Indian Visa Application Service

  • Home
  • Indian Visa Application Service

Indian Visa Application Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Indian Visa Application Service, Tourist Information Center, .

The Indian Visa Application Service is committed to assisting you from the beginning to the end of all visa applications, including the Medical Visa and Tourist Visa of India.

আপডেট নিউজঃ২৯ মে থেকে মৈত্রী এক্সপ্রেস (ঢাকা - কলকাতা) ও বন্ধন এক্সপ্রেস (খুলনা - যশোর - দর্শনা - কলকাতা) এবং১ জুন থেকে ...
21/05/2022

আপডেট নিউজঃ

২৯ মে থেকে মৈত্রী এক্সপ্রেস (ঢাকা - কলকাতা) ও বন্ধন এক্সপ্রেস (খুলনা - যশোর - দর্শনা - কলকাতা) এবং
১ জুন থেকে মিতালী এক্সপ্রেস (ঢাকা - জলপাইগুড়ি) চলাচল করবে।
আজ থেকে নির্ধারিত স্থানসমূহে পাসপোর্ট ফটোকপি দিয়ে টিকিট করা যাবে।


ডাঃ দেবী শেঠী বললেন-সোয়াবিন খাওয়ার বা রান্নার তেল নয়-সোয়াবিন একটা কেমিকেল বিশেষ-শরীরের জন্য একটা বিষ- যা' হৃদযন্ত্রের জন...
15/05/2022

ডাঃ দেবী শেঠী বললেন-

সোয়াবিন খাওয়ার বা রান্নার তেল নয়-
সোয়াবিন একটা কেমিকেল বিশেষ-
শরীরের জন্য একটা বিষ-
যা' হৃদযন্ত্রের জন্য বিশেষ ক্ষতিকর-
সোয়াবিন বর্জন করুন- হার্টে ব্লক হবেনা-
হার্ট সুস্হ রাখতে চাইলে-
শরীরে যেন সোয়াবিন না ডুকে।

আর্টারীগুলো রক্ত সন্চালনে বাধাঁপ্রাপ্ত হয়।
সোয়াবিন ছাড়ুন-
তেল ছাড়া রান্না করতে শিখুন-
জীবন দীর্ঘায়ু হবে-
শরীর নিরোগ থাকবে?
তেল নামক স্লো পয়জনটির দাম -
কেজি ৪০০ টাকা হলে খুশী হতাম।

আগেকার দিনে সাপ্তাহিক বাজার থেকে-
কাঁচের শিশিতে এক ছটাক / আধ পোয়া তেল কিনে সপ্তাহ পার করতেন মা ঠাকুম্মারা।
তখন হার্ট, প্রেসার, গ্যাস্ট্রিক আর-
ডায়াবেটিস, ব্লক, স্ট্রোকও ছিল না এত।
৯০/১০০ বছর কুঁজো হয়ে বেঁচেছিল মানুষ।
এখন মাসে ৫- ৮ লিটারেও কুলায় না এখন-

তাই এসব রোগে ৪০/৫০ বছর বয়সে নোটিশ ছাড়া মরছে-
এবার অন্তত একটু কম তেলে রান্না শিখুন-
মানুষের আয়ু বাড়ুক,কম তেলে রান্নার প্রতিযোগিতা
চলছে বিশ্বময়। হাটুন- হাসুন,জীবনটা হাতের মুটোয়।

সুস্হ দেহে সুস্হ জীবন-
শতায়ু আপনার হাতের মুঠোয়-
হাসির অভ্যাস জীবনকে আনন্দঘন করবে।

ডাঃ, কাজল কান্তি দাশ
বিশেষজ্ঞ চিকিৎসক কিডনী ও হৃদরোগ।

৭/৫/২২.

