Manzil Air Travel

  • Home
  • Manzil Air Travel

Manzil Air Travel Air Ticket | Visa Processing | Umra Services
উমরাহ্, বিমান টিকিট, ভিসা প্রসেসিংসহ ভ্রমন সেবায় নিয়োজিত
(2)

সকল হারানো ব্যাগ অর্থাৎ যারা হজ উমরাহ করতে গিয়ে অথবা মাসজিদুল হারামে নামাজ আদায় করতে গিয়ে ছোট ছোট কাঁধের ব্যাগগুলো হা...
24/06/2024

সকল হারানো ব্যাগ অর্থাৎ যারা হজ উমরাহ করতে গিয়ে অথবা মাসজিদুল হারামে নামাজ আদায় করতে গিয়ে ছোট ছোট কাঁধের ব্যাগগুলো হারিয়ে ফেলেছেন সে সকল ব্যাগগুলো মারওয়ার সাইট দিয়ে অবস্থিত এক্সটেনশন হারাম, নতুন সম্প্রসারিত হারামে ছবিতে উল্লেখিত স্থানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন।

Source: Internet

23/06/2024

সৌদি স্ত্রী নিয়ে যেতে চাইলে জিয়ারা/ফ্যামিলি ভিসা করুন, উমরা ভিসা নয়। উমরা ভিসায় ফ্যামিলি নিয়ে ভিসাটির ১২টা বাজাবেন না।

23/06/2024

কমপক্ষে ৩০ জনের গ্রুপ হলে উমরা ভিসার জন্য নক করতে পারেন, একদিনে ভিসা ডেলিভারী ইনশাআল্লাহ্। ট্রান্সপোর্ট, জিয়ারাসহ থাকবে।

আলহামদুলিল্লাহ্, হজের পরবর্তী উমরা ভিসা বাংলাদেশীদের জন্যও চালু হয়েছে।
22/06/2024

আলহামদুলিল্লাহ্, হজের পরবর্তী উমরা ভিসা বাংলাদেশীদের জন্যও চালু হয়েছে।

হজের ভীড় কমে আসলে আগষ্টের দিকে পরিবেশ-পরিস্থিতি খুবই স্বাভাবিক থাকবে (অর্থাৎ চাপ থাকবে না তেমন)। এই সময়ে যারা ওমরা করতে ...
22/06/2024

হজের ভীড় কমে আসলে আগষ্টের দিকে পরিবেশ-পরিস্থিতি খুবই স্বাভাবিক থাকবে (অর্থাৎ চাপ থাকবে না তেমন)। এই সময়ে যারা ওমরা করতে ইচ্ছুক তারা চিত্রে বর্ণিত প্যাকেজটি গ্রহণ করতে পারেন।

Manzil Air Travel
Govt. Approved Travel Agency 0014937
Office: 2/4/C, Av: 5, Mirpur-11, Pallabi, Dhaka.
Contact: 01310-550110

Our Services:
Visa Processing, Air Ticket, Umrah, Tour Package, Manpower etc.

বিরূপ আবহাওয়ায় প্রস্তুতি ছাড়া গিয়ে বিপদে পড়ার আগে, চেষ্টা করুন আগ থেকে বিষয়টি জেনে সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাওয়া। সাথে...
22/06/2024

বিরূপ আবহাওয়ায় প্রস্তুতি ছাড়া গিয়ে বিপদে পড়ার আগে, চেষ্টা করুন আগ থেকে বিষয়টি জেনে সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাওয়া। সাথে পরিবার থাকলেতো অবশ্যই এটি করা। অন্যথায় বহু মানুষ বিপদে পড়ে যায় প্রতিকূল আবহাওয়ায়। পুরো সফরটাই মাটি হওয়ার উপক্রম।

Manzil Air Travel

21/06/2024

১০০০+ হাজী এবার হজ্জ্বে মারা যাওয়ার আসল কারণ:

