Tashfik Air Travels International

  • Home
  • Tashfik Air Travels International

Tashfik Air Travels International Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tashfik Air Travels International, Travel Company, .

আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ,---------------------------------------- ★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ু...
10/11/2022

আকর্ষণীয় ওমরাহ্‌ প্যাকেজ,
----------------------------------------
★ওমরাহ্‌ প্যাকেজের সকল বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।

🕋 ১৩ দিনের ওমরাহ্‌ প্যাকেজ মাত্র ১২৭,০০০ টাকা

🗓 গ্রুপ ভ্রমণের তারিখ
🗓 ১৭ ডিসেম্বর থেকে ১৩ দিন ২০২২ ইং
(১৩ দিনের ওমরাহ্‌ প্যাকেজ )

বিঃ দ্রঃ উল্লেখিত তারিখগুলো ছাড়াও আপনারা চাইলে নিজেদের মতো করে অন্য তারিখেও প্যাকেজ নিতে পারবেন (শর্ত প্রযোজ্য)


🔘🔘 ১৩ দিনের ওমরাহ্‌ প্যাকেজে যা অন্তর্ভুক্ত 🔘🔘

✔️ রিটার্ন এয়ার টিকেট (ঢাকা - জেদ্দাহ - মদিনা - ঢাকা অথবা ঢাকা - মদিনা - জেদ্দাহ - ঢাকা), কাতার এয়ারওয়েজ/এমিরেটস এয়ারলাইন্স/কোয়েত এয়ারলাইন্স
✔️ ওমরাহ্ ভিসা
✔️ হেলথ ইনস্যুরেন্স
✔️ মক্কায় ৬ রাতের হোটেল
✔️ মদিনায় ৬ রাতের হোটেল
✔️ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ
✔️ মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔️ তায়েফ শহর জিয়ারা
✔️ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
✔️ ওয়াদিয়া জীন পরিদর্শন
✔️ ওমরাহ্’র বাংলা গাইড
✔️ মক্কা এবং মদিনায় অভিজ্ঞ আলেমদের মাধ্যমে সর্বদা সেবা প্রদান ইনশাআল্লাহ।

🕋 ১৩ দিনের বেসিক প্যাকেজ মাত্র ১২৭,০০০/- টাকা


⭕️আমাদের হোটেলসমূহ

▶️ বেসিক প্যাকেজঃ
🕋 মক্কা – মানার আলহুদা, এমার আন্দালুসিয়া অথবা সমমান ৩* (হারাম থেকে ৩৫০-৫০০ মি. দূরে)
🕌 মদিনা – কারাম আল হিজাজ অথবা সমমান ৩*


⭕️গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ
➡️ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়,
➡️ যে কোন বয়সের যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
➡️ শিশুদের ভেক্সিনেশন প্রয়োজন নেই।
➡️ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কভিড) টেস্টের প্রয়োজন নেই।

🕋 🕋 ২০২৩ ইং, আপনার হজ্জের নিবন্ধন নিশ্চিত করুন মাত্র ৩১০০০/- টাকা,
সাধারণ প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি-
ভি আইপি প্যাকেজঃ সরকার নির্ধারিত ফি

⭕️বুকিং এর জন্যে কল করুনঃ
📲 01849662486

⭕️অফিসের ঠিকানাঃ
🏛 তাশফিক এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনাল
আজাদ মেডিকেল বিল্ডিং ৩য় তলা।
শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, ফেনী।

Tashfik Air Travels International *সবচেয়ে কম রেটে এবং দ্রুততম সময়েওমানের ম্যানপাওয়ারদুবাইয়ের ম্যানপাওয়ারকাতারের ম্যান ...
11/08/2022

Tashfik Air Travels International

*সবচেয়ে কম রেটে এবং দ্রুততম সময়ে
ওমানের ম্যানপাওয়ার
দুবাইয়ের ম্যানপাওয়ার
কাতারের ম্যান পাওয়ার
দুবাইয়ের ভিজিট ভিসা
বিশ্বের যে কোন দেশের এয়ার টিকেট
যেকোনো দেশের টিকেটের তারিখ পরিবর্তন করা হয়, যেকোন দেশের সবচেয়ে কম মূল্যে গ্রুপটিকেটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে*