ইন্টারন্যাশনাল ট্রান্সপ্লান্ট সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেলাকে অভিনন্দন।  লিভার ট্রান...
09/05/2022

ইন্টারন্যাশনাল ট্রান্সপ্লান্ট সোসাইটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেলাকে অভিনন্দন। লিভার ট্রান্সপ্লান্টেশন, 5000+ লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং 30 বছরের বেশি অভিজ্ঞতার সাথে, আপনি সত্যিই এটির যোগ্য।

সকল আইভিএসি কার্যক্রম পূর্ববর্তী সময় অনুসারে চলবে_______________________আইভিএসি অপারেশনকে স্বাভাবিক কাজের ঘন্টায় ফিরিয়...
05/05/2022

সকল আইভিএসি কার্যক্রম পূর্ববর্তী সময় অনুসারে চলবে
_______________________

আইভিএসি অপারেশনকে স্বাভাবিক কাজের ঘন্টায় ফিরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ০৪/০৫/২০২২ সেই অনুযায়ী, ০৪/০৫/২০২২ থেকে সমস্ত আইভিএসি -এর দ্বারা নিম্নলিখিত সময়সূচী অনুসরণ করা হবে৷

**বিশেষ দ্রষ্টব্য : ২ রা এবং ৩ রা মে, ২০২২ কে সমস্ত আইভিএসি ছুটির জন্য হিসাবে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত আবেদনকারীর পাসপোর্ট ডেলিভারির তারিখ ২ রা মে পড়ে তারা ৪ মে তাদের পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন৷

নিয়মিত অফিস সময় সূচি :-

১. আইভেক ঢাকা (যমুনা ফিউচার পার্ক)

পাসপোর্ট জমা---

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য: সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

বিদেশী পাসপোর্টধারীদের জন্য: সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। (শুধু মাত্র আইভিএসি, ঢাকা এবং আইভিএসি,চট্টগ্রাম )

পাসপোর্ট বিতরণ--- দুপুর ০২.০০ টা থেকে বিকাল ০৫:০০ টা

২. আইভেক বরিশাল

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা

৩. আইভেক যশোর

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা

৪. আইভেক সাতক্ষীরা

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা

৫. আইভেক চট্টগ্রাম

পাসপোর্ট জমা---

বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য: সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত।

বিদেশী পাসপোর্টধারীদের জন্য: সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত। (শুধু মাত্র আইভিএসি, ঢাকা এবং আইভিএসি,চট্টগ্রাম )

পাসপোর্ট বিতরণ--- দুপুর ০১ টা থেকে বিকাল ৪ টা

৬. আইভেক রাজশাহী

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

৭. আইভেক খুলনা

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

৮. আইভেক সিলেট

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

৯. আইভেক ময়মনসিংহ

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১০. আইভেক ঠাকুরগাঁও

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১১. আইভেক বগুড়া

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১২. আইভেক রংপুর

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১৩. আইভেক নোয়াখালী

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১৪. আইভেক ব্রাহ্মণবাড়িয়া

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

১৫. আইভেক কুমিল্লা

পাসপোর্ট জমা--- সকাল ৮.০০ টা থেকে দুপুর ১২.০০ টা ও পাসপোর্ট বিতরণ--- দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা

Indian Visa Application Service
INDIAN TREATMENT AND TRAVEL COMMUNITY BANGLADESH
Indian Treatment And Travel Community Bangladesh

বাংলাদেশ 🇧🇩 - India 🇮🇳 border update ২৯/০৪/২০২২, আগরতলা বর্ডারে প্রায় ২০০০+ মানুষ তাতে ইন্ডিয়ান ইমিগ্রেশন হিমশিম খেয়ে গে...
29/04/2022

বাংলাদেশ 🇧🇩 - India 🇮🇳 border update

২৯/০৪/২০২২, আগরতলা বর্ডারে প্রায় ২০০০+ মানুষ তাতে ইন্ডিয়ান ইমিগ্রেশন হিমশিম খেয়ে গেছে, রাত ১১ঃ৩৮ বাজে তবুও ৫০০+ মানুষ লাইনে দাঁড়ানো। ৭ঃ৩০ টায় ইমিগ্রেশন ক্লোজ করে দেয়ার আদেশ আসলেও মানবিক দৃষ্টিকোন থেকে আজকের মত সবাইকে পার হবার সুযোগ দেয়া হয়।
রাত ৯ টার পর বিএসএফ কর্তৃপক্ষ সবার জন্যে রাতের খাবার এর আয়োজন করে, তাছাড়া মেডিকেল টিম গঠন করা হয়েছে।

