মুন্সী হজ্জ্ব কাফেলা

  • Home
  • মুন্সী হজ্জ্ব কাফেলা

মুন্সী হজ্জ্ব কাফেলা স্বল্প খরচে হজ্জ্ব ও উমরার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

26/09/2022

তাওয়াফে নিষিদ্ধ বিষয় সমূহ
১.জানাবাত বা হায়েয ও নেফাস অবস্থায় তাওয়াফ করা।
২.বিনা ওজরে কারো কাধে চড়ে কিংবা সওয়ার হয়ে তাওয়াফ করা।
৩.বিনা ওযুতে তাওয়াফ করা।
৪.বিনা ওজরে হাটুর উপর ভর দিয়ে তাওয়াফ করা।
৫.উল্টা দিক হতে তাওয়াফ করা।
৬.হাতীমকে বাদ দিয়ে তাওয়াফ করা।
৭.হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোনো স্থান হতে তাওয়াফ আরম্ভ করা।

26/09/2022

)عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ جِهَادٌ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্নিত,
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হল , অতঃপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হল, অতঃপর কোনটি? তিনি বলেনঃ হজ্জ-ই-মাবরূর (মাকবূল হজ্জ)।
(সহিহ বুখারী, হাদিস নং ১৫১৯)

24/09/2022

(١) وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।

(সূরা বাকারা-১২৫)

And [mention] when Abraham was raising the foundations of the House and [with him] Ishmael, [saying], “Our Lord, accept [this] from us. Indeed You are the Hearing, the Knowing.

24/09/2022

হজ্জ ও উমরাহ সম্পর্কিত বিস্তারিত এই নম্বরে-
+ 880 1819 14 15 17
+ 880 1979 14 15 17

আপনার মননের মতো করে গানটি উপভোগ্য করাতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করি!আলহামদুলিল্লাহ পুরো গানটি সারগাম স...
02/02/2022

আপনার মননের মতো করে গানটি উপভোগ্য করাতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক বলে আমরা মনে করি!
আলহামদুলিল্লাহ পুরো গানটি সারগাম সাংস্কৃতিক সংসদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ! জাজাকাল্লাহু খাইরান।

Diner pothe | দ্বীনের পথে | পৃথিবীটা চলছে চলুক | ইসলামী গান | New Islamic Song 2022 | SargamBd |Diner pothe | দ্বীনের পথে | পৃথিবীটা চলছে চলুক | আমরা অটল আছি....

03/12/2021
05/11/2021

)عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ إِيمَانٌ بِاللهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ جِهَادٌ فِي سَبِيلِ اللهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্নিত,

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা। জিজ্ঞেস করা হল , অতঃপর কোনটি? তিনি বললেনঃ আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞেস করা হল, অতঃপর কোনটি? তিনি বলেনঃ হজ্জ-ই-মাবরূর (মাকবূল হজ্জ)।

(সহিহ বুখারী, হাদিস নং ১৫১৯)

12/08/2021

হাসান বসরি (রাহিমাহুল্লাহ) বলেছেন,

“ছয় ভাবে অন্তর কলুষিত হয় :

১. একসময় তাওবা করে নেব, এই আশায় গুনাহ করা
২. জ্ঞান অর্জন করেও তা প্রয়োগ না করা
৩. নিষ্ঠাবিহীন আমল
৪. আল্লাহকে কৃতজ্ঞতা না জানিয়ে তাঁর দেওয়া রিযিক ভোগ
৫. আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালায় (অর্থাৎ তাকদীরের ওপর) সন্তুষ্ট না হওয়া
৬. মৃতকে কবর দিয়েও কোনো শিক্ষা না নেওয়া।”

(আল- মুনাব্বিহাত; ৭৩)

07/08/2021

হজ্জ ও উমরাহর সম্পর্কিত বিস্তারিত এই নম্বরে-
+ 880 1819 14 15 17

07/08/2021

) إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তা’আলার নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কা’বা ঘরে হজ্ব বা ওমরাহ পালন করে, তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোন দোষ নেই। বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকীর কাজ করে, তবে আল্লাহ তা’আলার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মুল্য দেবেন।

(সূরা বাকার-১৫৮)

Indeed, as-Safa and al-Marwah are among the symbols of Allah . So whoever makes Hajj to the House or performs ‘umrah – there is no blame upon him for walking between them. And whoever volunteers good – then indeed, Allah is appreciative and Knowing.

