Tinon Tours & Travels

  • Home
  • Tinon Tours & Travels

Tinon Tours & Travels iqbal

20/06/2024

zero point. Sikkim

20/06/2024

north Sikkim.

17/06/2024
২২মে সিকিম টুর এর কিছু ফুলের ছবি।
14/06/2024

২২মে সিকিম টুর এর কিছু ফুলের ছবি।

আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট কোম্পানির সাথে দার্জিলিং ট্যুর এর জন্য চুক্তিবদ্ধ হলাম। দোয়া করবেন , ...
14/06/2024

আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট কোম্পানির সাথে দার্জিলিং ট্যুর এর জন্য চুক্তিবদ্ধ হলাম। দোয়া করবেন ,
আমিন।

নর্থ সিকিমে পর্যটকদের জন্য খুলে গেলো আরেকটি আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস বা পর্যটন কেন্দ্র। জিরো পয়েন্ট থেকে আরেকটু এগিয়ে...
10/06/2024

নর্থ সিকিমে পর্যটকদের জন্য খুলে গেলো আরেকটি আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস বা পর্যটন কেন্দ্র। জিরো পয়েন্ট থেকে আরেকটু এগিয়ে গেলেই পাওয়া যাবে এই জায়গাটি। নাম সাংলাফু চো বা সাংলাফু লেক। লাচুং থেকে মাত্র দু ঘন্টার দূরত্ব। এবার নর্থ সিকিম গেলে আপনাদের ট্যুর প্ল্যানে এই জায়গাটি অ্যাড করতে ভুলবেন না।

আবারো ভাড়া বাড়লো...ডলারের মূল্য পূণঃর্নিধারণের পর মিতালী এক্সপ্রেসের ভাড়া পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ জুন ২০২৪ থেকে এই তালি...
04/06/2024

আবারো ভাড়া বাড়লো...
ডলারের মূল্য পূণঃর্নিধারণের পর মিতালী এক্সপ্রেসের ভাড়া পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ জুন ২০২৪ থেকে এই তালিকা কার্যকর হবে।

আবারো ভাড়া বাড়লো...ডলারের মূল্য পূণঃর্নিধারণের পর মৈত্রী এক্সপ্রেসের ভাড়া পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ জুন ২০২৪ থেকে এই তালি...
04/06/2024

আবারো ভাড়া বাড়লো...
ডলারের মূল্য পূণঃর্নিধারণের পর মৈত্রী এক্সপ্রেসের ভাড়া পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ জুন ২০২৪ থেকে এই তালিকা কার্যকর হবে।

ঢাকা ক্যান্টনমেন্ট - কলকাতা (চিৎপুর ষ্টেশন) মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ষ্টেশন পর্যন্ত...
27/05/2024

ঢাকা ক্যান্টনমেন্ট - কলকাতা (চিৎপুর ষ্টেশন) মৈত্রী এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট - নিউ জলপাইগুড়ি ষ্টেশন পর্যন্ত মিতালী এক্সপ্রেস ট্রেন এর নিম্নোক্ত নতুন ভাড়া আগামী ১৫/০৬/২০২৪ ইং রোজ শনিবার হইতে কাযর্কর হবে।

প্রতি রাত ২০০ ডলার করে সাসটেইনেবল ডেভলপমেন্ট ফি বাংলাদেশীদের জন্য প্রতিরাত ১৫ ডলার করে হচ্ছে। ১ সপ্তাহের একটা ট্যুর করলে...
22/05/2024

প্রতি রাত ২০০ ডলার করে সাসটেইনেবল ডেভলপমেন্ট ফি বাংলাদেশীদের জন্য প্রতিরাত ১৫ ডলার করে হচ্ছে। ১ সপ্তাহের একটা ট্যুর করলে ১০৫ ডলার মানে বর্তমান মূল্যে ১২৫০০ টাকার মতো এক্সট্রা ফি দিতে হবে। এবার মোটামোটি হাতের নাগালে আসছে। এই এমাউন্ট কিছুটা এফোর্টএবল। তবে বছরে সর্বোচ্চ ১৫০০০ বাংলাদেশী যেতে পারবে ভুটানে।

হবে নাকি একটা ভুটান ট্যুর ?

