বিদেশে আসার আগে অনন্ত অনেক বুঝে শুনে আসবেন। বিশেষ করে সৌদি আরব আসার আগে বিশেষ বিবেচনা করে আসবেন, রাতে আমাদের ই বাংলাদেশি ভাই, হটাৎ আমাকে দেখে বলতে লাগলো ভাই আপনি কি বাংলাদেশি,উত্তরে আমি বললাম জ্বি ভাই আমি বাংলাদেশি, এই কথা বলার সাথে সাথে উনি কান্না করে উঠেন, আর বলতে লাগলেন ভাই, আমি আসছে যে ৫ মাস হইছে কিন্তু আমি কোন কাজ পাইনাই এখন পর্যন্ত, আমাকে একটা কাজ জোগাড় করে দেন, আর না হয় আমাকে পুলিশের হাতে তুলে দেন আমি কিভাবে দেশে যাবো সেই ব্যবস্থা করে দেন। আমি ভাই বাড়ি বন্ধকি দিয়ে আসছি বিদেশ,হাতে যে কোমল পানি টা দেখতে পারছে এইটা ও আমি দিলাম আর শান্তনা দিলাম,শান্তনা না দিয়ে ও তো উপায় নেই।সৌদিতে কাজের অনেক সংকট
যদি কারো চোখে পরে এই ভিডিও টি উনাকে সাহায্য করবেন, কাজ দিয়ে,
উনার নাম্বার কমেন্ট বক্স এ পাবেন।
Sources: Ismail
আমাদের পেইজের জন্য চমৎকার এই ইন্ট্রোটি করে দিয়েছেন মোশন গ্রাফিক্স ডিজাইনার জনাব Nur Ul Islam Rony সাহেব। তার কাজের ধরন ও মান অত্যন্ত সন্তোষজনক। শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের সার্ভিসের জন্য তাকে রিকমেন্ড করতে পারি নির্দ্বিধায়। অসংখ্য ধন্যবাদ।
Contact: +8801705133300
রিয়াজুল জান্নাহ্ পারমিট কিভাবো নিজে নিজে করবো?
যারাই মক্কা-মদীনায় সফর করেন ওমরার উদ্দেশ্যে তাদেরই খুব গুরুত্বপূর্ণ একটি প্রয়োজন ও আবেগের জায়গা হচ্ছে মদীনায় নবীজির রওজার পাশে অবস্থিত রিয়াজুল জান্নায় নামাজ আদায় করা। ইতোপূর্বে কিছু সময় অপেক্ষা করে নামাজের সুযোগ থাকলেও বর্তমানে অধিক ভীড়ের কারণে এটি এ্যাপসের মাধ্যমে সিডিউল নিয়ে নির্ধারিত/বরাদ্দকৃত সময়েই যেতে হয়। গ্রুপে ওমরায় গেলে কোম্পানী থেকেই ব্যবস্থা করা হয় তবে কখনো কখনো নানাবিধ কারণে মিস হওয়ার ঝুঁকি থাকে। আর নিজে নিজে এ্যপসের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারলে আরেকটি সুযোগ সৃষ্টি হয়। এ্যাপসটির ব্যবহার সম্পর্কে ধারণা না থাকায় অনেকেই বুঝে উঠতে পারেন না। তাদের সুবিধার্থে এই ভিডিও টিউটোরিয়াল। এ্যাপসটি কিভাবে ব্যবহার করবো এবং এটি কিভাবে কাজ করে সেই বিষয়ে প্রাকটিকাল দেখানোসহ বিস্তর আলোচনা করা হয়েছে। আশা করি উমরা করার উদ্দেশ্যে গমনকারী কিংবা
উমরা করুন
আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে আমাদের একটি উমরা প্যাকেজ রেডি হয়েছে আলহামদুলিল্লাহ্। প্যাকেজটিতে আসা-যাওয়ার বিমান টিকিট, উমরা ভিসা, মানসম্মত হোটেলে থাকা, বাঙ্গালী খাবার, মক্কা-মদীনার দর্শনীয় স্থান জিয়ারা, ট্রান্সপোর্ট সুবিধা, অভিজ্ঞ গাইডসহ প্রয়োজনীয় সকল সুবিধা বিদ্যমান। আগ্রহীগণকে অতিস্বত্তর যোগাযোগের আহ্বান রইলো।
Manzil Air Travel | 01310-550110
Feel free to contact us.
