয়ে যাবেন আমাদের নিকটে।

তাই আর দেরী না করে বিস্তারিত জানতে যোগাযোগ করুন "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর সাথে।

মোবাঃ 0172482094 (WhatsApp)

24/08/2022

বেনাপোল ট্রাভেল পয়েন্ট আজকের রেট দিচ্ছে ১০০ টাকায় ৭৪.৮০ রুপি

ভারতীয় টুরিষ্ট ভিসাধারী ভ্রমনকারীদের জন্য একটি জরুরী ঘোষনা📢📢গতপরশু থেকে জারী হওয়া নতুন রুল শুধুমাত্র বেনাপোল স্থলবন্দর ...
02/07/2022

ভারতীয় টুরিষ্ট ভিসাধারী ভ্রমনকারীদের জন্য একটি জরুরী ঘোষনা📢📢

গতপরশু থেকে জারী হওয়া নতুন রুল শুধুমাত্র বেনাপোল স্থলবন্দর এর ক্ষেত্রে প্রযোজ্য

এখন বেনাপোল স্থলবন্দর এর ক্ষেত্রে প্রযোজ্য পরে অন্য স্থল বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।

ভারতের টুরিস্ট ভিসা ধারীরা বিগত তিনমাসের মধ্যে ভ্যালিড ভিসায় ভারত ট্রাভেল করে থাকলে তিন মাস শেষ হবার পর আবার এন্ট্রি করতে পারবেন।
মাল্টিপল এন্ট্রি ছয়মাসের ও এক বছরের ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য।

এই নিয়ম আজ পর্যন্ত শুধুমাত্র বেনাপোল স্থলবন্দর এর ক্ষেত্রে ,
গেদে বাই রেল বা আগরতলা আইসিপি এর ক্ষেত্রে না।

বাই এয়ার✈ বাই রেল🚊 জলপাইগুড়ি হিলী স্থল বন্দর দিয়ে যেতে পারবেন।

একটি জরুরী নোটিশ📢📢প্রিয় বেনাপোল ট্রাভেল পয়েন্ট এর শুভাকাঙ্ক্ষী ও সকল ভ্রমন পিপাসুদের 🧳🧳দৃষ্টি আকর্ষণ করছি যে,আজ থেকে টুর...
01/07/2022

একটি জরুরী নোটিশ📢📢

প্রিয় বেনাপোল ট্রাভেল পয়েন্ট এর শুভাকাঙ্ক্ষী ও সকল ভ্রমন পিপাসুদের 🧳🧳দৃষ্টি আকর্ষণ করছি যে,

আজ থেকে টুরিষ্ট ভাসিধারী সকল ভ্রমনকারীগন একবার ভারত ঘুরে আসার তিন মাস পূর্ন হবার পুনরায় ভারতে যেতে পারবেন।

পূর্ব ঘোষিত কোন নোটিশ ছাড়াই আজ
বেনাপোল-পেট্রাপোল বর্ডার 🛣️ দিয়ে ভারত যাওয়ার ক্ষেত্রে ৩ মাস পূর্ণ না হওয়ায় শত শত ভারতগামী যাত্রীদের ফিরিয়ে দেয়া হয়েছে।

তাই এখন থেকে টুরিস্ট ভিসায় একবার ঢুকলে আবার ঢুকতে হবে ৩ মাস পর।

এরকম ইমিগ্রেশন সংক্রান্ত সকল ধরনের আপডেট পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদান্তে,
বেনাপোল ট্রাভেল পয়েন্ট।

29/06/2022

ডলার এনডোর্সমেন্ট কি, কেন করতে হয়, কোথা থেকে, কিভাবে করবেন, কি নিয়ম কানুন ইত্যাদি সব এই পোস্টে জানাবো।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার, মানি এক্সচেঞ্জ, ব্যাংক ছাড়া অন্য কারো আইনত ডলার বা অন্য কোন বৈদেশিক মূদ্রা ক্রয় ও বিক্রয় অবৈধ।

১. ডলার এন্ডোর্সমেন্ট কি ও কেন করতে হয় ?

এন্ডোর্সমেন্ট মানে হল কোন কিছুর অনুমোদন দেয়া। ডলার এনডোর্সমেন্ট হল ডলার কেনার অনুমোদন বা সার্টিফিকেট বলতে পারেন। আপনি ইচ্ছে করলেই ডলার কিনে ঘুরতে পারেন না। ডলার কিনতে হলে আপনাকে সেটা পাসপোর্টে এনডোর্স করে কিনতে হবে। মানে আপনি টাকা দিয়ে ডলার কিনলেন এবং সেটা কবে, কার নিকট থেকে কিনলেন তার প্রমাণপত্রই হল এনডোর্সমেন্ট।

২. ডলার এন্ডোর্সমেন্ট কেন করতে হয় ? আপনার মনে হতে পারে আমি ডলার এন্ডোর্স কেন করব?

আপনি যখন বিদেশে ঘুরতে যাবেন তখন ডলার নিয়ে যেতে হবে । বাংলাদেশি টাকা নিয়ে সব খরচ মেটাতে পারবেন না কারণ বৈধভাবে ১০০০০ টাকার বেশি আপনি দেশ থেকে বিদেশে নিয়েও যেতে পারবেন না আবার বিদেশ থেকে নিয়ে দেশে ও ঢুকতে পারেবন না।

৩. ডলার এন্ডোর্সমেন্ট করার নিয়ম/উপায়।

ডলার এনডোর্স্মেন্ট করার জন্য আপনাকে যেকোন ব্যাংক বা মানি এক্সচেঞ্জ এর নিকট যেতে হবে। নিচে এই দুই টাইপের প্রতিষ্ঠান থেকে কিভাবে এনডোর্স করবেন তা বিস্তারিত বলা হল। পাসপোর্ট এন্ড্রোসমেন্ট বা পাসপোর্টে এনডোর্স সবই এই ডলার এনডোর্স্মেন্ট।

