Easyways tours & travels Chapainawabgonj

  • Home
  • Easyways tours & travels Chapainawabgonj

Easyways tours & travels Chapainawabgonj ️�জেনে নিন আপনার এয়ার টিকেট ও ভিসা প্রসেসিং এর সম্ভাব্য সর্বনিম্ন মূল্য!!

24/09/2023

**Vacancy:** 02
**Location:** Anywhere in chapanawabganj
**Education:** HSC/Equivalent
**Aditional Requirement.** Good in Computer Operating and Internet Browsing. Knowledge about Marketing and client convince.
**Freshers Welcome**

**Role:** Promote our travel booking portal, collaborate on impactful campaigns, and maintain client relationships.

**Benefits:**
Attractive Basic Salary (Monthly), mobile bill, travel allowance, performance bonus, target achievement bonus, festival bonuses.

**Work Schedule:** Full-time, 6-day week, 9 AM - 7 PM except govt holidays.

**Walk-In-Interviews:** August 24th - 30th, 2023 at 11 AM - 4PM .
Easy ways tour's & travels
Upor Rajarampur(near by passport Office) , chapanawabganj sodor, Chapanawabganj
01706175744
[email protected]

**Requirements:**, professional attire, positive attitude, good communication skills.
See you at the Walk-In Interviews. Application Deadline: August 30, 2023.

26/07/2023
07/10/2021
টিকেট ওভিসা প্রসেসিংয়ের বিস্তারিত জানতে যোগাযোগ করুন Office address:Easyways tours & travels Upor Rajrampur (near by pas...
17/04/2021

টিকেট ওভিসা প্রসেসিংয়ের

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

Office address:
Easyways tours & travels
Upor Rajrampur (near by passport office ), Upor Rajrampur, Chapainawabgonj sadar, Chapainawabgonj
01706175744,01746450390

সুখবর !!
✈️✈️জেনে নিন আপনার এয়ার টিকেট ও ভিসা প্রসেসিং এর সম্ভাব্য সর্বনিম্ন মূল্য!!
জানতে কল করুনঃ ০১৭০৬১৫৭৪৪
💬ইনবক্স করুন, কত তারিখ, কোথা কোথায় যেতে চাচ্ছেন এবং কত জন? ফিরতি টিকিট হলে কত তারিখ ফিরবেন।
🔖আমরা সর্বদা আপনার ট্রাভে6ল সংক্রান্ত সেবাই নিবেদিত।

বাংলাদেশ সিভিল এভিয়েশন এর বিজ্ঞপ্তি নং ৩০.৩১.০০.০০.০০ অনুযায়ী এমিরেটস এয়ারলাইন্স 18 এপ্রিল 2021 থেকে

ঢাকা টু রিয়াদ সৌদিএয়ারলাইনসে ডেটচেন্জ বা রিকর্নফ্রম করুন মাত্র 40000/- টাকায়বিস্তারিত জানতে যোগাযোগ করুন Office address:...
11/10/2020

ঢাকা টু রিয়াদ সৌদিএয়ারলাইনসে ডেটচেন্জ বা রিকর্নফ্রম করুন মাত্র 40000/- টাকায়

বিস্তারিত জানতে যোগাযোগ করুন

Office address:
Easyways tours & travels
Upor Rajrampur (madrasa market), Upor Rajrampur, Chapainawabgonj sadar, Chapainawabgonj
01706175744,01746450390

সুখবর !!
✈️✈️জেনে নিন আপনার এয়ার টিকেট ও ভিসা প্রসেসিং এর সম্ভাব্য সর্বনিম্ন মূল্য!!
জানতে কল করুনঃ ০১৭০৬১৫৭৪৪
💬ইনবক্স করুন, কত তারিখ, কোথা কোথায় যেতে চাচ্ছেন এবং কত জন? ফিরতি টিকিট হলে কত তারিখ ফিরবেন।
🔖আমরা সর্বদা আপনার ট্রাভে6ল সংক্রান্ত সেবাই নিবেদিত।