যারা আগামীকাল যাবেন তারা আগে যাবার চেষ্টা করবেন 😊

#আগরতলা

বাংলাদেশ এবং ভারতের মাঝে যত সীমান্ত বা বর্ডার রয়েছে।
29/04/2022

বাংলাদেশ এবং ভারতের মাঝে যত সীমান্ত বা বর্ডার রয়েছে।

ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধার্থে, IVAC আগামী ৩০/০৪/২০২২ তারিখ বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাসপোর্ট বিতরণে...
28/04/2022

ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের সুবিধার্থে, IVAC আগামী ৩০/০৪/২০২২ তারিখ বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাসপোর্ট বিতরণের জন্য উন্মুক্ত থাকবে।

ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করল...
28/04/2022

ইদের পরে অনেকেই টুরিস্ট ভিসায় ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন।
অনেকেই প্রথমবার যাবেন তাই হালকা কিছু ইনফরমেশন শেয়ার করলাম যাতে করে আপনার ট্যুর একটু হলেও বেটার হয়।

ইমিগ্রেশনঃ

ভারত যেতে হলে প্রথমে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। মোটামুটি সব ইমিগ্রেশন এ ভীড় থাকবে হিউজ। তাই যে যেই বর্ডার দিয়েই ভারতে প্রবেশ করুন না কেনো দয়া করে সকাল ৬ টার আগেই ইমিগ্রেশন এর সামনে চলে আসবেন। আরো আগে পৌছালে ইমিগ্রেশনের সামনেই থাকবেন। কারণ বেলা বাড়ার সাথে সাথে ইমিগ্রেশন এর সামনে উপচে পড়া লাইন থাকবে। বিশেষ করে বেনাপোল দিয়ে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যাবেন তাদের প্রচুর ভোগান্তি পোহাতে হবে।

ট্রাভেল ট্যাক্সঃ

ভারতে প্রবেশের প্রথম শর্ত হলো ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর।
সোনালি ব্যাংকের প্রায় সব শাখায় ট্রাভেল ট্যাক্স দেয়া যায়। সব বর্ডারের টা দেয়া যায় না মেবি। তাই যদি সম্ভব হয় আগেই ট্রাভেল ট্যাক্স টা দিয়ে ফেলুন। এতে করে আপনার না হয়েও ১ ঘন্টা সেইভ হবে ( লাইনে দাঁড়ানো থেকে বেচে যাবেন। )

টিকেট এর ক্ষেত্রেঃ

এবার আসি টিকেট এর ক্ষেত্রে। প্রথমত বেনাপোল ব্যাতিত অন্য বর্ডারের ক্ষেত্রে বর্ডার পর্যন্ত আসতে ঝামেলা সেই ভাবে হবে না কিন্তু বেনাপোল এ আসতে ভালোই ভোগান্তি তে পড়তে হবে।

তাই যথাসম্ভব রাতের শুরুর বাস গুলো ধরুন কারণ ঘাটের অবস্থা বলা যায় না। ইদে ফেরার যাত্রীচাপ বিপরিত ঘাটে থাকবে তাই হালকা লেট হতে পারে।

সম্ভব হলে বেনাপোল এক্সপ্রেসে করে বেনাপোল আসবেন। এতে করে ভোগান্তি কম হবে।

আর বেনাপোল দিয়ে ক্রস করে ওপাশে গিয়ে বাস পরিহার করবেন। ফ্যামিলির ৪/৫ জন থাকলে আরামসে ক্যাব বুক করে চলে যেতে পারবেন। নতুবা বনগাঁ এসে ট্রেনে করে কলকাতা যেতে পারবেন।

