Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য

  • Home
  • Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য

Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য This page highlights the invaluable cultural & tourist attractions scattered all over the Bangladesh
(2)

পূর্জা উপলক্ষে TRAVEL & DIVERSITY OF BANGLADESH ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য এর স্পেশাল ডে ট্যুরে ৫০% ছাড়.....স্থানঃ ...
25/10/2023

পূর্জা উপলক্ষে TRAVEL & DIVERSITY OF BANGLADESH ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য এর স্পেশাল ডে ট্যুরে ৫০% ছাড়.....

স্থানঃ মজুচৌধুরীর হাট এবং মেঘনা দ্বীপ,লক্ষ্মীপুর।

তারিখঃ ২৮/১০/২০২৩ ইং রোজ শনিবার।

সময়ঃ সকাল ৮:৩০মি: থেকে বিকাল ৪:০০মি: পর্যন্ত

ইভেন্ট:- বিভিন্ন খেলা (ছেলে - মেয়ে উভয়)

সাইটসিয়িংঃ মেঘনা নদীর পাড় ভ্রমণ,ট্রালার দিয়ে নদী ভ্রমণ,মেঘনা দ্বীপ ভ্রমণ।

রেজিষ্ট্রেশনঃ ৫৫০ টাকা।

বিস্তারিত জানতে কিংবা বুকিং করতে যোগাযোগ করুন:- 01708082562 (হোয়াটসঅ্যাপ)

Ya Nabi (sm) salamu alaykaYa Rasool (sm) salamu alaykaYa Habib (sm) salamu alaykaMay the divine light of Sunnah enlighte...
28/09/2023

Ya Nabi (sm) salamu alayka
Ya Rasool (sm) salamu alayka
Ya Habib (sm) salamu alayka
May the divine light of Sunnah enlighten your life and brighten your every pore.
Eid-e-MiladunNabi Mubarak.

লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বাড়িটিই দালাল বাজার জমিদার বাড়ি হিসাবে সুপরিচিতলক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে অবস্থিত...
27/09/2023

লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বাড়িটিই দালাল বাজার জমিদার বাড়ি হিসাবে সুপরিচিত

লক্ষ্মীপুর জেলা সদরের দালাল বাজার ইউনিয়নে অবস্থিত জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বাড়িটিই দালাল বাজার জমিদার বাড়ি (Dalal Bazar Zamidar Bari) হিসাবে সুপরিচিত। বর্তমানে ভূমি অফিস হিসাবে জমিদার বাড়িটি ব্যবহৃত হলেও বাড়ির স্থাপনায় তৎকালীন ঐতিহ্যের ছাপ স্পষ্ট পরিলক্ষিত হয়।

প্রায় ৫ একর আয়লাল বাজার জমিদার বাড়ীর সম্মুখে রয়েছে একটি রাজকীয় প্রবেশ তোরণ। আর জমিদার বাড়িতে স্থান পেয়েছে জমিদার প্রাসাদ, রাজপ্রাসাদ, অন্দর মহল, শান বাঁধানো ঘাট, নাট মন্দির, পুজা মন্ডপ, লোহার সিন্দুক ইত্যাদি।

ইতিহাস:- জানা যায় আজ থেকে প্রায় চারশত বছর পূর্বে জমিদার লক্ষ্মী নারায়ন বৈষ্ণব কলকাতা থেকে লক্ষ্মীপুর আসেন। জমিদার লক্ষ্মী নারায়ন বৈষ্ণববের পরবর্তী উত্তরসরীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্সী এবং জমিদারী লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর বাণিজ্যিক এজেন্ট হওয়ায় পর থেকে স্থানীয় মানুষদের কাছে লক্ষ্মী নারায়ন বৈষ্ণবের উত্তরসরীগণ ‘দালাল’ বলে আখ্যায়িত হতে থাকেন। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় জমিদারগণ দেশ ত্যাগ করে অন্যত্র চলে গেলে জমিদার বাড়ীটি পরিত্যাক্ত থেকে যায়।

কিভাবে যাবেন:- রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, আলবারাকা, আলম, রয়েল, ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহণের বাস লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুর যেতে ৪/৫ ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতে বাসভেদে জনপ্রতি ভাড়া লাগে ৪০০ থেকে ৮০০ টাকা।

লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে দালাল বাজার জমিদার বাড়িতে যেতে ১৫ টাকা ভাড়া লাগে।

কোথায় থাকবেন:- লক্ষ্মীপুরে বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। চাইলে সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আবেহায়াত, হোটেল রোজ কিংবা স্টার গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারেন।

কোথায় খাবেন:- লক্ষ্মীপুরে বিভিন্ন মানের হোটেল, ফাস্টফুড শপ এবং চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। খাবার খেতে যেতে পারেন হোটেল রাজমহল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল অথবা ফুড গার্ডেন রেস্টুরেন্টে।

লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় ...
19/09/2023

লক্ষ্মীপুরের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি। দালাল বাজার সংলগ্ন দক্ষিণ-পশ্চিম পাশে লক্ষ্মীপুর মৌজায় অবস্থিত প্রাচীন এই জমিদার বাড়িকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত রাজ গেইট, জমিদার প্রসাদ, অন্দর মহল, অন্দর পুকুর, শান বাঁধানো ঘাট এ সবই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে।

জানা যায়, লক্ষ্মীনারায়ন নামে জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে দালাল বাজার আসেন। তার পুত্র ব্রজবল্লভ স্বীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। ব্রজবল্লভ পুত্র গৌরকিশোর কলিকাতায় লেখাপড়ার সুবাদে ইষ্টইন্ডিয়া কোম্পানীর সহচর্যে আসেন এবং জমিদারী খরিদ করেন। গৌরকিশোর ১৭৬৫ খ্রিষ্টাব্দে রাজা উপাধী লাভ করে। গৌরকিশোর রায় ও রাণী লক্ষ্মী প্রিয়া ছিলেন নি:সন্তান। তারা ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দকিশোরকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে। গোবিন্দ কিশোর পুত্র নলীনি কিশোর রায় চৌধুরী তাদের জমিদারীর খাজনা আদায়, তদারকী ও প্রসারে দক্ষতার পরিচয় দেয়। দালাল বাজার এন.কে উচ্চ বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ঠাকুর মন্দির এ পরিবারের অবদান। জমির বাড়ির প্রাচীর, অন্দর মহল, নির্মাণ সামগ্রী বিশেষ করে কয়েকটন ওজনের লোহার ভীম, বিরাটাকার লোহার সিন্দুক, নৃত্যশালা, বহিরাঙ্গণ দেখতে আজো মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে।

ছবি:- Mukitur Rahman " মুকিতুর রহমান "

26/08/2023

স্পেশাল গেট টুগেদার এর কিছু স্থিরচিত্র....

নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়।
14/07/2023

নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়।

➡️ অসম্ভব সুন্দর একটা রাস্তা। 📌 রাজশাহী টু চাপাইনবয়াবগঞ্জ হাইওয়ে। ছবি:- Shohidul Îslam Rupos
13/07/2023

➡️ অসম্ভব সুন্দর একটা রাস্তা।

📌 রাজশাহী টু চাপাইনবয়াবগঞ্জ হাইওয়ে।

ছবি:- Shohidul Îslam Rupos

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি...
13/07/2023

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।

পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক চিক করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।

কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

ছবি:- Mukitur Rahman

চৌমুহনীর রেললাইন
11/07/2023

চৌমুহনীর রেললাইন

গ্রাম কথা টা শুনলেই যেন মনের মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে। জন্ম থেকে শুরু করে শৈশবে বেড়ে ওঠা সবকিছুই গ্রামীণ পরিবেশে হ...
10/07/2023

গ্রাম কথা টা শুনলেই যেন মনের মাঝে এক ধরনের অনুভূতি কাজ করে। জন্ম থেকে শুরু করে শৈশবে বেড়ে ওঠা সবকিছুই গ্রামীণ পরিবেশে হয়ে থাকে। সেই গ্রামীন পরিবেশের মায়া কখনো ভুলা যায় না। যতই দূরে যায় না কেন বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটিয়েছি বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়।