সিকিম টুর।আগামী ১৬  ই মে । সুইজারল্যান্ড খেতো সিকিম টুর করতে যাচ্ছি। যে যে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। *** ইভ...
07/05/2024

সিকিম টুর।
আগামী ১৬ ই মে । সুইজারল্যান্ড খেতো সিকিম টুর করতে যাচ্ছি। যে যে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।
*** ইভেন্টর বিস্তারিত নিচে দেয়া হলো।
আগামী ১৬ ই মে সিকিম টুর করতে যাচ্ছি।
৮, রাএ ৭দিন। ১৬ থেকে ২৩ মে তারিখ পর্যন্ত।
২৩ ই মে সকালে রওনা দিয়ে ২৩ তারিখে বিকালে ঢাকায় থাকবো।
বরফের রাজ্য সিকিম টুর ও অ্যাডভেঞ্চারের এখনই সময়।
*** যাওয়া ও আসা।
ঢাকা -নিউ জলপাইগুড়ি - ঢাকা ।
*** টুরের বিস্তারিত খরচ। একজন এর জন্য,
জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেন =২৫.৫০০/টাকা।
ঢাকা থেকে রাতে মিতালী এক্সপ্রেস। ভিসা থাকতে হবে নিউ জলপাইগুড়ি। নিউজলপাইগুড়ি।
পৌছাবো সকালে ৯ টায়, । শিলিগুড়ি পৌঁছানোর পর সেখান থেকে আরেকটি জিপ বারাকরে সিকিমের উদ্দেশ্য রওনা দিবো। পথের মধ্যে রেমপু চেকপোস্ট
থেকে সিকিমের ডুকার পারমিট নিয়ে চলে যাবো সোজা গেংটক।গেংটক এর দূরত্ব হলো ১৩০ কিলোমিটার। গেংটক সন্দায় গিয়ে হোটেলে উঠে। রাতেই নথ`সিকিমের জন্য পারমিশন নিবো।২দিন ১রাত।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাশতা খেয়ে সোজা চলেযাবো জিপে করে নথ সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দিবো,
পথে চলতে চলতে ২দিন যা যা দেখা যায় তা হলো।
১/গেংটক সিটি,
২/লাচুং,
৩/লাচেন,
৪/গুরুদংমারা লেক,
৫/কালা পাথর।
৬/ইয়ামথাম ভেলি।
৭/ জিরো পয়েন্ট।
২ দিন ১ রাতে থেকে আবার চলে আসবো গেংটক।
রাতে হোটেলে ফিরে আবার চলে যাবো পূর্ব সিকিমের পারমিটের জন্য। পারমিশন নিয়ে চলে আসবো হোটেলে, রাতে হোটেলে উঠে, সকালের আবা জিপে করে চলে যাবো।যা যা দেখতে পারবো।
১/ ছাগুলেক।
২/বাবা মন্দির।
৩/ নাথুলা পাস,(চায়না বডার).
সব দেখে চলে আসবো গেংটক। রাতে হোটেলে থেকে সকালে উঠে জিপ নিয়ে চলে আসবো শিলিগুড়ি, এরপর সেখানে একটি গাড়ি ভাড়া করা চলে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশন । চেকিং করে মিতালী এক্সপ্রেসে করে ঢাকায়।
এ টুরে যা যা পাবেন।
১/যাওয়া ও আসা বাস।
২/ রাতে হোটেল।
৩/ প্রতি দিন ৩ বেলা খাবার।
এ টুরে যা যা পাবে না।
১/ ভিসা প্রসেসিং ফিস।
২/গমন কর।
৩/যাএা বিরতির সময় খাবার।
৪/ রাইট ফিস।
৫/পারনাল খরচ।
অগ্রিম বুকিং ৫০০০/হাজার টাকা। (অফেরত যোগ্য।ধরে । এবং বাকি টাকা ১০ ই মে মধ্যে দিয়ে দিতে হবে।
পারমিশনের জন্য যা যা লাগবে।
১/পাসপোর্ট সাইজ ছবি (৫) পিস।
২/পাসপোর্ট ফটোকপি (৫)পিস।
৩/ভিসা ফটোকপি (৫)পিস।
আরো কিছু যানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোবা০১৯১০৫৪৪২৮৯,

হেলিকপ্টারে মেঘালয় গৌহাটি  প্রথমেই চলে যাবেন ঢাকা থেকে ৪ ঘন্টার দূরত্বে শেরপুর (Sherpur)। মহাখালি থেকে শেরপুর যাওয়ার এভে...
04/05/2024