আমার মতে ট্রেন টাই বেটার। খরচ ও কম এবং বাসের থেকে দ্রুত যাওয়া সম্ভব।

ভারতে পৌছেই যা করবেন নাঃ

প্রথমবার যারা ভারত যাবেন ভারতের ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু বিভিন্ন দালালের খপ্পরে পড়বেন। পাসপোর্ট হাতে রাখবেন না। ( রাখলে কৌশলে সে সেটা নিয়ে তার দোকানে নিয়ে যাবে )

রুপি করতে চাইলে কয়েক দোকানে আস্ক করুন রেট কত। হালকা দামাদামি করুন। ডলার রেট মেবি মারকুইজ স্ট্রিটে ভালো পাওয়া যাচ্ছে এখন।

এবার আসি সিম কার্ডের ব্যাপারে। ভারতে ঢুকেই আমরা সিম কার্ড কিনি ৩০০-৫০০ টাকা দিয়ে। এটা করবেন না। ভারত এর প্রায় হাফ কিলো পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্ক থাকে তাই ভারতে প্রবেশ করেই বাড়িতে জানিয়ে দিন আপনি পৌছে গেছেন। চিন্তা না করতে, পরে হোটেলে গিয়ে আবার যোগাযোগ করবেন।

সিম মারকুইজ স্ট্রিটে গিয়ে কিনতে পারবেন ১০০ টাকা দিয়ে। বাদ বাকি যেই কয়দিন থাকবেন তার হিসাব করে প্যাক কিনে নিবেন।

থাকার জন্য হোটেল বাছাইঃ

যেহেতু প্রচুর মানুষ ভারতে যাবে তাই আগে থেকে হোটেল বুকড করাই বেটার। সেক্ষেত্রে বুকিং ডট কম সহ বিভিন্ন সাইট থেকে হোটেল বুকড করতে পারেন বিনা এডভান্স এ। এক্ষেত্রে আপনার থাকার জায়গার চিন্তা কমে গেলো। এসে দামাদামি করে আরো কমে পেলে উঠে যাবেন নতুবা বুকড করা তো আছেই।

যদি কলকাতা যেতে চান তাহলে মিউনিসিপালিটি অফিসের পাশে মান্নাত প্লাজায় ২ টা হোটেল আছে ভাড়া কম। একদম নিউ মার্কেট ঘেসে।

আর সস্তায় থাকতে চাইলে চলে যাবেন মারকুইজ স্ট্রিটে। অনেক হোটেল আছে। দামাদামি করে নিবেন। নরমালি ৫০০ থেকেই ভাড়া শুরু। আরেকটু ভিতরে গেলে পার্ক স্ট্রিট, কলিন লেন ( মুসলিম লেন ) সহ আরো কিছু জায়গা আছে দেখে শুনে উঠতে পারবেন।

কলকাতা থেকে অন্য রাজ্যে যেতেঃ

ভারতে ৪ মাস অর্থাৎ ১২০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করে। তাই ২ মাস আগেও অনেক ট্রেনের টিকেট পাওয়া যায় না। সুতরাং যারা অন্য রাজ্য যাবেন তারা আগে থেকেই টিকেট কনফার্ম করে আসুন। আপনার আশেপাশে বিভিন্ন এজেন্ট টিকেট কাটতে সহায়তা করবে।

আর নিজে ফরেইন কোটা য় কাটতে চাইলে ভারত প্রবেশ করে সোজা চলে যাবেন ফেয়ারলি প্যালেস এ। ওখান এ ফরেইনার দের জন্য টিকেট দেয়া হয়। যদিওবা সেটা সীমিত কয়েকটা সিট।

কারো যদি আরো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।


_Application_Service

 The Indian Visa Application Service is committed to assisting you from the beginning to the end of all visa application...
28/04/2022



The Indian Visa Application Service is committed to assisting you from the beginning to the end of all visa applications, including the Medical Visa and Tourist Visa of India.

#ইন্ডিয়ান_ভিসা_অ্যাপ্লিকেশন_সার্ভিস
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস ভারতের মেডিকেল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা সহ সমস্ত ভিসা আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Address


Telephone

+8801731909012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Visa Application Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share