লেখক এবং ফটোগ্রাফার:- মুকিতুর রহমান

অবাক বিস্ময়ে চেয়ে রই তোমার পানে~আসন্ন দুটি সাদাপাহাড়ের ইভেন্ট-অক্টোবরের অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক জোছনাতরীর সাথে। অক...
09/07/2023

অবাক বিস্ময়ে চেয়ে রই তোমার পানে~

আসন্ন দুটি সাদাপাহাড়ের ইভেন্ট-
অক্টোবরের অন্নপূর্ণা বেইজ ক্যাম্প ট্রেক জোছনাতরীর সাথে।

অক্টোবরের এভারেস্ট বেইজক্যাম্প ও গোকিও লেক ট্রেক জোছনাতরীর সাথে।

The beauty of the Everest Base Camp trek!
09/07/2023

The beauty of the Everest Base Camp trek!

প্রকৃতির একদম কাছাকাছি এই বর্ষায় যারা স্বাদ নিতে চান , তাদের জন্য আমাদের এই পাখির বাসা । বান্দরবান শহর থেকে মাত্র ৪.৫ ক...
08/07/2023

প্রকৃতির একদম কাছাকাছি এই বর্ষায় যারা স্বাদ নিতে চান , তাদের জন্য আমাদের এই পাখির বাসা । বান্দরবান শহর থেকে মাত্র ৪.৫ কিলোমিটার দূরে Bliss Eco Village এ ক্যাম্পিং করার সুবর্ণ সুযোগ মাধ্যমে গ্রহণ করতে পারবেন ।সর্বনিন্ম ১ জন হলেই ক্যাম্পিংবের স্বাদ নিতে পারবেন ।যারা বুনো পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই আয়োজন । এমন অনেক কিছু হবে যা কেউ ভাবেনি আগে বান্দরবান এ ।আপনারা আসছেন তো ।

▶️চার্জ জন প্রতি ১১৫০ টাকা।

➡️প্যাকেজ : ক্যাম্পিং এর সকল ব্যবহৃত তৈজসপত্র এবং ৩ বেলা মূল খাবার।

মজু চৌধুরী ঘাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটনকেন্দ্র ও শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজ...
08/07/2023

মজু চৌধুরী ঘাট বাংলাদেশের উপকূল অঞ্চলের একটি অন্যতম পর্যটনকেন্দ্র ও শহর। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার অন্তর্গত চররমনী মোহন ইউনিয়নে অবস্থিত। এই শহরটি ১৯৬৫ সালে মজু চৌধুরীর হাট নামে স্থাপিত হয়। এটির পূর্বের নাম ছিল রহমত খালি।বরিশাল বিভাগের ৩০ শতাংশ জনসাধারণ এই মজু চৌধুরী হাট দিয়েই যাতায়াত করেন।

ছবি:- মুকিতুর রহমান

কুটুম দের ভালোবাসা । আমার বাড়ি আইসো রে বন্ধু , আমার গাঁও এ আইসো । মাদুর পাইত্যা দিমু , বেয়াইন বেলা ছালুন দিমু খাইতে । ...
05/07/2023

কুটুম দের ভালোবাসা ।

আমার বাড়ি আইসো রে বন্ধু , আমার গাঁও এ আইসো । মাদুর পাইত্যা দিমু , বেয়াইন বেলা ছালুন দিমু খাইতে । ছবি গুলান আমরার নয়া কুটুম রা পাঠাইছে । কি জে ভাল্লাগটাছে, কৈতার তাম না । আর যখন কইলো আপনাগো গ্রামে খালি সুখ ভাই সুখ ।তখন কি আর চক্ষের পানি ধইরা রাহুন যায়।

যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহার ও প্লাস্টিক বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটনকেন্দ্র কলাগাছি ও...
06/05/2023

যত্রতত্র প্লাস্টিক সামগ্রী ব্যবহার ও প্লাস্টিক বর্জ্য ফেলার অভিযোগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে বনবিভাগ ট্রলার চলাচলের অনুমতি স্থগিত করে।

এখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায় 🖤
19/04/2023

এখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায় 🖤

ঐতিহাসিক শাহি ঈদগাহসিলেট নগরের মধ্যবর্তী এলাকায় গাছপালায় ঘেরা সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ। ঐতিহাসিক এই ঈদগাহ ১৭০০ সালের...
18/04/2023