*আপনার বিদেশ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী- Tashfik Air Travels International

আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ ২০২২👉 ওমরাহ্ ২০২২ এর বুকিং চলছে,👉 ভি আই পি কাস্টমারদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ,আমাদের প্যাকেজ গ...
07/08/2022

আকর্ষণীয় ওমরাহ্ প্যাকেজ ২০২২

👉 ওমরাহ্ ২০২২ এর বুকিং চলছে,
👉 ভি আই পি কাস্টমারদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ,

আমাদের প্যাকেজ গুলোতে কোন হিডেন চার্জ নেই।
প্যাকেজের সব বিষয়ে জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা আমাদের কল করুনঃ

01849662486

এছাড়া আমাদের অন্যান্য সেবা সমুহ

আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এয়ার টিকেট
ভিসা প্রসেসিং
ম্যান পাওয়ার (BMET)
সহ বিদেশ গমন সংক্রান্ত সকল কাজে সহযোগিতা দেয়া হয়।

অফিসের ঠিকানা
আজাদ মেডিকেল বিল্ডিং (৩য় তলা) জহিরিয়া মসজিদের বিপরীতে
শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক ফেনী।

Air Ticket Visa Processing Hajj & UmrahPls Contact us: 01849662486
27/07/2022

Air Ticket
Visa Processing
Hajj & Umrah
Pls Contact us: 01849662486

অনেক অপেক্ষার পর অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। প্রচুর কর্মীর চাহিদা থাকায় দেশের বেকারত্বের হার কিছুটা হলেও এবার কমবে...
03/06/2022

অনেক অপেক্ষার পর অবশেষে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার। প্রচুর কর্মীর চাহিদা থাকায় দেশের বেকারত্বের হার কিছুটা হলেও এবার কমবে আশা করা যাচ্ছে।

যারা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক, তাদের নিম্নে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই জেনে নেয়া উচিত।

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি

১) অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১৮ থেকে ২৪ মাস!

২) মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

৩) মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে হবে। সিনোফার্মা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যে কোন ২ ডোজ। আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

৪) যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন।

৫) মালয়েশিয়ায় ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

৬) মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।

৭) থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

৮) আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

৯) মালয়েশিয়ার আসার জন্যে মেডিক্যাল করলে মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

১০) কত টাকা লাগতে পারে সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার।
©

27/05/2022
21/05/2022

#বিদেশে_পাসপোর্ট_হারিয়ে_গেলে_যা_করনীয়ঃ-

আপনি বিদেশে (উদাহরণস্বরুপ ভারত) গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, তখন করনীয় কী? কিভাবে দেশে ফেরত আসবেন?

আপনি যখন বিদেশ সফর করবেন তখন পাসপোর্ট, ভিসা, ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য দলিলাদি ২/১ সেট ফটোকপি করে সাথে রাখবেন, বলা যায় না কখন কি প্রয়োজন হয়,সম্ভব হলে ২/১ কপি। পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখবেন।

প্রথমে আপনি যখন বুঝতে পারলেন পাসপোর্ট হারিয়ে গেছে, তখন

১) নিকটস্থ থানায় জিডি করুন। থানায় জিডি করতে গেলে আপনি যে হোটেলে ছিলেন সে তথ্য দিতে হবে।
২) বাংলাদেশ দূতাবাসে গিয়ে ;
(ক) পাসপোর্ট ফর্ম নিয়ে পাসপোর্ট এর জন্য আবেদন করুন; অথবা
(খ) ট্রাভেল পাশ এর জন্য আবেদন করুন ;
৩) যে সীমানা বা এয়ারপোর্ট দিয়ে ঢুকেছেন সেই স্টেশন থেকে এন্ট্রি সনদ নিন।
৪) এবার দূতাবাসের প্রদত্ত পাসপোর্ট বা ট্রাভেল পাশ নিন; পাসপোর্ট ও ট্রাভেল পাশ নিতে সরকারি ফি আছে তা জমা দিতে হয়।
৫) এবার ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসে গিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ভারত ত্যাগের অনুমতি নিন,
৬) অনুমতি পাওয়ার পর ঐ অনুমতি পত্র নিয়ে তা সীমান্তে পাসপোর্ট এর বিকল্প হিসেবে দেখিয়ে চলে আসুন।
দেশের বাইরে গেলে যতটুকু সম্ভব পাসপোর্ট সাথে রাখার চেষ্টা করবেন।

হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ও বেসরকারিভাবে একটি প্যাকেজ চ...
12/05/2022

হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজ ও বেসরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। যার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এই ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

তিনি বলেন, সরকারিভাবে হজে যেতে প্রস্তাবিত প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজ এ খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। দ্বি-পাক্ষিক হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশী হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, প্রীতি ও সমৃদ্ধি।দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলকে...
02/05/2022

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, প্রীতি ও সমৃদ্ধি।
দেশে এবং প্রবাসে অবস্থানরত সকলকে
Tashfik Air Travels International এর পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।।
14/04/2022

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ থেকে এবছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।।

দূরের ও কাছের যে যেখানে আছেন সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯
13/04/2022

দূরের ও কাছের যে যেখানে আছেন সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪২৯

আহলান সাহলান মাহে রমাদান।রহমত,মাগফিরাত  ও নাজাতের বার্তা নিয়ে সমাগত পবিত্র মাহে রমাদান।
02/04/2022

আহলান সাহলান
মাহে রমাদান।
রহমত,মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে সমাগত পবিত্র মাহে রমাদান।

আলহামদুলিল্লাহ! অনেক বড় ব্রেকিং নিউজখুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়  এক ঘোষণাতে জানিয়েছে এখন থেকে...
23/03/2022

আলহামদুলিল্লাহ! অনেক বড় ব্রেকিং নিউজ
খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণাতে জানিয়েছে এখন থেকে সৌদি আরব প্রবেশে -
১. ভ্যাকসিনেশন সনদ দেখাতে হবেনা।
২.পিসি আর টেস্ট লাগবেনা।
৩. কোয়ারেন্টাইনেরও প্রয়োজন নেই!

একই সঙ্গে, মক্কা মদিনাতে আসা হাজীদের ক্ষেত্রেও কোনরকম ভ্যাকসিনেশন সনদের প্রয়োজন হবেনা বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অর্থাৎ, পুরোপুরি করোনা পূর্ববর্তী স্বাভাবিক সময়ের মতই সবকিছু স্বাভাবিক হতে যাচ্ছে।

ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করার পর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা। এরপর আপনাকে যেতে হবে কাস্টম জোনে। সেখানে রেড ...
16/03/2022

ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করার পর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা। এরপর আপনাকে যেতে হবে কাস্টম জোনে। সেখানে রেড চ্যানলে ও গ্রীন চ্যানেল আছে।
অনেক যাত্রী না বোঝার কারণে জটিলতায় পড়েন। তাদের প্রতি আমাদের পরামর্শ, আপনার কাছে কোনো ধরনের শুল্ক পরিশোধযোগ্য পণ্য/আইটেম না থাকলে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানবন্দর থেকে বের হবেন।
অন্যদিকে আপনার কাছে যদি শুল্কযোগ্য মালামাল/পণ্য থাকলে সরাসরি চলে যাবেন রেড চ্যানেলে। সেখানে ঘোষণা দেবেন কী কী মালামাল আছে। তখন কাস্টমস কর্মকর্তা ওই মালের শুল্ক কত টাকা সেটি জানিয়ে দিবে। বিমানবন্দরের ভেতরে ব্যাংকে গিয়ে শুল্কের টাকা পরিশোধ করে লাগেজ নিয়ে চলে যাবেন।
আপনি গ্রীন চ্যানলে দিয়ে বের হচ্ছেন কিন্তু তল্লাশিতে ধরা পড়লো আপনি শুল্ক পরিশোধযোগ্য পণ্য নিয়ে যাচ্ছেন, তখন আপনাকে শুল্ক পরিশোধ করতেই হবে। সাথে জরিমানাও দিতে হবে।
নির্ধারিত পরিমানের বেশি, আমদানীর অনুমতি নেই এমন কিছু আনলে কাস্টম সেই মালামাল আটক করবে।
অন্যদিকে শুল্ক পরিশোধ যোগ্য পণ্য থাকার পরও শুল্ক না দিলে কাস্টম সাময়িক ভাবে আটক করবে। পরবর্তীতে শুল্ক পরিশোধ করে সেই মালামাল ফেরত পাবে।
আপনার কাছে থেকে যে কারণেই হোক কাস্টমস কোন পণ্য আটক করলে আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। সেখানে লিখিত থাকবে কি পণ্য, কি পরিমানে আটক করা হয়েছে। এটি প্রমাণপত্র যে আপনার কাছ থেকে কোন কিছু আটক করা হয়েছে। কাস্টমসে আপনার কাছ থেকে কোন কিছু আটক করলে আটক রশিদ (Detention Memo) দিতে বাধ্য। একই সাথে কাস্টমের শুল্ক পরিশোধ করতে হয় ব্যাংকের মাধ্যমে। কাউকে নগদ অর্থ দিবেন না।
কেউ অনৈতিক ভাবে টাকা দাবি করলে এবং কোন কিছু আটক করার পর আটক রশিদ (Detention Memo) না দিলে- অবশ্যই বিমানবনন্দর কর্তৃপক্ষকে অভিযোগ দিন।

সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার  আজ শনিবার (০৫/০৩/২০২২) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে করোনা বিধিনিষেধ প্রত...
06/03/2022

সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার

আজ শনিবার (০৫/০৩/২০২২) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নিম্নোক্ত নির্দেশনাসমূহ জারি করেছে:
১। পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সকল মসজিদে আর সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা (অর্থাৎ পূর্বের ন্যয় লেগে লেগে নামাজ পরতে পারবে)। তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে।
২। উন্মুক্ত বা বদ্ধ সকল স্থানে, সকল ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবেনা।
৩। উন্মুক্ত স্থানে মাস্ক পরতে হবেনা। আবদ্ধ স্থানে (যেমন অফিস আদালতে) মাস্ক পরে থাকতে হবে।
৪। বহির্বিশ্ব থেকে সৌদিআরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই।
৫। সৌদিআরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়।
৬। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবেনা।
৭। আফরিকার যেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া বন্ধ ছিল সেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া করা যাবে।
তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনো বাতিল করা হয়নি। এছাড়া কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত এখনো বাতিল করা হয়নি।

বিশেষ ঘোষণাসংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্ত...
25/02/2022

বিশেষ ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে পিসিআর টেষ্ট করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।

আপনার ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য আপনি যে এয়ারলাইনের টিকিট কেটেছেন, তাদের সাথে যোগাযোগ করুন।

কার্টনের গায়ে লেখা আলমগীর আসছেন কুয়েত থেকে। বাড়ি যেয়ে খুলে দেখেন  এটা তার না।  এদিকে সৌদি থেকে আসা আলমগীরও বাড়িতে যেয়ে ...
25/02/2022

কার্টনের গায়ে লেখা আলমগীর আসছেন কুয়েত থেকে। বাড়ি যেয়ে খুলে দেখেন এটা তার না। এদিকে সৌদি থেকে আসা আলমগীরও বাড়িতে যেয়ে দেখেন এটা তার কার্টন তার না।

নামের মিল, রঙ এক হলেই আপনার লাগেজ না। বিমানবন্দরে লাগেজ বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার সময় এয়ারলাইনের দেওয়া ট্যাগের সাথে মিলিয়ে নিন। আপনার ভুলে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, সাথে সাথে যার লাগেজ নিয়ে যাচ্ছেন তাকেও ভোগান্তিতে ফেলবেন।

প্রতিদিনই এমন ঘটনা ঘটাচ্ছেন অনেক যাত্রী। কোন যাত্রী অভিযোগ করলে সিসি ক্যামেরা চেক করে দায়ী যাত্রীকে সনাক্ত করে লাগেজ উদ্ধার করে দেওয়া হচ্ছে। একই সাথে দায়ী যাত্রীকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল/জরিমানা দেওয়া হচ্ছে।

বিদেশ থেকে আসা যেসব যাত্রীরা ভাড়া গাড়িতে বাড়িতে যান, তাদের প্রতি পরামর্শ -  বিমানবন্দরের ভেতরে কাউন্টারের গাড়ি অথবা নিজে...
25/02/2022

