World travellers vlog bd

  • Home
  • World travellers vlog bd

World travellers vlog bd World Traveler
(7)

নতুন বাজেটে বিয়ের কর বৃদ্ধি!! সবাই সাবধান...
02/06/2023

নতুন বাজেটে বিয়ের কর বৃদ্ধি!!
সবাই সাবধান...

কম খরচে ভ্রমন ভিসা, টিকেটিং, ভ্রমন প্যাকেজ,  আমার ভ্রমন অভিজ্ঞতা সহ বিশ্ব ভ্রমন সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আমার ইউটি...
01/05/2023

কম খরচে ভ্রমন ভিসা, টিকেটিং, ভ্রমন প্যাকেজ, আমার ভ্রমন অভিজ্ঞতা সহ বিশ্ব ভ্রমন সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আমার ইউটিউভ চ্যানেল সাবস্ক্রাইভ করুন।

Dear Viewers, For those of you who are going to visit Darjeeling Sikkim Gangtok in India, I am going to give you a good hotel review in Siliguri today at a v...

♦ ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত কাগজপত্র গুলো এখনি গুছিয়ে রাখুন, সময় করে আবেদন করে ফেলুনঃ১. ০৬ মাস মেয়াদ সম্পন্...
11/04/2023

♦ ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য নিম্মলিখিত কাগজপত্র গুলো এখনি গুছিয়ে রাখুন, সময় করে আবেদন করে ফেলুনঃ

১. ০৬ মাস মেয়াদ সম্পন্ন বৈধ পাসপোর্ট কপি
২. সদ্য তোলা ২*২ ইঞ্চি পাসপোর্ট সাইজ ছবি
৩. বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল
৪. জাতীয় পরিচয়পত্র
৫. আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে
৬. ট্রেড লাইসেন্স অথবা চাকরির এনওসি লেটার
৭. ব্যাংক স্টেটমেন্ট
৮. পূর্ববতী সর্বশেষ ইন্ডিয়ান ভিসার কপি (যদি পূর্বে ইন্ডিয়ায় ভ্রমণ করে থাকেন)
৯. বিগত দশ বছরে যেসকল দেশ ভ্রমণ করেছেন সেই সকল দেশের নাম উল্লেখ করুন
১০. যদি আপনি স্টুডেন্ট বা অন্যের ইনকাম সোর্সের উপর নির্ভরশীল হন তবে উক্ত ব্যাক্তির কর্মবিবরণী উল্লেখ করুন (ভিজিটিং কার্ড)
১১. মেডিকেল ভিসার ক্ষেত্রে বাংলাদেশে দেখানো ডাক্তারের প্রেসক্রিপশন এবং টেস্টের কপি।

সময়ঃ ইদানিং ভিসাপ্রার্থির সংখ্যা বেড়ে যাওয়ার কারনে ২০-২৫ দিন লেগে যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পেতে পূর্বে যেটা ৫-৭ দিন লাগতো।

খরচ সমূহ:
১. এম্বাসি ফি: ৮৫০/-
২. ভিসা প্রসেসিং ফিস এজেন্সি প্রকারভেদে একেক রকম।

বিঃদ্রঃ ভিসা দেওয়ার- না দেওয়ার ক্ষমতা একমাত্র ইন্ডিয়ান এম্বাসীর উপর নির্ভর করে। তাই কোন দালালের খপ্পরে পরে আর্থিক ক্ষতিগ্রস্ত হবেন না।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।

World travellers vlog bd

#ভারতভিসা #ইন্ডিয়ারভিসা

টুরিস্ট হলো অতিথি পাখির মতো। তারা যেখানে বেশি সুযোগ সুবিধা পাবে, সেখানেই যাবে। সম্প্রতি বিদেশি ব্লগার ও ইউটিউবার টুরিস্ট...
08/04/2023

টুরিস্ট হলো অতিথি পাখির মতো। তারা যেখানে বেশি সুযোগ সুবিধা পাবে, সেখানেই যাবে। সম্প্রতি বিদেশি ব্লগার ও ইউটিউবার টুরিস্টদের একাংশ বাংলাদেশে ঘুরতে আসার প্রবণতা বেড়েছে। এর অন্যতম কারণ, এদেশের প্রায় সাড়ে ৫ কোটি মানুষ ফেইসবুক ইউজ করে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ইউজারদের টার্গেট করে তারা এদেশে আসে মূলত তাদের সাবসক্রাইবার বৃদ্ধি করতে। তবে এতে লাভ হয় মূলত বাংলাদেশেরই।

বাংলাদেশে বিদেশি টুরিস্ট আসার পর দেশের মূলত কি কি উপকার বা লাভ হচ্ছে-
১। দেশে বৈদেশিক মুদ্রা আসছে।
২। হোটেল রেস্তোরাঁর আয় হচ্ছে।
৩। অধিক পর্যটক আসায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। কিরকম?

