Stay Safe Travel Solutions

  • Home
  • Stay Safe Travel Solutions

Stay Safe Travel Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Stay Safe Travel Solutions, Travel Company, .

জরুরী ভিত্তিতে কুয়েতে নার্স প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা- ৩ বছরের নার্সিং কোর্স।কাজের অভিজ্ঞতা- ৪ বছর। বেতন- ৯৪,২৮৬ টাকা।
18/09/2022

জরুরী ভিত্তিতে কুয়েতে নার্স প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা- ৩ বছরের নার্সিং কোর্স।
কাজের অভিজ্ঞতা- ৪ বছর।
বেতন- ৯৪,২৮৬ টাকা।

মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় দুবাইতে সরাসরি চাকরির ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ। পাসপোর্ট ও ছবি জমা নেয়া হচ্ছে। প্রয়োজনে-0181...
20/07/2022

মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় দুবাইতে সরাসরি চাকরির ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ। পাসপোর্ট ও ছবি জমা নেয়া হচ্ছে।

প্রয়োজনে-01815167680

19/07/2022
 #এবারের সদকাতুল ফিতর- সর্বোচ্চ ২,৩১০৳সর্বনিম্ন ৭৫৳
15/04/2022

#এবারের সদকাতুল ফিতর-
সর্বোচ্চ ২,৩১০৳
সর্বনিম্ন ৭৫৳

কক্সবাজার এবং সেন্টমার্টিনে অবিশ্বাস্য রেটে রুমের জন্য যোগাযোগ করুন।  ☎️ 01778166724
17/12/2021

কক্সবাজার এবং সেন্টমার্টিনে অবিশ্বাস্য রেটে রুমের জন্য যোগাযোগ করুন। ☎️ 01778166724

Now fly to the other side directly...
28/09/2021

Now fly to the other side directly...

31/08/2021

রিয়াদে সৌদিয়ান আর্মির লেঃ জেনারেলের বাসায় একজন ব্যক্তিগত গাড়ি ড্রাইভার দরকার।

বেতন -১৫০০ রিয়াল।

👉 তবে এক্ষেত্রে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বিঃদ্রঃ-
ট্রাভেল এজেন্সির হাজারো প্রতারণার বিরুদ্ধে আমরা একটা ভিন্নধর্মী জবাবদিহিতা মূলক নতুন ধারা তৈরী করার চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছি।

ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকা সত্বেও যেহেতু আমরা কারো না কারো মাধ্যমে বিদেশ যাবোই।
অতএব, সেই যাওয়ার মাধ্যম টি যেন থাকে প্রতারণা মুক্ত। সেই লক্ষেই আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ শুরু করেছি।

সেই ২০১৭ সাল থেকেই "স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স" ভ্রমণ পিপাসুদের কাছে এক আস্থা এবং নির্ভরতার নাম।
19/08/2021

সেই ২০১৭ সাল থেকেই "স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স" ভ্রমণ পিপাসুদের কাছে এক আস্থা এবং নির্ভরতার নাম।

খুলছে পর্যটন-বিনোদনকেন্দ্র।এবার আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরক...
12/08/2021

খুলছে পর্যটন-বিনোদনকেন্দ্র।

এবার আসন সংখ্যার অর্ধেক ব্যবহার করে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্রও খুলে দিচ্ছে সরকার। একইসঙ্গে সড়কে অর্ধেক যানবাহন চলার নিয়মও উঠে যাচ্ছে।
আগামী ১৯ আগস্ট থেকে বিনোদনকেন্দ্র ও গণপরিবহন পুরোপুরি খুলে দিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

"স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স"।ভ্রমণ পিপাসুদের জন্য এক বিশ্বস্ত নাম...
12/08/2021

"স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স"।
ভ্রমণ পিপাসুদের জন্য এক বিশ্বস্ত নাম...

"স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স" এর পক্ষ থেকে সবাইকে আরবী নববর্ষের শুভেচ্ছা।
09/08/2021

"স্টে সেইফ ট্রাভেল স্যলিউশন্স" এর পক্ষ থেকে সবাইকে আরবী নববর্ষের শুভেচ্ছা।

09/08/2021

বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট বুধবার থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিচের শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

২ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।
৪. শপিংমল/মার্কেট/দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে।
৫. সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে।
৬. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
৭. সবক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদফতর প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৮. গণপরিবহন, বিভিন্ন দফতর, মার্কেট ও বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

আজ ঐতিহাসিক পলাশী ট্রাডেজি দিবস।
23/06/2021

আজ ঐতিহাসিক পলাশী ট্রাডেজি দিবস।

21/06/2021

আগামী ২৪জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কক্সবাজার হোটেল মোটেল জোন খুলে দেওয়া হয়েছে।

অবশেষে খোলে দেওয়া হলো কক্সবাজার আবাসিক হোটেল।স্বাস্থ্যবিধি মানার শর্তে অতি শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হোক।
16/06/2021

অবশেষে খোলে দেওয়া হলো কক্সবাজার আবাসিক হোটেল।
স্বাস্থ্যবিধি মানার শর্তে অতি শীঘ্রই পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হোক।

Address


Telephone

+8801815167680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay Safe Travel Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share