07/08/2021

তাওয়াফে নিষিদ্ধ বিষয় সমূহ

১.জানাবাত বা হায়েয ও নেফাস অবস্থায় তাওয়াফ করা।
২.বিনা ওজরে কারো কাধে চড়ে কিংবা সওয়ার হয়ে তাওয়াফ করা।
৩.বিনা ওযুতে তাওয়াফ করা।
৪.বিনা ওজরে হাটুর উপর ভর দিয়ে তাওয়াফ করা।
৫.উল্টা দিক হতে তাওয়াফ করা।
৬.হাতীমকে বাদ দিয়ে তাওয়াফ করা।
৭.হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোনো স্থান হতে তাওয়াফ আরম্ভ করা।

আপনি জানেন কি?বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না! সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর...
06/08/2021

আপনি জানেন কি?

বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না!
সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর পূর্বে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি হজ্জ্ব পালনের নিয়্যাত করে থাকেন তাহলে আজই প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আপনার হজ্জ্ব যাত্রা নিশ্চিত করুন।

আমাদের হজ্জ্ব প্যাকেজের সুবিধা সমুহঃ
◼হজ্জের পুরো সময় একই হোটেলে অবস্থান,
একাধিক হোটেলে স্থানান্তর করা হবে না।
◼সকালের নাস্তাসহ তিনবেলা বাংলাদেশী
রুচিসম্মত খাবারের ব্যবস্থা ।
◼পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও
জিয়ারত।
◼জরুরী মাসআলা-মাসায়েলের জন্য একজন
অভিজ্ঞ আলেম গ্রুপের সাথে সম্পৃক্ত
থাকবেন।
◼মিনা ও আরাফায় শীতাতাপ নিয়ন্ত্রিত তাবুর
ব্যবস্থা ।
◼হজ্জ্ব প্রশিক্ষন ও ভি.আই.পি সার্ভিসের
ব্যবস্থা।

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ বুকিং চলছে!

আমরা সারা বছরই হজ্জ্বের প্রাক-নিবন্ধন করে থাকি। চূড়ান্ত নিবন্ধনের সময়, প্যাকেজ মূল্যসহ প্যাকেজের বিস্তারিত জানতে ও প্রাক-নিবন্ধনের জন্য যোগাযোগ করুন-
মুন্সী হজ্জ্ব কাফেলা
01819141517

হজ্জ্ব লাইসেন্স নং- ৫৯৭
(আনাস ট্রাভেলস এন্ড ট্যুরস)

15/07/2021

হজ্ব বা হজ্জ বা হজ (আরবি: حج‎‎) ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যিক।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। এটি পৃথিবীর বাৎসরিক তীর্থযাত্রা।শারীরিক ও আর্থিকভাবে হজ পালনে সক্ষম হয়ে ওঠার অবস্থাকে ইস্তিতাহ বলা হয় এবং যে মুসলমান এই শর্ত পূরণ করে তাকে মুস্তি বলা হয়। হজ হ'ল মুসলিম জনগণের সংহতি, এবং আল্লাহর নিকটে তাদের আনুগত্যের প্রদর্শনী।যিনি হজ সম্পাদনের জন্য গমন করেন তাকে বলা হয় হাজী। হজ শব্দের অর্থ "একটি যাত্রায় অংশ নেওয়া", যা ভ্রমণের বাহ্যিক কাজ এবং উদ্দেশ্যগুলির অভ্যন্তরীণ কাজ উভয়কেই বোঝায়।

