
03/02/2025
Alhamdulilah Today We have Submitted 5 visit Visa Applications.
আজ আমরা মোট ৫ টি ভিজিট ভিসা এপ্লিকেশন সাবমিট করেছি, এবং আগামীকাল সিলেট ভি এফ এসে সকল পাসপোর্ট বায়মেট্রিক সহ জমা হবে।
নিচের এই এপ্লিকেশন এর এপ্লিকেন্ট উনার ছোট ভাই একটি নতুন প্রতিস্টানে চাকুরী পেয়েছে বিদায় একটি জয়েনিং প্রোগ্রামের আয়োজন করেছে কোম্পানি এই কোম্পানির প্রোগ্রামে জয়েন করার জন্য উনার ছোট ভাই ইনভাইটেশন দেন ( ইনভাইটেশন ফরমেট আমরা রেডি করে দিয়েছি) আজ উনার ফাইল সাবমিট হয়ে গেছে এবং আগামীকাল বায়মেট্রিক দেয়ার পর ১ মাসের ভিতরে রেজাল্ট আসবে ইন শা আল্লাহ।
আমরা চেস্টা করি ভিসার জন্য যা যা রিকুয়ারমেন্ট লাগে তা ফুল ফিল করে ভিসা করে দেয়ার , এতে ভিসা রিফুইউজ হলেও PAP & Judicial Review / Administrative Review করে ভিসা রিফুইউজাল তুলে ভিসা করা যায়। ভিসা পাওয়ার চান্স বাড়ে অনেক কিছুই করা যায় তাই আমরা অনেক কিছুই পাব্লিকলি প্রকাশ করি না।
অফিস: ২/২৩ ৩য় তালা ইস্টার্ন প্লাজা আম্বরখানা এয়ারপোর্ট রোড সিলেট
☎️ 📞 01677560986