Flamingo Bird

  • Home
  • Flamingo Bird

Flamingo Bird Lets move to the world....
We are coming with inbound and outbound dream tour for you.. Come out from a Robotics life style and take a deep breath of nature.

নাহ! কাছেপিঠে কোথাও না। যারা গতানুগতিক স্রোতে গা ভাসাতে চান না, তাদের জন্য এই পোস্ট। সবার জন্য না।    এবার চলুন যাওয়া যা...
18/11/2023

নাহ! কাছেপিঠে কোথাও না।
যারা গতানুগতিক স্রোতে গা ভাসাতে চান না, তাদের জন্য এই পোস্ট। সবার জন্য না।



এবার চলুন যাওয়া যাক সুদূর উত্তর আমেরিকার উপকূলে, তাও ভিসার ঝামেলা ছাড়া!! ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মায়াবী নীল জলে এবার বসছে ফুড ফেস্টিভ্যাল। মাস্টার শেফ, মিশেলিন স্টার শেফদের অন্যতম বৃহৎ এই মিলনমেলায় সবাইকে আমন্ত্রণ। উৎসবে আমরা চেখে দেখব ক্যারিবিয়ান ফুড, কানে থাকবে ক্যারিবিয়ানদের সিগনেচার বোহেমিয়ান রেগে মিউজিক। বব মার্লে "নো ওম্যান, নো ক্রাই" লিখেছিলেন যে উপকূলে বসে।
আগামী মার্চে আসছে আমাদের ওয়ান্স ইন লাইফটাইম ট্যুর, এক্কেবারে সেই আটলান্টিকের বুকের ভেতর! বাহামার নাসাউ আইল্যান্ডে, আইকনিক আটলান্টিস রিসোর্টে।
বাংলাদেশীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা থাকায় শুধু বিমান ভাড়া দিয়েই আমাদের সাথে উড়াল দিন বাহামা ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভ্যালে!
সময় কিন্তু বেশি নেই! আর আসনও একদম সীমিত!!

01/05/2023
Call for booking or mention here or join  #ফ্লামিঙ্গো group
28/04/2023

Call for booking or mention here or join #ফ্লামিঙ্গো group

https://youtu.be/dDX_zVsZTD4
03/12/2022

https://youtu.be/dDX_zVsZTD4

পায়ে চলার পথ .....................................................রবীন্দ্রনাথ ঠাকুর‘ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে-সমস্ত চরণপাত একদিন পুষ্পব...

ফ্লামিঙ্গো গ্রুপ থেকে সুন্দরবন ভ্রমণ এর  ট্যুর আয়োজনে করলে অক্টোবর মাসের ৮-১০ ডিসেম্বর কে কে যাবেন ইনশাআল্লাহ। খরচ ৬০০০ ...
06/11/2022

ফ্লামিঙ্গো গ্রুপ থেকে সুন্দরবন ভ্রমণ এর ট্যুর আয়োজনে করলে অক্টোবর মাসের ৮-১০ ডিসেম্বর কে কে যাবেন ইনশাআল্লাহ। খরচ ৬০০০ টাকা। ৩ রাত ২ দিন এর ট্যুর হবে। আমরা ঢাকা থেকে মংলা যাবো ওখান থেকে সুন্দরবন ঘুরে আবার মংলা থেকে ঢাকা ফিরবো।

যা যা থাকছেঃ
♦১ম দিন:-
=>পায়ে হেটে সুন্দরবন দেখা।
=> সুন্দরবনে ছোট নৌকা ট্রিপ।
=>স্থানীয় জেলে পল্লী ঘুরে দেখার সুযোগ।
=>জেলে, মৌয়ালী,বাওয়ালী পরিবারের সাথে সময় কাটানো।
=>স্থানীয় সংস্কৃতির সাথে পরিচয়।
=>গ্রাম্য হাট ঘুরেদেখা।
=>সন্ধ্যায় বাদাবন ইকো কটেজের বিচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>বাদাবন ইকো কটেজে প্রকৃতির সাথে রাত্রিযাপন(সাহসী পর্যটকরা তাবুতেও থাকতে পারেন)।