বিদেশ থেকে আসা যেসব যাত্রীরা ভাড়া গাড়িতে বাড়িতে যান, তাদের প্রতি পরামর্শ - বিমানবন্দরের ভেতরে কাউন্টারের গাড়ি অথবা নিজের পরিচিত গাড়ি ছাড়া অপরিচিত গাড়ি ভাড়া করা থেকে বিরত থাকুন। আবারও বলছি, অপরিচিত গাড়ি ভাড়া করা থেকে বিরত থাকুন। এমন কি বিমানবন্দরে কাউন্টারের বাইরে বিমানবন্দর এলাকায় থাকা গাড়ি ভাড়া থেকেও বিরত থাকুন।

বিশ্বের যে কোন দেশের এয়ার টিকেট  ইস্যু এবং দুবাই, কাতার,ওমান ও সৌদি আরবের ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন আমাদের সা...
15/02/2022

বিশ্বের যে কোন দেশের এয়ার টিকেট ইস্যু এবং দুবাই, কাতার,ওমান ও সৌদি আরবের ভিসা প্রসেসিং করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
Tashfik Air Travels International

এক নজরে আমাদের চলমান সার্ভিস সমুহ 🇸🇦🇸🇦 ওমরাহ প্যাকেজ কম খরচে 🇸🇦 ওমরাহ ভিসা🇸🇦 ১৩ রাত ১৪ দিন🇸🇦 ৩ স্টার হোটেল /৫ স্টার হোটে...
14/02/2022

এক নজরে আমাদের চলমান সার্ভিস সমুহ

🇸🇦🇸🇦 ওমরাহ প্যাকেজ কম খরচে

🇸🇦 ওমরাহ ভিসা
🇸🇦 ১৩ রাত ১৪ দিন
🇸🇦 ৩ স্টার হোটেল /৫ স্টার হোটেল
🇸🇦 আপ-ডাউন বিমান টিকেট
🇸🇦 ওমরাহ বিমা
🇸🇦 ওমরাহ গাইড
🇸🇦 ওমরাহর সকল সার্ভিস

🇸🇦🇸🇦 সৌদি আরব ভিসা প্রসেসিং কম খরচে

🇸🇦 হাউস ভিসা প্রসেসিং
🇸🇦 আমেল মনজিল ভিসা প্রসেসিং
🇸🇦 হাউস ড্রাইভার ভিসা প্রসেসিং
🇸🇦 আমেল আদি ভিসা প্রসেসিং
🇸🇦 কোম্পানি ভিসা প্রসেসিং
🇸🇦 মুয়াছাছা ভিসা প্রসেসিং
🇸🇦 খাদ্যামা ভিসা প্রসেসিং
🇸🇦 মহিলা ভিসা প্রসেসিং

🇦🇪🇦🇪দুবাই ভিসা প্রসেসিং কম খরচে

🇦🇪 ৩ মাসের ভিজিট ভিসা
🇦🇪 ১ মাসের ভিজিট ভিসা
🇦🇪 বিমান টিকেট
🇦🇪 হোটেল বুকিং
🇦🇪 ট্রাভেল ইনসুরেন্স
🇦🇪 টুর প্যাকেজ

🇧🇬🇧🇬 ওমান ভিসা প্রসেসিং🇧🇬🇧🇬

🇧🇬 ওমানের বিমান টিকেট
🇧🇬 ম্যান পাওয়ার
🇧🇬 মেডিকেল
🇧🇬 ই মুশরিফ
🇧🇬 ইন্সুইরেন্স

✈️ বিমান টিকেট সংক্রান্ত সার্ভিস

✈️ নতুন টিকেট ডাইরেক্ট ফ্লাইট
✈️ বিমান টিকেট ডেট পরিবর্তন
✈️ বিমান টিকেট রি-ইসু
✈️ যে কোনো দেশের বিমান টিকেট
✈️ ডোমেস্টিক বিমান টিকেট

যোগাযোগ
সিটি প্লাজা, ৫ম তলা (হোটেল বেস্ট ইন এর বিপরীতে)
শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, ফেনী।
মোবাইল : 01849662486(WhatsApp)
01793715677