ব্যাংক থেকে ডলার এনডোর্স্মেন্ট করার নিয়ম।

সরকারি বেসরকারি যে-কোন ব্যাংক থেকেই আপনি ডলার এনডোর্স্মেন্ট করতে পারেন। তবে সাধারণত সরকারি সোনালি ব্যাংক থেকে করাটাই সুবিধাজনক ও বেশিরভাগ মানুষ করে থাকে,কারণ সোনালী ব্যাংকে একাউন্ট থাকা লাগে না। আপনি পাসপোর্ট নিয়ে ব্যাংকে গিয়ে বললেই হবে যে আপনি ডলার কিনবেন। তাহলে ওরা আপনাকে ওইদিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে ও পাসপোর্টের শেষের দিকে পাতায় সিল দিয়ে দিবে। সাথে একটা কাগজ দিবে এটা হল ‘এনডোর্স্মেন্ট সার্টিফিকেট’। সোনালী ব্যাংকে এন্ডোর্স করতে গেলে,নতুন ইন্ডিয়ান ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিসা আবেদন ফর্মের প্রথম পাতার কপি, পাসপোর্টে নামের পাতার কপি, পাসপোর্টের শেষের আগের পাতার কপি এবং অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে হবে। শুধু পাসপোর্ট নিয়ে গেলে কাজ হবে না। ফি লাগবে ২০০-৩০০ টাকা। তবে ভিসা হওয়ার পরে ডলার নিতে গেলে শুধু পাসপোর্ট আর পাস্পোর্টের ফটোকপি নিয়ে গেলেই হবে। আর বেসরকারি ব্যংকে একটু ঝামেলা আছে। ডলার সাধারণত লোকাল শাখাগুলোতে দেয় না। লোকাল শাখা থেকে একটা ফরোয়ার্ডীং লেটার নিয়ে ব্যাংকের ঢাকাস্থ মেইন ব্রাঞ্চ বা ‘ফরেইন এক্সচেঞ্জ’ শাখা থেকে ডলার এনডোর্স করতে হবে। আর আমার জানামতে প্রাইভেট ব্যাংকের মধ্যে সিটি ব্যাংকেও একাউন্ট ছাড়া ডলার এন্ডোর্সমেন্ট করা যায়। মানি এক্সচেঞ্জ থেকে ডলার কেনা আর মানি এক্সচেঞ্জ থেকে ডলার কেনা বা এনডোর্স করা খুবই সহজ ও ঝামেলা মুক্ত। আপনি শুধু পাসপোর্ট নিয়ে গেলেই হবে ওরা ওই ব্যংকের মতই ওইদিনের রেট অনুযায়ী টাকা হিসেব করে আর সার্ভিস ফি নিয়ে ডলার দিবে। তবে ওরা আগে জিগ্যেস করে ভিসা আছে কিনা, কারণ অনেকেই আবার ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে ডলার এনডোর্স্মেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করে। কিন্তু এখন আর মানি এক্সচেঞ্জ এর ডলার এনডোর্স্মেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যায় না। তাই মনে রাখবেন ইন্ডিয়ান ভিসা আবেদন করতে ব্যাংক স্টেটমেন্ট বা কোন ব্যাংকের ডলার এনডোর্স্মেন্ট লাগবে। ডলার এন্ডোর্সমেন্ট সিলপাসপোর্টের শেষ পাতায় এন্ডোর্সমেন্ট সিলসহ দিয়ে থাকে ক্রেডিট/ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট আপনার যদি ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনি এই কার্ডের জন্যও এন্ডোর্সমেন্ট করতে পারবেন। আর কার্ড না থাকলে কম খরচে ডেবিট কার্ড করে নিতে পারেন।প্রায় সব ব্যাংকেরই এমন ডেবিট কার্ড আছে।ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স ইন্ডিয়ান ভিসার ডলার এনডোর্স এর ব্যাপারে উপরেই বলেছি। আপনি যদি ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য ডলার এনডোর্স করতে চান তাহলে মানি এক্সচেঞ্জ থেকে করালে হবে না। যেকোন ব্যাংক থেকে করাতে হবে। ভিসা আবেদনের জন্য কমপক্ষে ১৫০ ডলার এনডোর্স করতে হবে। আর ব্যাংক একাউন্ট থাকলে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করুন। এখন আইভিএসি ঢাকা ও আইভিএসি চট্টগ্রামে সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বুথে আন্তর্জাতিক ভ্রমণ কার্ড এবং ক্যাশ ডলার এন্ডোর্স্মেন্ট করতে পারবেন। যমুনা ফিউচার পার্কের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডলার এন্ডোর্স করলে তারা ক্যাশ ডলার দিবে না, শুধুমাত্র তাদের ট্রাভেল কার্ড দিবে। এবং এজন্য তারা এক্সট্রা প্রায় ১৫০০ টাকা চার্জ রাখবে। ১৫০ ডলার এন্ডোর্স করতে প্রায় ১৪৪৭০ টাকা নিয়ে যেতে হবে। ডলার এনডোর্সমেন্ট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাঘুরতে যাবেন?

৪. কত ডলার নিতে পারবেন?

এই সম্পর্কে ২০২০ সাল থেকে চালু হওয়া নতুন আইনে বলা আছে কোন ব্যক্তি এক বছরে সর্বোচ্চ ১২,০০০ (বার হাজার) ইউ এস ডলার বা সমমানের বৈদেশিক মূদ্রা এনডোর্স করতে পারবেন। পূর্বে এই বার হাজার ডলারের মধ্যে একটু শর্ত ছিল। তখন আপনি সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার এর জন্য ৫,০০০ ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা।আর সার্কভুক্ত দেশ এবং মিয়ানমার ব্যতিত অন্যান্য দেশ এর জন্য ৭,০০০ ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারতেন। কিন্তু ২০২০ থেকে দেশ বা অঞ্চলের এই নিয়ম নেই। এখন প্রাপ্তবয়স্করা প্রতিবছর ১২,০০০ ডলার ও ১২ বছরের কম বয়সীরা এর অর্ধেক মানে ৬,০০০ ডলার এন্ডর্স করতে পারবেন। চিকিৎসাজনিত ডলার দরকার হলে চিকিৎসার জন্য তো বেশি ডলার দরকার হয়। তাই এটি ব্যাংক থেক করাতে হয়। এ জন্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে ১০,০০০ (দশ হাজার) ইউ এস ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে পারবেন। তবে এর চেয়ে বেশি দরকার হলে ব্যাংকের সাথে যোগাযোগ করলেই তারা সব ব্যাবস্থা করে দিবে। ডলার ভাঙানোর নিয়ম কি? ডলার ভাঙানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার নিকটস্থ কোন মানি এক্সচেঞ্জে গিয়ে ভাঙ্গিয়ে নেয়া। এতে কোন কাগজপত্র সাধারণত লাগে না ও ঝামেলামুক্ত।

ধন্যবাদান্তে,
মোঃ শামীম হোসাইন
বেনাপোল ট্রাভেল পয়েন্ট
ট্রাভেল এজেন্সি এন্ড কনসালটেন্সি
বেনাপোল, যশোর

01724820904

আপনি/আপনারা ভারতে টাকা প্রেরনের দুশ্চিন্তায় ভুগছেন?তাহলে বেনাপোল ট্রাভেল পয়েন্ট দিচ্ছে সহজ সমাধান ও  সুখবরআপনারা ভারতে য...
19/06/2022

আপনি/আপনারা ভারতে টাকা প্রেরনের দুশ্চিন্তায় ভুগছেন?