সৌদি আরবে হাজীদের জন্য গাড়ি গাড়ি পানি হাজির থাকে সবসময়। রাস্তায় রাস্তায় ,মোড়ে মোড়ে ,মক্কাতে পানি দেয় হাজিদের। পানির কোম্পানি অন্তত ১০০ টা হবে। ছবিতেই দেখেন ৫ কোম্পানির বোতল দেখানো আছে।

গাড়ি নিয়ে যখন পানি দিতে আসে ,তখন চাইলে আপনাকে এক Case মানে ২৪ বোতল দিয়ে দিবে।পানির দাম কিন্তু কম না।
500-600 ml এর বোতল ১ রিয়াল।
250-350 ml এর বোতল ০.৫ রিয়াল।
এইদেশে আবার তেলের দাম কিন্তু লিটারে ১.১৫ রিয়াল।
অর্থাৎ তেল থেকে পানি দামি কিন্তু পানি বিতরনে কোন কার্পণ্য করে নাই ,একটা দিন ছাড়া তা হলো ১০ ই জিলহজ্জ্ব।

আরাফার ময়দানে অন্তত ১ কোটি বোতল পানি বিতরণ করেছে। মানুষ শেষ দিকে যখন Washroom এ পানি ছিল না ,তারা পানির বোতল নিয়ে গেছে washroom এ।

কিন্তু বিপত্তি বাধে রাতে মুজদালিফা থেকে।

কোথাও পানির বোতল নাই।অল্প কিছু যায়গা ছাড়া।আরাফা থেকে আমরা যে পানি নিয়ে গিয়েছি, তা খেলাম মুজদালিফায়। পানি শেষ সবার কাছেই।এত পানি দেয় সবসময় , তাই সবাই ভেবেছে সামনে জামারাতে পাথর মারতে যাওয়ার পথেও পানি থাকবে। কারণ সবসময় ওরা সব জায়গায় পানি দেয়।

ফজরের নামাজের শেষেই সবাই হাটা দিলো,জামার পথে। মুজদালিফা থেকে জামারা ৬ কিলোর মত। হাটছে মানুষ কিলোর পর কিলো , ব্যাগের পানি শেষ কিন্তু কোথাও পানির বোতল নাই আর।
পানি নেওয়ার কলও নাই। আস্তে আস্তে সূর্য উকি দিচ্ছে ,একেতো অনেক মানুষ সাথে তীব্র গরমে সবাই ঘামানো শুরু। কিন্তু কোথাও পানি নাই। পুলিশকে জিজ্ঞাস করলে বলে , গুদ্দাম মানে সামনে যাও। অল্প কিছু পানির যে কল ,সেখানে বিশাল লাইন ও মারামারি। ধাক্কাধাক্কি করে পানি নিতে হচ্ছিল।

গরমে-ঘামে ও পানির অভাবে মানুষের এই অবস্থা কারো মুখ দিয়ে , "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" শব্দও বের হচ্ছিল না।

জামারায় পাথর মারতে যাদের ৪ তালায় উঠাইছে ,তাদের তো পাহাড় বাইতে হইছে। এত ভয়াবহ কষ্ট হইছে। যা আমার কাছে এখনো এক ভয়াবহ স্মৃতি। জ্বী হজ্জের স্মৃতি আবেগের হলেও , সেদিন যারা জামারা থেকে মিনা গেছে এবং তাবু দূরে ছিল তাদের কাছে এই স্মৃতিটা আতংকের।

জামারা থেকে বের হয়ে যারা মিনার দিকে হাটা দিছে, তারাই মূলত মারা গেছে। যারা মক্কা গেছে তারা বেচে গেছে ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জামারা থেকে আমাদের মিনার তাবু অন্তত ৭-৮ কিলো দূরে ছিল। তখন বাজে সকাল ৯.৩০।একদম সূর্য তার তীব্র তেজে ছিলো।