23/09/2020

প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়ালো সৌদি আরব। অর্থাত পুরো সফর মাস পর্যন্ত যাদের আকামার মেয়াদ শেষ তাদের আকামার মেয়াদ বাড়ানো যাবে। আজ সফর মাসের ৬ তারিখ কাজেই আরো ২৪ দিন সময় পাওয়া যাবে আকার মেয়াদ বাড়ানোর।

এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে ইস্যু করা যাবে নতুন ভিসা।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রবাসী কল্যানমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, যদি বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো হয়; তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।

সমস্যা সমাধানে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে প্রবাসী, পররাষ্ট্র ও বিমান চলাচল মন্ত্রণালয়। দ্রুত উদ্যোগ না নিলে জটিলতা বাড়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের।

রামরু পরিচালক মেরিনা সুলতানা বলেন, সমস্ত বিভাগ এক সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। যেখানে সিভিল এভিয়েশন, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় থাকতে হবে

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদিবাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার জন্য এখনও অনুমতি দেয়নি সৌদি...
17/09/2020

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি

বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার জন্য এখনও অনুমতি দেয়নি সৌদি সরকার।
সৌদি কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সে দেশের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল।
সেই অনুযায়ী প্রস্তুতি নিলেও এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দেয়নি সৌদি আরব।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিমান কর্তৃপক্ষ।

বলা হয়, সৌদি আরব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে।
সৌদি গমনেচ্ছু সব যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।

ঢাকা টু সৌদি আরব ফ্লাইট-সৌদি সরকার ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।উক্ত ফ্লাইটে    যাওয়া আসা করতে পা...
17/09/2020

ঢাকা টু সৌদি আরব ফ্লাইট-
সৌদি সরকার ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।
উক্ত ফ্লাইটে যাওয়া আসা করতে পারবেন নিম্মে লিখিত শ্রেণির যাত্রীগন।
* সৌদির নাগরিক যারা বিভিন্ন দেশে কর্মরত আছেন
* সৌদির ইনভেস্টর
* ডাক্তার
* ইঞ্জিনিয়ার
*কুটনৈতিক ব্যাক্তিবর্গ।
# # যাদের ওয়ার্ক ভিসা তাদের ফেরত যাওয়ার বিষয়ে আগামী ২৪/২৫ সেপ্টেম্বরের মধ্যে জানা যেতে পারে। হয়তো ২৯ সেপ্টেম্বর থেকে ফ্লাইট ওয়ার্ক ভিসা প্রবাসীরা যেতে পারবেন আশা করা যাচ্চে।
# সকল ধরনের ভিসাধারী ব্যাক্তিবর্গ ০১ জানুয়ারী ২০২১ ইং থেকে পূর্বের ন্যায় চলবে।
📷 তথ্য গুলো ব্যতীত গুজব বিশ্বাস করবেন না

****************************************************
-------------------------------------------------------------------
Please call for booking- 📞01706175744
--------------------------------------------------------------------
ইজি ওয়েজ ট্যুর এবং ট্র্যাভেলস
উপরাম রাজরামপুর মাদ্রাসার বাজার ২ তলা, উপোর রাজরামপুর, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগ
--------------------------------------------------------------------
Easy Ways tours & Travels
Upor Rajrampur Madrasa market 2 floor, Upor Rajrampur, Chapainawabgonj sadar, Chapainawabgonj

বিমান বাংলাদেশ সৌদি আরবে ফাইট চালু করছেঃ*২০ সেপ্টেম্বর থেকে ঢাকা/ চিটাগং  টু জেদ্দা, *২৪ সেপ্টেম্বর ঢাকা টু জেদ্দা।  *২১...
16/09/2020