♦২য় দিন:-
=>ভোরে সাইকেলে চড়ে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>সকালের নাস্তা শেষে,আধুনিক ওয়াশরুম সম্বলীত ফাইবার বোটে(জালিবোট)করে সুন্দরবনে লং ট্রিপ।
=>সাথে থাকবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বন বিভাগ কর্তৃক প্রশিক্ষিত ইকো গাইড, স্কট, হালকা নাস্তা, দুপুরের খাবার, পানি।
=>সুন্দরবনের দুটি ইকো ট্যুরিজম কেন্দ্র(করমজল +হাড়বাড়িয়া) ঘুরে দেখা।সেখানে আপনি পাবেন, সবুজ প্রকৃতি, দলে দলে ঘুরে বেড়ানো হরিণের পাল,বানোরের অভ্যার্থনা, ওয়াচ টাওয়ারে উঠে গভীর সুন্দরবনের দৃশ্য দেখতে পাবেন, কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন,তিনটি ডলপিনের অভয়ারন্য, বাঘের সদ্য পায়ের ছাপ, ভাগ্য ভালো হলে দেখেও যেতে পারেন বাঘ মামাকে,,,।
=>সুন্দরবন ঘুরে বিকালে মংলা পোর্ট, মেরিন ড্রাইভ রোড, পিকনিক কর্নার ঘুরে দেখা।
খাবার তালিকাঃ

♥১ম দিন - সকালে,
খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
অথবা,
সাধা ভাত,ডিম, ডাল, ভর্তা,চা।
১১:৩০- একটি দেশী ফল,
♦দুপুরে-
সাধা ভাত, কটেজের ঘেরের বাগদা চিংড়ী, দেশী মুরগি/ হাসের মাংস, সবজী, ডাল,সালাদ, দধি।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
মুরগি Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।
♥২য় দিন -
সকালে - খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
১১:৩০ -হালকা নাস্তা,
♦দুপুরে-
যেহেতু আমরা সারাদিন সুন্দরবনে বোটে করে ঘুরবো তাই, তেহেরি, সালাদ, 7up, পানি।
বিকেলে - হালকা নাস্তা।
রাতে-
সাধা ভাত, দেশী মুরগি/ নদির মাছ, সবজী, ডাল,সালাদ
প্রত্যেকটা খাবারই থাকবে গ্রামের কাঠের চুলায় রান্না এবং মানসম্মত।
♦পুকুরে সাতার কাটা ও বর্শি /জাল দ্বারা মাছ ধরার ব্যাবস্থা থাকবে।ঘেরের বাগদা চিংড়িও চাইলে ধরতে পারেন।
যাওয়া আসার বাস ভাড়া, ২ দিন এর ৬ বেলা খাবার এবং ৪ বেলা স্নাক্স সহ বন ভ্রমন ট্যাক্স এবং নিরাপত্তা কর্মী সহ উপরে উল্লেখিত সব খরচ এই প্যাজেক এর মধ্যে ইনশাআল্লাহ।

22/09/2022

ফ্লামিঙ্গোর স্বপ্ন ছোয়ার গল্প

12/09/2022

ডিটেইলস ফ্লামিঙ্গো গ্রুপে

ফ্লামিঙ্গো  গ্রুপ থেকে সুন্দরবন ভ্রমণ এর এমন একটি ট্যুর আয়োজনে করলে অক্টোবর মাসে প্রথম শপ্তাহ ৬-৯ ই অক্টোবর কে কে যাবেন ...
03/09/2022

ফ্লামিঙ্গো গ্রুপ থেকে সুন্দরবন ভ্রমণ এর এমন একটি ট্যুর আয়োজনে করলে অক্টোবর মাসে প্রথম শপ্তাহ ৬-৯ ই অক্টোবর কে কে যাবেন ইনশাআল্লাহ। খরচ ইনশাআল্লাহ ৬০০০ টাকা। ৩ রাত ২ দিন এর ট্যুর হবে। আমরা ঢাকা থেকে মংলা যাবো ওখান থেকে সুন্দরবন ঘুরে আবার মংলা থেকে ঢাকা ফিরবো।