৫ মিনিটও হাটা যাচ্ছিল না ,এতগরম-এতগরম এবং কোন পানি নেই।এমনকি পানির বোতলও ছিল না আমার কাছে ,পরে রাস্তা থেকে অন্যের খাওয়া বোতল কুড়িয়ে আমি পানি ভরছি।কে খাইছে,বোতল ময়লা কিনা এসব বিবেচনা করতে পারি নাই।

কিন্তু এই ৩৩০ ml এর বোতল কাউকেই হেল্প করছিল না। ৫ মিনিট পর পর পানির পিপাসা ও গরমে হাসফাস। কোথাও ছায়া নাই,দাড়ানোর জায়গা নাই। ৫০ ডিগ্রী+ তাপমাত্রা এবং পানি নাই তো নাই ই।

কোথাও বসতেও দিচ্ছিল না পুলিশ। পুরো রাস্তা ধরে অজ্ঞান হয়ে পড়ে ছিল মানুষ। কোন Paramedic team নাই ,পুলিশ থেকে কোন হেল্প নাই। অ্যাম্বুলেন্স ছিল অনেক কম। চূড়ান্ত বাজে আচরণ করছিল পুলিশ। Heat Related ইস্যুতে অসুস্থরা লিটারেলি কোন হেল্প পায় নাই।

নিজের হেল্প নিজেকেই করতে হইছে। আমার আম্মু অসুস্থ হওয়ার পর নিজেই wheel chair নিয়ে আগাইতে হইছে।

অন্তত ২-৩ হাজার মানুষের মারা যাওয়ার কথা ১০ ই জিলহজ্জ্ব।১০০০+ মৃত্যুর সংখ্যা,নিখোজ লোক আরো বেশি। যারা নিখোজ তাদের বাচার সম্ভবনা কমই।

এখন রাস্তায় কেউ পানি দিলে মনে হয় ,ইস ১০ ই জিলহজ্জ্ব জামারা থেকে মিনা যাওয়ার পথে যদি পানি দিত। তাহলে এত কষ্ট হত না। আমি জানি এটা আমাদের রিজিকে ছিল ,যারা মারা গেছে তারা শহীদী মৃত্যুবরণ করছে। সৌভাগ্যব্ন তারা অবশ্যই।

কিন্তু এই বিষয়টা আমার মাথায় যাচ্ছে না,পানির কোন অভাব ছিল না। তাও কেন পানির কষ্ট দেওয়া হলো ,মিনার তাবুগুলায় কয়েক কোটি পানির বোতল ছিল। প্রতিটা তাবু আটকে রেখেছিল ,তাবুগুলা থেকে ৪-৫ কেস পানি বের করলেও মানুষগুলা এইভাবে কষ্ট পেত না।

হজ্জ্ব মানে কষ্ট,এই হাদিসের উপর আমল করানোর জন্য মেবি ইচ্ছাকৃতভাবে সৌদি হুকুমত এই কাজ করলো কিনা কে জানে। নেও কষ্ট পাও।

আমার কাছে মনে হয় ,মুজদালিফা থেকে জামারা-জামারা থেকে মিনা একটা মৃত্যুফাদ ছিল। আল্লাহ বাচাইয়া আনছে ,নাইলে কোন সম্ভবনা ছিল না বাচার।

হজ্জ্ব young age এ করেন সবাই ,আর বয়স্ক বাবা মাকে একা পাঠাইয়েন না। আমাদের কাফেলার বয়স্ক ব্যক্তিদের দেখছি কি অবস্থা।প্রতিটা লোক কান্না করছে আমাদের কাফেলার।

আল্লাহ ,মৃত-হাজীদের জান্নাত নসিব করুন আর হারিয়ে যাওয়া হাজীদের দ্রুত খোজ দিন।

__ Sadikur Rahman Sadab

21/06/2024

ওমরাহ ভিসাধারী মুসল্লিদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ভিসা ব্যবহার করার যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে।

