04/02/2021
বাংলাদেশ যেকোন দর্শনীয় স্থানের ছবি পাঠিয়ে জিতে নিন আর্কষনীয় পুরস্কার।
ছবি শুধু ছবি নয়।
ছবি মানে ইতিহাস, ছবি মানে সংস্কৃতি, ছবি মানে প্রকৃতি ও হ্নদয়ের সুন্দরের চিরন্তন প্রকাশ।
• তাই আপনার তুলা ছবির মাধ্যমে ফুটে উঠুক আমাদের দেশ বাংলাদেশের রুপ প্রকৃতির অপরুপ সুন্দর।আর দেরি না করে আজই আপনার মোবাইলে বা ক্যামেরায় তোলা যে কোন বাংলাদেশের ভ্রমন, প্রকৃতি এবং দর্শনীয় স্থানের ছবি পাঠিয়ে দিন আমাদের পেইজে ও আমাদের ওয়াটস অ্যাপ নাম্বারে আর জিতে নিন আকর্ষনীয় পুরস্কার। ছবির জন্য কোন এন্ট্রি ফি নেওয়া হবে না। সবার জন্য উন্মুক্ত। সেরা তিনটি ছবির জন্য দেওয়া হবে বিশেষ পুরস্কার আর সেরা ১০টি ছবি কে দেওয়া হবে সস্মানা পুরস্কার ও সনদ।
#ছবি পাঠানোর শেষ তারিখ ৩১শে মার্চ।
আর আগামী ৫ এপ্রিল আমাদের পেইজে সেরা ছবি ও প্রতিযোগিতায় বিজয়দের নাম ঘোষণা করা হবে।
• শর্ত ও নিয়মাবলীঃ
১।ছবি হতে হবে বাংলাদেশের যে কোন ভ্রমণ, প্রকৃতি ও দর্শনীয় স্থানের।
২।যে কোন প্রতিযোগি সর্বমোট তিন টি ছবি পাঠাতে পারবেন তার চেয়ে বেশি নয়।
৩।ছবির সাথে স্থানের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে।
৪।ছবির সাথে প্রতিযোগির পূর্ণ নাম ঠিকানা ও মোবাইল নং অবশ্যই পাঠাতে হবে।
৫।ছবির রেজুলেশন অবশ্যই ৩০০ ডি পি আই এর হতে হবে, এবং কোন ব্যক্তিগত ছবি গ্রহনযোগ্য হবে না।
• আমরা শ্রদ্ধা জানাই হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং ত্রিশ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ সাথে দুই লক্ষ ইজ্জত হারানো নারী ও ভাষা শহীদের। আর এই রক্ত ও ইজ্জতে অর্জিত আমাদের সোনার বাংলাদেশের রুপ, প্রকৃতি, সুন্দর সারা বিশ্বে ছড়িয়ে দিতে কক্সবাজার ট্যুরিজম ফোরাম কাজ করে যাচ্ছে।
এবং বাংলাদেশ ট্যুরিজম কে বিশ্বের বুকে তুলা ধরে সমানে এগিয়ে নেওয়ায় কক্সবাজার ট্যুরিজম ফোরামের একমাত্র লক্ষ্য।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন।
01712551557
01686223206