বিমান বাংলাদেশ সৌদি আরবে ফাইট চালু করছেঃ
*২০ সেপ্টেম্বর থেকে ঢাকা/ চিটাগং টু জেদ্দা, *২৪ সেপ্টেম্বর ঢাকা টু জেদ্দা।
*২১ সেপ্টেম্বর থেকে ঢাকা টু রিয়াদ ও ঢাকা টু দামমাম ফাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ বিমান এর ঘোষণা গুলো হলোঃ

#সকল যাএীদের একজিট, এনটি, রেসিডেন্স, আকামা ও ভিসিট এর পারমিশন চেকিং করতে আপনার Absher account এ গিয়ে চেক করুন।
#সকল যাএীদের সরকার অনুমোদন কৃত পরীক্ষাগারে PCR টেষ্ট করে করোনা নেগেটিভ সাটিফিকেট নিতে হবে। যায় মেয়াদ থাকবে ৪৮ ঘন্টা।
#সকল যাএীদের সৌদি হেল্থ মিনিস্ট্রি পরম পূরণ করতে হবে।
# Tawakkalna app ও Tataman app এই দুটি মোবাইলে ডাউনলোড করতে হবে।
# এবং সকল ফরমালিটি সম্পূর্ণ করে সকল ডকুমেন্টস দিয়ে আপনার টিকিট বুকিং করুন।

বিস্তারিত জানতে কল করুন
অথবা যোগাযোগ করুন
@@@@@@@@@@

ইজিওয়েজ টুরর্স এ্যন্ড ট্রাভেলস

উপর রাজরামপুর মাদ্রাসা মার্কেট,
উপর রাজরামপুর,চাপাইনবাবগন্জ।
ফোন নাম্বার 01706175744

অনুমতি ছাড়াই  #সৌদির টিকেট বিক্রি করছে  #এমিরেটস। প্রবাসীদের সাবধান করলেন এভিয়েশন চেয়ারম্যান। সৌদি সরকারের ঘোষণা জন্য অপ...
11/09/2020

অনুমতি ছাড়াই #সৌদির টিকেট বিক্রি করছে #এমিরেটস। প্রবাসীদের সাবধান করলেন এভিয়েশন চেয়ারম্যান। সৌদি সরকারের ঘোষণা জন্য অপেক্ষা করুন। সঠিক তথ্য না জেনে টিকেট বুকিং করে প্রতারিত হবেন না।

সৌদি সরকারের ঘোষণা আসলে আমরা সাথে সাথে জানিয়ে দিব ইনশাআল্লাহ!

BIMAN NEWSপ্রেস রিলিজ03 Sep 2020বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২০বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৭ সেপ্...
04/09/2020

BIMAN NEWS
প্রেস রিলিজ
03 Sep 2020

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২০

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে ঢাকা-দোহা-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com

বিমান কল সেন্টার: ০১৭৭৭৭১৫৬১৩-১৬

অথবা নিকটস্থ বিমান সেলস সেন্টার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পক্ষে

তাহেরা খন্দকার,

উপ-মহাব্যবস্থাপক, জনসংযোগ

Biman Bangladesh Airlines, is the national flag carrier airline of Bangladesh. The airline provides international passenger and cargo services to Asia and Europe, as well as major domestic routes inside Bangladesh. It has air service agreements with 42 countries and currently flies to 16 different c...

Emirates Airlines এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী। ডুবাই এর ভিসা যাএীদের GDRF এর Approval লাগবে। এবং ডুবাই সিটি ছাড়া...
02/09/2020