আপনারা যারা কক্সবাজার, বান্দরবান, সুন্দরবন বা শিমুল বাগান যান, লক্ষ্য করবেন - কেউ ছবি তুলে দিচ্ছে, কেউ খাবারদাবার/পানি সেল দিচ্ছে, কেউ বা আবার ঘোড়া হাতে নিয়ে ঘুরছে। কয়টা কর্মসংস্থান হলো? চারটা। এরসাথে আবার জড়িত আছে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, যানবাহন, টুরিস্ট গাইড ইত্যাদি। তারমানে কোথাও পর্যটক আসলে বা বৃদ্ধি পেলে লাভ হচ্ছে কার? জনগণেরই।

তাছাড়া, বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে আন্তর্জাতিক বাজারে খুব একটা মার্কেটিং/বিজ্ঞাপন হয় না বললেই চলে। আমাদের দেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত, বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন আছে, আছে শিমুল বাগান, আছে ওয়ার্ল্ড হ্যারিটেজ রামসার সাইট বা টাঙ্গুয়ার হাওর ইত্যাদি। অথচ এসব বিশ্বে মহলে প্রচার প্রসারের কোন উদ্যোগ নেই বললেই চলে। সেখানে বিদেশি টুরিস্টরা বাংলাদেশে এসে বিনে পয়সায় এসব জায়গা বিশ্ব মহলে তুলে ধরছে তাদের ইউটিউব, ব্লগিংয়ের মাধ্যমে। এতে লাভটা কার হচ্ছে? ঘুরেফিরে লাভটা মূলত বাংলাদেশেরই হচ্ছে।

কাশ্মীর গেলে দেখবেন- নদীতে ছোট ছোট নৌকায় করে বারবিকিউ, ফলমূল জুস বিক্রি করে। আপনি নেপাল গেলে দেখবেন সেদেশর পর্যটন স্পটে ঐতিহ্যবাহি পোশাক আশাক খাবার বিক্রি করে। শ্রীলঙ্কায় দেখবেন- এক হাতির খেলা দেখিয়েই বিশ্বে তারা পর্যটন শিল্পে ২৩তম, সাউথ এশিয়ায় ২য়। অর্থাৎ পর্যটক কোন দেশে গেলে তার লাভই হচ্ছে না, তাকে ঘিরে সেদেশের আরো দশজনের রুটিরুজির ব্যবস্থা হয়। মালদ্বীপ, থাইল্যান্ড এই দেশগুলো চলেই মূলত পর্যটন দিয়েই।

কিন্তু, দুঃখজনক হলো - বাংলাদেশ পর্যটকদের জন্য এখনো যথেষ্ট সেইফ প্লেইস না। আমরা সেইফ প্লেইস করতেও পারিনি। উল্টো পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে জাস্টিফাই করে সেই বিদেশি টুরিস্টকেই দায়ী করে বসি! আমি ধরেই নিলাম, Luke Damant ইচ্ছে করে অধিক ভিউয়ের আশায় ‘Avoid this man in this country’ ক্যাপশন দিয়ে ভিডিও পোস্ট করে। কিন্তু এটা কি অস্বীকার করার মতো যে, তার সঙ্গে ঘটা ব্যাপারগুলো অসত্য? বা বাংলাদেশ টুরিস্টদের জন্য যথেষ্ট সেইফ? পর্যটন স্পটে কি কেউ হ্যারাসমেন্ট হয় না? Luke Damant- এর পূর্বে বাংলাদেশে আর কোন ফরেন টুরিস্ট অপদস্ত হয়নি?

চলুন কয়েকটি বিষয় আপনাদেরকে দেখাই-

Harry Jaggard- এই ইংলিশ টুরিস্ট ভদ্রলোক যাবেন কক্সবাজারে। ভুলবশত তিনি অভ্যন্তরীণ টার্মিনালের জায়গায় আন্তর্জাতিক টার্মিনালে চলে আসেন। এক নিরাপত্তা সদস্য রাস্তা দেখিয়ে দিয়ে টাকা দাবী করে বসেন। পরবর্তীতে ভিডিও দেখে ঐ সদস্যকে প্রত্যাহার করে নেয় সংশ্লিষ্ট সংস্থা।

https://youtu.be/0NvamrpFdtA

Davud Akhundzada- এই আজারবাইজান নাগরিক যান নিউ মার্কেটে কেনাকাটা করতে। হটাতই একজন এসে সরাসরি নামদাম জিজ্ঞেস করে, মুসলিম হওয়ায় নামাজের কথা জিজ্ঞাস করে, Davud এড়িয়ে যায়। উক্ত লোকটি একটা সময় তার দাঁড়ি ধরে টান দেয়, কপালে আঘাত করে Davud- এর উপরে একরকম হামলে পড়ে।

https://youtu.be/fo7M9w_Cgts

Davud Akhundzada- এই একই ব্যক্তি শপিং করতে গেলে দুজন লোক তার পিছু নেয় এবং মহিলাটি দীর্ঘ পথ ফলো করে তাকে ত্যক্ত করতে থাকে। পরবর্তীতে দোকানদার পর্যন্ত বলার পরেও চলে যেতে চায় না। অবশ্য মহিলাটির ইংরেজি দেখে বুঝার বাকি নেই যে তিনি সাধারণ কেউ।

https://youtu.be/_jRWzJ2KuYY

Collin Abroadcast- এই আমেরিকান টুরিস্ট আসেন বাংলাদেশে। বিমানবন্দর থেকে যাবেন আশপাশের কোন একটা হোটেলে। সিএনজি ড্রাইভার তার কাছে ভাড়া দাবি করে ১৫০০ টাকা। দামাদামি করলে উল্টো বলে ১৫ কিলোমিটার রাস্তা। আচ্ছা ঢাকা বিমানবন্দর থেকে নিকুঞ্জ লা মেরিডিয়ানের দুরত্ব ঠিক কত কি:মি: হবে বলুন তো?

https://youtu.be/xonYdf16tJ0

Collin Abroadcast- একই ব্যক্তি যান নিউ সুপার মার্কেটে। দোকানদার একটা ব্যাল্টের দাম চায় তার কাছে ১৫০০০ টাকা! ঠিক পড়েছেন, ১৫০০০ টাকা!