হজ্জের ইতিহাস
হজের বর্তমান প্যাটার্নটি মুহাম্মদ সঃ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।তবে কুরআন মতে হজের উপাদানগুলি ইব্রাহিমের সময়ে পাওয়া যায়। ইসলামী ঐতিহ্য অনুসারে, ইব্রাহিম তাঁর স্ত্রী হাজেরা ও তাঁর পুত্র ইসমাইলকে প্রাচীন মক্কার মরুভূমিতে একা রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জলের সন্ধানে হাজারা মরিয়া হয়ে সাফা ও মারওয়ার দুটি পাহাড়ের মধ্যে সাতবার দৌড়েছিল কিন্তু কিছুই পেল না। হতাশায় ফিরে ইসমাইলের দিকে, সে দেখতে পেল যে, শিশুটি তার পা দিয়ে মাটিতে আছড়ে পড়ছে এবং তার পায়ের নীচে একটি জলের ঝর্ণা প্রবাহিত হয়েছে।পরে ইব্রাহিমকে কাবা (যা তিনি ইসমাইলের সহায়তায় করেছিলেন) তৈরি করার এবং লোকদের সেখানে হজ্জ আমন্ত্রণ করার আহ্বান জানান। কুরআন ২:১২৪–১২৭ এবং ২২:২৭–৩০ আয়াতগুলিতে এই ঘটনাগুলির উল্লেখ রয়েছে। জিবরাঈল কাবার সাথে সংযু জন্য জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাথর এনেছিলেন।

মধ্যযুগীয় সময়ে, তীর্থযাত্রীরা সিরিয়া, মিশর এবং ইরাকের বড় শহরগুলিতে মক্কায় যাওয়ার জন্য দলে দলে কয়েক হাজার তীর্থযাত্রীর দল এবং কাফেলায় জড়ো হত, যা প্রায়শই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হতো। হজ কাফেলাগুলি, বিশেষত মামলুক সালতানাত এবং এর উত্তরাধিকারী অটোমান সাম্রাজ্যের আবির্ভাবের সাথে সাথে একজন আমির আল-হজ্জের নেতৃত্বে চিকিৎসক এবং সামরিক বাহিনী নিয়ে হজ্জে যেতেন।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

আপনি জানেন কি?বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না! সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর...
15/07/2021

আপনি জানেন কি?

বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না!
সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর পূর্বে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি হজ্জ্ব পালনের নিয়্যাত করে থাকেন তাহলে আজই প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আপনার হজ্জ্ব যাত্রা নিশ্চিত করুন।

আমাদের হজ্জ্ব প্যাকেজের সুবিধা সমুহঃ
◼হজ্জের পুরো সময় একই হোটেলে অবস্থান,
একাধিক হোটেলে স্থানান্তর করা হবে না।
◼সকালের নাস্তাসহ তিনবেলা বাংলাদেশী
রুচিসম্মত খাবারের ব্যবস্থা ।
◼পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও
জিয়ারত।
◼জরুরী মাসআলা-মাসায়েলের জন্য একজন
অভিজ্ঞ আলেম গ্রুপের সাথে সম্পৃক্ত
থাকবেন।
◼মিনা ও আরাফায় শীতাতাপ নিয়ন্ত্রিত তাবুর
ব্যবস্থা ।
◼হজ্জ্ব প্রশিক্ষন ও ভি.আই.পি সার্ভিসের
ব্যবস্থা।

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ বুকিং চলছে!

আমরা সারা বছরই হজ্জ্বের প্রাক-নিবন্ধন করে থাকি। চূড়ান্ত নিবন্ধনের সময়, প্যাকেজ মূল্যসহ প্যাকেজের বিস্তারিত জানতে ও প্রাক-নিবন্ধনের জন্য যোগাযোগ করুন-
মুন্সী হজ্জ্ব কাফেলা
+880 1819 14 15 17

আপনার উমরাহ ও হজ্জ্ব যাত্রা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।মুন্সী হজ্জ্ব কাফেলা। 01819141517হজ্জ্ব লাইসেন্স-৫৯৭
12/10/2020

আপনার উমরাহ ও হজ্জ্ব যাত্রা নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।

মুন্সী হজ্জ্ব কাফেলা।
01819141517
হজ্জ্ব লাইসেন্স-৫৯৭

আপনি জানেন কি?বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না! সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর...
12/10/2020

আপনি জানেন কি?

বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না!
সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর পূর্বে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি হজ্জ্ব পালনের নিয়্যাত করে থাকেন তাহলে আজই প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আপনার হজ্জ্ব যাত্রা নিশ্চিত করুন।

আমাদের হজ্জ্ব প্যাকেজের সুবিধা সমুহঃ
◼হজ্জের পুরো সময় একই হোটেলে অবস্থান,
একাধিক হোটেলে স্থানান্তর করা হবে না।
◼সকালের নাস্তাসহ তিনবেলা বাংলাদেশী
রুচিসম্মত খাবারের ব্যবস্থা ।
◼পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও
জিয়ারত।
◼জরুরী মাসআলা-মাসায়েলের জন্য একজন
অভিজ্ঞ আলেম গ্রুপের সাথে সম্পৃক্ত
থাকবেন।
◼মিনা ও আরাফায় শীতাতাপ নিয়ন্ত্রিত তাবুর
ব্যবস্থা ।
◼হজ্জ্ব প্রশিক্ষন ও ভি.আই.পি সার্ভিসের
ব্যবস্থা।

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ বুকিং চলছে!