তাহলে বেনাপোল ট্রাভেল পয়েন্ট দিচ্ছে সহজ সমাধান ও সুখবর

আপনারা ভারতে যাকে পাঠাবেন সে যদি ব্যাংক একাউন্ট এর মাধ্যমে টাকা নিতে চাই তাহলে তাকে বলুন নিচের ডিটেইলস গুলো দিতে

Bank Name:
Bank Account Name:
Bank Account No.:
IFSC Code:

আর যদি Google Pay, Phone Pay অথবা PayTM এর নাম্বার ও দিতে পারে তাহলে সেই মাধ্যমেও আমরা টাকা পাঠিয়ে আপনাদের সাহায্য করতে পারি।

**সকল ভারত ভ্রমনকারীদের জন্য একটি সতর্ক বার্তা**যে সকল যাত্রী বৃন্দ বেনাপোল হয়ে ভারত ভ্রম করতে চান তারা নিচের সংযুক্ত ছব...
19/06/2022

**সকল ভারত ভ্রমনকারীদের জন্য একটি সতর্ক বার্তা**

যে সকল যাত্রী বৃন্দ বেনাপোল হয়ে ভারত ভ্রম করতে চান তারা নিচের সংযুক্ত ছবির মানুষ থেকে বিরত থাকবেন।

বেনাপোল চেকপোষ্টে যাত্রীর কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, আটক-২

বেনাপোল চেকপোস্টে এন্টারপ্রাইজের আড়ালে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে প্রতারণা মাধ্যমে ৯০ হাজার ৫ শ" টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বেনাপোল চেকপোষ্ট থেকে দুই প্রতারককে আটক করেছে বিশেষ গোয়েন্দা শাখার (এনএসআই) সদস্যরা।

শনিবার (১৮ জুন) বেলা ১টার সময় বেনাপোল চেকপোষ্টের সিমলা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হারুনের ছেলে এবাদত (২২) ও বড় আঁচড়া গ্রামের শাহজামালের ছেলে মারুফ (২৫)।

স্থানীয়রা জানায়, পাবনার আরিফুল ইসলাম (পাসপোর্ট নং-EHO 0123334) নামের এক যাত্রী ভারত যাবার উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে আসলে সিমলা এন্টারপ্রাইজের কর্মচারী প্রতারক এবাদত ও মারুফ ওই যাত্রীকে তাদের প্রতিষ্ঠান সিমলা এন্টারপ্রাইজের ঘরে ডেকে এনে প্রতারণার মাধ্যমে ৯০ হাজার ৫ শ" টাকা জোর পূর্বক হাতিয়ে নেয়।
পরে, বেনাপোলে কর্মরত বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই) এর সহায়তায় ওই টাকা উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হয়। এবং ওই দুই প্রতারককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায়শই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। বিভিন্ন মালামাল বিহীন স্টোর কিংবা এন্টারপ্রাইজের আড়ালে অবৈধ দোকান গড়ে তুলে যাত্রীদের কাছ থেকে চলছে ছিনতাইয়ের মতো ঘটনা। প্রায়ই বিভিন্ন কৌশলে যাত্রীদেরকে এসব স্টোরে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় নগদ অর্থ কিংবা তাদের মালামাল। তাই প্রশাসনিক কঠোর নজরদারি বাড়ানোর জন্য স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

!সুখবর!সুখবর!🇧🇩🚌 বেনাপোল ট্রাভেল পয়েন্ট ম্যান ছাড়াই বাই রোডে ৩ বছরের বিজনেস ভিসার নিশ্চয়তা দিচ্ছে  🚌🇮🇳তাই আজই যোগাযোগ কর...
21/05/2022

!সুখবর!সুখবর!

🇧🇩🚌 বেনাপোল ট্রাভেল পয়েন্ট ম্যান ছাড়াই বাই রোডে ৩ বছরের বিজনেস ভিসার নিশ্চয়তা দিচ্ছে 🚌🇮🇳

তাই আজই যোগাযোগ করুন
+880 1724-820904

"Benapole Travel Point" is a provider of "Benapole Land Emigration" services to our honorable travel

পবিত্র রমজান মাসে ভারতীয় ভিসা আবেদনকারীদের আরও উন্নত মানের সেবা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়েছে ভারতীয় হাইকমিশন।পবিত্র...
13/04/2022

পবিত্র রমজান মাসে ভারতীয় ভিসা আবেদনকারীদের আরও উন্নত মানের সেবা প্রদান করার জন্য প্রস্তুতি নিয়েছে ভারতীয় হাইকমিশন।

পবিত্র রমজান মাসে ভারতীয় ভিসার বর্ধিত চাহিদার কারণে, ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সুবিধার্থে নিম্নে উল্লেখিত অতিরিক্ত পদক্ষেপগুলি নিয়েছে |

ভারতীয় ভিসা আবেদনকারীরা দয়া করে উপরের বিশেষ প্রাবধানগুলি মনে রেখে মসৃণ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সেই অনুযায়ী আইভিএসিতে যেতে পারেন।

সুখবর সুখবর সুখবরভ্রমন পিপাসুদের জন্য সুখবর!সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 30 তারিখ থেকে ইন্ডিয়ান সরকার বাংলাদেশ...
05/04/2022

সুখবর সুখবর সুখবর

ভ্রমন পিপাসুদের জন্য সুখবর!

