19/08/2020
করোনা কালীন এই সময়ে আপনার ভ্রমন হোক নিরাপদ ও আনন্দদায়ক।
ঘরে থেকেই কল করে নিশ্চিত করে নিতে পারেন আপনার বিমান টিকেট।
১. বাংলাদেশ থেকে বিশ্বের যেকোনো দেশে যেতে হলে করোনা টেস্ট সনদ বাধ্যতা মুলক করা হয়েছে।
২. সরকারি ভাবে নির্ধারিত হসপিটাল ছাড়া করোনা টেস্ট গ্রহন যোগ্য হবেনা। আপনাদের সুবিধার্নাথে নিম্নে নাম গুলো সংযুক্ত করা হল।
৩. দেশকে ভালবাসুন , কোন ভাবেই জাল করোনা সনদ নিয়ে ভ্রমন করবেন না।
৪. টিকেট ক্রয়ের পর অবশ্যই অনলাইন এ চেক করে নিবেন সব ঠিক আছে কিনা।
Recent Running Flight Schedule From Bangladesh:
Dhaka- Baharine
Dhaka- Dubai/Abu Dhabi/Sharza (UAE)
Dhaka- Kualalampur (Malaysia)
Dhaka- Muscat (Oman)
Dhaka- Kweat
Dhaka- FrankFourt (Germany)
Dhaka - Paris (France)
Dhaka-Madrid/Bersalona (Spain)
Dhaka- Toronto (Canada)
Dhaka- New York (USA)
Dhaka- Athens (Greece)
Dhaka- London (England)
অন্যান্য রুটের টিকেট প্রাইসের জন্য অবশ্যই কল করবেন। বেস্ট প্রাইসের জন্য পাসপোর্ট কপি দিয়ে কিছুটা সময় দেয়ার জন্য অনুরোধ করছি। সময় দিয়ে সাহায্য করলে অবশ্যই ভাল প্রাইস পাবেন।
WhatsApp/Imo এ পাসপোর্ট কপি দিয়ে সরাসরি কল করুন।
+88 01706175744(WhatsApp/Imo) – Rubel
Email – [email protected]
সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই, ২০২০ তারিখ হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি: এর সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:
১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;
২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;
৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;
৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;
৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।
৬। নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:
1. (SBMC) Sher E Bangla Medical College, Barisal
2. (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram
3. (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory)
4. (CuMC) Cumilla Medical College, Cumilla
5. (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka
6. (NPML-IPH) Institute of Public Health, Dhaka
7. (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka
8. Narayanganj 300 Bed Hospital, Narayanganj
9. (KMC) Khulna Medical college, Khulna
10. (KuMC) Kustia Medical College, Kustia
11.(MMC) Mymensingh Medical College, Mymensingh
12. (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura
13. (RMC) Rahshahi Medical College, Rajshahi
14. M Abdur Rahim Medical College, Dinajpur
15. (RpMC) Rangpur Medical College, Rangpur
16. (SOMC) Sylhet MAG Osmani Medical College, Sylhet