https://youtu.be/xonYdf16tJ0

কয়েকজন চীনা নাগরিক আসে বাংলাদেশে। এরমধ্যে এক ভদ্রমহিলার লাগেজের অবস্থা দেখে সেই মহিলার বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না। সে ও তার সাথের অন্যরা বিশ্বাসই করতে পারছিল না যে, এয়ারপোর্টে লাগেজ কেটে মূল্যবান জিনিস চুরি কিভাবে সম্ভব। তার সোনার জুয়েলারি, দামী কসমেটিক্স, স্যু ছাড়াও ব্যাগের অর্ধেক জিনিসপত্রই মিসিং।

Luke Damant- এক অস্ট্রেলিয়ান নাগরিককে দেখা মাত্রই আবদুল্লাহ ওরফে কালু মিয়া নামে এক মুরব্বি তার পিছু নেয় এবং তার কাছে কন্টিনিউস টাকা চায়। Luke টাকা দিতে অস্বীকৃতি জানায়,তাতেও ঐ মুরব্বি ক্ষান্ত হয়নি। বহু চাপাচাপির পর Luke তাকে কিছু টাকা দিলে সে ৫০০ টাকাই দাবী করে। Luke কেক কিনতে গিয়ে দোকানদারকে ৫০০ টাকার নোট দিলে মুরব্বি সেখান থেকেও একরকম জোর করেই অর্ধেক টাকা নিয়ে নেয়।

https://youtu.be/qGjuBsaj30Y

এই যে ব্যাপারগুলো, এগুলো সোশ্যাল মিডিয়ায় বা নিউজে এসেছে বলেই আমরা দেখতে পেয়েছি। তয় আপনি যদি দেশের পর্যটন স্পটগুলোতে যান, এই একই চিত্র প্রত্যেকদিনই দেখতে পাবেন। বিমানবন্দরে নামা মাত্রই শুরু হয় হাত পাতা। দেশীয় পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, সিন্ডিকেট, আর স্ক্যামাররা যা করে তা রীতিমতো জুলুম। সেখানে, বিদেশি পর্যটক দেখামাত্রই এসব লোকজনে বলতে গেলে একরকম হামলেই পড়ে।

এই যদি হয় অবস্থা, তাহলে বাংলাদেশে বিদেশি টুরিস্ট আসবেই বা কেনো?

আপনি হয়তো বলবেন- বিদেশি টুরিস্ট এদেশে এসে দেশের সম্মান ক্ষুন্ন করে, তাদের দেশেও গরীব আছে, তাদের দেশে এসব আরো বেশি হয় ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বলুন তো - তাদের দেশে যদি এসব এতবেশী হবে, তাহলে বাংলাদেশের মানুষ তাদের দেশে থাকতে যায় কেনো? আমরা জাপনাকে সভ্য দেশের উদাহরণ হিসেবে দেখি৷ তাহলে জাপানে হয় না কেনো? আমি ধরেই নিলাম, এসব ব্লগার ইউটিউবার টুরিস্ট ইচ্ছে করেই এসব ভিডিও করে অধিক ভিউয়ার দিয়ে টাকা ইনকাম করে, এরপরেও এই যে ঘটনাগুলো, এগুলো কি অন্যায় নয়? এগুলো কি ঘটেনি বা অসত্য?

আমার মনে হয় এই ধরণের কর্মকান্ড নিয়ে আমাদের আরো সোচ্চার হওয়া উচিত। সেই সাথে এই ধরণের লোকদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিৎ। কারণ তথ্য প্রযুক্তির যুগে এইগুলা যখন প্রকাশ পায়, প্রতি মুহুর্তেই তা পৃথিবীর সর্বত্রই ছড়িয়ে পড়ে। এতে কেবল পর্যটন শিল্পই নয়, দেশ জাতী সকলের উপরেই ইফেক্ট পড়ে। এমনিতেও আমাদের ট্যুরিস্ট স্পটগুলো স্ক্যামার, চোর বাটপারের আড্ডাখানা, তারপরে যদি এসব দেখে, সবাই বাংলাদেশকে আরও নেগেটিভলি দেখবে।

আসুন- আবেগ কমিয়ে একটু বিবেক দিয়েও চিন্তা করি।

- অনিরাপদ পর্যটন খাত এবং বিনে পয়সায় দেশের টুরিস্ট খাতের বিজ্ঞাপন।

**সংগ্রহকৃত

06/04/2023

যারা ইন্ডিয়ার শিলিগুড়ি হয়ে দার্জিলিং, সিকিম গ্যাংটক ভ্রমনে যাবেন, তাদের জন্য এই ভিডিউটি তৈরী করা।
সম্পূর্ণ ভিডিউটি দেখুন।

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এ...
04/04/2023

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বললেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে।
মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো- হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরী পাসপোর্ট দরকার। কিন্তু উনারা বলছে ১ মাসও লাগতে পারে।
হক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরণ কর। বললাম, বাবা আমিতো অরজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়?
বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে? তুই পূরণ কর। সত্যায়িত আমি করবো। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেবো। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত ওলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি।
৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভারী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেবো, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলা রে... হক মাওলা।
ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ২৩ শে মার্চ, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ২৭ শে মার্চ
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া, আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা, আপনার পদধুলি দেন।
হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।