আমরা সারা বছরই হজ্জ্বের প্রাক-নিবন্ধন করে থাকি। চূড়ান্ত নিবন্ধনের সময়, প্যাকেজ মূল্যসহ প্যাকেজের বিস্তারিত জানতে ও প্রাক-নিবন্ধনের জন্য যোগাযোগ করুন-
মুন্সী হজ্জ্ব কাফেলা
01819141517

হজ্জ্ব লাইসেন্স নং- ৫৯৭

02/09/2020

হজ্জের ফরয সমূহঃ
১। এহরাম বাঁধা
২। আরাফাতে অবস্থান করা
৩। বাইতুল্লাহ যিয়ারত করা।

হজ্জের ওয়াজিব সমূহঃ
১। মুজদালিফায় অবস্থান করা।
২। জামরায় কংকর নিক্ষেপ করা।
৩। কোরবানি করা
৪। পুরুষদেরঃ মাথা মুণ্ডানো
নারীদেরঃ এক আঙ্গুল পরিমাণ চুল কর্তন করা
৫। সাফা মারওয়া সাঈ করা
৬। বিদায়ী তাওয়াফ করা

---------------------------------------------------------------

মুন্সী হজ্জ কাফেলা
হজ্জ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
০১৮১৯-১৪১৫১৭

24/06/2020

বিশুদ্ধভাবে হজ্জ্ব পালনকারী গোনাহ হইতে এমনভাবে মুক্ত ও পবিত্র হয় যেন সদ্য মায়ের গর্ভ হইতে নিষ্পাপ হয়ে ভুমিষ্ট হয়েছে
-আল হাদীস

24/06/2020

তোমরা হজ্জ্ব আদায়ের ক্ষেত্রে তাড়াতাড়ি করো কেননা তোমাদের কেহই জানেনা কার ভাগ্যে কি রহিয়াছে
-আল হাদীস

24/06/2020

যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ্ব পরিত্যাগ করল সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক তাতে কিছু আসে যায় না।
-আল হাদীস

24/06/2020

হে মানব সমাজ! আল্লাহ তোমাদের উপর হজ্ব ফরয করেছেন সুতরাং তোমরা হজ্ব পালন কর
-আল হাদীস

21/06/2020

মহামারী করোনাভাইরাসের হানায় চলতি বছর হজ হবে কিনা সে বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে সৌদি আরব। এ বছর ২৮ জুলা.....

09/06/2020

তাওয়াফের সুন্নত সমূহ

১. হাজরে আসওয়াদ চুম্বন করা
২. ইযতেবা করা
৩. প্রথম তিন চক্করে রমল করা(দ্রুত বীরের মতো হাঁটা)
৪. অবশিষ্ট চক্করগুলোতে রমল না করা(ধীরে সুস্থে তাওয়াফ না করা)
৫. তাওয়াফ এবং সাঈয়ের মাঝে ইস্তিমাল করা
(হাজরে আসওয়াদকে চুম্বন করা)
৬. হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে তাক্ববীর বলা এবং উভয় হাত তাকবীরে তাহরিমার ন্যায় হাত উঠানো।
৭. হাজরে আসওয়াদ হইতে তাওয়াফ আরম্ভ করা।
৮. তাওয়াফ শুরু করার সময় হাজরে আসওয়াদের দিকে মুখ করা।
৯. সকল চক্বর বিরতিহীনভাবে সম্পন্ন করা
১০. পবিত্র হয়ে তাওয়াফ করা

09/06/2020

তাওয়াফের আরকান সমূহঃ

১. সাত চক্কর পূর্ণ করা
২. মসজিদে হারামের ভেতর প্রবেশ করা
৩. নিজে তাওয়াফ করা

04/06/2020

আপনি জানেন কি?