07/02/2022

একজন অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার আবশ্যক।
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ
Tashfik Air Travels International
01793715677

07/02/2022

#সমস্ত_প্রবাসী_ভাই_বোনদের_উদ্দেশ্যে_কিছু_সতর্ক_বার্তা।
প্রবাস থেকে দেশে ফেরার সময় আমাদের খুশির বাধ ভেঙ্গে যায়, আর অতিরিক্ত আনন্দের কারণে আমরা অনেকেই ভুল করে ফেলি। যার কারনে আমাদের সর্বস্ব হাড়ানোর আশংকা থাকে দ্বিগুণ।
তাই দেশে ফেরার সময় আমাদের মার্কেটিং করা মালামাল প্যাকিং করার সময় যদি একটু সতর্কতার সাথে মালামাল প্যাকিং করি, তবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে যাবে অনেকটাই।

প্যাকিং করার সময় আপনার দামী বস্তু, যেমন মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, টাকা এগুলো কখনই বোকিং এর ব্যাগে দিবেন না। ট্রাভেলের সময় ছোট হ্যান্ড ক্যারি ব্যাগে সারাক্ষণ নিজের সাথে রাখা যাবে এমন ভাবে রাখুন, এমন কি টয়লেটেও যেনো সাথে রাখা যায়।
বিমান বন্দরে নেমে অযথা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এয়ারপোর্ট এরিয়া ত্যাগ করুন। আপনার বাড়ি থেকে কেউ আপনাকে রিসিভ করতে আসতে চাইলে, তাদেরকে আপনাকে বহন করা বিমান ল্যান্ড করার আগেই বিমান বন্দরে পৌছাতে বলুন।
সর্বোপরি আপনার মালামাল নিজ দায়িত্বে রাখুন।

সমস্ত প্রবাসী ভাই বোনদের বাড়ি ফেরা হোক নিরাপদে এবং আনন্দে, সেই শুভ কামনায়,

Collected

06/02/2022

কুয়েতে সিভিল এভিয়েশন সিদ্ধান্ত নিয়েছেন কুয়েত থেকে যে কোন দেশে সফরে যাওয়ার সময় প্লেনে ওঠার এক ঘণ্টা আগে লাগেজ কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। এবং নির্দিষ্ট সময়ে অর্থাত (বুকিং কাউন্টার ক্লোজ) এর পরে ফ্লাইটে যাত্রী গ্রহণ করা হবে না।
তথ্যসূত্রঃ আউয়াল কুয়েত

সফরে / ছুটিতে যেতে ফ্লাইট (মিস) বিলম্ব হওয়ার কয়েকটি কারন...সফরে যাওয়ার আগে অনেকেই পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্টে আকাম...
05/02/2022

সফরে / ছুটিতে যেতে ফ্লাইট (মিস) বিলম্ব হওয়ার কয়েকটি কারন...

সফরে যাওয়ার আগে অনেকেই পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্টে আকামা ট্রান্সফার করে থাকে...
কিন্তু নতুন বতাকা যে বানাতে হয় তা অনেকে জানেনা।

** নতুন পাসপোর্টে আকামা ট্রান্সফার (হাউল) করার পর নতুন বতাকা বানাতে হবে নতুন পাসপোর্ট নাম্বার অনুযায়ি। তা নাহলে সফরে যেতে পারবেন না।

** বতাকায় পাসপোর্ট নাম্বার ভুল থাকলে সফরে যেতে পারবেন না। (১০০% নিশ্চিত থাকুন)

** অনেক সময় পাসপোর্টে নামের বানান ভুল আসে ফলে বতাকায় সঠিক নাম থাকলেও আপনি সফরে যেতে পারবেন না।

** পাসপোর্ট অনুযায়ী বতাকায় সকল বানান, নাম এবং পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা তা যাচাই করুন। যদি ভুল থাকে তাহলে বতাকা সংশোধন করুন তা না হলে সফরে যেতে পারবেননা। কুয়েত বিমানবন্দরে আটকে দিবে ফ্লাইট মিস হবে।

★ দূতাবাস কর্তৃক পাসপোর্ট (এক্সটেনশন) ম্যানুয়াল ভাবে ২ বছরের জন্য রিনিউ করে দিলে তখন বতাকা নতুন লাগবেনা। যেটা আছে সেটা নিয়েই সফরে যেতে পারবেন।