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 30 তারিখ থেকে ইন্ডিয়ান সরকার বাংলাদেশীদের এক বছর অথবা ছয় মাসের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা ইস্যু করছে। এক্ষেত্রে বাই রোড হরিদাসপুর /বাই রোড আগরতলা ও বিমানে করে যাত্রীরা যাতায়াত করতে পারবে। বাই ট্রেন এখনো চালু করেনি। ঈদের কেনাকাটা করার জন্য যারা ইন্ডিয়া যেতে চান অতিসত্বর ভিসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা নির্ভুলভাবে ও যত্ন সহকারে আপনার ফাইলটি প্রসেস করে থাকি।

এছাড়াও ইন্ডিয়ান রেল টিকেট, ইন্ডিয়ান এয়ার টিকেট সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল বিমান টিকেট সবচেয়ে কম রেটে পাওয়া যায়।

যোগাযোগ:-

বেনাপোল ট্রাভেল পয়েন্ট
চৌধুরী সুপার মার্কেট, সাদীপুর রোড
চেকপোস্ট, বেনাপোল, যশোর
মোবাইল: 01724 820904 (WhatsApp)

💠 সুপ্রিয় যাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত...
17/03/2022

💠 সুপ্রিয় যাত্রীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ পরিস্থিতির কারনে দীর্ঘদিন বন্ধ থাকা আন্তঃদেশীয় মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস পুনরায় চালু হতে যাচ্ছে আগামী ২৬ মার্চ ২০২২ ইং তারিখ থেকে।

🚆 ঢাকা-কোলকাতা এবং কোলকাতা-ঢাকা’র মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে পাঁচ (০৫) দিন চলাচল করে।

➡️ ঢাকা হতে প্রতি শুক্রবার, শনিবার, রবিবার, মঙ্গলবার ও বুধবার।

➡️ কোলকাতা হতে প্রতি শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার।

⛔ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

🎟️ ভাড়াঃ
🔹এসি চেয়ার/স্নিগ্ধাঃ ২৫০০/
🔹এসি সিট/বার্থঃ ৩৪০০/
🔸(ভ্যাট+ট্যাক্স অন্তর্ভুক্ত)
⚠️ শোভন চেয়ার নেই।

🚻 ০১ থেকে ০৫ বছরের শিশুদের জন্য সংশ্লিষ্ট শ্রেণীর ভাড়ার ৫০% হারে টিকিট ক্রয় করতে হয়। পাসপোর্ট অনুসারে বয়স ধরা হয়ে থাকে।

⏭️ মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অগ্রীম টিকিট যাত্রার ২৯ (ঊনত্রিশ) দিন পূর্ব থেকে দেয়া হয় এবং রিটার্ন/ফেরত টিকিট যাত্রার ০৪ (চার) দিন পূর্বে উভয় ষ্টেশন থেকে ক্রয় করা যায়।

🚏টিকিট প্রাপ্তিস্থানঃ
⏹️ বাংলাদেশ
↘️ কমলাপুর রেলওয়ে স্টেশন এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ০৯:০০ থেকে সন্ধ্যা ১৯:০০ টা পর্যন্ত।

⏹️ কোলকাতা
↘️ ফেয়ারলী প্লেস, ডালহৌসি স্কয়ার, কোলকাতা রেলওয়ে স্টেশন।
🕰️ সময়ঃ সকাল ১০:০০ থেকে বিকেল ১৭:০০ টা পর্যন্ত।

(বিঃদ্রঃ উক্ত বিজ্ঞপ্তির যেকোন পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে আপনাদের জানিয়ে দেয়া হবে।)

ধন্যবাদ
বাংলাদেশ রেলওয়ে।

21/01/2022

স্থলপথে ভারত ভ্রমনের নতুন নিয়মাবলী

১। এখন থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারত ভ্রমনের ক্ষেত্রে সকল ভ্রমনকারীকে পাসপোর্ট, করোনা নেগেটিভ সার্টিফিকেট ও ভারতীয় ভিসার পাশাপাশি ডাবল ডোজ সম্পন্ন কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সাথে বহন করতে হবে। বাংলাদেশ হতে ভারতে যাবার ক্ষেত্রে অবশ্য ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট প্রয়োজন হয়না।

২। বাংলাদেশ ইমিগ্রেশন পার হয়ে ভারতীয় ইমিগ্রেশন এ যাবার পর সকল ভ্রমনকারীকে র‍্যাপিড টেস্ট সম্পন্ন করতে হবে। তাহাতে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মত সময় লেগে যায়।

৩। তবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় করোনা নেগেটিভ সার্টিফিকেট ও ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট সাস্থ্য বিভাগে প্রদর্শন আবশ্যক। অন্যথায় হোম কোয়ারান্টাইন এর সম্মুখীন হতে পারেন।

৪৷ আপনারা যারা বিজনেস ভিসায় ভারত ভ্রমন করতে চান তারা অবশ্যই সাথে ইনভাইটেশন লেটার সাথে বহন করবেন। অন্যথায় বাংলাদেশ - ভারত ইমিগ্রেশনে হয়রানির শিকার হতে পারেন।

৫। তাছাড়া আপনারা যারা মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য ভারতে যেতে চান তারা অবশ্যই সাথে এ্যাপোয়েন্টমেন্ট লেটার সাথে বহন করবেন। অন্যথায় বাংলাদেশ - ভারত ইমিগ্রেশনে হয়রানির শিকার হতে পারেন।

ধন্যবাদান্তে,
বেনাপোল ট্রাভেল পয়েন্ট
বেনাপোল, যশোর
বাংলাদেশ
মোবাঃ 01724 820904

আপনি কি উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চান?তাহলে এক নজরে দেখে নিন তামিলনাড়ু রাজ্যের পাঁচটি বিখ্যাত হাসপাতাল। চোখ বন্ধ কর...
18/01/2022

আপনি কি উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে চান?

তাহলে এক নজরে দেখে নিন তামিলনাড়ু রাজ্যের পাঁচটি বিখ্যাত হাসপাতাল।

চোখ বন্ধ করে এদের যেকোনো একটিতে চিকিৎসা করাতেই পারেন। কিন্তু কোন হাসপাতালে আপনার যাওয়া সঠিক হবে তা জানবেন কিভাবে? এটা জানতে আমাদের পুরো প্রতিবেদনটি পড়ুন। কথা দিচ্ছি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন কোন হাসপাতালে চিকিৎসা করাবেন।

১. অ্যাপোলো (Apollo Hospital) –
অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ভালো। এখানে রয়েছে সবচেয়ে উন্নত যন্ত্রপাতি এবং বিশ্বমানের ডাক্তার। কিন্তু এখানে খরচ দক্ষিন ভারতের মধ্যে সবচেয়ে বেশি। এখানে চিকিৎসা করাতে সময় লাগে দক্ষিন ভারতের অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। সুতরাং কম সময়ে ভালো চিকিৎসা করাতে চাইলে এখানে চলে আসুন। তবে চিকিৎসার খরচ পড়বে অন্য হাসপাতালের থেকে অনেক বেশি। অবস্থান – অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশান থেকে মাত্র ৪ কিমি এবং চেন্নাই এগমোর রেল স্টেশান থেকে ৩ কিমি দূরে অবস্থিত। হাওড়া অথবা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হাসপাতাল চেন্নাই এয়ারপোর্ট থেকে ১৫ কিমি দূরে অবস্থিত।