হেলিকপ্টারে মেঘালয় গৌহাটি

প্রথমেই চলে যাবেন ঢাকা থেকে ৪ ঘন্টার দূরত্বে শেরপুর (Sherpur)। মহাখালি থেকে শেরপুর যাওয়ার এভেইলেবল বাস পাওয়া যায়। সরাসরি নালিতাবাড়ীর বাসে চড়লেই সবচাইতে ভালো। ভাড়া ৩০০ টাকা। এই জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত স্থলবন্দর হচ্ছে নাকুগাও। এখানে ইমিগ্রেশনও আছে। ভারতীয় ভিসায় By Road DALU লেখা থাকলেই এ বন্দর দিয়ে ভারতে ঢোকা যায়। অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে ভীড় একেবারেই নেই।

সারাদিনে মাত্র ৫-৬ জন মানুষ যাতায়াত করে। এজন্য নেই কোন ঘুষ কিংবা দালালের প্রবলেম। যাইহোক, বর্ডার ক্রস করেই ২ কিলোমিটার সামনেই ডালু বাসট্যান্ড। সেখান থেকে বাস কিংবা প্রাইভেটকারে ৪৯ কিলোমিটার দুরেই তুরা (Tura) জেলা (বাসভাড়াঃ ১০০ রুপী, শেয়ারড প্রাইভেটকারেঃ ২৫০ রুপী)। এই তুরা থেকেই প্রতি শুক্র, শনি, সোম এবং বুধবার হেলিকপ্টার সার্ভিস চালু আছে। যা স্থানীয় সময় সকাল ১১.২৫ মিনিটে গোয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে ১২.০৫ এ পৌছায়। সেখানে ২৫ মিনিটের বিরতি দিয়ে ঠিক ১ টায় পৌছায় শিলং। ভাড়া মাত্র ১৯০০ রুপী। তবে ফোনে একটু আগেভাগেই বুকিং দিতে হবে।

27/04/2024

সিকিম টুর।
আগামী ১৬ ই মে । সুইজারল্যান্ড খেতো সিকিম টুর করতে যাচ্ছি। যে যে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।

*** ইভেন্টর বিস্তারিত নিচে দেয়া হলো।
আগামী ১৬ ই মে সিকিম টুর করতে যাচ্ছি।
৮, রাএ ৭দিন। ১৬ থেকে ২৩ মে তারিখ পর্যন্ত।
২৩ ই মে সকালে রওনা দিয়ে ২৩ তারিখে বিকালে ঢাকায় থাকবো।
বরফের রাজ্য সিকিম টুর ও অ্যাডভেঞ্চারের এখনই সময়।

*** যাওয়া ও আসা।
ঢাকা -নিউ জলপাইগুড়ি - ঢাকা ।

*** টুরের বিস্তারিত খরচ। একজন এর জন্য,
জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস ট্রেন =২৫.৫০০/টাকা।
ঢাকা থেকে রাতে মিতালী এক্সপ্রেস। ভিসা থাকতে হবে নিউ জলপাইগুড়ি। নিউজলপাইগুড়ি।
পৌছাবো সকালে ৯ টায়, । শিলিগুড়ি পৌঁছানোর পর সেখান থেকে আরেকটি জিপ বারাকরে সিকিমের উদ্দেশ্য রওনা দিবো। পথের মধ্যে রেমপু চেকপোস্ট
থেকে সিকিমের ডুকার পারমিট নিয়ে চলে যাবো সোজা গেংটক।গেংটক এর দূরত্ব হলো ১৩০ কিলোমিটার। গেংটক সন্দায় গিয়ে হোটেলে উঠে। রাতেই নথ`সিকিমের জন্য পারমিশন নিবো।২দিন ১রাত।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে সকালের নাশতা খেয়ে সোজা চলেযাবো জিপে করে নথ সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দিবো,
পথে চলতে চলতে ২দিন যা যা দেখা যায় তা হলো।
১/গেংটক সিটি,
২/লাচুং,
৩/লাচেন,
৪/গুরুদংমারা লেক,
৫/কালা পাথর।
৬/ইয়ামথাম ভেলি।
৭/ জিরো পয়েন্ট।
২ দিন ১ রাতে থেকে আবার চলে আসবো গেংটক।
রাতে হোটেলে ফিরে আবার চলে যাবো পূর্ব সিকিমের পারমিটের জন্য। পারমিশন নিয়ে চলে আসবো হোটেলে, রাতে হোটেলে উঠে, সকালের আবা জিপে করে চলে যাবো।যা যা দেখতে পারবো।
১/ ছাগুলেক।
২/বাবা মন্দির।
৩/ নাথুলা পাস,(চায়না বডার).
সব দেখে চলে আসবো গেংটক। রাতে হোটেলে থেকে সকালে উঠে জিপ নিয়ে চলে আসবো শিলিগুড়ি, এরপর সেখানে একটি গাড়ি ভাড়া করা চলে আসবো নিউ জলপাইগুড়ি স্টেশন । চেকিং করে মিতালী এক্সপ্রেসে করে ঢাকায়।