Manzil Air Travel

প্রথমে নিজেদের ক্ষতি নিজেরাই করি, অতঃপর সেই ক্ষতি পূরণে আন্দোলন করি; কিন্তু যেটি করা দরকার সেটি করি না।
21/06/2024

প্রথমে নিজেদের ক্ষতি নিজেরাই করি, অতঃপর সেই ক্ষতি পূরণে আন্দোলন করি; কিন্তু যেটি করা দরকার সেটি করি না।

“If you truly love nature, you will find beauty everywhere in Kashmir.”Photo: Internet
21/06/2024

“If you truly love nature, you will find beauty everywhere in Kashmir.”

Photo: Internet

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এদের ব্যাপারে সবসময়ই কোন না কোন কমপ্লেইন থাকেই। 🙄
19/06/2024

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এদের ব্যাপারে সবসময়ই কোন না কোন কমপ্লেইন থাকেই। 🙄

18/06/2024

শীঘ্রই উমরা চালু হবে ইনশাআল্লাহ।

18/06/2024

দুবাই মাল্টিপল ভিসা করুন সহজেই।
নো ভিসা নো ফী
01310-550110

18/06/2024

সৌদি এজেন্সির সার্ভিসের সমস্যায় ভুক্তভোগী অসংখ্য হাজী। বদনাম হয় বাংলাদেশের এজেন্সিগুলোর। অথচ হজের মূল ৫ দিনের সকল দায়িত্ব সৌদির।

18/06/2024

ভারতের চেরাপুঞ্জি, শিলং ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সিলেটে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। নগর ও জেলায় প্রায় ৬০০ গ্রাম ও এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। - প্রথম আলো

এই মুহুর্তে সিলেট ও ভারতের এই অংশে ভ্রমন হতে সাবধানতা অবলম্বন করুন।

আরাফাহ দিবসে তো সবাই আরাফার ময়দানে চলে যায় তাহলে কাবা ঘর তাওয়াফ করে কে? তখন কি কাবাপ্রাঙ্গণ শূন্য হয়ে পড়ে?     শূন্য হয়ে...
15/06/2024

আরাফাহ দিবসে তো সবাই আরাফার ময়দানে চলে যায় তাহলে কাবা ঘর তাওয়াফ করে কে? তখন কি কাবাপ্রাঙ্গণ শূন্য হয়ে পড়ে?

শূন্য হয়ে পড়ারই কথা, একদম খালি যাকে বলে- এজন্য এই দিনকে স্থানীয় লোকেরা বলে ‘ইয়াওমুল খালিফ’, খালি থাকে যেদিন কাবা-প্রাঙ্গণ। তবে, আসলে খালি থাকে না, খালি থাকতে দেয় না স্থানীয় বাসিন্দারাই। প্রাচীনকাল থেকেই এক স্থানীয় রীতি চলে আসছে এখানে। হাজীরা যখন থাকেন আরাফাতের ময়দানে, তখন মক্কার আসল বাসিন্দারা বেরিয়ে আসেন- স্থানীয় নারী ও শিশুরা কাবাঘর তাওয়াফ করতে থাকেন। এদিনটাকে তাই ‘নারীদের দিন’-ও বলা হয়। সেদিন এসব পরিবারের পুরুষেরা হাজীদের সেবা করতে আরাফায় চলে যান।

নারীরা দিনের শুরুতেই বাচ্চাদের নিয়ে চলে আসেন মক্কার মসজিদুল হারামে। ঘুমানও কাবা প্রাঙ্গণেই। রোজা ভাঙেন ওখানেই। এশার নামাজ শেষ হওয়া পর্যন্ত তারা থাকেন কাবার সান্নিধ্যে। অবশ্য কবে থেকে এই রীতি চলছে সেটা বলার উপায় নেই। আরাফাতের ময়দান নিয়ে জানা থাকলেও, এই স্থানীয় রীতি জানেন না অনেকেই।