যা যা থাকছেঃ
♦১ম দিন:-
=>পায়ে হেটে সুন্দরবন দেখা।
=> সুন্দরবনে ছোট নৌকা ট্রিপ।
=>স্থানীয় জেলে পল্লী ঘুরে দেখার সুযোগ।
=>জেলে, মৌয়ালী,বাওয়ালী পরিবারের সাথে সময় কাটানো।
=>স্থানীয় সংস্কৃতির সাথে পরিচয়।
=>গ্রাম্য হাট ঘুরেদেখা।
=>সন্ধ্যায় বাদাবন ইকো কটেজের বিচ চেয়ারে বসে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>বাদাবন ইকো কটেজে প্রকৃতির সাথে রাত্রিযাপন(সাহসী পর্যটকরা তাবুতেও থাকতে পারেন)।

♦২য় দিন:-
=>ভোরে সাইকেলে চড়ে সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করা।
=>সকালের নাস্তা শেষে,আধুনিক ওয়াশরুম সম্বলীত ফাইবার বোটে(জালিবোট)করে সুন্দরবনে লং ট্রিপ।
=>সাথে থাকবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বন বিভাগ কর্তৃক প্রশিক্ষিত ইকো গাইড, স্কট, হালকা নাস্তা, দুপুরের খাবার, পানি।
=>সুন্দরবনের দুটি ইকো ট্যুরিজম কেন্দ্র(করমজল +হাড়বাড়িয়া) ঘুরে দেখা।সেখানে আপনি পাবেন, সবুজ প্রকৃতি, দলে দলে ঘুরে বেড়ানো হরিণের পাল,বানোরের অভ্যার্থনা, ওয়াচ টাওয়ারে উঠে গভীর সুন্দরবনের দৃশ্য দেখতে পাবেন, কৃত্রিম কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন,তিনটি ডলপিনের অভয়ারন্য, বাঘের সদ্য পায়ের ছাপ, ভাগ্য ভালো হলে দেখেও যেতে পারেন বাঘ মামাকে,,,।
=>সুন্দরবন ঘুরে বিকালে মংলা পোর্ট, মেরিন ড্রাইভ রোড, পিকনিক কর্নার ঘুরে দেখা।
খাবার তালিকাঃ

♥১ম দিন - সকালে,
খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
অথবা,
সাধা ভাত,ডিম, ডাল, ভর্তা,চা।
১১:৩০- একটি দেশী ফল,
♦দুপুরে-
সাধা ভাত, কটেজের ঘেরের বাগদা চিংড়ী, দেশী মুরগি/ হাসের মাংস, সবজী, ডাল,সালাদ, দধি।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
মুরগি Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।
♥২য় দিন -
সকালে - খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
১১:৩০ -হালকা নাস্তা,
♦দুপুরে-
যেহেতু আমরা সারাদিন সুন্দরবনে বোটে করে ঘুরবো তাই, তেহেরি, সালাদ, 7up, পানি।
বিকেলে - হালকা নাস্তা।
রাতে-
সাধা ভাত, দেশী মুরগি/ নদির মাছ, সবজী, ডাল,সালাদ
প্রত্যেকটা খাবারই থাকবে গ্রামের কাঠের চুলায় রান্না এবং মানসম্মত।
♦পুকুরে সাতার কাটা ও বর্শি /জাল দ্বারা মাছ ধরার ব্যাবস্থা থাকবে।ঘেরের বাগদা চিংড়িও চাইলে ধরতে পারেন।
যাওয়া আসার বাস ভাড়া, ২ দিন এর ৬ বেলা খাবার এবং ৪ বেলা স্নাক্স সহ বন ভ্রমন ট্যাক্স এবং নিরাপত্তা কর্মী সহ উপরে উল্লেখিত সব খরচ এই প্যাজেক এর মধ্যে ইনশাআল্লাহ।

ফ্লামিঙ্গো সুন্দরবন এর তরী ডাইমেনশন।সকল ভ্রমণ কারী কেবিনে অবস্থান করবে।
01/09/2022