ঠিকানা –
Apollo Hospitals, Greams Road
21, Greams Lane
Off Greams Road
Chennai – 600006
ফোন – +91-44-28290200 / +91-44-28293333
+91-44-28294429

থাকা ও খাওয়া –
চেন্নাইয়ের অ্যাপোলোতে গেলে ভাষা নিয়ে একটু সমস্যা হলেও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক অ্যাপোলো হাসপাতালের পাশেই রয়েছে অনেকগুলি বাঙালী হোটেল। কম খরচে বাঙালীর মাছ-ভাত জুটে যাবে। তবে নিজেরা রান্না করেও খেতে পারবেন। তাঁর জন্য আলাদা হোটেল আছে। সেখানে থাকতে হবে। ওখান থেকে রান্না করার জন্য বাসন ভাড়া নিতে পারবেন। ভাষা নিয়েও খুব একটা সমস্যা হবে না। সমান্য হিন্দি বা ইংরাজীতে জ্ঞান থাকলেই চলে যাবে। থাকার জন্য রয়েছে দামী, কমদামী অনেক হোটেল। চেষ্টা করবেন হাসপাতালের সবচেয়ে কাছে থাকার। তাহলে প্রতিদিন হাসপাতালে যাওয়ার খরচ বেঁচে যাবে।

সময় –
১। টুকটাক ডাক্তার দেখানোর জন্য গেলে ৮ থেকে ১০ দিনের প্ল্যান করলেই চলবে।২। বড় মাপের চিকিৎসা অথবা অপারেশানের জন্য কমপক্ষে ২০ দিনের মতো সময় নিয়ে যেতে হবে।

রেজিস্ট্রেশান :
এ্যাপোলো হাসপাতালে ঢোকার মুখেই ডান দিকে প্রথমে যে বিল্ডিংটা রয়েছে তার নাম “সুন্দুরি ব্লক/Sundoori Block”। এই ব্লকেই হয় রেজিস্ট্রেশান।

২. শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টার (Sri Ramachandra Medical Centre) –
পকেটে টাকা কম থাকলে তাহলে আপনি চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারে চিকিৎসা করাত পারেন। তবে এখানে চিকিৎসার জন্য সময় লাগবে সি.এম.সি ভেলোরের তুলনায় অনেক কম। শ্রী রামাচন্দ্র মেডিকেল সেন্টারটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হয় চেন্নাই এর পোরুর নামক জায়গায়। তবে সেরকমভাবে এর পরিচিতি না থাকায় আমরা অনেকেই এই মেডিকেল সেন্টার সম্পর্কে কিছুই জানিনা। কিন্তু এখানে চিকিৎসা দানের পদ্ধতি অনেক ভালো আর খরচও বেশ কম। বিশেষ করে মেডিকেল সেন্টারটির পরিবেশ আর চিকিৎসার ব্যবস্থাপনা চোখে লাগার মতো।

ঠিকানা –
এই হাসপাতাল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ১৭ কিমি দূরে অবস্থিত।
Sri Ramachandra Medical Centre
No.1 Ramachandra Nagar, Porur
Chennai, Tamil Nadu,

৩. ভেলোরের সি.এম.সি হাসপাতাল ( CMC Hospital) –
কম খরচে ভালো মানের চিকিৎসার চিকিৎসার জন্য বিখ্যাত দক্ষিন ভারত। দক্ষিন ভারতের তামিলনাডু রাজ্যের ছোট এক জেলা শহর ভেলোর। সি.এম.সি হল ভারতের একেবারে প্রথম শ্রেনীর হাসপাতাল। এই হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও লজ। রুম ভাড়াও তুলনামূলক ভাবে অনেক কম। কম খরচে চিকিৎসা করাতে চাইলে সি.এম.সি সবচেয়ে ভালো। তবে অত্যধিক ভিড়ের জন্য এখানে চিকিৎসা করাতে সময় লাগে অনেক বেশি।

কেন ভেলোরে চিকিৎসা করবেন?
ভেলোরে রয়েছে ভারতের বিখ্যাত সিএমসি হাসপাতাল। এই হাসপাতালে পাবেন বিশ্বমানের চিকিৎসা তুলনামূলক ভাবে অনেক কম খরচে। কারণ এটি খ্রিস্টান মিশনারী পরিচালিত একটি অলাভজনক হাসপাতাল।

ঠিকানা –
এই হাসপাতেলে যেতে গেলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশনে। কোলকাতা থেকে কাটপাটি স্টেশনে অনেকগুলি ট্রেন দাঁড়ায়। কাটপাটি স্টেশন থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন।
Address :
Ida Scudder Road, Vellore, Tamil Nadu 632004
Phone: 0416 228 1000

কোথায় থাকবেন?
সিএমসি এর আশে পাশেই অসংখ্য হোটেল, লজ পাবেন। লজগুলোতে পাবেন রান্নার সুবিধা এবং রুম ভাড়াও তুলনামূলক ভাবে কম।

৪. শ্রী নারায়নী হাসপাতালে (Sri Narayani Hospital & Research Centre) –
অল্প খরচ এবং অল্প সময়ে ভালো চিকিৎসা পেতে হলে ভেলোরের শ্রী নারায়নী হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। সি.এম.সি ভেলোর হাসপাতাল থেকে এই শ্রী নারায়নী হাসপাতালের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ভেলোর একটি ছোট শহর হলেও এখানে রয়েছে দুটি বিশ্বমানের হাসপাতাল। কাটপাটি স্টেশন থেকে এই হাসপাতালের দূরত্ব হল ২৮ কিলোমিটার।

ঠিকানা –
Sri Narayani Hospital & Research Centre
Azad Road, Sripuram, Thirumalaikodi, Vellore, Tamil Nadu 632055
Phone: 0416 220 6301