ঐতিহাসিক শাহি ঈদগাহ

সিলেট নগরের মধ্যবর্তী এলাকায় গাছপালায় ঘেরা সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ। ঐতিহাসিক এই ঈদগাহ ১৭০০ সালের প্রথম দিকে নির্মিত হয়। বাংলাদেশ জাতীয় তথ্যবাতায়নে বলা হয়েছে, গাছপালাঘেরা ঈদগাহটি সপ্তদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে সিলেটের ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। প্রাচীন প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। ১৭৭২ সালে ইংরেজবিরোধী ভারত-বাংলা জাতীয়তাবাদী প্রথম আন্দোলন এখান থেকেই শুরু হয়। প্রতিবছর এই ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহে ঢোকার জন্য আছে তিনটি ফটক। পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন পুকুরে মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা। ঈদ উপলক্ষে শাহি ঈদগাহে চলছে ধোয়ামোছা আর রং লাগানোর কাজ। ছবিগুলো সোমবার (১৭ এপ্রিল) সকালে তোলা।

মডেল মসজিদ 🕌মতলব দক্ষিণ,চাঁদপুর।
06/04/2023

মডেল মসজিদ 🕌

মতলব দক্ষিণ,চাঁদপুর।

খুব সম্ভবত বৃষ্টি আসার আগমুহূর্ত সবচেয়ে বেশি সুন্দর।📍হোলাটেহা, বানিয়াচং
05/04/2023

খুব সম্ভবত বৃষ্টি আসার আগমুহূর্ত সবচেয়ে বেশি সুন্দর।

📍হোলাটেহা, বানিয়াচং

মহা-মায়া লেক, সীতাকুণ্ড।
05/04/2023

মহা-মায়া লেক, সীতাকুণ্ড।

02/04/2023

পাহাড়ের ওপর নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ধোবাউড়া উপজেলার মনসাপাড়া মিশন। ধোবাউড়া উপজেলার বুকে যেন একটুকরো আমেরিকা।

02/04/2023

ময়মনসিংহের গ্রামীণ মেলা

31/03/2023

একটি গ্রামীণ মেলা।

31/03/2023

বৃদ্ধ দাদু ৫৫ বছর ধরে সন্দেস মিষ্টির ফেরিওয়ালা

পাহাড় বিলাস সুনামগঞ্জ। অনেক স্মৃতিময় এবং স্মরণীয় মুহুর্ত ছিল।চারজনের মধ্যে তিনজন এখনো একসঙ্গে আছি,(ওয়াজিবুল্লাহ, আমি,মুজ...
27/03/2023

পাহাড় বিলাস
সুনামগঞ্জ।
অনেক স্মৃতিময় এবং স্মরণীয় মুহুর্ত ছিল।
চারজনের মধ্যে তিনজন এখনো একসঙ্গে আছি,(ওয়াজিবুল্লাহ, আমি,মুজাদ্দিদ) আর সোহাগ ইউ.কে তে এখন অবস্থানরত।
স্মৃতির পাতায় আবার আরেকটি মুহুর্ত আসুক।

ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ "সুন্দরবন "
26/03/2023

ঘুরতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয়
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ "সুন্দরবন "

মাওয়া তে আমরা দুই জনকোন একদিন প্রিয় মানুষ মিস ইউ তোমাকে
26/03/2023

মাওয়া তে আমরা দুই জন
কোন একদিন
প্রিয় মানুষ
মিস ইউ তোমাকে

লক্ষ্মীপুর জেলার মধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র হল পৌর শিশু পার্ক। পৌর শিশু পার্কে প্রতিনিয়ত শত শত দর্শনার্থীর বীর দেখা যা...
20/03/2023

লক্ষ্মীপুর জেলার মধ্যে অন্যতম বিনোদন কেন্দ্র হল পৌর শিশু পার্ক। পৌর শিশু পার্কে প্রতিনিয়ত শত শত দর্শনার্থীর বীর দেখা যায়।

ছবিঃ Mukitur Rahman " মুকিতুর রহমান "