ফ্লামিঙ্গো সুন্দরবন এর তরী ডাইমেনশন।
সকল ভ্রমণ কারী কেবিনে অবস্থান করবে।

ডিসকভার সুন্দরবন। ফ্লামিঙ্গো ৪ রাত ৩ দিনের লাক্সারিয়াস রিজার্ভ ট্যুরিস্ট লঞ্চ ভ্রমণ। ঢাকা সুন্দরবন ঢাকা ভলবো/স্ক্যানিয়া ...
01/09/2022

ডিসকভার সুন্দরবন।
ফ্লামিঙ্গো ৪ রাত ৩ দিনের লাক্সারিয়াস রিজার্ভ ট্যুরিস্ট লঞ্চ ভ্রমণ।
ঢাকা সুন্দরবন ঢাকা ভলবো/স্ক্যানিয়া এসি বাস সার্ভিস সহ। মিনিমাম ৪০ জনের গ্রুপ হতে হবে। যাত্রা বিরতির খরচ ছাড়া সকল খরচ ইনক্লুড। এমনকি আসার দিন রাত্রের খাবার সহ।

⛵প্যাকেজ মূল্য ঃ
সিঙ্গেল ৯,৫০০ টাকা এবং কাপল জনপ্রতি ১০,৫০০ টাকা। এটাচ বাথ সহ কাপল কেবিন ১১০০০ জনপ্রতি।

🌍 ভ্রমণ স্পট :
▪হাড়বাড়িয়া
▪বাদাম তলা সী বীচ
▪টাইগার পয়েন্ট
▪কটকা অফিস পাড়
▪দুবলার চর
▪হিরণ পয়েন্ট
▪করমজল

🍽 খাবার 👩‍🍳 : প্রতিদিন ২ বেলা স্নাক্স সহ রিচ মেনুর খাবার থাকবে। চা এবং কফির ব্যাবস্থা থাকবে পর্যাপ্ত।

👛ভ্রমন বৃত্তান্ত ঃ

😍 ১ম দিন:
🌄সকাল ৭:৩০ খুলনা থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে।পশুর নদী ধরে শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো "হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছনে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি জলের পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
🌿শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
😍 ২য় দিন:
🌞 খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং 'বঙ্গপোসাগর " এর মিলন স্থান।
একি পথ ধরে ফিরে এসে ট্রলারে করে যাবো কটকা অফিস পাড় । খুব কাছ থেকে হরিণের পাল দেখে ফিরবো শীপে ৷ শীপ যাবে হিরণ পয়েন্টের উদ্দেশ্যে।
🌇 বিকালে জোয়ার ভাটা দেখে আমরা নামবো হিরণ পয়েন্টে। এবং ফিরে আসবো সন্ধার পূর্বে।
🌘 এরপর আমরা সন্ধার পর নামবো শুটকি পল্লী দুবলার চরের আলোর কূলে। দুবলার সী বীচের সৌন্দর্য উপভোগ করবো পূর্ণ পূর্ণিমার আলোতে।
এরপর যাবো করমজলের উদ্দেশ্যে।
😍 ৩য় দিনঃ
🏝 করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
👮নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
📌 সুন্দরবন ভ্রমণের করনীয় :
🔹উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
🔹কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
🔹পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
🔹এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
🔹জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
🔹যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
🔹জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
🔹গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
🔹পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
🔹স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
🔹গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
⚓ আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।

খাবার তালিকাঃ

♥১ম দিন - সকালে,
পরোটা/রুটি,সবজি,ডিম, সালাদ, পানি
১১:৩০- একটি দেশী ফল,ড্রাই কেক
♦দুপুরে-
সাধা ভাত, ঘেরের বাগদা চিংড়ী, সবজী, ভর্তা,ডাল,সালাদ, দধি।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
মুরগি Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।

♥২য় দিন -
সকালে - খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
১১:৩০- একটি দেশী ফল,ড্রাই কেক
♦দুপুরে-
সাধা ভাত, হাস ভুনা, সবজী, ডাল,সালাদ, মিষ্টি ।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
সামুদ্রিক মাছ রুপচাঁদা /কোরাল Bar-B-Q, রুটি/পরটা,ঝোল, সস্,সালাদ,7up।