এ টুরে যা যা পাবেন।
১/যাওয়া ও আসা বাস।
২/ রাতে হোটেল।
৩/ প্রতি দিন ৩ বেলা খাবার।

এ টুরে যা যা পাবে না।
১/ ভিসা প্রসেসিং ফিস।
২/গমন কর।
৩/যাএা বিরতির সময় খাবার।
৪/ রাইট ফিস।
৫/পারনাল খরচ।

অগ্রিম বুকিং ৫০০০/হাজার টাকা। (অফেরত যোগ্য।ধরে । এবং বাকি টাকা ১০ ই মে মধ্যে দিয়ে দিতে হবে।

পারমিশনের জন্য যা যা লাগবে।

১/পাসপোর্ট সাইজ ছবি (৫) পিস।
২/পাসপোর্ট ফটোকপি (৫)পিস।

৩/ভিসা ফটোকপি (৫)পিস।

আরো কিছু যানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মোবা০১৯১০৫৪৪২৮৯.

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Pas...
04/04/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দে

04/04/2024
ঢাকা - নারায়নগঞ্জ রুটের কমিউটার ট্রেনের সময়সূচি । সেভ করে টাইমলাইনে রেখে দিন দরকার পড়তে পারে। #সিডিউল আরও আপডেট পেতে ...
04/04/2024

ঢাকা - নারায়নগঞ্জ রুটের কমিউটার ট্রেনের সময়সূচি । সেভ করে টাইমলাইনে রেখে দিন দরকার পড়তে পারে।

#সিডিউল
আরও আপডেট পেতে আমাদের পেজটা লাইক ও ফলো করে পোষ্টটি শেয়ার করে দিন ।

© : TRAIN VIEW PAGE

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
30/03/2024

♻️♻️ Online Visa চেক করার 60+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

গেদে ইমিগ্রেশন/কাষ্টম অফিস, বিএসএফ চেকপয়েন্ট থেকে ২৫০ মিটার দূরে হওয়াই কাষ্টম আফিস থেকে কাষ্টম ক্লিয়ারেন্স বা Entry/E...
30/03/2024

গেদে ইমিগ্রেশন/কাষ্টম অফিস, বিএসএফ চেকপয়েন্ট থেকে ২৫০ মিটার দূরে হওয়াই কাষ্টম আফিস থেকে কাষ্টম ক্লিয়ারেন্স বা Entry/Exit স্লিপ দেয়।

১. পাসপোর্ট/Entry(সবুজ) স্লিপ টি দেখতে চান স্টেশনের উপরে সিভিল ড্রেসে কর্মরত থাকা তিন তারা⭐ বিশিষ্ট অফিসার।

২. Exit (গোলাপী) স্লিপ টি বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ চেকপয়েন্টে লাগে বা আপনার সিরিয়াল নাম্বার এন্ট্রি হয়।

৩১শে মার্চ থেকে প্রতিদিন কলকাতা- গ্যাংটক (পাকিয়ং) সরাসরি ১টি ফ্লাইট সকাল ৮টায় ৫,০০০রুপি থেকে শুরু ।
22/03/2024

৩১শে মার্চ থেকে প্রতিদিন কলকাতা- গ্যাংটক (পাকিয়ং) সরাসরি ১টি ফ্লাইট সকাল ৮টায় ৫,০০০রুপি থেকে শুরু ।

ঢাকা-বুড়িমারী বাণিজ্যিক ট্রেন চালু হওয়ায়সহজে যাওয়া যাবে দার্জিলিং ও ভুটান
17/03/2024