Emirates Airlines এর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী। ডুবাই এর ভিসা যাএীদের GDRF এর Approval লাগবে। এবং ডুবাই সিটি ছাড়া অন্যদের জন্য Approval লাগবে না। কিন্তু তাদেরকে www.UAE entry.Iva.gov.ae থেকে তাদের status যাচাই করে নিতে হবে। যাদের √ আছে তারাই এখন যেতে পারবে।
অনেকেরই এই বিষয় নিয়ে পরিস্কার ধারণা নেই। এবং মনে করেন উনার × থাকলেও যেতে পারবে এবং কিছু লোক Fly Dubai দিয়ে গিয়েছে। কিন্তু কিছু লোক গিয়েছে তাই সবাই যেতে পারবে তা কিন্তু সঠিক নয়। UAE আইন যে কোন সময় পরিবর্তনশীল। যারা রিস্ক নিতে চান তাড়া নিজের ইচ্ছেতে টিকিট কেটে চেষ্টা করতে পারেন। কিন্তু এই বিষয়ে কোন এজেন্সি না অন্যকেউ তার দায় নিবে না।
তাই হতাশ না হয়ে অপেক্ষা করুন ইনশাআল্লাহ সবাই ফিরে যেতে পারবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ঘোষণার অপেক্ষা করুন

🔴ঢাকা টু দুবাই আকর্ষণীয় মুল্যে ফ্লাইট টিকিট সংগ্রহ করতে দ্রুত কন্টাক্ট করুন।🔴♦যাদের রেজিষ্ট্রেশন এবং ইন্সুইরেন্স করা হয়ন...
22/08/2020

🔴ঢাকা টু দুবাই আকর্ষণীয় মুল্যে ফ্লাইট টিকিট সংগ্রহ করতে দ্রুত কন্টাক্ট করুন।🔴

♦যাদের রেজিষ্ট্রেশন এবং ইন্সুইরেন্স করা হয়নি দ্রুততম সময়ে করে দেয়া যাবে।

⭕আমদের থেকে যেভাবে টিকিট সংগ্রহ করতে পারবেনঃ
✅অফিসে এসে সরাসরি।
✅ই-মেইল, ওয়াটস আপ্প, ইমু মেসেজের মাধ্যমে।

✅ওয়াটস আপ্পঃ 01706175744 ✅

🎤🎤ট্রাভেল এজেন্সির সকল সেবা একসাথে একস্থানে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
*‼️*বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ প্রায় সকল এয়ারলাইন্সের টিকেট দ্রুত এবং কম মূল্যে ডেট চেঞ্জ (রি- ইস্যু ) করা হয়।*‼️*
নিম্নোক্ত সার্ভিসগুলো কম মূল্যে এবং দ্রুততর সময়ের মধ্যে করে থাকি।
👉১/বিশ্বব্যাপী বিমানের এয়ার টিকেট
২/ প্রায় সকল এয়ারলাইন্সের টিকেট ডেট চেঞ্জ (রি- ইস্যু ),
👉৩/সৌদি আরব, ওমান, কাতার , সিঙ্গাপুর সহ বিশ্বের প্রায় সকল দেশের ওয়ার্ক পার্রমিট ভিসা প্রসেসিং, ভিসিট ভিসা , ফ্যামিলি ভিসা এবং ম্যানপাওয়ার।
👉৪/ বিশ্বব্যাপী হোটেল রিসারভেশন
☎️ বিস্তারিত জানতে কল করুন:
মোবাইল: ০১৭০৬১৭৫৭৪৪
ই-মেইলঃ [email protected]
🏢🏢অফিস এড্রেসঃ
ইজিওয়েজ টুরস এ্যন্ড ট্রাভেলস
উপর রাজরামপুর মাদ্রাসা মার্কেট দ্বীতিয় তলা, উপর রাজরামপুর মোর ,চাঁপাইনবাবগন্জ সদর,চাপাইনবাবগন্জ

৩১ আগস্ট থেকে কাতারে ইউএস-বাংলার নিয়মিত ফ্লাইট চালুদীর্ঘ পাঁচ মাস পর আগামী ৩১ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেক...
21/08/2020