প্রকৃতির সাজেসবুজের বুকে আমরা আমাদের মনকে সবুজ করে রাখিভ্রমণে প্রানমন
20/03/2023

প্রকৃতির সাজে
সবুজের বুকে
আমরা আমাদের মনকে
সবুজ করে রাখি
ভ্রমণে প্রানমন

গ্রাম বাংলার ছোট একটি মাছের হাট। ছবিঃ Journalist Mukitur Rahman
18/03/2023

গ্রাম বাংলার ছোট একটি মাছের হাট।

ছবিঃ Journalist Mukitur Rahman

ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য গ্রুপের ২০২৩-২০২৪ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক...
12/03/2023

ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য গ্রুপের ২০২৩-২০২৪ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দায়িত্ব প্রাপ্ত সদস্যবৃন্দ কে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

আপনাদের হাত ধরে এগিয়ে যাবে ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য পরিবার।

কুইন্স গার্ডেনের "জাফলং ক্যাম্প সাইটে" স্বাগতম, পরিবার এবং বন্ধুদের নিয়ে তাবুবাসের অভিজ্ঞতা নিতে চলে আসুন আমাদের ক্যাম্প...
27/01/2023

কুইন্স গার্ডেনের "জাফলং ক্যাম্প সাইটে" স্বাগতম, পরিবার এবং বন্ধুদের নিয়ে তাবুবাসের অভিজ্ঞতা নিতে চলে আসুন আমাদের ক্যাম্প সাইটে।

কি কি পাচ্ছেনঃ
★ ওয়াটার রেসিষ্ট তাবু
★ তাবুতে তোষক, বালিশ, কম্বল
★ বন ফায়ার
★ সন্ধ্যায় চা বিস্কিট
★ রাতের ডিনার
★ সকালের নাস্তা
★ সকালের চা বিস্কিট

এছাড়াও বারবিকিউ করার সুব্যবস্থা আছে, আমাদের রেষ্টুরেন্ট মেন্যু থেকে পছন্দের খাবার ও অর্ডার করতে পারবেন।

প্রথম মাস উপলক্ষে ১০% ছাড় আছে।

সেন্টমার্টিন ট্যুর এর প্রস্তুতি নিচ্ছেন!!! বিভিন্ন যায়গায় ছুটোছুটি না করে মাত্র ০১টি ফোন কলেই আপনি Travel & Diversity of...
18/11/2022

সেন্টমার্টিন ট্যুর এর প্রস্তুতি নিচ্ছেন!!!

বিভিন্ন যায়গায় ছুটোছুটি না করে মাত্র ০১টি ফোন কলেই আপনি Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য এর কাছে পেয়ে যাবেন সেন্টমার্টিনের শিপ টিকেট সহ অন্যান্য সেবা।

☎️ তথ্য ও বুকিং এর জন্য ফোন করুনঃ
+8801869820862 (হোয়াটসঅ্যাপ), +8801708082562 (হোয়াটসঅ্যাপ)

সেন্টমার্টিন কেন্দ্রিক আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ

➡️ ঢাকা টু কক্সবাজার বিমান টিকেট।
➡️ টেকনাফ / কক্সবাজারের বাস টিকেট।
➡️ সেন্টমার্টিন ও কক্সবাজারে হোটেল বুকিং।
➡️ গ্রুপ ট্যুর।
➡️ ফ্যামিলি ট্যুর।
➡️ অফিসিয়াল / কর্পোরেট ট্যুর।
➡️ স্টুডেন্ট ট্যুর / শিক্ষা সফর।

Mohare Danda, A beautiful short trek destination from Pokhara.
11/11/2022

Mohare Danda, A beautiful short trek destination from Pokhara.

📣📣সুন্দরবন সিজন শুরু হয়ে গেছে📣📣🎉 TRAVEL & DIVERSITY OF BANGLADESH ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য এর প্রতি মাসেই ট্রিপ র...
10/11/2022

📣📣সুন্দরবন সিজন শুরু হয়ে গেছে📣📣

🎉 TRAVEL & DIVERSITY OF BANGLADESH ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য এর প্রতি মাসেই ট্রিপ রয়েছে সুন্দরবনে।

দ্রুত বুকিং এর জন্য যোগাযোগ করুন

☎️+8801708082562 (What's app)
☎️+8801869820862 (What's app)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel & Diversity of Bangladesh ।। ভ্রমণ ও বাংলাদেশের বৈচিত্র্য:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share