কপি পোষ্ট

01/04/2023

📣📣সৌদী এয়ারলাইন্স ব্রেকিং📣📣

অনিবার্য কারনে সৌদী এয়ারলাইন্স এর অধিকাংশ ফ্লাইট কেন্সেল বা পরিবর্তন হয়েছে। যারা সৌদী এয়ারলাইন্স এর যাত্রী আছেন তরা অবশ্যই আপনার ট্রাভেল এজেন্ট থেকে আপনার ফ্লাইট শিডিউল সম্পর্কে কনফার্ম হয়ে নিবেন।

বাহরাইন - ঢাকা/ ঢাকা - বাহরাইন উভয় যাত্রীদের জন্যই এই পরামর্শ।
ধন্যবাদ।

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়....প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থে...
01/04/2023

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়....
প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থেকে নেপালের ভিসা নিতে হবে যদি বাইরোড নেপাল যেতে চান।
বিমান গেলে কাঠমুন্ডু এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ফ্রি শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে।
নেপালের ভিসা পাওয়ার পর ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে নেপাল বাই রোডে যাবার জন্য।
ট্রানজিট ভিসা ফি মাত্র ৮২৪ টাকা।
নেপালে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / রানিগঞ্জ অথবা ফুলবাড়ি/রানিগঞ্জ।
ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫-৩০ দিন।
তবে বেশির ভাগ মানুষ কে ১৫ দিনের ভিসা দেয়। এই ১৫ দিনের মধ্যে নেপাল ভ্রমণ করে আসতে হবে।
১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন।
এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে নেপাল প্রবেশ করতে হবে।
আবার নেপাল ভ্রমণ শেষে ভূটান বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ২ রাত ১ দিন চাইলে ইন্ডিয়া অবস্থান করে আসতে পারবেন।
তবে মনে রাখতে হবে নেপাল থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।
ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ফুলবাড়ি টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।
বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে।
এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।
নেপাল কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে ।
ভ্রমণ তারিখ এবং বাসের টিকেট একই তারিখের হতে হবে।
আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা লাগে তাই দিবেন যেমন
ভিসা আবেদন ফর্ম।
জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন কার্ডের কপি।
বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল/ টেলিফোন বিলের ফটোকপি।
ব্যাংক স্টেটমেন্ট/ ডলার এন্ড্রোসমেন্ট সার্টিফিকেট এর ফটোকপি।
ট্রেড লাইসেন্সের ফটোকপি ( পেশা ব্যবসায়ী হলে )
জমির খতিয়ান এর ফটোকপি ( পেশা কৃষি হলে )
সংশ্লিষ্ট প্রতিষ্টানের অনাপত্তি পত্র/ NOC ( পেশা চাকরিজীবি হলে)
স্কুল আইডি কার্ড / বেতন জমার রশিদ ( পেশা STUDENT হলে )
পাসপোর্ট এর প্রথম ২ পাতার ফটোকপি।
সর্বশেষ ভারতীয় ভিসা কপি ( যদি থাকে )
সকল পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে।
জিডি কপি,
লস্ট সার্কুলেশন কপি,
এফিডেভিট কপি করে নিয়ে যেতে হবে।
সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন কারন কোন ডকুমেন্টস মিসিং থাকলে সময় থাকতেই কালেক্ট করে জমা দিতে পারবেন।
আইভেক ঢাকা--যমুনা ফিউচার পার্ক
পাসপোর্ট জমা-- সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
পাসপোর্ট বিতরণ---মাহে রমজান এর জন্য দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

যদিও বেলা বাড়ার সাথে সাথে ঢাকা যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে ভিড় কমতে থাকে।
আপনার অবস্থান যমুনা ফিউচার পার্কের কাছাকাছি হলে চেষ্টা করবেন সকাল ১১ টার পর আসার জন্য তখন ভিসা সেন্টারে ভীড় কমতে থাকে।
আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে,
নরমালি কিছুদিন আগেও ৫-৭ কর্ম দিবসের মধ্যেই পাসপোর্ট কালেক্ট করা যেতো।
তবে বর্তমানে এম্বাসিতে আবেদন পত্র বেশি বেশি জমা হওয়াতে এখন ভিসা ডেলিভারী পেতে ১৪-২০ দিন বা তার বেশিও সময় লাগছে...
ভিসা সেন্টারের ভিতরে মোবাইলে ছবি তুলা থেকে বিরত থাকুন।
জেনে রাখা ভালো-- বর্তমানে নেপালে যাওয়ার জন্য ভারতীয় ট্রানজিট ভিসার আবেদন জমা নিলেও ভিসা প্রাপ্তির হার খুবই কম।
শুক্রবার ও শনিবার ভিসা সেন্টার বন্ধ থাকে,

পরিশেষে একটি অনুরোধ রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
মনে রাখবেন
আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ সন্তানকে সময় দিন, পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে এখনই সচেতন করুন।
Pino Sarkar দাদা
লেখাটি ভালো লাগলে বা আপনার উপকারে আসলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ
Thank you stay safe,stay with us..