বর্তমান নিয়ম অনুযায়ী আপনি ইচ্ছা করলেই হজ্জ্ব পালন করতে পারবেন না!
সেজন্য আপনাকে হজ্জে যাওয়ার কমপক্ষে ২ বছর পূর্বে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি হজ্জ্ব পালনের নিয়্যাত করে থাকেন তাহলে আজই প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আপনার হজ্জ্ব যাত্রা নিশ্চিত করুন।

আমাদের হজ্জ্ব প্যাকেজের সুবিধা সমুহঃ
◼হজ্জের পুরো সময় একই হোটেলে অবস্থান,
একাধিক হোটেলে স্থানান্তর করা হবে না।
◼সকালের নাস্তাসহ তিনবেলা বাংলাদেশী
রুচিসম্মত খাবারের ব্যবস্থা ।
◼পবিত্র ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ও
জিয়ারত।
◼জরুরী মাসআলা-মাসায়েলের জন্য একজন
অভিজ্ঞ আলেম গ্রুপের সাথে সম্পৃক্ত
থাকবেন।
◼মিনা ও আরাফায় শীতাতাপ নিয়ন্ত্রিত তাবুর
ব্যবস্থা ।
◼হজ্জ্ব প্রশিক্ষন ও ভি.আই.পি সার্ভিসের
ব্যবস্থা।

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ বুকিং চলছে!

আমরা সারা বছরই হজ্জ্বের প্রাক-নিবন্ধন করে থাকি। চূড়ান্ত নিবন্ধনের সময়, প্যাকেজ মূল্যসহ প্যাকেজের বিস্তারিত জানতে ও প্রাক-নিবন্ধনের জন্য যোগাযোগ করুন-
মুন্সী হজ্জ্ব কাফেলা
01819141517

04/06/2020

এহরাম বাধার নিয়ম!
১. ক্ষৌর কার্য সম্পাদন অর্থাৎ নাভী ও বগলের পশম পরিষ্কার করা
২. গোসল করা
৩. এহরামের কাপড় পরিধান করা।
৪. সুগন্ধি ব্যবহার করা।
৫. দুই রাকাত নফল নামাজ পড়া
৬. উমরাহ অথবা হজ্জ্বের নিয়ত করা
৭. তালবিয়া পাঠ করা

02/06/2020

উমরাহ কিভাবে করবেন তার নিয়ম!

ওমরাহ'র নিয়্যাত:
আল্লাহুমা ইন্নী উরীদুল উমরাতা ফায়াচ্ছির লী ওয়াতাক্কাব্বাল মিন্নী।
বাংলা নিয়তঃ
হে আল্লাহ আমি ওমরাহ্ পালনের জন্য ইহরাম বাধলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।

মীক্বাত থেকে হজ্জের ইহরামের মতই ওমরার নিয়্যতে ইহরাম বেঁধে নেবে। অতঃপর তালবিয়্যাহ পড়তে পড়তে হজ্জের নিয়মানুযায়ী মক্কা শরীফের দিকে অগ্রসর হবে। বাবুস সালাম গিয়ে মসজিদুল হারামে প্রবেশ করবে। এরপর রামার ও ইদ্বতিবা সহকারে তাওয়াফ করবে। তাওয়াফের পর মক্বামে ইব্রাহীমে দু রাকাত নামায পড়বে। অতঃপর হাজরে আসওয়াদ এ চুম্বন বা ইসতিলাম করে বাবুস সাফা অতিক্রম করে সাফা ও মারওয়ার সাঈ করবে। অতঃপর মাথা মুন্ডাবে কিংবা ছাঁটাবে। এরপর দু রাকআত নামায আদায় করবে। এভাবে ওমরার কাজ সুসম্পন্ন হবে।

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ...
02/06/2020

স্বল্প খরচে উন্নতমানের যাতায়াত ব্যবস্থা, ক্বাবা ও মসজিদে নববীর নিকটবর্তী হোটেলে থাকা-খাওয়ার সু-ব্যবস্হাসহ হজ্জ্ব ও উমরাহ বুকিং চলছে!

বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন-
মুন্সী হজ্জ্ব কাফেলা!
হজ্জ্ব ও উমরার বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
01819141517

Address


Telephone

+8801979141517

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুন্সী হজ্জ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share