12/04/2024
#শিমলা-মানালি ও কোলকাতা ভ্রমণ-৭ ( ১১ রাত ১০ দিন)
▶️যাত্রাঃ ০৭ মে, ২০২৪
👉 এই প্যাকেজটিতে সমন্বয় করা হয়েছে সর্বাধিক জনপ্রিয় ও সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ। আমাদের সাথে নিশ্চিন্তে ছেলে, মেয়ে ও কাপল, পরিবার-পরিজন সবাই অংশগ্রহণ করতে পারবে। রিলাক্স ট্যুর।
👉ইভেন্ট ফিঃ
🔯 জনপ্রতি ৩৪,০০০ টাকা (১ রুমে ৩/৪ জন)
🔯 জনপ্রতি ৩৫,৫০০×২=৭১,০০০ (১ রুমে ২ জন)
নোট: শেষ দিনের অপেক্ষা নয়, ভিসা থাকলে দ্রুত কনফার্ম করবেন। ট্রেন টিকেটের প্রচুর চাপ তাই আগেই বুকিং কনফার্ম করবেন।
★★(ট্রেনে গেলে অতিরিক্ত ১০০০/- টাকা করে যোগ হবে)★★
#বাই_এয়ার_প্যাকেজ
সরাসরি যোগাযোগ করবেন।
☎️ হটলাইন: রফিক 01810086100
শুভ 01632008358
*****************************************************
গ্রুপ লিংক: https://www.facebook.com
পেইজ লিংক: https://www.
*****************************************************
✅ ভ্রমণের বর্ণনাঃ
🔯 ডে-০: ০৭ মে, ২০২৪
ঢাকার আরামবাগ হতে রাতে শ্যামলী এন আর সৌহার্দ্য/ এসি বিজনেস ক্লাস বাস / মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু।
🍱খাবারঃ নেই
🔯 ডে-১: ০৮ মে, ২০২৪
বর্ডার ক্রস করে নির্ধারিত বাসে কোলকাতা পোঁছাব। তারপর বিকেল ৪:৩০ মিনিটের রাজধানী/দূরন্ত এক্সপ্রেস ট্রেনে নিউ দিল্লীর উদ্দেশ্যে রওনা দিব।
🍱খাবারঃ সকাল ও রাত
🔯 ডে-২: ০৯ মে, ২০২৪
সকাল ১১টার মধ্যে নিউ দিল্লী রেলওয়ে ষ্টেশনে নেমে আমরা গ্রুপভিত্তিক রুমে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আশেপাশে সাইটসিং করব নিজেদের মত। বিকাল ৪টায় দিল্লি থেকে শিমলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। সারারাত জার্নি শেষে শিমলা পৌছে যাবো।
🍱খাবারঃ সকাল ও রাত
🔯 ডে-৩ : ১০ মে, ২০২৪
সকালে আমরা আমাদের হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে নাস্তা শেষে বিশ্রাম নিয়ে এদিন রিলাক্স ডে হিসেবে আমরা শিমলার সিটি ট্যুর করবো। দেখবো-মল রোড, শিমলার বিখ্যাত চার্জ, মসজিদ, কালিবাড়ি মন্দির, দ্য রিজ, জাকু পাহাড় ও জাকু মন্দির, ক্যাবল কার ইত্যাদি ঘুরবো। রাতের খাবার খেয়ে রাত্রি যাপন শিমলা।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৪ : ১১ মে, ২০২৪
সকালে নাস্তা সেরে আমরা চলে যাব কুফরী। সেখান থেকে আমরা হোটেলে ফিরে আসবো এবং বিকেলে নিজেদের মত রিলাক্স টাইম। রাতে খাবার খেয়ে শিমলা রাত্রিযাপন।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৫ : ১২ মে, ২০২৪
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যাবো কুল্লু সাইট সিন করে মানালি। এরপর মানালী হোটেলে চেক ইন ও রাত্রি যাপন মানালি।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৬ : ১৩ মে, ২০২৪
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা চলে যাবো সোলাং ভ্যালি। সোলাং ভ্যালী বরফে মোড়া থাকবে কেউ চাইলে নিজ খরচে ক্যাবল কারে উঠতে পারবেন এবং প্যারাগ্লাইডিং করতে পারবেন। রাতের খাবার খেয়ে মানালি হোটেলে রাত্রি যাপন।