৩১ আগস্ট থেকে কাতারে ইউএস-বাংলার নিয়মিত ফ্লাইট চালু
দীর্ঘ পাঁচ মাস পর আগামী ৩১ আগস্ট থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দোহা রুটে পুনরায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। কোভিড-১৯ সময়কালীন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য দোহায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক (জনসংযাগ) মো. কামরুল ইসলামের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও কাতার সরকারের সকল ধরনের স্বাস্থবিধি ও ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন ঢাকা থেকে দোহায় পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সোম ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-দোহা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ৬টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০, ৩টি ড্যাশ ৮-কিউ৪০০ ও ৪টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি ও কুয়ালালামপুর রুটে দু’টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া কোভিড-১৯ মহামারিকালীন সময়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে ও কার্গো পরিবহনে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে।

কোভিড-১৯ সময়কালীন ইউএস-বাংলা এয়ারলাইন্স আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে চেন্নাই, কলকাতা, দিল্লি, লাহোর, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, আবধাবী, দুবাই, দোহা, মাস্কাট, হ্যানয় ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে স্পেশাল ফ্লাইট পরিচালনা করেছে।

ঢাকা-দোহা-ঢাকা ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেলস্ কাউন্টারে যোগাযোগের জন্য ইউএস বাংলার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

, বৃহস্পতিবার,  ২০ আগস্ট ২০২০ | ৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দবাংলাদেশ আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিলরিপোর্টপ্রকাশিত: ০৪:০১...
20/08/2020

, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ | ৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ
বাংলাদেশ আবুধাবি রুটে বিমানের সব ফ্লাইট বাতিল

রিপোর্টপ্রকাশিত: ০৪:০১ পিএম, ১৯ আগস্ট ২০২০

ঢাকা-আবুধাবি রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পরবর্তী কাছ থেকে নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল।

দুবাই, কুয়ালামালপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা।

আবুধাবিতে বিমানের সপ্তাহে ৬ টি ফ্লাইট যেতো। গতকাল সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে ২ এ আনা হয়। তবে আজ অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হয়।

ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বাংলাদেশ বিমান। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে...
19/08/2020

ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বাংলাদেশ বিমান। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো। আগে আবুধাবিতে সপ্তাহে বিমানের ছয়টি ফ্লাইট যেত। গতকাল সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে ২ এ আনা হয়।
তবে আজ অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হলো।

সুখবর !!✈️✈️জেনে নিন আপনার এয়ার টিকেট ও ভিসা প্রসেসিং এর সম্ভাব্য সর্বনিম্ন মূল্য!! জানতে কল করুনঃ ০১৭০৬১৫৭৪৪💬ইনবক্স করু...
19/08/2020

সুখবর !!
✈️✈️জেনে নিন আপনার এয়ার টিকেট ও ভিসা প্রসেসিং এর সম্ভাব্য সর্বনিম্ন মূল্য!!
জানতে কল করুনঃ ০১৭০৬১৫৭৪৪
💬ইনবক্স করুন, কত তারিখ, কোথা কোথায় যেতে চাচ্ছেন এবং কত জন? ফিরতি টিকিট হলে কত তারিখ ফিরবেন।
🔖আমরা সর্বদা আপনার ট্রাভেল সংক্রান্ত সেবাই নিবেদিত।
Office address:
Easyways tours & travels
Upor Rajrampur (madrasa market), Upor Rajrampur, Chapainawabgonj sadar, Chapainawabgonj

করোনা কালীন এই সময়ে আপনার ভ্রমন হোক নিরাপদ ও আনন্দদায়ক।ঘরে থেকেই কল করে নিশ্চিত করে নিতে পারেন আপনার বিমান টিকেট।১. বাংল...
19/08/2020

করোনা কালীন এই সময়ে আপনার ভ্রমন হোক নিরাপদ ও আনন্দদায়ক।
ঘরে থেকেই কল করে নিশ্চিত করে নিতে পারেন আপনার বিমান টিকেট।

১. বাংলাদেশ থেকে বিশ্বের যেকোনো দেশে যেতে হলে করোনা টেস্ট সনদ বাধ্যতা মুলক করা হয়েছে।