হেল্প লাইন নাম্বারদেশের অভ্যন্তরে- 16445বিদেশ থেকে- 09666716445
01/04/2023

হেল্প লাইন নাম্বার
দেশের অভ্যন্তরে- 16445
বিদেশ থেকে- 09666716445

২৩ বাংলাদেশি ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি পালানোর পথে ধরা খাইছেরোমানিয়ায় ট্রাকে লুকিয়ে থাকা ২৩ বাংলাদেশি নাগরিকের ...
24/03/2023

২৩ বাংলাদেশি ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি পালানোর পথে ধরা খাইছে
রোমানিয়ায় ট্রাকে লুকিয়ে থাকা ২৩ বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেছে বৃহস্পতিবার (২৩ মার্চ) রোমানিয়া থেকে ২৩ জন বাংলাদেশী অভিবাসীকে তারা গাড়িতে লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ধরা পড়ার পর একজন ট্রাক চালক অভিবাসী পাচারের জন্য তদন্তাধীন রয়েছে।

ট্রাকটি পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে চেক করা হয়েছিল এবং ড্রাইভার বলেছিল যে সে রোমানিয়া-ইতালি রুটে প্যালেট বহন করছিল, স্টেরিপেসারস রিপোর্ট করেছে।

"চেক করার সময়, আমাদের সহকর্মীরা নিশ্চিত করেছেন যে ব্যক্তিরা বাংলাদেশী নাগরিক, যাদের বয়স 25 থেকে 50 বছরের মধ্যে, ব্যক্তিগত নথির ভিত্তিতে আইনত রোমানিয়াতে প্রবেশ করেছে," আরাদ সীমান্ত পুলিশ জানিয়েছে।
চালক অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশী নাগরিকদের জালিয়াতি করে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার জন্য তদন্তাধীন রয়েছে।

Follow Vlog In Europe.2
News -Magify

হজ/উমরাহ্‌ এর জন্য জেদ্দা বিমানবন্দরে পৌছানোর পর করণীয়জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে অবতরণের পর আপনি ছোট হাত ব্যাগ নিয়ে ন...
23/03/2023

হজ/উমরাহ্‌ এর জন্য জেদ্দা বিমানবন্দরে পৌছানোর পর করণীয়

জেদ্দা বিমানবন্দরে বিমান থেকে অবতরণের পর আপনি ছোট হাত ব্যাগ নিয়ে নিচে নেমে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে/অপেক্ষা কক্ষে গিয়ে বসুন। এখানে একটি ছোট ইমিগ্রেশন ফরম পূরণ করুন অথবা অন্য কারো সাহায্য নিয়ে এটি পূরণ করুন।
এরপর দলবদ্ধ হয়ে হালকা সবুজ রংয়ের যে কোনো ইমিগ্রেশন কাউন্টারে লাইনে দাঁড়াবেন। সেখানে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট চেক করবেন এবং সিল দিবেন। আপনার ফিংগার প্রিন্ট নিতে পারে, ছবিও তুলতে পারে। আপনার ছোট হাত ব্যাগ স্ক্যান করা হতে পারে, আবার নাও হতে পারে, এটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।
ইমিগ্রেশন চেক করার পর দলবদ্ধ হয়ে আপনি লাগেজ বেল্ট থেকে আপনার বড় লাগেজটি নিয়ে নিন। একটি লাগেজ ট্রলি নিয়ে এতে লাগেজটি রেখে টেনে নিয়ে টার্মিনাল থেকে বের হবেন।
বের হওয়ার গেটে সৌদি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ আপনার বড় লাগেজটি নিয়ে নিবে যা জায়গা মতো বাংলাদেশ প্লাজায় পেয়ে যাবেন।
পরে আরেকটি কাউন্টারে আপনার পাসপোর্ট আবার চেক করা হবে এবং আপনার পাসপোর্টে বাস ট্রাভেল স্টিকার লাগিয়ে দেওয়া হবে। এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করুন।
জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে ও অন্য কাউন্টারে যেসব সৌদি লোক কাজ করেন তারা খুব মন্থর গতিতে ও ধীরে কাজ করেন এবং আপনি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন অথবা আপনি কতটা ক্লান্ত তারা এসব বিষয় বিবেচনা করেন না। কারণ, তারা প্রতিদিন এমন হাজার হাজার হজযাত্রীকে সেবা দিচ্ছেন। তাই আপনাকে ধৈর্যশীল থাকার অনুরোধ করবো।

বাংলাদেশ প্লাজা জেদ্দা বিমানবন্দরের বাইরে বাংলাদেশী হজযাত্রীদের অপেক্ষার জন্য একটি নির্দিষ্ট স্থান। এখানে বসে থাকুন বাস না আসা পর্যন্ত বিশ্রাম করুন। তালবিয়াহ পাঠ করতে থাকুন। আপনি যে ইহরাম করা অবস্থায় আছেন সেটা ভুলে যাবেন না।
এবার আপনার সৌদি আরবের মোবাইল সিম চালু করুন। আপনার পরিচিতজনদের ফোন করে আপনার অবস্থা সম্পর্কে অবহিত করুন। আপনার হজ গাইডের নাম্বার ও বেশ কয়েকজন হজযাত্রীদের নাম্বার মোবাইলে সেভ করে রাখুন।
আপনি এখান থেকেও সৌদি সিম কিনতে পারবেন। যাদের স্মার্টফোন রয়েছে তারা ইন্টারনেট সিম কিনতে পারেন।
জেদ্দা বাংলাদেশ হজ মিশনের একটি অফিস এখানে অবস্থিত। এখানে আশেপাশে অনেক ক্যাফেটেরিয়া ও দোকান রয়েছে। পর্যাপ্ত ওয়াশরুম ও সালাতের স্থানও রয়েছে এখানে আশেপাশে।
আপনার সৌদি মু‘আল্লিম আপনার জন্য পরিবহন পাঠাবেন। বাস আসলে আপনার বড় লাগেজটি বাসের বক্স অথবা ছাদে দিয়ে দিন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার ব্যাগ ও লাগেজ সঠিক বাসে উঠলো কি না।
বাস ড্রাইভার বা সুপারভাইজর সকল যাত্রীর পাসপোর্ট নিয়ে নিবেন। তবে কোনো চিন্তা করবেন না ও ভয় পাবেন না। কারণ, এসব পাসপোর্ট সৌদি মু‘আল্লিম অফিসে জমা রাখা হবে। হজ শেষে ফিরতি যাত্রার সময় আপনি পাসপোর্ট ফেরত পাবেন।
আবার সেই একই সর্তকতা; সবসময় দলবদ্ধ হয়ে সকল জায়গায় যাবেন এবং সকল কাজ করবেন। কখনই দলছাড়া হবেন না, দলছাড়া হলে আপনি হারিয়ে যেতে পারেন ও সমস্যায় পড়তে পারেন।
জেদ্দা থেকে বাস যাত্রা করে মক্কা পৌছাতে ২-৩ ঘণ্টা আরও অবস্থা অনুযায়ী আরও বেশি সময় লাগতে পারে। হাজীদের আপ্যায়ন হিসাবে রাস্তায় চেকপোষ্টে নাস্তা ও পানি বিতরণ করা হয়, এগুলো গ্রহণ করুন। রাস্তায় তালবিয়াহ পাঠ করতে থাকুন।