৫. মানিপাল হাসপাতাল (Manipal Hospital) –
মনিপাল হাসপাতাল বেঙ্গালুরুর একটি প্রধান হাসপাতাল। এটি একটি ৬০০ বেড বিশিষ্ট একটি হাসপাতাল। আরো ৩০০ বেড এখানে শিগ্রই যুক্ত করার পরিকল্পনা চলছে। এখানে চিকিৎসার খরচ চেন্নাইএর অ্যাপোলোর তুলনায় অনেকটা কম।
এই হাসপাতালের অনেকগুলি ইউনিট আছে যেমন মনিপাল হার্ট ইনস্টিটিউট, মিনিপাল ইনস্টিটিউট অব নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি, মনিপাল ইনস্টিটিউট অব নিউরোলজিকাল ডিসঅর্ডার, মনিপাল কম্পিভেনশিয়াল ক্যান্সার সেন্টার এবং মনিপাল ইনস্টিটিউট অব ক্যান্সার সেন্টার। এই সব সেন্টার গুলি সাফল্যের সাথে কাজ করে চলেছে।

ঠিকানা –
Manipal Hospital HAL Airport road
Manipal Hospital
98, HAL Airport road,
Bangalore – 560 017
Appointment Helpline: 1800 3001 4000
Enquiries: +91 80 40119000/2502 4444

কিন্তু যাদের সময় ও ধৈয্য আছে তারা চিকিৎসা করাবেন সি.এম.সি তে। সিএমসিতে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারনে ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সব কিছুতেই সময় লাগবে বেশি। এখানে লাইনে দাড়াতে হবে, ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে। যাদের সময় কিংবা ধৈয্য কম কিন্তু টাকা আছে তাদের সাজেস্ট করব চেন্নাই এ্যাপোলোতে চিকিৎসা করতে। আর যাদের সময়, ধৈয্য এবং টাকা সবই কম তাদের জন্য পরামর্শ দেব শ্রি রামচন্দ্র বা নারায়নী হাসপাতালে চিকিৎসা করতে। দুইটির মধ্যে শ্রি রামচন্দ্র হাসপাতাল কিছুটা হলেও এগিয়ে।

"বেনাপোল ট্রাভেল পয়েন্ট "

আজ "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর অফিস পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এর মহাপরিচালক সেহেলী সাবরীন (কনস্যুলার ও কল্যাণ) ...
07/01/2022

আজ "বেনাপোল ট্রাভেল পয়েন্ট" এর অফিস পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় এর মহাপরিচালক সেহেলী সাবরীন (কনস্যুলার ও কল্যাণ) ও সহকারী সচিব রাজেশ ভোমিক (কল্যাণ)।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসাইন ("বেনাপোল ট্রাভেল পয়েন্ট") এর সত্বাধীকারি ও মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল (প্রটোকল) বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, কোলকাতা।

কোভিড১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রন ও প্রতিরোধ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া দিকনির্দেশনা মূলক সতর্কবার্ত...
29/11/2021

কোভিড১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রন ও প্রতিরোধ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া দিকনির্দেশনা মূলক সতর্কবার্তা।

🚊👮🏻‍♀️স্থলপথে ভারত গেলে সংগ্রহে রাখুন 📝🛍 🔰 ট্রাভেল ট্যাক্স কতো, কোথায় দেবেন!  📍 ট্রাভেল ট্যাক্সের বুথ সংখ্যা বৃদ্ধি করেছ...
21/11/2021

🚊👮🏻‍♀️স্থলপথে ভারত গেলে সংগ্রহে রাখুন 📝🛍

🔰 ট্রাভেল ট্যাক্স কতো, কোথায় দেবেন!
📍 ট্রাভেল ট্যাক্সের বুথ সংখ্যা বৃদ্ধি করেছে সোনালী ব্যাংক। ফলে এটি জমা দিতে এখন আর কোন সমস্যা নেই।
- ট্রাভেল ট্যাক্স ৫০০/- এবং
- স্হলবন্দর চার্জ ৪২/-
সর্বমোট ৫৪২/- টাকা সরকারকে পরিশোধ করতে হবে
📍আর কোন টাকা কাউকে দিতে হবে না।
📍এরপর ইমিগ্রেশন ও কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষ করে সীমান্ত পার হতে পারবেন।
📍 ঢাকার মতিঝিল সোনালি ব্যাংক এর প্রধান শাখা, দিলখুশা, নিউমার্কেট, ও সদরঘাট শাখায় জমা করা যায়।
📍 ক্যান্সার রোগী, প্রতিবন্ধী ও ৬ বছরের নিচে শিশুর ট্রাভেল ট্যাক্স নেই।

🔰 কত টাকার পণ্য আনা যাবে:
📍 একজন যাত্রী ভারত থেকে সর্বোচ্চ ৪০০ ডলার বা ৩২০০০ হাজার টাকার ব্যাগেজ সামগ্রী আনতে পারবেন। তবে বছরে তিন বারের বেশি নয়।

📍 বাংলাদেশ থেকে যাওয়ার সময় Duty free Shop থেকে পণ্য কিনে ভারত যেতে পারবেন, আসার সময় পারবেন না।

📍 তিন বারের বেশি ৩২০০০ হাজার টাকার পণ্য আনলে সাময়িক আটক হবে।পরবর্তীকালে কাস্টম হাউস থেকে অতিরিক্ত মালের টাকা ও জরিমানা পরিশোধ করে ছাড় নিতে হয়।

📍 নিষিদ্ধ পণ্য, ক্ষতিকর ঔষধ, মানুষের জীবন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস নিয়ে বাংলাদেশ এ প্রবেশ নিষেধ।

📍একজন যাত্রী ৫০০০ মার্কিন ডলার বা তার অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা আনলে কাস্টম নির্ধারিত FMJ ফরমে ঘোষণা প্রদান করা বাধ্যতামূলক।

🌷💚 আরো দরকারী তথ্য নিয়ে আসছি। আমাদের পেইজে লাইক দিয়ে সাথে থাকুন...💟👮🏻‍♀️

20/11/2021

#বিদেশ_থেকে_ফিরতে_হলে জানতে হবে!