২. সরকারি ভাবে নির্ধারিত হসপিটাল ছাড়া করোনা টেস্ট গ্রহন যোগ্য হবেনা। আপনাদের সুবিধার্নাথে নিম্নে নাম গুলো সংযুক্ত করা হল।

৩. দেশকে ভালবাসুন , কোন ভাবেই জাল করোনা সনদ নিয়ে ভ্রমন করবেন না।

৪. টিকেট ক্রয়ের পর অবশ্যই অনলাইন এ চেক করে নিবেন সব ঠিক আছে কিনা।

Recent Running Flight Schedule From Bangladesh:
Dhaka- Baharine
Dhaka- Dubai/Abu Dhabi/Sharza (UAE)
Dhaka- Kualalampur (Malaysia)
Dhaka- Muscat (Oman)
Dhaka- Kweat
Dhaka- FrankFourt (Germany)
Dhaka - Paris (France)
Dhaka-Madrid/Bersalona (Spain)
Dhaka- Toronto (Canada)
Dhaka- New York (USA)
Dhaka- Athens (Greece)
Dhaka- London (England)

অন্যান্য রুটের টিকেট প্রাইসের জন্য অবশ্যই কল করবেন। বেস্ট প্রাইসের জন্য পাসপোর্ট কপি দিয়ে কিছুটা সময় দেয়ার জন্য অনুরোধ করছি। সময় দিয়ে সাহায্য করলে অবশ্যই ভাল প্রাইস পাবেন।
WhatsApp/Imo এ পাসপোর্ট কপি দিয়ে সরাসরি কল করুন।

+88 01706175744(WhatsApp/Imo) – Rubel
Email – [email protected]

সরকারী নির্দেশ অনুযায়ী আগামী ২৩জুলাই, ২০২০ তারিখ হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কোভিড পরীক্ষার সনদ বাধ্যতামূলক। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি: এর সম্মানিত যাত্রীগণকে সরকার ঘোষিত কোভিড -১৯ পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো:

১। যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে;

২। নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে;

৩।কোভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন;

৪।নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন;

৫। বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০/- টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

৬। নিম্নে বর্নিত ১৬ টি সরকারি হাসপাতাল / প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করাবেন:

1. (SBMC) Sher E Bangla Medical College, Barisal

2. (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram

3. (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory)

4. (CuMC) Cumilla Medical College, Cumilla

5. (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka

6. (NPML-IPH) Institute of Public Health, Dhaka

7. (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka

8. Narayanganj 300 Bed Hospital, Narayanganj

9. (KMC) Khulna Medical college, Khulna

10. (KuMC) Kustia Medical College, Kustia

11.(MMC) Mymensingh Medical College, Mymensingh

12. (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura

13. (RMC) Rahshahi Medical College, Rajshahi

14. M Abdur Rahim Medical College, Dinajpur

15. (RpMC) Rangpur Medical College, Rangpur

16. (SOMC) Sylhet MAG Osmani Medical College, Sylhet

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের...
19/08/2020

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চাকরি ভিসাধারী যাত্রী বহন করবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চাকরি ভিসাধারী যাত্রীদের বর্তমানে আবুধাবি কর্তৃপক্ষ গ্রহণ করছে না। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপাতত চাকরি ভিসাধারী আবুধাবিগামী যাত্রীদের পরিবহন করা সম্ভব হচ্ছে না।
একই কারণে আপাতত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩১ আগস্ট পর্যন্ত সপ্তাহে ছয়টির পরিবর্তে দু’টি ফ্লাইট পরিচালনা করবে। ভবিষ্যতে আবুধাবি কর্তৃপক্ষ চাকরি ভিসাধারীদের গ্রহণে সম্মত হলে বিমান পুনরায় যাত্রী পরিবহন শুরু করবে।

বিস্তারিত জানতে আরও এক-দুই দিন অপেক্ষা করুন। হতাশ হবেন না।

Address


Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801706175744

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easyways tours & travels Chapainawabgonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Easyways tours & travels Chapainawabgonj:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share