♥৩য় দিন -
সকালে - খিচুড়ি, ড়িম,সালাদ,আচার,চা।
১১:৩০- একটি দেশী ফল,ড্রাই কেক
♦দুপুরে-
সাধা ভাত, মাছ ভুনা, সবজী, ভর্তা,ডাল,সালাদ, মিষ্টি ।
♠বিকেল - গ্রাম্য হালকা নাস্তা।
♣রাতে -
সাধা ভাত, মুরগী ভুনা, সবজী, ডাল,সালাদ, মিষ্টি।

📌 সাথে কি কি নিবেন:
▪প্রয়োজনীয় ঔষধ।
▪টুথ ব্রাশ ও পেস্ট।
▪ক্যাপ,সান গ্লাস সানস্ক্রিন লোশন
▪ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক
▪ সাবান,শ্যাম্পু
▪রেইন কোর্ট বা ছাতা
▪ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
⚡বি দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।

যে কোন কর্পোরেট গ্রুপের জন্য প্রযোজ্য।
যোগাযোগ +8801947252262
ধন্যবাদ

ফ্লামিঙ্গো গ্রুপ নিয়ে আসলোস্যান্ডি হিল বিচে সূর্যোদয় এবং সূর্যাস্ত ২ রাত ২ দিন🏚️ আদি নাথ মন্দির ভিজিট🧚‍♀️রাখাইন পাড়া ভিজ...
31/08/2022

ফ্লামিঙ্গো গ্রুপ নিয়ে আসলো
স্যান্ডি হিল বিচে সূর্যোদয় এবং সূর্যাস্ত
২ রাত ২ দিন
🏚️ আদি নাথ মন্দির ভিজিট
🧚‍♀️রাখাইন পাড়া ভিজিট
🍱 সোনাদিয়া দ্বিপ স্যান্ডি হিল বিচ রাত্রি যাপন সাথে লাইভ বার বি কিউ 🌊

প্যকেজ জনপ্রতি ৩৫৫০/- টাকা মাত্র।
👉🏻ক্যাম্পিং প্যাকেজ🏖🏖🏖
প্যাকেজে যা যা থাকছে-------👇

🏕️তাবু- ফোমের বেড-বালিশ-কম্বল। প্রত্যেক ২ জনের জন্য একটি তাবু।
🥘সকালের নাস্তা-ডিম-খিঁচুড়ি-আচার(আসার দিন সকালের নাস্তা)
🍛দুপুরে খাবার - ভাত-ডাল-মুরগি-সামুদ্রিক পোয়ামাছ- শুঁটকি ভর্তা-সালাদ।
🍱রাতে বার বি কিউ-রুটি ৩টি-সালাদ-কোকাকোলা।
🥘সকালের নাস্তা-ডিম-খিঁচুড়ি-আচার(আসার দিন সকালের নাস্তা)
🍛আসার দিন দুপুরে খাবার - ভাত-ডাল-সামুদ্রিক মাছ- শুঁটকি ভর্তা-সালাদ।

♦️প্যাকেজে থাকবে বোট সার্ভিস (ঘটিভাঙ্গা টু সোনাদিয়া-
সোনাদিয়া টু ঘটিভাঙ্গা) আসা-যাওয়া খরচ।
🚎 ঢাকা টু মহেশখালী টু ঢাকা বাস সার্ভিস
🚙সকল লোকাল ট্রান্সপোর্ট

🚽 ওয়াশরুমের সু-ব্যবস্থা আছে।

মনে রাখতে হবে যে_____
💥আপনি যে কোন দিন বুকিং করতে পারবেন (আসন খালি থাকা পর্যন্ত )।
📞 এখনি কল করুন 01947252262 এই নাম্বার

কমপক্ষে ৩ দিন আগে বুকিং কনফার্ম করতে হবে।
⚔️বি:দ্র- সরকারি বিধিনিষেধ মেনে চলতে হবে। #ফ্লামিঙ্গো

Address


Telephone

+8801947252262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flamingo Bird posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share