15/06/2024

বিমান ভাড়া অনেক বেশি দেখা যাচ্ছে। উমরা ভিসা চালু হলে তারপর হয়তো স্বাভাবিক হবে। এখন এডভান্স টিকিট করতে চাইলে বাজেট ফেইল করবে নিশ্চিত। তাই অপেক্ষা করুন, সহজ হবে।

Manzil Air Travel | 01310-550110

Cancel Sikkim tour,  অত্যাধিক বৃষ্টির জন্য তিস্তার জলে ফুলে ফেঁপে উঠেছে । বিদুৎ পরিষেবা বন্ধ হয় গিয়েছে । অনেক ব্রিজ ভে...
14/06/2024

Cancel Sikkim tour, অত্যাধিক বৃষ্টির জন্য তিস্তার জলে ফুলে ফেঁপে উঠেছে । বিদুৎ পরিষেবা বন্ধ হয় গিয়েছে । অনেক ব্রিজ ভেঙে গিয়েছে । বেশির ভাগ ক্ষেত্রে জলে তলিয়ে গিয়েছে । তাই এই মাসে সিকিম আর দার্জিলিং ট্যুর বাতিল করুন ।

Courtesy: Mondol

যারা কক্সবাজার যান তাদের কাজে আসতে পারে।
14/06/2024

যারা কক্সবাজার যান তাদের কাজে আসতে পারে।

13/06/2024

আগামী ১৬ তারিখ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব।

13/06/2024

দুবাই ৫ বছরের মাল্টিপল ভিসা করুন।

Manzil Air Travel
01310-550110

12/06/2024

ঢাকা -জেদ্দা (সালামএয়ার) ১৮ জুন
ভাড়া-৩২০০০/-
ঢাকা -জেদ্দা (সৌদিয়া এয়ার) ২২ জুন
ভাড়া-৫১০০০/-
01310550110

মস‌জিদ থে‌কে বের হ‌য়ে দেখ‌লেন আপনার জুতা নেই। বা‌হি‌রে প্রচণ্ড গর‌মে রাস্তা উত্তপ্ত। খা‌লি পা‌য়ে বের হওয়াও ক‌ঠিন। এ সম‌য়...
06/06/2024

মস‌জিদ থে‌কে বের হ‌য়ে দেখ‌লেন আপনার জুতা নেই। বা‌হি‌রে প্রচণ্ড গর‌মে রাস্তা উত্তপ্ত। খা‌লি পা‌য়ে বের হওয়াও ক‌ঠিন। এ সম‌য়ে কেউ একজন য‌দি এক জোড়া সে‌ন্ডেল দি‌য়ে আপনা‌কে সহ‌যো‌গিতা ক‌রে তাহলে বিষয়টি কেমন হবে?
জি, এমনই অ‌ভিনব সহ‌যো‌গিতার জন্যই এই বক্স‌টি‌তে জুতা রাখা আ‌ছে। মস‌জি‌দে নববীর চত্বরে।
______
মানুষ কতভা‌বে সেবা ক‌রে। সুবহানাল্লাহ!
কেউ অর্থ উপার্জ‌নের নতুন নতুন পদ্ধতি আ‌বিষ্কার ক‌রে, আবার কেউ আল্লাহর প‌থে ব্যয়ের নতুন নতুন পথ বের ক‌রে!

Source: Unknown

06/06/2024

ঢাকা-দিল্লি ২৪,০০০ টিকিট মূল্য, ওদিকে ঢাকা-থাইল্যান্ড ২৮,০০০/-। সেক্ষেত্রে কেউ কি দিল্লি যাবে নাকি থাইল্যান্ড? 🤔

06/06/2024

ঢাকা-থাইল্যান্ড রিটার্ন টিকিট ২৮,০০০/-

Manzil Air Travel 01310-550110

06/06/2024

৯ জুন ঢাকা-রিয়াদ ৪৪,০০০/- (৩.৪৫ ঘন্টা ট্রানজিট)