মালয়েশিয়া প্রবাসীরা আপনারা যারা বাংলাদেশী হাইকমিশন মালয়েশিয়াতে পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনার পাসপোর্ট টা কি পজিশনে...
21/03/2023

মালয়েশিয়া প্রবাসীরা আপনারা যারা বাংলাদেশী হাইকমিশন মালয়েশিয়াতে পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনার পাসপোর্ট টা কি পজিশনে আছে। সেটা দেখার জন্য লিংক নিচে দেওয়া আছে। আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের পাসপোর্ট ইনফর্মেশন যাচাই করতে পারবেন। মালয়েশিয়ার ভিসা চেক করুন। কোম্পানির রক নাম্বার দিয়ে।
মেডিকেল চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে।

ডেলিভারি স্লিপ নাম্বার বের করুন https://appointment.bdhckl.gov.bd/rei....

অ্যাপয়েনমেন্ট নেওয়ার উপযুক্ত কিনা চেক করুন

https://appointment.bdhckl.gov.bd/

অ্যাপয়েনমেন্ট নেওয়ার লিংক

https://appointment.bdhckl.gov.bd/pos...

পোস লাজুতে স্ট্যাটাস চেক করার লিংক https://www.pos.com.my/

মালয়েশিয়ার ভিসা চেক করুন। কোম্পানির রক নাম্বার দিয়ে।

(1) ভিসা চেক করার লিংক: https://eservices.imi.gov.my/myimms/PRAStatus

মেডিকেল চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে।

(2)মেডিকেল চেক করার লিংক
https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?

সুবহানআল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

উনি ওনার ক্ষমতা দেখালেন! (আমি চাই সবাই এটা শেয়ার করুক) আমি কানাডা প্রবাসী। ৮৬টা দেশ বেড়িয়েছি। দেশে-বিদেশে ভালো চাকরী কর...
14/03/2023

উনি ওনার ক্ষমতা দেখালেন! (আমি চাই সবাই এটা শেয়ার করুক)

আমি কানাডা প্রবাসী। ৮৬টা দেশ বেড়িয়েছি। দেশে-বিদেশে ভালো চাকরী করে নির্ধারিত বয়সের আগেই অবসর নিয়েছি। এখন জীবনটা উপভোগ করি। লেখালেখি, ছবি তোলা আর ভ্রমণেই কাটে সময়। এবার বাংলাদেশে প্রায় ৭ সপ্তাহের জন্য এসেছিলাম। ভ্রমণের উপরে আমার একটা বইও প্রকাশিত ও পাঠক সমাদৃত হয়েছে। (সাত রাতের কিলিমান্জারো এগারো রাতের হিমালয়) আমার স্ত্রী, উনিও প্রায় ৬০ টা দেশে ভ্রমণ করেছেন। আমাদের কানাডার পাসপোর্ট থাকার কারনে, পৃথিবীর অনেক দেশের ভিসার প্রয়োজন হয় না। মোটামুটি যে দেশে যেতে চাই, প্লেনের টিকিট কেটে উঠে পড়ি। সেই আর্থিক সংগতিও আমাদের আছে। আমরা বেড়াতে গেলে কেনাকাটা কখনই করি না। শুধু বেড়ানোর উদ্দেশ্যেই যাই। ভারতের ইভিসাও আমাদের পাঁচ বছরের একাধিকবার প্রবেশের জন্য নেয়া। বাংলাদেশে এসে এবার ফেব্রুয়ারির শুরুতে নভো এয়ারে আমার স্ত্রী কলকাতা বেড়িয়ে আসে। তার শান্তিনিকেতন যাওয়ার খুব ইচ্ছা। দোল দেখতে। সেই ইচ্ছা থেকেই মার্চের ১ তারিখ সকালে বাংলাদেশ বিমানে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আবারও ঢাকা এয়ারপোর্ট যান।

