18/04/2022
আমরা মেয়েরা অনেকেই আছি ঘুড়তে যাওয়ার ইচ্ছা হয় প্রবল , কিন্তু অনেক সময় হয়ে উঠে না অনেকগুলা কারণেই,
কারণ গুলো হচ্ছে👇🏻
১)পরিবার দেয় না 😔😔
২)একা কীভাবে যাবো এই চিন্তা 😒😒
৩)কোথায় থাকবো এই চিন্তা 😰😰
৪)কী খাবো এই ভাবনা ☹️☹️
৫)ঘুরতে যাবো নাকি হিসাব করবো🤔🤔??
৬)ছেলে মেয়ে একসাথে ভ্রমন গ্রুপে যাবো না, এর জন্য পরিবারও অনেক সময় দেয় না,
ধুরু........😵 আর যাওয়াই হলো না ভ্রমনে 🥺🥺
কিন্তুু সত্য হচ্ছে, ঘুরে বেড়ানো টা মানুষের মনের জন্য একটা ঔষধ এর মত কাজ করে।যেই কোনো রিফ্রেশমেন্ট এর জন্য ট্রাভেলিং এর বিকল্প নাই।আমাদের দেশের মেয়েদের উপর দিয়ে যেই ধকল যায়, আমার মতে ছেলেদের চেয়েও আমাদের দরকার এই রিফ্রেশমেন্ট এর সবচেয়ে বেশি। কলেজ,ভার্সিটি থেকে শুরু করে সংসার, প্রফেশন এ গেলে পুরোনো বন্ধুদের হারিয়েই ফেলি প্রায়, অথবা তারাও ব্যাস্ত হয়ে পড়ে কিন্তুু ছেলেরা অফিসে,কর্মক্ষেত্রে নতুন বন্ধু পেলেও আমরা মেয়েরা বান্ধুবি খুব কমই পাই।তখন না চাইলেও নিজেদের করে ফেলি চার দেওয়ালে বন্দি।ঘুরে বেড়ানোটা নির্ভর করে তখন যেনো অন্যকে রাজি করানো, স্বামীর দয়া,অথবা পরিবারের অবসরের উপর নির্ভরশীল। কিন্তুূ আমাদের যদি আমাদের একটা দল থাকে,নিজেদের একা সময় কাটাবার একটু সুযোগ থাকে।এই পড়াশুনার ঝামেলা,একঘেয়ে সংসার ছেড়ে একটু দূরে কোথাও বন্ধুদের সাথে হারিয়ে যাবার একটু সুযোগ যদি হয় তাহলে মন্দ কি????তখন কারো জন্যই অপেক্ষা করা লাগবেনা, আমরা কারো উপর নির্ভরশীল হবো না এই ভেবে হয়তো একটু স্বনির্ভরতা আসবে আমাদের মনে।আমাদের একাকীত্ব একটু দূরে ঠেলে দেবার এই প্রচেষ্টা সবার ভালো লাগবে আশা করি।
🔥🔥তাই Girls Trip BD আছে এখন আমাদের বোনদের পাশে 😊💝
🌏🌍এখন আপনি শুধু চিন্তামুক্ত ভাবে ভ্রমন করবেন আর বাকি দায়িত্ব আপনাদেরই বোন Girls Trip Bd এর এডমিন বোনদের🌍🌎
অনেক কিছু হয়নি আগে
যা এখন হবে ইনশাআল্লাহ ❤️
🏕️⛰️🏖️🏝️ক্যাম্পিং, ট্রেকিং , রিলেক্সিং সব ধরনের নিয়মিত ভ্রমন থাকবে Girls Trip BD তে 💝😇💁🏼♀️এছাড়াও বোনদের নিয়ে দেশে এবং দেশের বাইরে ট্যুর দিবো। আমাদের সাথে যারা ট্যুরে যাবে তারা আমাদের পরিবার। 🌏❤️
🌄 আমাদের মূল কথা
আমরা নারী আমরাও পারি, দিনের পর দিন ঘরে পচে না মরে ঘুরতে, নতুন করে বাচতে😇💥
স্বাগতম বোনদের আমাদের
Girls Trip BD পরিবারে সবসময় ❤️😊🇧🇩