এখন দুবাই ৫ বছরের মাল্টিপল ভিসা করুন সহজেই। নিশ্চিত ভিসা হচ্ছে তাই মিস হওয়ার কোন সম্ভাবনা নেই। ব্যবসায়ীক প্রয়োজনসহ নানাব...
06/06/2024

এখন দুবাই ৫ বছরের মাল্টিপল ভিসা করুন সহজেই। নিশ্চিত ভিসা হচ্ছে তাই মিস হওয়ার কোন সম্ভাবনা নেই। ব্যবসায়ীক প্রয়োজনসহ নানাবিধ কারণে ভিসাটি এখন খুবই গুরুত্বপূর্ণ। দুবাই একটি বিজনেস হাবে পরিণত হয়েছে যদ্দরুন ব্যবসায়ীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

Manzil Air Travel
Govt. Approved Travel Agency 0014937
Office:2/4/C, Av: 5, Mirpur-11, Pallabi, Dhaka.
Contact: 01310-550110
Our Service:
Visa Processing, Air Ticket, Umrah, Tour Package, Manpower etc.

কাজের জন্য বাংলাদেশীদের একটি অন্যতম ডেস্টিনেশন রোমানিয়া। নিয়ম মেনে বৈধভাবে যাওয়া যায় সেখানে। এটি এখন সেনজেনভুক্ত দেশ হওয়...
06/06/2024

কাজের জন্য বাংলাদেশীদের একটি অন্যতম ডেস্টিনেশন রোমানিয়া। নিয়ম মেনে বৈধভাবে যাওয়া যায় সেখানে। এটি এখন সেনজেনভুক্ত দেশ হওয়ায় চাহিদারও শীর্ষে। তবে ইতোপূর্বে নিশ্চিত ভিসা পাওয়া গেলেও এখন সেনজেন হওয়ার পর ভিসা গ্যারান্টি দেয়া যাচ্ছে না কারণ ইন্টারভিউ ফেইস করে টিকলে তখনই কেবল যেতে পারবে। তাই যাদের বয়স ২৫ বা এর থেকে বেশি তারা আবেদন করতে পারেন। এছাড়াও যাদের টুকটাক ইংরেজী ভাষাজ্ঞান রয়েছে তাদের জন্য আরেকটু সহজ (অনেকবেশি ইংরেজী জানা আবশ্যক নয়, যাস্ট সাধারণ জিজ্ঞাসার উত্তর দিতে পারা যেমন: আপনার নাম কি? বয়স কত? কি করেন? কোথায় যাবেন? পরিবারে কে কে আছেন? কি করতেন ইত্যাদি)। বিস্তারিত জানতে কল করুন: 01310-550110

অবকাঠামোগত উন্নয়নে শীর্ষ একটি দেশ সিঙ্গাপুর। দুই-একটা দেশ ঘোরা থাকলে ভিসা প্রাপ্তিও সহজ। সাথে মালয়েশিয়া এপ্লাই করলে একসা...
06/06/2024

অবকাঠামোগত উন্নয়নে শীর্ষ একটি দেশ সিঙ্গাপুর। দুই-একটা দেশ ঘোরা থাকলে ভিসা প্রাপ্তিও সহজ। সাথে মালয়েশিয়া এপ্লাই করলে একসাথে দুই দেশ। ভ্রমনের জন্য হতে পারে একটি চমৎকার ডেস্টিনেশন।

Manzil Air Travel
Govt. Approved Travel Agency 0014937
Office:2/4/C, Av: 5, Mirpur-11, Pallabi, Dhaka.
Contact: 01310-550110

Our Service:
Visa Processing, Air Ticket, Umrah Service, Tour Package (Customize), Manpower etc.

06/06/2024

সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের ভিসা করুন।
Manzil Air Travel
01310-550110

Address


Alerts

Be the first to know and let us send you an email when Manzil Air Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manzil Air Travel:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share