নোট: রোথাং পাস/অটল টানেল/খোকসার/শিশু পারমিশন সাপেক্ষে রিজার্ভ গাড়িতে যাবো। বাজেটের মধ্যে রোথাং পাসের পারমিশন ও ট্রান্সপোর্ট যুক্ত নাই। সোলাং ভ্যলির পরে যেতে চাইলে তার খরচ সবাই মিলে ভাগ করে দিতে হবে।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৭: ১৪ মে, ২০২৪
এই দিন রিলাক্স টাইম। আমরা মানালী সিটি ট্যুর করবো মল রোড, হিডিম্বা মন্দির ও পার্ক, ওল্ড মানালি, বিয়াস রিভার, ক্লাব হাউস দেখবো। কেউ চাইলে নিজ খরচে জিপলাইন করতে পারবেন নদীতে। বিকেল ৪টায় আমরা মানালি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিব। রাতের খাবার রাস্তায় খেয়ে নিব। সারারাত জার্নি শেষে সকালে দিল্লি এসে পৌছাবো।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৮: ১৫ মে, ২০২৪
সকালে দিল্লী পৌঁছে নাস্তা করে গ্রুপ ভিত্তিক রুমে চেক ইন করে আমরা লাগেজ রেখে বিকেলের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। আপনারা নিজ খরচে দিল্লি ঘুরে নিতে পারেন।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-৯: ১৬ মে, ২০২৪
সকালে কোলকাতা পৌঁছে হোটেলে চেক ইন। ফ্রেশ হয়ে আমরা কোলকাতার আশেপাশে এক্সপ্লোর করব। কেউ চাইলে কেনাকাটা করে নিতে পারবেন। রাতের খাবার খেয়ে রাত্রি যাপন কোলকাতা হোটেলে।
🍱খাবারঃ সকাল ও রাত(দুপুর এর খাবার নিজ)
🔯 ডে-১০: ১৭ মে, ২০২৪
আমরা হোটেল চেক আউট করে কোলকাতা থেকে এসি বাসে ঢাকার উদ্দেশ্যে বাহির হবো।
🍱খাবারঃ সকাল
------------------------------------------------------------------------------------
✅ যা থাকছে এই ভ্রমণেঃ
১। ঢাকা-কোলকাতা সৌহার্দ্য/ এসি বিজনেস ক্লাস বাস
২। কোলকাতা-ঢাকা এসি ইকোনমি
৩। কোলকাতা-দিল্লী-কোলকাতা রাজধানী/দূরন্ত এসি 3A ট্রেন টিকেট,
৪। দিল্লি-শিমলা-মানালি-দিল্লি ট্রাভেল টেম্পো/ইনোভা/সিডান (ট্যুর মেম্বার অনুযায়ী রিজার্ভ গাড়ী নেয়া হবে)
৫। আইটেনারি অনুযায়ী প্রতিদিনের ২ বেলার খাবার, ফেরার দিন সকাল পর্যন্ত
৫। হোটেল খরচ: শিমলা ২ রাত, মানালি ২ রাত ও কোলকাতা ১ রাত
৬। সাইট সিন খরচ।
------------------------------------------------------------------------------------
❌ যা থাকছে নাঃ
১। ভিসা খরচ ও ট্রাভেল ট্যাক্স, ২। কোন ধরণের ব্যক্তিগত খরচ, ৩। ঔষধ ও বীমা পলিসি, ৪। রোথাং পাসের পারমিশন ও গাড়ির খরচ, ৫। হাইওয়ে খাবার খরচ, ৬। বর্ডারের অতিরিক্ত খরচ, ৭। অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটির খরচ- প্যারাগ্লাইডিং, রাফটিং, হর্স রাইড (কুফরি) ও সকল প্রকার এন্ট্রি টিকেট, ৮। ক্যাবল কার এর টিকেট ৯। যদি কোন কারণে দিন বেড়ে তাহলে সেই দিনের খরচ সবার কাছ থেকে সংগ্রহ করা হবে।
------------------------------------------------------------------------------------
▶️বুকিং করবেন যেভাবেঃ
✡️ বুকিং মানি অফেরতযোগ্য। বুকিং কনফার্ম করার জন্য অগ্রিম ১০,০০০ টাকা+বিকাশ খরচ ২০০=১০,২০০ টাকা
অথবা সিটি ব্যাংকের মাধ্যমে ১০,০০০ টাকা দিতে পারবেন।
≥ বিকাশঃ 01712227905(personal)
> নগদঃ 01919131527(personal)
≥ সেভিংস ব্যাংক হিসাবঃ
ব্যাংকের নামঃ first security islami bank ltd
হিসাবের নামঃ Rafiquzzaman
হিসাব নাম্বারঃ 02142200000006