★ যারা পাসপোর্ট ম্যানুয়েল (এক্সটেশন) করে আকামা নবায়ন করেন আপনাদের সতর্কতার জন্য একটা উপদেশ - (খারেজিয়া করার পর) খারেজিয়ার পেপারটাকে ফটোকপি করে নিবেন। এবং সফরে যাওয়ার সময় টিকেট ও পাসপোর্টের সাথে হাতে রাখবেন।

★ আকামা নবায়ন করছেন কিন্তু বতাকা হতে দেড়ি হচ্ছে কিন্তু সফরে যাবেন তো কি করবেন?? এক্ষেত্রে নতুন আকামার আপডেট যদি মোবাইল আইডি চলে আসে তাহলে মোবাইল আইডি দিয়েই সফরে যেতে পারবেন।

নোট: পাসপোর্ট রিউনি করার আকামা হাউল করে যদি আকামা নতুন পাসপোর্টে ট্রান্সফার (হাউল) না করেন তাহলে জরিমানা আসবেনা। যেমন : আপনার আকামার মেয়াদ শেষ হবে ১১-৬-২০২২ তারিখে কিন্তু আপনি পাসপোর্ট রিনিউ করে হাতে পেয়েছেন ৩-২-২০২২ তারিখ। আপনি সেইম ১১-৬-২০২২ তারিখে আকামা নবায়নের সময় নতুন পাসপোর্টে আকামা নবায়ন করতে পারবেন এতে জরিমানা আসেবানা।

বি:দ্র: বতাকা এবং পাসপোর্টের ভুল থাকার কারনে সফরে করা যায়না আজকের বিষয় ছিলো এটাই।
হ্যা যদি কেইস, মামলা, অপরাধ, ইনহাস, তাগাইয়্যুব, ব্লাকলিস্ট থাকে তাহলে সেগুলো অন্য বিষয়।

লেখা :

30/01/2022

আলহামদুলিল্লাহ

বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে,  তাদের এমন ...
28/01/2022

বাবা, স্বামী, ভাই, ছেলে, মা, বোন বিদেশ থেকে টাকা পাঠান, সেটা খুব আনন্দের। কিন্তু বিপদে আপদে কাজে লাগতে পারে, তাদের এমন ডকুমেন্ট ভালো করে সংরক্ষণ করতে আর কারও আনন্দ লাগে না।

অনেক সময় অনেক প্রবাসীর দেশে থাকা আত্মীয় স্বজন বাংলা প্রবাস কিংবা বাংলা এভিয়েশনের সাথে যোগাযোগ করেন,তার প্রবাসী স্বজনের খোঁজ পাচ্ছেন না। কয়েকদিন ধরে ফোন বন্ধ।

তখন সেই প্রবাসীর পাসপোর্ট নাম্বার, বিদেশের ঠিকানা জানতে চাইলে বেশির ভাগ স্বজন বিস্তারিত বলতে পারেন না। ফলে প্রবাসীর অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে।

প্রিয় প্রবাসী, আপনার পাসপোর্ট, ভিসা, ইকামা, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনী কাগজপত্রের ছবি/কপি আপনার পরিবারের সদস্যদের দিন। একই সাথে আপনি প্রবাসে যেই এলাকায় বসবাস করেন, যেখানে কাজ করেন সেখানের ঠিকানাও দিন। প্রবাসে আপনার কাছের ২/১ জন বাংলাদেশির ফোন নাম্বারও দিন।

আপনি প্রবাসে যে কোন দূর্ঘটনায় পড়লে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন আপনার খোঁজ করতে সহজ হবে।
Collected

21/01/2022
21/01/2022
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ
16/01/2022

সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ

আস্থা ও বিশ্বস্ততার প্রত্যয় নিয়ে নতুন কিছুর প্রত্যাশায় নতুন সেক্টরে।
16/01/2022

আস্থা ও বিশ্বস্ততার প্রত্যয় নিয়ে নতুন কিছুর প্রত্যাশায় নতুন সেক্টরে।

Address


Telephone

+8801849662486

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tashfik Air Travels International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tashfik Air Travels International:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Travel Agency?

Share