যথারীতি বাংলাদেশ বিমানের বোর্ডিং কার্ড নিয়ে, ইমিগ্রেশন পার হয়ে বিমানের গেটের সিকিউরিটি পর্যন্ত যান। বিশ্বের ১৫০টার বেশি এয়ারপোর্ট দিয়ে আমি গেছি। এই গেটে সাধারণত বোর্ডিং কার্ড আর পাসপোর্টের সংগে নাম, চেহারা মিলিয়ে দেখে। আমার স্ত্রীর হাতে কানাডার পাসপোর্ট দেখে বিমানের সিকিউরিটির দ্বায়িত্ব প্রাপ্ত মানুষটির মাথায় কী কাজ করে, আমার ধারনা নাই। খুটিয়ে খুটিয়ে সব পাতা দেখতে থাকে। কেনো এতো দেশ ঘুরেছেন, সেটা নিয়ে প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে বলে আপনার পাসপোর্টে দুইটা পুরা পাতা খালি না থাকলে যেতে পারবেন না! কী আজগুবি!! আমার স্ত্রীর পাসপোর্টের কিছু কিছু পাতায় মাত্র একটা সিল আছে। আর এখন পৃথিবীর অনেক দেশে ঢোকার সময় পাসপোর্টে কোন সিল মারে না। এই সব সিলের আর কোনো গুরুত্ব নেই। সব অনলাইনে থাকে। যদি দেখে সিলে সিলে পাতা ভর্তি, খুঁজে খুঁজে খালি জায়গায় সিল মারে। অথবা সিলের উপর সিল মারে। কোনো কোনো দেশে ভিসা ইস্যু করার আগে পৃষ্ঠা খালি রাখার কথা বলা হতো। এখন ইভিসার কারনে, সেটারও ব্যবহার নেই। কোলকাতা ঢোকার সময় তার পাসপোর্টের যে কোনো শুন্যস্থানে একটা সিল মারবে। একমাস আগে যখন নভো এয়ারে কোলকাতা যায়, তখনও তার পাসপোর্টে শূন্য পাতা ছিলো না, কই কোনো অসুবিধা তো হয় নাই। অথচ এরা দাবী করে বসে দুই পাতা খালি না থাকলে যেতে পারবে না! আমার নিজের পুরানো পাসপোর্ট দেখাতে পারবো, যেটাতে সিলের উপর সিল। শেষ পাতাতেও কয়েকটা দেশের সিল। এমনকি ভারতেরও। এই ৮৬টা দেশ ভ্রমনের কোথাও কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়ে গেলো বাংলাদেশ বিমানে ঢাকা থেকে কোলকাতা যাওয়ার!

যাই হোক। আমরা কোনো অনৈতিক কাজে জীবনে জড়াইনি। কোনোদিন জড়াবোও না। আমার স্ত্রী তার ল্যাগেজ উঠিয়ে নিয়ে ফেরত আসেন। বাংলাদেশে আমার কিছুই নেই। আসি প্রাণের টানে। এই বয়সে, এই পরিবেশে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে অফুরন্ত ভালো সময় কাটে। পেশাতে একজন প্রকৌশলি, দেশে বিদেশে উচ্চতর লেখা পড়া করা এবং পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিগুলিতে চাকুরির অভিজ্ঞতার পাশাপাশি আমার জীবনের অভিজ্ঞতা বিস্তর এবং বৈচিত্রময়। পাহাড়ে ওঠা থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত আমার অনেক অনেক বিচরণ। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এমন বৈচিত্রময় অভিজ্ঞতা খুব সাধারণ নয়। ঐ রকম একজন বাংলাদেশ বিমানের সিকিউরিটি গেটে কাজ করা মানুষের পক্ষে, সেটা বোঝার ক্ষমতা আছে বলে আমি মনে করি না। আমার এই সব দেশ বিদেশের বিচিত্র অভিজ্ঞতাগুলি লিখে মানুষকে জানানোর একটা লোভ থেকে বই প্রকাশ করি। আর সেই কারনেই বাংলাদেশ আসা। বিশ্বে বই প্রকাশের অনেক মাধ্যম আমার জানা আছে। তবুও বাংলাদেশে আসতে মন চায়।

শুধু এখানেই শেষ না। যখন বাংলাদেশ বিমানের কাছে টিকিটের টাকা ফেরত চাওয়া হয়ছে, তখন বিমান কতৃপক্ষ আমার ট্রাভেল এজেন্টকে বলেছে, কারণ হিসাবে, No Show লিখতে। আসল কারণটা বলা যাবে না! কতখানি জুলুম এবং অন্যের ঘাড়ে দোষ চাপানোর অধিকার এদের!

সে যেটা করেছে, সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং অন্যায়। ক্ষমতা দেখানোর বাহাদুরী। হয়তোবা আমার স্ত্রীর জীবনে আর কোনোদিন শান্তি নিকেতনে দোল যাত্রা দেখা হবে না! আবার সময় করে এই দোলের সময় এতদুর আসা হয়ে উঠবে কি না, কে জানে। সেটার মূল্য বিমানের নিরাপত্তার কর্মচারীর পক্ষে বোঝা সম্ভব নয়। এমন একটা অবস্থায় ফেলেছে, যে কানাডিয়ান পাসপোর্ট নিয়ে দেশে আসলে, বের হতে গেলেও, একটা অনিশ্চিয়তায় ভুগতে হবে, ঐ সব সাহেবেরা যেতে দেবে তো! না জানি কী আইন বের করে! হয়তো বলতে পারে, আপনার পাসপোর্টটা একটু বাঁকা হয়ে গেছে, এই পাসপোর্টে যাওয়া যাবে না।