শাখার নামঃ Gazipur chowrasta
------------------------------------------------------------------------------------
অথবা, আপনারা সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দিতে পারবেন।
ADDRESS:
(1) Raj tours & travels
Siddique Sarkar super market Dhaka road Chandana Chowrasta Gazipur Mahanagar 1702
------------------------------------------------------------------------------------
(2) বাসা
সিদ্দিক নিবাস ১৬ নং ওয়ার্ড
বাসা নং ২৩ বল্ক বি
-----------------------------------------------------------------------------------
বিঃদ্রঃ- raj tours & travels এই ভ্রমণ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত গ্রহনের একক ক্ষমতা রাখে। দুর্যোগপূর্ণ আবহাওয়া /যান্ত্রিক ত্রুটি, যে কোন অনাকাঙ্ক্ষিত কারণে বাস/ট্রেন বিলম্ব বা বাতিল বা সময় মত ট্রেন/বাস স্ট্যান্ড পৌছতে না পারলে ও তার কারণে অতিরিক্ত রাত্রি যাপনের জন্য খরচ বা নতুন টিকেট ক্রয় অথবা রাস্তার যে কোন জ্যাম বা যান্ত্রিক ত্রুটির কারনে বা যে কোন কারন বসতঃ বাসের সিট আগে/পিছে হলে বা বাস পরিবর্তন হলে তারিখ পরিবর্তনের খরচ বা যে কোন পেনাল্টি সম্পূর্ণ সম্মানিত গ্রাহককে বহন করতে হবে। তাতে raj tours & travels কোন ভাবেই দায়ী থাকবে না।
------------------------------------------------------------------------------------
চাইল্ড পলিসিঃ
০-২ বছর পর্যন্ত কোন খরচ লাগবে না (বাবা মায়ের সাথে থাকবে, বাবা মায়ের সাথে খাবে)।
২ থেকে ৪ বছর বয়সের শিশুদের জন্য ৫০% খরচ বহন করতে হবে (বাবা মায়ের সাথে থাকবে এবং খাবার ও ট্রান্সপোর্ট পাবে)।
৪ বছরের উপরে হলে প্রাপ্ত বয়ষ্ক হিসেবে ধরা হবে।
------------------------------------------------------------------------------------
গ্রুপ ট্যুর | কর্পোরেট ট্যুর | ফ্যামিলি ট্যুর | কাস্টমাইজড যে-কোন ট্যুর বুকিং করুন যখন তখন। বুকিং এর জন্য সরাসরি যোগাযোগঃ রফিকুজ্জামান রফিক
01810086100
------------------------------------------------------------------------------------
ভিসা সংক্রান্ত তথ্যঃ
ভিসা খরচ আপনাকেই দিতে হবে।
ভারতীয়_ভিসা করার জন্য যেসকল কাগজপত্র লাগবে:
পাসপোর্ট এর মেয়াদ মিনিমাম ৬ মাস বাকি থাকতে হবে।
বর্তমান বাসার বিদ্যুৎ/গ্যাস/পানি/টেলিফোন বিলের কপি।
ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ২০,০০০ টাকা থাকতে হবে)। ব্যাংক একাউন্ট না থাকলে ডলার এন্ড্রোসমেন্ট (১৫০ ডলার)।
চাকুরীজিবী হলে NOC, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স, গৃহিণী হলে স্বামীর কাগজপত্রের কপি, ষ্টুডেন্ট হলে ষ্টুডেন্ট আইডি কার্ড, সরকারি কর্মকর্তা হলে GO.
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি।
দুই কপি ২"/২" সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের রঙ্গিন ছবি।
পুরাতন পাসপোর্ট থাকলে সেটাও সাথে জমা দিতে হবে।
পূরণকৃত ভিসার আবেদন ফর্ম।
আশা করছি সবাই ইভেন্ট সম্পূর্ণ পড়ে আমাদের সাথে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