বিমান বন্দরে এক মহিলা যাত্রীর মর্মান্তিক ঘটনা! প্রায় দুবছর আগে ঘটেছিল। বিরহী মা দীর্ঘ চেষ্টায় প্রবাসী পুত্রকে দেখতে যান মালয়েশিয়া। ফেরার দিন ছেলে মা’কে কুয়ালালাম পুর এয়ারপোর্টে চেক ইন করে কাজে ফিরে যায়। ফ্লাইট ঠিক মতোই ছেড়েছে ও ঢাকায় নেমেছে। কিন্তু মায়ের খোঁজ নেই। বাসায়ও ফেরেনি। বহু কসরতে জানতে পারল, অবৈধ স্বর্ণ বহনের জন্য মা কাস্টমসে ধরা পড়েছে। মামলায় দ্রুত বিচারে ছয় মাসের জেল হয়েছে।

ইমিগ্রেশন শেষ করে সেদিন ভেতরে যেতেই একজন বাঙ্গালীর সাথে তাঁর দেখা। কালো একটা ব্যাগ দিয়ে খুব মিনতি করে বলেছে ‘আন্টি, আপনার লাগেজ কম। এখানে আমার মেয়ের জন্য চকলেট, ঢাকায় কষ্ট করে পৌঁছে দেবেন।’ বললো, এয়ারপোর্টে তাঁর লোক থাকবে। সরল বিশ্বাসে অন্যের উপকার করতে গিয়ে ভদ্র মহিলার এমন বেহাল অবস্থা! এমন বহু ঘটনা বিমানবন্দরে চাকরি করতে গিয়ে নিজেও দেখেছি।

আমাদের দেশে স্বর্ণের মূল মালিক ধরা পড়ে না। এমন বাহকরা মামলা খায়। তবে, ব্যাগেজ রুলস জানলে তাঁর এ অবস্থা হতো না। তিনি অপরিচিত বা অল্প পরিচিতের কথায় ঝুঁকি নিতে না। স্বর্ণগুলো ঘোষণা দিয়ে শুল্ককর পরিশোধ করেও পরে নিতে পারতেন। অন্তত, ছয় মাস জেল খাটতে হতো না।

এ ধরণের ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে। বিমানবন্দর ও বর্ডারের যাত্রীগণ ব্যাগেজ রুলস ও প্রাসঙ্গিক বিষয়গুলো জেনে নিন…. ( বিদ্যমান যাত্রী ব্যাগেজ রুলস-২০১৬ এর আলোকে।)

✅গ্রীন চ্যানেল:
আপনার ব্যাগেজ শুল্কমুক্ত হলে গ্রীন চ্যানেল দিয়ে বের হয়ে যাবেন। এ ক্ষেত্র তফশীল-১ এর ফরমে (ফ্লাইট নামার আগে বিমানে দেয়া হয়) ঘোষণা দিতে হবে। ৫% ব্যাগ গ্রীন চ্যানেলে স্ক্যান ও পরীক্ষা হবে। কাস্টমস অফিসার চাইলে যে কারো ব্যাগ স্ক্যান বা খুলে পরীক্ষা করতে পারে। সাবধান!

🚫 রেড চ্যানেল: আপনার শুল্ককরযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে শুল্ককর পরিশোধ কররেন।

▪️বিদেশ থেকে শুল্কমুক্তভাবে—
👉 কি আনা যাবে? ✅
👉🏿 আর কি কি আনা যাবে না।🚫

📖 এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০১৬ প্রণয়ন করেছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়ায় এ বিধিমালাটি এখনো কর্যকর রয়েছে।

নিচে এ বিধিমালা অনুয়ায়ী বিদেশ হতে আগত ও বিদেশগামী যাত্রীর সচরাচর জিজ্ঞাসিত (শুল্কযুক্ত ও শুল্কমুক্ত) গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেয়া হলো:

▪️১. টেলিভিশন :
২৯" পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনা যাবে।
৩০"-৩৬" হলে ১০,০০০ টাকা,
৩৭"-৪২" হলে ২০,০০০ টাকা,
৪৩"-৪৬" হলে ৩০,০০০ টাকা,
৪৭"-৫২" হলে ৫০,০০০ টাকা,
৫৩" -৬৫" হলে ৭০,০০০ টাকা এবং
৬৬" এর বেশি হলে ৯০,০০০ টাকা
শুল্ক পরিশোধ করতে হবে।

▪️২. সিগারেট :
১ কার্টন (২০০ শলাকা) পর্যন্ত সিগারেট শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত সিগারেট বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

▪️৩. মদ ও মদ জাতীয় পানীয় :
বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিকদের জন্য মদ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। আনলে কাস্টমস তা আটক করবে। বিদেশী পাসপোর্টধারী নাগরিক হলে ২ বোতল বা সর্বোচ্চ ১ লিটার পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত মদ বিধি মোতাবেক বিক্রয়/ধ্বংসযোগ্য, তাই ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

▪️৪. ল্যাপটপ :
১ টি শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। ২ টি পর্যন্ত শুল্ক-করাদি (প্রায় ১৬%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ল্যাপটপ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৫. স্বর্ণবার :
১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ২০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ঘোষণা প্রদানপূর্বক ২৩৪ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। ঘোষণা না দিয়ে গ্রীন চ্যানেল অতিক্রমকালে স্বর্ণবার বহনকারী ধরা পরলে তা চোরাচালান হিসেবে গণ্য হবে। বর্ণিত অপরাধের দায়ে শুল্ক করাদি আরোপসহ অতিরিক্ত হিসেবে পন্যমূলের দ্বিগুন জরিমানা আরোপ হতে পারে। এ ক্ষেত্রে মামলার দীর্ঘসূত্রীতায় পণ্যটি পেতে অনেক সময় লাগতে পারে। অথচ ঘোষণা প্রদানপূর্বক নির্ধারিত শুল্ককরাদি পরিশোধ করে খুব সহজেই আপনার বহনকৃত স্বর্ণবারটি নিয়ে যেতে পারেন।
স্বর্ণবার আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।

▪️৬. স্বর্ণালংকার :
শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে একজন যাত্রী ১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত স্বর্ণালংকার আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ২০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ(detention memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