যাক ঐ সব। কিছু উপসংহার টানি। এই যে দেশে এতদিন থেকে গেলাম, খুব কম হলেও ৫,০০০.০০ ডলার খরচ করলাম। এ রকম মাঝে মাঝেই আমি আসছি। এটা বাংলাদেশের অর্থনীতিতে আমার সরাসরি অবদান।Do some respect. Do not treat like a dirt. একজন মানুষকে অহেতুক হয়রানি করার মতো পৈশাচিক আনন্দ পায় যারা, তারা সাংঘাতিক ভাবে অমানুষ। আমি দেশে-বিদেশে যত যায়গায় আইনত অভিযোগ করা সম্ভব, সব যায়গায় এই harassment এর অভিযোগ করবো।আমি বিমানের কাষ্টমার। আমার টিকিট কাটার পয়সায় তারা ভাত খায়। তারা আমার প্রভু না। আমরা কারও দয়ার কিংবা ইচ্ছার দাস না। দূরু দূরু চিত্তে বিমানের সিকিউরিটি গেট পর্যন্ত যেতে হবে, না জানি সাহেবরা বিমানে চড়তে দিবে কি না, তেমন অবস্থায় ভবিষ্যতে যেনো না পড়তে হয়, তাই বাংলাদেশ বিমানকে এড়িয়ে চলবো।

Collect: Saiful Islam Ripon

এক নজরে বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দরগুলো :1. বেনাপোল Land Port.BD side:বেনাপোল যশোর।Indian side: Petrapole, Bongaon,...
08/03/2023

এক নজরে বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দরগুলো :

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর :

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

Proposed Land Ports

1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal

2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

Photo Location : New Market, Kolkata

ভিসা নিয়ে ভারত ভ্রমন না করলে পুনরায় নতুন ভিসা  আবেদনের সময় এই আবেদন পত্রটি ফিলাপ করে জমা দিবেন।ভারতীয় ভিসা সংক্রান্ত বে...
01/02/2023

ভিসা নিয়ে ভারত ভ্রমন না করলে পুনরায় নতুন ভিসা আবেদনের সময় এই আবেদন পত্রটি ফিলাপ করে জমা দিবেন।
ভারতীয় ভিসা সংক্রান্ত বেপারে যে কোন হেল্প লাগলে যোগাযোগ করুন আমাদের সাথে

👉নির্ভরযোগ্য এবং সবচেয়ে কমে ইন্ডিয়ার অভ্যন্তরীন ট্রেন টিকিট এবং বিশ্বের সবখানের বিমানের টিকেট পেতে যোগাযোগ করুন

মোবাইলঃ ০১৬৪৮২০০০৪৪

So Happy
14/01/2023

So Happy

আগের সরকারের চুক্তির অধীনেই বাংলাদেশও ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নিবে মালয়েশিয়া নতুন সরকারঃবাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গে বি...
22/12/2022

আগের সরকারের চুক্তির অধীনেই বাংলাদেশ
ও ইন্দোনেশিয়া থেকে শ্রমিক নিবে মালয়েশিয়া নতুন সরকারঃ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান অভিবাসী শ্রমিক বিষয়ে যে সমঝোতা স্বারক আছে তা রিভিউ করার কোনো পরিকল্পনা নেই মালয়েশিয়ায় নতুন সরকারের। সেখানকার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ভি, শিবকুমার বলেছেন, আগের প্রশাসন এ বিষয়ে যে সমঝোতা স্বারক স্বাক্ষর করে গেছে, তারা সেটাই অনুসরণ করবেন। এ খবর দিয়েছে অনলাইন মালয় মেইল। ফলে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে যে প্রক্রিয়ায় শ্রমিক নেয়ার চুক্তি আছে তা বহাল থাকবে। পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো নীতি নেই। অভিবাসী শ্রমিকদের মালয়েশিয়ায় নেয়া ত্বরান্বিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এটা নোট করেছে মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধান করা হবে। কিছুটা পরিবর্তন আছে। তা শিগগিরই ঘোষণা করা হবে।

কিভাবে অভিবাসী শ্রমিক আনা যায় সে বিষয়ে সমাধান পেতে আমরা ঘনিষ্ঠভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি আগের চেয়ে নতুন সেট-আপ দ্রুততার সঙ্গে কাজ করবে। কিভাবে এটা করা হবে তা চূড়ান্ত করার পর শিগগিরই বিস্তারিত ঘোষণা করবো আমরা।
গত সপ্তাহে মন্ত্রী শিবকুমার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, শ্রমিকের সংকট হবে তার মানব সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান অগ্রাধিকার। ২রা ডিসেম্বর পর্যন্ত ৪৬৬টি নিয়োগকারী প্রতিষ্ঠানের ৭৫৭৫১টি আবেদনের মধ্যে ৬৭,৯৫৮টি অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, শ্রমিক সংকটের বিষয়ে ঘনিষ্ঠভাবে তারা কারখানার সঙ্গে জড়িতদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এক্ষেত্রে তারা জোর দিয়েছেন টেকনিক্যাল, ভোকেশনাল শিক্ষা এবং প্রশিক্ষণ, মেধা ব্যবস্থাপনার দিকে।

এর আগে এ বছরের শুরুর দিকে সদ্য বিদায়ী সরকারের মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বাংলাদেশের সঙ্গে শ্রমিক সংকট নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

মালোশিয়া যাওয়া বন্ধ এসব গুজবে কান না দেই!
ধন্যবাদ

তথ্যসূত্রঃ মানবজমিন

Address


Alerts

Be the first to know and let us send you an email when World travellers vlog bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share