পাসপোর্ট ভেরিফিকেশনে প্রতারকদের প্রতারণা, সাবধান (!)
পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের নামে প্রতারকদের প্রতারণা। প্রতারকরা পুলিশের নাম ভাঙ্গিয়ে পরিচয় দিয়ে ফোন করে আপনার কাছ থেকে হাতিয়ে নিতে পারে অর্থকড়ি। তাই সরাসরি সাক্ষাৎ ছাড়া কাউকে কোন ডকুমেন্টস প্রদান হতে বিরত থাকবেন এবং অবশ্যই অর্থ লেনদেনের ব্যাপারে সাবধান হবেন। কেননা পুলিশ আইনত আপনার কাছে কখনো অর্থকড়ি দাবী করবে না। কিন্তু পুলিশের নাম ভাঙ্গিয়ে পুলিশ পরিচয় দিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারে। নিজে সাবধান হউন, অপরকে সাবধান করুন।
#passport #ePassport #policeverification
আন্তর্জাতিক ফ্লাইটের মিনিমাম ৪ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্থিত থাকুন। এতে রিস্ক ফ্রী থাকা যায়। ওখানেও কিছু অসাধু মানুষের আনাগোনা পাবেন যা থেকে বিরত থাকুন, সাবধান থাকুন। নিয়ম মেনেই সবকিছু সহজে করা যায় এখানে।
- মানজিল এয়ার ট্রাভেল
পাসপোর্ট ফরম জমা করার দিনে আবশ্যকীয় করণীয়
পাসপোর্ট করার সময় এই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন সময়ের অপচয় ও হয়রানি থেকে বাঁচতে।
#পাসপোর্ট #ইপাসপোর্ট #passport #epassport
- Manzil Air Travel | 01310-550110
যেকোন দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কোন বিষয়টি আবশ্যক?? একজন ভিসা প্রার্থী হিসেবে আপনার কি কি জানা জরুরী?
উমরায় কোন সিজনে কেমন খরচ? আবহাওয়ার কারণে কী হয়? আপনার জন্য কোন সময়টা উপযোগী? কিছুটা ধারণা পাবেন আশা করি।
মদীনা থেকে যারা মক্কায় ওমরার জন্য যায় তাদের জন্য সীমানা (মিকাত) হচ্ছে এটি। এই মসজিদটিতে এসে হাজিসাহেবরা ইহরাম পরিধানরতঃ অবস্থায় নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করে উমরার উদ্দেশ্যে রওয়ানা হয়। এখন নারী-পুরুষের পৃথক নামাজের স্থান ও ওয়াশরুম রয়েছে। মসজিদে জুলহুলাইফা নামক স্থানটি উমরার সফরে থাকা প্রতিটি মুসলমানের সাথে পরিচিত (যারা মদীনা থেকে উমরার উদ্দেশ্যে রওয়ানা হয়)।
বিশাল মসজিদ ভেবে যদি দেরী করে যান তবে ভোগান্তির শেষ নেই। কারণ দূরদূরান্ত থেকে জুমা আদায়ের জন্য অসংখ্য মানুষ আসে তখন তিল ধারণের জায়গা থাকে না।
#মদীনা #জুমা #umrah
রিয়াজুল জান্নাহ্, জান্নাতের একটি অংশ। হজ ওমরা সফরকারী মুসলমান মাত্রই আকাঙ্ক্ষা থাকে এখানে নামাজ আদায় ও দোয়া করা। কিন্ত জনস্বার্থে সৌদি সরকার কিছু শক্ত নিয়মকানুন করায় আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে অন্যথায় সুযোগটা না জানার কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। মনোযোগ দিয়ে শুনুন এবং কিছু জানার বা সংশয় থাকলে প্রশ্ন করুন।
Saif | #riajuljannah | #umrah