15/05/2024
সিলেটের সুনামগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা হচ্ছে লাকমাছড়া। এই জায়গাটির একপাশে বাংলাদেশ ও অপরপাশে ভারত। ভারতের লাকমাছড়া ঝর্ণার পানিটা এখানে আসে। বাংলাদেশ থেকে ঝর্ণাটা দেখা যায়না। চারপাশে শুধু সবুজ মেঘালয় পাহাড় আর পাহাড়ের নিচের গিরিখাত দিয়ে বেয়ে আসছে লাকমাছড়া ঝর্ণার পানি। পুরোটা পাথরের পথের উপর দিয়ে এই পানি বয়ে যায়।আশেপাশের সবুজ প্রকৃতি আর ঝর্ণার পানি দিয়ে তৈরি ছড়া ভ্রমণ পিপাসুদের মন ভরাবে।এইখানে বেশ সুন্দর সুন্দর ছবি আসে।
টাংগুয়ার হাওর ভ্রমনে গেলে আপনারাও এই সুন্দর স্পট দেখতে পারবেন।প্রকৃতিপ্রেমীদের কাছে পুরো হাওরটাই দর্শনীয়।লাকমাছড়া ছাড়াও আছে আর মনোমুগ্ধকর স্পট যেমন-শিমুল বাগান, বারিক্কাটিলা,শহীদ সিরাজ লেক, নীলাদ্রি,যাদুকাটা নদী, ওয়াচ টাওয়ার।
🍀পরিবার- পরিজন কিংবা বন্ধুদের নিয়ে টাংগুয়ার হাওর ভ্রমণ ও এর সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন আমাদের ভ্রমনে চলে আসুন আমাদের লাক্সারী ক্লাসিক হাউজবোট নবাবে।
📌১৭-১৮ মে,২০২৪, শুক্র-শনিবার, টাংগুয়ার হাওড় ট্যুরে একজন/দুইজন/তিনজন/ছোট গ্রুপ/বড় গ্রুপের বুকিং নেয়া হচ্ছে।
✅নবাব হাউজবোটে মোট ০৬টি কেবিন রয়েছে। প্রতি কেবিনে ২/৩জন ইজিলি থাকতে পারবেন। নবাবে আছে নান্দনিক লাইটিং এর লাউঞ্জ, রুম, করিডোর। নবাবের ছাদে আছে ০৪টা স্পেশাল হেলান খাট। ছাদে রোদ থেকে রক্ষা পেতে আছে বড় বড় ছাতা।
📞প্যাকেজ ডিটেইলস জানতে, পুরো হাউজবোট বুকিং করতে কিংবা যেকোন বিষয়ে জানতে চাইলে যোগাযোগ করুন-
- 01601 992334 (Whats App)