ঢাকা-বুড়িমারী বাণিজ্যিক ট্রেন চালু হওয়ায়
সহজে যাওয়া যাবে দার্জিলিং ও ভুটান

এই কয়েকদিন বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেস ট্রেন।
12/03/2024

এই কয়েকদিন বন্ধ থাকবে মিতালী এক্সপ্রেস ট্রেন।

09/03/2024

এই পবিত্র রমজান মাসে, ১২ মার্চ ২০২৪ থেকে, ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধুমাত্র বিকাল ৩.৩০ টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। ৩টা থেকে ৪ টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকাল ৩.৩০ টার আগে আইভ্যাক জেএফপি-তে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Indian visa application centre Dhaka.
28/02/2024

Indian visa application centre Dhaka.

25/02/2024

এবং #চিৎপুর পোর্ট
এখন থেকে বাই ডিফল্টে যোগ হলো। তার মানে-

🔹 ️বিমান- (২৯টি বিমানবন্দর)
🔹️ হরিদাশপুর- (বেনাপোল)
🔹️ গেদে- (দর্শনা, বাই রোড)
🔹️ রেল চিৎপুর- (মৈত্রী এক্সপ্রেস)
🔹️ রেল নিউ জলপাইগুড়ি- NJP (মিতালি এক্সপ্রেস)
🔹 রেল খুলনা (বন্ধন এক্সপ্রেস)
🔹️ আগরতলা (আখাউড়া)

এগুলো এমনিতেই ফ্রি পাবেন। তাই এগুলো বাদে অন্য যেকোনো একটা পোর্ট চয়েজ করতে পারেন।

এখন থেকে আর নিউ জলপাইগুড়ি লিখতে হবেনা।
25/02/2024

এখন থেকে আর নিউ জলপাইগুড়ি লিখতে হবেনা।

যাত্রীদের জানার সুবিধার্থে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সকল রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হল।ঢাকা-টেকনাফ= ২২০০ টাকা (এসি স্লিপ...
14/02/2024

যাত্রীদের জানার সুবিধার্থে ইম্পেরিয়াল এক্সপ্রেসের সকল রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হল।
ঢাকা-টেকনাফ= ২২০০ টাকা (এসি স্লিপার)
ঢাকা-টেকনাফ= ১৫০০ টাকা (এসি ইকোনোমি ক্লাস)
ঢাকা-কক্সবাজার= ২০০০ টাকা (এসি স্লিপার)
ঢাকা-কক্সবাজার= ১৬০০ টাকা (এসি বিজনেস ক্লাস)
ঢাকা-কক্সবাজার= ১৪০০ টাকা (এসি ইকোনোমি ক্লাস)
ঢাকা-চট্টগ্রাম= ৮৫০ টাকা (এসি ইকোনমি ক্লাস)
ঢাকা-চট্টগ্রাম= ১৫০০ টাকা (এসি স্লিপার)
ঢাকা-খাগড়াছড়ি= ১৬০০ টাকা (এসি স্লিপার)
সাতক্ষীরা-কক্সবাজার= ২৬০০ টাকা (এসি স্লিপার)
খুলনা-কক্সবাজার= ১৯০০ টাকা (এসি বিজনেস ক্লাস)
খুলনা-কক্সবাজার= ২৪০০ টাকা (এসি স্লিপার)
সাতক্ষীরা-চট্টগ্রাম= ২২০০ টাকা (এসি স্লিপার)
খুলনা-চট্টগ্রাম= ১৬০০ টাকা (এসি বিজনেস ক্লাস)
খুলনা-চট্টগ্রাম= ২০০০ টাকা (এসি স্লিপার)
অনলাইনে টিকেট কিনতে ভিজিট করুন:
www.Imperialexpressbd.com
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
+8801896105553-54
ইম্পেরিয়াল এক্সপ্রেস
(রাজকীয় সফর সঙ্গী)

১৯০৪ সালে ফ্রিৎজ কাপের তোলা ছবিতে ঢাকার প্রখ্যাত লোহার পুল।
20/01/2024

১৯০৪ সালে ফ্রিৎজ কাপের তোলা ছবিতে ঢাকার প্রখ্যাত লোহার পুল।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন।এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপা...
20/01/2024

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন।

এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।

ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।

আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম

তথ্যসূত্র: internet

Address


Telephone

+8801910544289

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tinon Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tinon Tours & Travels:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share