▪️৭. মোবাইল ফোন :
একজন যাত্রী নিজের ব্যবহৃতসহ সর্বমোট ২ টি মোবাইল ফোন শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে (প্রায় ৫৫.৬০%) ৩-৮টি পর্যন্ত মোবাইল আনতে পারবেন এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন Adjudication প্রক্রিয়ায় BTRC দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৮. নতুন শাড়ী_অন্যান্য কাপড়_কসমেটিক্স : ব্যাক্তিগত বিবেচনায় যুক্তিসংগত পরিমাণ শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। আরও কয়েকটি শুল্ক-করাদি (প্রায় ১২৮/১৫০%) পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এর বেশি আনলে বাণিজ্যিক বিবেচনায় কাস্টমস তা আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention memo) বুঝে নিবেন। আটককৃত পণ্য পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️৯. ঔষধ :
জরুরী বিবেচনায় প্রেসক্রিপশন দেখিয়ে যুক্তিসংগত পরিমাণ আনতে পারবেন। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত ঔষধ পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️১০. বৈদেশিক মুদ্রা :
বিদেশে যাওয়ার সময় পাসপোর্টে এনডোরস [বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ক্ষেত্র ব্যাতিত] ব্যাতিত কোন বৈদেশিক মুদ্রা সাথে নিতে পারবেন না। তবে বাংলাদেশী মুদ্রায় ১০,০০০ টাকা পাসপোর্টে এনডোরস ছাড়াই সাথে নিতে পারবেন। এনডোরস ব্যাতিত এর বেশী বৈদেশিক মুদ্রা সাথে নিলে কাস্টমস আটক করবে। আটক হলে সফটওয়্যার প্রিন্টেট আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আর মুদ্রা পাচার/মানি লন্ডারিং বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে। বিদেশ থেকে ফেরার সময় ইচ্ছেমত বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। তবে ১০,০০০ ডলার/সমমান এর বেশি বৈদেশিক মুদ্রা আনলে অবশ্যই কাস্টমস এর নিকট FMJ ফরম-এ ঘোষণা প্রদান করতে হবে।

▪️১১. সাময়িক আটক :
শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে খালাসযোগ্য পণ্যের ক্ষেত্রে তাৎক্ষনিক শুল্ক-করাদি পরিশোধ করার মত টাকা সাথে না থাকলেও ভয়ের কিছু নেই। সেক্ষেত্রে কাস্টমস তা সাময়িকভাবে আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সাময়িকভাবে আটককৃত পণ্য ২১ দিনের মধ্যে যথাযথ শুল্ক-করাদি পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন।

▪️১২. কার্গো বুকিং পণ্য ঘোষণা :
বিদেশ থেকে আসার আগে কার্গোতে ব্যাক্তিগত মালামাল বুকিং দিয়ে আসলে বাংলাদেশে নেমেই/৭ দিনের মধ্যে এয়ারপোর্ট কাস্টমস এর নিকট এয়ারওয়ে বিল এবং পাসপোর্টসহ উপস্থিত হয়ে নির্ধারিত "এ-ফরম" পূরণ করে মালামাল এর ঘোষণা প্রদান করবেন। অনুমোদিত "এ-ফরম" এর কপি নিয়ে মালামাল আসার পর শুল্ক-করাদি (প্রযোজ্য ক্ষেত্রে) পরিশোধ সাপেক্ষে এয়ারফ্রেইট ইউনিট থেকে মালামাল নিতে পারেন।

▪️১৩. নির্দিষ্ট শুল্কের পণ্য:
যাত্রীর সাথে বহনকৃত কিছু পণ্যের শুল্কের পরিমানঃ
1. হোম থিয়েটার/মিউসিক সেন্টার ৪ এর অধিক সর্বোচ্চ ৮ টি -৮০০০/- টাকা
2. রেফ্রিজারেটর -৫০০০/- টাকা
3. এয়ার কন্ডিশন- ৭০০০-২০০০০/- টাকা
4. ডিশ এন্টিনা -৭০০০/- টাকা
5. Professional কাজে ব্যবহত HD, DV, BETA Cam- -১৫০০০/- টাকা
6. ঝাড়বাতি -৩০০/- টাকা (প্রতি পয়েন্ট)
7. ওয়াশিং মেশিন-৩০০০/- টাকা

▪️১৪. একটি করে ফ্রি পণ্য:
শুল্ককরাদি পরিশোধ ব্যতিরেকে সম্পূর্ণ ফ্রিতে ১ টি করে যে সকল পণ্য আনা যাবে-
1. ক্যাসেট প্লেয়ার/টুইন ওয়ান
2. ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
3. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার
4. ডেস্কটপ/ল্যাপটপ
5. কম্পিউটার প্রিন্টার
6. কম্পিউটার স্ক্যানার
7. ফ্যাক্স মেশিন
8. ভিডিও ক্যামেরা (Professional কাজে ব্যবহৃত)
9. স্টীল/ডিজিটাল ক্যামেরা
10. টেলিফোন সেট
11. মাইক্রোওয়েভ ওভেন
12. রাইস/প্রেসার কুকার
13. টোস্টার/জুসার/কফি মেকার ও অনুরূপ
14. টাইপরাইটার
15. গৃহস্থলি সেলাই মেশিন
16. ফ্যান
17. খেলাধুলা সামগ্রী (ব্যক্তিগত)
18. ১০০ গ্রাম স্বর্ণালংকার ২০০ গ্রাম রৌপ্য অলংকার
19. ২০০ শলাকা সিগারেট
20. ২৯” পর্যন্ত টেলিভিশন
21. ভিসিআর/ভিসিপি
22. হোম থিয়েটার/মিউসিক সেন্টার ৪ এর অধিক পর্যন্ত
23. এলসিডি কম্পিউটার মনিটর ১৯” পর্যন্ত
24. ২ টি মোবাইল (ব্যবহৃতসহ)
25. কার্পেট ১৫ বর্গমিটার পর্যন্ত

▪️১৫. মৃত ব্যক্তির ব্যাগেজ:
বাংলাদেশী কোন নাগরিক বিদেশে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তির ব্যাগেজ সকল শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে খালাস করা যাবে।

▪️ ১৬. হুইলচেয়ার:
অসুস্থ পঙ্গু বৃদ্ধ যাত্রীর হুইল চেয়ার ও ব্যবহার্য্য চিকিৎসা যন্ত্রপাতি সকল শুল্ক কর পরিশোধ ব্যতিরেকে খালাস করা যাবে।

▪️১৭. সাবধানঃ
সুতরাং অপরিচিত ব্যাক্তি এবং ব্যাগেজ-কে বিশ্বাস করা ঝুঁকিপূর্ণ। তাই না জেনে অন্য কারো দেওয়া মালামাল বহন করবেন না।

▪️১৮. জীবন ও সম্মান আগে:
এ ভদ্রমহিলার মতো এভাবে বিদেশে অপরিচিত বা হাল্কা পরিচিত কারো জিনিস বহন করবেন না। ছয় মাস জেল স্বর্ণের মূল মালিক খাটেনি। তাঁর সন্তানও মায়ের অভাবে দিশেহারা হয়নি।

Address


Telephone

+8801724820904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Benapole Travel Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Benapole Travel Point:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share